Volumetric Studio
Nearby home improvement businesses
Solimulla Road
Salimullah Road Mohammadpur
Shar Shah Suri Road
Your dream our goal...
ছোট্ট জায়গায় আধুনিক কমপ্লিট ডুপ্লেক্স বাড়ির ডিজাইন।
G+9 (Ten) storied residential Building design.
Engr: Khandakar Manirul Islam.
Location: Dhaka.
যারা বাড়ি করবেন তারা অবশ্যই ২/৩ মাস পূর্বে থেকে বাড়ির প্ল্যানিং বিষয়ে কাজ শুরু করবেন।
সামনের শুকনো মৌসুমে যারা বাড়ি করবেন তারা এখন থেকে প্ল্যানিং শুরু করুন। পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে আপনার চাহিদা + বাজেট অনুযায়ী আপনার বাড়ির একটি পরিকল্পিত ডিজাইন রেডি করা।
আপনার বিল্ডিং এর প্ল্যান থেকে শুরু করে কনস্ট্রাকশন এর প্রতিটি ধাপে কাজের সঠিক মানদণ্ড, কনস্ট্রাকশনের ব্যাবহৃত প্রতিটি উপাদান এর সঠিক মানদণ্ড এবং বিল্ডিং ডিজাইন কোড (ACI, ASTM, BNBC) ফলো করে এবং নির্ধারিত সময়ে সঠিক বাজেট এর মধ্যে আপনার স্বপ্নের নিবাস তৈরি করতে আমাদের দক্ষ টিম নিয়ে আপনার পাশে রয়েছি সবসময় , সবখানে।
আমাদের সেবা সমূহ:
১. আর্কিটেকচারাল প্ল্যান এবং ডিজাইন।
২. স্ট্রাকচারাল ডিজাইন।
৩. ইলেকট্রিক্যাল ডিজাইন।
৪. প্লাম্বিং ডিজাইন।
৫. এপ্রভাল ডিজাইন।
৬. 3D ডিজাইন।
৭. সয়েল টেস্ট এবং ল্যান্ড ডিজিটাল সার্ভে।
৮. প্রজেক্ট কনস্ট্রাকশন ইস্টিমেশন এবং কস্টিং।
এবং
৯. প্রজেক্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কনসালটেন্সি (PMC)।
আধুনিক ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইন।
বিস্তারিত জানতে এক্ষুন্নি যোগাযোগ করুন আমাদের সাথে।
Client : Principle Real Estate
Location : Station Road , Tongi ,Gazipur.
Story : B+G+12 Storied.
Type : COMMERCIAL CUM RESIDENSIAL BUILDING
Area : 14 katha.
Consultant : স্থাপত্যশালা.
বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।
বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ
#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।
তথ্য এবং ছবি: ইন্টারনেট
মাত্র ৩ শতক জায়গায়
কম খরচের
মধ্যে আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন।
ডুপ্লেক্স।
ডিজাইন vs কনস্ট্রাকশন
মিস্ত্রির সাথে বাড়ি নির্মাণের চুক্তিনামার স্যাম্পল।
একটা বাড়ি নির্মাণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি বেশিরভাগ বাড়ির কাজ শেষ করার আগে ও পরে প্রায়ই উভয় পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়।
আপনি কি কাজ করাবেন, কোন কাজে কত রেট দিবেন ইত্যাদি বিষয়ের সবকিছু একটা চুক্তির মাধ্যমে করা উচিৎ এবং অবশ্যই তা ৩০০ টাকার ষ্ট্যাম্পে লিখিত থাকতে হবে।
বেশিরভাগ ক্ষেত্রেই ২টা পক্ষই চায় নিজে লাভবান হতে, ষ্ট্যাম্পে লিখিত চুক্তি হলে সেই সম্ভাবনা অনেকটা কমে যায়।
পারিবারিকভাবে পরিচিত, আত্নীয় যেই হোকনা কেন চুক্তি না করে নিলে ঝামেলা হতেই পারে। কোন পক্ষ যদি ষ্ট্যাম্পে লিখিত চুক্তি না করতে চায় তাহলে ধরে সেই পক্ষের ভিতর সমস্যা আছে।
এটা আমরা স্যাম্পল হিসাবে দিয়েছি। এলাকাভেদে দর বা কাজের ধরন পরিবর্তন বা পরিবর্ধন হতেই পারে।
[আপনার বাড়ির সকল প্রকার ডিজাইন এবং নির্মাণ কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন]
বেলকনির বিভিন্ন ডিজাইন আইডিয়া।
ডুপ্লেক্স কনস্ট্রাকশন।
আধুনিক ডুপ্লেক্স ডিজাইনে যোগাযোগ করুন আমাদের সাথে।
ডুপ্লেক্স ডিজাইন
ডিজাইন vs কনস্ট্রাকশন।
লোকেশন: ফেনী।
পাখির ছোট্ট নীড়।।।।
নতুন স্বপ্নের সন্ধানে।
প্রস্তাবিত ৫ তলা আবাসিক ভবন।
মালিক: ড. ফারুক আহমেদ (আমেরিকা)
লোকেশন: বন্ঞারামপুর, বি.বাড়িয়া।
কার্তিকপুর মসজিদ মিনার ডিজাইন।
লোকেশন: কার্তিকপুর, মুন্সিগঞ্জ।
আর্কিটেক্ট: সানজিদ তালুকদার।
বাবুটা এখন বড় হয়ে গেছে।।।
@বান্ঞারামপুর।
নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ল্যান্ডস্ক্যাপ এনিমেশন।
সরু জায়গায় আধুনিক হাইরাইজ ডিজাইন।
৮ তলা আবাসিক ভবন ডিজাইন।
আর্কিটেক্ট: রানা।
ইঞ্জিনিয়ারদের পরামর্শ ছাড়া বাড়ি নির্মাণ করলে এমন অবস্থা তো হবেই।
আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এবং প্ল্যান।।।।।
বিম-কলাম এর জয়েন্টের রড।
বাড়ি নির্মান করার পূর্বেই জেনে নিন।।।।।।।
মর্ডান একতলা বাড়ির ডিজাইন,
ফ্লোর প্ল্যান সহ।।।।।
গ্রামের খোলামেলা একতলা বাড়ির ডিজাইন।।।
নান্দনিক ডুপ্লেক্স ডিজাইন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
House: 39, Road: 06, Block: C, Niketon
Dhaka, 1212
One-Stop Service for Exclusive Architectural Consultancy, Interior Design, Fountain, Swimming Pool, M
FIRST FLOOR, HOUSE-498, AVENUE-03, MIRPUR DOHS
Dhaka, 1216
Established in 2009, SPATIAL ARCHITECTS is a studio based practice registered in Dhaka, Bangladesh.
H: 264/8, R: 8/A, WEST DHANMODI
Dhaka, 1209
Nir ArchiTech is an Architectural Technology related service and product provider.
House: 77, Road: 09, Block: C, Flat: 5A (Lift 4), Niketon, Gulshan 1
Dhaka, 1212
Sthapati Bangladesh is a multifaceted firm expertise in architectural design solution, interior desi
Dhaka
•educate•motivate•create•coordinate• - architectural & interior design - homedecor - lifes
Gaibandha
Dhaka, 5700
I will Provide Quality Desing For Any Social Meadia So Get Batter Desing To Contact Me .....
সেকান্দার মার্কেট কশাই বাড়ি দক্ষিণখান ঢাকা
Dhaka
সকল ধরনের ইন্টেরিয়র ডিজাইন সহ কাজ করি
House-21, Road-21, Nikunja-2, Ground Floor, Khilkhet
Dhaka, 1229
Arcvil Design & Developments Ltd. is an exclusive Interior & Architectural firm in Bangladesh.