Mahira Afroz

Entrepreneur

08/02/2024

প্রথম যখন পৃথিবীতে আসলো তাহাকে আজান শুনানো হয়েছিল
তাহার কণ্ঠে প্রথম আজকে আমি আজান শুনলাম
মুহূর্ত তো টা এত আবেগ আর আনন্দের ছিল ভাষায় প্রকাশের না
আল্লাহ পাক যেন আমাকে পুরোপুরি হেদায়েত দান করুক আমীন

Photos from Mahira Afroz's post 05/02/2024

আজকে যেমন হিজড়া (hijrah ) জনগোষ্ঠীকে Transgender / intersex জেন্ডার এর সাথে মিলাই ফেলতেছেন এতে করে অরিজিনাল hijrah জনগোষ্ঠী ( ইসলাম ধর্মীয় দিক থেকে অস্তিত্ব সম্পূর্ণ ) হুমকির মুখে আগামীতে দেখবেন পুরুষ দেখলে gay / bisexual জেন্ডার এর সাথে মিলায় ফেলবেন , নারী দেখলে le***an / bisexual এর সাথে মিলায় ফেলবেন তখন নারী পুরুষ উভয় জেন্ডার হুমকির সম্মুখে হয়ে যাবে

তখন আবার জেন্ডার সনাক্তকরণে হাসপাতাল ব্যাবসায়ীরা নড়ে বসবে হয়তো

LGBTIQ প্রমোশন এর নীরব যুদ্ধ ওয়েস্টার্ন কালচার প্রমোশন !অবশ্য বহু আগে থেকেই ওয়েস্টার্ন কালচার প্রাকটিস এ সমাজে বৈধ ( পরকীয়া ,যিনা )
ধীরে ধীরে LGBTIQ প্রমোশন প্রাকটিস চলবে এগুলে হবে কারণ আমরা যারা ইসলাম ধর্ম (যেহুতু আমি মানুষ হিসেবে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি অবশ্য আমি সব ধর্মের কথা বুঝার চেষ্টা করি ) নিয়ে পড়া শোনা করে সব কিছু ক্লিয়ার জানার চেষ্টা করি তারা জানি এগুলা হবে শেষ জামানায় ঘটবে কুরআন , হাদিস সুন্নাহ তে এগুলা স্পষ্ট করে উল্লেখ আছে

এগুলা থেকে রক্ষার উপায় হলো ধর্মীয় গবেষণা শিক্ষানীতিতে আনা ( যদিও ইসলামিক ধর্মীয় মানুষ বলতে শুধুমাত্র নামাজ পড়া , কুরআন পড়া না বুঝে , পর্দা করা বুঝায় ) আমি বলেছি ধর্মীয় গবেষণা মূলক শিক্ষানীতি


যেখানে বৈজ্ঞানিক গবেষণায় কুরআন শরীফ অনুসরণ করা হয় সেখানে সমাজ গবেষণা থেকে ধর্ম (কুরআন) বাদ যায় কেন ?

নতুন করে উড়ে এসে জুড়ে বসা ওয়েস্টার্ন কালচার প্রমোশন এর মেজর পার্ট LGBTIQ এর কি খুব দরকার আমাদের ?

আমরা জাতি হিসেবে যেমন স্বামীর বা স্ত্রীর বান্ধবী / বন্ধু মেনে নিয়ে সংসার করি কিন্তু স্বামীর আরেক বউ মানতে নারাজ তেমনি ডিভোর্স এ নারাজ

ঠিক তেমনি ভাবে আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান কে যখন বিয়ে দিবেন যদি আগামীতে বিবাহ প্রথা থাকে তাহলে দেখবেন ছেলে বলছে ছেলেকে বিয়ে করবে যেটা human rights এ কোনো সমস্যা নাই মেয়ে এসে বলবে আমার মেয়ে পছন্দ কেউ এসে বলবে আমরা সব জেন্ডার পছন্দ তখন সমাজ হয়তো সব মেনে নিবে (আল্লাহ পাক মাফ করুক )

😍তাওয়াক্কালতু আল্লহ 😍 আল্লাহ পাক সঠিক বোঝার তৌফিক দান করুন হিকমাহ এবং প্রজ্ঞা বোঝার তৌফিক দান করুক আমীন

অনেক সময় ইবলিশ এর গ্র্যান্ড ডিজাইন বুঝতে গেলেও ঈমান শক্ত করে

( লিখে কতটুকু বোঝাতে পারলাম জানি۔ না কারণ লিখা লিখিতে আমি ভালো নোই ۔۔۔বলে বুঝাতে পারলে ভালো হতো কিন্তু সময় করতে পারছি না কারণ আমার ডিগ্রীধারী গবেষণার কাজ আছে )

26/01/2024

Don't hurt someone so much that they sit on the prayer mat and cry because of you and the pain you've caused them!

Avoid hurting others because the pain you cause them may come back to you in another form...Allah is the Just, The All-Hearing, All-seeing, and you will be held accountable for your actions 💔🙂.

Photos from Mahira Afroz's post 25/01/2024

Hijrah / transgender দুইটা টপিক নিয়ে কথা বলার জন্য লাইভ এ আসবো খুব তাড়াতাড়ি কারণ আমি এদের নিয়ে কাজ করেছি এখনো ও টুকটাক কাজ করার চেষ্টা করি ۔۔۔۔কাজের অভিজ্ঞতা থেকে জানি ট্রান্সজেন্ডার ইস্যুতে মুসলিম চ্যারিটিগুলো থেকে
প্রজেক্ট করার জন্য ফান্ড বাদ যায় কারণ যখন অর্গানাইজেশনগুলো সার্চ করে তখন দেখা যায় হিজড়া আর কয় জন ট্রান্সজেন্ডার অনেক তখন জন্মগত হিজড়ারা বঞ্চিত হয়

আরো কথা লাইভ এ ইনশাহআল্লাহ

Photos from Mahira Afroz's post 08/01/2024

অভিনন্দন
শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি
আপনি পুরো বাংলাদেশের শুধু নড়াইল কেন হবেন ?

😍যখন কিশোরী ছিলাম কলেজে পড়তাম তখন কলেজে গিয়ে আপনার ভিউ কার্ড খুজতাম ম্যাশ বলতেই যেন সব কিছু ছোট বয়সের প্রেম যাকে বলে আর কি 😍
আর যখন মা হলাম সন্তান পেটে থাকা অবস্থায় চাইতাম ছেলে হোক আর সে বড়ো হয়ে ক্রিকেটার হোক ক্রিকেটার হবে কি না আমি জানি না কিন্তু দোআ করি সে যেন আপনার মতন আগে ভালো মানুষ হয়
আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন দীর্ঘজীবী করুন আমিন

15/12/2023

😍যা শেষ তা অতীত আর যা অপেক্ষার সেটাও আমার না। কোনটার জন্য হতাশা নাই 😍
যদিও বিজয় এর ৫২ বছর শুধু মনের দাসত্ব থেকে বিজয় চাই

😍মহান বিজয় দিবসের শুভেচ্ছা
স্বাধীনতার বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী 😍

24/10/2023

ক্যারিয়ার এর নেশা খুবি মারাত্মক ভয়ানক
ফ্যাশন পেজ এর কাজ শেষে বসেছিলাম wind tunnel নিয়ে ভেবে রেখেছি ঘুম থেকে উঠেই কালকে ভার্সিটি যাবো হঠাৎ গভীর চিন্তায় ডুবে গেলাম ঘড়ির কাটা ধীরে ধীরে ভোরের দিকে যেতে থাকলো আর মাথায় ঘুরছে এইটা করা বাকি ঐটা করা বাকি সব শেষে চোখে মুখে phd কমপ্লিট করার পিপাসা আর সাথে জীবনে কোথায় কোথায় অযথা সময় নষ্ট করেছি সেটা মিলানো আবার হঠাৎই ভাবা একেকজনের সফলতার বয়স চক্র একেক সময়ে মুছে না গিয়ে লেগে থাকাটাই জরুরি একটা দরজা বন্ধ হলে যেন বাকি দরজা খুলে যায়
আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কাজ নিয়ে কন্টিনিউআস পড়ে থাকি নি আগে এলো মেলো ভাবে ছড়ানো ছিটানো সব আসলেই সত্য ঘুমিয়ে যেটা দেখি সেটা স্বপ্ন না যে স্বপ্ন ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন
আচমকা ধ্যান ভেঙ্গে মনে হলো চিন্তার আকাশ থেকে বের হওয়া দরকার কী করা যায় নিজের ছবি তোলা যায়

আলহামদুলিল্লাহ
তাওয়াক্কালতু আল্লাহ

Photos from Mahira Afroz's post 15/07/2023

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
এত দিন বিচ্ছিন্ন ভাবে এতীম দের সাথে কাজ করেছি
আজকে কাগজে কলমে আব্দুল্লার লিগ্যাল গার্ডিয়ান হলাম
আব্দুল্লাহ বাবা মারা গেছে ও যখন চার মাসের পেটে
ওর মা ওকে মাদ্রাসায় পড়াতে চায় হুজুর বানাতে চায় মাদ্রাসার বড় হুজুর এর কাছে গিয়েছিলো হুজুর বলেছে তাদের এতিম দের জন্য ছাড় আছে
আজকে আবদুল্লার মায়ের সাথে আব্দুল্লার হাত ধরে মাদ্রাসায় গেলাম
জীবনে প্রথম সব কিছুর অনুভূতি অন্যরকম
আব্দুল্লাহ (বয়স পাঁচ )আমার প্রথম এতীম বাচ্চা যাকে হাফেজ বানানোর উদ্যোগ নিতে যাচ্ছি আল্লাহ পাকের ইশারায় বেশি কিছু গুছিয়ে লিখার ভাষা আমার কাছে এই মুহূর্তে নাই ۔

আমাদের সবার দাইত্ত আল্লাহ পাকের

সবাই Purnota জন্য দোআ করবেন
আমি কৃতজ্ঞ আমার পূর্ণতাকে যারা বাঁচাতে আমার সাথে আছে

04/07/2021

পেজ থেকে একটা লাইভ করা উচিত কি না ?? আমার আপনার মতামত বিনিময়ের জন্য

18/05/2021

I am Mahira Afroz from Bangladesh 🇧🇩 and I support Palestine 🇵🇸 🇵🇸 🇵🇸



























🇵🇸
🇬🇧
🇺🇸
🇷🇺

মানুষ কতটা নোংড়া হলে যৌন হয়রানির কথা মাথায় আনে তাও সে যদি হয় একজন ট্রান্সজেন্ডার গোত্রের মানুষ 01/05/2021

Thanks to VOICE Of BBC

Special Gratitude : GS Pintu

মানুষ কতটা নোংড়া হলে যৌন হয়রানির কথা মাথায় আনে তাও সে যদি হয় একজন ট্রান্সজেন্ডার গোত্রের মানুষ মাহিরা আফরোজ: এই করোনা মহামারীতে যেখানে আজকে মরবো নাকি বাঁচবো তার ঠিক নেই এর মধ্যে মানুষ কতটা নোংড়া হলে যৌন হয়রানি...

25/04/2021

এই করোনা মহামারীতে যেখানে আজকে মরবো নাকি বাঁচবো তার ঠিক নেই এর মধ্যে মানুষ কতটা নোংড়া হলে যৌন হয়রানির কথা মাথায় আনে তাও সে যদি হয় একজন ট্রান্সজেন্ডার গোত্রের মানুষ ۔
ট্রান্সজেন্ডার নিয়ে পূর্ণতা ব্যানারে ওয়ার্ল্ডট্র্যাক এর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছিল জাতীয় প্রেস ক্লাব এর সামনে হয়তোবা অনেকেই জানেন ۔যারা জানেন না তারা আমাদের পেজের নিচের লিংক গুলো থেকে দেখে নিবেন ۔۔

আবার ও এরকম নেক্কারজনক বিষয় নিয়ে প্রতিবাদ মূলক কিছু একটা করার চিন্তা পূর্ণতার আছে
হয়তোবা আজকালের মধ্যে সকল টিম মেম্বারদের মতামত নিয়ে পূর্ণতা এ বিষয়ে কি করতে যাচ্ছে সেটা জানানো হবে ۔ মহামারীর কথা মাথায় রেখেই আমরা প্রতিবাদ জানাবো যেন দুইটার মধ্যে সংঘর্ষ না হয়

আমাদের উদ্যোগটিকে সাপোর্ট করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি : আমি মাহিরা আফরোজ (সিইও পূর্ণতা )

নোট: যাদের মনে প্রশ্ন উঠবে কেন করছি۔۔ তাদের জন্য উত্তর ۔۔আপু আমি হেল্পলেস কান্না জড়িত কণ্ঠে সেটা আপনি শুনেন নি সেটা আমি শুনেছি ۔তাই নেগেটিভ কম্মেন্ট থেকে দূরে থাকার অনুরোধ করা হলো ۔

রমজান মাস আল্লাহ আমাদের সবাই কে মনুষত্ব দান করুন আল্লাহ ভরসা ۔

25/04/2021

Please Support Us

এই করোনা মহামারীতে যেখানে আজকে মরবো নাকি বাঁচবো তার ঠিক নেই এর মধ্যে মানুষ কতটা নোংড়া হলে যৌন হয়রানির কথা মাথায় আনে তাও সে যদি হয় একজন ট্রান্সজেন্ডার গোত্রের মানুষ ۔
ট্রান্সজেন্ডার নিয়ে পূর্ণতা ব্যানারে ওয়ার্ল্ডট্র্যাক এর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছিল জাতীয় প্রেস ক্লাব এর সামনে হয়তোবা অনেকেই জানেন ۔যারা জানেন না তারা আমাদের পেজের নিচের লিংক গুলো থেকে দেখে নিবেন ۔۔

আবার ও এরকম নেক্কারজনক বিষয় নিয়ে প্রতিবাদ মূলক কিছু একটা করার চিন্তা পূর্ণতার আছে
হয়তোবা আজকালের মধ্যে সকল টিম মেম্বারদের মতামত নিয়ে পূর্ণতা এ বিষয়ে কি করতে যাচ্ছে সেটা জানানো হবে ۔ মহামারীর কথা মাথায় রেখেই আমরা প্রতিবাদ জানাবো যেন দুইটার মধ্যে সংঘর্ষ না হয়

আমাদের উদ্যোগটিকে সাপোর্ট করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি : আমি মাহিরা আফরোজ (সিইও পূর্ণতা )

নোট: যাদের মনে প্রশ্ন উঠবে কেন করছি۔۔ তাদের জন্য উত্তর ۔۔আপু আমি হেল্পলেস কান্না জড়িত কণ্ঠে সেটা আপনি শুনেন নি সেটা আমি শুনেছি ۔তাই নেগেটিভ কম্মেন্ট থেকে দূরে থাকার অনুরোধ করা হলো ۔

রমজান মাস আল্লাহ আমাদের সবাই কে মনুষত্ব দান করুন আল্লাহ ভরসা ۔

Photos from Mahira Afroz's post 11/04/2021

Target :Zero waste city .

First ex*****on of purnota consulting firm with the ATEC international and Reactron Bangladesh under the supervision of Salima Jahan Madam ,Joint Secretary ,Ministry of Energy ,Power and Mineral Resources .

Hightech based biogas plant has been implemented at angarjorah ,aftabnagar ,Dhaka ,Bangladesh on dated 04/03/2021.

Research based piloting project findings will come out after the three months of data collection .

Stay connect
Thank you .

08/04/2021

আর্জেন্ট পোস্ট :

আমি মাহিরা আফরোজ একজন সোশ্যাল এক্টিভিস্ট মাননীয় সরকারের দৃষ্টিআকর্ষণ করছি ۔
বাংলাদেশে তৃতীয় লিঙ্গ এখন স্বীকৃত এই তৃতীয় লিঙ্গ নিয়ে অনেক ফাউন্ডেশন কাজ করে আসছে এবং এই গোষ্ঠীর নিজেদের মধ্যেই অনেক সিন্ডিকেট আছে ۔

স্বল্প পরিসরে কাজ করার অভিজ্ঞতার আলোকে আরেকটি নতুন কুচক্রের সন্ধান আমি পেয়েছি যেমন তৃতীয় লিঙ্গ দের দেশের বাইরে পাঠানো ۔এদের টার্গেট সুন্দরী হিজড়া
আমার কাছে এমন কিছু প্রমান আছে যেটা আমি সবার মাঝে তুলে ধরতে চাই ۔۔এই পেজ থেকে লাইভ এ এসে

জাতির কাছে আমার প্রশ্ন থাকবে যে ওয়ে তে এই চক্র টি কাজ করতেছে আসলেই কী সেটা কাজ নাকি অন্য কিছু ۔নাকি হিজড়াদের নিয়ে মনে মনে কৃষ্ণলীলায় মাতার বাসনা ۔

ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন

21/03/2021

আমা‌দের অর্থাৎ মে‌য়ে‌দের জীব‌নে সব‌চে‌য়ে বেশী যে শব্দটা শুন‌তে হয় তা হ‌লো #না। নি‌জের প‌রিবার, আত্নীয় স্বজন থে‌কে শুরু ক‌রে প্র‌ত্যেকের কাছ থে‌কে প্রচুর না এর তীর ছু‌ড়ে দেয়া হয় প্র‌তি‌নিয়ত। ছে‌লে‌দের জন্য যেই ব্যাপারগুলো খুব স্বাভা‌বিক হি‌সে‌বে ধরে নেয়া হয়, ‌প্রায়শ সেই একই কাজ মে‌য়েদের বেলায় প্রায় হারা‌মের পর্যা‌য়ে ভাবা হয়। প্রতি প‌দে না শুন‌তে শুন‌তে আমা‌দের মে‌য়েরা এক সময় তার ম‌নোবল হারা‌তে থা‌কে। না হ‌লে নিজের গন্ডিটা‌কে খুব ছোট ভাব‌তে শি‌খে। আত্ন বিশ্বাস শব্দটা থে‌কে ক্রোশ মাইল ছিট‌কে প‌ড়ে এক সময়। আর সেই সু‌যোগটা‌কে কা‌জে লাগায় হাল সমা‌জের তথাক‌থিত চিন্তা‌বি‌দেরা।
প্রতিবাদী বা উন্মুক্ত চিন্তা করা নারীরা পুরস্কার ‌হি‌সে‌বে পায় কিছু নে‌তিবাচক খেতাব। মেরুদন্ড ভাঙ‌তে হা‌তিয়ার হা‌তে সদা প্রস্তুত থা‌কে সমাজ। অন্যায়কারীর বিরু‌দ্ধে আঙ্গুল না তুল‌লেও , যার উপর অন্যায় হয় তা‌কে দোষা‌রোপ কর‌তে পিছপা হয় না কেও।
পু‌রো সাব ক‌ন্টি‌নেন্টাল দেশ গু‌লো‌ জু‌ড়ে র‌য়ে‌ছে এমন রী‌তি। ভুক্ত‌ভোগী লা‌খো নারী। ত‌বে প্র‌তিকারও সম্ভব। য‌দি এ‌কেকজন নারী এ‌কেক‌টি বজ্রকন্ঠ হয়। তার জন্য দরকার গোড়ার দি‌কে কিছু প‌রিবর্তন। ভেদা‌ভেদ ভু‌লে সমাজ গড়া।
গতানুগ‌তিক চিন্তাধারা‌কে নতুন ক‌রে ঢে‌লে সাজা‌তে দৃঢ় প্রতিজ্ঞ

19/03/2021

Women's power

Let's think positive again and again .
We are always your's allied fighter not competitor.

হ্যাঁ আ‌মি গ‌র্বিত যে, সৃ‌ষ্টিকর্তা আমা‌কে একজন নারী হি‌সে‌বে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন। প্রায়ই শু‌নি মে‌য়েরা না‌কি আফ‌সোস ক‌রে মে‌য়ে হ‌য়ে জন্মা‌নোর জন্য!! এই আফ‌সো‌সের কারণ কি জানেন?? কারণ তারা তা‌দের শক্তি সম্প‌র্কে অবগত নয়।
আর আমার মনে হয় এটা আমার প্র‌তি স্রষ্টার রহমত। নারীর হা‌সি তার অস্ত্র। নারী যখন হা‌সে তখন তথাক‌থিত সমাজ হিংসায় পু‌ড়ে। কারণ এই সমাজ জা‌নে, এই হা‌সি দি‌য়ে সে সমাজ‌কে বৃদ্ধাঙ্গু‌লি দে‌খি‌য়ে ল‌ক্ষ্যের দি‌কে এ‌গি‌য়ে চ‌লে‌ছে।
নারীর সাফ‌ল্যের গাঁথা এত বড় ক‌রে দেখা হয় কেন জা‌নেন?? কারণ তার পিছ‌নের পথটা কন্টকময় হয় বেশী। এই সমাজ ধর্ষণ ক‌রে, নারী‌কে মান‌সিক বা শারী‌রিক নির্যাতন ক‌রে, বারংবার বেড়াজা‌লে বেঁ‌ধে তার পথ আঁকড়া‌তে যায়। কারণ এই সমাজ ভয় পায় । জা‌নে যে একজন নারী যখন আগা‌তে ‌শে‌খে তখন সে সাফ‌ল্যের সুউচ্চ শিখ‌রে পৌঁছা‌তে জা‌নে।
অসহায়, অব‌হে‌লিত শব্দ গু‌লো জোর ক‌রে একজন নারীর সা‌থে বেঁ‌ধে দেয়া হয়। যেন সে নি‌জে‌কে নি‌য়ে বড় স্বপ্ন না দে‌খে। সমাজ তা‌কে মে‌য়ে শ‌ব্দের নীচু অর্থ শেখায়, যেন সে নি‌জে‌কে উপ‌রে ভাবতে না পা‌রে। ধিক এই তথাক‌থিত সব নিয়ম গু‌লোর উপর।
আবারও ব‌লি, আ‌মি গ‌র্বিত আ‌মি নারী। আ‌মি হাস‌তে জা‌নি। আ‌মি আমার পথ নি‌জে তৈরী কর‌তে জা‌নি। নারী সত্ত্বা বা পুরুষ সত্ত্বা নয় আমা‌র ক্ষোভ ভ্রান্ত কিছু ধারণার বিপরী‌তে।
আসুন নি‌জের মনন উন্নত ক‌রি।‌ নিজ ঘর থে‌কে প‌রিবর্ত‌নের চেষ্টা ক‌রি। এ‌কে অন্যের সহ‌যোদ্ধা হ‌য়ে বি‌ভেদ মুক্ত সমাজ গ‌ড়ি।
হাস‌তে শি‌খি, অন্য‌কে হাস‌তে শিখাই।

Photos from Mahira Afroz's post 08/03/2021

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর / অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ۔

সকল নারীদের জানাই গভীর শ্রদ্ধা۔

যে যেই অবস্থাতেই আছেন সফল হোন
😍আপনি একজন মা ভালো মা হয়ে সফল হোন
😍আপনি একজন বউ ভালো বউ হয়ে সফল হোন
😍সু -সন্তান হয়ে সফল হোন
😍আবার কেউ বা পুরুষের পাশাপাশি দেশের
অর্থনৈক চাকা ঘুরিয়ে সফল হোন , সমাজের দেশের উন্নয়নে সহযোগিতায় সফল হোন

😍 বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা 😍

04/03/2021

Urgent Post

A survey has been completed at Ukhia , Cox's Bazar Host Community .

Need an valued donor for a Health Care Center or if anyone interested to work individually sake of their better medical / health service please let me know .

Let's work together shoulder to shoulder .

Thank u .

26/02/2021

Keep on eye and Go ahead women.
Let's build together a better bangladesh .

thanks everyone .

Special thanks to Brand Focus .

Brand Focus আ‌য়ো‌জিত এবং WORLDTRAC এর সৌজ‌ন্যে প‌রিচা‌লিত হচ্ছে লাইভ প্রোগ্রাম "অন্তরা‌লের গল্প" এর ২৯তম পর্ব।
এবা‌রের বিষয় :
"Women Empowerment"
দেখ‌তে যুক্ত থাকুন আমা‌দের সা‌থে ২৭ তা‌রিখ ফেব্রুয়ারি, শনিবার ঠিক রাত নয়টায়।

অ‌তি‌থি হিসেবে থাকছেন
Mahera Afroz
CEO of Purnota

সঞ্চাল‌কের ভূ‌মিকায়
Ayesha Mabud Dinar
Brand Focus

আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ।

21/02/2021

মহান একুশে ফেব্রুয়ারী
গভীর শ্রদ্ধা۔۔ ও ভালোবাসা ۔

Photos from Mahira Afroz's post 20/02/2021

I am planning to take initiative again to work with transgender people in a new way.
How can these people come to honorary direct income generating activity with the help of our government.
Perhaps it will be direct impact pursuing of the Bangladesh HDI (Human Development Index).

Project details will come out soon .
Stay connect sake of the better empowered nation .

Thank you.

দেশের বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনায়নের জন্য ডাটা এ্যাঞ্জেল ও পূর্ণতার মাঝে সমঝতা স্মার 18/02/2021

Please keep us always in all of your prayers .
Lets branding together .
share this post as much as u can .
Thank you.

দেশের বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনায়নের জন্য ডাটা এ্যাঞ্জেল ও পূর্ণতার মাঝে সমঝতা স্মার একটি দেশের উন্নতিকল্পে বিদ্যুৎ এর উৎপাদন ও সরবরাহ খুবই গূরত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই অর্থনীতি বিনির্মাণ এ.....

Photos from Mahira Afroz's post 18/02/2021

A MOU has been signed between CEO of Purnota Consulting Firm Mahira Afroz And CEO of DataAngel Mehedi Hasan regarding the solution of energy management problems.
Purnota has come with a solution to the problem of monitoring the energy consumption in the commercial space and residential sector, which is an EMT (Energy monitoring tool) manufactured by DataAngel.

Photos from Mahira Afroz's post 17/02/2021

Good morning everyone .

😍Only you are the painter of your own way ,don't give up your paint brush to anyone . Life is so unpredictable so evaluate it ,create it .😍

Kids are innocent ,love them

Have a peace day.

Food Drive By Purnota Consultancy | newscast360 15/02/2021

Thanks a lot Newscast360.

Food Drive By Purnota Consultancy | newscast360 A food drive project is going to happen in Dhaka City under the banner of “Purnota Consultancy". The project duration would last for three months and the

Photos from Mahira Afroz's post 13/02/2021

Old age home with an orphanage is a happy home where the elderly between ages 55-75 voluntarily help the institute to provide children with care and education .The main purpose is to have a place where the children and the elderly can co-habit and provide a home environment for each other .The home will also have activities such as cottage industry or teaching where the elderly can earn a living and live with dignity .The old people home will be have their own power generation through green and clean energy , grow their own vegetables ,poultry ,dairy etc.This additional factors will provide the elderly and the children a life in a healthy and nurturing environment .

When the old are unable to stay with their families or are destitute ,they can experience feelings of security and self worth .It will also keep their mind body faculties active and help them to use their free time creatively .Similarly instead of missing family life ,orphans and homeless children can grow up in a caring and happy environment .This combines the problems of the aged and the orphans and solves it though a simple yet effective solution .

There is some photos in below that's indicated to a survey session with the elderly regarding this activity .

(Note : I want to see my post sharer and well wisher .Thank you all of my friends and followers )

Photos from Mahira Afroz's post 10/02/2021

How many of you have interacted with a street child ?? When you interacted with them what did you feel :a sense of connection or sense of aloofness .As a social activist aspects i always in the second category "aloofness" .

09/02/2021

Hello

Aleya Nur: A Social Activist Working For Third Gender Community | newscast360 09/02/2021

🙏🙏🙏🙏🙏

Aleya Nur: A Social Activist Working For Third Gender Community | newscast360 Aleya Nur is a person who belongs to a third gender community, is an online celebrity, and currently working for the welfare of the third gender

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

প্রথম যখন পৃথিবীতে আসলো তাহাকে আজান শুনানো হয়েছিল তাহার কণ্ঠে প্রথম আজকে আমি আজান শুনলাম মুহূর্ত তো টা এত আবেগ আর আনন্দে...
আলহামদুলিল্লাহ আমার তীর্থর পিছনে আমার আব্বু আম্মুর অবদান সব কিছুর ঊর্ধে আল্লাহ মহান আল্লাহ মহান তাওয়াক্কালতু আল্লাহ 😍যদি...
They need help

Category

Telephone

Website

Address


Malibagh Chawdhurypara Road
Dhaka
1219

Other Entrepreneurs in Dhaka (show all)
Estoes MFRA Estoes MFRA
Dhaka, 1216

The more you travel around, the more knowledge achieved. I enjoying my life! Thanks to Allah.

CAT Trade Engineering Company CAT Trade Engineering Company
H-&, R-4, 1st Floor, Kaderabad Housing
Dhaka, 1207

We are supplying PP woven bag machineries and all kinds of Spares. Our CAT Engineering Company maintain full stock spares in our store. So contact with us.

যিশু তরফদার যিশু তরফদার
Dhaka

Jishu Tarafder - Leadership Coach, Corporate Trainer, Author, Painter and Video Maker

Kazi Emtiaz Quraishi Kazi Emtiaz Quraishi
Old DOHS, Banani
Dhaka, 1213

”পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনও পথ নেই, সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও”

Minhaz Elahi Islam Minhaz Elahi Islam
Dhaka

Still I am living with my dream . Its not over , until I win

Dhaka L**e House Dhaka L**e House
Narayangonj
Dhaka, 1400

All kind of oil, mobile and bike servicing available here

nehad nehad
Dhaka
Dhaka, 1207

nEhAd CEO & Founder BD Event Management & Wedding Planners (R) www.bdeventmanagement.com

DJ Showrov DJ Showrov
Dhaka

Name : Showrav Hello: +8801681400428 BASIC Level COURSE: GARAGE (DJ REPAIRING HOUSE, DHAKA) Sta

Jol Rong Jol Rong
FLAT A4, ROSANA, 25 North Road
Dhaka, 1205

Branded clothing store who provides the best quality batik and other types of clothes.

EMRAN A-Z RANA EMRAN A-Z RANA
Dhaka

❤কোরান ও সুন্না আলো❤

জুবায়ের রহমান চৌধুরী জুবায়ের রহমান চৌধুরী
Ta-119, Hasina Monjil (2nd Floor) , Bir Uttam AK Khandaker Sarak, Gulshan-1
Dhaka, 1212

Special Correspondent & Chief Reporter Daily Dhaka Press Joint General Secretary Journalist Unity Bangladesh (JUB) Group Creator & Chief Admin Media Watch★মিডিয়া ওয়াচ Chairman & ...

Md Rafiuzzaman Md Rafiuzzaman
Dhaka

To help Humanity...