Alhumaira Ra. Mohila Madrasah

An International standard Mohila Madrasah in Chittagong under Bangladesh Madrasah Education Board. Al Humaira (Ra.) Mohila Fadil (Degree) Madrasah

Photos from Alhumaira Ra. Mohila Madrasah's post 04/02/2024

"প্রতিবাদী নারী"। হারমোনিয়ামের ছবি সংযুক্ত বইয়ের প্রচ্ছদ লাল কালি দিয়ে ক্রস দিয়ে পোস্টারে লিখেছে "মাদ্রাসার বইয়ে গানবাজনা মানি না, মানবো না। আমি হবো প্রতিবাদী নারী, আসুন সবাই প্রতিবাদ করি"।
মাশা আল্লাহ! শিশুরা পর্যন্ত এগিয়ে আসছে।
আল হুমাইরা রাদিআল্লাহু আনহা মহিলা মাদ্রাসার এবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় "যেমন খুশী তেমন সাজো" ইভেন্টে ২য় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী আফিয়া ইবনাত জামান সেজেছে "প্রতিবাদী নারী"।
যদিও অনেকে হাতে অদৃশ্য চুড়ি পড়ে মুখে শীত পিঠা নিয়ে বসে রয়েছে।
আফিয়াকে দেখে এসব আসল শরীফাদের যদি কিঞ্চিৎ বোধোদয় হয়!
পুরোপুরি ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসায় দ্রুত সংশোধন হোক ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক সকল লিখা, বই।
নিজ নিজ স্থান থেকে হোক প্রতিবাদ।
-Muhammed Nasir Uddin, সম্মানিত সভাপতি।

15/01/2024

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি:

বন্দরনগরী চট্টগ্রামের চাঁদগাঁও থানার অন্তর্গত,আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত (জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান) ঐতিহ্যবাহী আল-হুমাইরা (র.) মহিলা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় খন্ডখালীন সময়ের জন্য নিম্নোক্ত পদে শিক্ষক আবশ্যক।

পদের নাম ও সংখ্যা:
১ প্রভাষক (ইংরেজী)-১ জন।
২. প্রভাষক (অর্থনীতি)-১ জন।
৩. প্রভাষক (পদার্থ বিজ্ঞান)- ১ জন।

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স-মাস্টার্স।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ:

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৮/০১/ ২৪ ইং বৃহস্পতিবারের মধ্যে স্বশরীরে মাদ্রাসার অফিস কক্ষে জমা দিতে হবে।

সাক্ষাৎকার:
আগামী ২১/০১/২৪ ইং-রবিবার দুপুর ২ টায় মাদ্রাসার অফিস কক্ষে।

যোগাযোগ:-অধ্যক্ষ - অত্র মাদ্রাসা,
মোবাইল:- 01835-363433

01/01/2024

০১.০১.২০২৩ইং
বই বিতরণ উৎসব-২০২৪ইং
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। আগামী কাল থেকেই চলবে নিয়মিত ক্লাস।
আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত করতে চলে আসুন আজই...
নার্সারি থেকে নবম শ্রেণিতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি চলছে

29/12/2023

শোক সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ড. আ. স. ম. আব্দুল মান্নান চৌধুরীর স্নেহময়ী মাতা আমা‌দের কৃ‌তি ছাত্রী সা‌মিহা বিন‌তে মান্নান ও রা‌হিকা বিন‌তে মান্নান এর পিতামহী আজ ২৯/১২/২০২৩ জুমাবার সন্ধ্যা ৬:২০ টায় মিনিটে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন । তাঁর প্রথম জানাজার নামাজ আজ রাত ১০টায় তাঁর বাসা সংলগ্ন চৌধুরী বাড়ি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি বোয়ালখালীতে আগামীকাল ৩০/১২/২০২৩ তারিখ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে । আমরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি।

16/12/2023

আজ‌কের অনুষ্ঠা‌নে শিক্ষার্থী‌দের প‌রি‌বেশনা

Photos from Alhumaira Ra. Mohila Madrasah's post 16/12/2023

আল হুমাইরা মাদরাসার সা‌বেক অধ‌্যক্ষ বি‌শিষ্ট শিক্ষানুরাগী হাজা‌রো আ‌লেম তৈ‌রির কা‌রিগর জনাব মাওলানা নুরুদ্দোজা হুজুর ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউ‌সের মেহমান হি‌সে‌বে কবুল করুন আর শোকাহত প‌রিবারের প্রতি রহম করুন।

14/12/2023

জরুরি নোটিশ
এতদ্বারা অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ই ডিসেম্বর বার্ষিক পরীক্ষা-২০২৩ইং এর ফলাফল ঘোষণা অনুষ্ঠান ও আলিম কৃতী শিক্ষার্থী সংবর্ধণা'২০২৩ সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীকে অভিভাবকসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সত্য কথা বলি// sotto khota bli 08/12/2023

একটি আল হুমাইরা প‌রি‌বেশনা।

সত্য কথা বলি// sotto khota bli আল-হুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মাদরাসা শুধুমাত্র গতানুগতিক শিক্ষা দেয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়নি। প্রতিষ্....

চলি চলি আল হুমাইরা // choli choli Al Humaira 06/12/2023

শিক্ষার্থীদের ক‌ণ্ঠে আল হুমাইরা সঙ্গীত।

চলি চলি আল হুমাইরা // choli choli Al Humaira আল-হুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মাদরাসা শুধুমাত্র গতানুগতিক শিক্ষা দেয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়নি। প্রতিষ্ঠা....

Al Humaira (RA.) Mohila Fadil Madrasah// আল হুমাইরা (রা) মহিলা ফাদিল মাদ্রাসা 05/12/2023

আল হুমাইরা মাদ্রাসার ১ যুগ আ‌গের পরি‌চিতি। বর্তমা‌নে আ‌রো আধু‌নিক এবং সমৃদ্ধ। সশরী‌রে মাদরাসা ভি‌জি‌টের দাওয়াত রই‌লো সম্মা‌নিত অ‌ভিভাকগ‌ণের নিকট

Al Humaira (RA.) Mohila Fadil Madrasah// আল হুমাইরা (রা) মহিলা ফাদিল মাদ্রাসা আল-হুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মাদরাসা শুধুমাত্র গতানুগতিক শিক্ষা দেয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়নি। প্রতিষ্ঠা....

05/12/2023

মাদ্রাসার অ‌্যাকা‌ডে‌মিক ক‌্যা‌লেন্ডার ২০২৪ খ্রি:

29/11/2023

আলহামদুলিল্লাহ।
আল-হুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট মানবিক ব্যক্তিত্ব জনাব প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন সাহেব দীর্ঘদিন যুদ্ধপিড়িত নীরিহ #ফিলিস্তিনিদের #ত্রাণ #সহায়তা দিয়ে দেশে ফিরলে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী সহ অধ্যক্ষ মহোদয় ও ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন। এসময় তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন ও সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নেন।

Photos from Alhumaira Ra. Mohila Madrasah's post 22/11/2023

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন পরিচলিত Alhumaira Mohila Madrasah এর ব্যবস্থাপনা কমিটির সাবেক সফল সভাপিত, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ নুরুল আবছার সাহেব মাদ্রাসা পরিদর্শনে আসলে উপস্থিত শিক্ষক-কর্মচারীগণ, বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ সহ অধ্যক্ষ মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সাবেক সভাপতিকে মাদ্রাসার নির্মিতব্য ভবন সমূহের কাজ ও মাদ্রাসা ঘুরিয়ে দেখান অধ্যক্ষ মহোদয়। সাবেক সভাপতি বর্তমান ব্যবস্থাপনা কমিটি ও সভাপতির প্রশংসা করেন এবং সংক্ষিপ্ত মুনাজাতে অংশ নিয়ে সবার সমৃদ্ধি কামনা করেন।

21/11/2023

মানসম্মত শিক্ষা! সঠিক ধর্মীয় মূল্যবোধ!! নিরাপত্তা!!!

একজন দ্বীনদার সচেতন অভিভাবক আদরের কন্যার জন্য প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে উপরের বৈশিষ্ট্যগুলোতে কোন ধরনের কম্প্রোমাইজ করতে রাজি থাকেন না। কিন্তু এমন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর যেখানে এই বৈশিষ্ট্যগুলো সমন্বয় করা হয়।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এমপিওভুক্ত প্রতিষ্ঠান আলহুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মাদরাসা এমনই একটি প্রতিষ্ঠান যেখানে অন্যান্য সকল সুযোগ-সুবিধার পাশাপাশি এই বৈশিষ্ট্যগুলো পূর্ণমাত্রায় বিদ্যমান। তাই একজন সচেতন অভিভাবক আদরের মেয়েটির জন্য নির্দ্বিধায় বেছে নিতে পারেন এই প্রতিষ্ঠানকে।

বিজ্ঞান LAB সমৃদ্ধ চট্টগ্রামের একমাত্র স্বতন্ত্র মহিলা মাদরাসা আলহুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মাদরাসায় ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণিতে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে।

আপনার আদরের সন্তানের আসনটি নিশ্চিত করতে শীঘ্রই যোগাযোগ করুন।

যোগাযোগ
আল-হুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মারাসা
গোলাম আলি নাযির পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম।
মোবাইল : 01835 36 34 33

যাতায়াত : চট্টগ্রামের যে কোন জায়গা থেকে টার্মিনাল হয়ে পুরাতন চান্দগাঁও থেকে রিকশাযোগে মহিলা মাদরাসা(পায়ে হেঁটে ৫/৬মিনিটের রাস্তা)।
অথবা খাজারোড হয়ে এনএমসি স্কুল থেকে উত্তর দিকে হাসান বেকারির পাশে মহিলা মাদরাসা।

05/08/2023

প্রবল বৃষ্টির কারণে অংশগ্রহণকারীদের আসা-যাওয়া অত্যাধিক কষ্ট হবে বিবেচনায় আল হুমাইরা রাদিআল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় আজকের নিয়োগ পরীক্ষা আগামী শনিবার ১২ই আগস্ট ২০২৩ ইং তারিখে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
https://alhumaira.edu.bd/welcome/single_notice/MTY

05/08/2023

প্রবল বৃষ্টির কারণে অংশগ্রহণকারীদের আসা-যাওয়া অত্যাধিক কস্ট হবে বিবেচনায় আল হুমাইরা রাদিআল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় আজকের নিয়োগ পরীক্ষা আগামী শনিবার ১২ই আগস্ট ২০২৩ ইং তারিখে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

04/08/2023

সরাসরি যোগাযোগ করুন
ভর্তি প্রক্রিয়া অফিস কর্তৃক সম্পন্ন ও সহযোগিতা করা হবে।
আজই যোগযোগ করুন- 01835-363433, 01309-104234

27/07/2023

চাকুরীর সাথে সাথে দ্বীনি সেবা দিতে আগ্রহীদের জন্য এ এক দারুণ সুযোগ!

07/06/2023

জরুরী নোটিশ

এতদ্বারা অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের “তাপ প্রবাহের সতর্কতা” জারির আলোকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ০৭/০৬/২০২৩ইং তারিখে জারিকৃত স্মারক নং- ৫৭.২৫.০০০০.০০১.৫০.০০১.১৮-৬৮৩; নং অনুযায়ী ০৮/০৬/২০২৩ইং পর্যন্ত ইবতেদায়ি, দাখিল ও আলিম পর্যায়ের শ্রেণি কার্যক্রম, পরীক্ষা ও পূর্ব-নির্ধারিত শিক্ষক মিটিং স্থগিত করা হল। অর্থাৎ আগামীকাল ০৮/০৬/২০২৩ইং মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।১১/০৬/২০২৩ইং থেকে চলমান পরীক্ষা যথারীতি রুটিন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষা ও কমিটি-শিক্ষক মিটিংয়ের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, ইবতেদায়ি পর্যায়ের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম পূর্ব থেকেই ৮/৬/২৩ পর্যন্ত স্থগিত রয়েছে।

নির্দেশক্রমে
স্বাক্ষরিত/=
(ফররুখ আহমদ)
অধ্যক্ষ ও সচিব
আল-হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসা

06/06/2023

জরুরী নোটিশ

এতদ্বারা অত্র মাদ্রাসার নার্সারি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের “তাপ প্রবাহের সতর্কতা” জারির আলোকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ০৫/০৬/২০২৩ইং তারিখে জারিকৃত স্মারক নং- ৫৭.২৫.০০০০.০০১.০৭.০০১.১৫-৬৭৮; নং অনুযায়ী ০৮/০৬/২০২৩ইং পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম, পরীক্ষা স্থগিত করা হল। ১১/০৬/২০২৩ইং থেকে চলমান পরীক্ষা যথারীতি রুটিন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, শিক্ষকমন্ডলী যথারীতি উপস্থিত থাকবেন।

নির্দেশক্রমে
স্বাক্ষরিত/=
(ফররুখ আহমদ)
অধ্যক্ষ ও সচিব
আল-হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসা

24/05/2023

দাখিল পরীক্ষা-২০২৩ এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচী। কেন্দ্র- দারুল উলুম (চট্টগ্রাম -৫৮৬)

22/05/2023

আলহামদুলিল্লাহ! এরকম যোগ্য কিছু শিক্ষকমন্ডলীর আন্তরিকতাপূর্ণ পাঠদানে চলছে অত্র এলাকায় সরকারীভাবে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আল হুমাইরা রাদিআল্লাহু আনহা মহিলা ফাজিল মাদ্রাসা।

দেশের নিবেদিত প্রাণ সকল সম্মানিত শিক্ষকগণকে আন্তরিক অভিনন্দন!

21/05/2023

আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ! আন্তরিক অভিনন্দন!

21/05/2023

দাখিল পরীক্ষা-২০২৩ এর ২৫/০৫/২০২৩ এর পরীক্ষা স্থগিতকরণ এবং স্থগিতকৃত ১৪/০৫/২০২৩ ও ২৫/০৫/২০২৩ তারিখের পরীক্ষার নতুন সময়সূচি

13/05/2023

আলহামদুলিল্লাহ‍ ।।

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ ইং এ আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন পরিচালিত আল-হুমাইরা (রা.) মহিলা মাদারাসা অংশগ্রহন করে চান্দগাঁও থানা, বাকলিয়া থানা তথা কর্ণফুলী জোনে মাদ্রাসা পর্যায়ে শীর্ষ স্থান অধিকার করেছে।
তিন বিভাগে দুইজন ২য় স্হান লাভ করে এবং ১জন ১ম স্থান অধিকার করে জেলা পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।

উল্লেখ্য ১৩ই মে, ২০২৩ইং বাকলিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আল-হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসা শিল্পীগোষ্ঠী ও সংস্কৃতিক কর্মসূচীর অন্যতম পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীনের নেতৃত্বে প্রতিযোগী দল অংশগ্রহন করে কর্ণফুলী জোনে মাদ্রাসা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করে। এসময় চান্দগাঁও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত বাডৈ সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফলাফলঃ
ক: গ্রুপ (৬ষ্ঠ-৮ম শ্রেণি)
১.উম্মে কুলসুম শাকিলা- ৮ম শ্রেণি।
কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

২.লুৎফুন্নিসা লুৎফিয়া-৭ম শ্রেণী।
হামদ/নাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

৩. নাজিফা বিনতে সাঈদ-৯ম শ্রেণি।
খ: গ্রুপের (৯ম-১০ম শ্রেণী) কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।

তাদের এই অর্জনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফররুখ আহমদ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বিজয়ী প্রতিযোগীসহ অংশগ্রহনকারী সকলকে অভিনন্দন জানান। মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিজয়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও দোয়া রইলো।

12/03/2023

আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আল হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ছাত্রী নাবিলা বুশরা আজকের প্রকাশিত বাংলাদেশের সরকারী মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। মাদ্রাসার পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলীসহ আল হুমাইরা পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন!

উল্লেখ্য সেই প্রথম থেকে আল হুমাইরা রাদিআল্লাহু তাআ'লা আনহু মহিলা মাদ্রাসায় অধ্যায়নরত নাবিলা বুশরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.এনাম স্যারের কন্যা।

08/02/2023

আলহামদুলিল্লাহ।
আলিম পরীক্ষা ২০২২ইং এর ফলাফল-
১৭জন A+, ৫জন A, ১জন A- সহ শতভাগ পাশ।

আলিম পরীক্ষায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন পরিচালিত আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অতীতের ধারাবাহিকতায় এবারও রেকর্ড সংখ্যাক (আনুপাতিক হারে) A+ সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করলো।

উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আজ‌কের অনুষ্ঠা‌নে শিক্ষার্থী‌দের প‌রি‌বেশনা
আলিম পরীক্ষার্থী-২০২২ইং এর দোয়ার অনুষ্ঠানে Alhumaira Mohila Madrasah শিল্পী গোষ্ঠী পরিবেশিত একটি মনোমুগ্ধকর সঙ্গীত।আল হু...
শ্লোগানে, বজ্রকন্ঠের বক্তব্যে, উত্তাল আল হুমাইরা
Video for SMC on their role on institution reopening -04
Verb শেখার টেকনিক
চলি আল-হুমাইরা

Telephone

Address


Golam Ali Nazir Para
Chittagong
4212

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Other Educational Camps in Chittagong (show all)
বাতি - BATI - Training Institution For Women বাতি - BATI - Training Institution For Women
432 Late Zahur Ahmed Road, Mehedibagh
Chittagong, 4000

বাতি - আলো গতি সাফল্য Light . Speed . Success . BATI is a Training I

Inside The Quran Inside The Quran
Oxygen
Chittagong, 4000

This is a platform of Quran.

Rizvi Quantum Science Rizvi Quantum Science
House No. 287, Road No. 12, Block/B, Chandgoan Residential Area
Chittagong, 4212

Specialized coaching center for class 2 - 12 (Bangla, NC & BC). Our teachers are well experienced b

Mathematics, CU - গণিত বিভাগ, চবি : shahid Mathematics, CU - গণিত বিভাগ, চবি : shahid
Chittagong
Chittagong, 4330

প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সেবায় নিজেকে ব্যক্তিগতভাবে নিয়োজিত রাখার একটি প্রচেষ্টা মাত্র

Mirza Ahmed Ispahani Smriti Biddalaya Mirza Ahmed Ispahani Smriti Biddalaya
Moulabibazar, Mohara, Kalurghat, Chandgaon, Bangladesh
Chittagong, 4208

One of the best school in Chittagong.

Department of History, University of Chittagong Department of History, University of Chittagong
Chittagong, 4331

The department of History were established in 1966 University of Chittagong

MenT⊕R MenT⊕R
Chadni Chawk Complex, College Road, Chawkbazar, Chattogram
Chittagong, 4203

Career! A ray which will earn by using yourself by proper way & guide☞

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ
Chittagong University
Chittagong, 4331

একসময় গৌরব ছিল,ছিল প্রতিযোগে পেছনে ফে?

Oxford Summer Program - Bangladesh Chapter Oxford Summer Program - Bangladesh Chapter
618 Epic Ittehad Point (3rd Floor), Nur Ahmed Road, Kazir Dewri
Chittagong, 4000

2- week residential program at the University of Oxford.

ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমী ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমী
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক
Chittagong

ফটিকছড়ি যুব উন্নয়ন কম্পিউটার সেন্টার

নূরুল ক্বোরআন নূরানী মাদ্রাসা নূরুল ক্বোরআন নূরানী মাদ্রাসা
আজিজনগর, উত্তর পাড়া, লামা, বান্দরবান, বাংলাদেশ।
Chittagong

طلب العلم فریضة علی کل مسلم (দ্বীনি) ইলম (শিক্ষ?

Razin's English Method Razin's English Method
Block/A, Halishahar Housing State
Chittagong, 4216

An originative institution to gift you the wings of both English & Bengali. Good Luck.