Sarstec দেয়াল পত্রিকা সুঁই-সুতা
Nearby non profit organizations
Alimabad
Barishal, Barisal
Kornokathi
Govt. B. M. College, Barisal
Band Road Barishal
8200
8200
Barisal Sadar, Barisal
Agailjhara
8200
Barisal 8200
Taltali
8280
You may also like
সুঁই-সুতা" হচ্ছে শহীদ আবদুর রব সেরনিয়?
সবাইকে নববর্ষের শুভেচ্ছা
সবাইকে ঈদের শুভেচ্ছা
=== নারী ===
মো. আবদুল্লাহ আল মামুন (৯ম ব্যাচ)
নারী, শব্দটিতেই মমতা মিশে আছে,
স্নেহের আঁখিতে তার সুখ-দুঃখ আছে।
মা, বোন, প্রেমিকা, স্ত্রী হয়ে সে দাঁড়ায়,
সংসারের চালনা তার হাতেই ঘুরে যায়।
বিজ্ঞানি, শিল্পী, নেত্রী হয়ে সে গড়ায়,
দেশের মর্যাদা ধরে বিশ্বে নাম উড়ায়।
দুঃখের হাত ধরে, সান্ত্বনা দেয় আদরে,
মমতার আলোয় জগৎ করে ঝলমলে।
তাই নারীকে করো সম্মান, দাও তার স্বাধীনতা,
সেই শক্তি তোমাকে দিবে সমৃদ্ধির দীপ্ততা।
নারী হয়ে জন্ম নেওয়া এক মহান অহংকার,
জগতের চালনায় তার অবদান অপার।
===ফুল===
মোঃ জোবায়ের হোসেন (৯ম ব্যাচ)
আমি কাব্যিক নই, যে তোমার জন্য কাব্য লিখবো।
তোমার জন্য আমার কাছে জমা নেই কোনো শব্দ গুচ্ছ।
আমি কবি নই, যে তোমার জন্য কবিতা লিখব।
তোমার রূপের বর্ণনা করার সাধ্য নেই আমার ||
অপ্সরী , তুমি একটি ফুল॥
আমি তোমায় অত ফুলের নামে ডাকতে পারবো না।
তুমি আমার কাছে হলুদ ফুল,লাল ফুল।
কালো অথবা সাদা ফুল।
তুমি আমার ফুল।
শুন্য ফুল…
শুন্য জানি,শূন্য মানি,
শূন্যের কাছে সবাই ঋণী
শূন্যের মাঝেই যত তৃপ্তি,
শুন্যেই আবার হয় সৃষ্টি।
ফুল তুমি একটা পদ্মাবতী।
মায়াকানন ,মায়াবী তোমার চোখ..
তুমি ধোয়াশা, তুমি বিলীন ,তুমি হাওয়া।
তুমি মিলে আছো সৌন্দর্যের মাঝে,
শূন্য হয়ে..
আর আমি ঋণী তোমার কাছে।
খুঁজে ফিরে অপূর্ণতায় পূর্ণতা তুমি।
=== অপেক্ষা===
মোঃ খোর্জাতুল ইসলাম চৌধুরী (১০ম ব্যাচ)
অনেক বছর হয়ে গেল
আজও পাইনি তোমার দেখা,
এইভাবে আর কাটবে কদিন?
আমি বড়ই একা।
দুদিনের এই দুনিয়াতে
বেঁচে রবো আর কদিন?
তোমার সনে দিন কাটাবো
আসবে কবে সেদিন?
থমকে আছে নৌকা আমার
জীবন নদীর মাঝ পথে,
তুমি এলে চলবে আবার
ঢেউ খেলানো স্রোতে।
তোমার সন্ধানে ব্যতিব্যস্ত আমি
আর মানছে নাতো আমার প্রাণ,
শাহজাহানের তাজমহল আমি
হৃদয়ে করেছি যে নির্মান।
কবে হবে উপরওয়ালার মর্জি?
পাবো কি তোমার দেখা?
আর কতকাল এভাবে আমায়
করতে হবে অপেক্ষা?
ভুলকে আজ দাও ছুটি, বিবাদকে আজ দাও বিদায়। মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর। শুভ নববর্ষ ২০২৪...
===একাত্তরের অগ্নিপরীক্ষা===
মো. আবদুল্লাহ আল মামুন (৯ম ব্যাচ)
সোনার বাংলা, আমার দেশ,
একাত্তরের যুদ্ধের অগ্নিদেশ।
জাতির রক্তে মাটি লাল হলো,
স্বাধীনতা লাভের ছিলো অঙ্গীকার।
বাঙালি মন, বাঙালি জেদ,
পাকিস্তানি বাহিনীর কর্তন খড়।
নিরন্তর যুদ্ধ, অবরোধের দিন,
শহীদদের রক্তে শপথ করি নিশ্চয় জিতবো আমরা।
নয় মাসের যুদ্ধ, অসম লড়াই,
বিশ্বের কাছে ছিলো আমাদের ছোঁটো দাবি।
মুক্তিযোদ্ধাদের সাহসিকতা,
স্বাধীনতা লাভের একমাত্র পথ।
একাত্তরের যুদ্ধ, ইতিহাসের সাক্ষী,
বাঙালির অদম্য মনোবলের নিদর্শন।
সোনার বাংলা, আমার দেশ,
স্বাধীনতা লাভের গর্ব আমাদের।
=== ১৬ই ডিসেম্বর===
মোঃ খোর্জাতুল ইসলাম চৌধুরী (১০ম ব্যাচ)
১৬ই ডিসেম্বর আমাদের দেশের
একটি স্মরণীয় দিন,
এই দিনেই আমাদের প্রিয়
বাংলাদেশ হয়েছিলো স্বাধীন।
পাকিস্তানি শাসক কেড়ে নিয়েছিলো
আমাদের সব অধিকার,
বাঙ্গালীরা তাই এর বিরুদ্ধে
প্রতিবাদ জানিয়েছিলো বার বার।
১৯৭১ সালে বাঙ্গলার নেতারা সবাইকে
মুক্তির সংগ্রামে জানিয়েছিলো আহ্বান,
করেছিলো নয় মাস যুদ্ধ
নেতৃত্ব দিয়েছিলো শেখ মুজিবুর রহমান।
ঝাপিয়ে পড়েছিলো বাঙ্গলার
ছাত্রজনতা, কৃষক মজুর আর জেলে,
সবাই নেমে পড়েছিলো রাজপথে
নিজেদের তাজা রক্ত দিয়েছিলো ঢেলে।
৩০ লক্ষ লোক দিয়েছিলো প্রাণ
করেনি তো কেউ ভয়,
অবশেষে বাঙ্গালীরা এই দিনে
ছিনিয়ে নিয়েছিলো তাদের প্রকৃত বিজয়।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা...
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা
===অন্ধকার পৃথিবী===
রাব্বি ইসলাম (৯ম ব্যাচ)
আমাদের শহরে যখন রাত হয়,
তখন তোমাদের রঙ্গিন দুনিয়া
আমাদের দেয়ালে আচঁড়ে পড়ে স্মৃতি
চোখে শিশির কনা, মস্তিষ্কে গাড় অন্ধকার
আমাদের দেয়ালে যখন নামে অন্ধকার,
তখন তোমরা উচ্চস্বরে হাসো
তোমাদের সুভাষ ছড়িয়ে পড়ে অজ্ঞাতদের রন্ধ্রে
আমাদের কারখানায় উৎপাদন হয় কবিতা
প্রত্যেক লাইনে লেখা হয় তোমাদের উপাখ্যান
আমাদের এখানে রাত হলে,
তোমরা ভেসে যাও ভুল গন্তব্যে
মেতে ওঠো মিথ্যা মিথ্যা স্বপ্নে
শহরের আলোকসজ্জা ঘিরে থাকে তোমাদের
আমাদের শহরে নেমে আসে ভিন্ন রঙের আলো
আমাদের চোখে যখন আলো আসে
তখন সূর্য ডুবে যায় বিপরীত দিকে
সব আয়োজন শেষ হয়
আমাদের জন্য থাকে না কোনোকিছুই
শুধু দীর্ঘশ্বাস আর ভ্রু কুঁচকানো হাসি ছাড়া!
তবুও সব ঠিকঠাক...
⏩ মহান বিজয় দিবস উপলক্ষে আজ ৭ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ৯টা ৪৫মিনিটে প্রকাশিত হয় সার্সটেক দেয়াল পত্রিকা "সুঁই-সুতা" এর ১২তম সংখ্যা "বিজয় সংখ্যা-২৩"।
⏩ এটি উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ আবদুল কাদের বেপারী স্যার। এসময় আরও উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর মোঃ নজরুল ইসলাম স্যার, সহকারী অধ্যাপক এম এম আয়ুব হুসাইন স্যার, সহকারী অধ্যাপক মোঃ সেলিম আখতার স্যার, প্রভাষক ইঞ্জিঃ মোঃ জাহিদ মুরাদ শুভ স্যার ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর আল মামুন স্যার।
⏩ "সুঁই-সুতা" এর "বিজয় সংখ্যা" উদ্বোধন শেষে অধ্যক্ষ স্যার "বিজয় সংখ্যা" এর প্রশংসা করেন এবং "সুঁই-সুতা" এর আগামী দিনের জন্য শুভকামনা জানান।
⏩ আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন সার্সটেক দেয়াল পত্রিকা "সুঁই-সুতা" এর সব সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।
আস্সালামু আলাইকুম,
বিজয়ের মাসে "সুঁই-সুতা" কর্তৃক আয়োজিত "বিজয় সংখ্যা-২৩" এর ডেকোরেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যারা যারা ডেকোরেশনে সহযোগীতা করেছেন সবাইকে ধন্যবাদ।
ইনশাআল্লাহ আগামীকাল সকাল ৯.৪৫ এ অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ "বিজয় সংখ্যা-২৩" এর শুভ উদ্ভোদন করবেন। আপনাদের সবাইকে উক্ত অনুষ্ঠানে আগমনের আমন্ত্রণ রইল।
আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সবাই কুশল আছেন। সার্সটেক দেয়াল পত্রিকা সুঁই-সুতা এর আসন্ন "বিজয় সংখ্যা-২০২৩" এর জন্য সম্মানিত সকল সিনিয়র এবং প্রিয় জুনিয়রদের কাছে আমাদের সুঁই সুতার দেয়াল পত্রিকা লিখনের জন্য লেখা আবশ্যক।
আপনাদের স্বতঃস্ফূর্ত লেখায় আমাদের সকলের প্রিয় সংগঠন "সুঁই সুতা" - এর দেয়াল লিখন আরো সুন্দর ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। আপনাদের যেকোন মতামত ও পরামর্শ সুঁই-সুতা সাদরে গ্রহণ করবে সব সময়।
আপনাদের সার্বিক জীবন সুন্দর, সাবলীল ও মঙ্গলময় হয়ে থাকুক।
ধন্যবাদান্তে ও সার্বিক সহযোগিতায়
সুঁই-সুতা।
বি.দ্র: যেকোন সিধান্ত পরিমার্জনের অধিকার সুঁই সুতা রাখে।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে অত্র কলেজের দেয়ালপত্রিকা "সুঁই-সুতা" প্রকাশ করতে যাচ্ছে
"চিত্র ও লেখা প্রতিযোগিতা - ২০২৩"।
🗂️ প্রতিযোগিতার জন্য যেসব জমা দেওয়া যাবেঃ
১৷ A4 পেপারে হাতে চিত্রাঙ্কন (মুক্তচিন্তা বা টেক্সটাইল সম্পর্কিত)
২৷ মোবাইল ক্যামেরা ও অন্যান্য ক্যামেরায় ধারণকৃত ফটো (A4 পেপারে প্রিন্টকৃত ছবি)
৩। লেখা (মুক্তচিন্তা বা টেক্সটাইল সম্পর্কিত)
📥 প্রতিযোগিতার জন্য ছবিগুলো সুঁই-সুতার নিমোক্ত সদস্যদের জমা দিতে বলা হলোঃ
১। মো. আবদুল্লাহ আল মামুন (৯ম ব্যাচ)
২। সাগর বড়ুয়া (৯ম ব্যাচ)
৩। তোফায়েল আলম (৯ম ব্যাচ)
৪। সানজিদা মোস্তাফিজ (৯ম ব্যাচ)
৫। রঞ্জন কুমার রায় (১০ম ব্যাচ)
৬। পিয়াস চন্দ্র পাল (১০ম ব্যাচ)
৭। মোঃ আমির খসরু (১১শ ব্যাচ)
৮। তানভির ইসলাম জোবায়ের (১২শ ব্যাচ)
➡️ যদি সিনিয়র ভাই/আপু চিত্রাঙ্কন, লেখা ও ছবি পাঠাতে চান তাহলে [email protected] এ পাঠানোর অনুরোধ রইল।
📅 জমা দেয়ার শেষ সময়ঃ ২০/১১/২০২৩ (রাত ১১.৫৯ পর্যন্ত)
🏆উল্লেখ্যঃ প্রতিযোগিতায় প্রদর্শিত ছবি ও লেখা থেকে নির্বাচিতদের পুরষ্কৃত করা হবে।
⚠️বিঃদ্রঃ সুঁই-সুতা সংগঠন যেকোনো সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
সুইঁ-সুতা কার্যনির্বাহী কমিটি(২০২৩-২৪)।
উক্ত কমিটির সবাইকে অভিনন্দন।
সবাইকে নিজ দায়িত্বে কাজ করার অনুরোধ রইলো।।
"প্রভূর রাহে কুরবানি দাও
লোক দেখানোর নয়,
গরীব দুঃখির পাশে দাঁড়াও
জান্নাত করতে জয়।"
'ত্যাগের মহিমায় উদ্বেলিত হোক আমাদের জীবন '
এই প্রত্যাশায় সুইঁ সুতা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা,
ঈদ মোবারক!
''সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ''
বিদায় সংবর্ধনা!
স্মৃতিতে ৭ম ব্যাচ...
সুইঁ-সুতা কার্যনির্বাহী কমিটি(২০২২-২৩)।
উক্ত কমিটির সবাইকে অভিনন্দন।
সুঁই-সুতার পুরাতন কমিটি ২০২১-২২ আজ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে নতুন কমিটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে ।
এই পবিত্র উৎসবে , আপনাকে অনেক হাসি এবং আনন্দের মুহুর্তগুলিতে ভরা একটি দিন কামনা করছি।সুৃঁই-সুতা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক!
ঈদের আনন্দ আপনাকে এবং আপনার পরিবারকে ঘিরে থাকুক। ঈদুল আযহা মোবারক!
চিত্রকার: Md. Abdullah Al Mamun
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সুঁই-সুতা এর প্রাক্তন সম্পাদক আ.সালাম আপেল ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Website
Address
Barishal
8200
DC Office
Barishal, 8200
Freelancers Club, Barisal is an innovative project of the District administration of Barisal. This is a platform focused on providing support to the next and current generation of...
Fakir Bari Road
Barishal, 8200
��� Let humanity evolve���
Barishal, Mahendigonj , Alimabad
Barishal, 8274
আমরা দাড়াঁলে হারবেনা দেশ, কারন তরুন?
Galachipa, Patuakhali
Barishal, 8640
"NOBOJAGORON YOUTH FOUNDATION" is a youth development non-profitable social organization."
Jhalokathi
Barishal, 8403
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আপনা?
Barishal, 8700
SANCHITHA SAPNO MOHILA SANGSTHA (SSMS) believes in non-directive, bottom up, participatory and integrated development frameworks and acts as a catalyst with its beneficiaries.
Barishal University
Barishal, 8254
BUBC Insider is a wing of the Barishal University Business Club-(BUBC)
Kazirhat Thana
Barishal
কাজিরহাট থানা উন্নয়ন ফোরাম-নন প্রফিট অরগানাইজেশান।