FOCUS - Barisal
The largest University admission coaching in Bangladesh. It's totally a student welfare based instit
আলহামদুলিল্লাহ ‼️
BUP এর ভর্তি পরীক্ষায় FASS ইউনিটে ৭৭তম স্থান অর্জন করেছে ফোকাস বরিশাল শাখার শিক্ষার্থী ইমরান হাওলাদার । ফোকাসের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 💜
আলহামদুলিল্লাহ ‼️
BUP এর ভর্তি পরীক্ষায় FSSS ইউনিটে ৭৩তম স্থান অর্জন করেছে ফোকাস বরিশাল শাখার শিক্ষার্থী সুবাহ্ সামিন । ফোকাসের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 💜
আলহামদুলিল্লাহ ‼️
BUP এর ভর্তি পরীক্ষায় FASS ইউনিটে ৭০তম স্থান অর্জন করেছে ফোকাস বরিশাল শাখার শিক্ষার্থী শাহরিয়ার জাবির। ফোকাসের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 💜
আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি) এর ভর্তি পরীক্ষায় FSSS ইউনিটে প্রথম স্থান অর্জন করেছে "ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং" অনলাইন শাখার শিক্ষার্থী মারজান বিনতে আমিনুল্লাহ।
BUP ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন
আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি) এর ভর্তি পরীক্ষায় FASS ইউনিটে প্রথম স্থান অর্জন করেছে "ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং " ফার্মগেট শাখার শিক্ষার্থী রুহুল আলম সৈকত ।
BUP ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
আপনার মাধ্যমিক বিদ্যালয়ের নাম কী ছিলো?
হয়ে যাক স্মৃতিচারণ!🥰
আবার আসিব ফিরে
– জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো — কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।
🌀 গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ সেশন:-----
🟠 সি ইউনিট (বাণিজ্য) : --- ৮ মার্চ
🟢 বি ইউনিট (মানবিক) : --- ৯ মার্চ
🔴 এ ইউনিট(বিজ্ঞান) :---- ২৭ এপ্রিল
🔷 আবেদন শুরু :-- ২৯শে জানুয়ারি
🔶 আবেদন শেষ :-- ১৫ই ফেব্রুয়ারি
‼️ আবেদন ফি : -- ১৫০০ টাকা মাত্র
ভোরের পাখি বলা হয় কোন কবি কে?
" অনন্তর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্যে অবশ্যই ক্ষমাশীল, দয়ালু "
(সূরা আন-নাহল, আয়াত-১১৯)
রাবিতে এবার বি ইউনিটে (বাণিজ্য) প্রতি সিটের বিপরীতে আবেদন করেছে ১৭১ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী।
আগামীকাল অনুষ্ঠেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফোকাসের পক্ষ থেকে শুভকামনা।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু।
আপনি রিসেন্টলি কোন বইটি পড়তেছেন..?
Weekly Test 10
There are no shortcuts to any place worth going.....
আজ রাত ১২.০০ টায় শেষ হবে রাবির ২০২৩-২৪ সেশনের অনার্সের ভর্তির প্রাথমিক আবেদন।
সরকারি কলেজগুলোকে দেখভাল করবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়।
🔴 Red Fort ( লাল কেল্লা ), Delhi, India
🔘 ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সূচী.....
🔴 আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা- মাতার সাথে সাদাচরন করতে। (সুরা: আনকাবুত ২৯/৮)
হার্মাদ শব্দটির উৎস ভাষা-----।
ক) স্প্যানিশ খ) পর্তুগিজ
গ) জাপানিজ ঘ) চাইনিজ
BUP Special Model Test 02
Can those who work hard and those who don't be equal?
আগামীকাল থেকে শুরু হচ্ছে মডেল টেস্ট ব্যাচের পরীক্ষা।
বিস্তারিত কমেন্ট বক্সে....
নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী
BUP Model Test
🔘 ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু : " অটল ব্রীজ " উদ্বোধন।
🔲 বিস্তারিত কমেন্ট বক্সে.....
🔳 QUIZ 🔳
◼️1 : রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) কক্সবাজার খ) নেত্রকোনা
গ) পটুয়াখালী ঘ) বান্দরবন
◼️2 : রাখাইন কালচারাল একাডেমি কোথায় অবস্থিত?
ক) কক্সবাজার খ) নেত্রকোনা
গ) পটুয়াখালী ঘ) বান্দরবন
🔴 দিয়েগো গার্সিয়া (Diego Garcia)
🔹ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত, যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবালদ্বীপ।
হে মুমিনগণ !! ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। (সূরা বাকারা ১৫৩)
Click here to claim your Sponsored Listing.
FOCUS University Admission Coaching & Guide.
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ১০ এ ১০ এবং প্রথম ২০ এ ১৯ জনসহ মোট ২১১০ জনের অবিস্মরণীয় সাফল্য।
ফোকাস বরিশাল শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২০ জনের মহাসাফল্য।
ফোকাস বরিশাল শাখায় চলছে ৪০০০/- টাকার মহাছাড়।দেরি না করে আজই ভর্তি নিশ্চিত করুন।
ফোকাসের ফার্মগেট শাখার শিক্ষকবৃন্দই বরিশাল শাখায় ক্লাস নেন।
আমাদের ভর্তি ফি -
ক ইউনিট - ১৫০০০/-
খ ইউনিট - ১৩০০০/-
গ ইউনিট - ১৪০০০/-
ঘ ইউনিট - ১৩০০০/-
ক+ঘ যৌথ ইউনিট - ২৮০০০/-
গ+ঘ যৌথ ইউনিট - ২৭০০০/-
Videos (show all)
Contact the school
Telephone
Address
Barisal
8200
Pantho Sarak
Barisal
Hi there!through this page we will practise English together. this is a great way to learn English .
Farid Monjil, Bogra Road
Barisal, 8200
We are to render you the best service. It's not just words, it's the reality!
Barishal Sadar
Barisal
This page is very helpful for HSC and Admission candidates. They can learn many things from this page
বিএম কলেজ মসজিদ গেটের বিপরীতে (গলির ভিতর), রফিক প্যালেস (৩য় তলা)
Barisal, 8200
BCS Coaching
Barisal, 8200
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিবিএ এবং অন্যান্য বিভাগের সহযোগিতায় সদা প্রস্তুত