জান্নাতি-Jannati
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জান্নাতি-Jannati, Digital creator, wari, Dhaka.
আমার ব্যর্থতার দায় শুধুমাত্র আমার।
এটি অন্য কারো উপর চাপিয়ে দিবো এমন ভাবনাটাও অন্যায়।
প্রত্যেক সফল মানুষের জীবনে অসংখ্যবার ব্যর্থ হয়েছেন। জীবনের প্রতিটি ব্যর্থ তাকে সাদরে গ্রহন করুন। নিজের করে নিন।ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিন। দেখবেন সব কিছু ভিন্ন ভাবে তৈরি হচ্ছে।
অহনা এবার কলেজে ভর্তি হয়েছেন।
কলেজের সব বন্ধরা মিলে প্ল্যান করল পহেলা ফাল্গুনে ঘুরতে যাবে।
অহনা হলুদ রঙের খুব সুন্দর একটি থ্রিপিস বানিয়েছে।ট্রাইল দিতে গিয়ে তার মনে হচ্ছে থ্রীপিসটা একটু সাদামাটা হয়ে গেল।
এটাকে একটু অন্যরকম লুক দেওয়ার চিন্তাভাবনা করছে সে,🤔🤔🤔।
যেমন ভাবা তেমন কাজ
। বিভিন্ন রংয়ের কাপড় দিয়ে ডিজাইন করা একটি কটি সে কিনে নিল জামাটি সাথে পড়ার জন্য🥰🥰🥰।
ফ্যাশনে যোগ হয়েছে কটি।শর্ট, লং, সেমি লং, কখনো চেস্ট কটি। তবে ঋতু বদলের সঙ্গে কটির কাটে আসে পরিবর্তন।
কিছুদিন আগেও এক রঙের কটির চল ছিল সবচেয়ে বেশি। তাতে ছিল না নকশার বাহুল্য। এখন চলছে বিভিন্ন রং আর নকশার কটি। কাপড় এবং কাটছাঁটেও এসেছে পরিবর্তনের ছোঁয়া।
একটু আলাদা ডিজাইন আর ছাঁটের ভিন্নতায় এসব কটি প্রচলিত ধারায় এনেছে নতুনত্বের ছোঁয়া।
একটি সুখ মানুষকে সারাজীবন হাসায় না,
কিন্তু
একটি দুঃখ মানুষকে সারাজীবন কাদায়।
তাই নিজের সুখের জন্য অন্য কাওকে কষ্ট দিও না।
হিজাব আমার পছন্দ, হিজাব আমার আচ্ছাদন’🌹
❤❤বিশ্ব হিজাব দিবস❤❤
🍁১লা ফেব্রুয়ারী,বিশ্ব হিজাব দিবস
🌹হিজাব আমার স্বাধীনতা, হিজাব আমার নিরাপত্তা, হিজাব আমার পছন্দ, হিজাব আমার আচ্ছাদন’🌹-এ স্লোগানে বিশ্বের প্রায় দেড়শ’টি দেশের মুসলিম-অমুসলিম নারীদের অংশগ্রহণে পালিত হয় ‘ওয়াল্ড হিজাব ডে’।
হিজাব দিবস ২০১৩ সালে নাজমা খান কর্তৃক প্রতিষ্ঠিত একটি বার্ষিক কার্যক্রম। কার্যক্রমটি প্রতিবছর ১লা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ১৪০টি দেশে অনুষ্ঠিত হয়।এটি চালু করার উদ্দেশ্য হলো, সমস্ত ধর্ম এবং সর্বস্তরের নারীদের হিজাব পরিধান এবং অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করা। কার্যক্রমটির আয়োজকেরা এটিকে অমুসলিম নারীদের হিজাবের অভিজ্ঞতা অর্জনের একটি বিশেষ সুযোগ হিসাবে বর্ণনা করেন।
বিশ্ব হিজাব দিবস’ সব নারীকে এ কথাই মনে করিয়ে দেয় যে, হিজাব শুধু মুসলিম নারীরাই পড়বে এমনটি নয়, বরং মুসলিম-অমুসলিম সবার জন্যই হিজাব নিরাপত্তা ও সম্মানের প্রতীক। যা ব্যবহারে নারী থাকে নিরাপদ।
কটন ফেব্রিক এর উপর কি সুন্দর কাজ করা।
এর নাম গুজরাটি কটি।
প্রাইজ-৩৮০টাকা
প্রতিটি হিজাবি নারী নিজেকে সর্বস্তরের স্মার্ট লুক দেওয়ার চেষ্টা করে। বিয়ে, পার্টি, গেট টুগেদার, কলেজ বা অফিস গোয়িং আপুদের সব সময় চাই বেস্ট কালেকশন আর কম্ফোর্টেবল কিছু।
চেরি ফেব্রিক হিজাব সব জায়গায় বেস্ট এবং কমফোর্টেবল। ❤❤❤❤
আরে জানিস ওমুক তো এইকাজ করে।
কি একটা অবস্থা।😡
নিজের নামে এমন সমালোচনা শুনলে মন খারাপ করবেন না।
মনে রাখবেন
আপনি যত বেশি সমালোচনার পাত্র হবেন বুঝতে হবে আপনি তত বেশি এগিয়ে যাচ্ছেন।
ফাল্গুনি হিজাব।
ডাবল জর্জেট
সাইজ-৯০"/৩০"
ফুল কাভারেজ
জিরো ট্রান্সপারেন্সি।
আমার পেজের রেগুলার কাস্টমার এর খুব সুন্দর একটি রিভিউ।
Thanks for ur review my beautiful client ❤❤❤❤
পাড়ার সবাই এক নামে ধিরিঙ্গি মেয়ে বলেই চিনে প্রমিকে। সারাদিনে গাছ থেকে ও গাছ চড়ে বেড়ায়।খুব দুরন্ত একটি মেয়ে।
এদিকে প্রমির মায়ের চিন্তা বাড়ছে।মেয়ে যে তার বড় হচ্ছে।কোন ভাবেই তাকে ঘরে রাখা যায় না।ওড়নাটাও সামলানো শিখে নি।
বিকল্প পথ হিসেবে প্রমির মা প্রমির জন্য অনলাইনের একটি পেজ থেকে কিছু কোটি কিনে প্রমির জন্য।
বেশ আরামদায়ক কোটিগুলো।
এখন প্রমির ওড়না সামলানোর ঝামেলাটা কমেছে।
জান্নাতি-Jannati তে থাকছে ১৫%ডিস্কাউন্ট।
হাতের কাজের কোটি
কটন ফেব্রিক
প্রাইজ-৪৭০টাকা
জান্নাতিতে চলছে ১৫%ডিসকাউন্ট।
ফাল্গুনে আমরা বিভিন্ন রঙবেরঙ এর পোশাক পড়তে পছন্দ করি।
পোশাকের সাথে মানিয়ে ফাল্গুনে এই রঙের হিজাবগুলো বেশ দারুন লাগবে।
ডাবল জর্জেট হিজাব।
জান্নাতির সব পন্যের উপর থাকছে ১৫%ছাড়
ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা, বসন্ত এসে গেছে
মধুরও অমৃত বানী বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে।
প্রিমিয়াক কোয়ালিটি চেরি জর্জেট হিজাব
ফুল কাভারেজ
এইটা জান্নাতির জন্মদিনের মাস।এই মাসে অফার না দিলে কি হয়?
আজ থেকে এই মাস জুড়ে থাকছে জান্নাতির অফার।
সব পন্যের উপর ১৫%ছাড়।
জান্নাতির পন্য গুলো কি কি আবার দেখে নেই।
👉হিজাব
👉হিজাব পিন হোল্ডার
👉হাতের কাজের কোটি
হিজাবি আপুদের জন্য খুবই প্রয়োজনীয়।
হিজাব যেখানে সেখানে না রেখে হোল্ডারে রাখলে বিপদ ঘটার সম্ভাবনা কম থাকে।
ফ্যাশনে যোগ হয়েছে কটি❤
শর্ট, লং, সেমি লং, কখনো চেস্ট কটি। তবে ঋতু বদলের সঙ্গে কটির কাটে আসে পরিবর্তন।
এই শর্ট কটি গুলো সব ধরনের ঋতুতেই বেশ দারুন লাগে।
স্বপ্ন গুলো সত্যি হওয়ার আগে স্বপ্ন দেখে শিখতে হবে।
আমার জান্নাতি-Jannatiএর নতুন সংযোজন।
হাতের কাজের কটি।
হিজাবি আপুদের জন্য হিজাব পিন হোল্ডার খুবই উপকারি একটি পন্য।
এতে আপনার পিন গুলো খুব সহজেই আপনি গুছিয়ে রাখতে পারবেন।
ডাবল জর্জেট হিজাব।
সাইজ-৯০"/৩০" (+-)
এই বল প্রিন্ট হিজাবগুলো উন্নতমানের সিল্ক ফেব্রিকস এর মধ্যে।
সাইজ -৮০"/৩০"(ফুল কাভারেজ হবে)
প্রাইজ-৩৫০টাকা
A new year inspires us to define our new goals.it motives us to make new commitments it encourages us to live up to our promises wishing you a wonderful.
Happy New year.
শুভ সকাল।
২০২১ সালের শেষ সূর্যদয়।আর মাএ কয়েক ঘন্টা পর নতুন একটি বছর শুরু হবে।
জীবন একটা বহমান নদী। কখনো জোয়ার কখনো ভাটা। তবে কখনো কিন্তু থেমে থাকে না। ভাঙা গড়ার মাঝেই সে নিজেকে নানাভাবে, নতুনকরে পরিবর্তিন করে।
হিজাব পড়লে আলাদা কোন অলংকার এর প্রয়োজন আছে কি?
হিজাব নিজেই তো একটি অলংকার।কি তাই তো?
হিজাব ব্যবহার পরলে আর কোন আলাদা অলংকার এর প্রয়োজন হয়না৷
আর সেই হিজাব যদি হয় এমন সুন্দর বল প্রিন্ট এর তাহলে তো আর কোন কথাই নেই।
আগে দর্শনধারী পরে গুণবিচারী😃😃😃
আমরা যারা অনলাইন ক্রেতা-বিক্রেতা তাদের ক্ষেত্রে প্রবাদটার সাথে একদম মিল রয়েছে।
যারা অনলাইন থেকে পণ্য কিনে তারা শুধু ছবিটা দেখেই পণ্য কিনে। সরাসরি পণ্য ধরে দেখার কোন সুযোগ তাদের নেই। এর জন্য অনলাইন ক্রেতাদের কাছে দর্শনটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার পণ্যের ছবিটি সুন্দর এবং প্রাণবন্ত হতে হবে। সুন্দর একটি ফটোগ্রাফি আপনার পণ্য কে সুন্দর করে তুলে ধরতে পারে।
তবে ফটোগ্রাফিকে এমনভাবে উপস্থাপন করা যাবে না যেন ফটোগ্রাফি এবং পণ্যের সাথে কোন মিল না থাকে।
আমার কিন্তু প্রায়ই এমন শুনে থাকি অনলাইন থেকে পণ্য কিনে ঠকেছি। আর কখনো কোন পেজ কে বিশ্বাস করে অনলাইন থেকে পণ্য কিনবো না।
আমি ব্যক্তিগতভাবে সবসময় পন্যের সাথে ফটোগ্রাফির মিল রাখার চেষ্টা করি। যেন আমার ক্রেতা আমাকে এই কথাটি বলতে পারে ফটোগ্রাফির থেকে পণ্যটি অনেক বেশী সুন্দর এবং ভালো।❤
👉আপনারও আপনাদের পন্য এবং ফটোগ্রাফির মিল রাখবেন।
জান্নাতির নতুন সংযোজন
❤হিজাব পিন কুশন❤
মুখে পিন রেখে হিজাব পড়ার দিন শেষ।জান্নাতি-Jannati নিয়ে এলো হিজাব পিন কুশন।
হিজাব ব্যবহার করা আপুদের জন্য অনেক উপকারি।হাতে হোল্ড করে খুব সহজেই যে কোন স্টাইলে হিজাব শাড়ি পড়তে পারবেন।ক্যারি করাও খুব সহজ।
সাদা সময় শুভ্র এবং পবিত্র একটি রং। সাদার সৌন্দর্য সাদা নিজেই। তাই সাদা যে কোন জিনিসকে একটু বাড়তি যত্ন করতে হয়। বিশেষ করে তা যদি হয় সাদা কাপড়।
সাদা কাপড় আমরা একটু সাবধানে পড়ি।ধোয়ার সময় অন্য সব কাপড় থেকে আলাদা রাখি।
হিজাব পিন কুশন/হোল্ডার।
সাথে ২০পিস পিন থাকবে
প্রাইজ-১২০টাকা
আমরা সকলেই জানি সবকিছুর দাম অনেক ঊর্ধ্বমূখী। সেই সাথে কিন্তু প্রতিটি কাপড়ের দাম কয়েকগুণ বেড়েছে। এর জন্য আমার পেজে প্রতিটি পণ্যের মূল্য বাড়াতে বাধ্য হচ্ছি।কারন আমি কম দামে খারাপ পন্য নিয়ে কাজ করতে পারবো না।
কেউ আগের অফার বা মূল্যর সাথে এখনকার মূল্য মিলাবেন না।
চেরি জর্জেট হিজাব
সাইজ-৮০"/৩০"
জিরো ট্রান্সপারেন্সি
প্রাইজ-৩২০টাকা
অফার অফার অফার
অফার প্রাইজ এর আর এই ২টি কালার হিজাব আছে। ১পিস করে।
প্রাইজ-২০০টাকা
আর মত্র তিন দিন আছে।
বিজয় দিবস উপলক্ষে এই তিন কালার ডাবল জর্জেট হিজাবের উপর চলছে অফার।
তাই দেরি না করে এখনই আপনারটি অর্ডার করে
ফেলুন।
স্টক খুবই সীমিত।
Price -200tk
অর্ডার করতে আমাকে ইনবক্স করুন।
বিজয় দিবস উপলক্ষে এই তিন কালার হিজাবের উপর চলছে অফারে।
তাই দেরি না করে এখনই আপনারটি অর্ডার করে
ফেলুন।
Price -200tk
অর্ডার করতে আমাকে ইনবক্স করুন।
বিজয় দিবস উপলক্ষে এই তিন কালার হিজাবের উপর চলছে ডিসকাউন্ট।
তাই দেরি না করে এখনই আপনারটি অর্ডার করে
ফেলুন।
Price -200tk
অর্ডার করতে আমাকে ইনবক্স করুন।
হিজাব এখন একটা ভালো বাসার জায়গা হয়ে গেছে।
হিজাবি আপুরা এত সুন্দর করে হিজাব পরে।তাদের বিভিন্ন স্টাইলের হিজাব খুব সুন্দর সুন্দর লুক দেয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Wari
Dhaka
1203
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212
Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.
Dhanmondi
Dhaka
HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....
All The Funny Turn
Dhaka
This is all about fun. We are gathering all the funny moments of life....
Cricket@BD24/7
Dhaka
This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)
Haragach, Rangpur. Bangladesh
Dhaka
ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️
Dhaka
"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ