Uzzal Eye care & Optical Shop Ranirhat

Uzzal Eye care & Optical Shop  Ranirhat

সঠিক দৃষ্টি সুন্দর পৃথিবী।

23/04/2023
Photos from Uzzal Eye care & Optical Shop  Ranirhat's post 17/04/2022

ARMD

বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (AMD), 60 বছর বয়সের পরে অপরিবর্তনীয় দুর্বল দৃষ্টিশক্তির প্রধান কারণ। AMD হল ম্যাকুলার অবনতি বা ভাঙ্গন। ম্যাকুলার কেন্দ্রে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এলাকা অক্ষিপট যা আমাদের সূক্ষ্ম বিবরণ পরিষ্কারভাবে দেখতে এবং পড়া এবং গাড়ি চালানোর মতো ক্রিয়াকলাপ সম্পাদন করতে দেয়।

দুর্ভাগ্যবশত, দৃষ্টিশক্তি হ্রাস না হওয়া পর্যন্ত উপসর্গ দেখা দেয় না। লক্ষণ দেখা দেওয়ার আগে AMD সনাক্ত করা গুরুত্বপূর্ণ। অতএব, একজনের 60 বছর বয়স পর্যন্ত ছাত্রদের প্রসারণ সহ একটি বার্ষিক চোখের পরীক্ষা করা উচিত এবং তারপরে আপনার চোখের যত্ন প্রদানকারীর নির্দেশ অনুসারে।
বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (AMD) এর চাক্ষুষ উপসর্গগুলি কেন্দ্রীয় দৃষ্টিশক্তি হারানোর সাথে জড়িত। যদিও পেরিফেরাল (পার্শ্বের) দৃষ্টি সাধারণত প্রভাবিত হয় না, কেউ গাড়ি চালানো, পড়া, মুখ চেনা এবং বিস্তারিত দেখার জন্য প্রয়োজনীয় তীক্ষ্ণ, সোজা-সামনের দৃষ্টি হারায়।

যদিও নির্দিষ্ট কারণ অজানা, AMD বার্ধক্যের অংশ বলে মনে হয়। যদিও বয়স এএমডির ক্লিনিকাল প্রমাণ বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হতে পারে, বংশগতি, নীল চোখ, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাসকুলার রোগ এবং ধূমপানকেও ঝুঁকির কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে যা রোগের বিস্তার এবং/অথবা তীব্রতা বাড়াতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন আইনি অন্ধত্বের 90 শতাংশের জন্য AMD দায়ী।

AMD আছে এমন দশজনের মধ্যে নয়জনের শুষ্ক রূপ (যাকে এট্রোফিক বলা হয়), যার ফলে ম্যাকুলা পাতলা হয়ে যায়।

শুকনো AMD বিকাশ করতে অনেক বছর সময় নেয়। বর্তমানে এএমডির এই রূপের কোনো চিকিৎসা নেই, তবে পুষ্টিকর সম্পূরকগুলি এর অগ্রগতি ধীর করে দিতে পারে।

Exudative (ভিজা) ফর্ম AMD
AMD এর ভেজা ফর্ম (একে এক্সিউডেটিভ বলা হয়) কম সাধারণ (এএমডি আক্রান্ত 10 জনের মধ্যে একজনের মধ্যে ঘটে), তবে এটি আরও গুরুতর। এএমডির ভেজা আকারে, অস্বাভাবিক রক্তনালীগুলি রেটিনার নীচে একটি স্তরে বৃদ্ধি পায়, তরল এবং রক্ত ​​বের হয়। এটি আপনার দৃষ্টির কেন্দ্রে বিকৃতি বা একটি বড় অন্ধ স্পট তৈরি করে।
সচেতনতায়ঃউজ্জল আই কেয়ার এন্ড অপটিক্যাল সপ,,,রানীরহাট

Photos from Uzzal Eye care & Optical Shop  Ranirhat's post 24/03/2022
Photos from UNICEF Bangladesh's post 18/08/2021
18/08/2021
Photos from Uzzal Eye care & Optical Shop  Ranirhat's post 25/06/2021

Bluecut /Blueguard লেন্স যা আপনাকে দিবে অতুলনীয় দৃষ্টি ও অপরুপ সৌন্দর্য।
এছাড়াও সূর্যের অতিবেগুনী রশ্নি বা (Ultra violet Ray) প্রতিরোধক।

14/04/2021

Official

Photos from Uzzal Eye care & Optical Shop  Ranirhat's post 09/04/2021

কোভিড১৯ এর দাপটে অভ্যাস বদলে গিয়েছে। হয় ঘরে বসে অনলাইনে ক্লাস করতে হয়, বা ঘরে বসে অফিসের কাজ করার সময় টানা কম্পিউটার বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকা, নয়তো টিভি-তে খবর দেখা বা মোবাইল চেক করা। আগে কাজের অবসরে বই পড়া কি গান শোনার চল ছিল, এখন অবসর সময়ের সব নজরটুকুই টিভি-তে। ফলে দিনের শেষে চোখ জ্বালা, চোখে অস্বস্তি, চোখ লাল হওয়া, ভারী ভাব, ঝাপসা দেখা, কপাল-ঘাড়-পিঠ-মাথা ব্যথা, সবই বসেছে জাঁকিয়ে।

কেন এমনঃ "সারাক্ষণ ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে, আমরা চোখ পলক ফেলতে ভুলে যাই বলেই বিপদ হয়।এমনিতে যত বার শ্বাস চলে, তত বার পলক পড়ার কথা। অর্থাৎ মিনিটে ১৮ বার। যাতে কিছু তৈলাক্ত ও জলীয় পদার্থ মণির উপর ছড়িয়ে পড়ে চোখকে সুস্থ রাখতে পারে।

এক মনে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ১৮ বারের বদলে ৫-৯ বার পলক পড়ে। চোখ শুকোতে থাকে। দেখা দেয় উপসর্গ, যাকে বলে ড্রাই আই সিনড্রোম। এ ছাড়া অনেক ক্ষণ ধরে কাজ করলে মণিকে ক্রমাগত স্ক্রিনের চারপাশে ঘোরাতে হয় বলে পেশিতে চাপ পড়ে। ক্লান্ত হয় চোখ। যত বেশি সময় ধরে কাজ চলে, তত বাড়ে বিপদ। যাঁদের চোখে খুব বেশি মাইনাস পাওয়ার আছে, তাঁদের বেশি সমস্যা। চশমা না পরে কাজ করলেও সমস্যা বেশি হয়।"

চোখের চাই বিশ্রাম ও নিয়মঃ কম্পিউটারে ২০ মিনিট কাজ করার পর ২ মিনিটের বিরতি নিন। সে সময় চোখের কোনও কাজ করবেন না।

সঠিক উচ্চতার চেয়ার-টেবিলে বসে মনিটর ২২ ইঞ্চি দূরে রেখে কাজ করুন। ঘরের আলোর উজ্জ্বলতা যেন মনিটর থেকে একটু কম থাকে।

২০ মিনিট অন্তর মনিটর থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরের কিছুর দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন।চোখের পলক ফেলুন কয়েকবার।

ঘুমের সমস্যা থাকলে শোওয়ার দু-ঘণ্টা আগে টিভি, ল্যাপটপ, মোবাইল বন্ধ করে দিন। মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয়, তাতে ঘুমের ব্যাঘাত হয় অনেক সময়।

মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, ল্যাপটপ এ কাজ করার সময় কম্পিউটার আই গ্লাস ব্যবহার করুন, কম্পিউটার আই গ্লাসের জন্য যোগাযোগ করুন ;;;উজ্জল আই কেয়ার এন্ড অপটিক্যাল সপে -রানীরহাট,তাড়াশ,সিরাজগঞ্জ।

Photos from Uzzal Eye care & Optical Shop  Ranirhat's post 08/04/2021

কেরাটোকোনাস / Keratoconus
কেরাটোকোনাস হচ্ছে এমন একটি অসুখ যাতে কর্নিয়ার কোলাজেন টিস্যুর ঘাটতিতে কর্নিয়া পাতলা হতে হতে কোনাকৃতির হয়ে যায়। এতে চোখের দৃষ্টি শক্তি কমে যায়। এই অসুখ প্রতি ২০০০ জনের মধ্যে ১ জনের হতে পারে। রোগের লক্ষণ খুব অল্প বয়সে দেখা যায় এবং রোগ বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশী হয় ১০-৩০ বছর বয়সের মধ্যে। এই অসুখটি সাধারণত পারিবারিক, চোখে অনেক চুলকানি থাকলে, চোখ অনেক শুষ্ক থাকলে, জিনগত বা টিস্যুর ঘাটতির জন্য হতে পারে।

কেরাটোকোনাসের চিকিৎসা =>
এখন পর্যন্ত কেরাটোকোনাস রোগীর কর্নিয়ার সম্পূর্ন নিরাময় করার কোন পদ্ধতি জানা নেই। তবে পর্যায়ক্রমে নিচের চিকিৎসাগুলি প্রচলিত আছে:

১. চশমা: কেরাটোকোনাস রোগীদের প্রাথমিক অবস্থায় চশমা দিয়ে দৃষ্টির উন্নতি করা যায়।

২. কন্ট্যাক্ট লেন্স: যখন রোগীদের শুধু চশমায় দৃষ্টি ভালো করা যায় না তখন দৃষ্টির উন্নতির জন্য কন্ট্যাক্ট লেন্স (RGP / ROSE K / Scleral) দেয়া যায়।

৩. CXL with Riboflavin (Corneal Collagen Cross-linking with Riboflavin: এই পদ্ধতি C3R নামেও পরিচিত। এই চিকিৎসা কেরাটোকোনাসের দুর্বল কর্নিয়াকে সবল করে এবং নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ফলে কর্নিয়ার শক্তি প্রায় ৩০০% পর্যন্ত বৃদ্ধি পায় এবং কর্নিয়ার এই শক্তি বৃদ্ধি কেরাটোকোনাসের বৃদ্ধিকে থামিয়ে দেয়।

৪. ইনট্যাক (INTAC): অপারেশনের মাধ্যমে কর্নিয়ার ভেতরে এক্রিলিক রিং বসানো হয়। ফলে কন্ট্যাক্ট লেন্স ছাড়াই দৃষ্টি শক্তির উন্নতি হতে পারে। অনেক সময় এটা CXL এর সাথে যৌথভাবেও করা হয়।

৫. কর্নিয়া সংযোজন: যখন কর্নিয়া অনেক বেশী পাতলা হয়ে যায় অথবা কর্নিয়াতে দাগ পড়ে যায় অথবা কন্ট্যাক্ট লেন্স কাজ করে না তখন দুর্বল কর্নিয়ার পরিবর্তে নতুন কর্নিয়া সংযোজন বা ট্রান্সপ্লান্ট করা হয়। এই নতুন কর্নিয়া মৃত্যুর পর মানব দেহ হতে সংগ্রহ করা হয়।

কেরটোকোনাস রোগীর চশমা ও কন্টাক্টলেন্স জনিত চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন ঃউজ্জল আই কেয়ার এন্ড অপটিক্যাল সপ।রানির হাট।

Photos from Uzzal Eye care & Optical Shop  Ranirhat's post 07/04/2021

Dry Eye / ড্রাই আই / শুষ্ক চোখ

চোখের পানি ও কিন্তু শুকিয়ে যায়। যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ড্রাই আই। বলা যায়, এটি একটি অসুখ নয়, বরং একটি সিম্পটম কমপ্লেক্স যা কিনা টিয়ার ফিল্মের নানান সমস্যায় দেখা দেয়। তাহলে এই টিয়ার ফিল্ম ব্যাপারটা কী, তা একবার জেনে নেওয়া যাক।

আমাদের কর্নিয়াকে ভেজা রাখতে হয় সব সময়ে, নইলে কর্নিয়ার কার্যকারিতা হারিয়ে যাবে। তাই কর্নিয়ার ওপর একটা জলীয় স্তর দিয়েছেন সৃষ্টিকর্তা। এই স্তরকেই বলা হয় প্রি-কর্নিয়াল ফিল্ম বা টিয়ার ফিল্ম। এর আবার তিনটে স্তর থাকে, মিউসিন লেয়ার, অ্যকোয়াস লেয়ার, লিপিড বা তৈলাক্ত লেয়ার। এই তিনটে স্তরের যে কোনও একটা বিগড়ে বসলেই ড্রাই আইয়ের সমস্যা হয়।

বলে রাখা ভাল, এই টিয়ার ফিল্ম কর্নিয়া বা কনজাংটাইভাকে ভেজা রাখে। কর্নিয়াকে অক্সিজেন জোগায়। এমনকি ধুলো ময়লা থেকেও কর্নিয়াকে বাঁচায়। চোখের পাতা যাতে চোখের ওপর সুন্দরভাবে নড়াচড়া করতে পারে, তাতে সাহায্য করে এই টিয়ার ফিল্ম।

নানা কারণে ড্রাই আই হতে পারে। যেমন অ্যকোয়াস টিয়ার ডেফিসিয়েন্সি। যাকে কেরাটো কনজাংটিভাইটিস সিক্কা বলা হয়। লাসিক অপারেশনের পরও চোখ ড্রাই হতে পারে, ভিটামিন-এ-র অভাবে যখন গবলেট সেল ক্ষতিগ্রস্ত হয়, তখন দেখা দিতে পারে এই ড্রাই আই। এছাড়া স্টিভেনস জনসন সিনড্রোম, Sjogren Syndrome, প্রেগনেন্সি, ট্রাকোমা, চোখে অ্যসিড বা ক্ষার ঢুকে যাওয়ার সমস্যাতেও দেখা দিতে পারে এই সমস্যা। ড্রাই আইয়ের কারনে কমপিউটার ভিশন সিনড্রোম হতে পারে। এই রোগের উপসর্গ হল, চোখে ক্লান্তিভাব, ঝাপসা দেখা, বিশেষ করে অনেক সময় ধরে কম্পিটারে কাজ করলে হয়, এছাড়াও বই পড়া, টিভি দেখা বা গাড়ি চালানোর সময়ে যদি মাথা বা চোখ ব্যথা হয়। চোখ শুকিয়ে গিয়েছে বলে মনে হওয়া, চোখ খোচাখোচা লাগা, অস্বস্তি বা লাল হওয়া। একটানা সারাদিন কম্পিউটারে কাজ করার পর হঠাৎ করে বিকেলের দিকে, সেভাবে কোনও কারণ ছাড়াই রেগে যাওয়াও ড্রাই আইয়ের উপসর্গ হতে পারে।

বিরতি দিয়ে কম্পিটারে কাজ করলে (২০/২০/২০ ফর্মুলায়), ধুলো-ধোঁয়া , দূষণ বা আল্টা ভায়োলেট রশ্মির হাত থেকে চোখকে বাঁচিয়ে রাখলে, ড্রাই আইয়ের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। প্রয়োজনে Artificial Tear ড্রপ ব্যবহার করা যেতে পারে, বলাই বাহুল্য, সমস্যা বাড়তে থাকলে ড্রাই আই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে চোখ পরীক্ষা করানো দরকার।

Want your practice to be the top-listed Clinic in Bogura?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Website

Address

Ranirhat, Tarash, Sirajganj
Bogura

Other Bogura clinics (show all)
Dr Md Tajmilur Rahman  - Glaucoma Specialist  & Phaco Surgeon Dr Md Tajmilur Rahman - Glaucoma Specialist & Phaco Surgeon
Colony, Sherpur Road
Bogura, 5800

Awareness about ocular diseases and treatment

Seba pharmacy Seba pharmacy
Beltoli Bazar
Bogura, 5810

Central Diagnostic & General Hospital Central Diagnostic & General Hospital
CO Office Bus Stand, Dupchachia
Bogura, 5880

Bogura play boy service Bogura play boy service
Bogura, Rajshahi
Bogura

রক্তBlood.Comシ রক্তBlood.Comシ
Bogura 5800
Bogura

আমরা বগুড়া জেলায় সর্বদা প্রস্তুত রক্?

Dr. Khaza Amirul Islam - Haematologist Dr. Khaza Amirul Islam - Haematologist
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার
Bogura

ব্লাড ক্যান্সার(লিউকেমিয়া,লিম্ফোমা ও মাল্টিপল মায়েলোমা), রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া ও রক্তরোগ ব

Masud kobiraj Masud kobiraj
Bagbari Gabtali Bogra
Bogura

বাজি করণ রসায়ন ও বীর্যস্তম্ভোনে বিশে?

Riva's Dental CARE Riva's Dental CARE
Koi Para. Gola Bari Road, Bogura. Mob:01772536436
Bogura

FastCare Clinic, Diagnostic & Consultation Centre FastCare Clinic, Diagnostic & Consultation Centre
Upazila Parishad Sarak (Beside Sonali Bank), Sonatola
Bogura, 5826

Take care of your body. It’s the only place you have to live.

OurTube Video OurTube Video
Bogura
Bogura, 5800

gaming kids video creator.

উপশম ডায়বেটিক কেয়ারএন্ড প্যাথলজী সেন্টার উপশম ডায়বেটিক কেয়ারএন্ড প্যাথলজী সেন্টার
Bogura, 5800

সুসজ্জিত আধুনিক প্যাথলজী সেন্টার এবং ডর্ক্টর'স চেম্বার

Aloka Nursing Home & Oncology Center Aloka Nursing Home & Oncology Center
Bogura, 5800

Welcome to Aloka Nursing Home & Oncology Center, where your health and well-being are our top priorities. At Aloka Nursing Home & Oncology Center, we are dedicated to delivering ex...