দ্য গ্র্যাজুয়েট রিসোর্সেস এনহেন্সিং সেন্টার বা সংক্ষেপে গ্রেক (GREC) একটি বাংলাদেশী হিতৈষী সামাজিক-ব্যবসায়িক প্রতিষ্ঠান যার প্রধান উদ্দেশ্য বাংলাদেশী গ্র্যাজুয়েট স্টুডেন্টদের বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষায় প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রে স্কলারশিপসহ ভর্তিতে সহযোগিতা করা। যেহেতু আমাদের বাংলাদেশে চারটি শাখা রয়েছে যেগুলোতে আমরা জিআরই, আয়েল্টস, এসএটি প্রভৃতি কোর্স করাই, প্রথম সংজ্ঞায় আমাদের কোচিং সেন্টার হিসাবেই চিনতে সুবিধা হবে। কিন্তু প্রথাগত কোচিং সেন্টার যা করতে পারে না, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে ২০০৮ সাল থেকে সেসব হিতৈষী কর্মকাণ্ড সম্পাদন করে আসছি।
২০০৮ সালে ড. মামুন রশিদ গ্রেকের প্রতিষ্ঠা করেন এবং সে সময় থেকে বাংলাদেশে যাবতীয় কার্যক্রমের প্রধান হিসাবে নেতৃত্বে থাকেন বিলকিস জাহান। ০৮-০৮-০৮ তারিখে মামুন রশিদ ইউএসএ’র টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আসেন। যাত্রাপথে প্লেনের মধ্যেই গ্রেকের প্রাথমিক কার্যক্রম ও ওয়েবসাইটের নকশা সহ সবকিছুর খসড়া তৈরী করা হয়। প্রথম কয়েক মাসে গ্রেকের সকল কাজকর্ম কেবল ওয়েবসাইটে বিনামূল্যে তথ্য বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সে সময় গ্রেকের নাম ছিল জিআরই সেন্টার এবং grecenter.net নামের ওয়েবসাইটের মাধ্যমে সব তথ্য বিতরণ করা হতো। জিআরই সেন্টারের কোর্স ডেভেলপমেন্ট ও লেকচার শীট তৈরী সহ ওয়েবসাইটের সব কাজ মামুন ইউএসএ থেকে করেন এবং কোর্স পরিচালনা, বিপনন ও মানবসম্পদ নিয়ন্ত্রণের সবকিছু বাংলাদেশে বিলকিস জাহান সুনিপুনভাবে পরিচালনা করতে থাকেন। ২০১৭ সাল থেকে গ্রেক এর নতুন ওয়েবসাইট grecbd.com/ ।
বাংলাদেশে এই মুহূর্তে গ্রেকের চারটি শাখা রয়েছে। গ্রেক যাত্রা শুরু করে লালমাটিয়া থেকে। তারপর বনানীতে দ্বিতীয় শাখা স্থাপিত হয়। এরপর কাটাবনে তৃতীয় শাখা হয়, যা পরে সায়েন্স ল্যাবে স্থানান্তরিত হয়। চতুর্থ শাখা হিসাবে ২০১৬ সালে চট্টগ্রাম যাত্রা শুরু করে। ঢাকায় এর পরবর্তী শাখা হিসাবে উত্তরা আমাদের পছন্দের তালিকায় আছে। গ্রেকের প্রধান কার্যালয় হিসাবে বনানী দীর্ঘদিন ব্যবহৃত হয়েছে। বর্তমানে ২০১৬ সাল থেকে লালমাটিয়া সানরাইজ প্লাজা গ্রেকের কর্পোরেট হেড কোয়ার্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে।
গুণগত মান ও জবাবদিহিতার অঙ্গীকার:
সর্বগ্রাহী (exhaustive) গবেষণার মাধ্যমে প্রস্তুতকৃত কোর্সে গ্রেকের একজন দায়িত্বশীল শিক্ষক পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে, মার্জিত পোশাক পরিধান করে, সঠিক সময়ে ক্লাসে প্রবেশ করেন এবং ক্লাসে অবস্থানকালীন সময়ের পূর্ণ সদ্ব্যবহার করেন। তিনি পাঠদানের বিষয়টিকে পবিত্র দায়িত্ব বিবেচনা করে প্রতিটি শিক্ষার্থীর প্রশ্নের উত্তরদানের সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি পিছিয়ে থাকা বা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগী থাকেন। লেকচার শীটে উল্লেখিত সবগুলো বিষয় তিনি ক্লাসে আলোচনা করেন অথবা কিছু অংশ অনলাইন/বাড়ির কাজ হিসাবে প্রদান করেন। ক্লাসরুমের বাইরে তিনি অনলাইন স্টাডি ফোরামের মাধ্যমে স্টুডেন্টদের বিভিন্ন বাড়ির কাজে সাহায্য করেন। ক্লাসে তার মোবাইল বেজে ওঠে না এবং তিনি টেক্সটিং/ব্রাউজিং/ফেইসবুকিং জাতীয় কাজ থেকে বিরত থাকেন। শিক্ষার্থীদের কোন অ্যাসাইনমেন্ট বা কুইজ দিয়ে তিনি ক্লাসেই অবস্থান করে তাদের মনোভাব ও অগ্রগতি নিরীক্ষণ করেন। তিনি অহেতুক বা অপ্রাসঙ্গিক গল্প এড়িয়ে চলেন এবং ক্লাসের জন্য বরাদ্দকৃত সময়ের আগে ক্লাসরুম ত্যাগ করেন না।গ্রেকের একজন দায়িত্বশীল শিক্ষার্থী উপরের কোন একটি বিষয়ে বিচ্যুতি ঘটলে তা সরাসরি কর্তৃপক্ষকে অবহিত করেন। এই পাঁচ ভাবে অভিযোগ জানানো যেতে পারে: (১) শাখা ম্যানেজারকে জানানো, (২) গোলাপী ফিডব্যাক কার্ড ব্যবহার, (৩) অনলাইন অ্যাকাউন্ট এর কোর্স রিভিউ অংশ থেকে (৪) ওয়েবসাইটের About Us অংশে গিয়ে বেনামীতে ফিডব্যাক প্রদান এবং (৫) অভিযোগ বা যে কোন তথ্য সরাসরি সি.ই.ও. কে [email protected] ঠিকানায় ইমেইল দিয়ে জানানো।আপনার মূল্যবান অর্থ ও সময় বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ সেবা বুঝে নেবার দায়িত্ব আপনারই।
গ্রেকের অনলাইন ক্যালেন্ডার:
গ্রেকের কোন শাখায় কবে কি হচ্ছে তা জানার সবচেয়ে ভালো উপায় হলো আমাদের অনলাইন লার্নিং সাইট ওটেস (OTES, Online Tutoring and Examination System) এর ক্যালেন্ডার অংশে চেক করা। এর লিংক: otes.grecbd.com/calendar/ এবং নীচে একটি স্ক্রিনশট দেওয়া হলো। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই ক্যালেন্ডারে প্রথম দুটি নতুন ব্যাচ শুরুর নোটিশ হলেও তৃতীয়টি চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে সেমিনারের তথ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করা প্রতিষ্ঠানসমূহের মধ্যে গ্রেক সবার থেকে এগিয়ে।
অনলাইন টিউটরিং সাইট:
গ্রেকের প্রতিটি স্টুডেন্ট ভর্তির সময় একটি অনলাইন অ্যাকাউন্ট পান, যার সাহায্যে ঘরে বসেও তারা বাড়তি অডিওভিজুয়াল লেসন ও কুইজে অংশ নিতে পারেন। অনলাইন সাইটের লিংক otes.grecbd.com/ (OTES stands for Online Tutoring & Examination System) প্রতিটি স্টুডেন্টের কর্মকান্ড গ্রেক থেকে আমরা এই অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে মনিটর করতে পারি। নীচের ছবিতে জিআরই কোর্সের অনলাইন অ্যাকাউন্টের হোমপেইজ দেখা যাচ্ছে। অনলাইন অ্যাকাউন্টের জন্য স্টুডেন্টদের কোন বাড়তি টাকা দিতে হয় না। ক্লাসরুমে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষণ এবং অনলাইনে অডিওভিজুয়াল লেসন ও কুইজে অংশ নিলে গ্রেকের কোন স্টুডেন্টকে বাইরে থেকে অন্য কিছু পড়তে হবে না, এ বিষয়ে আমরা শতভাগ নিশ্চয়তা প্রদান করি।
বিশ্ববিদ্যালয় সার্চিং টুল “গ্রেক ডাটাবেজ”:
গ্রেকের পক্ষ থেকে বাংলাদেশী স্টুডেন্টদের জন্য তৈরী করা হয়েছে বিশেষ এক ডেটাবেইজ যেখানে কেউ তার নিজস্ব প্রোফাইল দিয়ে তার উপযোগী বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা বের করতে পারবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশী স্টুডেন্ট, গবেষক ও ফ্যাকাল্টিদের তালিকাও এখানে পাওয়া যাবে। নীচের ছবিতে গ্রেক ডাটাবেইজ ম্যানেজার আলমগীর খান লালমাটিয়া কার্যালয়ে গ্রেক ডেটাবেজ বিষয়ে আগত অতিথিদের অবহিত করছেন। ছবিটি গ্রেক ডেটাবেই উদ্বোধনের দিনের। grecdatabase.com/ হলো এই ডাটাবেইজের লিংক।
গ্রেকের ফ্যাকাল্টি:
ফ্যাকাল্টি হিসাবে গ্রেকের বিভিন্ন কোর্সে উচ্চ স্কোরধারী ও অভিজ্ঞ ট্রেইনাররা দায়িত্ব পালন করেন। অভিজ্ঞতায় আমরা দেখেছি ভালো স্কোর ধারী অপেক্ষা ভালো পড়াতে পারার দক্ষতা এবং আন্ত: ব্যক্তিগত সম্পর্ক সুরক্ষা করতে পারেন এমন ব্যক্তিরাই ফ্যাকাল্টি হিসাবে সাফল্য পান। নীচের ছবিতে গ্রেকের ফ্যাকাল্টিদের একটি মিটিং এর মুহূর্ত দেখা যাচ্ছে। ছবিটি লালামাটিয়া শাখায় তোলা।
ট্রেনিং:
শ্রেণিকক্ষে পাঠদানে মানোন্নয়নের অংশ হিসাবে গ্রেকে ফ্যাকাল্টি ট্রেনিংকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। গ্রেকের ফ্যাকাল্টিরা নিয়মিত এ ধরণের ট্রেনিং সেশনে অংশ নিয়ে থাকেন। নীচের ছবিতে গ্রেকের একটি ট্রেনিং সেশনে বনানী শাখার ফ্যাকাল্টি রাতুল সাকিবকে দেখা যাচ্ছে।
ফ্রি স্পোকেন সেবা:
টোফেল বা আয়েল্টস যে কোন পরীক্ষাতেই স্পীকিং অংশে বাংলাদেশী স্টুডেন্টদের বিশেষ দুর্বলতা লক্ষ্য করা যায়। গ্রেক থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি সেবা হলো গ্রেক চ্যাটিং ক্লাব, যার অধীনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শাখায় আগ্রহী স্টুডেন্টদের জড়ো করে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করাই (চ্যাটিং ক্লাবের তথ্য জানা যাবে এখানে)। সাথে সহযোগিতার জন্য থাকেন গ্রেকের একজন ট্রেইনার। গ্রেক চ্যাটিং এর খবর আমাদের অফিসিয়াল পেইজ, গ্রুপ এবং ক্যালেন্ডারে জানিয়ে দেওয়া হয়। তারপর অনলাইনে একটি ফরম পূরণ করে আগ্রহীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করেন এবং নির্ধারিত দিনে যথাস্থানে চলে আসেন। নীচে এরকম একটি গ্রেক চ্যাটিং ক্লাবের সেশনের ছবি দেখা যাচ্ছে।
২৯ গিগাবাইট ম্যাটেরিয়াল ফ্রি ট্রান্সফার:
গ্রেকের ওয়েবসাইটে হায়ারস্টাডির দরকারী বিভিন্ন ম্যাটেরিয়াল ডাউনলোড (লিংক এখানে) করে নেবার ব্যবস্থা থাকলেও একসাথে এক বসায় দরকারী সবকিছু ল্যাপটপে ট্রান্সফার করে নেবার সুযোগ নি:সন্দেহে অনেক ভালো। গ্রেক থেকে মাসে একবার আমরা এরকম একটি ইভেন্টের আয়োজন করি যেখানে যে কেউ ফ্রি অংশ নেন এবং তার ল্যাপটপ নিয়ে আমাদের নির্ধারিত শাখায় এসে দরকারী সব ম্যাটেরিয়াল ট্রান্সফার করে নেন। নীচের ছবিতে এরকমই সবাইকে ল্যাপটপ সহ দেখা যাচ্ছে।
বই প্রকাশনী:
গ্রেক থেকে নিয়মিতভাবে আমরা বিভিন্ন দরকারী বই বের করে থাকি। আমাদের বই বিষয়ক তথ্য এই লিংকে পাবেন। গ্রেকের প্রতিটি শাখায় রয়েছে বই পড়া ও কেনার সুবিধা। নীচের ছবিতে কিছু স্টুন্টেকে গ্রেকের বই পড়তে দেখা যাচ্ছে।
উচ্চশিক্ষা সেমিনার:
হায়ারস্টাডির তথ্য সবার মাঝে পৌছে দেবার অংশ হিসাবে গ্রেক সারা বছর জুড়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও নিজেদের ক্যাম্পাসে সেমিনার, ওয়ার্কশপ বা আড্ডার ব্যবস্থা করে থাকে। এই সেমিনারগুলো সব সময়েই ফ্রি হয়ে থাকে। আমাদের বিভিন্ন সেমিনারের তথ্য পাবেন এই লিংকে, এ ছাড়া আপনি চাইলে আমাদের সেমিনার টিম আপনার ক্যাম্পাসেও উচ্চশিক্ষা সেমিনার আয়োজন করতে পারে, যার তথ্য রয়েছে এখানে। নীচের ছবিতে এমনি একটি সেমিনারের অংশগ্রহণকারীদের একাংশকে দেখা যাচ্ছে।
ফ্রি আয়েল্টস ভিডিও লেকচার:
গ্রেকের পক্ষ থেকে নির্মিত হচ্ছে ৫২ পর্বের আয়েল্টস ভিডিও লেকচার, যা নিয়মিত আমাদের পেইজ ও গ্রুপে পাবলিশ করা হয়ে থাকে। সবগুলো ভিডিও’র তালিকা পাওয়া যাবে আমাদের আয়েল্টস পেইজে, যার লিংক এখানে।
দেশে বেড়াতে আসা অতিথির সাথে আড্ডা:
গ্রেক থেকে আমরা বিভিন্ন সময়ে ইউএসএ বা অন্য দেশ থেকে বেড়াতে আসা বাংলাদেশী গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা ফ্যাকাল্টির সাথে স্টুডেন্টদের অনানুষ্ঠানিক আসরের আয়োজন করি, যাকে সাধারণত: আমরা আড্ডা বলে ডাকি।
দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যায়নরত শিক্ষার্থীদের ভিডিও সাক্ষাৎকার:
ইতিমধ্যে হায়ারস্টাডির জন্য দেশের বাইরে পারি জমিয়েছেন এমন শিক্ষার্থীদের নিয়ে গ্রেকের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে নির্মিত হচ্ছে ‘গ্রেক প্রোফাইল’ শিরোনামে সিরিজ ভিডিও সাক্ষাৎকার। যা গ্রেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল (GREC) থেকে পাবলিশ করা হয়। এরপর তা উচ্চশিক্ষায় আগ্রহী দেশের লাখো শিক্ষার্থীদের জন্য শেয়ার করা হয় আমাদের পেইজ ও গ্রুপে। সবগুলো ভিডিও’র তালিকা পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেলের গ্রেক প্রোফাইল পেইজে, যার লিংক এখানে।