FISH WORLD DHAKA

বেস্ট কোয়ালিটি & ১০০% ফরমালিন মুক্ত সামুদ্রিক মাছ �

23/02/2024

টুনা মাছ।

23/02/2024

Norway Red Salmon is available to us..
Price: 500 gm pack (Portion) is Tk 1800.00

20/02/2024

ইলিশ ৭০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম সাইজ চলে এসেছে আজ আমাদের শোরুমে। ফ্রেশ ইলিশ পেতে চাইলে আজি কল করুন ০১৫১৯৫৬৬৬৬৬, ০১৮৭৩৯২০৬৩৫ নম্বরে।

05/02/2024

নারকেলি - ৩৭০ টাকা কেজি।

Photos from FISH WORLD DHAKA's post 01/02/2024

কাঁকড়া একটু ভিন্ন প্রজাতির।কাঁকড়ার স্বাদকে চিংড়ির স্বাদের সাথে তুলনা করা হয়।চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ পাওয়া ভার।

কাঁকড়া বিশেষ করে চায়নিজ খাবারে একটু বেশিই ব্যবহার করা হয়।কিন্তু বাঙালি খাবারের স্বাদ পেতে পারেন কাঁকড়াতে।কাঁকড়া ঝোল রান্না করে খেলেই বুঝবেন এর স্বাদ কি😋😋

আমাদের FISH WORLD DHAKA আপনারা সুন্দরবনের মুড কাঁকড়া পাবেন।

Photos from FISH WORLD DHAKA's post 31/01/2024

শিশুদের মধ্যে মাছ খেতে পছন্দ করার প্রবণতা কম।তার একপ্টাই কারন মাছের কাটা। কিন্তু সুস্থ থাকতে হলে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত এক পদের মাছ রাখতে হবে।

মাছে ভালো জাতের প্রোটিন প্রচুর থাকে বলে খেলে পেট দীর্ঘ সময় ভরা থাকে। এটি রক্তে চর্বির মাত্রা কমিয়ে ইসকিমিক হার্ট অ্যাটাক ঠেকাতেও সে সিদ্ধহস্ত।

আমাদের FISH WORLD DHAKA এ পাবেন সামুদ্রিক মাছ।

Photos from FISH WORLD DHAKA's post 30/01/2024

এখন শীতকাল বিধায় অনেকেই ভাবতে পারেন যারা অনলাইনে মাছ নিয়ে কাজ করে তাদের মাছ এখন ফ্রেশই হবে।

কারন শীতে যে কোন পঁচনশীল খাবার নষ্ট হবে কম।কিন্তু আমাদের FISH WORLD DHAKA এ আপনি শীত কিংবা গরম যে কোন সময় পাবেন ফরমালিন মুক্ত ফ্রেশ মাছ।

আপনার হাতের নাগালে পাচ্ছেন রেডি টু কুক মাছ।

Photos from FISH WORLD DHAKA's post 29/01/2024

সামুদ্রিক মাছের মধ্যে টুবা ফিশ হচ্ছে আর ও একটি মজার মাছ।এই মাছ বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়।টুনা মাছ অনেকে কৌটায় ভরে সেল করে থাকেন।

কিন্তু আপনি যেখানে ফ্রেশ ও ফরমালিন মুক্ত টুনা মাছ রেডি টু কুক পাচ্ছেন সেখানে কৌটার মাছ নিশ্চয়ই খাবেন না!!

আমাদের FISH WORLD DHAKA পেজে ফ্রেশ সামুদ্রিক টুনা মাছ পাওয়া যাচ্ছে। অর্ডার করতে পেজে ইনবক্স করবেন।

#টুনা-ফিশ

Photos from FISH WORLD DHAKA's post 28/01/2024

সামুদ্রিক মাছের উপকারীতা জানলে আপনি নিজে ও অভাক হবেন।মাছ তো আমরা খাচ্ছিই কিন্তু রোজকার খাবারে যদি রাখা যায় সামুদ্রিক মাছ তাহলে তা আপনাদের জন্য আর ও বেশি উপকারী।

🐬🐬সামুদ্রিক মাছ আমিষের ভালো উৎস। এটি খেলে এটি দ্রুত পরিপাক হয় এবং ক্যালরি খুব কম হওয়ায় ওজনও নিয়ন্ত্রণে থাকে।

🐬🐬🐬সামুদ্রিক মাছে উপস্থিত সেলেনিয়াম এক ধরনের হজম শক্তি তৈরি করে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এ ছাড়াও সেলেনিয়াম অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

Photos from FISH WORLD DHAKA's post 27/01/2024

মাছ বাজার থেকে কেন কিনেন??

ফ্রেশ মাছ পাওয়া যাবে তো??

এই প্রশ্ন আমাদের সবার মনেই ঘুর ঘুর করে।

মানুষ বাজার ঘুরে মাছ কিনে থাকে এর একটাই কারন অথেনটিক ফিশের জন্য। ফ্রেশ মাছ বাজারে গেলে পাওয়া গেলে ও সামুদ্রিক মাছ আপনি বাজারে ফ্রেশ পাবেন বলে মনে হয় না।

যারা সামুদ্রিক ফ্রেশ মাছ বাজার থেকে কিনতে নারাজ তারা আমাদের পেজ FISH WORLD DHAKA এ ইনবক্স করবেন।

আপনাদের জন্য হাতের নাগালেই থাকছে বিভিন্ন সামুদ্রিক মাছ।

Photos from FISH WORLD DHAKA's post 25/01/2024

রুপচাঁদা মাছ সবারই পরিচিত। সামুদ্রিক মাছের কথা উঠলেই এক নামে সবাই রূপচাঁদা মাছের কথাই বলে।

রুপচাঁদা মাছের মধ্যে রয়েছে আয়রন।আয়রন যা শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে।এছাড়া ও রুপচাঁদা মাছে থাকা ওমেগা -৩ আমাদের হৃদ রোগের ঝুঁকি কমায়।

সামুদ্রিক ফরমালিন মুক্ত রুপচাঁদা আপনাদের হাতের নাগালেই পাচ্ছেন। আমাদের FISH WORLD DHAKA এ ইনবক্স করবেন

Photos from FISH WORLD DHAKA's post 23/01/2024

সামুদ্রিক মাছের মধ্যে লইট্টা আর ছুরি মাছের শুটকির জনপ্রিয়তা অনেক।যারা এই লইট্টা আর ছুরি মাছের শুটকি খেতে পছন্দ করেন তারা আমাদের FISH WORLD DHAKA এ পাবেন ফরমালিন মুক্ত ফ্রেশ লইট্টা ও ছুরি মাছ।

শুটকি তো অনেক খাওয়া হলো এবার না হয় তাজা মাছের স্বাদ নেন।

ফ্রেশ ও অথেনটিক মাছ পেতে আমাদের সাথেই থাকুন।

22/01/2024

শাপলা, যা খুব পরিচিত ফুল।শাপলা ফুল দেখতে ভীষণ সুন্দর। আমাদের জাতীয় ফুল শাপলা।

ভাবা যায় শাপলা ফুলের পাতার মতো দেখতেই সামুদ্রিক মাছ যা শাপলা পাতা মাছ নামে খ্যাত।

এটি খেতে ও খুব সুস্বাদু। শাপলা পাতা সামুদ্রিক এই মাছটি পাচ্ছেন আমাদের FISH WORLD DHAKA পেজে।

Photos from FISH WORLD DHAKA's post 22/01/2024

মাছ ফ্রাই করে খেতে কম বেশি সবাই পছন্দ করে।রুই,কাতলা ফ্রাই খেতে যতটা টেস্ট তার চেয়ে বেশি মজা রূপচাঁদা ফ্রাই।

সমুদ্র সৈকতে ঘুরতে গেলে রূপচাঁদা ফ্রাই খেয়ে থাকেন।আবার ফিরতি পথে রূপচাঁদা মাছের শুটকি ও এনে থাকেন।

যারা রূপচাঁদা মাছ ফ্রেশ খেতে চাইছেন তারা আমাদের পেজ ঘুরে রূপচাঁদা মাছ অর্ডার করতে পারবেন।

Photos from FISH WORLD DHAKA's post 20/01/2024

বাচ্চাদের পছন্দের মাছ চিংড়ি মাছ।চিংড়ী মাছ দিয়ে যে কোন সবজি রান্না করা যায়। চিংড়ি মাছ কে পছন্দ করে না এমন একজন মানুষ খুঁজে অয়াবেন বলে আমার মনে হয় না।

একটু বড় চিংড়ির মাথাও ফ্রাই করে বেচতে দেখা যায়।

চিংড়ির বিরিয়ানি থেকে শুরু করে রোগির বা বাচ্চাদের জন্য স্যুপ রান্না করতে ও চিংড়ি মাছ ব্যবহার করা হয়।

ক্যালরি,প্রোটিন, সেলসিয়াস, আয়রন সমৃদ্ধ চিংড়ি মাছ পাচ্ছেন FISH WORLD DHAKA পেজে।

Photos from FISH WORLD DHAKA's post 20/01/2024

মাছে ভাতে বাঙালি শাক সবজি খাওয়ার পাশাপাশি মাছ রাখেন প্রতিদিনের পাতে।মাছ ছাড়া বাঙালির খাবার জমে না।

রোজকার খাবারের পাশাপাশি অতিথি আপ্যায়ন কিংবা যে কোন অনুষ্ঠানেও মাছের রেসিপি থাকা চাই।

স্যাচুরেটেড ফ্যাট থাকে না বলে মাছ খুবই উপকারী। বিশেষ করে হার্টের পক্ষে মাছ খুবই ভালো প্রোটিন।মাছ ভিটামিন ডি-র স্বাভাবিক উৎস।

ওমেগা-৩, ডিএইচএ, ভিটামিন-ডি ইত্যাদি থাকায় সামগ্রিক ভাবে মাছ মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

Photos from FISH WORLD DHAKA's post 18/01/2024

সামুদ্রিক পোয়া মাছ যা খেতে বেশ সুস্বাদু। এ মাছ বাজারে পাওয়া গেলে ও ফ্রেশ মাছ পাওয়া যায় না খুব একটা।

এ মাছ উচ্চ-প্রোটিন সমৃদ্ধ এবং এতে ক্ষতিকারক ফ্যাট নেই বললেই চলে।

পোয়া মাছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড, ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। যা একাধিক জটিল রোগ থেকে মানব শরীরকে রক্ষা করে।

আপনার হাতের নাগালেই পাচ্ছেন পোয়া মাছ।

Photos from FISH WORLD DHAKA's post 18/01/2024

চিংড়ি মাছ না মাছ না যতই বলা হোক না কেনো তারপর ও মেনুতে কিংবা খেতে বসলে সে মেগাস্টার।

ছোট বড় সবার জন্যই চিংড়ি মাছই সেরা।কারন এটাই একমাত্র মাছ যে কিনা কাটাবিহীন।বাচ্চাদের জন্য কিংবা অতিথি আপ্যায়ন করতে মজাদার চাগা চিংড়ি মাছ পাবেন আমাদের FISH WORLD DHAKA.

Photos from FISH WORLD DHAKA's post 17/01/2024

সামুদ্রিক বিভিন্ন মাছের মধ্যে আর ও একটা মজাদার মাছ হলো স্কুইড।স্কুইড সামুদ্রিক মাছ আর এটি খেতে ও বেশ সুস্বাদু।

স্কুইডে থাকা ভিটামিন, খনিজ,এসিড,ফসফরাস,ক্যালসিয়াম যা শরীরের রক্তে শর্করার মাত্রা উন্নত করে পাশাপাশি স্মৃতি শক্তি বৃদ্ধি করে।

FISH WORLD DHAKA
#স্কুইড

17/01/2024

চাপিলা মাছ যাকে ইলিশ মাছেত ছোট ভাই বলা হয়।চাপিলা মাছ দেখতে অনেকটা ইলিশ মাছের মতোই।

এর স্বাদ সম্পর্কে জানতে হলে তো আপনাকে টেস্ট করতেই হবে।🥰

যারা মাছ ফ্রাই করে খেতে পছন্দ তারা কিন্তু এই শীতে গরম গরম ভাতের সাথে গরম গরম চাপিলা মাছ ভেজে খেরে পারেন।বিশ্বাস করুন অন্য রকম একটা ভালো লাগা কাজ করবে।

যেহেতু মাছে থাকা ভিটামিন,সেলসিয়াস, খনিজ তেল, আয়রন, ক্যালসিয়াম শরীরের জন্য উপকারী তাই মাছ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকবেই।

Photos from FISH WORLD DHAKA's post 16/01/2024

মাছ কাটার টেনশন যেনো শেষ হতেই চায়না।রূপা তো মাছ কাটতে হবে ভাবলেই ঘর ছেড়ে পালায়।নতুন সংসার শুরু করতে গিয়ে রূপা অন্যান্য কাজ গুছিয়ে নেয়া শিখে গেলে ও মাছ কাটতে গিয়ে হেনস্তা হচ্ছে অনেক।

রূপার স্বামী রাব্বি রূপাকে মাছ কাটা থেকে পরিত্রান দিতে FISH WORLD DHAKA এর সন্ধান দিয়েছে।আর রূপা ও আনন্দের সাথে পেজ ঘুরে পছন্দের মাছ অর্ডার করে নিচ্ছে।

রূপার আনন্দের কারন একটাই এ মাছ পাবেন একদম রেডি টু কুক।

শুধু রূপাই না রূপার মতো আর ও অবেকেই আছেন যস্রা মাছ কাটা নিয়ে চিন্তিত।বিশেষ করে ব্যাচেলরদের জন্য এটা ভালো খবর।কাটাকুটি ঝামেলা ছাড়াই রেডি টু কুক মাছ পাচ্ছেন।

অর্ডার করতে আমাদের পেজ ঘুরে পছন্দের মাছ অর্ডার করবেন।

Photos from FISH WORLD DHAKA's post 15/01/2024

স্বাস্থ্যকর খাবারের মধ্যেসামুদ্রিক মাছ অন্যতম। এটি প্রোটিন এবং ভিটামিন ডি-এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টিতে ভরপুর।

সামুদ্রিক মাছে ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিডের একটি দুর্দান্ত উৎস , যা আপনার শরীর এবং মস্তিষ্কের জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ।

আমাদের পেজ FISH WORLD DHAKA পাবেন সামুদ্রিক ডরি ফিস,শাপলা পাতা মাছ।

Photos from FISH WORLD DHAKA's post 14/01/2024

প্রাচীনকাল থেকেই মানুষ সামুদ্রিক খাবার খায়।সামুদ্রিক খাবারের মধ্যে কাঁকড়া বেশ উপকারী।

কাঁকড়ার মাংসে যে প্রোটিন পাওয়া যায় তাতে অ্যামিনো অ্যাসিড টাউরিন থাকে বিশেষ করে উচ্চ অনুপাতে।

কাঁকড়ার উপকারিতা হল যে একই টরিন ডাক্তারদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহৃত হয় চোখ, রেটিনা এবং চোখের পেশীর কর্নিয়ার অবস্থা উন্নত করতে।

সুন্দরবনের মুড কাঁকড়া পাবেন আমাদের FISH WORLD DHAKA পেজে।

Photos from FISH WORLD DHAKA's post 13/01/2024

🐟🐟চিংড়িতে ক্যালরি কম থাকে। তাই চিংড়ি খেলে ওজন বাড়ার সম্ভাবনা কম। তবে চিংড়িতে ফসফরাস, পটাশিয়াম ও জিংক পাওয়া যায়। জিংক দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ম্যাগনেশিয়াম হাড়ের গড়ন এবং রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে। 🐟🐟🐟

যে কোন ধরনের চিংড়ি মাছ পেতে আমাদের সাথে থাকবেন।

Photos from FISH WORLD DHAKA's post 13/01/2024

বাংলাদেশ নদীমাতৃক দেশ।এদেশের মানুষ নদী থেকে শুরু করে খাল, বিল,পুকুর সবক্ষেত্রেই মাছের চাষ করে থাকে।মাছ বাঙালির খুব পছন্দের খাবার।

যারা মাছ একটু বেশিই পছন্দ করেন তারা মিঠা পানির পাশাপাশি সামুদ্রিক যে কোন মাছ পাবেন আমাদের FISH WORLD DHAKA। ফরমালিন মুক্ত মাছ অর্ডার করতে আমাদের সাথে থাকবেন।

🐟🐟জীবন অনেক মাছ দ্বারা পূর্ণ একটি বড় সমুদ্র। আমি আমার জাল নামিয়ে দিলাম এবং টান দিলাম। আমি এখনও টানছি।
— ল্যাংস্টোন হিউজেস🐟🐟

11/01/2024

আবারো চলে এলো ইলিশ মাছের ছোট ভাই চাপিলা।চাপিলা মাছ গুলো ভালো করে মশলা দিয়ে ফ্রাই করে খাবেন 🤤🤤

আহ!!! 😋😋😋😋

জটিল একটা খাবার।যারা মজাদার এই চাপিলা মাছ একদম ফ্রেশ অর্ডার করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন।

Photos from FISH WORLD DHAKA's post 10/01/2024

সামুদ্রিক মাছে থাকা ভিটামিন এ ও ডি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। হৃদরোগে আক্রান্ত ও ডায়াবেটিস রোগীদের জন্য সামুদ্রিক মাছ খুবই উপকারি।

অনেকেই আছেন যারা সামুদ্রিক মাছেত দাম বেশি মনে করে খেতে চাননা তাদের বলবো সবসময় খেতে হবে তা কিন্তু নয়।খাবারের স্বাদে ভিন্নতা আনতে মাসে দু একবার ট্রাই করাই যায়!!!

সামুদ্রিক মাছ আপনার হাতের নাগালেই এখন পাচ্ছেন।মাছ অর্ডার করতে আমাদের FISH WORLD DHAKA পেজে ইনবক্স করবেন।

09/01/2024

আবারো এলো ফ্রেশ চাপিলা (প্রিমিয়াম সাইজ ও ঝরঝরে), মূল্য ২৯০ টাকা কেজি।
কল করুন ০১৫১৯৫৬৬৬৬৬ নম্বরে।

Photos from FISH WORLD DHAKA's post 09/01/2024

সামুদ্রিক মাছ আপনি যেখানে সেখানে পাবেন না।আর পেলে ও তাতে দেয়া থাকবে ফরমালিন। আর জানেন তো ফরমালিন দেয়া খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

আমাদের FISH WORLD DHAKA এ আপনারা পাবেন অথেনটিক সব মাছ।

বাজার থেকে মাছ আনবেন আর আমাদের কাছ থেকে ও মাছ কিনে বুঝতে পারবেন আমরা কতটা অথেনটিক আর ফরমালিন মুক্ত মাছ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।

সামুদ্রিক যে কোন মাছ অর্ডার করতে আমাদের সাথেই থাকুন।

Want your business to be the top-listed Grocery Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ব্লু স্বিমিং কাকড়া।
সুন্দরবনের তাজা কাকড়া। রেডি টু কুক করে আপনাদের কাছে পৌছানো হবে।
কক্সবাজারের টুনা এবং বিদেশী টুনা।
দেশি স্যামন বা তাইলা ৮৮০ টাকা কেজি (রেডি টু কুক করে দেয়া হয়)
নারকেলী/আইলা/ছোট সুরমা (ইলিশের জাত ভাই) ৬-৭ পিসে কেজি, এখন পাবেন FISH WORLD DHAKA তে।
স্কুইড,,,৫০০ গ্রাম করে নেয়া যাবে।
কাঁকড়া প্রেমিকদের জন্য আজকের এই ভিডিও ❤️
সুন্দরবনের মুড কাকড়া, এমন জীবিত কাকড়া গুলোই কেটে, পরিস্কার পরিচ্ছন্ন করে আপনাদের কাছে প্রতিদিন পাঠিয়ে  দেয়া হয়।
Fish world Dhaka এই জীবন্ত কাঁকড়া গুলো processing করে আপনাদের হাতে তুলে দেয়।
আজকে আসছে।

Category

Telephone

Website

Address

Mirpur Arambag, Abasik Alaka, Sec 7, Mirpur
Dhaka
1216

Other Fish Markets in Dhaka (show all)
FishKeeper FishKeeper
Dhaka, 1207

টাটকা মাছ সহজেই কিনুন ঘরে বসে। নদী কিংবা সমুদ্রের যে কোন মাছ।

Easy হাঁটবাজার Easy হাঁটবাজার
Dhaka, 1214

আপনার নিত্যদিনের ফ্রেশ এবং ভেজাল মুক্ত বাজারের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।

কাকড়া বাজার কাকড়া বাজার
Ibrahimpur, Kafrul, Dhaka Cant, Dhaka
Dhaka

If you selute your duty you did not selute anybody..........

NonaElish NonaElish
Dhaka

শৈশবের স্বাদ ফিরে পেতে NonaElish পেইজের সাথ?

Fish Market - মাছ বাজার Fish Market - মাছ বাজার
Dhaka

মৎস্য পোনা ক্রয়-বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করা হয়। আপনার হ্যাচারির বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

MachMurgi.Com MachMurgi.Com
Gulshan Badda Link Road
Dhaka, 1212

আমাদের এখানে পাবেন নদীর ও দেশি সব ধরনের তাজাঁ এবং ফ্রেশ মাছ মুরগী

Sea Fish At Your Door BD Sea Fish At Your Door BD
Agargoan
Dhaka, 1207

সরাসরি সাগর থেকে আনা তাজা সাগরের মাছ প

Fish Villa BD Fish Villa BD
Dhaka

Available Sea Food as required. Visit Us & get Fresh Sea Fishes.

Bhober Bazar Bhober Bazar
Gulshan, Banani, Niketan, Baridhara DOHS, Shahjadpur
Dhaka, 1212

We procure the freshest fish, preserving its freshness, and ensuring careful delivery.

Aquarium fish zone. faridpur Aquarium fish zone. faridpur
New Market
Dhaka

New market, faridpur

বরিশাইল্যা ইলিশ - Barishailya ilish বরিশাইল্যা ইলিশ - Barishailya ilish
Charkhali
Dhaka, DHAKA

বরিশাইল্যা ইলিশ খেতে যোগাযোগ করুন আমাদের সাথে 🇧🇩

Proyojonio.com.bd Proyojonio.com.bd
House 34 , Road 28 , Dhanmondi
Dhaka, 1209

Proyojonio.com.bd offers the best quality beauty products, fish, meat, and COVID necessities.