Educare Learning Home Tutor

নতুন আঙ্গিকে আমরা আমাদের এই পেইজটা সং?

25/12/2022

বিসিএস পরীক্ষায় ৩ ক্যাটাগরিতে আবেদন করা যায়। জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, ও
বোথ ক্যাডার।

১। আবেদন করার সময় আপনি যদি জেনারেল ক্যাডারে আবেদন করে থাকেন, তাহলে আপনাকে মোট ৯০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জেনারেল ক্যাডারে যে ৬ টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। তা নিম্নরূপঃ

১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি = ১০০ নম্বর।

প্রতিটি ২০০ নম্বরের পরীক্ষার সময় ৪ ঘণ্টা এবং প্রতিটি ১০০ নম্বরের পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
প্রতিটি বিষয়ে পাশ নম্বর ৫০%।
মজার বিষয় হলো, প্রতিটি বিষয়ে ৫০% মার্ক না পেলেও আপনি লিখিত পরীক্ষায় পাস করবেন।
কীভাবে? ৯০০ নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে ৪৫০ নম্বর পেলেই আপনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
তবে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩০% অর্থাৎ আপনাকে ২০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৬০ নম্বর এবং ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।
এখন কথা হলো, কেউ যদি কোনো বিষয়ে ৩০% এর কম পান তাহলে তিনি কি ফেল করবেন? না, তিনি ফেল করবেন না।
যে বিষয়ে তিনি ৩০% এর কম নম্বর পাবেন সেই বিষয়ের কোন নম্বর ওনার মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।
মনে করুন, কোনো পরীক্ষার্থী সাধারণ বিজ্ঞান পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ২৯ নম্বর পেলেন, তাহলে ওনার এই নম্বর বাকি ৫ টি বিষয়ের মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।
ফলে সাধারণ বিজ্ঞানের এই ২৯ নম্বর বাদেই যদি পরীক্ষার্থী বাকি ৫ টা বিষয়ে ন্যূনতম ৪৫০ নম্বর পান, তাহলে তিনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
২। আপনি যদি টেকনিক্যাল ক্যাডারে আবেদন করে থাকেন, তাহলেও আপনাকে মোট ৯০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। টেকনিক্যাল ক্যাডারে যে ৬ টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের পরীক্ষা দিতে হবে তা নিম্নরূপঃ বিসিএস লিখিত পরীক্ষার নম্বর বন্টন। Distribution of BCS Written Test Number:

১। বাংলা প্রথম পত্র= ১০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর
৬। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

টেকনিক্যাল ক্যাডারেও ৯০০ নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে ৪৫০ নম্বর পেলেই আপনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
তাছাড়া জেনারেল ক্যাডারের জন্য যেসব নিয়ম প্রযোজ্য, টেকনিক্যাল ক্যাডারের জন্যও একই নিয়ম প্রযোজ্য।
৩। আপনি যদি উভয় (জেনারেল ও টেকনিক্যাল) ক্যাডারের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাকে মোট ১১০০ নম্বরের পরীক্ষায়অংশ নিতে হবে। বোথ ক্যাডারে যে ৭ টি বিষয়ের ওপর ১১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে তা নিম্নরূপঃ বিসিএস লিখিত পরীক্ষার নম্বর বন্টন। Distribution of BCS Written Test Number:

১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি= ১০০ নম্বর
৭। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

যারা শুধু জেনারেল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য পরীক্ষা দেবেন, তাঁরা ৯০০ নম্বরের পরীক্ষা দেবেন এবং ৪৫০ নম্বর পেলেই ভাইভার জন্য নির্বাচিত হবেন।
কিন্তু বোথ ক্যাডারদের তো ১১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সে ক্ষেত্রে তাদের পাস নম্বর কত হবে?
বোথ ক্যাডারের ক্ষেত্রে প্রথমে নিম্নোক্ত বিষয়গুলোর ৯০০ নম্বর বিবেচনায় নেওয়া হবে।
এই ৯০০ নম্বরের মধ্যে প্রার্থী যদি ৪৫০ নম্বর পান, তাহলে তিনি জেনারেল ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হবেন।
১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি= ১০০ নম্বর

এরপর উপরে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে থেকে বাংলা দ্বিতীয় পত্র এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির মোট ২০০ (১০০+১০০) নম্বর বাদ দিয়ে এগুলোর পরিবর্তে স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ের ২০০ নম্বর যোগ করুন।
এবার নিম্নোক্ত বিষয়গুলোর ৯০০ নম্বরের মধ্যে প্রার্থী যদি ৪৫০ পান, তাহলে তিনি টেকনিক্যাল ক্যাডারের ভাইভার জন্য নির্বাচিত হবেন।
১। বাংলা প্রথম পত্র= ১০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

এভাবে যদি তিনি একই সঙ্গে জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হোন, তাহলে তিনি বোথ ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হবেন।
বোথ ক্যাডারে আবেদন করে ১১০০ নম্বরের পরীক্ষা দিয়ে টেকনিক্যাল পরীক্ষায় (স্নাতকে পঠিত বিষয়) ফেল করলেও আপনার মোট নম্বর যদি ৫৫০ নম্বর হয়, তাহলে আপনি বোথ ক্যাডারেই পাস করবেন।
আর ৪৫০ নম্বর হলে শুধু জেনারেল ক্যাডারে পাস করবেন।
এভাবে বোথ ক্যাডারে আবেদন করে শুধু টেকনিক্যাল ক্যাডারেও পাস আসা সম্ভব।
তবে একটা কথা মনে রাখবেন, সব পরীক্ষায় আপনাকে উপস্থিতি নিশ্চিত করতেই হবে।
তাহলেই আপনি সফল হবেন।

26/10/2022

** বিসিএস পরীক্ষায় কার্যকরী প্রস্তুতি হিসাবে "আন্তজার্তিক বিষয়াবলি" নিয়ে কিছু কথা **
যেহেতু আমি নিজেও বিসিএস প্রস্তুতি নিচ্ছি তাই একজন সিনিয়র কিংবা উপদেশদাতা হিসাবে নয়, বরং একজন জব প্রার্থী বন্ধুর শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের "আন্তজার্তিক বিষয়াবলির" প্রস্তুতিটা কিভাবে সুপরিকল্পিতভাবে নেওয়া যায় তার ছোট একটা সারমর্ম আপনাদের কাছে তুলে ধরলাম। কেননা আমি মনে করি অন্য জব প্রার্থী বন্ধুকে সহায়তা করার জন্য বিসিএস ক্যাডার হওয়া লাগে না বরং দরকার একটা সুন্দর মানসিকতা।
** ৪০,৪১,৪৩,৪৪ তম বিসিএস পরীক্ষায় আন্তজার্তিক অংশে পিএসসি নির্ধারিত ৫টি অধ্যায় থেকে ২০টি করে মোট ৮০টি প্রশ্ন আসে। খুব ভালোমতো প্রশ্নগুলো দেখলে বোঝা যায়, এই চারটি বিসিএস পরীক্ষায় প্রায় কিছু কমন টপিক থেকে প্রতিবার প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোকে ৫টি ভেরিয়েশন আকারে উপস্থাপন করলে হয় -
** ১ম ভেরিয়েশন - (এশিয়া ও ইউরোপ মহাদেশ)
এই অংশে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, ৪৪ বিসিএস এ ২০টির মধ্যে ৫টি, ৪৩ বিসিএস এ ২০ টির মধ্যে ৬টি, ৪১ বিসিএস এ ২০টির মধ্যে ৩ টি এবং ৪০ বিসিএস এ ২০টির মধ্যে ৫টি আসতে দেখা যায়। অতএব প্রায় ২৫% প্রশ্ন এই ভেরিয়েশন থেকে হয়। এই ভেরিয়েশনের এশিয়া ও ইউরোপ মহাদেশের সাথে কিছু গুরুত্বপূর্ণ সভ্যতার নিদর্শন পড়লে আরও ১ মার্কস কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারন তিনটি বিসিএস পরীক্ষায় ১টি করে প্রশ্ন আসতে দেখা গেছে।
** ২য় ভেরিয়েশন ( বিভিন্ন ধরনের চুক্তি, প্রণালী এবং বিরোধপূর্ণ অঞ্চল)
এই অংশে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, এখান থেকে শেষ তিনটি বিসিএস এ, প্রায় ২/৩/৪টি প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই অংশে একটু কষ্ট করলেই ২-৩ মার্কস সহজে তোলা যায়।
** ৩য় ভেরিয়েশন ( আন্তজার্তিক সংগঠন)
বর্তমান সময়ের প্রশ্ন বিবেচনায় নিলে এই ভেরিয়েশনের গুরুত্ব অপরিসীম। কেননা ৪৪ তম বিসিএস এ ২০টির মধ্যে প্রায় ৮টি প্রশ্ন এখান থেকে আসে যা মোট প্রশ্নের ৪০%। আগের তিনটি বিসিএস এ এই টপিক থেকে ৪/৫টি করে প্রশ্ন এসেছে, এতেই বোঝা যায়, বর্তমান প্রশ্ন বিবেচনায় কতটা গুরুত্বপূর্ণ ভেরিয়েশন এটি। এই অংশে, জাতিসংঘ ও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বেশ গুরুত্বপূর্ণ।
** ৪র্থ ভেরিয়েশন ( পরিবেশগত ইস্যু যেমন পরিবেশগত সম্মেলন, কনভেনশন ও সংগঠন, COP)
এই অংশের জন্য, বর্তমানে COP এবং পরিবেশগত সংগঠন বেশ গুরুত্বপূর্ণ কেননা এই দুইটি অংশ থেকে কমপক্ষে ২টি প্রশ্ন আসতে পারে ; তবে ৪৪তম বিসিএস এ ৩টি প্রশ্ন আসতে দেখা যায়।
** ৫ম ভেরিয়েশন ( সাম্প্রতিক ও চলমান ঘটনা)
এই অংশ থেকে প্রতিবার ১/২টি প্রশ্ন আসে। চলমান ঘটনাবলি নিয়ে ধারনা থাকলে এই অংশ থেকে অনায়েসে ১ মার্কস তোলা যায়।
** তাছাড়া বিভিন্ন ধরনের যুদ্ধ-বিগ্রহ, কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা, গেরিলা সংগঠন, বিভিন্ন ধরনের আন্তজার্তিক জোট সম্পর্কে ধারনা নেওয়া থাকলে প্রশ্ন কঠিন হলেও খুব সুন্দরভাবে দিয়ে আসা যাবে। এর সাথে বিগত বছরগুলোর বিসিএস প্রশ্ন ভালোমতো ব্যাখাসহ পড়লে ঔইখান থেকেও কিছু প্রশ্ন হুবহু আসবে।
** প্রস্তুতি শুরুর পদ্ধতি -
এটা মানুষভেদে নির্ভর করে। তবে প্রথমে ২য় ও ৩য় ভেরিয়েশন, তারপর ৪র্থ ও ৫ম এবং সবশেষে, ১ম ভেরিয়েশন এবং ৫ম ভেরিয়েশনের নিচে যে টপিক বলা হয়েছে সেগুলো ক্রমানুযায়ী পড়লে প্রস্তুতি অনেকটা গুছানো হবে বলে মনে করি। কারন ১ম ভেরিয়েশনের পড়া অনেক, তাই এই অংশ দিয়ে পড়া শুরু করলে এত পড়া দেখে অনেকে আশাহত হয়ে পড়তে পারেন। তাই আন্তজার্তিক এর মত কঠিন বিষয়ে উপরে উল্লেখ করা ভেরিয়েশন ও টপিক অনুযায়ী প্রস্তুতি নিলে সৃষ্টিকর্তার রহমতে ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না।
** হয়তো অনেকেরই কাছে আন্তজার্তিক বিষয়াবলি বিষয়টি কঠিন মনে হয় এবং অনাগ্রহতা থাকে - আর এমনটা হওয়া খুবই স্বাভাবিক। তবে একবার যদি নিজের উপর নিজের আত্নবিশ্বাস থাকে যে আপনি পারবেন, তাহলে দেখবেন আপনি ঠিকই পারছেন। তাই ভয় না পেয়ে পজিটিভাবে ও সুপরিকল্পিতভাবে ভেরিয়েশন-টপিক ভিওিক প্রস্তুতি নেন, দেখবেন আপনিও একদিন আন্তজার্তিক এ অনেক ভালো হয়ে উঠবেন এবং আন্তজার্তিক বিষয় যে একটু বিবেচনা করে পড়লে যে ভালো করা যায় তা বুঝতে পারবেন। ঠিক সেই দিনটা সবার খুবভালো মতো আসুক এই কামনা করি সৃষ্টিকর্তার নিকট । 🥰🥰

22/10/2022

এবং Participle চেনার সহজ উপায় ।
Note:পারলে participle না পারলে Gerund.

Example : Swimming pool এখানে কি pool সাতার কাটতে পারে? না পারে না সুতরাং swimming Gerund হবে।

এবার দেখুন Flying Bird এখানে Bird উড়তে পারে সুতরাং Flying Participle হবে।

এই সহজ সুত্র দিয়ে আশা করি সবাই এখন সহজেই সমাধান করতে পারবেন।

05/10/2022

#এভাবে_ধারাবাহিকভাবে_পড়লে_মনে_থাকবে :

❖ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা - চন্দ্রগুপ্ত মৌর্য।
❖ মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা - সম্রাট অশোক।
❖ মৌর্য বংশের রাজধানী - পাটালিপুত্র।
❖ মৌর্য বংশের সর্বশেষ রাজা - বৃহদ্রথ।
❖ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা - প্রথম চন্দ্রগুপ্ত।
❖ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা - দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
❖ গুপ্ত বংশের শেষ রাজা - স্কন্দর গুপ্ত।
❖ পাল বংশের প্রতিষ্ঠাতা - গোপাল।
❖ পাল বংশের শ্রেষ্ঠ রাজা - ধর্মপাল।
❖ পাল বংশের রাজধানী - পাহাড়পুর/সোমপুর।
❖ পাল বংশের সর্বশেষ রাজা - গোবিন্দনাথ পাল/মন পাল।
❖ সেন বংশের প্রতিষ্ঠাতা - হেমন্ত সেন।
❖ সেন বংশের শ্রেষ্ঠ রাজা - বিজয় সেন।
❖ সেন বংশের রাজধানী - নবদ্বীপ, নদীয়া।
❖ সেন বংশের সর্বশেষ রাজা - লক্ষণ সেন/কেশব সেন

সংগৃহিত ও পরিমার্জিত

20/09/2022

SSC Examination -2022 (suggestion)
General math
SSC 2022 || General Math
Super Suggestion

20/09/2022

#প্রিলি ফেলের কারন এবং পাশের কিছু উপায়।
আমি নিজে কেন প্রিলি ফেল করেছি আবার কিভাবে নিজের ভুল শুধরে পরের প্রিলি উত্তীর্ণ হলাম,সেটাই বলব।আশা করছি কেউ না কেউ উপকৃত হবেন।
৪০তম প্রিলির প্রিপারেশন আমার ভালো ছিল। বইগুলো সব মোটামুটি আয়ত্তে,কিন্তু মডেল টেস্টে মনমত নাম্বার উঠছিল না।সবই পড়ি, এক্সাম হলে দেখি কমন আসছে না। প্রিলি দেবার পর দোটানায়,কনফিডেন্স নিয়ে বলতে পারিনা পাস করবো, আবার খুব খারাপ ও দিইনি এক্সাম। পরে দেখি ফেল।
ফেল করার পর চিন্তায় পড়ে গেলাম।এত ভালো প্রিপারেশন নিয়েও ফেল কেন? সেগুলো বের করে ভুল শুধরালাম,আলহামদুলিল্লাহ ৪১ এ পাস আসলো,পরীক্ষার হলেই শিউর ছিলাম পাস আসবে।যে ভুলগুলো আমি ঠিক করিঃ
১)টপিক ভিত্তিক পূর্নাংগ প্রিপারেশনঃযে কোনো টপিকের প্রিপারেশন পূর্নাংগ ভাবে নিতে হবে। আমি বাংলার জন্য প্রফেসর এর বই শেষ করে ভাবতাম প্রিপারেশন শেষ,কিন্তু অন্য বইগুলিতে প্রচুর পড়া বাকি আছে।ভুলটা ধরতে পেরে এমপিথ্রি,সৌমিত্র শেখর এসব কালেক্ট করে,টপিক ধরে ধরে সব বই বারবার শেষ করলাম।
২) ডেইলি ১ নম্বর সিকিউর করাঃএটা শামীম স্যারের আইডিয়া।উনি একদিন এই গ্রুপেই প্ল্যান দিলেন প্রতিদিন এটলিস্ট ১ নম্বর যেন সিকিউরড হয়, সেই টার্গেট ধরে পড়ে সিলেবাস শেষ করতে। সিলেবাস ডায়েরিতে টুকে রাখতাম, শেষ হলে ডান লিখতাম।কনফিডেন্স বাড়তো। যেমনঃ প্রাচীন যুগ থেকে ১ নাম্বার তো এটলিস্ট আসবেই, সবগুলো বই থেকে প্রাচীন যুগ শেষ করতাম,সেটার উপর মডেল টেস্ট দিতাম দিন শেষে।
৩) প্রচুর পরীক্ষা দেয়াঃ যত বেশি পরীক্ষা দিবেন,কনফিউশন দূর হবে,নতুন প্রশ্ন জানা হবে।যদি নতুন প্রশ্ন পরীক্ষাতে আসতো, যেটা আমার বইয়ের বাইরে,সেটা বইয়ে টুকে রাখতাম।এরকম করতে করতে বইয়ের বাইরের অনেক গুরুত্বপূর্ণ ইনফো জানা হল। ডেইলি ৪-৫টা গ্রুপে এক্সাম দিতাম,কিছু ফ্রিতে, কিছু টাকা দিয়ে।এক্সাম বেশি দেয়ার কারনে এক্সাম হলে মাথা ঠান্ডা রেখে এক্সাম দেয়াটাও সহজ হল।
৪) নিজের উইক পয়েন্টে নাম্বার তোলাঃ আমি ইংলিশ গ্রামার কিছুই পারিনা,তাই এটার প্রিপারেশন কখনো নিতাম না।পরে ভেবে দেখলাম এটলিস্ট দুই থেকে তিন নাম্বার পেলেও তো মন্দ না,চেষ্টা করি।কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়লাম,বারবার মডেল টেস্ট দিলাম,কিছু বিষয়ে সমস্যা কাটলো।মোটামুটি গ্রামারে ভালোই আয়ত্ত্ব আসলো।
আমার সাথে সবার মিল থাকবেনা,একেকজনের সমস্যা একেকরকম।নিজের ভুলগুলো শুধরে নিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ।
সবার জন্য শুভকামনা❤
কার্টেসি : আয়েশা মারিয়াম

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chittagong
4000

Other Educational Consultants in Chittagong (show all)
Indoor Coaching Center Indoor Coaching Center
Near Halishahar Ahmed Mia City Corporation Girls' High School, Salt-Gola Crossing Road, 38no. Ward, South-Middle Halishahar, Bandar
Chittagong

A place for enlightening yourselves

Nexon Academic Care Nexon Academic Care
Chowmoni, Agrabad
Chittagong

An investment in knowledge pays the best interest. – ...

CreDit University Admission Coaching CreDit University Admission Coaching
বি. কে টাওয়ার (নিচ তলা), লালচাঁন্দ রোড, গুলজার মোড়, চট্টগ্রাম
Chittagong, 4203

A University Admission Coaching.

Easy Study With Sabuj Easy Study With Sabuj
Chittagong, 4000

Math,Physics, Biology, Chemistry, Bangla,English, GK,IQ •SSC •HSC •Admission

Southern Global Education Southern Global Education
ROAD NO-07, O. R. NIZAM ROAD. GEC. Circle. CHITTAGONG
Chittagong

STUDY IN -UK.AUSTRALIA.CANADA.EUROPE.ASIA. ALL-UNIVERSITY ADMISSION.

Social work  Nhmgdc Social work Nhmgdc
Nangolkot
Chittagong

Academic update information

BBA 1st year managment Govt Commerce college,ctg BBA 1st year managment Govt Commerce college,ctg
Agrabad, Chittagong
Chittagong

Dexterous  Freelancer Academy Dexterous Freelancer Academy
Chittagong, 4200

This page is to serve you with 1.Digital Marketing Course. 2.Basic Computer. 3.Spoken English. 4.Graphics Designing Build a freelancing career with us with confidence and trust.

Unidara Prospect Unidara Prospect
Chittagong

We provide SOP, Fund Explanation & all other visa documentation services. We ensure the best service.

BRAC Bank Young Leaders’ Program 2021 Preparation. BRAC Bank Young Leaders’ Program 2021 Preparation.
Halima Mansion, Baraipara, Bhaddarhat, Chattogram
Chittagong

A page with a full package of job notification services of all govt. and private jobs. You will get all job circulars and relevant information regularly. You will also be benefited...

CADET CARE Chittagong Branch.g CADET CARE Chittagong Branch.g
Road 02, House 01, Block H, Halishahar Housing Estate
Chittagong, 4216

সুপ্ত মেধার বিকাশ ঘটাতে ক্যাডেট ভর্তির সর্ববৃহৎ Coaching Center "Cadet Care Bangladesh"halishar Br.

ইছাপুর ফয়জিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা Isapur Madrasah ইছাপুর ফয়জিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা Isapur Madrasah
Hathazari
Chittagong, 4330

ইছাপুর ফয়জিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা Isapur Madrasah