Dr. Touhidul Islam Nayan
DHMS (BHMEC)
Consultant Homeopath
Physician at Homeo Heaven
বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী হুজুরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। জীবনের ভূল ত্রুটি মাফ করে দিক এবং তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি।
আমার হুংকার
ডা. তৌহিদুল ইসলাম নয়ন
আমি ডাক্তার আমি ডাক্তার
তুমি যতই করো মামলা হামলা
থামাবো না তবু হুংকার
আমি ডাক্তার আমি ডাক্তার
আমায় সাড়ে চার সালে দেওনিতো কিছু
দেওনি সঠিক শিক্ষা
তবু মহৎ পেশায় মহাগুরু ধারে
নিয়েছিতো মহাদীক্ষা
আমায় দেওনি তুমি কর্ম
তবু খুজে নিয়েছি সম্মান
আজ আমার সম্মানে হাত দিয়ে তুমি
কোন সাহসে করো বদনাম
তুমি কসাই তুমি ডাকাত
তুমি দানব হয়েছো ডাক্তার,
আর আমার মাথায় বসিয়েছো তুমি
রত্ন নামক বদকার
আমি ডাক্তার আমি ডাক্তার
তুমি যতই আমার গলা চেপে ধরো
থামাবো না তবু হুংকার।
আমি হয়েছি স্বপ্রতিষ্ঠিত
আমি গড়েছিতো নিজ চেম্বার
আমার চেম্বারেতে তালা দিবে তুমি
হয়েছো কোথার মেম্বার!
আমি গবেষক আমি সেবক
আমার সেবা পায় শত রোগীরা
আমার রোগীকে লুটপাট করে
তোমার মতো ভোগীরা
তুমি চোর তুমি বাটপার
তুমি খুনি হয়ে গেছো ডাক্তার
তুমি নিজের আইনকে ব্যবহার করে
আমায় করেছো সৎকার
আমি ডাক্তার আমি ডাক্তার
তুমি যতই আমায় জেল জরিমানা করো
থামাবো না তবু হুংকার।
আমি ডাক্তার আমি ডাক্তার।
আমার সম্মান ফিরে পেতে আমি
বারবার করবো চিৎকার।
দ্বিতীয় হ্যানিম্যান | এ্যালেন কিনোটস | বাকস্ নোসোডস | Homeo Heaven ডা. এল্যানের কিনোটস এর বাংলা অনুবাদে অনুবাদ বি কে সরকার কিনোটস এর সাথে কিছু নোসোড মেডিসিন যুক্ত করেন। আর তার কারন .....
হোমিওপ্যাথি এই ভুবনে
স্রস্টার দেয়া এক নিয়ামত।।
তাই শত শত মানবতা প্রেমীরা
আজ পেয়েছে পেশা এক রহমত।।
একজন ক্লাসিকাল ও একজন ননক্লাসিকালের কথোপকথন
ক্লাসিকালঃ ভাই, প্যাটেন টনিক কেনো ব্যবহার করেন? ক্লাসিকাল চিকিৎসাই তো হোমিওপ্যাথির মূল ভিত্তি।
ননক্লাসিকালঃ ভাই মুখে ক্লাসিকাল বলা সোজা, বাস্তবতা ভিন্ন।
ক্লাসিকালঃ বাস্তবতা কোথায়? দেশ বিদেশের নামকরা বড় হোমিওপ্যাথ সকলেই ক্লাসিকাল।
ননক্লাসিকালঃ কি বলেন, আমিতো দেখি না।
ক্লাসিকালঃ কেন ভাই, রবিন বর্মন, আশরাফুল হক, শাহীন মাহমুদ, শাখওয়াত হোসেন, ফারুক এলাহী, আহমেদর ফারুকী এরা সবাইতো ক্লাসিকাল এবং বেশ নামকরা ও জনপ্রিয় চিকিৎসক।
ননক্লাসিকালঃ আরে ভাই। একজনের নাম বলে কি হবে। দেশের ৯০% চিকিৎসকই প্যাটেন বিক্রি করে।
ক্লাসিকালঃ ভাই, পৃথিবীতে এতো মানুষ। আপনার ধর্মের ২০% আছে। বাকি ৮০% অন্যান্য ধর্মের। আপনার ধর্মমতে শুধু আপনারা জান্নাতে যাবেন। তাহলে কারা সফল হলো ২০% নাকি ৮০%।
ননক্লাসিকালঃ ভাই এমন যুক্তি দেওয়া সহজ। কিন্তু কজন ক্লাসিকাল চিকিৎসকদের চেম্বারে রোগী থাকে? কিন্তু প্যাটেন চেম্বারে দেখেন রোগীর কত ভির!
ক্লাসিকালঃ ভাই, ক্লাসিকাল ডাক্তারের চেম্বারে শুধু রোগীরা যায়, আর প্যাটেন ডাক্তারের চেম্বারে রোগীর সাথে সাথে ঔষধ ক্রেতা, বোতল ক্রেতা, ঔষধ ও বোতল বিক্রেতা, কম্পানির রিপ্রেজেন্টিভ এদের ভিড় থাকে।
ননক্লাসিকালঃ ভাই, প্যাটেন না দিলে, রোগীরা পানি মনে করে আর থাকে না।
ক্লাসিকালঃ এটাতো আপনার ব্যর্থতা। আপনি যদি সঠিক ভাবে পড়াশুনা করতেন, আর সঠিক ঔষধ সিলেকশন করতে পারতেন তাহলে পানি খেয়েও রোগীরা আপনার কাছে সুস্থ হতে বার বার আসতো।
ননক্লাসিকালঃ ভাই রোগীদের উপশম দেওয়ারও দরকার আছে।
ক্লাসিকালঃ উপশম দেওয়াট জন্য অবৈধ পন্থা ব্যবহার করবেন! জানেন, এই প্যাটেন টনিকের জন্য বিশ্বব্যপি হোমিওপ্যাথি নিষিদ্ধ হয়েছিলো?
ননক্লাসিকালঃ প্যাটেনতো হোমিওপ্যাথিক কম্পানি বানায়, এগুলোর কি দোষ?
ক্লাসিকালঃ ভাই, প্যাটেন কে প্রুভিং করছে?
ননক্লাসিকালঃ জানি, কিন্তু এগুলোতো একই উপাদান দিয়ে বানায়!
ক্লাসিকালঃ কোনো ঔষধজ পদার্থের রূপ পরিবর্তন করলে তা পুনরায় প্রুভিং করা লাগে। আর ননপ্রুভিংকৃত ঔষধ ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ও বেআইনি। দেশে কড়া আইন হলে এই প্যাটেন ব্যবসা ধ্বসে পড়বে।
ননক্লাসিকালঃ ভাই, প্যাটেন বিক্রি না করলে রোগীদের কাছ থেকে টাকা ইনকাম কিভাবে করবো?
ক্লাসিকালঃ কেনো ভাই, ভিজিট নিবেন!
ননক্লাসিকালঃ কি বলেন, ভিজিট কেনো নিবো? ঔষধ দিয়ে ঔষধের দাম রাখবো!
ক্লাসিকালঃ ভাই, আপনি ডাক্তার। ফার্মেসিয়ান না। আপনি পড়াশুনা করে, ইন্টার্নি শেষ করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হয়েছেন। আপনি কেনো ভিজিট নিবেন না। এমবিবিএস চিকিৎসকরা তো ভিজিট নেয়। আপনিও নিবেন।
ননক্লাসিকালঃ ভাই, কোথায় এমবিবিএস আর কোথায় আমরা।
ক্লাসিকালঃ ছি। আপনার চিকিৎসক না হয়ে, রিকশা চালক হওয়া ভালো ছিলো।
ননক্লাসিকালঃ ভাই, ওদের মেধা যোগ্যতার সাথে আমাদের তুলনা হয়!
ক্লাসিকালঃ ভাই, কোনো ক্লাসের ফার্স্টবয় এমবিবিএস করলে তারা মেধাবী আর সে বিএইচএমএস করলে সে অমেধাবী!
ননক্লাসিকালঃ ভাই, ফার্স্টবয়রা হোমিওপ্যাথি পড়ে না।
ক্লাসিকালঃ এটাতো রাষ্ট্রিয় সমস্যা। রাষ্ট্র যদি হোমিওপ্যাথি শিক্ষা ব্যবস্থার উন্নত করতো তাহলে হাজার হাজর ফার্স্ট বয় হোমিওপ্যাথি পড়তে আসতো। কারন এটা সর্বোত্তম ও একমাত্র আরোগ্য বিধান। হোমিওপ্যাথির আবিষ্কারকরা এমবিবিএস এর বাপ ছিলো।
ননক্লাসিকালঃ ভাই, সেটা ভিন্ন বিষয়। বর্তমানে যারা আছে তারা এমবিবিএস ডাক্তারদের মতো যোগ্য না। আমরা ভিজিট নিতে পারি না।
ক্লাসিকালঃ এলোপ্যাথরা যে রোগে অপচিকিৎসা করে নানান রকম টেস্ট দিয়ে হাজার হাজার টাকা কামিয়ে নেয়, আপনি একই রোগ সারিয়ে দিবেন কয়েক ডোজ পানির সাহায্যে তাহলে আপনার যোগ্যতা কম কিসে? আপনি কেনো ভিজিট নিবেন না!
ননক্লাসিকালঃ ভাই, কেউ সামান্য জ্বর নিয়ে ভিজিট দিয়ে ঔষধ খেতে আসবে না।
ক্লাসিকালঃ যার চিকিৎসা প্রয়োজন সে জ্বর নিয়ে হলেও আপনার কাছে আসবে। কারন সে নাপা প্যারাসিটামল খেয়ে জ্বর কমাতে পারে নি। সে এলোপ্যাথি দেখাইলেও ভিজিট দিয়েই দেখাবে। আপনাকে দেখাইলে কেনো ভিজিট নিবেন না!
ননক্লাসিকালঃ ভাই, আপনি যতযাই বলেন। বাস্তবতা ভিন্ন।
ক্লাসিকালঃ জি ভাই, প্যাটেন বেচে আজীবন পেট চালাইতে পারবেন। কিন্তু রোগী চিকিৎসায় সফলতা কখনো দেখতে পাবেন না।
ননক্লাসিকালঃ যান, আগে গিয়ে কম্পানি বন্ধ করেন।
ক্লাসিকালঃ নিজে দরজা খোলা রেখে ঘুমিয়ে চোরের দোষ দিচ্ছেন?
ননক্লাসিকালঃ জি ভাই, আপনি ঠিক। যান, আপনার মতো পানি বেচেন গিয়া।
ক্লাসিকালঃ যে জেগে জেগে ঘুমায়, তাকে কখনো জাগানো যায় না।
ছোট নাটক
হোমিওপ্যাথির বিজয়
রচনায়ঃ তৌহিদুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
প্রথম দৃশ্য- (স্থান গনভবন)
পিএম- মন্ত্রি এই ছাত্র অধিকার সংগঠন কারা এরা কি শুরু করেছে? এরা কি আমাদের বিরোধীদের কেউ?
মন্ত্রী- না জনাব। এরা তো আমাদের পক্ষে সর্বদা নিবেদিত ছিলো।
পিএম- তাহলে এরা আজ রাজ পথে নেমে এসেছে কেনো?
মন্ত্রি- ওরা বহুদিন যাবৎ ওদের দাবিগুলো আমাদের জানাতে চাচ্ছিলো কিন্তু ওদের দাবিগুলো কোনো কারনে আমাদের দপ্তর পর্যন্ত পৌছায়নি।
পিএম- কি দাবি ওদের মন্ত্রী?
মন্ত্রী- ওরা হোমিওপ্যাথির উন্নয়নের জন্য ১১টি দাবি নিয়ে আন্দোলন করতেছে। ওরা ডাক্তার পদবি চায়, গবেষণার সুযোগ চায়, মান সম্মত শিক্ষা চায় আরো অনেকগুলো।
পিএম- ওহ হোমিওপ্যাথি। আমিও বিভিন্ন প্রয়োজনে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছি। কিন্তু এর উন্নয়ন নিয়ে কখনো চিন্তা করি নি। তা ওদের দাবিগুলো আমাদের পর্যন্ত কেনো পৌছালো না?
মন্ত্রী- আমাকে বিষয়টি তদন্ত করতে হবে জনাব।
পিএম- করো। এর আগে যাও ওদের শান্ত করো।
২য় দৃশ্য- (স্থান রাজপথ) (আন্দোলন কারীরা এপ্রোন পড়ে অনেশনে বসে আছেন, স্বাস্থ্য মন্ত্রী কথা বলতে এসেছেন)
মন্ত্রী- ছাত্ররা তোমাদের দাবি গুলো মাননীয় প্রধানমন্ত্রীর আমলে নিয়েছেন।
(আন্দোলনরত সবাই হুল্লোর করে উঠলো)
মন্ত্রী- তোমরা এবার অনশন ভেঙে ফেলো।
আরমান- মাননীয় মন্ত্রী। আমরা অনশন ভাঙছি তবে আমাদের দাবি সংসদে পাশ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না। (আমাদের অধিকার, ফিরিয়ে দেও ফিরিয়ে দেও।)
মন্ত্রী- আচ্ছা। আমাকে এখন যেতে হবে। তোমাদের বিষয়টি এই সরকার গুরুত্বের সাথে দেখবে।
(মন্ত্রী চলে গেলো) (শ্লোগান চলছে)
৩য় দৃশ্য- (স্থান বিএমডিসি অফিস)
অফিসার- হোমিওপ্যাথের মতো এসব ভাওতাবাজ গুলো এতো শক্তি পেলো কোথায়। ওদের চিকিৎসা যদি মান পেয়ে যায় তাহলে আমাদের চিকিৎসা ব্যবসায় একটা বড় লস গুনতে হবে।
সদস্য ১- জি স্যার। ওদের কাছে যে সকল রোগী যায় তারা আর অ্যালোপ্যাথি খায় না। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন মনে করে না। ওরা লক্ষন দেখেই অনেক বড় বড় রোগ সারিয়ে ফেলে।
সদস্য ২- এমন চলতে থাকলে তো আমাদের ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ফার্মেসীগুলোয়তো রোগীদের আনাগোনা কমে যাবে। আমাদের কিছু একটা করতে হবে। ওদের এই দাবি কোনো ভাবেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।
অফিসার- কিছুক্ষণের মধ্যে একজন স্বাস্থ্যসচিব আসবে। ওনার সাথে আজ এ বিষয়ে আলোচনা হবে। ওই তো উনি এসে গেছেন।
(স্বাস্থ্য সচিবের প্রবেশ)
অফিসার- জনাব কেমন আছেন? আসতে অসুবিধা হয়নি তো?
সচিব- আর বলো না। প্রধানমন্ত্রী তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছে। আমরা যে ওদের দাবিগুলো এতদিন পৌছাতে দেই নি সেটা না আবার বেরিয়ে পড়ে।
সদস্য ১- জল তাহলে প্রধান মন্ত্রী পর্যন্ত পৌছে গেছে?
সদস্য ২- কিন্তু ওরা আন্দোলনের সামর্থ্য কিভাবে অর্জন করলো?
অফিসার- এতোদিন ওরা প্যাটেন, ক্লাসিকাল, শততমিক, সহস্রতমিক কি সব পদ্ধতি নিয়ে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছে। এখন কোথা থেকে এই ছাত্র অধিকার সংগঠন উত্থান হলো। সব ডিএইচএমএস বিএইচএমএস গুলোকে এক করে ফেলছে।
সদস্য ১- কিন্তু ওরাতো আমাদের সামনে কিছু না।
সদস্য ২- হ্যা। আমাদের টাকা ঢালতে হবে।
অফিসার- ঠিক বলেছো। বোর্ডের কর্মকর্তাদের টাকা খায়িয়ে ওদের হাটানোর ব্যবস্থা করো। ওনারা চাপ দিলে ওরা সড়ে যেতে বাধ্য হবে।
সচিব- আন্দোলন থেমে গেলে ওদের দাবি গুলো ফাইল চাপা দেবার দায়িত্ব আমার। আপাতত যে করে হোক আন্দোলন থামাতে হবে।
অফিসার- মিডিয়াগুলোকেও টাকা খাওয়ায় যাতে ওরা আরো বড় আন্দোলন না গড়তে পারে।
৪র্থ দৃশ্য- (রাজপথ)
মাসূম- আরমান ভাই আরমান ভাই। বোর্ড থেকে একটা চিঠি এসেছে। আমাদের আন্দোলন থামিয়ে চলে যেতে বলছে। তাদের নাকি উপর থেকে অনেক প্রেশার আসতেছে। আন্দোলন না থামালে আমাদের ছাত্রত্ব বাতিল করা হবে।
আরমান- চিঠিটা কি বোর্ড সভাপতি পাঠিয়েছে?
মাসূম- না তবে বোর্ডের এক বড় কর্মকর্তা।
আরমান- আমাকে এখনি বোর্ড সভাপতির সাথে কথা বলতে হবে। মাসূম তোমরা আন্দোলন চালিয়ে যাও।
তাহমিনা- আরমান স্যার। একটা খারাপ খবর আছে। আমাদের মিডিয়া কভারেজ বন্ধ করে দিছে। আমি একটা চ্যানেলের সাথে কথা বলছি। তারা বলছে এসব ফালতু আন্দোলন কভার করার সময় তাদের নাই।
আরমান- চিন্তার কিছু নাই। আমাদের নিজেদের মিডিয়ার কাজ নিজেদেরই করতে হবে। এতদিন আমরা অনলাইনে যা কার্যক্রম চালিয়েছি, তা এখন কাজে আসবে। আমাদের অনলাইন বিরাট প্লাট ফর্ম আছে। তাহমিনা, সবাইকে বলো ফেসবুক লাইভে গিয়ে আন্দোলন শেয়ার করতে। দেখা যাক, দেশের জনগন আমাদের কতটা সমর্থন করে। মাসূম আমি বোর্ডে গেলাম।
৫ম দৃশ্য- (বোর্ড অফিস)
কর্মকর্তা- এসব ফালতু আন্দোলন করা ছাত্রদের প্রশয় দিয়ে আমাদের কোনো লাভ নেই। এতে বরং আমাদের উপর চাপ পড়বে।
চেয়ারম্যান- আমরাতো এই দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। কিন্তু চাকরী হারানোর ভয়ে আমরা এই চাপ মোকাবেলা করতে পারি নি। ওদের কোনো ভয় নেই। ওরা ওদের মতো আন্দোলন করুক।
কর্মকর্তা- স্বাস্থ্য সচিব আমাদের চিঠি পাঠিয়েছেন। ওদের আন্দোলন থামাতে নির্দেশ দিয়েছেন।
চেয়ারম্যান- এতদিন পড়ে হোমিওপ্যাথি আবারও আলোচনায় এসেছে। আমরা হোমিওপ্যাথির উন্নতির এই সুযোগ হাতছাড়া কিভাবে করবো?
অন্য এক কর্মকর্তা- স্যার, আন্দোলন কারীদের প্রধান আরমান আপনার সাথে দেখা করতে চায়।
চেয়ারম্যান- জি। পাঠিয়ে দেও। (কর্মকর্তা সড়ে পড়েছে)
আরমান- স্যার। আসসালামু আলাইকুম। স্যার আন্দোলন না থামালে আমাদের ছাত্রত্ব যাবে এমন নোটিশ আমরা পেয়েছি। আপনি কি তো জানেন এই আন্দোলন করে আমরা কতটা এগিয়ে গেছি।
চেয়ারম্যান- কি বলছো! আমিতো এমন নোটিশ পাঠানোর অনুমতি দেই নাই। কে পাঠালো?
আরমান- স্যার শরিফুল স্যার পাইছেন।
চেয়ারম্যান- বুঝতে পেরেছি। আরমান। তোমারা আন্দোলন চালিয়ে যাও। কারো ছাত্রত্ব যাবে না। বাকিটা আমি দেখছি।
আরমান- ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ। (আরমানের প্রস্থান)(শরিফুল মিয়ার আগমন)
চেয়ারম্যান- শরিফুল মিয়া আপনি ওদের আন্দোলন থামাতে নির্দেশ দিয়েছেন! ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়েছেন!
কর্মকর্তা- স্যার। সচিব সাহেব এভাবেই নির্দেশ দিয়েছে।
চেয়ারম্যান- বুঝতে পেরেছি। আমাকে স্বাস্থ্য মন্ত্রীর সাথে দেখা করতে হবে।
৬ষ্ঠ দৃশ্য- (বিএমডিসির অফিস)
অফিসার- ওরা অনলাইনে ওদের আন্দোলন ভাইরাল করে ফেলেছে। মিডিয়া গুলো আন্দোলন কভার করতে বাধ্য হয়েছে। ওদের আন্দোলনে অনেক লোকজন জড় হয়েছে।
সচিব- স্বাস্থ্য মন্ত্রী তদন্ত রিপোর্ট জমা নিয়েছে। অনেক কষ্টে নিজেকে বাচিয়েছি। তবে আমাদের অনেকের চাকরী হারাতে হবে। ওদিকে হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান স্বাস্থ্য মন্ত্রীর সাথে তাদের দাবিগুলো সংসদে পাশের বিষয়ে আলাপ করেছেন।
কর্মকর্তা- এখন তো আমারই চাকরী যাওয়ার ভয় আছে। যদি চেয়ারম্যান বুঝতে পারে আমি বিএমডিসির সাথে আছি। তাহলে আমি শেষ।
অফিসার- এখন একটাই উপায়। গুজব রটিয়ে দেওয়া। আমাদের কিছু ছাত্রকে বলো ওদের আন্দোলন যোগ দিয়ে কয়েকটা গাড়ি ভাংচুর করতে।
সদস্য- জি স্যার ব্যবস্থা করছি।
৭ম দৃশ্য- (রাজপথ)
আরমান- সবাই সতর্ক থাকবে কেউ জেনো বিশৃঙ্খলা না করে।
(এর মাঝে দুজন ছাত্র লাঠি বের করে গাড়ি ভাঙতে এগিয়ে যায়।)
আরমান- সবাই ওদের আটকাও।
(মাসূম ও আরো কয়েকজন ওদের আটকে দেয়। ওদের সাথে ধস্তা ধস্তি হয়। মাসূম আহত হয়। তারপর ওদের দুজনকে পুলিশে দেওয়া হয়। মাসূমকে ওখানেই চিকিৎসকরা আঘাতের ট্রিটমেন্ট করে।) (আবারও আন্দোলন শুরু হয়)
৮ম দৃশ্য- (সংসদ)
স্পিকার- আজকের এই অধিবেশনে হোমিওপ্যাথিক আইন গৃহিত হলো এবং সরকারকে অতিদ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষে কার্যক্রম পরিচালনা করতে বলা হচ্ছে।
৯ম দৃশ্য-
(রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা মিস্টি বিতরণ করছে এবং সবাই ব্যগ গুছিয়ে হাত নাড়িয়ে স্টেজ থেকে বিদায় নিচ্ছে)
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Holding # 801, College Road, Patar Hat, Mehendiganj
Barishal
• হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?
Padrishibpur Borishal
Barishal, BAKERGONJ
তুমি মরে গেলে কাঁধবে যে জন সেই জন তোমার আপন জন
০১৭১৮৫৬৯৬২৪প্রাপ্তি স্থান ঃ/আদর্শ লাহব্রেরী, টরকী বন্দর, বরিশাল ।
Barishal, 8225
প্রাপ্তি স্থান ঃ- আদর্শ লাহব্রেরী, টরক
Barishal, 8200
Talk with Dr. Md. Sydul Islam about any health issue such as diabetic, nutrition and diet, fitness, societal trends affecting health, Healthy lifestyle, a**lysis about health and h...
Isladi, Uzirpur, Barishal
Barishal
আমি একজন পল্লি চিকিৎসক। আমি পল্লি চিকিৎসা প্রদান করে থাকি।
Band Road, East Gate Of Sher E Bangla Medical College
Barishal, 8200
Dental Chamber
Agorpur Road, , Sadar Road
Barishal
Field of Interest Piles, a**l fissures, fistula, re**al cancer. Also Gall stones, Kidney Stones, Br