Inside The Quran

This is a platform of Quran.

18/06/2023
15/06/2023

প্লিজ এবার একটু থামুন!

৩ টি কারনে কুরআন শিখতে পারছেন না!
যে খারাপ অভ্যাস আমার ইহকাল ও পরকাল শেষ করছে তা কিভাবে দূর করবো?
প্ল্যান বাস্তবায়ন করার মাধ্যমে কিভাবে নিজের লক্ষে পৌছাবো?
কিভাবে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করবো?
নিজেকে পরিশ্রমী করার মাধ্যমে কিভাবে সাকসেস নিয়ে আসবো?
হতাশা দুশ্চিন্তা দূর করার মাধ্যমে মাইন্ডকে কিভাবে পাওয়ারফুল করবো?

এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও টি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল!

যদি সহজে কুরআন শিখতে চান!
যদি নিজের খারাপ অভ্যাস দূর করতে চান!
যদি সকল বাধা অতিক্রম করে নিজের প্ল্যান বাস্তবায়ন করার মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছাতে চান!
যদি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছাতে চান!
যদি মাইন্ডকে পাওয়ারফুল করার মাধ্যমে হাতাশা এবং দুশ্চিন্তা দূর করতে চান!

তাহলে আমাদের কমিউনিটি যুক্ত হতে পারেন।

যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করুন 👇
https://productivemind.com.bd/step/insidethequran/

অথবা সরাসরি আমাদেরকে ফোন করুন।

☎️ +8801869146409
☎️+ 8801646663837

21/04/2023
04/04/2023

আলহামদুলিল্লাহ দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও ১ম স্থান অধিকার করেছে হাফেজ সালেহ আহমাদ তাকরিম.

16/03/2023

বিশুদ্ধ নিয়ত আল্লাহর অপূর্ব এক নেয়ামত। অনন্য এক রিযিক। অন্যের জন্য আমি যতবেশি কল্যাণ কামনা করব, যতবেশি ভালো কাজের নিয়ত করব, বিনিময়ে আল্লাহ বহুগুণ বেশি দিবেন।

Atik Ullah

15/03/2023

আমরা সফল হতে পারছি না কেন?
কোন বিষয়টি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে?

কোন সিস্টেমের মাধ্যমে আমাদের হেবিট পরিবর্তন করা যাবে?

Live Productivity tracking with mind training with Quran .

এই সিস্টেমে আসতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

☎️ +8801869146409
☎️ +8801646663837

04/01/2023

ওনারা কী নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন আর আমরা কী নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকি?
------------- * ----------------- * -------------

সত্যিকারের বিশ্বাসীরা দারিদ্রতার ভয় করে না। দান-খয়রাত করার সময় ভয় করে না যে সে গরিব হয়ে পড়বে। তাদের একমাত্র ভয় হলো - পাপের ভয়। তাদের পাপের কারণে কিয়ামতের দিন আল্লাহ হয়তো শাস্তি দিতে পারেন, এমন চিন্তা সব সময় তাদের আতংকিত করে রাখে। পরকালের চিন্তা সব সময় তাদের মন-মানস দখল করে রাখে। তারা এই দুনিয়ার জীবন দরিদ্র এবং ক্ষুধার্ত হিসেবে পার করে দিতে পারে কিন্তু পাপের বোঝা এবং তাদের মালিকের অবাধ্যতার বোঝা কাঁধে নিয়ে জীবন পার করতে চায় না। তাদের মালিকের সন্তুষ্টি অর্জনে তারা যথাসাধ্য চেষ্টা করে যায়। তাই দেখা যায় এ ধরণের মানুষরা যখনই দোয়া করার সুযোগ পায় তখনই আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার দোয়া করে।

আমাদের সময়ে এসে সবাই আল্লাহর নিকট পার্থিব সামগ্রীর জন্য দোয়া করে। এই দুনিয়ার জীবনের জন্য আপনি যা চান তা যদি না পেয়ে থাকেন তবু বেঁচে থাকতে পারবেন। কিন্তু পাপের বোঝা নিয়ে দুনিয়া পার করা সহজ নয়। আল্লাহর রাসূলের একজন বিখ্যাত সাহাবী আবু দারদা (রা) আল্লাহর নিকট কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েন। তিনি এত বেশি কাঁদতেন যে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। তখন লোকজন তাকে বললো - "কেন আপনি আল্লাহর নিকট এই দোয়া করছেন না যে, তিনি যেন আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন।" জবাবে তিনি বললেন -

“আমি তো এখনো আল্লাহর নিকট আমার গুনাহ মাফের জন্য দোয়া করে শেষ করতে পারিনি; কখন আমি আমার চোখের জন্য দোআ করবো?” অর্থাৎ - আমার সকল প্রার্থনা কেবল একটি উদ্দেশ্যেই - "ও আল্লাহ! আমার পাপগুলো ক্ষমা করে দিন।" তাঁর নিকট অন্য কিছু চাওয়ার সময় কোথায়?

এ সমস্ত মানুষরা চাইতেন পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে পবিত্র অবস্থায় এই দুনিয়া ত্যাগ করতে। আর অন্যদিকে, আমাদের সকল চাওয়া পাওয়া এই দুনিয়া কেন্দ্রীক।

একবার উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক মক্কাতুল মুকাররামায় নামাজ পড়তে এলেন। তিনি তখন দেখতে পেলেন সেখানে হজরত উমর (রা) এর দৌহিত্র সালিম ইবনে আব্দুল্লাহ নামাজ পড়ছেন। সালাত শেষ করার পর খলিফা হিশাম হজরত সালিমকে কিছু স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন। সালিম তখন বললেন - "আল্লাহর ঘরে আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কিছু গ্রহণ করতে লজ্জা অনুভব করি।" হিশাম তখন থেমে গেলেন। সালিম যখন তার সকল নামাজ পড়া শেষ করে বাড়ির দিকে রওয়ানা হলেন তখন হিশাম তাঁর কাছে এসে আবার তাকে স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন। সালিম তখন বললেন - " যিনি এই স্বর্ণমুদ্রার প্রকৃত মালিক আমি তার কাছেও তো এগুলো চাইনি; এখন যিনি এগুলোর মালিক নয় আমি তার নিকট থেকে কিভাবে এগুলো গ্রহণ করি?" আল্লাহ হলেন স্বর্ণ রৌপ্যের প্রকৃত মালিক। আমি তাঁর কাছে কখনো স্বর্ণ রৌপ্য চাইনি। তাহলে কিভাবে আমি এখন তোমার মত একজনের কাছ থেকে এগুলো গ্রহণ করবো?

এই মানুষগুলোর একমাত্র উদ্বেগ ছিল বিচার দিবস নিয়ে। আর আমাদের একমাত্র উদ্বেগ হলো এই দুনিয়ার জীবন। কিভাবে ভালোভাবে এই পৃথিবীতে জীবন যাপন করবো, কিভাবে ভালো বাড়ি গাড়ির মালিক হবো, এগুলোই আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু প্রকৃত সফলতা হলো বিচার দিবসের সফলতা। এই মানুষগুলো বিচার দিবস নিয়ে কেমন চিন্তা করতো তা সম্পর্কে কুরআন বলছে - إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا - "আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।"

-- ড: আকরাম নদভী।
-- সূরা আল ইনসান ২য় পর্বের আলোচনার অংশ বিশেষ।

23/12/2022

"জুমুআর দিনের কিছু সহজ আমল ;

১. সূরা কাহাফ (১৮ নাম্বার সূরা)।
২. দরূদ পড়া।
৩) ইস্তিগফার।
৪) আসরের পর দোয়া।

একে অপরকে মনে করিয়ে দেই। এগুলো যেন আমাদের নিয়মিত আমল হয়।

17/12/2022

কুরআন আপনার কাছ থেকে কী চায়? কুরআন থেকে আমি হেদায়েত খুঁজছি এর মানে কী?

হেদায়েত খোঁজা মানে শুধু আমল বা কাজ খোঁজা নয়। এটি অতি সরল একটি অভিমত যা খুবই জনপ্রিয়। চলুন, অনুসন্ধান করে দেখি কুরআন থেকে হেদায়েত খোঁজার অর্থ কী?

সবার আগে- এটি আপনার চিন্তাভাবনাকে সংশোধন করে। ফলে চারপাশের দুনিয়াকে আপনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেন। কুরআনে হেদায়েতের অন্যতম বড় একটি রাস্তা হলো- কুরআন বাস্তবতাকে আপনার উপলব্ধির চেয়ে ভিন্নভাবে উপস্থাপন করে। কুরআন অধ্যয়নের পূর্বে বাস্তবতাকে আপনি একভাবে দেখতেন, কুরআন অধ্যয়নের পরে এটি এখন সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস।

মূল্যবান কিছু দেখলে আপনি জিনিসটি সম্পর্কে একভাবে চিন্তা করেন। আর মূল্যহীন কিছু দেখলে তার সম্পর্কে ভিন্নভাবে চিন্তা করেন। তো, কুরআন চারপাশের বাস্তবতা সম্পর্কে আপনার চিন্তা এবং উপলব্ধিতে পরিবর্তন নিয়ে আসে।

সহজ একটি উদাহরণ দিচ্ছি। কুরআন মাটি ভেদ করে চারাগাছ উঠে আসা সম্পর্কে কথা বলেছে। কুরআন যদি এ সম্পর্কে না বলতো তবু আপনি জানেন চারাগাছ মাটি ভেদ করে উঠে আসে। তাহলে কুরআন বলাতে এতে কী পার্থক্য তৈরী হয়? কুরআন বলছে, যখনি তুমি বিচার দিবসের কথা ভুলে যাও, মনে রেখো চারাগাছ মাটি থেকে উঠে আসে।

তাহলে কুরআনের অভিমতে চারাগাছ মাটি থেকে উঠে আসা কিসের রিমাইন্ডার? আমাকে কিসের কথা মনে করিয়ে দিবে? বিচার দিবসের কথা।

আমাকে বলুন, চারাগাছ মাটি থেকে উঠে আসার সাথে বিচার দিবসের কী সম্পর্ক? মৃত্যু থেকে জীবন। আমরা মাটিতে প্রবেশ করবো। আমাদের শরীর পঁচে গলে হয়তো বীজের আকৃতির মত হয়ে যাবে। বা এমনকি আরো কম। কিছুই না হয়তো। এরপর আল্লাহ আমাদের পুনরুত্থিত করবেন। আবার উঠাবেন মাটি থেকে।

তাই, বিচার দিবস নিয়ে যদি সন্দেহ দেখা দেয়, শুধু চারাগাছের দিকে লক্ষ্য করুন।

তাহলে, এখন আমি যেভাবে চারাগাছের দিকে তাকাবো তা সারাজীবনের জন্য পরিবর্তিত হয়ে গেল। বুঝতে পারছেন? খুবই সাধারণ একটি বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হয়ে গেল!!

- নোমান আলী খান
- 01. How to Approach the Quran - Al-Kahf - A Deeper Look

05/12/2022

"তার চাইতে অধিক জালেম কে যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বুঝানোর পর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্ম সমুহ ভুলে যায়?
আমি তাদের অন্তরের উপর পর্দা বিস্তার করে দিয়েছি যেন তারা কুরআনকে বুঝতে না পারে,
এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা। যদি আপনি তাদেরকে সৎ পথের দিকে দাওয়াত দেন তবে তারা কখনই সৎ পথের দিকে আসবে না।"
[-সুরা কাহাফ,১৮:৫৭]

28/11/2022

"স্টোরিতে দেওয়া অশ্লীল কুরুচিপূর্ণ ছবিগুলো কিয়ামতের মাঠে আপনি আরেকবার দেখতে পাবেন 'Your stories' হিসেবে!!

- আরিফ আজাদ

28/11/2022

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার সাথে আমাদের সম্পর্কটা আসলে ভালোবাসা কেন্দ্রিক।আল্লামা হাফেজ ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ) এর একটি বিখ্যাত উদাহরণ দিয়েছেনঃ
"আল্লাহ তায়ালার উদ্দেশ্যে আমাদের যাত্রাটা একটা পাখির উপমার মত যার মস্তক হচ্ছে ভালোবাসা, আর দুই ডানা হলো ভয় এবং আশা। "
মস্তকবিহীন একটি পাখি কেমন? এটি বাঁচতে পারবে না, উড়তে পারবে না। তেমনি আল্লাহতালার প্রতি আমাদের এই যাত্রা যদি ভালোবাসা দিয়ে শুরু না হয়, তাহলে এটা কোন অগ্রগতি লাভে সক্ষম হবে না।

উস্তাদ নোমান আলি খান..

27/11/2022

ছবিটি একটি নৈশ মাদরাসার। পরীক্ষার হলের দৃশ্য। সামনের সারিতে একজন ষাটোর্ধ্ব ব্যক্তি বসে আছেন। পেশায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সারাদিন ইউনিভার্সিটিতে অধ্যাপনা ও যাবতীয় দায়িত্ব শেষে চলে আসেন মাদরাসায়। উস্তাদের সামনে নতজানু হয়ে ইলম অর্জনে নিমগ্ন হন তিনি।
তরুন, ইলম অর্জন না করার আর কী অজুহাত থাকতে পারে তোমার?
ছবিটি 'ওয়াফিলাইফ' থেকে নেয়া!

25/11/2022

আমাদের জন্য ইবাদাত করা কঠিন আর মানুষের সাথে সময় কাটানো সহজ। ইফতারের অনুষ্ঠানে যোগ দেওয়া সহজ কিন্তু নামাজ পড়া কঠিন। মানুষের সাথে আড্ডা দেওয়া বা ঘুরতে যাওয়া সহজ। কিন্তু আল্লাহর সাথে সময় কাটানো কঠিন।

পক্ষান্তরে, রাসূলুল্লাহ (স) এর ক্ষেত্রে...তাঁর জন্য মানুষের সাথে সময় কাটানো ছিল কঠিন। আর আল্লাহর সাথে সময় কাটানো তাঁর জন্য ছিল সহজতর। রাসূলুল্লাহ (স) যখনই কোন চাপে ভুগতেন, এই দুনিয়ার কোনো ঘটনা যদি তাকে যন্ত্রনা দিতো তিনি বিলাল (রা) কে বলতেন- ''হে বেলাল! আমাদের জন্য নামাজের প্রশান্তি নিয়ে আসো।" অর্থাৎ ইকামাত দাও বিলাল। কারণ নামাজের জন্য দাঁড়িয়ে গেলে আল্লাহর রাসূল (স) আনন্দিত হয়ে যেতেন।

যদি আমরা রাসূলুল্লাহ (স) এর স্পিরিটের কাছাকাছি যেতে চাই, আমরা যদি উচ্চ মর্যাদা পেতে চাই তাহলে শিখতে হবে কিভাবে আল্লাহর সাথে আরও বেশি সময় কাটানো যায়। আমরা কখনোই রাসূলুল্লাহ (স) এর মত হতে পারবো না। কিন্তু, আল্লাহর সাথে সময় কাটানোর আনন্দ উপভোগ করা আমাদের শিখতে হবে। আল্লাহর বাণীতে প্রশান্তি খুঁজে পাওয়ার আনন্দ উপভোগ শিখতে হবে।

আপনার জীবনে এমনটি যখন ঘটা শুরু করবে আপনি তখনো মানুষের সাথে সময় কাটাবেন, দৈনন্দিন কাজকর্মগুলো করবেন কিন্তু আল্লাহর সাথে কথা বলার সময় এমন বিস্ময়কর আনন্দ পাবেন যা অন্য কোথাও পাবেন না। দিনের সমস্যাগুলো মাকাবেলার অফুরন্ত শক্তি পাবেন কারণ আপনার রাত কেটেছিল জায়নামাজে। কেউ যখন আপনার সাথে ছিল না আপনি তখন আল্লাহর নৈকট্য অনুসন্ধানে রত ছিলেন। কোনো মানুষকে দেখানোর জন্য না, কারণ কেউ তো আপনার সাথে ছিল না। ছিলেন শুধু আপনি এবং আল্লাহ।

এটা যদি আপনার জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে কোনো সমস্যাতেই বা কোনো বিপদেই আপনার অন্তর আর সঙ্কুচিত হয়ে পড়বে না। সবকিছুতে ধৈর্য ধরা সহজ হয়ে যাবে।

- নোমান আলী খান ও ইয়াসির কাদির আলোচনা থেকে

25/11/2022

“ সম্পদের চেয়ে ইলম কল্যাণকর। কেননা সম্পদ ইলমকে পাহারা দেয় আর ইলম তোমাকে পাহারা দেয়!

সম্পদ ভরণপোষণে খরচ হয় আর ইলম সেই খরচকে পবিত্র করে!

ইলম হুকুম জারি করে আর সম্পদ তা মান্য করে!

সম্পদশালী মরে যায় অথচ তার সম্পদ থেকে যায়!

উলামারা অনন্তকাল থাকবে! তাদের চক্ষু বন্ধ হয় কিন্তু মানুষের অন্তরে তাদের প্রভাব রয়ে যায়! ”

~আলী ইবনু আবি তালিব রদিয়াল্লাহু আনহু ~
جامع بيان العلم، ٥٧/١

12/11/2022

মানুষ কোন কোন জিনিসগুলো কামনা করে? মানুষ কিসের আকাঙ্ক্ষা করে? কোন কোন ব্যাপারগুলো আমাদের করতে ভালো লাগে?

আমরা মনে করি, আমাদের ভালো লাগার ইচ্ছেগুলো আমাদের নিজেদের। আমার কামনাগুলো আসলে আমার নিজের নয়।

যদি এক হাজার বছর আগে বাস করতেন, টেসলা কার পাওয়ার ইচ্ছে করতেন না। ফেরারি কার কেনার স্বপ্ন দেখতেন না। ল্যাম্বরগিনিতে চড়ার শখ জাগত না। বিমানে চড়ার সময় ফার্স্ট ক্লাস সিট কেনার ইচ্ছে করতো না। কেন নয়? কারণ, সেসময় এগুলোর অস্তিত্ব ছিল না। ফেরারি না চেয়ে ঘোড়া চাইতেন। পৃথিবীর একেক প্রান্তের মানুষের আকাঙ্ক্ষাগুলো একেকরকম।

আমি যা বলতে চাচ্ছি, আমাদের আকাঙ্ক্ষাগুলো আসলে আমাদের নিজেদের নয়। এগুলো আমাদের চারপাশের দুনিয়া থেকে আসে। আমাদের সংস্কৃতি থেকে আসে। আমাদের চিন্তা থেকে আসে। যে পরিবেশে আমরা বড় হয়েছি সেখান থেকে আসে।

যদি ছোট বেলা থেকে তোমাকে বলা হয়, বড় হয়ে তুমি ডাক্তার হবে। তখন টিনেজ বয়সে তুমি কী হওয়ার ইচ্ছে করবে? ডাক্তার। আমাদের সংস্কৃতি আমাদের ইচ্ছেগুলোতে প্রভাবে ফেলে।

আমি আপনাদের উমর (রা) এর উদাহরণ দিতে চাই। মুসলিম হওয়ার পূর্বে তাঁর এক ধরণের ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল। তিনি কিছু জিনিস পছন্দ করতেন। কিছু জিনিস অপছন্দ করতেন। খুবই শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ ছিলেন তিনি।

কিন্তু, ইসলাম গ্রহণ করার পর তাঁর ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো পরিবর্তিত হয়ে গেলো। তিনি এখন অন্য কিছুকে ভালবাসেন, অন্য কিছুকে ঘৃণা করেন।

তাই, ওরা যখন বলে, ইসলাম তোমাকে তোমার ইচ্ছেগুলো পূরণ করতে দেয় না। আমি যুক্তি দেখাবো, না, ইসলাম তোমার ইচ্ছেগুলোকে সঠিক পথে পরিচালিত করে এবং এরপর তোমাকে এগুলো পূরণ করতে দেয়। ইসলাম তোমার কামনাগুলো বন্ধ করে দিতে বলে না।

এখন, তুমি যদি বলো, না, আমি চাই না কেউ আমার আকাঙ্ক্ষাগুলোকে গাইড করুক। আমি নিজে এগুলোকে গাইড করতে চাই।

শোন, তোমাকে বলি, তুমি কখনোই তোমার কামনাগুলোকে পথ দেখাও না। এগুলো সবসময় তোমার সমাজ দ্বারা প্রভাবিত, যে মুভিগুলো তুমি দেখ তা দ্বারা প্রভাবিত, তোমার চারপাশের মানুষদের দ্বারা প্রভাবিত, তোমার পরিবার দ্বারা প্রভাবিত।

কিছু না কিছু, কেউ না কেউ তোমার আকাঙ্ক্ষাগুলোকে প্রভাবিত করবেই। তাই, আমি চাই তোমার ইচ্ছেগুলো আল্লাহর দ্বারা প্রভাবিত হোক। কারণ, সকল অবস্থাতে কেউ না কেউ এটাকে তো গাইড করছেই।

অতএব, আল্লাহর দেখানো পথেই তোমার ইচ্ছেগুলো চালিত হোক।

- নোমান আলী খান

দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। [সূরা হাদীদঃ২০] 08/11/2022

দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। [সূরা হাদীদঃ২০]

https://youtu.be/NgZWb9npV18

দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। [সূরা হাদীদঃ২০] দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। [সূরা হাদীদঃ২০]

31/10/2022

একদিন মরে যাবো, সন্দেহ নেই এটা কষ্টের ।
এর চেয়েও বেশি কষ্টের হল, মরার আগেই আমার পাপ-পুণ্যের অনুভূতি মরে যাওয়া ।
আস্তাগফিরুল্লাহ।
.
আতিক উল্লাহ হাফি.

29/10/2022

সূরা ফাতিহা
সূরা আন নাবা

26/10/2022

কুরআনে সুখ, শান্তি, সৌভাগ্য, আরোগ্য, জান্নাত সব আছে জেনেও কুরআন ছেড়ে দূরে থাকার মতো নির্মম, অমানবিক বিচ্ছেদ আর কিছু হতে পারে না।

শাইখ আতিক উল্লাহ হাফি..

21/10/2022

"আমি আপনি যদি এই বিষয়টা ভুলে যাই যে, আমাদেরকে স্বল্প সময়ের জন্য এই দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। চাকরি পাওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়ায় পাঠানো হয়নি। টাকা উপার্জন করার জন্য আমাদেরকে এখানে পাঠানো হয়নি। এই পৃথিবীতে ঘর-বাড়ির মালিক হওয়া আমাদের লক্ষ্য নয়। কারণ এইসব কিছু ছেড়ে একদিন আমরা আল্লাহর কাছে চলে যাবো।

তাহলে এই পৃথিবীতে আমাদের উদ্দেশ্য কী?

এই দুনিয়ায় আমাদের উদ্দেশ্য হলো—ভালো কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমাদের নিজেদের জন্য ভালো কাজ করা এবং এমন ভালো কাজ করা যা আমাদের মৃত্যুর পরেও টিকে থাকবে।

এই উদ্দেশ্য মাথায় রেখে আপনার অর্জিত শিক্ষা যদি আপনাকে ভালো কিছু করার দিকে পরিচালিত করে, আপনার নির্মিত বাড়ি যদি আপনাকে ভালো কিছু করার দিকে পরিচালিত করে, আপনার গাড়ি যদি আপনাকে ভালো কিছু করার দিকে পরিচালিত করে—তাহলে এই জিনিসগুলোর একটা উদ্দেশ্য আছে। এগুলো নিজে নিজে কোনো উদ্দেশ্য নয়। কিন্তু শয়তান এই ক্ষুদ্র অর্জনগুলোকেই আপনার জীবনের উদ্দেশ্যে পরিণত করতে চায়।

কেউ হয়তো এভাবে বলে—"ভাই! আমি যদি এই নতুন মডেলের গাড়িটা কিনতে পারি বা বাড়িটা বানাতে পারি তাহলেই আমার লক্ষ্য অর্জন সম্পন্ন হয়ে যায়।" কিন্তু এটা আসলে কোনো লক্ষ্য নয়, এটা একটা বস্তুগত জিনিস মাত্র। আর একটিমাত্র দুর্ঘটনাই গাড়িটা নিমিষে শেষ করে দিতে পারে। একটা প্রাকৃতিক দুর্যোগই বাড়িটা ধ্বংস করে দিতে পারে। আপনার জীবনের আসল লক্ষ্য হলো ভালো কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।"

-- উস্তাদ নোমান আলী খান

13/10/2022

Mohammed Mithu সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।

কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Name: Mohammed Mithu
Batch: ITQ-10
Id No: MM-08

13/10/2022

NM Belal সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।

কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে দুবাই থেকে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Name: NM Belal
Batch: ITQ-10
Id No: SH-09

12/10/2022

১৫ অক্টোবর ২০২২ থেকে পরিপূর্ণ কুরআন শিক্ষা কোর্সের দুটি ব্যাচ (ITQ-10, ITQ-11) আরম্ভ হচ্ছে ইনশাআল্লাহ।

সকালঃ ৮-৯টা
রাতঃ ৯-১০টা

শনি, সোম, বুধবার অথবা রবি, মঙ্গল বৃহস্পতিবার।

মোট ক্লাসঃ ৩৬ টি
সপ্তাহে ৩ দিন ক্লাস
১ ঘন্টা করে।

অল্প কিছু আসন খালি আছে।

যদি সহজ পদ্ধতি একটি সিস্টেম বা টেকনিক ফলো করে কুরআন শিখতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করতে পারেন।

আর মাত্র ২ দিন বাকি আছে।

✆ +8801869146409
✆ +8801646663837

11/10/2022

Mohammad Abdullah সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।
কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Name: Mohammad Abdullah
Batch: ITQ-10
Id No: SH-07

11/10/2022

Shamim সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।
আপনি মালোশিয়া থেকে কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Name: Shamim
Batch: ITQ-10
Id No: SH-06

11/10/2022

Shabuddin Hossain সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।
কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Name: Shabuddin Hossain
Batch: ITQ-10
Id No: SH-05

10/10/2022

Jafar Ullah সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।
কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Name: Jafar Ullah
Batch: ITQ-10
Id No: JU-04

08/10/2022

Lutfur Rahaman সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।
কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Name: Lutfur Rahaman
Batch: ITQ-10
Id No: LR-03

08/10/2022

Rabiul Islam সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।

কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Name: Rabiul Islam
Batch: ITQ-10
Id No: RI-02

08/10/2022

Md Masud সাহেব আপনাকে Inside The Quran এ স্বাগতম।

কোরআন সহীহ শুদ্ধ করার কোর্সে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Name: Md Masud
Batch: ITQ-10
Id No: MM-01

04/10/2022

একটি আয়াত সম্পর্কে জানতে একটু সময় হবে?

اَللّٰهُ نَزَّلَ اَحۡسَنَ الۡحَدِیۡثِ کِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِیَ ٭ۖ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُوۡدُ الَّذِیۡنَ یَخۡشَوۡنَ رَبَّهُمۡ ۚ ثُمَّ تَلِیۡنُ جُلُوۡدُهُمۡ وَ قُلُوۡبُهُمۡ اِلٰی ذِکۡرِ اللّٰهِ ؕ ذٰلِکَ هُدَی اللّٰهِ یَهۡدِیۡ بِهٖ مَنۡ یَّشَآءُ ؕ وَ مَنۡ یُّضۡلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنۡ هَادٍ ﴿۲۳﴾

আল্লাহর উত্তম বাণী(অর্থাৎ কোরআন) অবতীর্ণ করেছেন যা সামঞ্জস্যপূর্ণ ও পুনঃ পুনঃ গঠিত। এতে তাদের লোমহর্ষক হয় যারা তার প্রতিপালককে ভয় করে। অতঃপর তাদের চামড়া ও অন্তঃকরণ আল্লাহর স্মরণে বিনম্র হয়।

উপরুক্ত আয়াতসমূহ থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, এ কোরআনের মধ্যে এমন এক প্রভাব নিহিত আছে যা তার পাঠক কিংবা শ্রোতাকে প্রভাবিত না করে ছাড়ে না। হৃদয়কে করে উত্তাল, চোখকে করে অশ্রুসজল। যে ঈমান গ্রহনে আগ্রহী সে কোরআন শুনা মাত্রই তার আনুগত্যের শির নত হয়ে যায়। এমনকি, যে কুফরি ও হঠকারিতায় নিমজ্জিত সে-ও যদি কোরআন শোনে তবে তার উপরেও কোরআন প্রভাব ফেলে, কিন্তু সে এটিকে যাদু মনে করে উড়িয়ে দেয়। লোকদেরকে তা শুনতে বারণ করে। তবু ও সে কোরআনকে চ্যালেন্জ করতে সাহস পায় না।

02/10/2022

কোরআন পড়া বা শিক্ষা দেয়ার কাজে নিয়োজিত থাকা উত্তম সম্পদ অর্জন করার অন্তর্ভুক্ত। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ কেন সকালে মসজিদে গিয়ে আল্লাহর কোরআন হতে দুটি আয়াত পড়ে না বা শিক্ষা দেয় না?

তাহলে সেটি তার জন্য দুটি উট লাভ করার চেয়ে উত্তম হবে। তিনটি আয়াত তিনটি উট অপেক্ষা উত্তম। চারটি আয়ত চার উট অপেক্ষা উত্তম। অনুরূপ আয়াতের সংখ্যা অনুপাতে উটের সংখ্যা অপেক্ষা উত্তম। (সহিহ মুসলিম: ১৩৩৬)।

Inside The Quran সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন। 👇🏻

https://insidethequran.xyz/

Photos from Inside The Quran's post 22/09/2022

আলহামদুলিল্লাহ! ♥♥
হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে অভিনন্দন!

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে।

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আমরা সহজে কোরআন শিখতে পারি না কেন?   কোরআন শিখে কেন ভুলে যায়?
ইবলিশ চায়নি মানুষ কোনোদিন মূল্যবান কিছু হিসেবে স্বীকৃতি পাক
Quran

Telephone

Address

Oxygen
Chittagong
4000

Other Chittagong schools & colleges (show all)
বাতি - BATI - Training Institution For Women বাতি - BATI - Training Institution For Women
432 Late Zahur Ahmed Road, Mehedibagh
Chittagong, 4000

বাতি - আলো গতি সাফল্য Light . Speed . Success . BATI is a Training I

Rizvi Quantum Science Rizvi Quantum Science
House No. 287, Road No. 12, Block/B, Chandgoan Residential Area
Chittagong, 4212

Specialized coaching center for class 2 - 12 (Bangla, NC & BC). Our teachers are well experienced b

Mathematics, CU - গণিত বিভাগ, চবি : shahid Mathematics, CU - গণিত বিভাগ, চবি : shahid
Chittagong
Chittagong, 4330

প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সেবায় নিজেকে ব্যক্তিগতভাবে নিয়োজিত রাখার একটি প্রচেষ্টা মাত্র

Mirza Ahmed Ispahani Smriti Biddalaya Mirza Ahmed Ispahani Smriti Biddalaya
Moulabibazar, Mohara, Kalurghat, Chandgaon, Bangladesh
Chittagong, 4208

One of the best school in Chittagong.

Department of History, University of Chittagong Department of History, University of Chittagong
Chittagong, 4331

The department of History were established in 1966 University of Chittagong

MenT⊕R MenT⊕R
Chadni Chawk Complex, College Road, Chawkbazar, Chattogram
Chittagong, 4203

Career! A ray which will earn by using yourself by proper way & guide☞

Alhumaira Ra. Mohila Madrasah Alhumaira Ra. Mohila Madrasah
Golam Ali Nazir Para
Chittagong, 4212

An International standard Mohila Madrasah in Chittagong under Bangladesh Madrasah Education Board.

Oxford Summer Program - Bangladesh Chapter Oxford Summer Program - Bangladesh Chapter
618 Epic Ittehad Point (3rd Floor), Nur Ahmed Road, Kazir Dewri
Chittagong, 4000

2- week residential program at the University of Oxford.

ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমী ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমী
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক
Chittagong

ফটিকছড়ি যুব উন্নয়ন কম্পিউটার সেন্টার

নূরুল ক্বোরআন নূরানী মাদ্রাসা নূরুল ক্বোরআন নূরানী মাদ্রাসা
আজিজনগর, উত্তর পাড়া, লামা, বান্দরবান, বাংলাদেশ।
Chittagong

طلب العلم فریضة علی کل مسلم (দ্বীনি) ইলম (শিক্ষ?

Razin's English Method Razin's English Method
Block/A, Halishahar Housing State
Chittagong, 4216

An originative institution to gift you the wings of both English & Bengali. Good Luck.

Collegiate School Debating Society Collegiate School Debating Society
Chittagong, 4000

'Come.Speak.Win.' This is the official page of Chattogram Collegiate School Debating Society. This so