বন্ধুত্ব ও ভালোবাসা

বন্ধুত্বই ভালোবাসা ৷ আসুন বন্ধুত্ব গড়ি পোষ্টে লাইক এবং কমেন্ট করুন

05/12/2023

জীবন বাই সাইকেল
চালানোর মত একটা ব্যাপার,
পড়ে যেতে না চাইলে
তোমাকে সামনে চলতে হবে।

05/12/2023

ফর্সা মানেই যদি সুন্দর হতো।
তাহলে আপেল এর দামের চেয়ে।
মুলার দাম বেশি হতো।

05/12/2023

যে ধোঁকা দেয়
সে চালাক হতে পারে।
তবে যে ধোঁকা খায়
সে বোকা না সে বিশ্বাসী।

05/12/2023

মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি।
তাকে হয়তো ধ্বংস করা যায়,
কিন্তু হারানো যায় না।

13/04/2023
08/02/2023

ভালোবাসা এমনি হয়,
কেউ জিতে কেউ হারে।
আমি না হয় হারলাম,
তোমার সুখের তরে। হয়তো তোমায় হারিয়ে,
কষ্ট পাবো বেশি। তবুও দেখতে পাবো,
তোমার মুখের একটু হাসি..!!

08/02/2023

তোমায় দেখার পর হৃদয় জানালায়
উঁকি দিলো স্বপ্নরা মিট মিটি ইশারায়
ভালোবাসার পাখা মেলে উরু, উরু মন
অবুঝ উতলা টানে মন ভেঙ্গেছে বাধন
তোমায় বলতে চাই না বলা সে কথা
যে কথায় কেবলি শুধু তোমাকেই চাওয়া..।

13/10/2022

দিন যায় কিন্তু কথা থেকে যায়,না বলা মনের গভীরে সেই কথাগুলো বার বার বলতে ইচ্ছে হয় শুধু তোকেই

02/10/2022

জীবনকে এক পেয়ালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তি সহকারে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।

30/09/2022

আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।
রবীন্দ্রনাথ ঠাকুর

30/09/2022

সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা : নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে - আরও দূরে যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর।
--জীবননান্দ দাশ

29/09/2022

আমাদের প্রিয় দেশ

29/09/2022

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না

08/01/2022

সজিবতা

11/02/2018

Sobai kemon acen?

27/12/2017

কিছু মজার ঘটনা, না জেনে
থাকলে জেনে নিনঃ

১) গলায় মাছের কাঁটা আটকে
গেলে ভয় পাবেন না । অর্ধেকটা লেবু নিয়ে
রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম
হয়ে নেমে যাব।
২) পিঁপড়া শশা অপছন্দ করে।
পিঁপড়ারউপদ্রবে শশা ব্যবহার
করে দেখতে পারেন।
৩) ডিম তাড়াতাড়ি সেদ্ধ করতে গরম
পানিতে লবন ব্যবহার করতে পারেন।
৪) কাপড়ে চুইংগাম ? কীভাবে দূর
করবেন ? চিন্তার কোন কারন নেই।
কাপড়কে এক
ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
চুইংগামের গুষ্টি শুদ্ধ দূর হবে।
৫) সাদা কাপড়কে আরো সাদা করতে
চান ? গরম পানিতে লেবুর টুকরা দিয়ে
১০ মিনিট ডুবিয়ে রাখলেই হবে।
৬) কাপড়ে কালি পড়ে গেছে ?
চিন্তার কারন নেই। টুথ পেস্ট
ঢেলে দিন। ভাল করে শুকান।
তারপর ধুয়ে ফেলুন। ।।

27/12/2017

"" একদিন একটি মেয়ে বাসে, একটি লোককে দেখে প্রেমে পরে যায়,এবং নিরদিধায়, লোকটি কে বলল, "" আমি তোমাকে ভালবাসি ""........
লোকটি শুনে প্রথমে হকচকিয়ে যায়,, একটু পরে মেয়েটির মাথায় হাত দিয়ে বলে,,""ভালবাসা শব্দটি একটি মোহ //''এই মোহের বশে মানুষ তার দিক -বিদিক হারিয়ে ফেলে""বুঝেছ???
তারপর লোকটি তার পকেট থেকে একটি ডায়েরি বের করল,,এবং তাতে কিছু লিখল """তারপর সেটি মেয়েটির হাতে দিয়ে বলল,এতে একটি উপদেশ আছে**""রাতে সবার সময় এ টি পড়বে,,, """
মেয়েটি দুখি ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরে আসল"""
রাতে শোবার সময় '"লোকটির কথা মত সে ডায়েরির পেজ টি খুলল""
তাতে লেখা ছিল::"""এই তুমি কি অন্ধ??
পেছন এ আমার বৌ দাড়ানো ছিল!!!
থাক ঐ সব কথা এই নাও আমার ফোন নাম্বার..............যখন ইচ্ছে হয়,তখন আমাকে ডেকো.. আর
আমিও তমাকে ভালবাসি,,,...........darling...

27/12/2017

মাঝে মাঝেই মনে হয়,সত্যি বোধয় কষ্টই পারে একজনকে সঠিক পথে পরিচালিত করতে।যখন হাজারো মানুষ পাশে থেকেও পাশে পাওয়া যায় না একজনকেও।সফলতা পেতে হলে বোধয় কষ্টই একমাত্র সাথী।

ভালো সময় থাকলে সবাই জানতে চায়,খারাপ সময় কেউই নয়।

স্বার্থপর মানুষ

25/12/2017

একবার হজরত মুসা (আ:) মহান আল্লাহ্
সুবহানাহু ওয়া তা'য়ালা'কে জিজ্ঞেস
করেছিলেন: ও আল্লাহ্! আপনি একমাত্র
আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার
সন্মান ও বিশেষ সুযোগ দিয়েছিলেন...
আপনি কি এরকম বিশেষ সুযোগ অন্য কাউকে
দিয়েছেন?
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালা উত্তরে
বলেন, "হে মুসা, পরবর্তীকালে আমি উম্মত
পাঠাব, যারা মুহাম্মদ (সা:) এর উম্মত হবে...
যাঁরা শুস্ক ঠোঁট ও জিহবা, শীর্ণ দেহধারী
যার চক্ষু কোটরাগত থাকবে, শুকনো লিভার
এবং পেটের মধ্যে তীব্র ক্ষুধার যন্ত্রণায়
থাকবে- তাঁরা দোয়ার মধ্যে আমাকে
ডাকবে এবং তাঁরা তোমার চেয়েও আমার
সবচেয়ে নিকটবর্তী হবে, হে মুসা... যখন
তুমি আমার সাথে কথা বল, তখন তোমার
আর আমার মাঝে ৭০,০০০ সুক্ষ পর্দা থাকে
কিন্তু ইফতারের সময় মুহম্মদ (সা:) এর
রোজাদার উম্মতদের এবং আমার মধ্যে
একটিও পর্দা থাকবেনা, হে মুসা! আমি
নিজে স্বয়ং এই দায়িত্ব নিচ্ছি যে
ইফতারের সময় আমি কখনোই একজন
রোজাদারের দোয়া অস্বীকার করবো না !!"
সুবহানআল্লাহ !

25/12/2017

শিক্ষনীয় একটি পোষ্ট।

একটি মেয়ে তার বাবার কাছে গিয়ে
নালিশ করে বললঃ- বাবা,এ তুমি কেমন
ঘরে আমার বিয়ে দিয়েছো ??
বাবাঃ- কেন কি হয়েছে, জামাই কি
খারাপ ব্যবহার করেছে ?
মেয়েঃ- তোমার জামাই তো দুই মাস পর
পর বাড়ি আসে। সমস্যার কারণ তো আমার
শ্বাশুড়ী। সারাদিন বলে শুধু বৌমা এটা
করো, বৌমা ওটা করো। সকাল থেকে রাত
পর্যন্ত শুধুই খিট খিট করে যান।আমার
একটুও ভালো লাগেনা।
বাবাঃ- আরে এই বয়সে মানুষ একটু এই রকম
ই করেন।
মেয়েঃ- না বাবা, ঐ বুড়ি যতদিন পর্যন্ত
না মরছে, আমি আর ঐ বাড়িতে ফিরে
যাবো ই না।
বাবাঃ- এই রকম কথা বলতে নেই মা।
মেয়েঃ- তুমি তো ডাক্তার,এমন একটা
কিছু ওষুধ দাও যাতে ঐ বুড়ি খুব
তারাতারি মরে যায়।
বাবাঃ- আমি ডাক্তার, কসাই নয়,এ কাজ
আমি করতে পারবো না।
মেয়েঃ- বাবা তুমি কি চাও না তোমার
মেয়ে সুখে সংসার করুক?
বাবাঃ- ( একটু চিন্তা করার পর)ঠিক আছে
মা, তোর মুখের দিকে তাকিয়েই আজ
আমি এই কাজ করছি,তোকে আমি একটা
ওষুধ দিচ্ছি। এই ওষুধ টা নিয়মিত প্রতিদিন
দুই ফোটা করে গরম দুধের সাথে খাওয়াবি।
দেখবি এক মাসের মধ্যেই তোর শ্বাশুড়ী
মারা যাবে। তবে এই এক মাস তুই তোর
শ্বাশুরীর খুব সেবা করবি,এটা আমাকে
কথা দে।
মেয়েঃ- ঠিক আছে বাবা, কথা দিলাম।
মেয়ে ঔষধ নিয়ে আনন্দের সাথে শ্বশুড়
বাড়ি চলে গেল। গিয়েই তার শ্বাশুড়ীকে
মন দিয়ে সেবা করতে লাগলো আর
নিয়মিত ওষুধ দিতে থাকলো।
পাঁচ দিন পর শ্বাশুড়ী লক্ষ করলেন যে তার
বৌমা আর আগের মত নেই। এখন সে তার
আর তার কোন কথার ই অবাধ্য হয় না।
আগের মত আর তার উপর বিরক্ত হয় না।আর
খুবই বেশি সেবা করছে।
২০দিন পর শ্বাশুরী তার বৌমাকে নিজের
মেয়ের মত ভালবাসতে লাগলো। তখন
তিনি নিজেই বৌমার জন্য স্পেশাল মেনু
বানিয়ে খাওয়ালেন।
বৌমাকে আর আগের মত কোন কাজের জন্য
না বলে সেই কাজটা নিজেই সেরে
নিতেন।বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না
করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে
গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে
চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললেনঃ-
বৌমা চা খাও,দেখো আমি তোমার জন্য
বানিয়েছি।
বৌমাঃ- কেন, মা আপনি আমাকে
ডাকতে পারতেন তো।
শ্বাশুড়ীঃ- কি যে বলো বৌমা, তুমি
সারাদিন ধরে এত খেটে আমার সেবা
করছো আর আমি এই টুকু করতে পারবো না ??
দিনটা ছিল ২৭তম।
এত দিনে শ্বাশুড়ী বৌমার সম্পর্ক টা মা
ও মেয়ের সম্পর্কে পরিনত হয়ে গেছে।তখন
মেয়েটি তার বাবার কাছে কাঁদতে
কাঁদতে ছুটে এসে বললঃ- বাবা তুমি
আমার শ্বাশুরী মাকে বাঁচাও। আর মাত্র
তিন দিন বাকি।আমি চাই না যে আমার
শ্বাশুরী আমাকে ছেড়ে চলে যাক।উনি
যে ঠিক আমার মায়ের মত।
বাবাঃ- চোখের জল মুছে ফেল মা। আমি
জানতাম একদিন তুই তোর ভুল ঠিকই বুঝবি,
তাই আমি তোকে কোনো বিষ দিইনি ঐ
ওষুধে তোর শ্বাশুরীর কোন ক্ষতি হবে না।
বরং ঐ ওষুধ খেলে শরীরে পুষ্টি হবে। যা
মা সুখের সংসার কর।
মেয়েটি হাসি মুখে বাবাকে সালাম
করে বললোঃ love u papa.
শুরু হল ১শান্তির
আবাস।

25/12/2017

Sobai chole jay kintu akjon thake je apnake onek valobashe ...hajar kosto holew apnake cere jay na ...sei to asole apnar kacher kintu apni take bujhen na

05/12/2017

ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো

23/11/2017

সবাইকে নিয়ে চলবো পাশাপাশি থাকবো

20/09/2017

কেমন আছেন সবাই বন্ধুরা?

13/08/2017

সবকিছুরই শেষ আছে আর শেষে তার ফলাফল।সুতরাং ফলাফলের কথা চিন্তা করে চলুন।

27/06/2017

Eid mobarak....kemon acen sobai....asha kori valoi acen....eid kemon katalen share korte chaile korte paren.

06/06/2017

বন্ধুত্ব ও ভালোবাসা

06/06/2017

বন্ধুত্ব ও ভালোবাসা's cover photo

06/06/2017

ভালোবাসি কথাটাই জিবন থেকে সরিয়ে দিয়েছি।কারণ ভালোবাসার আগেই ভালোবাসার মর্ম বুঝে ফেলেছি।তাইতো আজ সবাইকে বলি ভালোবেসে ভূল করিস না।

06/06/2017

আজব কিছু মানুষ আর আজোব কিছু মানুষের মাঝে আমার বসোবাস ৷কেউ ভুল বুঝে দুরে চলে যায় ৷আবার কাউকে যখন মন থেকে ভালোবাসা হয় সে শত আবোহেলার মাধ্যমে কাছ থেকে দুরে চলে যায় ৷কেউ বুঝে না সত্যিকারী ভালোবাসা ৷চলে যাবি যখন যা এত্তো হাসি আর সেই কাটানো সময় গুলো সৃতিটা আমাকে দিয়ে যাস ৷তোর তো এখন যাবার সময় এটা ভেবে কাটিয়ে দেব ৷

05/06/2017

কিছু কিছু মানুষ আছে যারা দুঃখ পেতে
পেতে একদম নীরব হয়ে যায়।
মুখে কৃত্রিম হাসি থাকে। কাউকে
বুঝতে দেয় না তার দুঃখকে।সবার মাঝে
থেকেও নিজেকে একা মনে করে।
একা থাকার মানুষ গুলো আসলে দিন
শেষে বড্ড একা।
তাছাড়া মাঝে মাঝে কষ্ট করে হলেও
একা একা চলা শিখতে হয়,কারণ,যাকে
ছাড়া চলতে পারবেন না বা বাঁচতে
পারবেন না ভাবছেন,সে কিন্তু
আপনাকে ছাড়া
ঠিকই বেঁচে আছে ।
আর হয়ত বা খুব ভালো ভাবে বেঁচে
আছে।
কারো জন্য জীবন শেষ করে
দেওয়া,বোকামী ছাড়া আর
কিছুই না।
নিজের জীবনকে নিজের মত করেই
উপভোগ করুন।
জীবনের ভারটা কারো উপর কখনো
ছেড়ে দিবেন না।
তাহলে আপনার জীবন কে সে তার মতই
করে ই পরিচালনা করবে।
জীবন একটাই।
এই একটা জীবনকে সুখ দুঃখ মান অভিমান
ভালোবাসা দিয়ে ভরে রাখুক।

01/06/2017

Kemon acen sobai bondhura?

18/05/2017

আমার একলা আকাশ থমকে গেছে রাতের
স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে,
আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে
এসে
শুধু তোমায় ভালবেসে.....
তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে
এসে
ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায়
ভালবেসে...
আমার ক্লান্ত মন, ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর
আমার একলা থাকার সুর
রোদ গাইতো,আমি ভাবতাম তুমি কোথায় কতদূর
আমার বেসুর গীটার সুর বেঁধেছে তোমার
কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি
হেসে
শুধু তোমায় ভালবেসে
অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইত,ছুঁতে চাইতো, তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক,ধুলো মাখা বইয়ের তাক
যেন বলছে,বলে চলছে, থাক অপেক্ষাতেই
থাক

15/05/2017

সবাইকে আপন করে ভেবে এবং আপন ভেবে ভালোবাসা কিছু ক্ষেত্রে ভূল।কারণ সবাই পারেনা আপন হতে, পারেনা আপন ভেবে ভালোবাসতে।
আজকাল মূখে অনেক শোণা যায় কিন্তু পরবর্তীতে সেই মানুষটিকে পাওয়া যায় না।
তাই ভাবছি আর সহজেই কাউকে আপন ভেবে ভালোবাসা দিতে যাবো না,অনেক ভালোবাসা পেয়েছিতো তাই আর নিজেকে সামলিয়ে রাখতে পারছি না।
কি নিমর্ম মানুষের বিচার,ভালো চাইতেও এখন খারাপ লাগে কারণ ভালো করতে গিয়ে খারাপটাই যে বেশি হয়ে যায়।
হাজার বছর পথ চলাও বৃথা হয়ে যায় পথ শেষে।

I hate this type of people.....

14/05/2017

পৃথিবীতে তারাই খুব বেশী কষ্ট পায়, যারা মানুষকে সরল মনে ভালোবাসে। বিনিময়ে তারা পায়, অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই পৃথিবীতে কাউকে সরল মনে ভালবাসতে নেই। এখানে সরলতা মানে, চরম দুর্বলতা।

11/05/2017

গুরুজনের বাণী,,,,,,

ইচ্ছে আর স্বপ্ন এ দুটোকে কোনদিন হারাতে দিও না বুকের ভেতর থেকে।কোনকিছুর বিনিময়েই বিক্রি কর না এদের।যেকোন মূল্যে বাঁচিয়ে রেখো ওদের।তোমার স্বপ্ন,তোমার ইচ্ছে,তোমার ভালোবাসা একদিন সহস্রগুণে বিবর্ধিত হবে,সঞ্চারিত হবে এই প্রিয় দেশটার প্রতিটি মানুষের রিদয়ে।আর তখন হাত বাড়ালেই ছুঁয়ে দিতে পারবে স্বপ্নগুলোকে,দেখতে পারবে বাস্তবতার সোনালী আলোয়।


চমক হাসান
সিনিয়র শিক্ষক,গণিত বিভাগ
উদ্ভাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার।

27/04/2017

Timeline Photos

Want your organization to be the top-listed Government Service in Chittagong Port?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Chittagong Port
4100

Other Chittagong Port government services (show all)
Eastern Cables Limited Eastern Cables Limited
Eastern Cables Ltd
Chittagong Port

Eastern Cables Ltd.(ECL) setup with the technical help of German M/s. Continhocar & Co. and Supplied technology by M/s. Kabel Were Reinshagen in 1967Patenga, Chattogram on a land ...

Seo expert ismail uddin faruk Seo expert ismail uddin faruk
Agrabad
Chittagong Port, 4100

Akash Rahman Akash Rahman
Chittagong Port

����

Khaja Enterprise Khaja Enterprise
Agrabad Street
Chittagong Port, 4100

We Clearing & Forwarding Agents manages the Customs House logistics and trucking for land, air & sea

Unofficial: nompol Unofficial: nompol
Halisohor
Chittagong Port, 4351

Save Democracy, Save Bangladesh.

Zinsco Group Zinsco Group
Akhteruzzaman Center, Level-5, Type-E, 21/22 Agrabad Commercial Area, Badamtoli More, Chattogram-4100, Bangladesh. �Tel: +88 ‎023 3332 1917 �Tel: +88 018 5960 0500
Chittagong Port

ZINSCO GROUP Customs Clearing ll Freight Forwarders ll Import & Export ll Logistic ll Agro Business.

বিশিষ্ট সমাজসেবক জনাব হাসান মুরাদ বিশিষ্ট সমাজসেবক জনাব হাসান মুরাদ
Port East Colony, B-Type. Chittagong
Chittagong Port, 4100

S M Nazer Hossain S M Nazer Hossain
Flat-6B House # 03 Road # 01 Block-B Chandgaon R/A
Chittagong Port, 4212

Human rights & social development activist, founder & Executive Director, Integrated Social developm

Taxes Zone-4, Chattogram. Taxes Zone-4, Chattogram.
Chittagong Port

‘কর অঞ্চল-৪, চট্টগ্রাম’ এর অফিসিয়াল ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম।

Saikat seal. Saikat seal.
Chittagong Port

I am saikat seal.also service in chittagong port authority,junior operator...the country moves with us.Chittagong is the biggest seaport in Bangladesh.