MenT⊕R

Career! A ray which will earn by using yourself by proper way & guide☞

10/04/2024

দিন দিন যত বড় হইতেসি, ততই বুঝতেসি, আমার বাপ মায়ের স্ট্রিক্টনেস, শাসন আর নিষেধ আমার জন্য কতটা ব্লেসিংস ছিলো।

বিশ্বাস করেন, এই যে একটা করে ঘটনা ঘটে, আর আমি মনে মনে বলি, থ্যাংকিউ আব্বু। থ্যাংকিউ আম্মু।

ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাইতে চাইলে আম্মু বলতো, বড় হয়ে যাস। এখন না।

কলেজে উঠে সবাই স্বাধীনতা পায়। আমিও পাইসিলাম। তবে সেটা ছিলো লিমিটেড স্বাধীনতা।আড্ডা হোক বা খেলা হোক বা অনুষ্ঠান হোক, সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার একটা অলিখিত নিয়ম থাকতোই।

সেকেন্ড ইয়ারে এসে আটটা পর্যন্ত বাইরে থাকার অনুমতি পাইসিলাম, তবে সেটা সপ্তাহের তিন দিন।কোচিং এর জন্য।

স্কুল কলেজে আব্বুর এই শাসন আমারে পুরোপুরি আব্বু বিদ্বেষী করে তুলেছিলো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, পৃথিবীর সবাইকে ক্ষমা করলেও আমি আমার আব্বুকে কখনও ক্ষমা করবো না।

অথচ আজকে আইসা দেখি,চলার পথের আলোটুকুই শুধু আমি চিনতাম, আর আব্বু আম্মু চিনত চোরাবালিগুলো। তাই আমার ছিলো সাহস নামের এক বোকামি। আর আমার মা বাবার ছিলো সাবধানতা নামের একটা প্রটেক্টিভনেস।

আব্বু আম্মুর এই প্রটেক্টিভনেসকে আমি ভাবতাম অহেতুক ভয়। আর আমার বোকামিরে আমি ভাবতাম সাহস। উনাদের ভয় দেখে আমি কতই না হাসছি আর বলছি, এরা কি পাগল? এতো ভয় পায় কেন?

আজ বড় হয়ে দেখি, পাগল উনারা ছিলেন না। পাগল ছিলাম আমি। আগুনে ঝাপ দিতে যাওয়া একটা ছেলেরে তারা তাদের শাসন দিয়ে বাচাইয়া দিসে। আজ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শ্রদ্ধা ছাড়া আর কিছু নাই।

যারা যারা এখনও ছোট আছেন, বাবা মা ট্যুরে যাইতে দেয় না, সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না, ফোন টিপতে দেয় না বলে পাহাড় পরিমাণ অভিমান আর ক্ষোভের সাগর লুকাইয়া রাখসেন, আপনারা আরেকটু ওয়েট করেন প্লিজ!!

আরেকটু বড় হোন। দুনিয়াটা আরেকটু দেখেন। মানুষগুলোরে আরেকটু চেনেন। দেখবেন, মা বাবাদের বলা অনেক কথাই আপনি ধীরে ধীরে বুঝতে শিখে গেছেন। মা বাবারা কখনোই মিথ্যা বলে না, জাস্ট আমাদের ঐ সত্যটা বোঝার জন্য একটু ওয়েট করা লাগে।

একটা জিনিস মাথায় রাইখেন, স্ট্রিক্ট মা বাবা হইতেসে মেডিসিনের মতো। খাইতে তিতা, বিরক্তিকর এবং প্যারাদায়ক, বাট দিনশেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে।

#সংগৃহীত
#অনুগল্প

03/02/2024

10 Mind-Shifting Lessons from "Train Your Mind to Be Successful" by Sayra Montes:

1. Master Your Mindset: Your thoughts and beliefs shape your reality. Cultivate a positive, growth-oriented mindset to attract success and overcome obstacles.

2. Set Clear and Compelling Goals: Define your dreams and desires with specificity and passion. This clarity fuels your motivation and guides your actions towards achievement.

3. Unleash the Power of Visualization: See your success vividly in your mind's eye. Practice visualization techniques to program your subconscious mind for positive outcomes.

4. Embrace Affirmations and Positive Self-Talk: Counter negative self-doubt with empowering affirmations. Repeat positive statements to boost confidence and attract abundance.

5. Develop Laser-Sharp Focus: Learn to prioritize and eliminate distractions. Channel your energy towards accomplishing your most important tasks first
6. Harness the Law of Attraction: Believe that your positive energy attracts similar energy. Focus on gratitude, generosity, and positive actions to create a magnetic field for success.

7. Step Outside Your Comfort Zone: Growth happens beyond your comfort bubble. Embrace new challenges and experiences to unlock hidden potential and expand your capabilities.

8. Never Stop Learning: Continuously seek knowledge and new skills. Stay curious, read, attend workshops, and surround yourself with inspiring mentors and peers.

9. Practice Consistent Action: Don't just dream, take action! Break down your goals into actionable steps and consistently move forward, even in small increments.

10. Celebrate Your Victories, Big and Small: Acknowledge your progress and milestones. Celebrate your achievements to maintain motivation and reinforce positive habits.

Remember, "Train Your Mind to Be Successful" is a journey, not a destination. By adopting these lessons and practicing them daily, you can transform your mindset, attract positive experiences, and achieve anything you set your mind to.

Bonus Lesson:
Develop a Gratitude Practice: Cultivate an attitude of gratitude for all you have. This strengthens your positive mindset and attracts more abundance into your life.

So, train your mind, unleash your potential, and create the life you truly desire!

30/01/2024

⊕r
১.“ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি”
– ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)

২. “কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি”
– পাবলো পিকাসো (বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী)

৩. “সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে”
– অস্কার ওয়াইল্ড (বিশ্বখ্যাত আইরিশ কবি, লেখক ও নাট্যকার)
৪. “যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে”
– ম্যালকম এক্স

৫.. “আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া”
– মার্গারেটা থ্যাচার (‘আয়রন লেডী’-খ্যাত সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী)

৬. “একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে। যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন”
– উইলিয়াম জেমস (আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী)

৭. “সাফল্যের আগুন একা একা জ্বলে না। এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে”
– আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)

৮. “সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো”
– বন জোভি (বিশ্ব বিখ্যাত রক মিউজিশিয়ান)

৯. “অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার”
– উইলিয়াম ফেথার (বেস্ট সেলিং লেখক)

১০. “রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে”
– স্টিভ জবস (প্রতিষ্ঠাতা, এ্যাপল কম্পিউটার্স)

22/01/2024

Experienced Male Tutor Needed

Tution Details:
1.Class : 10
Subject: Math,H.math, phy, chy & Bio
Duration: 3days/Week
Religious - Sanatan

Place- Patharghata, Kawtuali Moor.

Tuition 2-
Hsc 2nd year -English
Place- CTG medical Gate.
Student Background -CU Law or English Subject.
Starting: As soon as possible.

Who are interested, please Massanger with your details (Name, Dept. name, Institutions, Year, Mobile Number, Experience)

14/12/2023

✪R📚
10 Lessons from The Career Manifesto: Discover Your Calling and Create an Extraordinary Life by Mike Steib:

1. Define your "what" and "why": Identify your core values, passions, and purpose to guide your career direction. This clarity fuels motivation and helps you make decisions aligned with your true self.

2. Embrace a growth mindset: View challenges as opportunities to learn and grow. Continuously invest in personal and professional development to unlock your full potential.

3. Craft a personalized career roadmap: Develop a roadmap that outlines your goals, skills you need to acquire, and potential paths you can explore.

4. Embrace continuous learning: Never stop learning and expanding your knowledge base. Stay curious, explore new horizons, and embrace lifelong learning.

5. Build your personal brand: Cultivate a strong professional brand that showcases your unique strengths, skills, and experience.

6. Network strategically: Build meaningful relationships with individuals who can offer support, guidance, and opportunities for growth.

7. Become a master connector: Develop your networking skills and actively build relationships with individuals across diverse industries and backgrounds.

8. Learn to say "no": Protect your time and energy by politely declining requests that don't align with your priorities or goals.

9. Take calculated risks: Don't be afraid to step outside your comfort zone and embrace calculated risks that can lead to new opportunities and growth.

10. Embrace failure as a learning experience: Learn from your mistakes and setbacks. View them as valuable stepping stones on your journey to success.

You will live a fulfilling and rewarding life (AMEN)

365 Days With Self-Discipline: 365 Life-Altering Thoughts on Self-Control, Mental Resilience, and Success 13/12/2023

✪R ☞
"Discipline is not about becoming perfect. It's about becoming the best version of yourself."

Here are ten practical lessons from the book 365 Days with Discipline by Martin Meadows:

1. Start small. Don't try to change too much too quickly. Start with small, achievable goals and gradually work your way up to bigger ones.

2. Be consistent. The key to discipline is consistency. Even if you can only do a little bit each day, make sure you do it consistently.

3. Forgive yourself for setbacks. Everyone slips up from time to time. Don't beat yourself up if you make a mistake. Just pick yourself up and keep going.

4. Find a support system. Having people who support your goals and encourage you along the way can make a big difference. Find a friend, family member, or mentor who can help you stay on track.

5. Make discipline fun. If you find discipline to be boring or unpleasant, you're less likely to stick with it. Find ways to make discipline more enjoyable, such as listening to music while you work out or setting rewards for yourself.

6. Visualize success. Take some time each day to visualize yourself achieving your goals. This will help you stay motivated and focused.

7. Celebrate your successes. When you reach a goal, take the time to celebrate your accomplishment. This will help you stay motivated and keep moving forward.

8. Don't be afraid to fail. Failure is a part of life. Everyone fails at some point. The important thing is to learn from your mistakes and keep trying.

9. Don't compare yourself to others. Everyone is on their own unique journey. Don't compare yourself to others and focus on your own progress.

10. Enjoy the process. Discipline is not about becoming perfect. It's about becoming the best version of yourself. Enjoy the process of growth and development.

Developing discipline is not easy, but it is worth it. Discipline can help you achieve your goals, live a healthier and more fulfilling life.

Book: https://amzn.to/3EdKl9O
Audiobook: https://amzn.to/3YW7pn1

365 Days With Self-Discipline: 365 Life-Altering Thoughts on Self-Control, Mental Resilience, and Success 365 Days With Self-Discipline: 365 Life-Altering Thoughts on Self-Control, Mental Resilience, and Success

12/12/2023

Mentor, Teacher, Friend, Philosopher or Guide : Be The Role Model They Need..
✪R ☞

11/12/2023

✪R ☞
অনুপ্রেরণামূলক বই এবং মুভির লিস্ট.......................................................

পড়ে/ দেখে প্রচণ্ড অনুপ্রেরণা পেয়েছি (বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার, কষ্ট ভোলার, পরিশ্রম করার, ভালোবাসার, কিংবা অন্য যেকোনও কিছুর), এরকম কিছু বইয়ের/ মুভির নাম শেয়ার করছি।
বই:
সাঁতারু ও জলকন্যা (শীর্ষেন্দুর সব বই-ই উনার, শুধু এই বইটা আমার। বইটা এ পর্যন্ত ৭-৮ বার পড়েছি।)
হাত বাড়িয়ে দাও (আমার অল্প বয়সের ভাবনাজগতকে প্রচণ্ড ধাক্কা দিয়েছিল এই বইটা)
The Secret (এটা একটা মাস্টারপিস! তবে এই বইটা পড়ার সময় এর কথাগুলি বিশ্বাস করে পড়তে হয়। যাঁরা বেশি বোঝেন, তাঁদের জন্য এই বই না। এই বইটা অন্তত ৩ বার পড়বেন। প্রথমবার পড়বেন, পরেরবার বুঝবেন, শেষবার অনুভব করবেন।)
Outliers (সময় নিয়ে পড়বেন। নিজেকে কিছুতেই আর ছোট ভাবতে ইচ্ছে করবে না। বড় মানুষরা কেন বড়, ওদের আসলেই কি এক্সট্রা পাওয়ার দিয়ে এখানে পাঠানো হয়েছে যা আমাদের নেই, এসব ব্যাপার খুব ভালভাবে বুঝতে পারবেন।)
Waiting for Godot (আশেপাশের সবকিছুকেই সহজভাবে নেয়ার দর্শন পেয়েছি এই বইয়েই। ছোট ব্যাপারে অহেতুক বড় ভাব নেয়া যে কতটা হাস্যকর, সেটা এই বই থেকে খুব সুন্দরভাবে শিখেছি। আমার চিন্তাভাবনা ও ব্যক্তিগত জীবনদর্শনকে খুব বেশি প্রভাবিত করেছে, এমন ৩টি বইয়ের মধ্যে এটি একটি। আমার পড়া এরকম আরেকটি বই হল Much Ado About Nothing)
Tuesdays with Morrie (ওয়েটিং ফর গডো’র পর এই বইটা আমাকে জীবন সম্পর্কে নতুনভাবে ভাবিয়েছিল।)
The Alchemist (বইটাতে কী যেন আছে, এই বইয়ের কিছু-কিছু কথায় এখনও মোহাবিষ্ট হয়ে থাকি।)
The Last Lecture (জীবনের কিছু অর্থ অন্যভাবে খুঁজে পাবেন এই বইতে। ধরুন, আপনি জানেন, আপনি আর কতদিন বাঁচবেন। এ সময়ে জীবন সম্পর্কে আপনার অনুভূতি কেমন হতে পারে, তার কিছু ধারণা পাবেন এতে।)
Eat, Pray, Love (এটা পড়ে শিখেছি, সবকিছু হারিয়ে গেলেও জীবনটাকে কতটা সুন্দরভাবে উপভোগ করা যায়।)
Man's Search for Meaning (এরকম গভীর মনস্তাত্ত্বিক বই বোধ হয় খুব বেশি নেই।)
You Can Win (আমার প্রথমদিকে পড়া বই। মাঝেমাঝেই পড়তাম এটা, টনিকের মত কাজ করত।)
Who Moved My Cheese? (আমার মধ্যে পরিবর্তনকে সহজে গ্রহণ করার মানসিকতা তৈরি করে দিয়েছিল এই বই।)
The Monk Who Sold His Ferrari (পড়ুন; পড়ার সময় বারবার ধাক্কা খাবেন, এটা নিশ্চিত।)
The Power of Now (কাজ ফেলে না রাখার দীক্ষা দিয়েছিল বইটি। এই বই পড়ে হাত গুটিয়ে বসে থাকা কঠিন।)
Chicken Soup for the Soul (বইটা মজার। গল্পের আকারে খুব কঠিন কিছু জীবনদর্শনের সহজপাঠ আছে এতে।)
The Greatest Salesman in the World (বইটা সুখপাঠ্য মনে হয়নি; তবুও কিছু-কিছু কথা ধাক্কা দেয়।)
The 7 Habits of Highly Effective People (বড় ভাবনা না থাকলে কেউ বড় হয় না। এই বইয়ে এটা শেখানো হয়েছে।)
When Bad Things Happen to Good People (বইটা পড়লে আপনি 'why me' জাতীয় ঘ্যানরঘ্যানর করা বন্ধ করবেন, আমি শিওর। আমার ক্ষমতা থাকলে বইটা আমি টেক্সট বই করে দিতাম।)
আমি তপু (জাফর ইকবালের এই বইটি পড়ে তপুর এবং আমার নিজের জন্য অনেক মমত্ববোধ জন্মেছিল।)
মা (মাক্সিম গোর্কির মা পড়ে সময়ের প্রয়োজনে সাহসীভাবে ভাবতে শিখেছি।)
The Diary of a Young Girl (ছোট্ট একটা মেয়ের কাছ জীবনের অনেক দিক নিয়ে নতুনভাবে ভাবতে শিখেছিলাম।)
Eat That Frog (এই বইটি পড়ে অন্যকে দীর্ঘসূত্রতার কুফল বর্ণনা করা ছাড়া আমার নিজের কোনও লাভই হয়নি! হাহাহাহা......)
The Habit of Winning (এই বইয়ের Real-life exampleগুলি অনেক অনুপ্রেরণা দেয়।)
Wings of Fire (বইটা নিয়ে এইটুকুই শুধু বলব, বইটা পড়ার পর বইটি পড়ার আগের আপনি আর বইটি পড়ার পরের আপনি’র মধ্যে পার্থক্য থাকবেই! খুব বেশি অসাধারণ একটা বই!)
মুভি:
মেঘে ঢাকা তারা
3 Idiots
A Beautiful Mind
A Moment to Remember
Amélie
Apocalypto
Blood Diamond
Braveheart
Cast Away
Children of Heaven
Dead Poets Society
Forrest Gump
Gandhi
Gladiator
Grave of the Fireflies
Guru
Hachi: A Dog's Tale
Into the Wild
Invictus
Kung Fu Panda
Life Is Beautiful
Rang De Basanti
Roman Holiday
Schindler's List
Seven Pounds
Taare Zameen Par
The Bicycle Thief
The Bucket List
The Color of Paradise
The Pianist
The Prestige
The Pursuit of Happyness
The Shawshank Redemption
The Terminal
এই মুহূর্তে আর মনে পড়ছে না।
(মুভি নিয়ে কোনও কথা লিখলাম না। মুভি তো দুম করে দেখে ফেলা যায়!)
একটা সময়ে প্রচুর মোটিভেশনাল বইটই পড়তাম। ওরকম মুভিও দেখতাম। আমাকে বিভিন্ন জায়গায়, ফোনে, ইনবক্সে প্রায়ই অনেকে এ ধরনের বই আর মুভির নাম জিজ্ঞেস করেন। তাই এই নোটটা লিখলাম। আপনারা সেভ করে রাখতে পারেন। সময়ে-সময়ে কাজে লাগবে।
বিভিন্ন সময়ে অনেকেই উনাদের পছন্দের এ জাতীয় অনেক বই/ মুভির নাম শেয়ার করেছেন। সেগুলির মধ্য থেকে শুধু প্রাসঙ্গিকগুলিকে আমার নিজের মতো করে সাজালাম।
বই:
100 Ways to Motivate Yourself: Change Your Life Forever
A Thousand Splendid Suns
Call of the Wild
Desire Under the Elms
How to Win Friends and Influence People (বড়ই পরিতাপের বিষয়, ডেল কার্নেগীর একটা বইও আমার এখনও পড়া হয়নি।)
How to Stop Worrying and Start Living
Les Misérables
Life & Times of Michael K
Maximum Achievement
Psycho-Cybernetics
Revolution 2020
Robinson Crusoe
Roots: The Saga of an American Family
Seize the Day
Talent Is Never Enough
The Antidote: Happiness For People Who Can't Stand Positive Thinking
The Charisma Myth: How Anyone Can Master the Art and Science of Personal Magnetism
The Magic of Thinking Big
The Old Man and the Sea
The One Minute Manager
The Secret World of Doing Nothing
You Can If You Think You Can
Think and Grow Rich
অনেকেই একা
অপরাজিত
অরক্ষণীয়া
ইস্পাত
একাত্তরের দিনগুলি
এখনও সময় আছে
কালপুরুষ
গর্ভধারিণী
জীবনক্ষুধা
থ্রি কমরেডস
পার্থিব
লোটাকম্বল
শাপমোচন
সাতকাহন (বিশ্রী রকমের মজার ব্যাপার হল, সমরেশের এই মাস্টারপিস বইটি আমি এখনও পড়িনি।)
মুভি:
12 Years a Slave
127 Hours
3:10 to Yuma
After Earth
Bhaag Milkha Bhaag
Birdman
Blue Jasmine
Boyhood
Brave
Captain Phillips
Chak De! India
City of Joy
Daisy
Déjà vu
Exam
Gifted Hands: The Ben Carson Story
Goal! The Dream Begins
Gravity
I am Kalam
Iqbal
Labor Day
Life of Pi
Little Big Soldier
Manjhi: The Mountain Man
Men of Honor
Miracle in Cell No. 7
Never Back Down
Now You See Me
October Sky
Olympus Has Fallen
Once Upon a Time in America
People Like Us
Pinjar
Prison Break (American television series)
Queen
Saare Jahaan Se Mehnga
The Book Thief
The Croods
The Dark Knight
The Devil Wears Prada
The Equalizer
The Fault in Our Stars
The Great Debaters
The Greatest Game Ever Played
The Help
The Illusionist
The Internship
The Karate Kid
The Lake House
The Lunchbox
The Sound of Silence
The Theory of Everything
The Train
The Way, Way Back
Ugly
Unbroken
আলো
চলো পাল্টাই
হেমলক সোসাইটি

পড়ুন, পড়তে বলুন।
দেখুন, দেখতে বলুন।
হ্যাপি লিভিং!!

11/12/2023

✪R ☞
life thinker books...
টাইম ম্যানেজমেন্ট
- https://drive.google.com/file/d/1FZ0gte8RyTZXjNV105KOmAyXZZQFKxda
না বলতে শিখুন
- https://drive.google.com/file/d/1tsAnPIeRWzdBxoVL2ujcECprs1Jt05Lo
তুমিও জিতবে
- https://drive.google.com/file/d/1lSPnUnyZz7iSLSF0PxCtoO7QTZF0sQ1y
বিদ্যাকৌশল
- https://mega.nz/file/7j4i3CKA
দ্য ওয়ান মিনিট ম্যানেজার
- https://drive.google.com/file/d/12i0awF4LKvb6FT2VvKJ_GbakAB3h4DjX
ফাইভ সেকেন্ডের রুল
- https://drive.google.com/file/d/1-G-5-1tLdGwfCR4sm8IgS-lTmwsZUCmf

টাইম ম্যানেজমেন্ট(PoragEducation.com).pdf

11/12/2023

LiFe Is aLL aBout The Second cHance sO Never stop fighting untill arriving ur goal✌
✪R

11/12/2023

⊕R
পড়ার টেবিলে দীর্ঘ সময় কাটানোর জাদুকরী কিছু কৌশলঃ

পড়ার টেবিলে যাওয়ার আগে আগের দিন ঠিক করে রাখুন আপনি কি পড়বেন। প্লান করুন, কাজে নেমে পড়ুন। কথায় আছে, ❝A better plan half the done❞

১। গুরুত্বপূর্ণ সব বই থাকবে আপনার টেবিলে। যে বইগুলো দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। আর রুটিনটা চোখের সামনে থাকে যেন।।

২। টেবিলের ওপর দেয়ালে বিশ্বের/ বাংলাদেশের মানচিত্র টাঙ্গাবেন। আর টেবিলের ওপর বিশ্বের/ বাংলাদেশের মানচিত্র রেখে পড়বেন।

৩। হাতের কাছে পানির বোতল রাখবেন। ক্লান্ত হলেই পানি খাবেন। এটা পড়ায় মনোযোগ ধরে রাখতে খুব কাজে দেয়।

৪। আপনি নিজের কাছে একটা পুরস্কার ঘোষণা করুন ৩/৪ ঘন্টা পড়ার পর নিজেকে একটা চকলেট / প্রিয় কুকিজ খেতে দিবেন।

৫। আপনি নিজেকে কথা দিন ৩ ঘন্টার আগে মোবাইল হাতে নিবেন না। আপনি এমন গুরুত্বপূর্ণ হয়ে যাননি ৩ ঘন্টা ফোন হাতে না নিলে মহা ভারত অশুদ্ধ হয়ে যাবে না। এটা আপনার জন্য কঠিন যুদ্ধ।

৬। পাঁচ নাম্বার আবার পড়ুন।

৭। একটানা এক সাব্জেক্ট পড়বেন না। কঠিন সাব্জেক্ট পড়ার পর সহজ সাব্জেক্ট পড়ুন। যেমন ইংরেজি / গণিত পড়ার পর বাংলা সাহিত্য পড়ুন।
পড়ায় বিরক্ত লাগলে পেপার পড়ুন।

৮। পড়ায় ব্রেক দিন। জানেন তো? ❝বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা❞। যদি মাথা ধরে ১০/১৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে ধ্যান করুন।

৯। আমার মতে রাত জেগে পড়ে সারাদিন ঝিমিয়ে পড়ায় আপনার লোকশান। এমন ভাবে পড়ুন আপনার ঘুম যেন ঠিক থাকে। পড়াও ক্ষতি হয়না। ধরুন ২ টায় ঘুমিয়ে ৮ টায় উঠেন। এটা এমন হতে পারে ১২ টায় ঘুমিয়ে ৬ টায় উঠলেন। সকালে পর্যাপ্ত ঘুমে মানুষের মাথা ঠান্ডা থাকে পড়া ক্যাচ করে
বেশি। ব্যক্তিগত মতামত।।

১০। ১০ ঘন্টা মোবাইল টিপে পড়ার চেয়ে ২ ঘন্টা মনযোগ দিয়ে পড়া উত্তম। জানেন তো যে যতো বেশি মনযোগী সে তত বেশি মেধাবী।।

প্রতিদিন অন্তত ১০/১২ ঘন্টা পড়ার ট্র‍্যাকে থাকুন। ৬ মাস পর আপনি হবেন সুপার সাইক্লোন। বই দেখেও কেউ আটকাতে পারবে না। গ্যারেন্টেড।।

শুভ কামনা

10/12/2023

⊕R
এইযে লোকটি অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, লাভ কি? কারণ তার ট্যাকটিকসে ভুল।

ঠিক একইরকম আপনারাও অনেকে ক্যারিয়ারের জন্য অনেক পরিশ্রম করেন, ফলাফল শূন্য।

কারণ ভুল গাইডলাইন, আজেবাজে বই সিলেকশন, অনভিজ্ঞ মেন্টর সিলেকশন ঠিক এই ব্যক্তির মতই ফলাফল শূন্য আউটপুট দেয়।

10/12/2023

A teacher is a guide, a philosopher and a strong mentor to all its students. They are the ones who shape the naive minds to becoming geniuses.
⊕R

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Chadni Chawk Complex, College Road, Chawkbazar, Chattogram
Chittagong
4203

Other Chittagong schools & colleges (show all)
Indoor Coaching Center Indoor Coaching Center
Near Halishahar Ahmed Mia City Corporation Girls' High School, Salt-Gola Crossing Road, 38no. Ward, South-Middle Halishahar, Bandar
Chittagong

A place for enlightening yourselves

Nexon Academic Care Nexon Academic Care
Chowmoni, Agrabad
Chittagong

An investment in knowledge pays the best interest. – ...

CreDit University Admission Coaching CreDit University Admission Coaching
বি. কে টাওয়ার (নিচ তলা), লালচাঁন্দ রোড, গুলজার মোড়, চট্টগ্রাম
Chittagong, 4203

A University Admission Coaching.

Easy Study With Sabuj Easy Study With Sabuj
Chittagong, 4000

Math,Physics, Biology, Chemistry, Bangla,English, GK,IQ •SSC •HSC •Admission

HABIB's Learning Home HABIB's Learning Home
Chittagong

Knowledge is power

Southern Global Education Southern Global Education
ROAD NO-07, O. R. NIZAM ROAD. GEC. Circle. CHITTAGONG
Chittagong

STUDY IN -UK.AUSTRALIA.CANADA.EUROPE.ASIA. ALL-UNIVERSITY ADMISSION.

Technical Omor Technical Omor
Cox's Bazar
Chittagong

it's one of my educational page

Social work  Nhmgdc Social work Nhmgdc
Nangolkot
Chittagong

Academic update information

Revive with Islam Revive with Islam
Chittagong

Islam, the only Deen

BBA 1st year managment Govt Commerce college,ctg BBA 1st year managment Govt Commerce college,ctg
Agrabad, Chittagong
Chittagong

Dexterous  Freelancer Academy Dexterous Freelancer Academy
Chittagong, 4200

This page is to serve you with 1.Digital Marketing Course. 2.Basic Computer. 3.Spoken English. 4.Graphics Designing Build a freelancing career with us with confidence and trust.

Ambition Aid Ambition Aid
Anowara College Road
Chittagong, 4376

"Ambition Aid" Coaching Centre, is located in the heart of Anowara. It is very near to College.