পামেসান বাংলাদেশ

পামেসান বাংলাদেশ

You may also like

SRM Traveling
SRM Traveling

Tourism Company We make Tour plan & Tour Budget.

Photos from পামেসান বাংলাদেশ's post 19/03/2022

রাজা পাথর এলাকা,
তিন্দু, থানচি।

Photos from পামেসান বাংলাদেশ's post 12/03/2022

নাফাখুমের পথিক!

22/02/2022
06/02/2022

চলোনা ঘুরে আসি...
থানচি থেকে পাথর রাজ্য রেমাক্রী।

04/02/2022

চলো যাই রাজা পাথরের দেশে,
প্রজা পাথর হয়ে ফিরে আসি অবশেষে...

Photos from পামেসান বাংলাদেশ's post 26/01/2022

স্রস্টাকে খুঁজিতে পাখনা মেলি,
সৃস্টির বিস্ময়ে...

Photos from পামেসান বাংলাদেশ's post 25/01/2022

আগামী সোমবার সকাল সাতটায় বান্দরবান থেকে রওয়ানা হবো নাফাখুমের পথে। প্রথম রাত রেমাক্রী ও দ্বিতীয় রাত নাফাখুমে থাকবো। তৃতীয় দিন বুধবারে ফিরবো ইনশাল্লাহ।

জলাশয়ের স্বচ্ছ পানিতে আর জলপ্রপাত ও ঝর্ণার ঝুনঝুনিতে হবে জম্পেশ লড়াই।

কেউ চাইলে সঙ্গী হতে পারবেন।

🏘 যা যা দেখবোঃ
থানচি বাজার
পদ্মা ঝিরি
তিন্দু বাজার
কুমারি ঝর্ণা
কলসি পাথর
রাজা পাথর
বাঘির মুখ
রেমাক্রি ওয়াটার ফলস
রেমাক্রি নদী
নাফাখুম

Photos from পামেসান বাংলাদেশ's post 07/12/2021

রূপালী ঝর্ণার ক্ষুদ্র চাহিদার
ক্ষুদে গাইড!

Photos from পামেসান বাংলাদেশ's post 01/12/2021

শুরু হলো বগালেক কেউক্রাডং ট্যুর! চিংড়ি ঝর্ণা তো থাকছেই। প্যাকেজ আসছে শিঘ্রই।

22/11/2021

✍️🐦
প্রায় দেড় ঘন্টা বসে থাকতে হবে। কোথায় বসলে ভালো হয়? প্রচন্ড রোদের তাপ!

বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠের পাশে দাঁড়িয়ে ভাবছি। রাস্তার পাশেই ছায়া শীতল একটি সুন্দর জায়গা। সারিবদ্ধ বকুল গাছ। প্রতিটি গাছের নীচে পথচারীদের বসার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা।

বসে আছি তো আছিই...
সময় আর ফুরায় না। হঠাৎ পায়ের উপর একটা বকুল ফুল আঁছড়ে পড়লো। তাকিয়ে দেখি অনেক বকুলেরাই এভাবে ঝরে পড়ে আছে।

ওদের জীবনের সময়টুকু শেষ হয়েছে। কিছুটা সময় এভাবে সুবাসিত করবে পথচারীদের। তার পরই কারো না কারোও পায়ের তলে পিষ্ট হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে। ঠিক যেন মানুষেরই মত!

Photos from পামেসান বাংলাদেশ's post 21/11/2021

নীল দিগন্ত
জীবন নগর, থানচি, বান্দরবান।

21/11/2021

পদ্মমুখ সেতু
থানচি, বান্দরবান।
ছবিঃ সংগৃহীত।

13/11/2021

❣️সুপ্রিয় বান্দরবান 🐦

13/11/2021

ভরা যৌবনে শৈলপ্রপাত...

Photos from পামেসান বাংলাদেশ's post 13/11/2021

🎙 পামেসান বাংলাদশ 🇧🇩
এর #নাফাখুম ভ্রমন 🐦

রূপের খনীতে জন্ম আমার
সুখের ভেলায় ভাসি,
আমি ছন্দ হয়ে গন্ধে মাতি গো
হৃদয়ের বাঁশিতে হাসি!

🍂 প্রথম দিনঃ
মেঘলার ঝুলন্ত ব্রীজ পার হয়ে ক্যাবলকারে শুণ্যে ভ্রমন সেরে পাহাড়ী ফলের বহরে এসে নগদ শক্তি সঞ্চারের জন্য জুম চাষের কিছু অর্গানিক ফল-মুল গলধকরণ করে গোসল ও খাওয়া দাওয়া।

বিকেলের স্নীগ্ধ সমীরণে নীলাচলের নীল শাড়ীতে আমোদের মাখামাখি আর রঙ বেরঙের ঢঙে ছবি তোলা।

স্বর্ণালী সুন্দর সন্ধ্যাটায় ফরেস্টহিল রেস্টুরেন্টের লবিতে বসে সন্ধ্যার কালো রোমালে ঐ রক্তিম সূর্যটার গ্রেফতারী পরোয়ানার বিষন্নতায় চিকেন ফ্রাই, ফ্রেন্স ফ্রাই আর কফির আবেশ মাখিয়ে দূর শহরের জোনাকি আলোগুলোয় হেলান দেয়া।

🍂 দ্বিতীয় দিনঃ
পাখির কলরবে ঘুম ভেঙেই মিলনছড়ি, শৈলপ্রপাত পেড়িয়ে মেঘের সমুদ্র চিম্বুক পাহাড়, সিথা পাহাড়, মেঘমালঞ্চ, নীলগিরি ও নীল দিগন্তকে টপকে এসে থানচিতে পাড়ি জমানো।

🍂 সেখান থেকে গগনচুম্বী উঁচু পাহাড়ের পা ধুয়ে মিষ্টি কলতানে ছুটে চলা সাঙ্গু নদীতে নৌকায় যাত্রা। সুদূর নীলাকাশের মেঘের মাঝে ঢুকে পরা পাহাড়ের সবুজ চুলের এক অপূর্ব দৃশ্য দেখে হারিয়ে যাওয়া।

নিজল জলের পাথরের সাথে মিতালী আর রেমাক্রী নামক নতুন এক ঝিঝি ডাকা পাহাড়ী নদীর পাড়ের কেরোসিনের প্রদ্বীপ জ্বালা কুঠিতে রাত্রী যাপন।

🍂 তৃতীয় দিনঃ
এক শুভ্র সোনালী স্নীগ্ধ সকালের ঝিরিঝিরি হাওয়ায় নাফাখুম ভ্রমন। এ এক অবিস্মরনীয় হিল্লোলে জীবনের গান গাওয়া।

--- চলুন বেড়িয়ে পরি,
আজ নয়তো কাল।

--- বিস্তারীতঃ
01991913333
01740704470

12/11/2021

❣️ শীলবান্দা ঝর্ণা ❣️

12/11/2021

✍️___________পামেসান বিডি
দুরন্ত ধামাকা | ট্যুর প্যাকেজ

🎖️ভ্রমণ স্লোগানঃ গিরি থেকে মেঘ...
...মেঘ থেকে ঝর্ণা!

❑ ভ্রমণ কালঃ
এক রাত দুই দিন।
সদস্য সর্বনিম্ন ৮জন।

🎖️ভ্রমণ খরচঃ
৪,৯৫০/= টাকা (জনপ্রতি)

❑ সম্ভব্য হোটেল
° পর্যটন মোটেল।
° হোটেল নাইট হ্যাভেন।
° হোটেল হিল প্যালেস।
° হোটেল গ্র্যান্ড ভেলী।
° হোটেল রিভার ভিউ।
° হোটেল হিল ভিউ।

❑ ভ্রমণের স্থান সমুহঃ
° নীলগিরী
° নীলাচল
° চিম্বুক পাহাড়
° শৈল প্রপাত
° ডবল হ্যান্ড ভিউ
° মেঘলা পার্ক

বিশেষ আকর্ষণ
° দেবতাখুম (ঝর্ণাধারা)

❑ ভ্রমণ পরিকল্পনাঃ
বুকিং এর পর আপনি আপনার
পছন্দমত নিজ ব্যবস্থাপনায়, নিজ খরচে
বান্দরবান পৌঁছানো মাত্রই পামেসান
বাংলাদেশ আপনাকে রিসিভ করবে।
ট্যুর শেষে বান্দরবান থেকে আবার
আপনি আপনার নিজস্ব ব্যবস্থাপনায়
নিজ খরচে গন্তব্যে ফেরৎ যাবেন। তবে
যে কোন সহযোগীতার জন্য পামেসান
বাংলাদেশ প্রস্তুত থাকবে।

🎖️(প্রথম দিন)
সকালে বান্দরবান নেমে হোটেলে চেক
ইন। ফ্রেশ হয়ে বিশ্রামের কোন সুযোগ না
নিয়েই ব্রেকফাস্ট সেরে নিতে হবে। তার
পরই উঠে পড়বো চাঁদের গাড়ীতে।
ছুটবো মেঘের দেশে, হারিয়ে যাবো মেঘ
অরণ্যে। প্রথমে থামবো শৈলপ্রপাত।
কাঁচা আনারস কাসুন্দীতে মেখে হাতে
ধরিয়ে দেবে পাহাড় পরীরা, লুফে নিবো
সে মজা! ঠোট চাটতে চাটতে পৌঁছে
যাবো চিম্বুক পাহাড়। শুণ্যে দাঁড়িয়ে
দেখবো গোলাকার পৃথিবী। তার পর
কোন ব্রেক হবে না, গিরি কন্যার মত
কোমড় দুলিয়ে পাহাড়ের আঁকা-বাঁকা
পথে মেঘের উপর দিয়ে হু হু করে চলতে
থাকবে আমাদের চাঁদের গাড়ী। মনে হবে
যেন উর্ধলোকে ছুটে চলছি চাঁদের পানে।
ঘন্টাখানেক পর পেয়ে যাবো বহুল
প্রত্যাশিত নীলগিরি। চলবে ছবি তোলার
ধুম! কাটাবো ঘন্টা খানেক। এবার
ফেরার পালা। দশ মিনিটের পথেই পাবো
ডবল হ্যান্ড ভিউ। যেন মহাশুণ্যে দু'হাত
পেতে বসে আছে এক আকাশ পরী। পত
পত করা বাতাসের শব্দে মন ভেসে যাবে
মেঘের ভেলায়। বিমুগ্ধ চিত্তে কিছুক্ষণ
তাকিয়ে থাকবো আরাকান রাজ্যের মুক্ত
আকাশ পানে।

বিরামহীন ভাবে শুরু হবে নীড়ে ফেরা।
গাড়ীতে বসে গ্যালারীর ছবি দেখতে
দেখতে ইনশাল্লাহ পৌঁছে যাবো হোটেলে।
তখন আনুমানিক সময় হতে পারে
দুপুর ২ঃ৩০ মিনিট।

তড়িঘড়ি করে রুমে গিয়ে ফ্রেশ হয়েই
চলে আসবো খাবার টেবিলে। লাঞ্চ
করেই চলে যাবো নীলাচল। কোন বিরাম
নেই, অদম্য ছুটে চলা পাহাড় থেকে
মেঘের রাজ্যে, মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝড়ে
পড়া এক স্বপ্নরাজ্যের ঝর্ণাধারায়।
নীলের আঁচলে সারাটা বিকেল হবে
মাখামাখি। সন্ধ্যায় ফরেটহিলের লবিতে
সূর্যের রক্তাক্ত বিদায়ে ইভিনিং স্ন্যাকস
আর গরম কফির আড্ডা। চাঁদের সাক্ষাৎ
হোক না হোক বসবে কবিতা পাঠের
আসর। ফিরে আসবো হোটেলে।
একটু আগে ভাগেই ডিনার সেরে ঢলে
পড়বো নিরাপদ নিদ্রার কোলে।

🎖️(দ্বিতীয় দিন)
সকাল সাতটার মধ্যেই হোটেল থেকে
চেক আউট হয়ে বেড়িয়ে পড়বো নতুন
শক্তিতে। প্রথমে মেঘলা পার্কে চলে
যাবো। কমপ্লেক্সের ঝুলন্ত সেতুতে
দাঁড়িয়ে দু'চারটে ছবি তুলেই উঠে পড়বো
ক্যাবল কারে। পাহাড়ী লেকের উপর
দিয়ে কেবল কারে ভ্রমণের এক
অসাধারণ অনুভূতি। হাতে সময়
থাকেবনা পুরোটা পার্ক ঘুড়ে দেখার।
তাছাড়া আর উপভোগ্য তেমন কিছু
নাইও এখানে। এবার সুবিধামত
ব্রেকফাস্ট করে নিব যে কোন একটা
রেস্টুরেন্টে। তারপর এই দুরন্ত ধামাকার
বিশেষ চমক দেবতাখুমের পথে যাত্রা
করবো। সোজা রোয়াংছড়ি, সেখানে
এন্ট্রি করে কচ্ছপথলি বাজার। লোকাল
গাইড ও প্রয়োজনীয় ভ্রমণ সামগ্রী
সংগ্রহ করে শুরু হবে পাহাড়ী ঝিরিপথে
দুর্বার ট্র্যাকিং। চলবে ঘন্টা দেড়েক। এক
মধুময় গন্তব্য, বাঁশের ভেলা। ভেসে চলা
প্রবাহিত স্বচ্ছ ঝর্ণাধারায় নির্জন
প্রেমালোকে। ফেরার পথে কচ্ছপ থলিতে
এন্ট্রি করে মধ্যাহ্ন ভোজ।

আবার ফিরে আসবো হোটেলে।
রিসিভশনে বসেই ক্লান্তি নাশের চেষ্টা।
রাতের খাবারটা সুবিধামত সময়ে সেরে
নিতে হবে।

ক্লান্তিহীন এই যাত্রায় বেঁজে উঠবে
বিদায়ের করুণ সানাই। গত প্রত্যুষে
আগত অতিথি ফিরে যাবেন বন্ধু হয়ে!
হৃদয়ে রয়ে যাবে দু'দিনের কিছু মধুমাখা
স্মৃতির পরশ।

[আমাদের এ ট্যুর কনফার্ম করার জন্য নির্দিষ্ট কোন দিন ধার্য নেই। সারা বছর যে কোন দিন ইচ্ছে হলেই আপনি এ ট্যুরে অংশ গ্রহণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে ট্যুরের সদস্য সংখ্যা হতে হবে কমপক্ষে আট জন]

❑ খাবার (প্রথম দিন)
° সকালেঃ পরোটা, ডিম, ডাল/শব্জী, চা।
° দুপুরেঃ ভাত, ব্যাম্বু চিকেন, শব্জী, ডাল,
সালাদ।
° ইভিনিং টাচ্ চিকেন ফ্রাই, চিকেন
চওমিন ও হট কফি।
° রাতেঃ বার বি কিউ, পরাটা, শব্জী,
সালাদ, সফট্ ড্রিংকস্।

❑ খাবার (দ্বিতীয় দিন)
° সকালেঃ শব্জী, ডিম,পরাটা/খীচুরী, চা।
° দুপুরেঃ ভাত, মুরগীর মাংস, ডাল।
° রাতেঃ ভাত, বাঁশ করোলী, ডিম, ডাল।

🎖️যা যা থাকছেঃ
° প্রতিদিন ৩ বেলা খাবার ও ইভিনিং
স্নাকস।
° ভ্রমণ জীপ (চাঁদের গাড়ী)
° আবাসিক হোটেল
° পর্যটন কেন্দ্র সমূহের এন্ট্রি ফি ও ঝর্ণায়
ব্যবহৃত ভ্রমণ উপকরণ।
° ক্যাবল কারের টিকিট।
° বন্ধু সুলভ সুদক্ষ ভ্রমণ সঙ্গী ও লোকাল
ট্যুর গাইড।

🎖️যা থাকছে নাঃ
° বাস টিকিট। ব্যক্তিগত খাবার ও
কেনা-কাটা।

❑ কনফার্ম করার আগে বিবেচ্য বিষয়ঃ
কাপল রুম নেয়া যাবে। কাপল রুমের
জন্য ১০০০/= টাকা প্রতি কাপলে
অতিরিক্ত যুক্ত হবে। যে কেউ ইচ্ছা
করলে কাপল রুম নিতে পারবেন। তবে
বিষয়টা বুকিং এর সময় কনফার্ম করতে
হবে।

❑ উল্লেখ্যঃ
কোন হিডেন চার্জ নেই।

❑ চাইল্ড পলিসিঃ
এ ভ্রমণটা শিশুদের জন্য উপযোগী নয়।

[ আমরা অপনার চাহিদা অনুযায়ী আলোচনা সাপেক্ষে ট্যুর প্লাণ করে থাকি ও খরচের বাজেট প্রদান করি ]

❑ বান্দরবান অফিসঃ
মেঘলা চা বাগান মার্কেট
মেঘলা পুলিশ ক্যাম্প
বান্দরবান।

❑ ফোনঃ
019 9191 3333
017 4070 4470

বিঃ দ্রঃ
প্রতিকূল পরিস্তিতি সমলাতে ট্যুরের যে কোন সিদ্ধান্ত, পথচক্র, খাবার মেনু বা অন্য কোন বিষয় পরিবর্তন করা লাগতে পারে। সেক্ষেত্রে পামেসান বাংলাদেশ অতিথিদের সাথে আলোচনা করেই তা করবে।

12/11/2021

✍️________________ পামেসান বিডি।বান্দরবানে পাহাড় ভ্রমণ | ট্যুর প্যাকেজ

❑ ভ্রমণ কালঃ
এক রাত দুই দিন।

❑ ভ্রমণ খরচঃ
৪,৯৫০/= টাকা (রিসোর্ট)
৪,১৫০/= টাকা (হোটেল)

❑ সম্ভব্য রিসোর্ট / হোটেল
° নীলাচল নীলাম্বরী রিসোর্ট।
° হলি ডে ইন রিসোর্ট
° ফানুস রিসোর্ট।
° পর্যটন মোটেল।
° হোটেল নাইট হ্যাভেন।
° হোটেল হিল ক্রাউন।
° হোটেল গ্র্যান্ড ভেলী।
° হোটেল রিভার ভিউ।
° হোটেল হিল ভিউ।

❑ ভ্রমণের স্থান সমুহঃ
° নীলদিগন্ত
° নীলগিরী
° নীলাচল
° চিম্বুক পাহাড়
° শৈল প্রপাত
° রুপালী ঝর্ণা
° সিঁথা পাহাড়
° মেঘমালঞ্চ
° মেঘলা পার্ক

❑ ভ্রমণ পরিকল্পনাঃ
বুকিং এর পর আপনি আপনার
পছন্দমত নিজ ব্যবস্থাপনায়, নিজ খরচে
বান্দরবান পৌঁছানো মাত্রই পামেসান
বাংলাদেশ আপনাকে রিসিভ করবে।
ট্যুর শেষে বান্দরবান থেকে আবার
আপনি আপনার নিজস্ব ব্যবস্থাপনায়
নিজ খরচে গন্তব্যে ফেরৎ যাবেন। তবে
যে কোন সহযোগীতার জন্য পামেসান
বাংলাদেশ প্রস্তুত থাকবে।

(প্রথম দিন)
সকালে বান্দরবান নেমে হোটেলে চেক
ইন। ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নিয়ে
ব্রেকফাস্ট। প্রথমে মেঘলা পার্কে চলে
যাবো, কমপ্লেক্স পুরোটা ঘুরে দেখবো।
পাহাড়ী লেকের উপর দিয়ে কেবল কারে
ভ্রমণ ও পাহাড়ী ফলের স্বাদ গ্রহণ শেষে
দুপুরের লাঞ্চ করবো। রুপালী ঝর্ণায়
পা ভিজিয়ে চলে যাবো নীলাচল।
নীলের আঁচলে সারাটা বিকেল হবে
মাখামাখি। সন্ধ্যায় ফরেটহিলের লবিতে
সূর্যের রক্তাক্ত বিদায়ে ইভিনিং স্ন্যাকস
আর গরম কফির আড্ডা। চাঁদের সাক্ষাৎ
হোক না হোক বসবে কবিতা পাঠের
আসর। ফিরে আসবো হোটেলে।
একটু আগে ভাগেই ডিনার সেরে ঢলে
পড়বো নিরাপদ নিদ্রার কোলে।

(দ্বিতীয় দিন)
পাখিডাকা ভোরে উঠে পড়বো চাঁদের
গাড়ীতে। ছুটবো মেঘের দেশে, হারিয়ে
যেতে মেঘ অরণ্যে। প্রথমে থামবো
মিলনছড়ি। দেখবো পাহাড়ের পা ধুয়ে
বয়ে যাওয়া সাঙ্গু নদীকে দূর থেকে। তার
পর শৈলপ্রপাত। কাঁচা আনারস
কাসুন্দীতে মেখে হাতে ধরিয়ে দেবে
পাহাড় পরীরা, মজাই মজা! ঠোট চাটতে
চাটতে পৌঁছে যাবো চিম্বুক পাহাড়। শুণ্যে
দাঁড়িয়ে দেখবো গোলাকার পৃথিবী।
সেখান থেকে সিঁথা পাহাড়। যেন
মহাশুণ্যে ডানা মেলে ভেসে থাকা কিছুটা
সময়! তারপর শেষের ঠিকানা নীল
দিগন্ত। হারিয়ে যাবো অসীম নীলে।
যাবার সময় ক্যাফে নীল নামবো, লাঞ্চের
বায়না করে যাবো।

ব্যাক গিয়ারে ঢুকবো বহুল প্রত্যাশিত
নীলগিরি। চলবে ছবি তোলার ধুম!
কাটাবো ঘন্টা খানেক। এবার ফেরার
পালা। পাঁচ মিনিটের পথেই পাবো সেই
ক্যাফে নীল, যেখানে মধ্যাহ্ন ভোজের
অর্ডার করা ছিলো। ক্ষুধার্থ পেটকে শান্তি
দিয়ে কিছুটা সময় সবুজ গাছের ছায়ায়
ইজি চেয়ারে হেলাল দিয়ে পত পত করা
বাতাসের শব্দে ফ্যাল ফ্যাল করে
তাকিয়ে থাকবো আরাকান রাজ্যের মুক্ত
আকাশ পানে। বিশ্রাম শেষ, শেষের ঘন্টা
বেঁজে উঠবে স্মৃতিময় দিনের। শুরু হবে
ঘরে ফেরা। গাড়ীতে বসে গ্যালারীর ছবি
দেখতে দেখতে ইনশাল্লাহ পৌঁছে যাবো
বান্দরবান শহরে। আনুমানিক সময় হবে
বিকেল ৪ঃ৩০ মিনিট। দাঁড়াবো একটা
বার্মিজ মার্কেটের সামনে। ৩০ মিনিট
কেনাকাটা। যেহেতু আমরা চেক আউট
হয়েই সকালে বেড়িয়েছি সেহেতু হোটেলে
ফিরে রিসিপশনে বসে কফি আড্ডা,
এফবি আপলোডের মধ্যেই কাটিয়ে
দেবো সন্ধ্যা অব্দি। ডিনার সেরে গাড়ীর
অপেক্ষা। বেঁজে উঠবে বিদায়ের করুণ
সুর। গত প্রত্যুষে আগত অতিথি ফিরে
যাবেন বন্ধু হয়ে, হৃদয়ে রয়ে যাবে
দু'দিনের কিছু মধুমাখা স্মৃতির পরশ।

[ আমাদের এ ট্যুর কনফার্ম করার জন্য নির্দিষ্ট কোন দিন ধার্য নেই। সারা বছর যে কোন দিন ইচ্ছে হলেই আপনি এ ট্যুরে অংশ গ্রহণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে ট্যুরের সদস্য সংখ্যা হতে হবে কমপক্ষে ছয় জন ]

❑ খাবার (প্রথম দিন)
° সকালেঃ পরোটা, ডিম, ডাল/শব্জী, চা।
° দুপুরেঃ ভাত, ব্যাম্বু চিকেন, শব্জী, ডাল,
সালাদ।
° ইভিনিং টাচ্ চিকেন ফ্রাই, চিকেন
চওমিন ও হট কফি।
° রাতেঃ বার বি কিউ, পরাটা, শব্জী,
সালাদ, সফট্ ড্রিংকস্।

❑ খাবার (দ্বিতীয় দিন)
° সকালেঃ ভূণা খিচুরী ও ডিম।
° দুপুরেঃ ভাত, মুরগীর মাংস, ডিম, ভর্তা,
ডাল।
° রাতেঃ ভাত, মুরগীর মাংস, বাঁশ
করোলী, ডাল, সালাদ।

❑ যা যা থাকছেঃ
° প্রতিদিন ৩ বেলা খাবার ও ইভিনিং
স্নাকস।
° ভ্রমণ জীপ (চাঁদের গাড়ী)
° আবাসিক হোটেল / রিসোর্ট
° পর্যটন কেন্দ্র সমূহের এন্ট্রি ফি
° ক্যাবল কারের টিকিট।
° বন্ধু সুলভ সুদক্ষ ট্যুর গাইড

❑ যা থাকছে নাঃ
° বাস টিকিট।

❑ কনফার্ম করার আগে বিবেচ্য বিষয়ঃ
কাপল রুম নেয়া যাবে। কাপল রুমের
জন্য ১০০০/= টাকা প্রতি কাপলে
অতিরিক্ত যুক্ত হবে। যে কেউ ইচ্ছা
করলে কাপল রুম নিতে পারবেন। তবে
বিষয়টা বুকিং এর সময় কনফার্ম করতে
হবে।

❑ উল্লেখ্যঃ
° কোন হিডেন চার্জ নেই।

❑ চাইল্ড পলিসিঃ
০ থেকে ৩ বছরের শিশুদের জন্য কোন
খরচ বহন করতে হবে না। ৩+ থেকে ৬
বছরের শিশুদের জন্য ২০℅ ডিসকাউন্ট
কিংবা আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রদান
করা হবে।

[ আমরা অপনার চাহিদা অনুযায়ী আলোচনা সাপেক্ষে ট্যুর প্লাণ করে থাকি ও খরচের বাজেট প্রদান করি ]

❑ বান্দরবান অফিসঃ
মেঘলা চা বাগান মার্কেট
মেঘলা পুলিশ ক্যাম্প
বান্দরবান।

❑ ফোনঃ
019 9191 3333
017 4070 4470

18/06/2020

করোনাভাইরাস: প্রতি ২০ জনে ১৯ জনই সুস্থ্য হয়েছেন যে ওষুধ ব্যবহারে!

homenews24.com জরুরী প্রয়োজনেঃ হটলাইন- ৩৩৩, ন্যাশনাল কল সেন্টার- ১৬২৬৩, স্বাস্থ্য বাতায়ন- ১০৬৫৫ আইইডিসিআর- ০৯৬১১৬ ৭৭৭৭৭, বিশেষজ্ঞ...

29/04/2020

অভিনেতা ইরফান খান প্রয়াত, বয়স হয়েছিল ৫৩ বছর

anandabazar.com বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান।

29/04/2020

নিজ কৌশলে করোনা জয়ের গল্প শোনালেন দুই মেয়ে ও তাদের বাবা

jagonews24.com ভৈরবে এক পরিবারের দুই মেয়ে ও তাদের বাবা করোনা জয় করেছেন। গত ১০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয় তারা।...

29/04/2020

কৃষকের কাঁচা ধান কাটলেন এমপি, ভিডিও ভাইরাল | বাংলাদেশ প্রতিদিন

bd-pratidin.com করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারছেন না। এমতাবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধ....

26/04/2020

করোনা সংকটেও থেমে নেই স্বাস্থ্য খাতের দুর্নীতি | বাংলাদেশ প্রতিদিন

bd-pratidin.com মহামারী রূপ নেওয়া করোনাভাইরাসের সংকটেও থেমে নেই স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি। করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎস.....

06/04/2020

বান্দরবানে করোনা সন্দেহে ২১ জনের নমুনা সংগ্রহ

paharbarta.com বান্দরবানে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর তা পরীক্ষার জন্য কক্সবাজার ও চট্টগ....

05/04/2020

নিজের টাকায় প্রতিবেশীদের ত্রাণ দিলেন ভিক্ষুক রেজাউল - বিডি জার্নাল ৩৬৫

bdjournal365.com নিজস্ব প্রতিবেদক : শারীরিক প্রতিবন্ধী মো. রেজাউল হক (৪০) পেশায় একজন ভিক্ষুক। দুর্ঘটনায় নিজের একটি পা হারানোর পর চট.....

03/04/2020

করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির ১ কর্মী, কোয়ারেন্টিনে ৪৭ জন

prothomalo.com বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী করোনা ভাইরাস বা ‘কোভিড ১৯’ আক্রান্ত হয়েছেন। তাকে কোয়ারেন্....

02/04/2020

করোনা সন্দেহে ঘরছাড়া করলেন স্বজনরা, সড়কে কাতরাচ্ছেন নারী (ভিডিও)

jugantor.com শরীরে জ্বর থাকায় করোনা সন্দেহে এক নারীকে ঘর থেকে বের করে দিয়েছেন তার স্বজনরা। অসহায় ওই নারীর এখন ঠাঁই হয়েছে

31/03/2020

চীন বানালো করোনার ‘ওষুধ’, শরীরে ঢুকেই গিলে ফেলবে ভাইরাস | কালের কণ্ঠ

kalerkantho.com অবশেষে কোভিড-১৯ মোকাবিলায় চীন বানালো বিশেষ ন্যানোম্যাটেরিয়াল। যা শরীরে ঢুকে মুহূর্তের মধ্যেই গিলে খেয়ে শেষ করে

31/03/2020

বান্দরবানে নেই কোনো 'করোনা পজিটিভ' | কালের কণ্ঠ

kalerkantho.com করোনাভাইরাস পরিস্থিতিতে সতর্কতা হিসেবে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে থাকা ১৭০ জনের মধ্যে আশঙ্কামুক্ত

31/03/2020

করোনা নিয়ে মুখ খুললেই ভয়াবহ পরিণতি, চীনে চলছে ধরপাকড়-গুম | বাংলাদেশ প্রতিদিন

bd-pratidin.com বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস ইতোমধ্যে ২ শতাধিক দেশ ও অ.....

31/03/2020

ছাগলের পেটে মানবশিশু! | বাংলাদেশ প্রতিদিন

bd-pratidin.com পৃথিবীতে যে কত অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত তারই একটি উদাহরণ হতে পারে ছাগল। ভারতের কর্ণাটকের শোলাপুরের এ....

30/03/2020

সুস্থ হয়ে করোনা ভাইরাস নিয়ে যা বললেন ট্রুডোর স্ত্রী | করোনা আপডেট

ittefaq.com.bd কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রাগোয়ার করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন।

Want your business to be the top-listed Travel Agency in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

❤️❤️❤️
✍️🐦
❣️🐦

Telephone

Website

Address


Chittagong
4600

Other Chittagong travel agencies (show all)
Glocal Tours & Travels Glocal Tours & Travels
47/A, Chatteshawri Road, (Beside South Asian School) Chawkbazar
Chittagong, 4203

Travelers of Cox'sbazar - TOC Travelers of Cox'sbazar - TOC
253/A, Baitul Aman Housing Society
Chittagong

We like to travel. Our main target is to show whole Bangladesh in a platform.

Ctg Air Tours & Travels Ctg Air Tours & Travels
Chottogram
Chittagong, 4000

নেভাল ফোর হালদা নদী নেভাল ফোর হালদা নদী
North Madarsha
Chittagong, 4339

ঐতিহ্যবাহী হালদা নদীর পাড়ঘেঁষে তৈরি মনোরম সৌন্দর্য্যের দর্শনীয় স্থান।

Rongdhonu tours Rongdhonu tours
Chittagong, PAHARTOLI-4202

*India visa processing [Tourist visa, medical visa,business visa,entry visa] ,*Air ticket booking,* Indian all hospital doctors appointment * indian hotel booking,*indian visa fee ...

Global Mission tour & travels Global Mission tour & travels
Jalal Plaza, 3rd Floor. Top Of Sadias Kitchen. Muradpur
Chittagong, 4203

Global mission is the world wide branding company. This page is about tour & travels all over the world. We ensure Visa support & tour.

Rafi Travel & Hajj Kafela Rafi Travel & Hajj Kafela
Chandgaon Main Road
Chittagong, 4212

Worldwide Air tickets available.

Rahmat-e-alam hajj kafela Rahmat-e-alam hajj kafela
Nur Jahan Plaza, 2nd Floor, Bahaddarhat, Chattogram
Chittagong, 4212

travel agency

চরাঞ্চল-Charanchol চরাঞ্চল-Charanchol
Ramgati Upazila
Chittagong, 3730LAKSHMIPUR

বৃহত্তর নোয়াখালীর কোল ঘেষে জেগে ওঠা চ?

Picnic/বনভোজন Picnic/বনভোজন
330 Khatun Gonj
Chittagong, 4000

Its good for tourist, to run anyway in Bangladesh

My Room My Room
Zakir Hossain Road
Chittagong

My Room is a website that provides visitors with many more reliable, delicate and appealing hotel rooms and resorts with the chance to enjoy scenic views while catching a glimpse o...