Study life

জীবনের স্বপ্ন গুলো সংগ্রাম করে বাস্তবায়ন করতে হবে এটাই বাস্তবতা--আর তার পিছে অবিরাম ছুটে চলছি।

28/02/2024

Ma💚

28/02/2024

💚

28/02/2024

অধৈর্য লোকের জীবনে বিড়ম্বনা কখনো কমে না।
—উইলিয়াম রাসেল

28/02/2024

একদিন চাকরি হলে, কেবল শাড়ি পড়বো,একেক দিন একেক রঙ এর আলমারি ভর্তি শাড়ি থাকবে!🌻
আামি শুধু পাঞ্জাবি পড়বো 😊

28/02/2024

ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয়।

যাদের সাথে এরকম হইছে শুধু তারাই শেয়ার দেন 😊

28/02/2024

“অনেক বেশি মন খারাপ হলে কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে নিজের কষ্টের বর্ণনা দিতে যেও না।”
~ হুমায়ুন ফরিদী

28/02/2024

অশিক্ষিত হিরো আলম বই লিখেছে আর শিক্ষতরা এটা নিয়ে হাসাহাসি করছে, ফেসবুকে ট্রল করছে!

আপনি শিক্ষিত হয়ে বই লিখছেন না বিধায় অশিক্ষিত হিরো আলম বই লিখার সুযোগ পেয়েছে। আপনি শিক্ষত হয়ে বই লেখার কথা জীবনে চিন্তাও করেননি আর এদিকে অশিক্ষিত হিরো আলম বই লিখে ফেলেছে।

28/02/2024

নিজের জেলার একজন সেলিব্রেটির নাম লিখুন,
যাকে বাংলাদেশের সবাই চিনে -

28/02/2024

এতো সুন্দর লেখাটা!!
আলহামদুলিল্লাহ।

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দেখোনা? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শ*ত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

-মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

28/02/2024

আল্লাহ্ যখন কাউকে অপমানিত করতে চান তখন তার মাথায় ঋণের বোঝা দেন।
—আল হাদীস

28/02/2024

আমার পকেটের নাম "মহাখালি" রাখা উচিৎ আপাতত!

28/02/2024

পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র হোক বা মানুষ!

28/02/2024

একদম সকালে উঠে যাকে আপনার মেসেজ দিতে ইচ্ছে করে, আপনি তাকে ভালোবাসেন!'💜

27/02/2024

ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, মানুষের সঙ্গ নয়!🤍

27/02/2024

অভিজ্ঞতার অনুপাতে নয়; বরং অভিজ্ঞতা অর্জনের ক্ষমতার অনুপাতে মানুষ জ্ঞানী হয়।

27/02/2024

যে তোমার নী'র'বতার ভাষা বুঝে না,
সে কখনো তোমার চি'ৎকা'রের ভাষাও
বুঝতে পারবেনা!

27/02/2024

খুব শীঘ্রই কার বিয়ে খাইতে চান?☺

27/02/2024

চিনতে পারছেন?

27/02/2024

আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলেই আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না।

26/02/2024

জীবনের এই সংক্ষিপ্ত সময়ে..

অনেক কিছু শিখা যায়।
অনেক কিছু বুঝা যায়।
অনেক কিছু অনুভব করা যায়।

26/02/2024

আপনার মৃত্যু সংবাদ শোনার পর মানুষ যদি আপনার মাগফিরাতের জন্য দুআ করে, সেটাই হবে একটা সার্থক জীবন।

~আরিফ আজাদ

26/02/2024

মা পাতে তুলে দেয় বাবার কঙ্কালের ঝোল,
আমি বেকারত্বের ক্ষুধা নিয়ে পেট ভরে খাই।

26/02/2024

চা বানাতে পারেন = ২০ মার্ক
আলু কাটতে পারেন = ৩০ মার্ক
ভাতের মার ফেলতে পারেন = ৫০ মার্ক
সবজি কাটতে পারেন = ৩০ মার্ক
পেঁয়াজ কাটতে পারেন= ৪০ মার্ক
ডিম ভাজতে পারেন =২০ মার্ক
মাছ কাটতে পারেন = ১০০ মার্ক
ঘর ঝাড়ু দিতে পারেন = ১০ মার্ক
ঘর মুছতে পারেন = ৪০ মার্ক
ঘর সাজাতে পারেন = ৫০ মার্ক
কাপড় ধুতে পারেন = ১০ মার্ক

৪০০ মার্কের পরীক্ষায় কে কত পেলেন???

Stay with Study life

26/02/2024

" দুই সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আজানের সময় যে দোয়া করা হয় এবং বৃষ্টি চলাকালীন যে দোয়া করা হয়।"

[সুনানে আবু দাউদ-২৫৪০]

26/02/2024

কর্মবিমুখ লোকেরাই অতিরিক্ত কল্পনাবিলাসী হয়ে থাকে।

26/02/2024

মেয়েদের সবচেয়ে সুন্দর দেখায় কেঁদে ফেলার আগ মুহূর্তে।
—হুমায়ূন আহমেদ

26/02/2024

এটা কি সত্য?
মেয়েদের সবচেয়ে সুন্দর দেখায় কেঁদে ফেলার আগ মুহূর্তে।
—হুমায়ূন আহমেদ

26/02/2024

মসজিদে বিয়ে করা ভালো, কিন্তু এটা আবার সবাইকে জানানোর দরকার কী, যদি একটু পরে ফেসবুকে বউয়ের ছবি ফেসবুকে ঢেলে দেন?

মানে হলো, মসজিদে বিয়ে করছে, এটা বলে মানুষের কাছে ফেরেশতা সাজার চেষ্টা করে।

লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো আরকি।
©

26/02/2024

রসূলুল্লাহ (সা) সাথে কেউ খারাপ ব্যবহার করলে বিনিময়ে তিনি খারাপ ব্যবহার করতেন না, বরং ক্ষমা করে দিতেন।
—হযরত আয়েশা (রাঃ)

26/02/2024

‘Census’ এর বাংলা পরিভাষা কোনটি?

ক. অজ্ঞান
খ. আদমশুমারি
গ. রেয়াত
ঘ. সচেতন
নিয়মিত পেতে পেইজটি ফলো করুন Study life
ধন্যবাদ 💚

Want your school to be the top-listed School/college in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

💚
বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। 💚
💚
আপনার সৃষ্টিকর্তা সব জানেন।
পড়ালেখার আগে এবং পরে।
Favourite 💚
💚
নামাজ 💚
⛰️

Category

Website

Address


Cumilla
COMILLA

Other Education in Cumilla (show all)
Comilla Victoria Govt. College Comilla Victoria Govt. College
Victoria College Road, Kandirpar
Cumilla, 3500

The college was founded by Roy Bahadur Ananda Chandra Roy in 1899 and named after Queen Victoria.Mr.

Hasan vaiya Hasan vaiya
Cumilla, 3500

Hi I am Hasan .I create high quality educational,travaling and entertaining videos!well,you are in the right place..

Barnamala Cadet Academy - BCA Barnamala Cadet Academy - BCA
খাঁজা নিজামুদ্দিন রোড, ঝাউতলা, কুমিল্লা
Cumilla

শিক্ষায় শক্তি, শিক্ষায় মেরুদন্ড। ”সঠিক মানুষ গঠনে আমরা এগিয়ে।”

FinStar's Corridor, CoU FinStar's Corridor, CoU
Cumilla, 3503

Its an educational platform by which one can explore his/her hidden talent and can be more optimistic towards his surroundings.

Self-Help English Learners' World Self-Help English Learners' World
Cumilla, 3500

A platform to learn English Grammar and Spoken English.

E Haque Coaching,Cumilla E Haque Coaching,Cumilla
Badurtala, Doctor Para
Cumilla

M.K.Ismail Media M.K.Ismail Media
Cumilla

Hi friend I am Ismail my official page please follow my page upload is Islamic video

Hafez Rakibul Islam Hafez Rakibul Islam
Cumilla

wellcome to my islamic page plz like

Basic English and Admission Test Basic English and Admission Test
Cumilla, 55

Learn English with enjoying.

Avijatri Avijatri
Cumilla

We help students to get admission, support English courses with IELTS and visa assistency.