Abdullah Al Faruk

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdullah Al Faruk, Social service, Cox's Bazar.

Photos from Abdullah Al Faruk's post 12/12/2023

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে নিম্ন আদালতে সরকারের ফরমায়েশি ও ন্যায়ভ্রষ্ট রায়ে সাজা প্রদানের প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

10/12/2023

শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার তীব্র নিন্দা জানাই।

16/11/2023

ফ্যাসিবাদী সরকারের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দ ভাই।

আলহামদুলিল্লাহ

16/11/2023

এমন বাংলাদেশ-ই কি আমরা চেয়েছিলাম?

Photos from Abdullah Al Faruk's post 15/11/2023

অবৈধ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
অবৈধ তফসিল প্রত্যাখ্যান করে ঢাকাতে ডঃ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে মহানগরী উত্তর জামায়াতের মিছিল।

15/11/2023
15/11/2023

#অবৈধ তফসিল মানিনা মানবো না ।

মির্জা ফখরুলকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে: জামায়াত 29/10/2023

https://www.dhakatimes24.com/2023/10/29/328954

মির্জা ফখরুলকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে: জামায়াত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যায়ভাবে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলাম...

Photos from Abdullah Al Faruk's post 20/10/2023

এডমিন পোস্ট:-
ভোটাধিকার ও গণতন্ত্র পূণরুদ্ধার না করে জামায়াত ঘরে ফিরে যাবে না।
ডুলহাজারা জামায়াতের কর্মী সম্মেলনে সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

অদ্য ২০শে অক্টোবর সকাল ১১টায় ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, কক্সবাজার শহর আমীর, সাবেক ছাত্রনেতা ও চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। নির্দলীয় কেয়ারটেকার সরকার ব্যবস্থা ব্যতীত এদেশে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুতরাং অনতিবিলম্বে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংযোজন করতে হবে। তিনি আরো বলেন, জুলুম নির্যাতন চালিয়ে, গ্রেফতার করে মুক্তকামী জনতার আন্দোলনকে দমন করা যাবে না। ভোটাধিকার ও গণতন্ত্র পূণরুদ্ধার না করে জামায়াতের কর্মীরা ঘরে ফিরে যাবে না। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা সাবের আহমদ, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, মাওলানা শহীদুল ইসলাম, জননেতা মাওলানা গিয়াস উদ্দিন, ছাত্রনেতা আব্দুর রশিদ প্রমুখ। প্রোগ্রামে সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জমির উদ্দিন।

15/10/2023

এডমিন পোস্ট:-
১৪ই অক্টোবর বি.এম চর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চকরিয়া পেকুয়া আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

13/10/2023

ফিলিস্তিনি এই শিশুর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে! মাবুদ আপনি ফিলিস্তিনের এই অবোধ শিশুর আর্তনাদকে কবুল করে নিন। আমীন।।

Photos from Abdullah Al Faruk's post 08/10/2023

এডমিন পোস্ট:-
চকরিয়ার ভয়াবহ বন্যায় গত ৭ই আগষ্ট বমুবিলছড়ি ইউনিয়ন ২ নং ওয়ার্ড মাইজপাড়ার মুহাম্মদ জামাল উদ্দিনের ছেলে সাইদুল হক (১৫) বন্যার পানিতে ভেসে গিয়ে মৃত্যবরণ করেন। মৃত সাইদুলের পরিবারের খোঁজখবর নিতে গত ৩০শে সেপ্টেম্বর ছুটে যান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, কক্সবাজার শহর আমীর, ছাত্র শিবিরের প্রাক্তন জেলা সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা সাবের আহমদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, বমুবিলছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী নোমানী, মাষ্টার ফিরোজ আহমদ, মোহাম্মদ শফি প্রমুখ। এ সময় মরহুম সাইদুল হক এর পিতা জামাল উদ্দিনের কাছে জননেতা আব্দুল্লাহ আল ফারুক ২০,০০০ টাকা নগদ অনুদান প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

28/09/2023

বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসুল (সা:)

Photos from Abdullah Al Faruk's post 22/09/2023

বরইতলী ইউনিয়ন (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল ২২শে সেপ্টেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরইতলী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা সাবের আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ মহসিন, উপজেলা সেক্রেটারি সৈয়দ করিম। আরো বক্তব্য রাখেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুর, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক নেতা শরীফুল আমীন, মাওলানা সিরাজুল হক, মাষ্টার গিয়াস উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি গোলাম হাসিব মোস্তফা সাকি, ছাত্রনেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদপ্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার নেই। দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তিনি বলেন, দেশের মানুষ ও আন্তর্জাতিক মহলের দাবী একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন। এই রকম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া সম্ভব নয়।আওয়ামী সরকারের অধীনে কোন নির্বাচনে জনগণের আস্থা নেই। সুতরাং অনতিবিলম্বে সংবিধানে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ব্যবস্থা নিতে হবে। জনগণ এই দাবী আদায় না করে আর ঘরে ফিরে যাবে না।

Photos from Abdullah Al Faruk's post 04/09/2023

এডমিন পোস্ট:-
গত ৭ই আগষ্ট,২০২৩ চকরিয়ার হারবাং ইউনিয়নে বন্যার পানির স্রোতে পড়ে গিয়ে নিহত শাহাজাদা আলালের বৃদ্ধ মাকে ২০,০০০ টাকা অর্থ সহায়তা দেন চকরিয়া-পেকুয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। এ সময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা সাবের আহমদ, ভারপ্রাপ্ত উপজেলা আমীর মুহাম্মদ মুসা, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ, সেক্রেটারি জুনাইদ সিকদার প্রমুখ।

Photos from Abdullah Al Faruk's post 24/08/2023

"আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহবল করতে পারেনি।"
পেকুয়ার মজলুম ভাইদেরকে আল্লাহ তাআলা হিম্মত বাড়িয়ে দিন ও হেফাজত করুন।

29/07/2023

২০২৩ ইংরেজি সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

(আব্দুল্লাহ আল ফারুক)
আমীর,
কক্সবাজার শহর জামায়াত
জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)।

Photos from Abdullah Al Faruk's post 22/07/2023

জটিল রোগে আক্রান্ত মাইজঘোনার দলিলুর রহমানের শয্যাপাশে এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ
চকরিয়া শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দলিলুর রহমান জটিল রোগে আক্রান্ত হলে ২২জুলাই (শনিবার) রাতে তাঁর বাসায় দেখতে যান কক্সবাজার শহর জামায়াতের আমীর ও (চকরিয়া-পেকুয়া) কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুখ। এ সময় আরো উপস্থিত চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, যুবনেতা ইব্রাহিম রাজা ইভু ও ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মুসা ইবনে হোছাইন বিপ্লব প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ দলিলুর রহমানের খোঁজ খবর নেন ও রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
এডমিন পোস্ট।

Photos from Abdullah Al Faruk's post 22/07/2023

Admin. post:-

নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
চকরিয়া-পেকুয়ার দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া-পেকুয়া অঞ্চলের দায়িত্বশীলদের এক সমাবেশ ২২জুলাই জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন ও ২০১৮ সালের নিশি রাতের নির্বাচনের মাধ্যমে তা দেশ ও দুনিয়ার কাছে স্পষ্ট হয়েছে।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার পূনর্বহালের দাবীতে চলমান আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ করে আরো দূর্বার ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর আমীর ও চকরিয়া পেকুয়া সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মু. হেদায়েত উল্লাহ।
এতে আরো বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরি থানা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাস্টার মোহাম্মদ মুসা, চকরিয়া উপজেলা সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ ফারুকী, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মুসা ইবনে হোসাইন বিপ্লব, চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী ছৈয়দ করিম, মাতামুহুরি থানা সেক্রেটারী হুসনে মোবারক, পেকুয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী দিদারুল ইসলাম ও যুবনেতা ইব্রাহিম রাজা ইবু।

Photos from Abdullah Al Faruk's post 14/07/2023

চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর Abdullah Al Faruk
এডমিন পোস্ট।

09/07/2023

পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য ও দৈনিক নয়া দিগন্তের পেকুয়া প্রতিনিধি মোঃ সাফওয়ানুল করিমের পিতা মাস্টার মুবিনুল হক (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ ৯ জুলাই ২০২৩ইংরেজি ভোর ৩ টা ৪৫ মিনিটে ৮০ বৎসর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।
আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান মাবুদ মরহুমের জীবনের সকল গুনাহখাতা ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নিন। আমীন।।

Photos from Abdullah Al Faruk's post 03/07/2023

লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন, ২০২৩।

Photos from Abdullah Al Faruk's post 25/06/2023

গতকাল ২৪ জুন হারবাং ও বরইতলি ইউনিয়ন জামায়াতে ইসলামীর পৃথক দুটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

24/06/2023

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
প্রিয় চকরিয়া পেকুয়াবাসী সহ দেশ ও প্রবাসের সকল ভাই-বোন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।।

22/06/2023

চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনপ্রিয় জননেতা আমার প্রিয় আরিফুর রহমান চৌধুরী মানিক ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শারিরীক কিছু জটিল রোগে ভোগছিলেন এবং বিগত কিছুদিন চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
মহান আল্লাহ আমাদের প্রিয় মানিক ভাইকে শেফায়ে আজেলা কামেলা বখশিশ করুন। সকলের নিকট মানিক ভাইয়ের জন্য দোয়া চাই।

20/06/2023

People want the freedom to eat rice, fish & meat.

জামায়াতে ইসলামীর চকরিয়া-পেকুয়া আসনে প্রার্থী ঘোষণা 18/06/2023

https://bhorer-dak.com/details.php?id=220799&fbclid=IwAR0ilV0dSfkecQ3enFMtnIeS0myUVSZvR6TtM5Gu8bTeJ_CvwyaQEQNJ8wA

জামায়াতে ইসলামীর চকরিয়া-পেকুয়া আসনে প্রার্থী ঘোষণা চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চকরিয়া-পেকুয়া আসনে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে।১৬ জুন (শ.....

21/04/2023

Eid Mubarak to All....

01/02/2023

নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর।

10/12/2022

Morocco

30/10/2022

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলার সাবেক আমীর, মহেশখালী কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাবের আহমদ চৌধুরী আজ রাত ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
জাবের ভাই খুব অমায়িক মানুষ ছিলেন। বলতে গেলে অনেক কিছুই লিখতে হবে। উনার অনেক স্মৃতি আমার চোখে জ্বলজ্বল করে ভাসছে।
গত ফেব্রুয়ারিতে উনার মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য তিনি দুবার এসেছিলেন। ১১ই ফেব্রুয়ারী কলাতলীর 99 Club এ আমি, আমার মেয়ে ও ছেলে বিয়েতে অংশগ্রহণ করেছিলাম।
জাবের ভাই একজন গণ সম্পৃক্ত নেতা ছিলেন। তার বিদায়ে আমরা অত্যন্ত শোকাহত।
মহান আল্লাহ মরহুমের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন ও সকল দ্বীনি খেদমত কবুল করুক। আমীন।

Photos from Abdullah Al Faruk's post 26/10/2022

চকরিয়া উপজেলা (উত্তর) জামায়াতের সংগ্রামী আমীর আমাদের প্রিয় দায়িত্বশীল মাওলানা সাবের আহমদকে দেখতে হাসপাতালে আমি ও Jahedul Islam Noman ভাই। তিনি গেল ১০ দিন ধরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পায়ের মাসলে ইনফেকশন এখন অনেকটা ইম্প্রুভ হয়েছে। মহান আল্লাহ উনাকে শেফায়ে আজেলা কামেলা নসীব করুন। আমীন।

27/09/2022

#আল্লামা_ড_ইউসুফ_আল_কারযাভির_ইন্তিকালে_গভীর_শোক_প্রকাশ

বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার الشيخ يوسف القرضاوي আল্লামা ড. ইউসুফ আল-কারযাভির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর Dr. Shafiqur Rahman ২৬ সেপ্টেম্বর ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “আজীবন মাজলুম বিশ্ব ইসলামী আন্দোলনের কিংবদন্তি, অভিভাবক ও বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার আল্লামা ড. ইউসুফ আল-কারযাভি ২৬ সেপ্টেম্বর মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মূলত বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলন ইখওয়ানুল মুসলিমীনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আধুনিক উদ্ভূত নানা জটিল সমস্যার সাবলীল ও গভীর ইজতিহাদভিত্তিক সমাধানমূলক শতাধিক গবেষণা-গ্রন্থের রচয়িতা। তাঁর গ্রন্থগুলো প্রকাশের পরপরই পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে জ্ঞানী, গবেষক, বোদ্ধামহল ও সাধারণ মানুষের কাছে সেগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। আমি তাঁর ইন্তিকালে গভীরভাবে শোকাহত।

শোকবাণীতে তিনি আরো বলেন, মুসলিমদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠনের সাথে সক্রিয়ভাবে নিজেকে জড়িয়ে রেখেছিলেন শায়খ কারযাভি। তিনি মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স-এর সাবেক চেয়ারম্যান ছিলেন। একইসাথে জর্ডানের রয়্যাল অ্যাকাডেমি ফর ইসলামিক কালচারাল অ্যান্ড রিচার্জ, ইসলামী সম্মেলন সংস্থা, রাবেতা আল-আলম আল-ইসলামী এবং ইসলামিক স্টাডিজ সেন্টার-অক্সফোর্ড এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আয়ারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউরোপিয়ান কাউন্সিল ফর ফাতওয়া অ্যান্ড রিচার্স-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মিসরের ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট অব ইমাম-এর পরিদর্শক হিসেবে কর্মজীবনে পদার্পণ করেন শায়খ ইউসুফ কারযাভি। ১৯৭৭ সালে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ে ‘শরীয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের প্রতিষ্ঠাকালীন ডীন নিযুক্ত হন। ১৯৯০ পর্যন্ত তিনি এখানে কর্মরত থাকেন এবং একই বছর তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘সীরাত ও সুন্নাহ গবেষণা কেন্দ্র’। ১৯৯২ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের ‘সীরাত ও সুন্নাহ গবেষণা কেন্দ্রের ডিরেক্টর হিসেবে পুনরায় কাতার ফিরে আসেন।

শোকবাণীতে তিনি বলেন, প্রসিদ্ধ একজন শিক্ষক হিসেবে তাঁর হাতে অসংখ্য দাঈ ইলাল্লাহ, ইসলামিক স্কলার এবং দ্বীন প্রতিষ্ঠার সুযোগ্য নেতা-কর্মী গড়ে উঠেছেন। তাঁরা আরব জাহানের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে ইসলামের আলো ছড়াচ্ছেন। তিনি ছিলেন মাজলুম মুসলমানদের হৃদয়ের বন্ধু এবং জুলুমের বিরুদ্ধে আপোষহীন কন্ঠ। তিনি তাঁর কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে বিশ্বের কোটি কোটি মুক্তি পাগল মুসলমানদের অন্তরে বেঁচে থাকবেন।

তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর এ গোলামের জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করুন, মানবিক ত্রুটি-বিচ্যুতিগুলো মেহেরবানী করে ক্ষমা করুন এবং আল্লাহ রাব্বুল আলামীন তাঁর রহমতের ফিরিস্তাদেরকে তাঁর খালেছ গোলাম আল্লামা ড. ইউসুফ আল কারযাভী রাহিমাহুল্লাহর সঙ্গী বানিয়ে দিন। চূড়ান্ত পুরষ্কার হিসেবে আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। মরহুমের পরিবার-পরিজন, প্রিয়জন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল আতা করুন, আমীন।”

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি Dr. Syeed Abdullah Muhammad Taher আল্লামা ড. ইউসুফ আল-কারযাভির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেন, “তিনি মুসলিম বিশ্বের একজন অভিভাবক ছিলেন। ইসলামী জ্ঞানচর্চা ও ইসলামের মহান আদর্শ প্রচারের পাশাপাশি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। শত জুলুম-নির্যাতন, প্রলোভন উপেক্ষা করে তিনি তাঁর আদর্শ ও কর্তব্যে অটল ছিলেন। তাঁর ক্ষুরধার লেখনি মুসলিম উম্মাহকে আলোড়িত করেছে। তিনি ছিলেন সমকালীন সময়ের একজন কিংবদন্তি। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর এ গোলামকে আবরার বান্দাদের মধ্যে কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। তাঁর শোকাহত স্বজনদের এবং সহকর্মীদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল দান করুন। আমীন।”

22/09/2022

অভিনন্দন! বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে সে। মহান আল্লাহ তাঁকে কবুল করুন। তাকরিম এবং তাঁর পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা রইল।

Want your organization to be the top-listed Government Service in Cox's Bazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার তীব্র নিন্দা জানাই।
ফিলিস্তিনি এই শিশুর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে! মাবুদ আপনি ফিলিস্তিনের এই অবোধ শিশুর আর্তনাদকে কবুল করে নিন। আমী...

Category

Website

Address


Cox's Bazar
4700

Other Social Services in Cox's Bazar (show all)
হিউম্যান হ্যান্ড অফ হেল্পিং বাংলাদেশ হিউম্যান হ্যান্ড অফ হেল্পিং বাংলাদেশ
Cox's Bazar, 4700

Our main purpose is to serve the people and help the helpless people

Md.Abdullah Md.Abdullah
Cox's Bazar, 4770

''হীনমন্যতা পরিহার করে মানুষকে ভালোবাসুন''

EcoSec Cxb EcoSec Cxb
Bangladesh Red Crescent Society (BDRCS)
Cox's Bazar

দ্বীপ-আলো সংঘ "Dwip-Alo Sangh" দ্বীপ-আলো সংঘ "Dwip-Alo Sangh"
Anderghona, Kalarmarchara, Moheshkhali
Cox's Bazar, 4710

মানবতা যেখানে বিপন্ন আমাদের হাত সেখানে সুপ্রসন্ন।

Doctor's Home Doctor's Home
Doctor's Home, Chowdhury Para, Eidgaon
Cox's Bazar, 4702

Doctor's Home, Social service, Personal blog and Nonprofit Organization.

Astafajur Rahman- এস্তেফাজুর রহমান Astafajur Rahman- এস্তেফাজুর রহমান
Badarkhali, Chakoria
Cox's Bazar, 4742

আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অ?

সেবা জব Sheba Job সেবা জব Sheba Job
Gorakghata, Moheshkhali
Cox's Bazar, 4710

এই পেইজে চাকুরী প্রার্থী ভাইবোনদের জন্য সুবিধাজনক চাকুরীর সংবাদ প্রকাশিত হবে।

Md. Joynal Abedin Jhony Md. Joynal Abedin Jhony
A. B. C Ghona, South Rumaliar Chara
Cox's Bazar, 4700

সারা দেশের সকল সরকারী / বেসরকারী নাগরিক সেবা নিয়ে এই পেইজ।

Imagine Multi District Conference 2023, Bangladesh Imagine Multi District Conference 2023, Bangladesh
Sea Gull Hotel
Cox's Bazar

Multi District Conference 2023, RID 3282, Bangladesh will be held on February 25th, 2023, Bangladesh.

বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ
বৃহত্তর হলদিয়া পালং
Cox's Bazar, 4750

হলদিয়া পালং ইউনিয়নে কর্মরত ইমাম ও খতীবদের অধিকার, সম্মান ও যথাযথ মর্যাদা রক্ষার লক্ষে প্রতিষ্ঠিত।