Anower Hossain Nayeem

সভাপতি,
বাংলাদেশ ছাত্রলীগ, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

16/10/2022

কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সার ও কৃষিতে ভর্তুকি দেয়া অব্যাহত আছে। ভর্তুকির টাকা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে সরকার।

- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ❤️

12/10/2022

চলছে শেষ পর্যায়ের কর্মযজ্ঞ
একেরপর এক পৌছে যাচ্ছে মেট্রোরেলের কোচ ও ইঞ্জিন

ইতোমধ্যে মেট্রোরেলের ১৪৪টি কোচ ও ইঞ্জিনের মধ্যে ১১৬টি কোচ-ইঞ্জিন দেশে পৌছে গেছে।
এর মধ্যে কোচের সংখ্যা ৭৮টি ও ইঞ্জিনের সংখ্যা ৩৮টি। উদ্বোধনের আগেই বাকি ২৮টি কোচ ও ইঞ্জিন পৌছে যাবে।

#মেট্রোরেল

08/10/2022

মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় সেদিন ক্যাম্পাসে ২৪মে ছাত্রদলের গুন্ডাদের প্রতিহত করতে রাজপথে প্রবল বাধা হয়ে দাড়িয়েছিল ফজলুল হক হল ছাত্রলীগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের নেতৃবৃন্দ ।

06/10/2022

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা❤️

Photos from Anower Hossain Nayeem's post 26/09/2022

ছাত্রদল, জামাত-শিবির সহ যে কোনো সাম্প্রদায়িক অপশক্তির নৈরাজ্য রুখে দিতে
দোয়েল চত্ত্বর মোড়ে কার্জনহল ছাত্রলীগ,ফজলুল হক হল ছাত্রলীগের অবস্থান।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

24/09/2022
22/09/2022

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর সহধর্মিণী জিল বাইডেন এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

22/09/2022

বাংলাদেশে 'জোর করে গুমের' শিকার ৭৬ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। কিন্তু এই তালিকা প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক সংস্থাটির গ্রহণযোগ্যতাকে। তালিকায় থাকা ৭৬ জনের মধ্যে অনেকে বাংলাদেশে বসবাস করছে যার প্রমাণ মিলেছে। সেখানে দু’জন ভারতীয় নাগরিকের নাম আছে। আবার অনেক তালিকাভুক্ত পলাতক আসামির নাম রয়েছে এখানে। যার কারণে যেই এনজিওগুলোর ওপর নির্ভর করে জাতিসংঘের প্রতিবেদন তৈরি হয়েছে, সেই এনজিওসহ প্রশ্ন উঠছে খোদ জাতিসংঘের তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে।

তালিকায় ২ জন ভারতের মনিপুর রাজ্যের বিচ্ছিন্নতাবাদী, নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-ইউএনএলফ এর শীর্ষ নেতা। একজন সংগঠনটির চেয়ারম্যান, অপরজন মেজর পদমর্যাদার। তারা হলেন- সানায়াইমা রাজকুমার ওরফে মেঘান ও কেইথেল্লাকপাম নবচন্দ্র ওরফে শিলহেইবা।

প্রশ্ন হলো- জাতিসংঘের একটি গ্রুপ কীভাবে এত বড় ভুল করতে পারে? উত্তরটি সহজ- তারা শুধুমাত্র স্থানীয় বাংলাদেশ-ভিত্তিক এনজিওদের দ্বারা সরবরাহকৃত গুমের ঘটনাবলীকে তথ্য যাচাই না করেই প্রকাশ করেছে।

Video Courtesy: somoynews.tv

20/09/2022

মির্জা রুহুল আমিন বা চোখা মিয়া রাজাকার এর পুত্র,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পাকিস্তান আমলেই নাকি ভালো ছিলেন!

আসলে রাজাকার এর রক্ত তো এমন বলবেই! ধিক্কার জানাই বিএনপিকে এই বক্তব্য প্রত্যাহার না করলে মির্জা ফকরুলকে সারা বাংলায় অবাঞ্চিত ঘোষণা করা হবে।

19/09/2022

এই জয় বহুদিন পরে বাংলাদেশের দর্শকদের মনের ক্ষুধা মিটিয়েছে!!
দেশের দুটি বড় ট্রফি ক্রিকেটে এশিয়া কাপ এবং সাফ চ্যাম্পিয়নশীপ এই মেয়েদের হাত ধরেই এসেছে তাদেরকে বড় সংবর্ধনার দাবি জানাচ্ছি বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে।

এখান থেকেই বাংলাদেশের ফুটবলের জাগরণ হোক!!!

এই যোদ্ধাদের কাছ থেকে অনেক কিছুই শিখার আছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের!!

15/09/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা বাংলা ও বাঙালির আশার বাতিঘর❤️❤️

Photos from Anower Hossain Nayeem's post 14/09/2022

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড
হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
--------------
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন। কম খরচে বিশেষায়িত চিকিৎসা প্রদানের লক্ষে দেশে এই ধরনের হাসপাতাল এটাই প্রথম।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বিএসএমএমইউ’তে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অপারেশন থিয়েটারসহ হাসপাতালটি যে কোন সরকারি বা বেসরকারি হাসপাতাল বা চিকিৎসক দ্বারা রেফার করা সমস্ত গুরুতর রোগীদের চিকিৎসা প্রদান করবে। প্রায় ৫ থেকে ৮ হাজার রোগী হাসপাতালের আউটডোর পরিষেবা পাবেন।
এই বিশেষায়িত হাসপাতালটি চিকিৎসার জন্য বিদেশে যেতে ইচ্ছুক অনেক বাংলাদেশীর জন্য একটি বিকল্প হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে ৭৫০ শয্যা থাকবে। এছাড়াও ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, একটি ১শ’ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট, একটি ১শ’ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি এবং ২২টি ভিআইপি কেবিন এবং ২৫টি ডিলাক্স কেবিন থাকবে।
বিশেষায়িত পরিষেবাগুলোর মধ্যে রয়েছে অস্থি মজ্জা প্রতিস্থাপন, জিন থেরাপি এবং রোবোটিক সার্জারি।
বিশেষ চিকিৎসা প্রয়োজনের জন্য ছয়টি মনোনীত কেন্দ্রও থাকবে, যেখানে প্রতিটি ওয়ার্ডে আটটি শয্যা থাকবে।
ছয়টি মনোনীত কেন্দ্রের মধ্যে রয়েছে বিশেষায়িত অটিজম, মাতৃকালীন যতœ এবং শিশু যতœ, জরুরি চিকিৎসা সেবা, হেপাটোবিলিয়ারি এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি, কার্ডিওলজি ও সেরিব্রোভাসকুলার ডিজিজ এবং প্রাথমিক পর্যায়ে নেফ্রোলজি।
মাধ্যমিক পর্যায়ের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের ওষুধ, সাধারণ অস্ত্রোপচার, চক্ষুবিদ্যা, দন্তচিকিৎসা, চর্মরোগ বিদ্যা, ও শারীরিক ওষুধ এবং পুনর্বাসন।
হাসপাতালে ৩শ’ জন চিকিৎসকসহ প্রায় ১৫শ’ স্বাস্থ্যসেবা কর্মী রোগীদের পরিষেবা দেবেন।
এ লক্ষে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে ১২০ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন।
হাসপাতালের প্রতিটি কর্মকান্ড একটি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে করা হবে এবং রোগীর তথ্য ১০০ বছরের জন্য রেকর্ড করা হবে।
এই প্রকল্পটি ২০১৬ সালে সাধারণ এবং জটিল রোগের চিকিৎসা প্রদানের মাধ্যমে বিএসএমএমইউ-এর সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে একটি ‘নিরাপত্তা নেট হাসপাতাল’ প্রতিষ্ঠা এবং পেশাদারদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার লক্ষে নেওয়া হয়েছিল।

প্রকল্পের ব্যয় মোট ১ হাজার ৫৬১ কোটি টাকা। এর মধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল এক হাজার কোটি টাকা প্রদান করেছে, যেখানে সরকার বরাদ্দ করেছে ৩৩০ কোটি টাকা এবং বিএসএমএমইউ ১৭০ কোটি টাকা।
-------------
news :
https://www.bssnews.net/bangla/news-flash/58156

Photos from Anower Hossain Nayeem's post 13/09/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এই বই খোলা হয়।

11/09/2022

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর নিকট তার জন্য দোয়া করি যেন মহান আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

পরিবারের প্রতি সমবেদনা।

10/09/2022

অভিনন্দন বাংলার বাঘিনীরা❤️

09/09/2022

“সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”

– সক্রেটিস (গ্রীক দার্শনিক)

09/09/2022

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সুদৃঢ় হোক।

08/09/2022

আসন্ন পূর্ণাঙ্গ কমিটি উৎসবমুখর,নান্দনিক ও সুপরিকল্পিত করতে ফজলুল হক হলে পদপ্রত্যাশীদের আনন্দমুখর পরিবেশে জীবনবৃত্তান্ত জমাদানের মাধ্যমে আগামীর নেতৃত্বকে শহীদের রক্তস্নাত ,সত্য সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ ফজলুল হক হল ছাত্রলীগকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প উপযোগী হয়ে গড়ে ওঠার আহবান জানানো হচ্ছে।।

প্রেস বিজ্ঞপ্তি:

08/09/2022

ভারত নিয়ে বিএনপি-জামায়াতের রাজনীতির এপিঠ-ওপিঠ

গত এক দশকে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বারবার দেখা করার তদবির করেও তাদের সাক্ষাৎ পায়নি বিএনপি-জামায়াতের নেতারা। নিজ দেশের বিরুদ্ধে বিষোদগার, সন্ত্রাসবাদ ও উগ্রবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা করে দেশকে অস্থিশীল করা, মনবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা- প্রভৃতি কারণে বিএনপি-জামায়াতের নেতাদের থেকে দূরত্ব বজায় রাখছে ভারত। একারণেই এখন কথায় কথায় ভারতবিদ্বেষী অপপ্রচার ছড়াতে শুরু করেছে এই চক্রটি। অথচ বিএনপি-জামায়াত এর আগে কতোভাবে ভারতের মন পাওয়ার চেষ্টা করেছে, সেই ঘটনাগুলো কী আপনারা ভুলে গেছেন? ২০১৪ সালের পত্রিকাগুলো খুলে দেখুন। অবাক হয়ে যাবেন। কারণ, ওই সময় ভারতের নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়েছে পল্টনে বিএনপির পার্টি অফিসে!

অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। ২০১৪ সালে ভারতের নির্বাচনে জয়ী হয় বিজেপি। আনুষ্ঠানিক সরকার গঠনের আগেই সবধরনের কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে (১৭ মে) নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আগাম শুভেচ্ছা বার্তা পাঠান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকায় ভারতীয় হাইকমিশনে খালেদা জিয়ার অভিনন্দনপত্র নিয়ে উপস্থিত হন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এরপর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বিজেপিকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও নেতা-কর্মীদের ভারতের নির্বাচনের ফল নিয়ে উত্ফুল্ল দেখা গেছে। এমনকি দলীয় কার্যালয়ে কেক কেটে মিষ্টি বিতরণও করেছেন বিএনপি নেতানেত্রীরা। বিভিন্ন গণমাধ্যমে সেই সংবাদ ফলাও করে প্রচারও হয়েছে।

পরবর্তীতে ডয়েচে ভেলের এক অনুষ্ঠানে সঞ্চালক খালেদ মহিউদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিনা ফারহানার কাছে এ বিষয়ে জানতে চান- বিজেপি ক্ষমতায় এলে তারা বিএনপিকে ক্ষমতায় বসাবে এই ধারণা কেনো হলো বিএনপির? পার্টি অফিসে মিষ্টি বিতরণের কারণ কী! এর কোনো জবাব দিতে পারেনি রুমিন ফারহানা। তিনি বারবার প্রশ্নটি এড়িয়ে যান।
এরপর ২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঢাকা সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী। সেবার কোনো ভারব-বিরোধী কর্মসূচি বা স্লোগান দেয়নি বিএনপি-জামায়াত-হেফাজত কেউই! উল্টো লম্বা লাইন দিয়ে তারা দেখা করেছেন মোদীর সাথে। যদিও কয়কেদিন পরেই ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করে যে, সেদিন ঢাকার সোনারগাঁ হোটেলে মূলত বাংলাদেশের সরকারের নামে মোদীর কাছে বিচার দিতে গিয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির প্রধান খালেদা জিয়ার সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের বিরুদ্ধে নালিশ শুনে খুবই বিব্রত হয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার বিষয়ে খালেদা জিয়াকে তিনটি প্রশ্ন করেন তিনি, যেসব প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি খালেদা জিয়া। এরপর থেকে মোদী আর কখনোই দেখা করেনি বিএনপি-জামায়াতের সাথে।

বিএনপি ভেবেছিল, ভারতের ক্ষমতা থেকে 'কংগ্রেস' পরিবর্তন হয়ে 'বিজেপি' সরকার গঠনের পর তারা বাংলাদেশের সরকারকে বদলে দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। কারণ নিজেদের শাসনামলে সামাজিক নৈরাজ্য, লুটপাট, খুন, ধর্ষণ, সংখ্যালঘু নির্যাতন, বোমা হামলা, বিরোধীদলীয় কয়েক হাজার নেতাকর্মীকে হত্যার মাধ্যমে মানুষের মন থেকে বিতাড়িত হয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। মানুষ তাদের ভয় পায়। তাদের সীমাহীন অত্যাচার মাত্রা ছাড়ায় ২০১৪ সালের জাতীয় নির্বাচনের সময়। এসময় তারা পেট্টোল দিয়ে গণহারে মানুষের গাড়ি-বাড়ি পুড়িয়ে দেয়, বিএনপি-জামায়াতের সেই আগুনে ঝলসে মারা যায় শত শত মানুষ। হাজার হাজার পরিবার পথে বসেছে তাদের নাশকতা ও অত্যাচারের কারণে। তাই গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রাজনীতির নামে সন্ত্রাস করা বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা। একারণেই তারা বিকল্প উপায়ে ক্ষমতা দখল করতে চায়। কখনো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, কখনো মার্কিন গোয়েন্দা সংস্থার সাহায্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশবিরোধী অপপ্রচার অব্যাহত রেখেছে তারা।
কিন্তু বিএনপি-জামায়াত আশা করে ছিল, ভারতের কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের যেহেতু স্বাধীনতার সময় থেকেই ভালো সম্পর্ক, শুধু সেই কারণেই বিজেপি হয়তো আওয়ামী লীগকে হঠিয়ে বিএনপি-জামায়াতকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেবে। ব্যাপারটি হাস্যকর হলেও, বিএনপি-জামায়াতের চিন্তার ধরনটাই এরকম। কারণ এর আগেও তারা এভাবেই ক্ষমতায় থেকেছে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গোয়েন্দাদের সহায়তায় অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে ছিল জিয়াউর রহমান। পরবর্তীতে পাকিস্তানি গোয়ৈন্দা সংস্থায় সাহায্যে বাংলাদেশে জঙ্গিবাদের উস্থান ঘটায় খালেদা জিয়া। এমনকি তারেক রহমান আরো একধাপ এগিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করে। এটাই বিএনপি-জামায়াতের রাজনীতি। কিন্তু এই স্টাইলে তো আর পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ চলে না, আর এসব সন্ত্রাসবাদকে কেউ সমর্থনও করে না।

ঠিক সেই কারণেই বিজেপিকে অনেক তোষণ করার পরেও তাদের কাছে পাত্তা পায়নি বিএনপি-জামায়াত। সারাদিন ভারত-বিদ্বেষ ছড়ানো জামায়াতও মোদীকে একাধিকবার শুভেচ্ছায় সিক্ত করেছে। ভেতরে ভেতরে কয়েকবার দূত পাঠিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসার জন্য, কিন্তু বিএনপি-জাাময়াতের সেই আবেদনে সারাড় দেননি মোদী। পরবর্তীতে ২০১৯ সালে আবারো ভারতের নির্বাচনে বিজেপি জয়ী হলেও, তাই আগের মতো মিষ্টি তিবরণ করেনি বিএনপি। বিজেপির ২০১৪ সালের বিজয়ের পর বাংলাদেশে বিএনপি মিষ্টি বিতরণ করলেও, পরেরবার তাদের নীরবতার কারণ জানতে চাইলে সাংবাদিকদের কাছে বিএনপির থিংকট্যাংক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, বিজেপি আগ্রহ দেখায়নি।
এমনকি ২০১৪ সালে মোদীর সঙ্গে বিএনপির সুসম্পর্ক গড়ে তোলার অন্যতম প্রচেষ্টাকারী শমসের মোবিন চৌধুরীও দল থেকে পদত্যাগ করেন ২০১৫ সালের ২৮ অক্টোবর। ২০১৪ সালের নির্বাচনকালীন সীমাহীন নাশকতা, মানুষ পোড়ানো, ঘরে ঘরে আগুন দেওয়া, এসব সহ্য করতে না পেরে তার মতোই আরো অনেক মুক্তিযোদ্ধাই বিএনপি পরিত্যাগ করেছেন।

এদিকে ২০১৫ সালে এতিমের অর্থ আত্মসাতের ঘটনাসহ বিভিন্ন বিচারকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে আটকে ছিলেন, তখন বিজেপির সভাপতি অমিত শাহ তাকে ফোন করে খোঁজখবর নিয়েছেন বলেও গণমাধ্যমে প্রচার করা হয়। গণমাধ্যমের কল্যাণে সেই খবর পৌঁছে যায় অমিত মাহের কাছে। এর দুদিন পর অমিত শাহ নিজে এক বিবৃতিতে জানান, তিনি খালেদা জিয়াকে ফোন করেননি। এই ঘটনায় বিএনপিকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের সাথে বৈঠকে বসতে ব্যর্থ হয়ে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠকের চেষ্টা করে বিএনপি। ২০২০ সালের মার্চে হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় এলেও বিএনপি-জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি। তারপরেও নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য আন্তর্জাতিকভাবে তদবির করতে থাকে বিএনপি। কিন্তু মুজিব বর্ষ উপলক্ষ্যে ২০২০ ও ২০২১ সালে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকায় এলেও, বিএনপি-জামায়াতের প্রতিনিধিদের সাথে সাক্ষাতে রাজি হয়নি।

মূলত রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আশায় ‘প্রকাশ্যে ভারত বিরোধিতা, আড়ালে ভারত তোষণে আপ্রাণ চেষ্টা করছে বিএনপি’। ভেতরে ভেতরে তারা লবিস্ট নিয়োগ করে ভারতের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে দেশজুড়ে ভারতবিরোধী অপপ্রচার চালিয়ে এবং ধর্মীয় ট্রাম্পকার্ড খেলে রাজনীতির মাঠে নোংরাভাবে বাজিমাতের অপচেষ্টা অব্যাহত রেখেছে।

#বিএনপি #জামায়াত #ভারতবিরোধী #রাজনীতি #ভারত #বিজেপি #কংগ্রেস

08/09/2022

২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর হতে প্রাপ্তিঃ
- তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ফ্রি ট্রানজিট দেবে ভারত
- কুশিয়ারা নদীর পানিবণ্টনে সমঝোতা, ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার করার সিদ্ধান্তে চাষাবাদে আসবে ব্যাপক পরিবর্তন
- ভুটানের সাথে রেল যোগাযোগ ও অন্যান্য আন্তঃসীমান্ত রেল সংযোগে বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহার করা হবে
- চিনি, পেঁয়াজ, আদা, রসুনের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে আগাম জানিয়ে দিতে পদক্ষেপ নিবে ভারত
- সীমান্তে প্রাণহানির সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ
- বাংলাদেশের মুজিবনগর থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ঐতিহাসিক সড়ক 'স্বাধীনতা সড়ক' চালু করা হবে
- নদী দূষণ এবং অভিন্ন নদ-নদীর ক্ষেত্রে নদীর পরিবেশ এবং নদীর নাব্যতা উন্নত করার মতো সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে
- রেলওয়ের সেবার মান বাড়াতে আইটি সল্যুশন বিনিময় করা হবে
- ২০২২ সালের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে দু'দেশের বাণিজ্য কর্মকর্তাদের কাজ শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে

🇧🇩🤝🇮🇳

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় সেদিন ক্যাম্পাসে ২৪মে ছাত্রদলের গুন্ডাদের প্রতিহত করতে রাজপথে প্রবল বাধা হয়ে দাড়িয়েছ...

Category

Website

Address

Fazlul Haque Hall, University Of Dhaka
Dhaka
1000

Other Politicians in Dhaka (show all)
জিয়াউর রহমান জিয়াউর রহমান
BNP Central Office
Dhaka, 1000

স্বাধীনতার ঘোষক।প্রথম প্রেসিডেন্ট। ?

Professor Dr. Abdul Mannan Choudhury Professor Dr. Abdul Mannan Choudhury
Street No :03
Dhaka, DHAKA-1230

Dr. Abdul Mannan Choudhury is an academic, media personality, politician, and freedom fighter,

Mondal Mithun Mondal Mithun
Gopalganj
Dhaka

Sheikh Enan Sheikh Enan
23, Bangabandhu Avenue
Dhaka, 1000

Official page of Sheikh Enan

Team Kazi Faridul Haque Happy Team Kazi Faridul Haque Happy
40/1A, West Tolarbag, Mirpur-1
Dhaka, 1216

#TeamHAPPY #ChangeForWell #ChangeForTommorow #Mirpur #Dhaka14 #কাজীহ্যাপী #ভ?

Jashore property's Jashore property's
Baridhara Bashundhara Residential Area
Dhaka

Sumon Fakir Sumon Fakir
Savar
Dhaka

সাবেক সভাপতি. মোচনা ইউনিয়ন ছাত্রলীগ. সদস্য. বাটিকামারী ইউনিয়ন আওয়ামীলীগ. মুকসুদপুর. গোপালগঞ্জ.

আহমেদ নাহিদ আহমেদ নাহিদ
Dhaka

Politics is not My Profession, It’s My Addiction !

Advocate Mohibullah Khokon Advocate Mohibullah Khokon
56-57 Shoreef Mension (3rd Floor) Motijeel
Dhaka

আলোচনা ও সমালোচনা

Marof Marof
Sreepur, Gazipur
Dhaka, 1740

Gentleman

Mohammed Amran Patwary Mohammed Amran Patwary
Dhaka

আহবায়ক ফেনী জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। Convener Feni District Bangabandhu Foundation.

Rashedul Hasan Rashedul Hasan
Dhaka, 1000

আমি জ্ঞান আহরণ করতে চাই। হে আরশের মালিক।