Orbix IT
Nearby schools & colleges
Green Road
1215
Farmgate
Kai Khoshru Bhaban Green Road
Monowara Plaza
Monowara Plaza
Green Road
1215
We are a Professional Training Institute & Provide Custom Web Development, Marketing Services
বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
#
বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট কথাটা কমন হয়ে গেছে । অনলাইন মার্কেটপ্লেস গুলোতে ওয়েব পেইজ ডিজাইনার এবং ওয়েব ডেভলাপারদের যথেষ্ট চাহিধা রয়েছে। অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে অসংখ্য কাজ ওয়েব পেইজ ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে প্রতিনিয়ত আসছে ।
📌 ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গোড়ার এখনই সেরা সময়।
বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
গ্রাফিক্স ডিজাইন কি আপনার জন্য? নাকি আরো ভাল সুযোগ আছে?? গ্রাফিক্স ডিজাইন শিখেই কি আমি ফ্রিল্যান্সিং করতে পারব?
এই প্রশ্নগুলো কমবেশি সবার মাথায় আসে। তাহলে চলুন জেনে আসিঃ
সব ক্যাটেগরির মধ্যে গ্রাফিক্স ডিজাইনেই কম্পিটিশন সব চেয়ে বেশি। এর কারণ কি? কারণ, আমরা মনে করি গ্রাফিক্স ডিজাইন টা সহজ। কিছু একটা বানিয়ে দেব ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়ে। আর গুগল এ তো ডিজাইনের অভাব নেই আইডিয়া নেবার জন্য।বেশিরভাগই আমরা Self Taught Designer বা নিজে নিজে শেখা ডিজাইনার। অথবা অন্য কোন ডিজাইনার ভাই এর কাছ থেকে পাওয়া জ্ঞান দিয়েই আমাদের ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু হয়।সেক্ষেত্রেই আমাদের জ্ঞান এর সল্পতা কিছুটা থেকেই যায়। আমরা খুব কম লোকই জানি ডিজাইনের ইতিহাস, বা খুব কম মানুষই ডিজাইনের ওপর পড়াশোনা করেছি। আর এটাও আমাদের একটা ভুল। অল্প বিদ্যা ভয়ংকরি হওয়ার মত অল্প জানা ডিজাইন জ্ঞানও ভয়ংকরি।
ডিজাইন অন্তর্ভুক্ত যতকাজ আছে তার সবই গ্রাফিক্স ডিজাইনের ভিতর জড়িত। বর্তমান অনলাইন বিপণনের যুগে পণ্যের বাজারজাতকরণ, বিজ্ঞাপন, বিপণন, ইত্যাদি কাজের জন্য একজন ডিজানারের প্রয়োজন পরে। এইসময়ে তাই অনেকেই এটি শিখে আয়ের পথ বের করে নিচ্ছেন। আর ডিজাইনের সফলতা নির্ভর করে একজন ডিজাইনারের আকর্ষনীয় ডিজাইনের উপর।গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অনলাইন জগতের এক বিশাল সম্ভাবনাময় ভান্ডার। প্রতিনিয়ত মানুষ এর প্রয়োজন অনুভব করছে। দিন দিন তুমুল হারে বেড়েই চলেছে এর চাহিদা। তাই সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখে আপনিও যুক্ত হতে পারেন পৃথিবীর সাথে। এটি হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আপনার সৃজনশীলতা প্রকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনি চাইলেই নিজেকে একজন ভাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রম এবং সাধনা করতে হবে। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, কথাটা অনলাইন এবং অফলাইন দুটোর জন্যই প্রযোজ্য।
যদি ডিজাইনিং দিয়েই আপনি আপনার ক্যারিয়ার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটর শেখার আগে, ফাইভারে কিভাবে কাজ করবো সেটা শেখার আগে একটু ডিজাইনের ব্যাসিক টা শিখে নেয়া?
আর যদি ডিজাইনেই প্রেম খুজে পাওয়া যায়। তাহলে তো কথাই নেই। মন খুলে ডিজাইন করুন। আর শুধু নিজের বা নিজের পরিবারের না, পুরো দেশটার মুখ উজ্জল করুন। আপনার সফল হওয়ার সুযোগটাও তখন অনেক বেশি হবে।
এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার,
আপনার তো স্বপ্ন ছিল একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার,তাহলে আর দেরি কেন? আপনি ও জয়েন করুন "Orbix It" গ্রাফিক্স ডিজাইনের এর ফ্রী ক্লাসে। যেখানে আপনি ডিজাইনের ব্যাসিক থেকে শিখতে পারবেন।
বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
"জীবনে সফলতা পাবার জন্য প্রতিটি কাজের প্রতি ভালোবাসা, ক্রিয়েটিভিটি, সুন্দর চিন্তা, কোয়ালিটি মেইটেইন করার ইচ্ছে থাকা খুবই গুরুত্বপূর্ন।"
🛑ওয়েব ডেভালপমেন্টের বর্তমান চাহিদা কেমন?
প্রশ্নটি নিশ্চই একবার হলেও আপনার মাথায় এসেছিল ?
তাহলে উওরটি আপনার জন্যঃ
🔷 ব্যবসা এবং ব্যক্তিগত অনলাইন উপস্থিতির ক্রমবর্ধমান গুরুত্বের সাথে, ওয়েব ডেভেলপারদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর মানে হল দক্ষ ওয়েব ডেভেলপারদের জন্য প্রচুর চাকরির সুযোগ রয়েছে।
🔷 অনেক ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে, যা তাদের নিজস্ব সময় অনুযায়ী স্বাধীন ভাবে যে কোনও জায়গা থেকে তাদের কার্য পরিচালনা করেন।
🔷 ওয়েব ডেভেলপমেন্ট একটি অত্যন্ত সৃজনশীল ক্ষেত্র। একজন ওয়েব ডেভেলপার হিসাবে, আপনার সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে সুন্দর, কার্যকরী ওয়েবসাইট ডিজাইন এবং তৈরি করার সুযোগ থাকবে ৷
🔷 প্রযুক্তি ক্রমাগত বিকশিত হচ্ছে, এবং ওয়েব জগত এর ব্যতিক্রম নয়। একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনার প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং আপনার দক্ষতা ক্রমাগত বৃদ্ধি এবং উন্নত করতে হবে।
🔷 ওয়েব ডেভেলপমেন্ট একটি উচ্চ-বেতনের পেশা, যেখানে অনেক ওয়েব ডেভেলপাররা অন্য সব ক্ষেত্রের গড় বেতনের চাইতে তুলনামুলক বেশি উপার্জন করে। আপনি যত বেশি অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করবেন, আপনি সেই অনুযায়ী আপনার বেতন বৃদ্ধির আশা করতে পারেন।
🔷 সামগ্রিকভাবে, আপনি যদি সমস্যা-সমাধান, সৃজনশীলতা এবং ক্রমাগত শিক্ষা অব্যাহত রাখতে পারেন তবে একজন ওয়েব ডেভলপার হওয়া আপনার জন্য একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। উচ্চ চাহিদা এবং আকর্ষণীয় বেতন সহ, এটি এমন একটি ক্ষেত্র যা ক্যারিয়ারে সাফল্যের অনেক সুযোগ উন্মোচন করে।
বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
🔴অরবিক্স আইটির প্রতিটি শিক্ষার্থী অরবিক্স আইটির কাছে অনেক বেশি দামি। চলার পথে যেন কখনো তাদেরকে থেমে যেতে না হয় সেজন্য আমরা দিচ্ছি প্রতিটি শিক্ষার্থীকে Lifetime Support.
🔴অরবিক্স আইটিতে আপনার পছন্দের কোর্সে ডিসকাউন্টে ভর্তি হতে এখনই চলে আসুন আমাদের ঠিকানায়।
বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
ইসরাইল ফিলিস্তানের যুদ্ধে প্রতিদিন হাজারো প্রাণহানির খবর আমাদের জন্য অনেক বেশি হৃদয় বিদারক!
আল্লাহ্ , যুদ্ধ বিধ্বস্ত মুসলিম উম্মাকে হেফাজত করুন। আমিন
আপনি যদি কম্পিউটার চালানোয় দক্ষ হয়ে না থাকেন । ছোট খাটো এডমিন সাপোর্ট বিষয়গুলো না জেনে থাকেন । তাহলে দয়া করে আগে Microsoft Office ( Word, Excel, PowerPoint ) , Email Account Open, Email, Internet Browsing , Software Install করা, Windows Setup দেওয়া ; এই সব কাজ আগে ভালো করে শিখুন । আপনি যদি Basic ভালো না হন । হুট করেই ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং এর মতো কাজ করবেন ভেবে বসেন, তাহলে আপনি একজন ভালো মানের বোকা ধরে নেওয়া যায় ।
একটি কাজে স্কিল হতে গেলে আপনাকে যেমন অনেক অনেক শিখতে হবে, জানতে হবে । ঠিক তেমনই ভালো ভাবে নিজের উপর আত্মবিশ্বাসও থাকতে হবে।
70% স্কলারশিপে স্কিল ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং কোর্সএ ভর্তি চলছে, অফারটি চলবে সীমিত সময়ের জন্য।আপডেট কোর্স মডিউলে শুরু হচ্ছে নতুন অনলাইন ব্যাচ।
বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
বর্তমানে প্রতিনিয়ত মানুষ কোন না কোন প্রতারণার শিকার হচ্ছে। আধুনিকতার এই যুগে প্রতারক এখন ডিজিটাল প্ল্যাটফর্ম কে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং ক্রমাগত তার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।তাই এসব অনলাইন স্ক্যাম থেকে বাচতে সচেতন থাকুন সবসময়।
📲 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ(01518608718, 01675399364)
(আমাদের সাথে যোগাযোগের সময়ঃ সকাল ১০ টা – রাত ৮ টা পর্যন্ত)
মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা হলো পাহাড়ে চরাই উৎরাই এর মতো, এই দুটি সবসময় ই থাকবে জীবনে. এই উঁচু নিচু যাত্রা এর মধ্যে দিয়ে এ আমাদের সকলকেই যেতে হয় জীবনে।
চাকরি ক্ষেত্রে এসেই পোস্ট গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীও ঘাবড়ে যায়। কিন্তু এমনটা কি হওয়ার কথা? স্কিলের অভাব একটি কারণ হলেও একমাত্র কারণ নয়। চাকরিতে লোক সংখ্যার তুলনায় আসন সংখ্যা খুব কম। তবে আপনি চাইলে পড়ালেখার পাশাপাশি আইটিতে দক্ষতা বৃদ্ধি করে নিজেকে সাফল্যর দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। স্কিলের বিশ্বে কিন্তু-
👉চাহিদার তুলনায় দক্ষ লোকের সংখ্যা খুব কম
👉তৈরি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র
👉অন্যান্য চাকরির তুলনায় আয় বেশি
👉দেশে থেকে আন্তর্জাতিক কাজ করা যায়
👉নিজের সুবিধানুসারে কাজ করার সুযোগ থাকে
তাই বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে বেঁছে নিতে পারেন আইটি সেক্টরকে।
📲 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01518608718, 01675399364
(আমাদের সাথে যোগাযোগের সময়ঃ সকাল ১০ টা – রাত ৮ টা পর্যন্ত)
আপনিও হতে পারেন,
💰 সফল ফ্রিল্যান্সার ২০২৩ 💰
যদি আপনিও চান ভাগ্যের চাকা ঘুরিয়ে সফলতার দারপ্রান্তে পৌঁছাতে, তাহলে দক্ষতার সাথে অর্জন করুন অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা কেবল অভিজ্ঞ ব্যাক্তিদের কাছ থেকেই পাওয়া সম্ভব 😉।
শুধুমাত্র প্রযুক্তি কে জানলেই হবে না, সেই সাথে জানা প্রয়োজন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং বিশেষ কিছু পন্থা অবলম্বন করে কিভাবে সফল হওয়া যায় ।
আর তাই আপনাদের আধুনিক প্রযুক্তির অন্যতম ১টি বিষয় ডিজিটাল মার্কেটিং এ পরিপূর্ণ জ্ঞান প্রদান করে আন্তর্জাতিক এবং জাতীয় কর্মক্ষেত্রগুলোতে কিভাবে কর্মসংস্থান করতে পারবেন তার উপর এক বিশেষ প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে Orbix IT এর পক্ষ থেকে।
🔰 কোর্স শেষে আপনি যেসব কর্মক্ষেত্র গুলোতে কাজের জন্য প্রস্তুত হয়ে উঠবেনঃ
১. ফাইভার
২. ফ্রিল্যান্সার
৩. আপওয়ার্ক
৫. Indeed
৬. PeoplePerHours
৭. লোকাল মার্কেট (Outside online marketplace)
🔰 কেন এই কোর্সটি করবেন?
১. অভিজ্ঞ ফ্রিল্যান্সার দ্বারা প্রশিক্ষণ
২. মার্কেটপ্লেসে কাজ না পাওয়া পর্যন্ত অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের কমিউনিটি সাপোর্ট
৩. বিশেষ মডিউলে তৈরি কোর্স
৪. লেকচার এর সাথে Doc File
৫. লাইভ ক্লাস যেখানে যখন খুশি প্রশ্ন করতে পারবেন
৬. রিয়েল লাইফ প্রজেক্ট
৭. কোর্স শেষে সার্টিফিকেট
৮. মার্কেটপ্লেস সম্পর্কে পরিপূর্ণ ধারণা
৯. লাইফ টাইম ২৪ ঘণ্টা লাইভ সাপোর্ট
কেন নয় আর একটি বার?
হয়তো আপনার এবারের চেষ্টাই আপনাকে সফলতার দারপ্রান্তে পৌঁছে দিবে।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা ।
❤️ট্রেন যাত্রায় যেন পূর্ণতা পেল পদ্মা সেতু ,
✨প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার বেলা ১২টা ২৫ মিনিটে বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের শুভ উদ্বোধন করেন। দেশের যোগাযোগ ব্যাবস্থায় যোগ হলো নতুন এক সম্ভাবনা যার ফলে সমবৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমাদের বাংলাদেশ।
ডিজিটাল মার্কেটিং দিনে দিনে যত বাড়ছে, তার সাথে বাড়ছে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা।
Online Presence তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইনাররা প্রতিটি কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ফ্রিল্যান্স মার্কেটে প্রতিদিন গ্রাফিক্স ডিজাইনাররা নিয়োগ হচ্ছে। সুতরাং বর্তমানে একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়া সবথেকে উপযুক্ত সময়। তাই গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল প্রয়োজনীয় টুলস এবং স্কিলস শিখতে "Orbix IT" নিয়ে এসেছে “Professional Graphics Design” কোর্স। আমাদের গ্রাফিক্স ডিজাইন মেন্টর আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে একদমই beginner কিংবা অনেকদিন যাবত গ্রাফিক্স ডিজাইনার হয়ে কাজ করছেন সবাই এই কোর্স থেকে উপকৃত হবেন। গ্রাফিক্স ডিজাইনের জন্য Idea generation, composition, hierarchy, typography, colour theory সব কিছু প্রেকটিকালি শিখানো হবে যেনো কোর্স শেষেই একজন স্কিল্ড গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি কাজ শুরু করে দিতে পারেন।
এই কোর্স হতে আপনি শিখতে পারবেন -
✅ Design Theory
✅ Adobe Illustrator
✅ Adobe Photoshop
✅ Adobe InDesign
✅ Job opportunities
✅ Color theory and composition
✨ তাই আর দেরি না করে এখনি এনরোল করুন আমাদের "Professional Graphics Design" কোর্সে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01518608718, 01675399364
(আমাদের সাথে যোগাযোগের সময়ঃ সকাল ১০ টা – রাত ৮ টা পর্যন্ত)
কি ভাবছেন? আপনি কিভাবে একজন সফল ওয়েব ডেভালপার হতে পারবেন? অনেকের মনেই এই প্রশ্ন জাগে। আপনি ও তাদের মধ্যে একজন। তাহলে চলুন জেনে আসি,
✳️ফ্রিল্যন্সিং করতে চান ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর নাম শুনেন নি এমন কেউ পাওয়া খুব সহজ নয়। কারন প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাই প্রতিদিন প্রয়োজন পরছে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার এবং ডেভেলপার দের। কিন্তু সেই অনুযায়ী ওয়েব ডিজাইনার বা ডেভেলপার তৈরি হচ্ছে না।
তাই এখন একজন সাধারন ওয়েব ডিজাইনার ও বেশ ভাল আয় করতে পারছে 👌।
🎈🎈 আপনিও পারবেন ১০০% পর্যন্ত স্কলারশিপে কোর্স করার সুবর্ণ সুযোগ অরবিক্স আইটিতে।
💎 তবে আপনি ওয়েব সেক্টর এর যেই কাজ ই করেন না কেন সেই কাজ টা খুব ভাল্ভাবে আপনাকে জানতে হবে। তাহলে আপনি একটি কাজ পাওয়ার সাথে সাথে আরো অনেক কাজ পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এটাই হচ্ছে মার্কেটপ্লেসে প্রচুর কাজ পাওয়ার মূল গোপন সূত্র।
✅ এমন আরো অনেক সিক্রেট আছে যা ফলো করলে আপনিও অনলাইন ফ্রিল্যন্স মার্কেটে সফল হতে পারবেন। বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
সাফল্যের দিকে এগিয়ে যাক বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য প্রানঢালা শুভকামনা
ডিজিটাল যুগে এসে নিজেকে আধুনিক দাবি করা অথচ কোনো সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে না এ যেন এক আশ্চর্য বিষয়। একটি সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট একজন ব্যাক্তিকে রিপ্রেজেন্ট করে এবং এই অ্যাকাউন্ট এর মাধ্যমে একজন ব্যাক্তি তার নেটওয়ার্কের নানান রকম লোকের সাথে যোগাযোগ রাখেন, অনেক গুরুত্বপূর্ন এবং ব্যাক্তিগত তথ্য বিনিময় করেন।
✔️যদি কোনো ভাবে একজন ব্যাক্তির সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় কিংবা অন্যের অধীনে চলে যায় তবে অ্যাকাউন্ট মালিকের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য একজন ব্যাক্তির সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখা অত্যন্ত জরুরী।
⏩কয়েকটি উপায়ে সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখা যায়। আমরা যদি সেই বিষয় গুলো মেনে চলি তবে আমরা আমাদের সাইবার জগতের নিরাপত্তা ধরে রাখতে পারবোঃ
✅ অ্যাকাউন্ট এর নিরাপত্তায় সহজেই অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যাবহার না করা।
✅ টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা যা অ্যাকাউন্ট এর নিরাপত্তায় একটি আলাদা লেয়ার যুক্ত করে।
✅ সন্দেহজনক লিংক এড়িয়ে চলা। এর মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টকে বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি।
✅ রিকভারি ই-মেইল ব্যাবহার করা।
সব মানুষই চায় জীবনে সফল হতে । কিন্তু সবাই সফল হতে পারেন না । এমন কি জ্ঞান , বুদ্ধি , বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না । এর অন্যতম কারণ হল বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কী করতে পারেন । আর বাকি কারণ হল চেষ্টা , আত্মবিশ্বাস, ধৈর্য , সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01518608718, 01675399364
🧑🏾🏫🧑🏫👩🏾🏫 They work hard all year round, but today’s the day we say ‘thank you’ to our teachers. Happy everyone! Tell us about the teacher who inspired you the most!
ডিজিটাল মার্কেটিং শিখুন ১০০% স্কলারশিপে 🎓
স্কিল ডেভলপ করে নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে Orbix IT -তে পাচ্ছেন অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপ! 👨💻
স্কলারশিপ পেতে আপনাকে একটি সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখনই যোগাযোগ করুন। 📝
আপনি যদি পরীক্ষায় উত্তির্ণ হোন তাহলে সম্পুর্ণ কোর্স ফিতে পাচ্ছেন ১০০% স্কলারশিপ!🎓 ভর্তি ফি এবং সার্টিফিকেট ফি বাবদ ১০০০ টাকা প্রদান করতে হবে ।
📲 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01518608718, 01675399364
(আমাদের সাথে যোগাযোগের সময়ঃ সকাল ১০ টা – রাত ৮ টা পর্যন্ত)
ডিজিটাল মার্কেটিং শিখুন ১০০% স্কলারশিপে 🎓
স্কিল ডেভলপ করে নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে Orbix IT -তে পাচ্ছেন অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপ! 👨💻
স্কলারশিপ পেতে আপনাকে একটি সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখনই যোগাযোগ করুন। 📝
আপনি যদি পরীক্ষায় উত্তির্ণ হোন তাহলে সম্পুর্ণ কোর্স ফিতে পাচ্ছেন ১০০% স্কলারশিপ!🎓 ভর্তি ফি এবং সার্টিফিকেট ফি বাবদ ১০০০ টাকা প্রদান করতে হবে ।
📲 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01518608718, 01675399364
(আমাদের সাথে যোগাযোগের সময়ঃ সকাল ১০ টা – রাত ৮ টা পর্যন্ত)
বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যে সেক্টরে ক্যারিয়ার গড়তে চান না কেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা আপনাকে সব দিকেই এগিয়ে রাখবে। কারণ এ বিষয়ে স্পষ্ট ধারণা ডিজিটাল প্ল্যাটফর্মের সার্বিক চিত্র টি বুঝতে সাহায্য করবে।
কিন্তু স্বল্প মেয়াদী কোর্স করে কখনোই ডিজিটাল মার্কেটিং এর এত বড় একটি ক্ষেত্র কে জানা বা বোঝা সম্ভব না। প্রয়োজন দীর্ঘমেয়াদি অনুশীলন। একারণেই সার্বিক দিক বিবেচনায় Orbix IT নিয়ে এসেছে ৩ মাস মেয়াদী ডিজিটাল মার্কেটিং এর প্রফেশনাল কোর্স।
যেখানে থাকছে:
👉বিশ্বমানের মডিউল
👉দক্ষ প্রশিক্ষক
কোর্স চলাকালীন যে সকল সুবিধা থাকছে-
☑২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট
☑অসাধারণ কাজের কৌশল
☑আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ
☑লাইফটাইম সাপোর্ট
আমাদের ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্সটি সাজানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর সাম্প্রতিক ট্রেন্ডকে মাথায় রেখে। পাশাপাশি মার্কেট চাহিদাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে কোর্স মডিউল, আপনাদের পাশে থাকবেন আমাদের দক্ষ মেন্টর । ফলে কোর্স শেষে আপনার ক্যারিয়ারের যাত্রা অনেকটাই সহজ হবে।
এছাড়াও বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা
ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যে সেক্টরে ক্যারিয়ার গড়তে চান না কেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা আপনাকে সব দিকেই এগিয়ে রাখবে। কারণ এ বিষয়ে স্পষ্ট ধারণা ডিজিটাল প্ল্যাটফর্মের সার্বিক চিত্র টি বুঝতে সাহায্য করবে।
কিন্তু স্বল্প মেয়াদী কোর্স করে কখনোই ডিজিটাল মার্কেটিং এর এত বড় একটি ক্ষেত্র কে জানা বা বোঝা সম্ভব না। প্রয়োজন দীর্ঘমেয়াদি অনুশীলন। একারণেই সার্বিক দিক বিবেচনায় Orbix IT নিয়ে এসেছে ৩ মাস মেয়াদী ডিজিটাল মার্কেটিং এর প্রফেশনাল কোর্স।
যেখানে থাকছে -
👉বিশ্বমানের মডিউল
👉দক্ষ প্রশিক্ষক
কোর্স চলাকালীন যে সকল সুবিধা থাকছে-
☑২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট
☑অসাধারণ কাজের কৌশল
☑আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ
☑লাইফটাইম সাপোর্ট
আমাদের ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্সটি সাজানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর সাম্প্রতিক ট্রেন্ডকে মাথায় রেখে। পাশাপাশি মার্কেট চাহিদাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে কোর্স মডিউল, আপনাদের পাশে থাকবেন আমাদের দক্ষ মেন্টর । ফলে কোর্স শেষে আপনার ক্যারিয়ারের যাত্রা অনেকটাই সহজ হবে।
এছাড়াও বিস্তারিত জানতে:
✉ ইনবক্স করুনঃ m.me/orbixit
📞 কল করুনঃ 01518608718 , 01675399364
আমাদের ঠিকানাঃ
ওরবিক্স আইটি, আর এইচ হোম সেন্টার
ফার্মগেট, ঢাকা ।
সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছাতে এবং আপনার ব্র্যান্ডকে প্রচার করার জন্য Facebook মার্কেটিং একটি শক্তিশালী হাতিয়ার। 2.8 বিলিয়ন সক্রিয় ব্যবহারকারীদের সাথে, Facebook আপনার টার্গেট অডিয়েন্স খুঁজে বের করার একটি উপযুক্ত মাধ্যম।
একটি Facebook বিজনেস পেইজ তৈরি করে এবং প্রয়োজনীয় Ad Objective ব্যবহার করে, আপনি বিজ্ঞাপনকে নির্দিষ্ট জনসংখ্যা, আগ্রহ এবং আচরণের সাথে মানানসই করতে পারেন। এর অর্থ হল আপনি এমন লোকেদের কাছে পৌঁছাতে পারেন যারা আপনার পণ্য বা পরিষেবাতে সবচেয়ে বেশি আগ্রহী।
Orbix It ডিজিটাল এজেন্সিতে, আমরা Facebook মার্কেটিংয়ে বিশেষজ্ঞ এবং আপনাকে একটি সফল মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে সাহায্য করতে পারি যা আপনার ব্যাবসায়ের জন্য উপযুক্ত রেজাল্ট নিয়ে আসে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
R H Home Center, 74/B/1, Green Road, Dhaka-
Dhaka
1215
Daffodil Plaza, 4/2 Sobhanbag (6th & 7th Floor) Mirpur Road, Dhanmondi
Dhaka, 1207
Daffodil Institute of IT runs professional BBA, CSE, BTHM, MBA & MTHM programs under the NU.
Dhaka
Dhaka
Empowering you with Excel tips & tricks to supercharge your data skills! #ExcelMastery #ExcelJourney
Khalpar, Galimpur, Nawabgonj
Dhaka, 1324
Hi, Welcome to my page. Are you looking for a learning & Earning page. Here it is. You can learn here English, Basic Computer, Freelancing, Outsourcing, how to online income and ...
Sreebardi Sadar, Sreebardi, Sherpur
Dhaka, 2130
This is a Govt Educational Institution. Here the Govt Certificate is awarded at the end of Course.
Candel IT Bangladesh , (Opposite Of IBN Sina Hospital), Shonkhor Bus Stand
Dhaka, 1209
We are providing various IT service like website development ,web hosting, digital marketing thanks.
Mirpur
Dhaka, 1216
Computer Training School You can post any solution here OR You can want any solution here ;-)
24, Mosjid Goli, Naya Paltan
Dhaka
Digital Learning Institute is a one of the best freelancing training centre in Bangladesh.