Arfan Jony

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arfan Jony, Savar, Dhaka.

22/09/2023

-খালা ভাত খাবেন ?

-হ বাবা।অল্প কয়ডা ভাত খাইতাম।

-বসেন চেহারে।

-ভাত খাওনের কী কী আছে বাবা ?

-ইলিশ মাছ,পা/ঙ্গা/শ মাছ,রূপসা মাছ,মুরগী আর ভাজি।কী দেবো আপনাকে।

-পাতলা ডাইল নাই বাবা।আমার খালি ডাইল হইলেই হইবে।

-আছে।শুধু ডাল দিয়া খাবেন কীভাবে।সাথে ভাজি দেই?

-না বাবা।আমার কাছে টাহা নাই অত।আমারে পলিথিনে দু/গ্গা ভাত আর এক চামচ ডাইল দেও।আমি খাইতে পারমু।ডাইল না দেলেও পানি দিয়া গি*ল্লা খাইতে পারি আমি।খালি দু/গ্গা ভাত দেও আমারে বাবা।

-আপনার কাছে তো টাকা নেই।ভাতের দাম দিবেন কিভাবে ?

-এক মুঠ ভাতেরও দাম দেওয়া লাগবে বাবা ?

একথা শুনে শান্ত ভিতরে গেলো ভাত আনতে।ভাতের পাশে একটু ভাজি আর এক টুকরা মাংস এবং ঝোল নিয়ে প্লেটটা এগিয়ে দিলো।

-ও বাবা এয়া কি দেছো আমারে।আমার কাছে তো টাহা নাই।খালি ভাত দু/গ্গা দেও আমারে।আমি পানি দিয়া খাইতে পারমু।

-আপনি খেয়ে নিন।দাম দিতে হবে না।

বাহিরে প্রচন্ড রোদ।চৈত্র মাসের রোদ।সেদিকে তাকিয়ে শান্ত কিছু একটা ভাবতে লাগলো।শান্তদের ভাতের হোটেলে সব ধরনের লোকই ভাত খেতে আসে।তবে হাজেরা খাতুনের মত লোক আজ প্রথম এসেছে।

হাজেরা খাতুনের খাওয়া হয়ে গেছে।সে সামনে আসতেই শান্ত তাকে একটা টিসু পেপার এগিয়ে দিলো হাত মোছার জন্য।কিন্তু সে সেটা না নিয়ে তার কাপড়ের আঁচল দিয়েই হাত মুখ মুছে নিলো।

শান্ত খেয়াল করলো তার চোখ লাল।সে ভাবলো হয়তো তার ঝাল লেগেছে।কিন্তু তা নয়।তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল।সে জল হয়তো শান্তকে কিছু বলতে চাচ্ছে।

-আপনি কান্না করছেন কেনো ?

-কান্দি না রে বাপ।আ*জ*ই*গো অনেক দিন পরে এমন কইরা দু/গ্গা ভাত খাইলাম।ঝোলের স্বাধ কেমন হয় তা অনেকদিন পর আমি বুঝতে পারছি।

-কেন আপনি বাসায় ভাত খান না।

-খাই বাবা কোনোভাবে চাউল সেদ্ধ দিয়া খাই।ফেনভাত।আইজ চাউল নাই।শরীর ভালোনা তাই দেরি কইরা খ*য়*রাতে বাইর হইছি।কেউ চাউল দেয় নায়।বাবা তুমি যা খাওয়াইছো এতে আমার ২দিন না খাইলেও হইবে।

-আপনার স্বামী ছেলে-মেয়ে নাই ?

-স্বামী ম*র*ছে ক্যা*ন্সা*রে।পোলা আছিলো একটা।কিছু দিতে পারতাম না।আমারে মা/রধোর কইরা চইলা গেছে হেয়াও প্রায় দশ বছর হইলো।

-আপনি থাকেন কোথায় ? আর আপনার নাম কী ?

-পলাশপুর বস্তিতে থাহি।নাম আমার হাজেরা খাতুন।

হাজেরা খাতুনের পড়নের জী*র্ণ শী*র্ণ শাড়ি এবং তাতে ময়লা মাখা।তাকে হোটেলের সামনে দাড়িয়ে থাকতে দেখে দু'জন নাক চেপে কোনোরকমে হাজেরা খাতুনের পাশ দিয়ে ভিতরে গিয়ে বসলো।

-বাবা আল্লায় তোমারে তৌফিক দিক।দোয়া করি ভালো খাইকো সবসময়।আমি যাই বাবা।

এ কথা বলেই হাজের খাতুন চলে গেলেন এবং শান্ত কিছুক্ষণ তার চলে যাওয়া দেখলো।এরপর সে হাজেরা খাতুনের টেবিল পরিষ্কার করতে গিয়ে অবাক হয়ে গেলো।

টেবিলের আশেপাশে ভাত ছড়ানো নেই।একজন ভদ্রলোক যেভাবে পরিপাটি এবং গুছিয়ে খাবার খায় হাজেরা খাতুন ঠিক সেই ভাবেই গুছিয়ে খাবার খেয়েছে।সবথেকে অবাক করা ব্যাপার হলো গ্লাসের নিচে পাঁচ টাকার একটি নোট চাপা দেওয়া ছিলো।

-কিরে দুই দিন ধরে তোর মুখটা এমন ফ্যা*কা*সে লাগছে কেনো।কিছু হইছে তোর? 'রু*দ্র শান্তর দিকে তাকিয়ে প্রশ্ন করলো।

-হুম।একটা বিষয় নিয়ে ভাবতেছি।

-কী বিষয় বল তো।

শান্ত হাজের খাতুনের কথা সব রু*দ্র*কে খুলে বললো।

শান্ত চায় হাজেরা খাতুনের সেই পাঁচ টাকা ফেরত দিতে এবং সাথে কিছু চাল,ডাল আরো কিছু খাবার নিয়ে যাবে।

-চল তাহলে।কালকেই চল।কালকে সোমবার আমাদের দোকান বন্ধ ফ্রি আছি।বিকেলের দিকে চল।,"রু*দ্র বললো"

-ঠিকাছে।চল কাল বিকেলেই যাবো।

সোমবার বিকেলেই তারা পলাশপুর রওনা হলো।সাথে চাল ২৫ কেজি।ডাল ৫ কেজি।আলু ৫ কেজি।এছারাও পিয়াজ,রোসুন,সাবান,চানাচুর,ভালো মানের বিস্কিট এবং সেই পাঁচ টাকা।

পলাশপুর যেতে যেতে প্রায় বিকেল পাঁচটা বেজে গেলো।বিশাল বড় ব*স্তি তার ভেতর একজনকে খুজে বের করা খুব সোজা কাজ নয়।

শান্ত এবং রুদ্র লোকজনের কাছে খোজ করতে লাগলো।কিন্তু কেউ হাজেরা খাতুনের খোজ দিতে পারলো না।প্রায় সন্ধ্যার দিকে একজন মহিলা পাওয়া গেলো যে কিনা হাজেরা খাতুনকে চেনে।

-আমিতো হাজেরা বু*র লগে মাঝে মাঝে খ*য়*রাত করতে যাইতাম।মানুষডা অনেক ভালো আছিলো।

-আমরা তার কাছে যেতে চাই তার ঘড়টা আমাদের একটু দেখিয়ে দিন।শান্ত বললো।

-সে তো ম*ইরা গেছে।ঘড়ে যাইয়া কী করবা তোমরা।

-ম*রে গেছে মানে ? গত শুক্রবার আমাদের দোকান থেকে সে ভাত খেয়ে এসেছিলো।

-শনিবার রাইতে আমি তার লগে দেখা করতে যাই।দড়জা টাহাইছি অনেকবার ডাকছিও কিন্তু হে দড়জা খোলে নায়।হেরপর কয়েকজন বে*ডা*রে ডাক দিয়া দড়জা খোলাইছি।দেহি তার দেহ*ডা মা*ডি*তে পইরা আছে।হাতের ধারে পানির গ্লাস পইরা আছে।মনে হয় পানি খাইতে যাইয়াও খাইতে পারে নায়।

-তারপর কী করলেন?

-কী আর করমু।হের তো পো*লা মা*ই*য়া স্বামী কিছুই না।এইহানের লোকজনই তারে মা/ডি দেছে গোরোস্তানে।

-আমি একটু সেখানে যেতে চাই।ভাড়ি কন্ঠে শান্ত বললো।

-চলো।কাছেই তো।

শান্ত হাজেরা খাতুনের কবরের সামনে গিয়ে দাঁড়াল।কিছুক্ষণ তাকিয়েই রইলো কবরের দিকে।তারপর পকেট থেকে সেই পাঁচ টাকার নোট বের করে একটা ইট দিয়ে চাপা দিয়ে রেখে দিলো তার কবরের পাশে।

আর বললো,"এক মুঠো ভাতের দাম আমি রাখতে পারবো না খালা।"😭😭😭
রাস্তার পাশে আজও হাজারো নিঃস্ব মানুষ রয়েছে, কতটা কষ্ট তাদের জীবন চলা,
©

16/12/2022

-/ যে অনুভূতি বোঝে না 🙂🌸
-/ সে অভিযোগ বুঝবে কি করে 😅🥀

16/12/2022

😅🥀

15/12/2022

'' ডায়েরির ২৯ পৃষ্ঠায় লেখা আছে. ;
-/ মেয়ে তুমি ভীষণ, উম্মাদেয়ি শীতল নারী_🙂
-/ মায়াবী এক আঘাতকারী _😅🖤🥀

24/11/2022

কুয়াশা🌚:- একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি"😊
- যে তর্ক করার চেয়ে নীরবতা শ্রেয়!"🙂🖤

07/10/2022

আমাকে ভালোবাসার চেষ্টা করো না 🙂
আমি এখনো ভুলতে পারিনি,😔 কেউ একজন, বে-রহম-ভাবে 😣
গলা কা*টা, মুরগির মত 🐔[ছট-ফট] করাতে করাতে 🥲
কষ্ট দিয়ে ছেড়ে দিয়েছে, আমাকে 😅💔❤️‍🩹

18/09/2022

- দুই বছর সম্পর্ক থাকার পর, হঠাৎ জানতে পারলাম, ও নাকি এখন অন্য কাউকে ভালোবাসে।😅

- আসলেই ও আমায় ভালোবাসেনি।🙃🌸🥀

16/09/2022

বাস্তবতা🙂💔

14/09/2022

নাক ঘামলে স্বামীর আদর পাওয়া যায় বেশী ' শুনে ফ্যান অফ করে বসে থাকা আমার বান্ধবী! 🐸

14/09/2022

Dear Single সমাজ

আমি তোমাদের প্রধানমন্ত্রী বলছি।🙊🥱 Hi ? 😁👈

14/09/2022



-'Oi Meye Tumar I'd সাথে Amar I'd biya diba!🥺🫣

14/09/2022

- সকালে মায়াবী কন্ঠে একটা ডাক দিই।
🌻💟 Allah 💟🌻

14/09/2022

-দুইটি ইমোজি দিয়ে

আজকের Mood বুঝাও
🙄😥

13/09/2022

হঠাৎ যদি শুনো
প্রিয় মানুষটা আর নেই তখন কি করবা?🥀💔

12/09/2022

- পুরুষ কে কখনো কেউ ভালোবাসেনি🙂

- ভালোবেসেছে তার সাফল্যকে👨‍✈️💵

12/09/2022

মানুষের চেহারা সুন্দর হওয়ার থেকে,
ভাগ্য সুন্দর হওয়া অধিক জরুরী! 😊🌺

08/09/2022

- যোগাযোগ না হলেও কিছু মানুষ
সবসময় প্রিয়ই থাকে.!🖤

08/09/2022

Assalamualaikum আমি অবিবাহিত! 🙂

08/09/2022

.

"𝙄 𝘼𝙢 কাইল্লা 🙂 & 𝙔𝙤𝙪 💁🏻‍♂️

08/09/2022

- যেসব শিক্ষার্থী মােবাইল নিয়ে পড়তে বসে। তারাই প্রকৃত স্টুডেন্ট...!🙂

08/09/2022

-Apnar nam ta lakhen bole dibo koto % cute-!! 🥺🫰

07/09/2022

Trust Me দূরত্ব বাড়লে গুরুত্ব নয়, গাড়ি ভাড়া বাড়ে!'🙂

01/09/2022

তুমি না খেলে আমিও খাবোনা
এই কথাটি আজ অব্দি কেও ইনবক্সে এসে বললোনা 🙂

25/08/2022

- Alhamdulillah for everything! 😍✨

25/08/2022

আপনাকে যদি একটা সুযোগ দেয়া হয় "আপনি যা চান তাই পাবেন। তবে আপনি কি চাইতেন?"

বিঃ দ্রঃ - শুধুমাত্র একটা জিনিসই চাইতে পারবেন। 🖤

25/08/2022

- I wish বিয়েটা যেনো.!🌸

- ভালোবাসার মানুষের সাথেই হয়🖤🥀

24/08/2022

তোমার এখন কিসের প্রয়োজন?

24/08/2022

Data on করে প্রথমে কোন Apps এ ঢুকো☺️

24/08/2022

- আজ পর্যন্ত কারো.!🙄
- Bio.!
- Wallpaper.!
- Cover.!
- Password.!
- হতে পারলাম না.!😥💔

24/08/2022

ডিপ্রেশন 🫡
ডিপ্রেশন 🫠
ডিপ্রেশন 🤚
- ডিপ্রেশনের মাইরে বাপ 🥰
- সুমাইয়া i love you 🫣

24/08/2022

BTS ঘৃনা করে এমন একটা

মেয়ে পেলে প্রোপজ করতাম, 😗😘

24/08/2022

- 𝑪𝒓𝒖𝒔𝒉 𝒆𝒓 𝑵𝒂𝒎 𝒌𝒊....!🦋🥺

24/08/2022

Ekta shomoy chilo jokhon ami
Single cilam!

oi shomoy ta ekhon o choltese.🙂

24/08/2022

°
__মেয়েদের অশ্লীল পোস্ট দেখে🫣🥹

__নষ্ট হচ্ছে আমার মতো
কচি কাচা ছেলেরা 😶😒
°

24/08/2022

sundori meye mane fake account 😏

24/08/2022

একটা কথা তো সত্যি 🌸
- টাকা ছাড়া ছেলে মানুষ অবহেলার পাত্র ছাড়া কিছু না 😅

15/08/2022

কম বেশি সবাই ঠকেছে,
কেউ সূচনা'তে কেউ আবার উপসংহারে!🥀💔

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Money Power bro 💵💲 #money
😅🥀
রোজগার বিহীন পুরুষ, সব নারীর কাছে অসুন্দর 🙂 #reels #arfan_jony #viral
সুবহানাল্লাহ ❤️😊 #reels #arfanjony
তুমি সেই লাল গোলাপ 🥀🙂
প্রিয় সাভার ❤️❤️

Telephone

Website

Address


Savar
Dhaka
1342

Other Dhaka public figures (show all)
Rhee Rhee
Dhaka

ঋ: বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ, স্বরবর্ণ হিসাবে গণ্য হলেও এর উচ্চারণ ব্যঞ্জনের মতো।

Dorian Dorian
115, Shantinagar
Dhaka, 1212

Dorian Band was born in 1996 at the heart of Dhaka. And still Rocking …..

STONE FREE STONE FREE
Dhaka

Classic Rock and Pink Floyd cover band.

CRYPTIC FATE CRYPTIC FATE
Dhaka

CRYPTIC FATE is a heavy metal adventure through the darkness, trying to shine a light.

alternation alternation
Dhaka

we don't play to become radio hits, we play cause we love to!

ARBOVIRUS ARBOVIRUS
Dhaka

Concert Booking: 01730111117

Dark Dark
Dhaka

When they asked us, Do you love Darkness? Our answer was, Well kinda, but we are more in love with w

Warfaze Warfaze
Dhaka

Official page

Maqsood Fan Page Maqsood Fan Page
Dhaka

This is the OFFICIAL Maqsood O' dHAKA Fan page wiith Maqsoodul Haque an active participant.

Adhar Adhar
Dhaka

'ADHAR' Bangladeshi rock fusion band. Always try to create a different Sound.