SPC World Express Barishal Community

বাংলাদেশে অনলাইনে কাজ করে আয় করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান SPC World express Ltd

27/11/2021
27/10/2020

একজন CEO অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানীর উত্তোরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য CEO নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন “আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী CEO নিয়োগ করবো।” শুনে তো সবাই হতবাক! তবে আবার খুশীও হল। CEO হওয়ার স্বপ্নে তাদের মন উৎফল্লিত হলো। তিনি বলে চললেন “আমি আপনাদের প্রত্যেককে একটি করে ‘বীজ’ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করবো কে হবে পরবর্তী CEO ।”
সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতই বীজ নিয়ে বাসায় ফিরলো। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল। নিয়মিত পানি দিল। সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা এক অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগল।
কিন্তু হায় অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে তিন সপ্তাহ, চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল “আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি।” সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোন কথাও বললো না।
অবশেষে একটি বছর পার হলো। কোম্পানীর সব এক্সিকিউটিগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের CEO এর নিকট নিয়ে এলো।
এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়। কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বললো যা সত্য তাই তোমার CEO কে বলবে। সে আজ খুবই বিব্রত হবে – এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো। কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে।
সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখলো সকলের টবে কী সুন্দর সুন্দর গাছ! অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকেই হাসাহাসি করল, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো।
CEO রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। “ও মাই গড, আপনারা কী সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন!” হঠাৎ তার চোখ গিয়ে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। CEO তাকে সামনে আসতে বললেন।
অলিভার খুব ভীত হয়ে পড়লো। নির্ঘাৎ সে আজ তার চাকুরী হারাবে। CEO জিজ্ঞেস করলেন “কি ব্যাপার অলিভার, আপনার বীজের কী হয়েছে?” অলিভার তাকে সব খুলে বললেন। CEO সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন CEO কে ভালো করে দেখুন, তার নাম অলিভার!
অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারলো না! সে তো কোন চারাগাছের জন্মই দিতে পারে নি!
সবাই বলাবলি করলো “সে কিভাবে CEO হলো?”
CEO বললেন “এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত। কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোন চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন, শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটিই রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন।”
“যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন”
“যদি সৎগুণ রোপণ করেন, তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন”
“যদি কঠোর শ্রম রোপণ করেন, তবে সাফল্য অর্জন করবেন”
“যদি সুবিবেচনা রোপণ করেন, তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন।”
তাই কী রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন, তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কী অর্জন করবেন।
জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে।
Copyright

21/10/2020

এই পেজটা ওপেন করে অবশেষে সার্থকতা অর্জন করলাম, Whatappsএ যোগাযোগ করে এই ভাই ৬টি আইডি নিয়া কাজ শুরু করলেন। শওকত ভাইয়ের জন্য শুভকামনা

16/10/2020

সময় কারও জন্য অপেক্ষা করে না

11/10/2020

২০২০ সালের জানুয়ারি হতে বাংলাদেশী একটি কোম্পানি বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক চাকরির ব্যবস্থা গ্রহণ করেছে,

*কম্পানির নাম।
SPC WORLD EXPRESS LIMITED.

*কম্পানি টার লক্ষ্য ও উদ্দেশ্য* ,
*মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করা!
দারিদ্র্যতা বিমোচন করার চেষ্টা করা।
*অন্যের উপর নির্ভরশীলতার হার কমিয়ে আনার চেষ্টা করা।
*এবং এই কম্পানি কতৃক বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সাহায্য কার্যক্রম চালু আছে।
*দুর্যোগে ত্রান বিতরণ ও চালু আছে

* কোম্পানি কর্তৃপক্ষ সারা পৃথিবীতে
এই ব্যবসাটা চালু করতে চাচ্ছে,
ইতিমধ্যে তা সারা পৃথিবীতে সুবিস্তৃত হয়ে গেছে,
শুধু বাংলাদেশেই তা সীমাবদ্ধ নেই!

এক প্রকার ফেসবুক যেমন সারা পৃথিবীতে ছড়িয়েছে, বিষয় টা ঠিক তেমনি,
তবে উভয়ের কারিকুলামের মাঝে দিন রাত পার্থক্য রয়েছে,

কারণ বিভিন্ন শর্তসাপেক্ষে একমাত্র ইউটিউব ব্যতীত যত অ্যাপস আছে কোনটার কর্তৃপক্ষ ওই অ্যাপস ব্যবহারকারীকে কোন
পারিশ্রমিক দেয় না,
পক্ষান্তরে আলোচ্য কোম্পানির বিশেষ অ্যাপসটি ব্যবহার করলে অ্যাপস কর্তৃপক্ষ ব্যবহারকারীকে
বিবিধ সুযোগ সুবিধা দিয়ে থাকে!

তাদের ব্যবসা টা হচ্ছে,
তাদের অ্যাপসটা যত বেশি মানুষ ইউজ করবে ততো তাদের ব্যবসা!
অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে যদি কোন মানুষ ফেসবুক চালায় বা এই অ্যাপসের মাধ্যমে যদি কোন মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কে লাইক করে তাহলে তাদের ব্যবসা হবে,
এটা হচ্ছে তাদের ইনকাম সোর্স! এটা যত বেশি মানুষ করবে তত তাদের ব্যবসা হবে,
আর যে বিজ্ঞাপন গুলো সেখানে আসে তার কোনোটাতেই অশ্লীল বা শরীয়ত বহির্ভূত কোন খারাপ
বিষয়ের মিশ্রন নেই!

এটা হচ্ছে তাদের ইনকাম সোর্স,

যাইহোক,,,! ওদের এখানে চাকরি করার পন্থা গুলো আমি বর্ণনা করতেছি,

*এক নাম্বার*
আমি যদি ওদের এখানে চাকরি করতে চাই তাহলে আমি গুগল প্লে স্টোর থেকে ওদের যে অ্যাপসটা আছে সেটা আমাকে নামাতে হবে,(এপসের নাম(SPC World Express)

নামানোর পরে আমি এখন এই অ্যাপস এর ভিতরে ঢুকবো কিভাবে?

আমিএই এ্যপসের ভিতরে ঢুকতে একটা ইউজার আইডি লাগবে আর একটা পাসওয়ার্ড লাগবে,

কোথায় পাবো এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ?
এই কম্পানির যেকোন গ্রাহকের মাধ্যমে আমি কম্পানি থেকে এটি ক্রয় করতে পারবো ,যার বর্তমান মূল্য রয়েছে প্রতিটা ইউজার আইডি বাবদে ১২০০/টাকা করে।

তো এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ছাড়া আমি এই অ্যাপস দিয়ে কোন কাজ করতে পারবো না,

এবং ঢুকার পর সে ৫টি এড দেখতে পাবে।
যদি সে এই পাঁচ টি এড Submit/likeকরেন,তাহলে তার আইডিতে এক দিনে এক আইডি থেকে ১০ টাকা জমা হবে।
এভাবে সে কম্পানি থেকে ১২০০টাকা দিয়ে একটি আইডি ক্রয় করে প্রতিদিন ১০টাকা করে ইনকাম করতে পারবেন,তবে এই এড Submit না করলে ১০টাকা করে পাবে না।

#একজন ব্যাক্তি ইচ্ছে করলে একাধিক আইডি ক্রয় করে প্রতিদিন প্রত্যেক আইডিতে ঢুকে এড সাবমিট করে ১০ টাকা করে প্রতি আইডি থেকে আলাদা আলাদা ,আয় করতে পারবেন।

# #কোন ব্যাক্তি ১৩টা আইডি ক্রয় করলে ,
সে কম্পানির লভ্যাংশ থেকে20% প্রতিদিন বোনাস পাবেন ইউনিট(কুপন) হিসেবে, অর্থাৎ সে এই ইউনিট দিয়ে পরবর্তী তে এই কম্পানির ইকোমার্স (অনলাইন মার্কেট) থেকে নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করতে হবে ,আয় কৃত কুপনের কম পক্ষে৭০%শতাংস ইউনিট (কুপন) দিয়ে।
উদাহরণ স্বরূপ,
১৩ টা আইডির মালিকের যদি এক মাসে বোনাস আসে ১৫০ ইউনিট। তাহলে সে এর থেকে ১০০ ইউনিটের নিত্য প্রয়োজনীয় পন্য করতে হবে ,আর বাকি ইউনিট সম মূল্যের নগদ টাকা নিতে পারবেন।

# #একজন ব্যাক্তি নিজে ব্যাবহার করার জন্য একাধিক আইডি ক্রয় করলে ,প্রথম আইডি ব্যাতিত নিচের সমস্ত আইডির মূল দাম ১,২০০/-টাকা থেকে চব্বিশ ঘণ্টার মধ্যে -৫০০+করে ক্যাশ ব্যাক পাবেন।

তবে এই ক্যাশব্যাক সরাসরি এজেন্ট বা গ্রাহক পাবেন না, বরং গ্রাহকের পূর্ণ টাকা কম্পানির কাছে পৌঁছানোর পর ২৪ ঘন্টার মধ্যে কম্পানি থেকে তাকে পৌঁছে দেয়া হবে।

*ক্রয়-বিক্রয় প্রক্রিয়া*

একজন ব্যাক্তি এই কম্পানি থেকে একটি আইডি নাম্বার ১,২০০/টাকা দিয়ে
কিনলেই সে এই কম্পানির একজন সাধারণ সদস্য অথবা এজেন্ট হিসেবে বিবেচিত হবেন,
এবং সে ইচ্ছে করলে এই কম্পানির আইডি অন্য লোকদের কাছে বিক্রি ও করতে পারবে , কম্পানির এজেন্ট হিসেবে। *তবে কম্পানির পক্ষ থেকে কোন গ্রাহকের সাথে এই ধরনের কোনো চুক্তি নেই ,বা বাধ্যবাধকতা নেই।*
#একজন ব্যাক্তি ,এক ই ব্যাক্তির কাছে ১৩ টা আইডি বিক্রি করলে
প্রথমটা থেকে ৪০০+১০০ টাকা কমিশন পাবে।
এবং দ্বিতীয় টি থেকে ৫০,ও তৃতীয় থেকে ২০তম আইডি প্রতি ১০ টাকা করে পাবেন, এরপর আর কোন কমিশন পাবেন না।

*বিক্রয় বিষয়ক চুক্তি।*

যদি কোন ব্যাক্তি নিজ ইচ্ছায় এই কম্পানির এজেন্ট হয়ে ,অন্য গ্রাহকের নিকট তাদের আইডি বিক্রি করেন,তাহলে সে নিম্ন লিখিত হিসেবে কম্পানি থেকে বোনাস পাবেন।
#৩০০ আইডি বিক্রি করলে কম্পানির প্রফিট শেয়ার ১৭.৭৫ %+ভারত বিমান টু্র।
#১৮০০ আইডি বিক্রি করলে কম্পানির প্রফিট শেয়ার ১৫%+নেপাল বিমান টু্র
#৩,০০০/- আইডি বিক্রি করলে কম্পানির প্রফিট শেয়ার ১২%+থাইল্যান্ড বিমান টু্র।
এভাবে তাকে উপরের দিকে কম্পানি থেকে প্রোনদনা দেয়া হয়ে থাকবে।
বিঃদ্রঃ (উল্যেখিত আইডি বিক্রি না করে যদি স্বয়ং নিজেই কম্পানি থেকে এই পরিমাণ আইডি ক্রয় করেন,তাহলেও ঘোষনাকৃত বোনাস পাবেন ।

এড গুলো সাধারনত,হয়ে থাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান মেনেজমেন্ট সফটওয়্যার অথবা হসপিটাল মেনেজমেন্ট সফটওয়্যার এর।
এই কম্পানির সফটওয়্যার বিজনেস আছে । অর্থাৎ কোন প্রতিষ্ঠানের সমস্ত মেনেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যায়।
তবে এতে কোন অশ্লিল অথবা কোন অযৌক্তিক, অহেতুক কোন এড নেই।

কম্পানির আয়ের উৎস:-
শিক্ষা প্রতিষ্ঠান ও হসপিটাল মেনেজমেন্ট সফটওয়্যার এর সম্প্রচার।
এবং ইকোমার্স(অনলাইন নিত্য প্রয়োজনীয় পন্য মার্কেটিং)ব্যাবসায়িক প্রতিষ্ঠান।

*বিশেষ দ্রষ্টব্য* :
প্রত্যেক ইউজার আইডি পাসওয়ার্ডে পাঁচটা করে বিজ্ঞাপন থাকবে
প্রত্যেক বিজ্ঞাপনে লাইক করলে দুই টাকা করে পাওয়া যাবে
অতএব 5 টা
বিজ্ঞাপনে লাইক দিলে 10 টাকা পাওয়া যাবে
সুতরাং কেউ যদি বিজ্ঞাপনগুলোতে লাইক না দেয় তাহলে ইনকাম করতে পারবে না।
এবং এটি ই গ্রাহকের চাকরি। অর্থাৎ কোন গ্রাহক ১০০ আইডি ক্রয় করলে ,সে প্রতিটা আইডিতে ঢুকে এড গুলো সাবমিট করতে তার যথেষ্ট সময় এবং মেধা ব্যায় হবে , মিনিমাম দুই থেকে তিন ঘণ্টা সময় যাবে এই কাজ করতে,এই ভাবে মত বেশি আইডি ক্রয় করবে ততো বেশি তাকে এখানে সময় দিতে হবে ,তবেই সে উল্যেখিত হারে পারিস্রমিক পাবেন,অন্যথায় পাবেননা।

Mobile: 01915-845518

17/09/2020

বেকারত্ব বিমোচন এবং একটি হ্যান্ডসাম পেশার নাম কি জানেন?
Super power community world express ltd.
I love this company..
01915845518

11/09/2020

সবাই কেমন আছেন? যারা এখনও SPC World Expressএ আইডি ওপেন করেননি তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন:
01915-845518

01/09/2020

আয় অনুযায়ী ব্যয় এ কথা বাদ দিয়ে ব্যয় অনুযায়ী আয় করতে হবে, আর সেটা সম্ভব কেবল মাত্র SPC World Express এ, আসুন সামনে এগিয়ে যাই

01/09/2020

চাকরীর পিছনে না ঘুরে অন্যকে চাকরী দেওয়ার জন্য নিজেকে তৈরি করুন

23/08/2020

(Apps ta Play Store পাবেন)

১টা একাউন্ট খুলতে ১২০০টাকা আর ৩জনরে রেপার করলে বোনাস পাবেন ৪০০টাকা করে ১২০০টাকা, রেপার করলে বোনাস পাবেন আর রেপার না করলে বোনাস পাবেন না কিন্তু আইডি এক্টিব থাকবে, রেপারের কোন ঝামেলা নাই, প্রতিদিন এড দেখে ইনকাম ১০টাকা, ১টা আইডি থেকে প্রতি মাসে এড দেখে ইনকাম হবে ৩০০টাকা, ৫০০টাকা হলে ক্যাশ আউট দিতে পারবেন।

৪টা একাউন্ট খুললে কম্পানির ক্লাব মেম্বর হবেন, একাউন্ট খুলার সাথে সাথে ১৫০০টাকা ব্যাক পাবেন, ৪টা আইডি থেকে এড দেখে ইনকাম হবে প্রতিমাসে ১২০০টাকা।

১৩টা একাউন্ট খুললে কম্পানির রয়েল ক্লাব মেম্বার হবেন, একাউন্ট খুলার সাথে সাথে ৫০০০টাকা ব্যাক পাবেন, ১৩আইডি থেকে এড দেখে প্রতিমাসে ইনকাম 3900টাকা এবং কম্পানির থেকে প্রতিদিন ২০% বোনাস পাবেন।
প্রতি মাসে ইনকাম হবে 5 থেকে ১০হাজার টাকা।

৩টা সাইড হবে সেখানে ৩জন রেপার করলে তারা যদি রেপার করে তাহলে তাদের থেকে কমিশন পাবেন।

৩ সাইডে ৫০-৫০-৫০ করে ১৫০জন হলে বাংলাদেশে যেকোন জায়গায় বিমানে ট্রুর পাবেন। আর যদি ৩ সাইডে ১০০-১০০-১০০ করে ৩০০জন হলে কম্পানির ১স্টার হবেন। কম্পানি থেকে বেতন পাবেন 10000+হাজার টাকা আর আউট ইনকাম মিলিয়ে প্রতিমাসে মোট ৩০থেকে ৪০হাজার টাকা পাবেন।

জেনারেশন বোনাস প্রথম স্টিপে ১০০টাকা করে পাবেন ৩জন থেকে ৩০০টাকা, দ্বিতীয় স্টিপে ৫০টাকা করে পাবেন ৯জন থেকে ৪৫০টাকা, তৃতীয় স্টিপে ১০টাকা করে পাবেন সবার থেকে যতজন নিচে জয়েন হবে।

আপনি ৩জন রেপার করবেন তারা আবার ৩জন করে ৯জন করবে, এই ৯জন আবার ৩জন করে ২৭জন করবে এভাবে কাজ করলে ৩০০জন হতে বেশি সময় লাগবে না,আর রেপার না করলে ইনকাম কম পাবেন।

কম্পানির ১স্টার থেকে ৭স্টার পর্যন্ত আছে প্রতি স্টারে আকর্ষনীয় পুরষ্কার এবং বাহিরের দেশে ট্রুর এর ব্যাবস্থা।

অনেক ভালো নতুন একটা সাইট কাজ করলে ইনবক্সে যোগাযোগ করুন।

20/08/2020

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"

এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।

সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"

এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।

যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"

ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।

এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।

ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।

এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।

কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"

এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী (কলম) বড়।

ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।

এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!

অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিৎ...!

সংগৃহিত

17/08/2020

🤨 ছবিটার দিকে ভালোভাবে তাকান এবং মনোযোগ দিয়ে ভালোভাবে বুঝে নিন,,,
বাম পাশ থেকে

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।

➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।।

➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।।

➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।।

আর তাই সময় টাকে কাজে লাগান,,,,,
ভাল কিছু করে দেখান,,,💪💪
নিজেও খুশি থাকুন
পরিবারকেও খুশি রাখুন,,,,❤❤❤

13/08/2020

Spc এর apps দেখলেই বোঝা যায়। কোম্পানির টার্গেট কত বড়। আর কত আয়ের উৎস।
ধন্যবাদ spc কে আমাদের এমন আয়ের সুযোগ করে দেয়ার জন্য।

09/08/2020

সবাইকে অনলাইনে কাজ করে সাবলম্বি হওয়ার আহ্বান জানাই। কল মি ০১৭২১৬১১১১৩

Want your organization to be the top-listed Non Profit Organization in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Barishal
8280

Other Community Services in Barishal (show all)
হাওয়া বদল ফাউন্ডেশন হাওয়া বদল ফাউন্ডেশন
Bhandaria
Barishal, 8550

Founder : Jakaria Ahasan Sojib Established : 02-02-2020 Entrepreneur : Rahat Mohammad & Shahid Hossain Promi

Chief Judicial Magistrate Court, Barishal Chief Judicial Magistrate Court, Barishal
Fazlul Haque Avenue
Barishal, 8200

Administration of Criminal Justice System

Wish For Better Satla-সাতলার মঙ্গলার্থে Wish For Better Satla-সাতলার মঙ্গলার্থে
সাতলা, উজিরপুর, বরিশাল
Barishal, 8242

আমরা আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী ভাইবোনদের ক্যারিয়ার গঠনে সহযোগিতা করতে ইচ্ছুক।

Green Environment Movement for Peace - GEMP Green Environment Movement for Peace - GEMP
Betagi College Road, Betagi, Barguna
Barishal

to support the world making a place covered in greenery.

Our village community OVIC Our village community OVIC
Barishal, 8250

মুলাদী, বাবুগঞ্জ, হিজলা ও মেহেন্দিগঞ্জ সহ আঃ হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসা সংশ্লিষ্ট ঢাকা ও বরিশালে অবস্থানরত সকলের সাথে পরস্পর যোগাযোগ, সম্প্রীতি বন্ধন তথ্য আদান-প্র...