শোনো - Shono

মন খুলে বলুন, ভালো থাকুন, ভালো রাখুন।

প্রতিদিন হাজারো ভাবনা ভীড় করে মাথায়। ভাবনার আকাশে জমে মেঘ। অযাচিত দুশ্চিন্তা ঘিরে ধরে আমাদের। জীবন চলার পথে না বলা গোপন কষ্টে দমবন্ধ করা অনুভূতি আসে মনে। ভরসার খোঁজে ছুটে যাই কাছের মানুষের কাছে। কিন্তু দিন শেষে প্রয়োজন ফুরালে প্রিয়জনও যেন বদলে যায়। কষ্টগুলো দুর্বলতা ভেবে হাসি ঠাট্টায় মেতে উঠে চারপাশের সকলে।

এমন পরিস্থিতিতে আপনার সকল না বলা দুঃখ কষ্টের কথা শুনতে আমরা আছি আপনার পাশে।

বলুন নিঃসংকোচে, প্রাণ খুলে। যথাযথ গোপনীয়তা রক্ষা করে বিশ্বস্ত বন্ধুর মতো আমরা শুনবো আপনার সকল না বলা কথা।

31/12/2023
29/12/2023

আবির, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

ছোটবেলা থেকেই আবির সকলের প্রশংসার পাত্র।
লেখাপড়ায় তুখোড় আর খেলাধুলায় তেমন একটা আগ্রহ না থাকলেও
মহল্লার ছেলেদের কাছে আবির ছিল মধ্যমণি।
নিজের চকলেটে, আইস ক্রিম তার থেকে বাগিয়ে নেয়াটা সহজ ছিল।

সবার সাথে মিশতে পারা, হাসি খুশি এই ছেলেটা খুব অল্প দিনের পরিচয়ে
বিয়ে করে ঘরে তুলেছিল সালমাকে।

একটা পারিবারিক বিয়েতে আলাপ। সেই থেকে পরিবারের সম্মতিতেই হয়েছিল বিয়েটা।
বছর না ঘুরতে সন্তানও এসেছে একজন।

কিন্তু আবিরের আজকাল বাসায় ফিরতে ভয় হয়।
প্রচন্ড ভয়। তার গলা শুকিয়ে আসে, হাত পা অবশ হয়ে যায়।
এই বিরাট শহরে তার পালাবার জায়গাটাও নেই।

পুরুষ আবির, কাকেই বা বলবে? কেই বা বিশ্বাস করবে?
আর এই সমাজ নিগৃহীত স্বামীদের কথা কবেই বা বিশ্বাস করেছে?
ভালো ছেলে আবিরের সাথে ঘরে কি ঘটে, সেট শুধু আবির জানে।

সালমাকে বড্ড অপরিচিত মনে হয়।
এই সালমাকে তো সে বিয়ের আগে চিনতো না।
বিয়ের ঠিক পরের দিন এই মেয়ে জানিয়ে দিয়েছে সংসারের কোনো কাজেই সে নেই।

এমনও না যে সালমা কোনো চাকরি করে। বাসাতেই থাকে তবে তার সব কিছুতেই বিরক্তি।
তার বিরক্তির উৎস আবির বুঝে পায় না।

পায়ে পরে ঝগড়া করার অভ্যাস সালমার।
ছলেবলে আবিরকে হেয় করাই যেন তার ধর্ম। আবিরের ভালো মানুষিকে যেন দেখতেই পারে না সালমা।

বাচ্চাটা পড়েছে মাঝখানে। বিয়ের পর প্রথম কয়দিনেই বাচ্চা পেটে চলে আসাতে হয়েছে বিপদ।
সংসার করতে গিয়ে এমন গোল বাধবে জানলে আবির হয়তো বাচ্চা নেবার কথা ভাবতই না।
অযত্নেই বেড়ে উঠছে বাচ্চাটা। বয়সের তুলনায় ওজন কম। আর সালমার হাতের মার তো আছেই উপরি হিসেবে।
আবিরের প্রতি বিরক্তি সালমা যেন আরো বেশি করে তাদের ছেলের উপরেই ঝাড়ে।
ছেলেটা কথাও বলতে শিখেছে দেরিতে।

আবির অনলাইন এ দেখেছে, ঘরের অশান্তি এসবের জন্য দায়ী হতে পারে।

বাসায় অফিসের কলিগ তো দূর, নিজের ভাই বোনদেরও ডাকতে পারে না আবির।
বিয়ের পর প্রায় তিন বছর হতে চললো, সালমার মেজাজ উগ্র আকার ধারণ করছে।
সালমা একদিন তার গায়ে হাত ও তুলেছে। লোকলজ্জায় আবির সে কথা আজও কাউকে বলেনি।
কাঁদতেও পারে না। কারণ এই সমাজে পুরুষের কাঁদতে মানা।

আজকাল আবির বাড়িতে যেতেও ভয় পায়।
প্রাণের ভয়। ...

আপনি কি আবিরের মতো কথা লুকাচ্ছেন?
আলাপেই আছে সমাধান।

"এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক।
বাস্তবের সাথে এর কোন মিল নেই, কেউ যদি মিল খুঁজে পান তাহলে তা কাকতালীয় ঘটনা মাত্র।"

©@শোনো - Shono

ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ।
মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।
যোগাযোগ: 01748695756 | 01313896029
------------------------------------------
#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

29/12/2023

অপর্ণার আজকাল মন ভালো থাকে না।

মাঝে মাঝে রবীন্দ্রনাথের "অপরিচিতা" গল্পের 'কল্যাণীর' মতো খুব দাপুটে হতে ইচ্ছে করে।

মন গড়া কোনো অজুহাতে না। ন্যায্য দাবিতেই।

ভাগ্যটাও তার সাথে বেরসিকের মতন আচরণ করেছে।
গল্পের 'কল্যাণী' বেঁচে গিয়েছিলো, তার বাবা শম্ভুনাথ সেনের দূরদৃষ্টিতে।
সেই ভীরু, কাপুরুষ, অন্তঃসারশূন্য পুরুষটিকে বিয়ে করতে হয়নি বলে।

কিন্তু অপর্ণা বাধ্য হয়েছিল পিতার বন্ধুর ছেলের সাথে এই বিয়েতে বসতে।
লগ্ন দেখে ধুমধাম করেই বিয়ে হয়েছিল সুশিক্ষিতা, নাচে-গানে পারদর্শী অপর্ণার।

বিয়েটা যখন হয়েই গেলো, অপর্ণা তখন আর দশটা লক্ষী মেয়ের মতোই সংসারে মন দিয়েছিলো।

স্বামীর যত্ন, সংসারের আর সবার দেখভাল, সারাদিনের এটা সেটার মধ্যে তার আর কোনো নাচ গান বই এর কথা মনে হয় না।
কিন্তু ভালোবাসতে চেয়েও, অপর্ণা রোজ একটু করে স্বামীর ব্যাপারে নিষ্পৃহ হয়ে পড়ছে।

অফিসের রাশভারী বড় সাহেব, বাসায় এসে শুধু অপর্ণার বেলাতেই বড় সাহেবগিরি ফলাতে পারেন।

সপ্তাহের পাঁচটা দিন, ১৩/১৪ ঘন্টা অপর্ণার বাড়িতে কিভাবে দিন কাটে, তার কতটুকুই বা প্রবীর জানে? আর যে দুটো দিন ছুটি পায়, তার একদিন যায় বন্ধুদের পিছনে আর একদিন ঘুমিয়ে।

আর জানলেই বা কি?

স্বামীটা হয়েছে শম্ভুনাথ সেনের সেই তাড়িয়ে দেয়া ব্যক্তিত্বহীন লোকটার মতো। সংসারে মাতৃ আজ্ঞাই শেষ কথা। অপর্ণার সেখানে স্থান কই?

আগে মাঝে মধ্যে অনেক কিছুই স্বামীকে বলতে যেতো,
এখন আর বলে না।

মাথায় শুধু ঘরে কল্যাণীর কথা।
একজন দৃঢ়চেতা রমণী যিনি উচিতকে উচিৎ বলতে জানেন।
কিন্তু অপর্ণা তো পারছে না, নিজের ভিতরেই তাই গুমরে মরছে
একটা একটা দিন।

আপনারও কি অপর্ণার মতন ভাবনা হয়?
আলাপেই আছে সমাধান।

"এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক।
বাস্তবের সাথে এর কোন মিল নেই, কেউ যদি মিল খুঁজে পান তাহলে তা কাকতালীয় ঘটনা মাত্র।"

©@শোনো - Shono

ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ।
মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।
যোগাযোগ: 01748695756 | 01313896029

------------------------------------------

#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

22/12/2023

ফাহিম এর সমস্যা ফাহিম নিজেই।

শুধু শুধু অনেক ডিপলি সবকিছু নিয়ে ভাবা আর একা একাই কষ্ট পাওয়া।
নিজের অব্যক্ত অপূর্ণ প্রত্যাশা পূরণ করা যেনো তার কাছের মানুষদের দায়। অথচ কোনোদিন মুখ ফুটে নিজের কোনো চাহিদার কথা কাউকে সেই বলেওনি, বুঝেতেও দেয়নি। তবুও আশা করে, তার না বলা কথা তার নিকটজনদের তো আসলে বোঝা উচিৎ। যদি বুঝতেই না পারে, তবে কিসের আপনজন !

এসব ভেবে, নিজেকে আবার স্বার্থপর ও মনে হয়। তখন আবার ঠিকই কষ্ট পায় ফাহিম। নিজেকেই মনে মনে ছোটোলোক বলে গালাগাল করে।

এদিকে আবার, কাউকে বিশ্বাস করতে আছে অনীহা। কেউ ভালো কিছু বললেও, সন্দেহ হয়! মনে হয় মিথ্যা।

ফাহিম চায়, তার ভালোবাসার মানুষগুলো তাকেই ঘিরেই থাকুক। তাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেনে নিয়ে, সেন্টার অফ এটেনশন বানিয়ে টপ প্রায়োরিটি দিক। তাতে আর কারো কোনো কাজে ব্যাঘাত ঘটলে ঘটুক। কিন্তু ফাহিম কে মাথায় তুলে রাখতেই হবে। ফাহিমের তাতে খুব নিরাপদ বোধ হয়। কিন্তু ফাহিম ঠিক বুঝতে পারে না কেন সে এরকম। প্রিয় মানুষের ভালোবাসা তার কাছে কেনো দয়া বলে মনে হয়?!

মনের মানুষটার সাথে কিছু হলে, তাই ফাহিম ধরেই নেয়, হয় রিমিই এটার সমাধান করবে আর নয়তো কোনো ভুল না করেও, রিমিই এগিয়ে এসে ভুলটা স্বিকার করে অনুতপ্ত হবে। আর সেটা না পেলেই শুরু হবে ফাহিমের অস্বাভাবিক আচরণ। আর রিমির এই অপ্রত্যাশিত আচরণ সে ভুলেও না। নিজের অজান্তে রিমির চোখের ভয়ার্ত দৃষ্টি, ফাহিম মনে মনে বেশ উপভোগ করে।

ফাহিমের ধারণা, সে সবাইকে মাত্রাতিরিক্ত ভালোবাসে কিংবা ভালো রাখার চেষ্টা করে। নিজের চিন্তা ও প্রকাশের মধ্যে তেমন পার্থক্য খুঁজে পায়না ফাহিম। কিন্তু এই ভ্রান্তি তাকে কেউ দেখিয়ে দেবার সাহস পায়না। এইটা ফাহিমও জানে।

নিজের এই অসামঞ্জস্য নিয়ে একাধারে ফাহিম গর্বিত আবার কুন্ঠিত। অথচ মনে প্রাণে ফাহিম জানে, ব্যাপারগুলো কারো জন্যই খুব সুখকর কিছু না।

আপনারও কি ফাহিমের মতন এমন দ্বিধা মনের মধ্যে কাজ করে?
কখনও কি ভেবে দেখেছেন, আপনি কেন এমন?

"এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক।
বাস্তবের সাথে এর কোন মিল নেই, কেউ যদি মিল খুঁজে পান তাহলে তা কাকতালীয় ঘটনা মাত্র।"

©@শোনো - Shono

21/12/2023

এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক।
বাস্তবের সাথে এর কোন মিল নেই, কেউ যদি মিল খুঁজে পান তাহলে তা কাকতালীয় ঘটনা মাত্র।

©@শোনো - Shono

Photos from শোনো - Shono's post 12/11/2023

শোনো - Shono partnered with Sukorma Foundation Bangladesh, ToguMogu and JCI Dhaka Independent to support an ongoing collective project titled, "ভাবনাহীন কৈশর", which translates into "worry-free adolescence", held at the Kazi Mohiuddin Model High School, Tarabo Bazar, Demra on 24 September, 2023.

The prime objective of this project is to create awareness among female school children, aged 12-16 from class 06 to 10, about menstrual hygiene. During the session Ms. Suhana Islam, Founder of "Sukorma Foundation" and Director of JCI Dhaka Independent, distributed free eco-friendly, reusable sanitary napkins among the students. The session also had a secondary awareness campaign part of caring for mental wellbeing during the teenage age and menstrual cycle, facilitated by a mental health care-line "Shono". Ms. Frahana Rumi, COO, Shono delivered a general speech on why mental health matters.

The campaign covered around 120 students, most of who are the children of the workers working at the Jamdani Polli.

Ms. Marilin Farzana Ahmed, EVP of JCI Dhaka Independent and also the CEO of Shono was present during the event.

মুক্তিযুদ্ধের বাংলাদেশ | স্মার্ট বাংলাদেশ | পর্ব ২২ | চ্যানেল আই 13/10/2023

শোনো - Shono was invited at Channel I for their latest program: মুক্তিযুদ্ধের বাংলাদেশ | স্মার্ট বাংলাদেশ | পর্ব ২২

The program was hosted by the famed Director, writer and freedom fighter Mr. Nasiruddin Yousuff Bacchu.

Ms. Marilin Farzana Ahmed, CEO & Co-Founder of শোনো - Shono had attended the discussion session.

On a special note, শোনো - Shono partners with Sukorma Foundation Bangladesh, JCI Dhaka Independent and ToguMogu in creating field level awareness campaigns on Mental Wellbeing titled "ভাবনাহীন কৈশোর" for the underprivileged girls and women as was mentioned in the talk. Thanks to our partners for the support!

মুক্তিযুদ্ধের বাংলাদেশ | স্মার্ট বাংলাদেশ | পর্ব ২২ | চ্যানেল আই Watch More Video 🎬 ৩০০ সেকেন্ড - 300 Second https://shorturl.at/hwQW8তারকা কথন - Taroka Kathonhttps://shorturl.at/acsCUতৃতীয় মাত্রা - Tritiyo Matrahttps://...

Photos from Astha.IT's post 11/10/2023

It was an honor to visit the beautiful office of Astha.IT and deliver a session on the importance of mental wellbeing to mark the World Mental Health Day 2023 held on October 10th.

Considering this year's theme, "Mental health is a universal human right", team শোনো - Shono made the initiative to make discussions on mental health more accessible.

Our audience at Astha IT engaged in a fruitful discussion on general mental wellbeing and workplace mental health care which made the session productive and hopeful.

The session was graced by Mr. Hasnaeen Rizvi Rahman, CEO & Founder; Mr. Nazif Muhammad Irad, Chief Marketing Strategist; Mr. Khandakar Mehedi Hasan, Manager - HR of Astha IT and their team mates.

Ms. Marilin Ahmed, CEO & Founder of শোনো conducted the general awareness session.

Photos from শোনো - Shono's post 10/10/2023

Team শোনো - Shono participated at the Bangladesh Psychological Association (BPA) and Monobikash Foundation arranged Grand Awareness Rally marking the World Mental Health Day 2023.

This year's theme is: "Mental Health is a Universal Right".

We are a firm promoter of mental health wellbeing and rights.


Bangladesh

09/10/2023

শোনো - Shono Mental Health Student Package!!!

যদি নিজেকে নিয়ে চিন্তিত ও দ্বিধান্বিত মনে হয়, যদি সাহায্য গ্রহণের প্রয়োজনীয়তা আছে নাকি নেই সে বিষয়ে সংশয় থেকে থাকে তাহলে তাদের সাহায্যের জন্য শোনো - Shono নিয়ে এসেছে দারুণ একটি বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ।

যে কোন সময় কেউ যদি তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে তাহলে এখন খুব সহজেই মাত্র ৪৫০/- টাকায় "মেন্টাল হেলথ এসেসমেন্ট" প্যাকেজের মাধ্যমে সে তার প্রয়োজনীয় সেবা পেতে পারে শোনো - Shono তে। সেই সাথে প্রাপ্ত ফলাফল অনুযায়ী পরবর্তী করণীয় সম্পর্কেও সঠিক নির্দেশনা পাওয়া যাবে এই প্যাকেজে। তাই কোন সমস্যা নিয়ে মন খারাপ করে বসে না থেকে সমাধানের জন্য শোনো - Shono এর সাহায্য নিন।

ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ।

মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।

যোগাযোগ: 01313896029 | 01748695756

© শোনো - Shono

#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

08/10/2023

মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।
যোগাযোগ: 01313896029 | 01748695756

© শোনো - Shono

#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

05/10/2023
04/10/2023

INCREDIBLE WOMEN এর এই পর্বে আমরা শোনাবো উজ্জীবিত নারীদের গল্প যারা মূলত কাজ করছেন নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য সচেতনতায়।

এবারের পর্বে Incredible Women হিসেবে থাকছেন

Marilin Ahmed- CEO, শোনো - Shono & Farhana Rumi- COO, শোনো - Shono

বৃহস্পতিবার রাত ১০ টায় চোখ রাখুন রেডিও কার্নিভ্যালের অফিসিয়াল ফেসবুক পেইজে এবং সাথে থাকছেন আরজে রিফা এবং আরজে মম।


#1 Coolest Digital Radio

04/10/2023

অনেক তো হলো!
আর কতকাল মানসিক স্বাস্থ্য সমস্যাকে আড়াল করে রাখবেন?
সমাজের চোখে লুকাতে গিয়ে, আপনজনকে চিরতরে হারিয়ে ফেলবেন না যেনো!

We all have the right to live our lives free from stigma and discrimination in places like schools and workplaces.

মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।

যোগাযোগ: 01313896029 | 01748695756

© শোনো - Shono

#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

03/10/2023

Depression and anxiety are among the leading causes of illness and disability among adolescents, and su***de is among the leading causes of death in people aged 15–19 years. Half of all mental health disorders in adulthood start by age 14, but most cases are undetected and untreated.

SOURCE: https://www.who.int

মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।
যোগাযোগ: 01313896029 | 01748695756

© শোনো - Shono

#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

03/10/2023

Mental health is described as a state of well-being where a person is able to cope with the normal stresses of life. This state permits productive work output and allows for meaningful contributions to society.

However, different circumstances exist that may affect the ability to handle life’s curveballs. These factors may also disrupt daily activities, and the capacity to manage these changes.

In any case, if you face difficulty in understanding your thoughts, we request you to contact us for professional advice.

মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।

যোগাযোগ: 01313896029 | 01748695756

© শোনো - Shono

#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

01/10/2023

Mental health is a state of mental well-being that enables people to cope with the stresses of life, realize their abilities, learn well and work well, and contribute to their community. It is an integral component of health and well-being that underpins our individual and collective abilities to make decisions, build relationships and shape the world we live in. Mental health is a basic human right. And it is crucial to personal, community and socio-economic development.

মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।
যোগাযোগ: 01313896029 | 01748695756

© শোনো - Shono

#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

28/09/2023

MEN should care for their mental health and well-being:

1. Overall Well-Being: Just as men take steps to maintain their physical health through exercise and a balanced diet, they should also prioritize their mental health to ensure they are functioning at their best.

2. Reducing Stigma: Historically, there has been a stigma surrounding men's mental health, where seeking help or discussing emotional struggles was often seen as a sign of weakness. By actively caring for their mental health, men can help reduce this stigma and promote a more open and accepting society.

3. Emotional Expression: Caring for mental health allows men to better understand and express their emotions. Suppressing emotions or trying to tough it out can lead to long-term negative consequences, including increased stress and potential mental health issues.

4. Relationships: Healthy relationships are built on effective communication, empathy, and emotional intimacy. When men prioritize their mental health, they are better equipped to navigate relationships, express their feelings, and provide support to their loved ones.

5. Performance: Good mental health can enhance cognitive abilities, concentration, and problem-solving skills, which can lead to improved performance in both personal and professional aspects of life.

6. Physical Health: Mental health is closely linked to physical health. Chronic stress and untreated mental health conditions can contribute to physical health problems such as heart disease, high blood pressure, and a weakened immune system.

7. Prevention and Early Intervention: Taking care of mental health proactively can help prevent the development of more serious mental health issues. Early intervention is often more effective and can lead to better outcomes.

8. Su***de Prevention: Men are more likely than women to die by su***de, in part because they are less likely to seek help for mental health issues. Caring for mental health can be a crucial step in su***de prevention.

9. Role Modeling: Men who prioritize their mental health serve as positive role models for their peers and future generations. By openly discussing their mental health and seeking help when needed, they encourage others to do the same.

10. Quality of Life: Ultimately, caring for mental health contributes to a better quality of life. It can lead to increased happiness, satisfaction, and resilience in the face of life's challenges.

It's essential for men to recognize that seeking help or talking about their mental health doesn't make them any less of a man.

It's a sign of strength and self-awareness to address mental health concerns and actively work towards well-being. Whether through therapy, support networks, self-care practices, or lifestyle changes, caring for mental health is an important aspect of a fulfilling and healthy life.

AND JUST IN CASE, if you are not sure about your next step, please consider giving us a call and TEAM শোনো - Shono will take care of your worries.

মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।
যোগাযোগ: 01313896029 | 01748695756

© শোনো - Shono

#মানসিকস্বাস্থ্য #মানসিকসমস্যা

15/09/2023

মনে চেপে না রেখে, নির্দ্বিধায় মন খুলে বলুন আপনার মনের যত কথা। মনোযোগ দিয়ে শুনবো আমরা। অব্যক্ত কথা, যা বলা হয়ে ওঠে নি কখনো, এমন কিছু যা বুঝতে পারে নি কেউ, গোপন বিরহ ব্যথা, ক্যারিয়ার বা পড়ালেখা নিয়ে দুশ্চিন্তা, এমন যে কোন কিছু নিয়ে কথা বলতে পারেন "শোনো" তে। মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সেবায়, আমরা আছি আপনার পাশে।

যোগাযোগ:
01313896029
01748695756

© শোনো - Shono
#মানসিক #মানসিকসমস্যা

06/09/2023

মানুষ হিসেবে আমরা আশা করি, আশা রাখি এবং আমাদেরই আশা ভঙ্গ হয়। কিন্তু জন্মাষ্টমীর এই দিনে, কৃষ্ণের দীক্ষা থেকে আমরা শিখতে পারি, কর্মফলের প্রত্যাশা না করে সৎ কার্য করে যাওয়া। তাতে আশা ভঙ্গের সম্ভাবনা কম। তবে মানসিক শান্তি সুনিশ্চিত।

যারা পালন করছেন, তাদের জন্য জন্মাষ্টমীর অভিনন্দন ও শুভেচ্ছা।

30/08/2023

HOW SHOULD WE TREAT A CHILD WITH INTELLECTUAL AND DEVELOPMENTAL DISABILITY? AND IS THE MOTHER TO BE BLAMED?

#মানসিকস্বাস্থ্য
#মানসিকসমস্যা

------------------------------------------------------------
What are the signs of intellectual disability in children?
------------------------------------------------------------

There are many different signs of intellectual disability in children. Signs may appear during infancy, or they may not be noticeable until a child reaches school age. It often depends on the severity of the disability. Some of the most common signs of intellectual disabilities are:

Rolling over, sitting up, crawling, or walking late
Talking late or having trouble with talking
Slow to master things like potty training, dressing, and feeding
Difficulty remembering things
Inability to connect actions with consequences
Behavior problems such as explosive tantrums
Difficulty with problem-solving or logical thinking

INFO SOURCE: http://ipnabsmmu.edu.bd/intellectual-disability/

-----------------------------------------------------------------
What are the signs of Developmental Disability in children?
-----------------------------------------------------------------

A person with developmental disabilities such as autism or intellectual disabilities may show some or all of the following symptoms:

Delayed or no speech
Delays in meeting milestones
Poor eye contact
Limited facial expressions
Odd hand and body movements
Unusual reactions to noise, textures and smells
Becoming upset by changes or new things
Little or no pretending
Little or no pointing, clapping or waving
Limited imitation of others
Limited interest in others
Unusual tone of voice or noises
Repetitive behaviors and sounds

INFO SOURCE: https://www.wellspanphilhaven.org/Programs-and-Services/Center-for-Autism-and-Developmental-Disabilities/Definitions-and-Signs-Symptoms

22/08/2023

সন্তান। ছোট্ট বেলার আধো আধো বোল থেকে শুরু করে বয়ঃসন্ধির দুর্বোধ্য অভিমানী ভাষা বুঝে একটি পরিণত ব্যক্তিসত্ত্বা প্রতিষ্ঠার জন্য সহায়ক কিন্তু মাতা - পিতা। চিরন্তন এই দায়িত্বই আজকাল যুগের পরশে হয়ে পড়ছে কঠিন। নিজের সন্তানদের ও কখনো যেন হঠাৎ অচেনা মনে হয়।

কি করে এই সময়ে সন্তানদের বন্ধু হয়ে, তাদের পাশে থেকে সঠিক পথে পরিচালিত করবেন তার-ই দিক নির্দেশনা দেয়ার মাধ্যমে প্যারেন্টিং এর কঠিন জার্নিটাকে সহজ করার জন্য "শোনো" আয়োজন করেছে সময়োপযোগী এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারটি।

অংশগ্রহণ করে জেনে নিন অভিজ্ঞ বিষেশজ্ঞের কাছ থেকে।

------------------------------

> রেজিস্ট্রেশন ফী: ৩০০ টাকা মাত্র
> বিকাশ: 01793915066 | নগদ: 01757484248

> টাকা পাঠানোর পর রেজিষ্ট্রেশন করুন এই লিংকেঃ https://forms.gle/jiwsyGxmDrGsS9GQ9

শোনো - Shono মন খুলে বলুন, ভালো থাকুন, ভালো রাখুন।

Want your practice to be the top-listed Clinic in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

শোনো - Shono Mental Health Student Package!!!যদি নিজেকে নিয়ে চিন্তিত ও দ্বিধান্বিত মনে হয়, যদি সাহায্য গ্রহণের প্রয়োজ...
Depression and anxiety are among the leading causes of illness and disability among adolescents, and suicide is among th...
Mental health is described as a state of well-being where a person is able to cope with the normal stresses of life. Thi...
Mental health is a state of mental well-being that enables people to cope with the stresses of life, realize their abili...
Team SHONO with BTV
THANK YOU!
Eid Mubarak
দুর্ঘটনা পরবর্তী মানসিক বৈকল্য

Telephone

Website

Address

Banani
Dhaka
1212

Opening Hours

Monday 01:00 - 20:00
Tuesday 01:00 - 20:00
Wednesday 13:00 - 20:00
Thursday 13:00 - 20:00
Friday 15:00 - 20:00
Sunday 11:00 - 23:00

Other Counseling & Mental Health in Dhaka (show all)
Centre for Asian Arts and Cultures (CAAC) Centre for Asian Arts and Cultures (CAAC)
5/2 Block A Lalmatia
Dhaka, 1215

Centre for décolonisation of culture

Multiservicios Psicológicos - Dra. Sandra I. Colón-Méndez Multiservicios Psicológicos - Dra. Sandra I. Colón-Méndez
Puerto Rico
Dhaka, 1209

SE EVALUA, SE DIAGNOSTICA Y SE PROVEE PSICOTERAPIA INDIVIDUAL, PAREJA, FAMILIAR Y GRUPAL, A PREESCOLARES, CHD, ADOLS. Y ADT. LLAMAR A: 787-240-6616. BILINGUAL SERVICES (ENGLISH & ...

Positive Psychology And Life Empowerment Positive Psychology And Life Empowerment
Dhaka, 1000

Psychology helping you live better.

SickBay SickBay
House 60 Road 9 Block F Banani
Dhaka, 1213

An On Demand Medicine delivery and Foreign doctor Telemedicine platform .

Raqi Al Affan Raqi Al Affan
Dhaka, 1219

রাক্বী - রুকইয়াহ কনসালটেন্ট || জ্বীন, যাদু, বদনজর ইত্যাদি মানসিক রোগের প্রফেটিক চিকিৎসা করা হয়।

Age Logics Age Logics
Dhaka

Story of life and age?

Kowcher Kowcher
Dhaka, 1229

কাউছার মেডিকেল হল, কুড়াতলী বাজার মসজিদ রোড,ভাটারা,ঢাকা।

Psychiatrist Dr. Tanjir Rashid Soron Psychiatrist Dr. Tanjir Rashid Soron
TMC Building, 52 New Eskaton Road, Bangla Motor
Dhaka

A psychiatrist sharing thoughts and works to promote mental health and provide access to care.

Just say, we are hare to listen Just say, we are hare to listen
Dhaka

We help and support all depressed person ....We listen to those who have no one to speak to and no o

Good Habits Good Habits
Dhaka

Little changes to our habits can make our life beautiful.

E-consult BD E-consult BD
House #09, Road #24, Block #SE (C), Gulshan/1
Dhaka, 1212

E-consult BD for your better Mental Health.