মানবতার কল্যাণে চাটগাঁ - The Welfare of Humanity Chattogram
Nearby non profit organizations
Bongobondhu Avenue
Cuet
Zakir Hossen Road
Chosma Hill
2 No Paltan Road
University of Chittagong
Mirsarai
4000
Dewanjee Pukur Par
Hathazari
You may also like
This is a humanitarian platform to assist marginalised people to meet the both end meets.
We are here to provide every possible solution to them regarding their basic needs and foods.
মানবতার কল্যাণে চাঁটগার ভ্রাতৃপ্রতিম সংগঠন মানবতার কল্যাণে অক্সিজেন। সংগঠন হিসেবে আমাদের যাবতীয় নিয়মাবলি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস নিচ্ছি ; একবার চোখ বুলিয়ে নিন..
১) ডাক্তারের পরামর্শে যত দ্রুত সম্ভব আমরা অক্সিজেন সরবরাহ করবো। অক্সিজেন সর্বোচ্চ ৪৮ ঘন্টা রাখা যাবে।
২)যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে রোগীর জন্য যেটা উপযুক্ত তেমন পদক্ষেপ নিতে হবে।
৩) সংগঠনের নির্ধারিত প্রটোকল মেনে সিলিন্ডার ব্যবহার করতে হবে।
৪) রোগীর নাম, ঠিকানা, রোগের ধরনের সঠিক তথ্য প্রদান করতে হবে। আইডি কার্ড বা জন্ম নিবন্ধন ব্যবহার করে এ সুবিধা নেয়া যাবে।
৫) অবশ্যই ডাক্তারের পরামর্শে অক্সিজেন ব্যবহার করতে হবে। এছাড়া অন্য কোনভাবে অক্সিজেন ব্যবহারের বিরূপ প্রতিক্রিয়ার দায় মানবতার কল্যাণে চাঁটগা নিবে না।
৬) ৪৮ ঘন্টা পর অবশ্যই সিলিন্ডার সঠিক সময়ে ফেরত দিতে হবে।
৭) অক্সিজেন সিলিন্ডার ব্যাবহারের সময় সিলিন্ডারের ও মিটার এর কোনো প্রকার ক্ষতি সাধন হলে সেবাগ্রহীতাকে অবশ্যই ক্ষতিপূরণ হিসেবে নতুন একটি সিলিন্ডারের ও মিটার কিনে দিতে হবে।
৮) এই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ চিকিৎসাসেবার একটি অংশমাত্র, কোনক্রমেই্ পূর্ণ চিকিৎসা নয় এবং মানবতার কল্যাণে অক্সিজেন শুধুমাত্র সরবরাহকারী হিসেবে ভূমিকা রাখছে। যা কেবলমাত্র রোগীর সাময়িক শ্বাসকষ্ট লাঘবের উদ্দেশ্যে ব্যবহার করবেন রোগীর পরিবার। রোগীর অত্মীয়, অর্থাৎ যিনি অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন ফর লাইফ বাংলাদেশ এর কাছ থেকে সংগ্রহ করলেন তিনি ডাক্তারের পরামর্শক্রমে ডাক্তারের মাধ্যমে কিংবা নিজ দায়িত্বে রোগীর জন্য এই অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করবেন। অক্সিজেন সিলিন্ডারের কোনো প্রকার ভুল ব্যবহারের জন্য অক্সিজেন ফর লাইফ বাংলাদেশ কতৃপক্ষ দায়ী থাকবে না।
আমাদের সীমাবদ্ধতা আছে ; এবং আমাদের উপাদান সীমিত। এই বিষয়টা সবাইকে বুঝতে হবে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এসব বিষয় আমরা মাথায় রাখবো।
আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের সেবা দেয়ার ; শ্বাস নেয়ার আশ্বাস টুকু দেয়ার। মানবতার পরশটুকু বাড়িয়ে দেয়ার।
দুবাইতে থাকেন এহসান ভাই ; একজন রেমিট্যান্স যোদ্ধা। দুবাইয়ে বা মধ্যপ্রাচ্যে অধিকাংশ মানুষই আমাদের ফাহাদ লোকমান ভাইকে চিনেন ও প্রবাসীদের মাঝে উনি বেশ জনপ্রিয় বটে। এহসান ভাইও ফাহাদ লোকমানের পেইজেই দেখেন মানবতার কল্যাণে অক্সিজেনের কান্ডকারখানা!
এহসান ভাইয়ের বাবার জন্য অক্সিজেন দরকার পড়লো জরুরী ভিত্তিতে। কেনার সামর্থ্য আল্লাহর রহমতে ভাইয়ের আছে ; কিন্তু অক্সিজেন তো সোনার হরিণ। সেই সোনার হরিণের জন্য মাঝরাতে ফোন দেয়া হলো মানবতার কল্যাণে অক্সিজেনের হেল্পলাইনে। বাবা হসপিটালাইজড ছিলেন ; রিলিজ পাওয়ার পরে অবস্থা খারাপ হওয়াতেই অক্সিজেন দরকার পড়লো!
বৃষ্টির রাত ; কিন্তু শ্বাসকষ্টের কাছে বৃষ্টি তো বাঁধা হতে পারেনা।
আর জরুরী দরকারে লাগতে পারাটাই তো মানবতা! টীম মানবতার কল্যাণে অক্সিজেন পৌঁছে যায় এহসান ভাইয়ের বাসায়।
বিশ্বাস করুন ; এই কাজের তৃপ্তি অন্যরকম।
এরকম অজস্র গল্প চাঁটগা শহরে বা পুরো দেশে তৈরী হচ্ছে বা আরো হবে হয়তো। খাবারের পোটলা পৌঁছে দেয়া ; অক্সিজেন নিয়ে যাওয়া - এমন সব গল্পের পেছনে মুল ভুমিকা আপনাদের। আপনাদের হাতেই রচিত হচ্ছে এসব গল্পগাথা।
আপনাদের সহায়তাতেই দাঁড়িয়ে ছে এই প্লাটফর্ম।
আসুন, শ্বাস পৌঁছে দেই বিশ্বাসের সাথে
মানবতার কল্যাণে অক্সিজেন ;
আমরা মোটামুটি শুরু করলাম কাজ!
আপাতত ২ সিলিন্ডার আর ৫ টা অক্সিমিটার নিয়ে যাত্রা শুরু হলো আমাদের! তবে, আমরা চাই এই আয়োজন বড় হোক আপনাদের হাত ধরে!
আপনাদের সহযোগীতা পেলে সিলিন্ডার বাড়বে ; সিলিন্ডার বাড়লে বেশী মানুষের কাছে আমরা সেটা পৌঁছে দিতে পারবো, তাতে করে আমাদের এই উদ্যোগ পূর্ণতা পাবে।
মানবতার পাশে দাঁড়ানোর আর্তি জানাই আপনাদের!
মানুষ প্রানভরে একটু শ্বাস নিবে ; শ্বাসকষ্টের বিরুদ্ধে আমাদের এই ক্ষুদ্র লড়াই জারি থাকবে।
পারবো না আমরা সবাই মিলে, ২ টাকে ২০ করতে আর ৫ টাকে ৫০ করতে?
একটু চেষ্টা করলেই পারবো!
অাপনার অনুদান পাঠানোর জন্য অামাদের বিকাশ করুন এই নম্বরে 01737375885 (পার্সোনাল) 01647131665 (পার্সোনাল)।
"মানবতার কল্যাণে চাটগাঁ" page -
https://www.facebook.com/WelfareHumanityChattogram/?modal=admin_todo_tour
"মানবতার কল্যাণে অক্সিজেন" group -
https://www.facebook.com/groups/1028737444192746/
ভাই/ বোন, যুদ্ধটা তো আমাদের নিজেদের, একে অপরের!
আসুন, শ্বাস বিলাই ভালোবাসায়
thedailystar.net
চট্টগ্রামের ৪ প্রতিষ্ঠানের কারসাজিতে অক্সিজেনের সংকট অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করলেও চার প্রতিষ্ঠানের কারসাজিতে চট্টগ্রামে অক্সিজে....
একটু শ্বাস নেয়ার জন্য আমাদের চাঁটগার মানুষের কি আকুতি! আসলেই বেশ খারাপ সময় পার করছি ; আল্লাহ আমাদের সহায় হোন।
মানবতার কল্যাণে অক্সিজেন - এই নামে আমরা নেমে পড়েছি একটু অক্সিজেন আর শ্বাস বিলানোর প্রত্যয়ে। অক্সিজেনও সোনার হরিন যেন এখন ; আর মানুষের অসহায়ত্বও বাড়ছে। না পাচ্ছেন অক্সিজেন ; পেলেও টাকায় কুলোচ্ছে না।
অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করবো।
আর, বরাবরের মত আপনাদের অনুদানই আমাদের ভরসা!
আসুন, মানুষের 'অক্সিজেন ' টুকু নিশ্চিত করি আমরা ; সম্মিলিতভাবে।
কিভাবে সেবা দিব তা বিস্তারিত জানাবো;
অাপনার অনুদান পাঠানোর জন্য অামাদের বিকাশ করুন এই নম্বরে 01737375885 (পার্সোনাল) 01647131665 (পার্সোনাল)।
"মানবতার কল্যাণে চাটগাঁ" page -
https://www.facebook.com/WelfareHumanityChattogram/?modal=admin_todo_tour
"মানবতার কল্যাণে অক্সিজেন" group -
https://www.facebook.com/groups/1028737444192746/
ঈদের নতুন পোশাকে হাসি ছড়িয়েছে ; ছড়িয়ে পড়ুক অনাবিল খুশি। মহামারী ছাড়িয়ে ছড়িয়ে পড়ুক মানবতার ঢেউ।
আপনাদের অনুদানেই এতটুকু আসলাম আমরা ; আমাদের সাথেই থাকুন!
রিযিক আল্লাহর তরফ থেকেই নির্ধারিত ; আমরা শুধু উছিলা।
মানবতার কল্যাণে চাঁটগা থেকে আমরা আজ ৫০ জন মানুষের কাছে পৌঁছে দিয়েছি খাবার।
খুব সম্ভবত এই মানুষগুলোই সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন!
স্বাভাবিক সময়ে দোকান-পাট খোলা থাকলে, সবকিছু চালু থাকলে এনাদের সংস্থান হয়েই যায়।
তাই আমরা এই সময়টাতে চেষ্টা করেছি এই ছিন্নমূল মানুষগুলোর কাছে পৌঁছানোর।
তবে, এই 'আমরা' কিন্তু আসলে আপনারাই!
আপনাদেরই প্লাটফর্ম "মানবতার কল্যাণে চাঁটগা "
এমনিতেই পুলিশরা এই করোনায় যা করছেন ; এটা অতুলনীয়। এই সম্মুখ যোদ্ধারা সর্বত্রই তাদের সবটুকু দিয়ে চেষ্টা করছেন!
আজ সন্ধ্যায় আমাদের প্লাটফর্মে ( মানবতার কল্যানে চাঁটগা) ডাবলমুরিং পুলিশ স্টেশন ( SI shahinul islam) থেকে পেলাম ৫০০০ টাকা অনুদান।
এই প্রাপ্তি সত্যিই আনন্দের!
ভাষায় আসেনা এমন অনুভূতি।
আমরা অনুদান পাচ্ছি!
কাদের থেকে?
জ্বী, আপনাদের কাছ থেকেই!
আপনার দোয়া ও অনুদান ; এই নিয়ে হোক মানবতার জয়গান!
মুখের হাসিই বলে দিচ্ছে আমরা কতটুকু করতে পারছি সেটা!
মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা থেকে মানবতার কল্যাণে চাঁটগার যাত্রা শুরু।
ঈদের নতুন পোশাকে হাসি ছড়িয়েছে ; ছড়িয়ে পড়ুক অনাবিল খুশি। মহামারী ছাড়িয়ে ছড়িয়ে পড়ুক মানবতার ঢেউ।
আপনাদের অনুদানেই এতটুকু আসলাম আমরা ; আমাদের সাথেই থাকুন!
ঈদ সামনে রেখে শুরু হলো ; ইনশা আল্লাহ চলমান থাকবে সামনের কয়দিনেও।
খুব শীঘ্রই, অন্য কার্যক্রম নিয়েও আমরা আসছি....
আপনাদের ডোনেশনে হাসি আসবে মেহনতীর মুখে! মানুষ খুঁজে পাবে লক্ষ্য, মানবতার উপলক্ষ!ঈদ সামনে রেখে শুরু হলো ; ইনশা আল্লাহ চলমান থাকবে সামনের কয়দিনেও।
আর্জি একটাই ; ভালোবাসার ডোনেশন পৌঁছে দিন আমাদের কাছে।
খুব শীঘ্রই, অন্য কার্যক্রম নিয়েও আমরা আসছি....
(অনুমতি নিয়ে ছবি তোলা হয়েছে)
ধন্যবাদ cvoice24.com
নামমাত্র মূল্যে নিম্নবিত্তদের মাঝে সবজি বিতরণ মানবতার কল্যাণে চাঁটগা এই দফায় সবজি বিতরণ করেছে মানুষের মাঝে ; তবে এবার একটু ভিন্নতায়। প্রকৃতই যারা অভাবী, তারা ...
বাঁচুক কৃষক, বাঁচুক মানুষ, আর আপনারাও থাকুন সুরক্ষিত।
এতিমদের বিষয়ে রাসুল(দ) বলেছেন ;এতিমের দেখভালকারী জান্নাতে আমার আশেপাশে থাকবে।
আলহামদুলিল্লাহ,মানবতার কল্যাণে চাঁটগার সমস্ত শুভাকাঙ্ক্ষীরা ও দাতারা সেই সৌভাগ্যের ভাগীদার হলেন!
আমরা অল্প পরিসরে দিয়েছি ; ইনশাআল্লাহ আপনাদের সহায়তায় আমরা আরো বড় পরিসরে এতিম শিশুদের কাছে পৌঁছে দিব উপহারসামগ্রী।
আপনাদের প্লাটফর্ম এই মানবতার কল্যাণে চাঁটগা।
আমরা ভালোবাসার পোটলা পৌঁছে দিচ্ছি, আপনার ভালোবাসার ডোনেশন পাঠাতে পারেন আমাদের।
অাপনার অনুদান পাঠানোর জন্য অামাদের বিকাশ করতে পারেন এই নম্বরে 01737375885 (পার্সোনাল) 01647131665 (পার্সোনাল)।
"মানবতার কল্যাণে চাটগাঁ" page -
https://www.facebook.com/WelfareHumanityChattogram/?modal=admin_todo_tour
"মানবতার কল্যাণে চাটগাঁ" group -
https://www.facebook.com/groups/1028737444192746/
আমরা সবজি দিব, তবে সেটা নামমাত্র মূল্যে!
আমরা সবজি দিতে যাচ্ছি এবার! তবে একটু ভিন্নপন্থায়! আমরা সবজি দিব, তবে সেটা নামমাত্র মূল্যে!
আর যারা নামমাত্র মূল্য দিবেন তারা হয়তো আশ্বস্ত হবেন এই ভেবে যে, এটা দান নয়; নিজের টাকাতেই কেনা।
আর এই প্রজেক্ট রমজানের বাকী দিনগুলোতে আমরা চলমান রাখবো ; বিভিন্ন জায়গায়, বিভিন্ন থ্রোতে
এর আগে উপহার হিসেবে ফলমুল ও মুদি সামগ্রী দিয়েছিলাম।
প্রকৃত অভাবীদের হাতেই পৌঁছে যাক মানবতার সবজি!
আপনারা আশা করি বুঝবেন আমাদের এই সিদ্ধান্তের মর্ম!
আবারো বলছি, নামমাত্র মূল্যে পৌঁছে যাবে ভালোবাসার সবজি।
আমরা সবজি দিতে যাচ্ছি এবার! তবে একটু ভিন্নপন্থায়! আমরা সবজি দিব, তবে সেটা নামমাত্র মূল্যে!
ধন্যবাদ cvoice24.com
করোনাঃ অসহায় কর্মহীন মানুষদের জন্য এক টুকরো ভালোবাসা কোভিড -১৯ মহামারী পুরো দুনিয়াকেই গ্রাস করেছে বলতে গেলে। এক নিদারুন বাস্তবতার শিকার পৃথিবী ও মানবজাতি। বাংলাদেশে....
ধন্যবাদ risingbd.com
চট্টগ্রামে রোজাদারদের জন্য ফ্রি ফল থরে থরে সাজানো তরমুজ, আনারস, কলাসহ নানা ধরনের মৌসুমি ফল।
আমরা চাইলেও পারছি না বেশিরভাগ মানুষের সাহায্যের আকুতিতে সাড়া দিতে। ইনবক্সে জমে যাচ্ছে প্রতিদিন অনেক ম্যাসেজ। সরাসরি সবাইকে সাহায্যে করতে না পারলেও ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে অামরা মানুষকে সাহায্য করে যাচ্ছি। রমজানের শুরুতে তাই অমরা মানুষ জনকে অানারস, কলা এবং তরমুজ দিয়ে সাহায্য করেছি।
একটু সাহায্যের আশায় প্রতিদিন শুনছি হাজারো অসহায় অনাহারী পরিবারের আকুতি। আমাদের পক্ষ থেকে সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করে চলেছি যথাসাধ্য সাহায্য করার।
পবিত্র এই রমজান মাসে সাহায্য বা অনুদান যোগাতে পারে অভুক্ত মানুষগুলোর আহার। তাই এইবার আমরা রমজান মাসে অর্ধেক দামে শাকসবজি দেওয়ার চেষ্টা করব।
অাপনার অনুদান পাঠানোর জন্য অামাদের বিকাশ করতে পারেন এই নম্বরে 01737375885 (পার্সোনাল) 01647131665 (পার্সোনাল)।
"মানবতার কল্যাণে চাটগাঁ" page -
https://www.facebook.com/WelfareHumanityChattogram/?modal=admin_todo_tour
"মানবতার কল্যাণে চাটগাঁ" group -
https://www.facebook.com/groups/1028737444192746/
#মানবতার_কল্যাণে_পাশে_আছি_এই_রমজানে
রমজান উপহার নিয়ে মানবতার কল্যাণে চাঁটগা উপহার সামগ্রী বিতরণ। যতটুকু সম্ভব মধ্যবিত্ত পরিবারই আমাদের লক্ষ্য থাকবে ; চেষ্টা থাকবে আগের মত তাদের মুখে একটু হলেও হাসি আনা।
নিজ নিজ জায়গা থেকে আপনার পাশের হতদরিদ্র মানুষগুলোকে সাহায্য করুন।দেশের অবস্থা আরো সংকটময় হলে যত মানুষ মহামারী রোগে মারা যাবে, তার বেশি মারা যাবে ক্ষুধায়। আপনার সাহায্যের হাত পারে তাদের সংকটকালীন সময়ে আশার আলো জ্বালাতে।
রমজান একদম দুয়ারে! বৈশ্বিক মহামারী করোনা ও দুর্ভিক্ষের মাঝে রমজান রহমত হয়ে আসছে আমাদের মাঝে।আপনারাও আপনাদের ভালোবাসা সাধ্যানুযায়ী চালু রাখতে পারবেন। আমরা এগিয়ে এসেছি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়েছি, এগিয়ে অাসতে পারেন অাপনিও।
অাপনার অনুদান পাঠানোর জন্য অামাদের বিকাশ করতে পারেন এই নম্বরে 01737375885 (পার্সোনাল) 01647131665 (পার্সোনাল)।
"মানবতার কল্যাণে চাটগাঁ" page -
https://www.facebook.com/WelfareHumanityChattogram/?modal=admin_todo_tour
"মানবতার কল্যাণে চাটগাঁ" group -
https://www.facebook.com/groups/1028737444192746/
#মানবতার_উপহার
#সাধ্যের_মধ্যে_কিছু_করার
চট্টগ্রামে রোজাদারদের জন্য ফ্রি ফল থরে থরে সাজানো তরমুজ, আনারস, কলাসহ নানা ধরনের মৌসুমি ফল।
আসলে দেখতে মনে হবে আনারস, কলা বা তরমুজ ; কিন্তু এই মানুষগুলো তরমুজ, কলা, আনারস নিয়ে বাসায় যাননি ; আপনাদের ভালোবাসা নিয়ে বাসায় গিয়েছেন! আপনাদের ভালোবাসা আজ কারো পাতে ইফতারীতে শোভা পাবে।
রমজান মাস তার রহমত নিয়ে হাজির ; মানবতার কল্যাণে চাঁটগা প্লাটফর্মের টার্গেট ছিলো রমজানে ভিন্ন আঙ্গিকে আরো বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছানো।
চাল-ডাল-আলু-পেঁয়াজ-ছোলার সাথে এবার মৌসুমী ফল-ফলাদি দিয়ে অসহায় মানুষগুলোকে একটু তৃপ্তি দেয়ার চেষ্টা করেছি আমরা।
আজকের মত করে কাল সকালেও মানবতার কল্যাণে চাঁটগার এই রমজানী তোহফা চালু থাকবে!
আর এমন ভিন্ন অথচ সময়োচিত একটা কাজ চালু রাখতে গেলে আপনাদের সহযোগীতা কাম্য ; যেমনটা আমরা পেয়ে এসেছি এতদিন।
ফাহাদ লোকমান ভাইয়ের ব্রেইন চাইল্ড এই প্লাটফর্মের আইডিয়া ও পুরোটা আয়োজন সামাল দিচ্ছেন শক্ত হাতে ওয়াহিদ মোরাদ, স্বপ্ন মোহাম্মদ, রিয়াদ খান, মোহাম্মদ সফিউল অাজম অপু, ইমতিয়জ অাহমেদ, আসিফ আহমেদ শোভান, তানভির তাকরিম, মোবিন উদ্দিন সহ আরো অনেকেই।
আপনার টাকায় বা অনুদানে হোক অসহায় - অভাবীদের ইফতার।
অাপনার অনুদান পাঠানোর জন্য অামাদের বিকাশ করতে পারেন এই নম্বরে 01737375885 (পার্সোনাল) 01647131665 (পার্সোনাল)।
"মানবতার কল্যাণে চাটগাঁ" page -
https://www.facebook.com/WelfareHumanityChattogram/?modal=admin_todo_tour
"মানবতার কল্যাণে চাটগাঁ" group -
https://www.facebook.com/groups/1028737444192746/!
ধন্যবাদই প্রাপ্য আপনাদের সবার ;
গ্রহন করবেন যত, তত ঋণী হবো।
"জমিনে এমন কোন প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহ্ নেননি।"
[সূরা-হুদ, আয়াত-৬]
করোনায় বিপাকে পড়া মানুষের সাহায্যে 'মানবতার কল্যাণে চাঁটগা'র ব্যতিক্রম ধর্মী উদ্যোগ | CPLUSTV | cplusbd.net প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম নগরীতে করোনা মহামারীতে ঘরবন্দি মানুষের সাহায্যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে ‘মান....
আমাদের আগের কার্যক্রমে অনেকেই রমজান কেন্দ্রীক কিছু করার পরামর্শ দিয়েছিলেন।
তাদের জানাতে চাই, আমরা আরো বড় পরিসরে রমজানে উপহার সামগ্রী বিতরণের প্ল্যান করেছি।
#মানবতার_কল্যাণে_পাশে_আছি_এই_রমজানে
রমজান উপহার নিয়ে মানবতার কল্যাণে চাঁটগা উপহার সামগ্রী বিতরণ। যতটুকু সম্ভব মধ্যবিত্ত পরিবারই আমাদের লক্ষ্য থাকবে ; চেষ্টা থাকবে আগের মত তাদের মুখে একটু হলেও হাসি আনা।
নিজ নিজ জায়গা থেকে আপনার পাশের হতদরিদ্র মানুষগুলোকে সাহায্য করুন।দেশের অবস্থা আরো সংকটময় হলে যত মানুষ মহামারী রোগে মারা যাবে, তার বেশি মারা যাবে ক্ষুধায়। আপনার সাহায্যের হাত পারে তাদের সংকটকালীন সময়ে আশার আলো জ্বালাতে।
রমজান একদম দুয়ারে! বৈশ্বিক মহামারী করোনা ও দুর্ভিক্ষের মাঝে রমজান রহমত হয়ে আসছে আমাদের মাঝে।আপনারাও আপনাদের ভালোবাসা সাধ্যানুযায়ী চালু রাখতে পারবেন। আমরা এগিয়ে এসেছি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়েছি, এগিয়ে অাসতে পারেন অাপনিও।
অাপনার অনুদান পাঠানোর জন্য অামাদের বিকাশ করতে পারেন এই নম্বরে 01737375885 (পার্সোনাল) 01647131665 (পার্সোনাল)।
"মানবতার কল্যাণে চাটগাঁ" page -
https://www.facebook.com/WelfareHumanityChattogram/?modal=admin_todo_tour
"মানবতার কল্যাণে চাটগাঁ" group -
https://www.facebook.com/groups/1028737444192746/
#মানবতার_উপহার
#সাধ্যের_মধ্যে_কিছু_করার
ছবিতে এগুলো আদতে আপনাদের ভালোবাসা। বিন্দু বিন্দু ভালোবাসা। আপনারা অভুতপূর্ব সাড়া দিয়েছেন আমাদের ডাকে, মানবতার ডাকে! চট্টগ্রামের মানুষের ডাকে। রমজান একদম দুয়ারে! বৈশ্বিক মহামারী করোনা ও দুর্ভিক্ষের মাঝে রমজান রহমত হয়ে আসছে আমাদের মাঝে।
রমজান উপহার নিয়ে মানবতার কল্যাণে চাঁটগা আবার উপহার সামগ্রী বিতরণ শুরু করেছে। যতটুকু সম্ভব পীড়িত মধ্যবিত্ত পরিবারই আমাদের লক্ষ্য থাকবে ; চেষ্টা থাকবে আগের মত তাদের মুখে একটু হলেও হাসি আনা।
আপনারাই আমাদের চলার শক্তি!
পবিত্র রমজানে হোক মানবতার কল্যাণ।
রমজান আনুক রহমতের বার্তা।
আপনাদের এগিয়ে আসা, আপনাদের সহায়তা, আপনাদের এই বিন্দু বিন্দু ভালোবাসায় মানবতার সিন্ধু রচিত হবে।
মেহনতী মানুষের ক্ষুধা কিছুটা হলেও যদি আমরা লাঘব করতে পারি, সেটাই হবে আমাদের সফলতা, সেটাই হবে সর্বোচ্চ প্রাপ্তি।
তবে, এটা চলমান প্রক্রিয়া! আমরা এই উদ্যোগ অবশ্যই চালু রাখবো ; আপনারাও আপনাদের ভালোবাসা তথা ডোনেশন সাধ্যানুযায়ী চালু রাখতে পারবেন।
অনুদান পাঠানোর জন্য বিকাশ করুন এই নম্বরে 01737375885 (পার্সোনাল) 01647131665 (পার্সোনাল)।
ভালোবাসায় এক হই
মানবতায় সামনে রই।
"মানবতার কল্যাণে চাটগাঁ" page -
https://www.facebook.com/WelfareHumanityChattogram/?modal=admin_todo_tour
"মানবতার কল্যাণে চাটগাঁ" group -
https://www.facebook.com/groups/1028737444192746/
আমাদের আগের কার্যক্রমে অনেকেই রমজান কেন্দ্রীক কিছু করার পরামর্শ দিয়েছিলেন।
তাদের জানাতে চাই, আমরা আরো বড় পরিসরে রমজানে উপহার সামগ্রী বিতরণের প্ল্যান করেছি।
রনজানে আমরা চেষ্টা করবো আগের চেয়ে বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে।
Click here to claim your Sponsored Listing.
মানবতার কল্যাণে চাটগাঁ - THE WELFARE OF HUMANITY CHATTOGRAM
মানবতার কল্যাণে চাঁটগা!
চাঁটগার মানুষের একটা জায়গায় বড় নাম ডাক! এরা দিল-দরিয়া টাইপের হন! চাঁটগার ভাষায় বলতে গেলে ' চাঁটগার মাইনষের গোর্দা বড় '। আর এই 'গোর্দা বড় ' এটা দেখানোর একটা প্লাটফর্ম হতে যাচ্ছে ' মানবতার কল্যাণে চাঁটগা '। শুধু কোভিড নয় বা নয় শুধু বন্যাকালীন - মানবতা দেখানোর একরত্তি সুযোগ যেখানে থাকবে, সেখানেই কাজের প্রত্যয় ব্যক্ত করে 'মানবতার কল্যাণে চাঁটগার ' আত্মপ্রকাশ। এটা আমাদের কারো একার নয়, পুরো চাঁটগার মানুষের সম্মিলিত প্ল্যাটফর্ম হবে। আর নিজেদের প্ল্যাটফর্মকে আমরা সম্মিলিত ভাবেই এগিয়ে নিব!
বিন্দু বিন্দু জলে রচিত করবো গভীর সিন্ধু!
এটাই প্রত্যাশা।
আমাদের সাথে যুক্ত হোন, লাইক বাটন প্রেস করুন।
Videos (show all)
Category
Website
Address
1219 NAHAR MANSION (Ground Floor), Beside Terracotta, Bayazid Bostami Road, East Nasirabad
Chittagong
4000
House A/13, 3rd Floor, Road 1, Block A, Chandgaon R/A
Chittagong, 4212
Welcome to PHREB! We are dedicated to fighting violence against women and girls, including educating communities on sexual and reproductive health and rights (SRHR).
Baitush Sharaf Complex, Shah Abdul Jabbar Rah. Road, D. T Road
Chittagong, 4100
A Mosque-Based Spiritual, Non-Political, Humanitarian Organization Registered under the Societies Act
Dhaka Trunk Road, Baitush Sharaf Jilani Market, Dhanialapara
Chittagong, 4100
ALLAMA SHAH ABDUL JABBAR FOUNDATION Reg. No: 2981/10 Ministry of Social Welfare, Bangladesh. A Trus
OR Nizam Road
Chittagong, 4000
A Charity Organisation . Where there is a need by weaker hand there will be a strong hand to pick up
Bangla Bazar, Majhir Ghat, Chattogram
Chittagong
Social Welfare Foundation which is dedicated to welfare of mankind specially who are backyard in soci
Maolana Abdul Maleker Bari, Urkirchar, Raozan
Chittagong, 4346
Adhunagar
Chittagong
Bahrul Ulum Shah Qutub Uddin (Rh.) Foundation was established on 20th may 2021.
549, 4th Floor-RF Police Plaza
Chittagong, 4000
শুধু একটি সংঘঠন না, আমাদের এই সংঘঠন কম ভাগ্যবান মানুষের পাশে দাড়াচ্ছে বন্ধুর মত -
Double Mooring Thana, Dewanhut
Chittagong, 4100
Assalamu alaikum! This page has been created for raising fund for a cancer (Last Stage) patient, who is currently counting her last days due to lack of financial help for getting p...
Chittagong, 4010
a charity Foundation for the good work for the society.