Bluelawys - Corporate Law Firm
At BLUELAWYS Lawyers we make a difference to our clients’ lives.
Corporate
Employment
Finance
Intellectual Property and Technology
Investment Management and Funds
Litigation, Arbitration and Investigations
Private Equity
Projects, Energy and Infrastructure
Real Estate
Regulatory and Government Affairs
Sustainability and Environmental, Social and Governance
Tax
Admiralty & Maritime
Arbitration &Alternative Dispute Resolution
Accounting & Finance Management
Banki
শুভ কামনা প্রিয় স্যার!!!
অ্যাডভোকেট হায়দার রবিউল হোসাইন রবি
হেড অফ চেম্বার
ব্লু লইস
(একটি কর্পোরেট ল ফার্ম)
৮৯ দক্ষিণ মুগদা,মুগদা,ঢাকা-১২১৪
আলহামদুলিল্লাহ!!
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন,বাংলাদেশ বরাবর দাখিলকৃত আপীল ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানির প্রতিটি দিনে আমার ক্লায়েন্টদের পক্ষে কাজ করার সুযোগ হয়।
জাগ্রত বাংলাদেশ (জেবিডি),জাতীয় পার্টি,কল্যান পার্টি,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট,মানবতাবাদী পার্টি সহ একজন স্বতন্ত্র প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে আপিল শুনানি করি।
এবার এটাই আমার প্রথম নির্বাচনী কর্মযজ্ঞ ছিলো কিন্তু প্রথম হিসেবে শুনানির প্রশংসা করেছেন আমার ক্লায়েন্ট এবং অনেক সিনিয়র আইনজীবী ফলশ্রুতিতে প্রায় শতভাগ আমার সফলতা আসছে পাশাপাশি আমার ক্লায়েন্টদের আমার প্রতি বিশ্বাস,আস্থা ও নির্ভরশীলতা দেখে খুবই আন্দোলিত হয়েছে।
ধন্যবাদ ব্লু লইস এবং এডভোকেট এ ইউ জেড প্রিন্স ভাই,এডভোকেট মহিউদ্দিন মামুন, এডভোকেট নুরুল আমিন,এডভোকেট এবিএম জোবায়ের ভাই সহ আমার সকল ক্লায়েন্ট ও শুভাকাঙ্খীদের।
#নির্বাচনী আপীল শুনানী দেখতে আমার মেয়ে নির্বাচন অফিসে।
অদ্য বৈধ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে তর্কিত আপীল শুনানি করি। নির্বাচনী আপীল শুনানী কেমন হয় তা দেখতে আমার ভবিষ্যত ব্যারিস্টার মেয়ে স্ব- শরীরে সকাল ভোরে রেডি হয়ে নির্বাচন কমিশনে যেতে বায়না করে।
তাই নিয়ে আসলাম।
ধন্যবাদ প্রিয় ভাই এডভোকেট এ ইউ জেড প্রিন্স।
#ব্লু লইস সফলতা।
#অদ্য বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের পাঁচটি ও বাংলাদেশ মানবতাবাদী পার্টির একটি নির্বাচনী আপীল শুনানী করি। বিজ্ঞ কমিশন শুনানী অন্তে সবগুলো আপীল মঞ্জুর করেন।আপীল দায়ের থেকে শুনানী পর্যন্ত উনারা আস্থা রেখেছেন ব্লু লইসের উপর।
আমরা সে আস্থার সম্মান করেছি।
ধন্যবাদ প্রিয় এডভোকেট এই ইউ জেড প্রিন্স ভাই,এডভোকেট নুরুল আমিন ভূঁইয়া,এডভোকেট মহিউদ্দিন মামুন ও আমিরুল ভাই।
#ব্লু লইস সফলতা।
#অদ্য বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নির্বাচনী আপীল শুনানী করি। বিজ্ঞ কমিশন শুনানী অন্তে আপীল মঞ্জুর করেন।আপীল দায়ের থেকে শুনানী পর্যন্ত উনারা আস্থা রেখেছেন ব্লু লইসের উপর।
আমরা সে আস্থার সম্মান করেছি।
ধন্যবাদ প্রিয় এডভোকেট এই ইউ জেড প্রিন্স ভাই,এডভোকেট নুরুল আমিন ভূঁইয়া,এডভোকেট মহিউদ্দিন মামুন ও আমিনুল ভাই।
#আলহামদুলিল্লাহ আমি বৈধ!
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯ নোয়াখালী ২ থেকে বাংলাদেশের মাটি ও মানুষের রাজনৈতিক দল
"জাগ্রত বাংলাদেশ"জেবিডি কর্তৃক মনোনীত বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে অদ্য বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নির্বাচনী আপীলে বৈধতা পেয়েছি।
ইনশাআল্লাহ!
জয় হবে জনগণের!!!
অশেষ ধন্যবাদ এডভোকেট আজমুল জিহাদ ভাই,এ ইউ জেড প্রিন্স ভাই,বন্ধুবর এডভোকেট নুরুল আমিন,এডভোকেট মহিউদ্দিন মামুন,এডভোকেট এবিএম জোবায়ের ভাই।
#বিশেষ কৃতজ্ঞতা আমার মা,বাবা,ভাই,বোন ও পরিবারের সবাইকে।
#স্মরণীয় আমার প্রিয় বন্ধুবর,আমার স্বপ্ন সারথী কালোহরিণীর প্রতি;তোমার হাত ধরেই স্বপ্ন দেখা শুরু করেছি যদিও তুমি এখন মহাকাল!!!
#ক্যাপ্টেন কাজী সারোওয়ার ভাই বৈধ!!!
আপীল দায়ের থেকে শুনানি পর্যন্ত কল্যান পার্টির মনোনীত প্রার্থী ২৬৯ নোয়াখালী ২ সংসদীয় আসনে সংসদ সদস্য পদ প্রার্থী ক্যাপ্টেন সারোওয়ার ভাই ব্লুলইসের উপর আস্থা রেখেছেন আর আমরা সে আস্থার সম্মান রেখেছি।
ধন্যবাদ প্রিয় এডভোকেট এই ইউ জেড প্রিন্স ভাই,এডভোকেট নুরুল আমিন ভূঁইয়া,এডভোকেট মহিউদ্দিন মামুন ও সারোওয়ার ভাই।
#জাতীয় পার্টির তালেব ভাই বৈধ!!!
(একটি ব্লু লইস সফলতার গল্প)
আপীল থেকে শুনানী তালেব ভাই আমার মত জুনিয়র আইনজীবীর উপর আস্থা রেখেছেন ইনশাআল্লাহ সে আস্থার দাম রেখেছি ফলশ্রুতিতে আজ তালেব ভাই নোয়াখালী ২ সংসদীয় আসনের বৈধ প্রার্থী!!!
তালেব ভাই খুশিতে আমাকে জড়িয়ে ধরা এবং সাংবাদিকদের কাছে আমায় নিয়ে প্রশংসা করা আমার প্রাপ্তি!!!
অশেষ ধন্যবাদ এডভোকেট এইউ জেড প্রিন্স ভাই,এডভোকেট রাজিব,এডভোকেট নুরুল আমিন,এডভোকেট মহিউদ্দিন মামুন এবং বেলাল ভাই!!!
আলহামদুলিল্লাহ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মাটি ও মানুষের রাজনৈতিক দল "জাগ্রত বাংলাদেশ" (জেবিডি) এর মনোনীত প্রার্থী হিসাবে নোয়াখালী -২ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলাম।
দোয়া চাই সকলের!!!
জয় হোক জনতার ; জয় হোক বাংলার!!!
#উকালতি
উকিল হবার পর এই প্রথম নিজ এলাকার কাছের মানুষের উপকার করতে পারলাম!!!
সফল শুনানি শেষে তাদের হাসিমুখটাই আমার প্রাপ্তি।
#আদালতে কাঠগড়ার পরিবর্তে লোহার খাঁচা ব্যবহার এবং অভিযুক্তকে আসামী বলে ডাকা
বাংলাদেশের সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদ, আন্তর্জাতিক বিধিবিধান ও প্রিন্সিপাল অব প্রিজামশন অব ইনোসেন্সের পরিপন্থী বলা চলে বর্তমানের দেশের আদালত গুলোতে নিষ্ঠুর লোহার খাঁচার ব্যবহার।
আজ শুনানির সময় খাঁচা গুলো দেখে খুবই মন খারাপের জায়গা তৈরি হলো আর এ বিষয়ে একটু পড়াশোনাও করলাম। অত্যাচারী ব্রিটিশ শাসক শ্রেণীরা বিদায় নিলেও এদেশ থেকে এদের দফা এখনও রফা হয়নি যদিও ব্রিটিশ আমলে অপরাধ প্রমান হবার পর বিশেষ সময়ে ডান্ডা বেড়ী বা বন্দি করার ব্যবস্থা ছিলো তাও তা বিরল কিন্তু এ কেমন অন্যায়,অন্যায্য আচরণ!!!
অভিযোগ প্রমান হবার আগে অভিযুক্তকে বছরের পর বছর জেল বন্দি করে রাখা,হাত কড়া সাথে মোটা দাগের দড়ি আর এজলাসে এনে খাঁচা বন্দি এবং সর্বশেষ আসামী বলে ডাকা কতটুকু যৌক্তিক,আইনত এবং ন্যায্য?
জানতে চাই বিজ্ঞ জনের কাছে!!!
কার্টেসী
এডভোকেট রবি
এল,এল,বি (অনার্স)
এল,এল,এম
হেড অব চেম্বার
ব্লুলইস
#অভিযুক্তকে ধরে এনে মিডিয়ার সামনে উপস্থাপন
বর্তমানের খুব বেশি এর প্রচলন। যে কোন অপরাধের অভিযুক্তকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত করার পর তাকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সোশ্যাল,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় উপস্থাপন করা হয়।
অপরাধ প্রমান হবার আগেই একজন অভিযুক্তকে এভাবে মিডিয়ার সামনে এনে অপদস্থ করা আমি মনে করি বাংলাদেশের মহান সংবিধানের ৩১ অনুচ্ছেদের পরিপন্থী কাজ। আমি জানিনা যারা এ কাজ করেন তারা কোন আইনের অধিন তা করেন তারা অবশ্যই এর ব্যাখ্যা দিবেন।
বাংলাদেশের মহান সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা আছে
"আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে "।
অতএব অত্র বিধান অনুযায়ী এ কাজটি সংবিধান বিরুদ্ধ কাজ। তবে যারা এ কাজ করছেন আর যারা প্রচার করছেন আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কোন আইন বা মহান সংবিধানের কোন অনুচ্ছেদ বা কোন কেইস রেফারেন্স থাকলে দয়া করে আমাকে দিন।
আমি শিখতে চাই!!!
এ অনুচ্ছেদের সাথে মহান সংবিধানের ৩২ অনুচ্ছেদ ও লক্ষণীয়।
team After the successfull hearing!!!
পুরো পৃথিবীর মধ্যে বর্তমানে কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়া অনেকটাই সহজ। কিন্তু জানতে হবে সে দেশের অভিবাসন সংক্রান্ত সকল আইন কানুন । তাই কানাডায় নিরাপদ অভিবাসন আইন সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
ঠিকানা
ব্লু লইস (একটি কর্পোরেট ল ফার্ম )
৮৯ দক্ষিণ মুগদা (মুগদা পেট্রোল পাম্পের পাশে)মুগদা,ঢাকা- ১২১৪
০১৮৯৬-১১৬১০২
unity
#ব্লুলইস ও সব সুখবর
প্ল্যান ছিলো ব্ললইসের অফিস নিয়ে অনেক বেশি কিন্তুক সময় আর সুযোগেরা আমাকে শুরু করাতে বাধ্য করলো।
যে অফিসটি দেখছেন এটি "ব্লুলইস " নামক আমার কর্পোরেট ল ফার্মের। বিগত ১৫ মাসেরও বেশি আগে অফিস ঘরটি ভাড়া নিয়েছিলাম।
এতদিন খালি পড়ছিলো শুধু প্ল্যানের জন্য। আজ তাই রাগ করে উঠে পড়লাম এবং একটু জরাজীর্ণ ভাব রেখে দিলাম অফিসটাতে যাতে করে আমার বদলে যাওয়া সময় সবাই অবলোকন করতে পারে।
একজন আইনজীবীর আগে প্রয়োজন বিশ্বাসযোগ্যতা অর্জন করা আমরা সেটাই চেষ্টা করবো।
আলহামদুলিল্লাহ্।
শুরুর আগেই বাংলাদেশের খুব নাম করা দুটি গ্রুপ অব কোম্পানীর সাথে আমাদের চুক্তিবদ্ধতা হবার কথা চলছে ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আগামী মাসে তা ফাইনাল করবো।
পাশাপাশি এডভোকেট রবির পরিবারের পক্ষ থেকে খুব শিগগিরই আসছে নিরাপদ খাদ্য সরবরাহের অনন্য প্রতিষ্ঠান "ব্লু কিচেন " এবং অনলাইন ও অফলাইনে নির্ভেজাল ও মানসম্মত হালাল পণ্যের মার্কেট প্লেস
"ব্লু মামা" পাশাপাশি আসছে নির্ভেজাল জমি,ফ্ল্যাট,বাড়ী,দোকান ও ল্যান্ড ডেভেলপমেন্ট এর আধুনিক কারিগর "ব্লু হোমস" নামক প্রতিষ্ঠানের।
এছাড়াও আমার স্বপ্নপ্লেস নগর টেলিমিডিয়া লিমিটেড এর অনন্য সৃষ্টি নগর টিভির নতুন করে সম্প্রচার ও নগর ই স্কুলের আপগ্রেশন হচ্ছে খুব শিগগিরই ইনশাআল্লাহ।
সবার দোয়া,ভালোবাসার আর শত্রুতা কামনা করি।
#আমাদের আঙিনায়!!!
#ব্লুলইস ও আইন সেবা!!!
(এটা অত্র ফার্মের হেড অব চেম্বার এর বক্তব্য)
আইনজীবী হবার আগ থেকেই কর্পোরেট সেক্টরে কাজে হাতেখড়ি আমার এক কাছের বান্ধবীর হাত ধরেই যদিও এ সেক্টরের কাজ কর্ম আচার আচরণ খুবই বিরক্তিকর।
বিশেষ করে স্বার্থপরতার জায়গাটা খুবই নিম্ম মানের বলাই চলে । এ সেক্টরের সব কিছুই গ্রামার দিয়েই সাজানো থাকে কিন্তু এ সেক্টরের লোকজন জানেই না পৃথিবীতে আগে গ্রামার নয় আগে তৈরি হয়েছে পরবর্তীতে নিয়ম বিধি এসেছে।
আদম আঃ কে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে পরে নিয়ম কানুন শিখিয়েছে তাই পৃথিবীর সব গ্রামারের বা কর্পোরেটের উপরে মনুষ্যত্ববোধ আগে।
আর মনুষ্যত্ববোধের জায়গা থেকেই যাত্রা। যদিও শুরু অনেক আগে কিন্ত পুরোদমে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ ডিসেম্বর এর এক তারিখ থেকেই।
আইন এমন একটি সেবা যেখানে কর্পোরেট কালচার ঢুকলে মানুষের বিচারহীনতায় মৃত্যু ঘটবে তাই আইন পেশার মানুষকে অনেক মানবিক থাকতে হয়।
"ব্লু'লইস" সম্পূর্ণ মানবসেবামূলক আইন সহায়তা কেন্দ্র যেখানে ন্যয্যতার ভিত্তিতে আইন সেবা প্রার্থীদের আইন সেবা দেয়া হবে। একজন বিচারপ্রার্থী সম্পূর্ণ নিশ্চিত ভাবেই হয়রানি ছাড়া তার ন্যয্যতা ফিরে পাবে এখান থেকেই পাশাপাশি নিষ্ঠুর কর্পোরেট সেক্টরের কর্পোরেট সেবাও দেয়া হবে এখান থেকে।
অফিস ঠিকানা :
স্যূট :২০১,দ্বিতীয় তলা,৮৯ দক্ষিণ মুগদা
(মুগদা পেট্রোল পাম্পের পাশে) মুগদা,ঢাকা-১২১৪।
মোবাইল: ০১৮৯৬-১১৬১০২(হেড অব চেম্বার)
০১৮৫২০৭৩৬৮১ (এডমিন)
ফোন : ০২২২২২২-০০৫৫৪(অফিস)
ই-মেইল: [email protected]
ওয়েব : www.blulawys.law.com
https://www.facebook.com/bluelawys
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Website
Address
89 South Mugda, Mugda
Dhaka
1214
Dhaka
Hasan Tarique Chowdhury is a columnist,writer & Supreme Court Lawyer. He contributes regularly in several National and International News Magazine and journals.He is the Executive ...
Eastern Mansion, Pioneer Road
Dhaka, 1000
Hello everyone, I am Shiak Al Hassan Jony, Advocate of Bangladesh Supreme court.
Dhaka, 1219
Myself Sohana Afrin, I am an Advocate. I love to travel, shopping. Love to live a simple happy life
3/1 Purana Palton, Henolux Center, 3rd Floor
Dhaka
Advocate, Supreme Court of Bangladesh.
90 Kakrail 3rd Floor
Dhaka, 1000
Barrister At Law. Practice Civil,Criminal & Company Law. Competent In Immigration Law Too.
Noor Jahan Plaza (3rd Floor), 34, Purana Paltan
Dhaka, 1000
Licence, Tax, Vat & All legal issues related- Legal Organaization.
Dhaka, 1217
Advocate Rowshan Ali Practicing Lawyer Supreme Court of Bangladesh.