Zero to Perfect IELTS.

Zero to Perfect is an English language learning institution. It basically works with IELTS.

22/03/2024

IElTS Listening এ ভালো করতে চান তা হলে ভিডিও টি আপনার জন্য!

21/03/2024

আসসালামু আলাইকুম!
প্রথম ব্যাচের মতো এবারো হতে যাচ্ছে আমাদের রমজান উপলক্ষে স্পেশাল ব্যাচের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস এ যুক্ত হতে ইনবক্সে নক করুন, অথবা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এ জয়েন করে জেনে নিন পরবর্তী আপডেট।

https://chat.whatsapp.com/EgR4NkNCukxFfn7FClmMgA

19/03/2024

কেমন হয় যদি IELTS ও কুরআন তেলাওয়াত একই সাথে শিখি!

মানবজাতির মুক্তির অনন্য ও একমাত্র দিশা কুরআনুল কারিম নাজিলের মাস মাহে রমাদ্বান উপলক্ষে Zero to Perfect IELTS এর পক্ষ থেকে IELTS কোর্সে ভর্তি হলেই ফ্রি তেলাওয়াত প্রশিক্ষণের সুযোগ থাকবে। আমাদের এই ব্যাচের বৈশিষ্ট্যও একটু ভিন্নরকম। মাত্র ৮ টা ক্লাসে আমরা IELTS এর পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করবো, ইনশাআল্লাহ।

মাত্র ৮ টা ক্লাস? পূর্ণাঙ্গ প্রস্তুতি কি সম্ভব?

আমরা বলি— আপনার যদি মাত্র দুইটি কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই ৮ টা ক্লাসেই IELTS সম্পন্ন করা সম্ভব৷ এক- প্রোয়েক্টিভিটি। অর্থাৎ, ক্লাস মনযোগের সাথে করা এবং ক্লাসে দেওয়া হোমওয়ার্ক যথাযথভাবে আদায় করা। দুই-কনফিডেন্স। আপনি পারেন, পারবেন এই বিশ্বাস রাখা। ব্যাস, এগুলো থাকলেই আপনি খুব ভালোভাবেই IELTS যাত্রা শেষ করতে পারবেন। তবে, এই দুটির উভয়টি অথবা একটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই কোর্স আপনার জন্য না।

কোর্স আউটলাইন:
🔴মোট ক্লাস ৮ টি।
🔴প্রতি সপ্তাহে ২ টি ক্লাস।
🔴ক্লাস ডিউরেশন ২.৩০ ঘন্টা+। (অবশ্যই ব্রেক থাকবে)

তাছাড়া, আমাদের অন্যান্য সুবিধা তথা ল্যাংগুয়েজ ক্লাব, ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, ফ্রি মক টেস্ট ইত্যাদি সবকিছুই থাকছে। কোর্স শেষ হওয়ার পরও যেগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ।

কুরআন তেলাওয়াত কোর্স:-
🔷মোট ক্লাস ১০ টি।
🔷তাজভীদ সহ শুদ্ধভাবে তেলাওয়াত শেখানো হবে৷
🔷ব্যাসিক মাসয়ালা ও ছোট ছোট সুরাগুলোর অর্থ-ব্যাখাও আলোচনা করা হবে, ইনশাআল্লাহ।

ফি নিয়ে চিন্তিত? না, চিন্তার কারণ নেই। এই কোর্সের ফি আমরা কমই রাখছি। স্বাভাবিক ফি থেকেও কম।

রমাদ্বানের এই সময় নষ্ট না করে আসুন কুরআন শিখি। সাথে
IELTS কোর্স সম্পন্ন করে নিজেকে এগিয়ে রাখি অন্যান্যদের চেয়ে।

16/03/2024

কেমন হয় যদি IELTS ও কুরআন তেলাওয়াত একই সাথে শিখি!

মানবজাতির মুক্তির অনন্য ও একমাত্র দিশা কুরআনুল কারিম নাজিলের মাস মাহে রমাদ্বান উপলক্ষে Zero to Perfect IELTS এর পক্ষ থেকে IELTS কোর্সে ভর্তি হলেই ফ্রি তেলাওয়াত প্রশিক্ষণের সুযোগ থাকবে। আমাদের এই ব্যাচের বৈশিষ্ট্যও একটু ভিন্নরকম। মাত্র ৮ টা ক্লাসে আমরা IELTS এর পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করবো, ইনশাআল্লাহ।

মাত্র ৮ টা ক্লাস? পূর্ণাঙ্গ প্রস্তুতি কি সম্ভব?

আমরা বলি— আপনার যদি মাত্র দুইটি কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই ৮ টা ক্লাসেই IELTS সম্পন্ন করা সম্ভব৷ এক- প্রোয়েক্টিভিটি। অর্থাৎ, ক্লাস মনযোগের সাথে করা এবং ক্লাসে দেওয়া হোমওয়ার্ক যথাযথভাবে আদায় করা। দুই-কনফিডেন্স। আপনি পারেন, পারবেন এই বিশ্বাস রাখা। ব্যাস, এগুলো থাকলেই আপনি খুব ভালোভাবেই IELTS যাত্রা শেষ করতে পারবেন। তবে, এই দুটির উভয়টি অথবা একটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই কোর্স আপনার জন্য না।

কোর্স আউটলাইন:
🔴মোট ক্লাস ৮ টি।
🔴প্রতি সপ্তাহে ২ টি ক্লাস।
🔴ক্লাস ডিউরেশন ২.৩০ ঘন্টা+। (অবশ্যই ব্রেক থাকবে)

তাছাড়া, আমাদের অন্যান্য সুবিধা তথা ল্যাংগুয়েজ ক্লাব, ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, ফ্রি মক টেস্ট ইত্যাদি সবকিছুই থাকছে। কোর্স শেষ হওয়ার পরও সেগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ।

কুরআন তেলাওয়াত কোর্স:-
🔷মোট ক্লাস ১০ টি।
🔷তাজভীদ সহ শুদ্ধভাবে তেলাওয়াত শেখানো হবে৷
🔷ব্যাসিক মাসয়ালা ও ছোট ছোট সুরাগুলোর অর্থ-ব্যাখাও আলোচনা করা হবে, ইনশাআল্লাহ।

ফি নিয়ে চিন্তিত? না, চিন্তার কারণ নেই। এই কোর্সের ফি আমরা কমই রাখছি। স্বাভাবিক ফি থেকেও কম।

রমাদ্বানের এই সময় নষ্ট না করে আসুন কুরআন শিখি। সাথে
IELTS কোর্স সম্পন্ন করে নিজেকে এগিয়ে রাখি অন্যান্যদের চেয়ে।

15/03/2024

IELTS রাইটিং এর মার্কিং করা নিয়ে চিন্তিন হওয়ার দিন শেষ। মাত্র ২ মিনিটে কোন শিক্ষকের সহায়তা ছাড়া নিজেই নিজের রাইটিং ইভাল্যুয়েট করে নিতে পারবেন

14/03/2024

IELTS Writing এর যে কোন টাস্ক শেষ করার পর তার মার্কিং করা নিয়ে চিন্তিত হওয়ার দিন শেষ। মাত্র দুই মিনিটে যে কারো সহায়তা ছাড়াই নিজেই নিজের রাইটিং যাছাই করতে পারবেন। ব্যান্ড স্কোর সহ সাজেশন ও পেয়ে যাবেন।

এই পদ্ধতি শিখতেচান? তাহলে যুক্ত থাকুন আমাদের সাথে। আজ দুপুরে আপ্লোড করা হবে মাত্র দুই মিনিটে রাইটিং যাছাই করার পদ্ধতি।

11/03/2024

আসসালামু আলাইকুম!

আপনাকে ও আপনার পরিবারকে জানায় রমজানুল মুবারক। রহমত নাজাত আর মাগফিরাতের এই মাস আমাদের সকলের জন্য কল্যাণকর হোক। আমিন।

17/02/2024

নিজে ইনকাম করে টিউশন ফি দেয়া কি সম্ভব?

বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে সেমিস্টার থাকে দুটি। একেকটা সেমিস্টারের ডিউরেশন থাকে ৪ মাসের মত। কানাডা/আমেরিকায় প্রতি সেমিস্টার ফি খরচ গড়ে ৭-৯ হাজার ডলার হয়ে থাকে। সাবজেক্ট/বিশ্ববিদ্যালয় ভেদে খরচ কিছু কম বেশি হতে পারে।

ধরুন, টিউশন ফি যদি ৭০০০ ডলার হয় তাহলে ১২০ টাকা ধরে যদি আমরা হিসাব করি তাহলে আপনাকে প্রতি সেমিস্টারে শুধু টিউশন ফি দিতে হবে ৮ লক্ষ ৪০ হাজার টাকা। এর পরে আপনার থাকা খাওয়া খরচ আছে, হেলথ ইন্স্যুরেন্স, মোবাইল বিল ইত্যাদি খরচ ত আছেই।

সুতরাং রিয়ালিস্টাক্যালি বললে নিজে ইনকাম করে থাকা টিউশন ফি ম্যানেজ করা সহজ না। হ্যাঁ, আপনি পারবেন হয়তোবা কিন্তু তখন আপনাকে সপ্তাহে ৪০+ আওয়ার ও কাজ করা লাগতে পারে। এখানে আবার দুইটা বিষয় আপনাকে বিবেচনা করতে হবে

১। আপনি যেই শহরে আসছেন সেখানে কাজের সুযোগ কীরকম।
২। আপনি ৪০ ঘণ্টা কাজ করলে পড়াশোনা করবেন কীভাবে?

অনেকেই ম্যানেজ করে দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তখন পড়াশোনাটা কম্প্রমাইজ হয়ে যায়।

এখন আসি এই অবস্থায় আপনার করণীয় কি? আপনি যদি পড়াশোনার প্রতি সিরিয়াস হোন এবং আপনার জন্য প্ল্যান থাকে যেকোনো অবস্থায় পড়াশোনা কমপ্লিট করবেন সেক্ষেত্রে বেস্ট হচ্ছে স্কলারশিপ ম্যানেজ করা। ফুল ফান্ডেড না হোক আপনি যদি পার্শিয়াল ফান্ডিং ও পান এটি ও আপনাকে অনেক সাপোর্ট দিবে।

যদি ফান্ডিং না পান সেক্ষেত্রে কি করবেন? তখন আমি আমি বলব দুইটি সেমিস্টারের ব্যাক রাখা। দুই সেমিস্টার মানে এক বছর। এই সময়ের মধ্যে আপনি এসে সেটেলড হয়ে একটা কাজ ধরলেন এবং একটু একটু করে বাকি সেমিস্টার এগুলোর জন্য টাকা সেইভ করলেন। এতে আপনি পড়াশোনাটা ঠিকঠাক ভাবে কন্টিনিউ করতে পারবেন।

যাইহোক, কথাগুলো আমি কানাডা এবং আমেরিকার কনটেক্সে বলতেছি। ইউরোপের বাস্তবতা একটু ভিন্ন হতে পারে। যেমন, আমি যতদূর জানি ডেনমার্কে টিউশন ফি টা নর্থ আমেরিকা থেকে কম সেক্ষেত্রে নিজে কাজ করে অনেকটাই ম্যানেজ করা সম্ভব।

বি.দ্র। কানাডা এবং আমেরিকায় ও অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনা ঠিক রেখে কাজ করে নিজের টিউশন ফি নিজেই ম্যানেজ করছে। আমার পোস্টে আমি সার্বিক বিষয় তুলে ধরেছি। ধন্যবাদ।

কপি:- মাহির মাহমুদ৷

13/02/2024

IELTS Listening এ ভালো করতে চান? তাহলে নিম্নের কাজগুলো আপনার জন্য—
১-একটা টাইমলাইন তৈরি করুন। যেমন- এক মাস। এক মাসে প্রতিদিন শুধু শুনবেন৷
২- একজন ভালো মানের স্কলার সিলেক্ট করুন, যার ইংলিশ স্পিচ খুব ভালোভাবেই বুঝা যায়।
৩- ইউটিউবে যান। ঐ স্কলারের যে কোন একটা সিরিজ শুরু করুন। যে টপিক আপনার খুবই পছন্দের এরকম কিছু সিলেক্ট করুন।

এরপর... প্রতিদিন কমপক্ষে সিরিজের একটি পর্ব শুনতে থাকুন আর এক মস পর নিজের লেভেল যাচাই করুন।

12/02/2024

আপনি কি জানেন— IELTS পরিক্ষা দুইভাবে হয়ে থাকে?
১- কম্পিউটার বেইজড।
২- পেপার বেইজড।

দুটিরই আলাদা আলাদা সুবিধা-অসুবিধা আছে।

24/01/2024

২৪% ডিসকাউন্টে অনলাইন IELTS কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন!

🔴আমরা দিচ্ছি ৩০ টি আকর্ষণীয় ক্লাস
🔴মূল পরিক্ষায় অংশগ্রহণ পর্যন্ত আনলিমিটেড প্র‍্যাকটিস সেশন
🔴৩০ টি রাইটিং, স্পিকিং মক টেস্টসহ আরো অনেক সুবিধা৷

❝দুজনের ক্লাসই বেশ উপভোগ্য। তবে,মোজাম্মেল স্যারের ক্লাসগুলো খুবই প্রাণবন্ত বৈকি।আশাবাদী, মোজাম্মেল স্যার নতুনত্ব যুক্ত করে আমাদের আরো অসাধারণ মেথড উপহার দিবেন।আর তাসউর স্যারের ক্লাসও অনন্য। তবে,তিনি যথেষ্ট মেধাবী, তিনি যদি টিচিং সিস্টেমে নতুন মাত্রা যুক্ত করেন,তবে তা আমাদের জন্য আরো ফলপ্রসূ হবে।❞— আমাদের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থীর মন্তব্য৷

আলহামদুলিল্লাহ! আমাদের অনলাইন IELTS কোর্সে প্রথম ব্যাচ স্বতঃস্ফূর্তভাবে চলছে।অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীই সন্তুষ্ট। আমাদের কোর্স, ক্লাস, প্র‍্যাকটিস সেশন এবং যাবতীয় সার্ভিস সম্পর্কে শিক্ষার্থীদের মতামত জানার লক্ষ্যে ‘এনোনিমাস ফিডব্যাক ফর্ম’ তৈরি করা হয়৷ যেখানে শিক্ষার্থীদের নাম,ইমেইল বা অন্য কোন তথ্য আমাদের দ্বারা দেখার সুযোগ নাই আশ্বাস দিয়ে তাদের ফর্ম ফিলাপ করতে বলি। শতভাগ শিক্ষার্থী পজেটিভ রিভিউ দিয়েছেন৷

Zero to Perfect IELTS. এর দ্বিতীয় অনলাইন ব্যাচে নতুন বছর উপলক্ষে ২৪% ডিসকাউন্টে ভর্তি চলছে। ভর্তি হতে ইনবক্সে যোগাযোগ করুন। অথবা, ওয়াটসাপে টেক্সট দিন নিম্নোক্ত নাম্বারের যে কোন একটিতে।
+880 1759-937167, +60 11-2080 5247.

23/01/2024

IELTS এর জন্য কতটুকু ব্যাসিক গ্রামার জানা জরুরি?

উত্তর হচ্ছে— আপনি ইন্টারমিডিয়েট (HSC) পর্যন্ত যা পড়েছেন তাই যথেষ্ট। একটু বার্ণিশ করলেই হয়ে যায়। আর আমাদের কোর্সের প্রথম ক্লাস থেকেই ট্যাকনিকালি গ্রামার শিখানো হয়ে থাকে। এক্সট্রা প্রেশার ছাড়াই আপনি IELTS এক্সাম ফেইস করার জন্য পর্যাপ্ত গ্রামার শিখতে পারবেন৷

22/01/2024

আমাদের জায়গা থেকে খুবই ছোট্ট প্রতিবাদ৷

Zero to Perfect IELTS. অনলাইন কোচিংয়ের যে কোন লেনদেনের ক্ষেত্রে আমরা অনির্দিষ্টকালের জন্য ‘বিকাশ’ বয়কট করলাম। কোর্সে ভর্তি হওয়া কিংবা কোর্সের ফি পরিশোধ করার জন্য বিকাশের বিকল্প অন্য যে কোন মাধ্যম ব্যবহার করা হবে৷

বিকৃত মনমানসিকতার বিস্তার আমরা চাইনা, যারা চায় তাদেরকে প্রমোট তো দূরের কথা এক বিন্দুমাত্রও সাপোর্ট করিনা।

ধন্যবাদ৷

21/01/2024

❝দুজনের ক্লাসই বেশ উপভোগ্য। তবে,মোজাম্মেল স্যারের ক্লাসগুলো খুবই প্রাণবন্ত বৈকি।আশাবাদী, মোজাম্মেল স্যার নতুনত্ব যুক্ত করে আমাদের আরো অসাধারণ মেথড উপহার দিবেন।আর তাসউর স্যারের ক্লাসও অনন্য। তবে,তিনি যথেষ্ট মেধাবী, তিনি যদি টিচিং সিস্টেমে নতুন মাত্রা যুক্ত করেন,তবে তা আমাদের জন্য আরো ফলপ্রসূ হবে।❞— আমাদের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থীর মন্তব্য৷

আলহামদুলিল্লাহ! আমাদের অনলাইন IELTS কোর্সে প্রথম ব্যাচ স্বতঃস্ফূর্তভাবে চলছে।অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীই সন্তুষ্ট। আমাদের কোর্স, ক্লাস, প্র‍্যাকটিস সেশন এবং যাবতীয় সার্ভিস সম্পর্কে শিক্ষার্থীদের মতামত জানার লক্ষ্যে ‘এনোনিমাস ফিডব্যাক ফর্ম’ তৈরি করা হয়৷ যেখানে শিক্ষার্থীদের নাম,ইমেইল বা অন্য কোন তথ্য আমাদের দ্বারা দেখার সুযোগ নাই আশ্বাস দিয়ে তাদের ফর্ম ফিলাপ করতে বলি। শতভাগ শিক্ষার্থী পজেটিভ রিভিউ দিয়েছেন৷

Zero to Perfect IELTS. এর দ্বিতীয় অনলাইন ব্যাচ ভর্তি চলছে। ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস ১ ফেব্রুয়ারী। নতুন বছর উপলক্ষে ২৪% ডিসকাউন্টে ভর্তি চলছে৷

কোর্সে ভর্তি হতে ইনবক্সে যোগাযোগ করুন। অথবা, ওয়াটসাপে টেক্সট দিন নিম্নোক্ত নাম্বারের যে কোন একটিতে।

+880 1759-937167, +60 11-2080 5247.

14/01/2024

আমাকে যদি প্রশ্ন করা হয় ‘IELTS Writing এর জন্য সেরা বই কোনটি?’

এককথায় আমার উত্তর ‘IELTS Writing by Rachel Mitchell’।

আপনি কি এই বইয়ের সাথে পরিচিত? PDF লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে৷

Photos from Zero to Perfect IELTS.'s post 12/01/2024

❝দুজনের ক্লাসই বেশ উপভোগ্য। তবে,মোজাম্মেল স্যারের ক্লাসগুলো খুবই প্রাণবন্ত বৈকি।আশাবাদী, মোজাম্মেল স্যার নতুনত্ব যুক্ত করে আমাদের আরো অসাধারণ মেথড উপহার দিবেন।আর তাসউর স্যারের ক্লাসও অনন্য। তবে,তিনি যথেষ্ট মেধাবী, তিনি যদি টিচিং সিস্টেমে নতুন মাত্রা যুক্ত করেন,তবে তা আমাদের জন্য আরো ফলপ্রসূ হবে।❞— আমাদের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থীর মন্তব্য৷

আলহামদুলিল্লাহ! আমাদের অনলাইন IELTS কোর্সে প্রথম ব্যাচ স্বতঃস্ফূর্তভাবে চলছে।অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীই সন্তুষ্ট। আমাদের কোর্স, ক্লাস, প্র‍্যাকটিস সেশন এবং যাবতীয় সার্ভিস সম্পর্কে শিক্ষার্থীদের মতামত জানার লক্ষ্যে ‘এনোনিমাস ফিডব্যাক ফর্ম’ তৈরি করি৷ যেখানে শিক্ষার্থীদের নাম,ইমেইল বা অন্য কোন তথ্য আমাদের দ্বারা দেখার সুযোগ নাই আশ্বাস দিয়ে তাদের ফর্ম ফিলাপ করতে বলি৷ স্টুডেন্টরা কি ফিডব্যাক দিয়েছেন তা নিম্নের ছবিতে উল্লেখিত।

Zero to Perfect IELTS. এর দ্বিতীয় অনলাইন ব্যাচ ভর্তি চলছে। ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস ২৫ জানুয়ারি। পাশাপাশি, আমাদের প্র‍্যাকটিস সেশন তথা ক্লাবের জন্যও ভর্তি চলছে৷ আনন্দের বিষয় হলো উভয় কোর্সেই নতুন বছর উপলক্ষে থাকছে ২৪% ডিসকাউন্ট।

কোর্সে ভর্তি হতে ইনবক্সে যোগাযোগ করুন। অথবা, ওয়াটসাপে টেক্সট দিন নিম্নোক্ত নাম্বারের যে কোন একটিতে। +880 1759-937167, 011-2080 5247.

04/01/2024

IELTS Listening এর সবচেয়ে কঠিন পার্ট বলা হয় MCQ কে। আমরা গত ক্লাসে MCQ সলভ করলাম। আশ্চর্যজনক বিষয় হলো- সলভ করার পদ্ধতি ও ট্রিক্স বুঝিয়ে দেওয়ার পর ক্লাসের মধ্যে দেওয়া টাস্ক-এ প্রায় সব শিক্ষার্থীরাই ভালো করে প্রশ্নগুলো সলভ করতে, বুঝতে এবং আমাকে বুঝাতেও সক্ষম হয়েছে যে কিভাবে কোনটা সঠিক উত্তর হলো৷

31/12/2023

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর হ্যাঁ! নতুন বছরে অসাধারণ কিছু অফার নিয়ে হাজির হচ্ছি আমরা৷

31/12/2023

IELTS সম্পর্কিত টিপ্স-ট্রিক্স, ইংরেজি ভাষার বিভিন্ন খুঁটিনাটি এবং বিদেশে স্কলারশিপসহ উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পেইজটি লাইক দিয়ে রাখুন।

25/12/2023

Zero to Perfect IELTS. এর কোর্সের প্রথম থেকেই স্পিকার্স ক্লাবে অংশগ্রহণের সুযোগ থাকবে। যেখানে স্পিকিং প্র‍্যাকটিস করার মাধ্যমে নিজের স্পিকিং লেভেল খুব সহজেই বৃদ্ধি করতে পারবেন। আর হ্যাঁ, গ্রুপ প্র‍্যাকটিসের জন্য গ্রুপ মেম্বারও সিলেক্ট করে দিবেন ক্লাব ইন্সট্রাক্টর। তাই বাংলামিশ্রিত ইংলিশ টকিং করা লাগবেনা একটুও৷

24/12/2023

আলহামদুলিল্লাহ!

Zero to Perfect IELTS এর প্রথম ব্যাচে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন অনেকেই। আগামী মঙ্গলবার ব্যাচের প্রথম ক্লাস। মাত্র ৪ টি ফাঁকা আসন রয়েছে। ভর্তি হতে চাইলে দ্রুত যোগাযোগ করুন৷

19/12/2023

অনলাইন IELTS কোর্সে ভর্তির আর মাত্র ৪ দিন বাকি। আমাদের ব্যাচে অনেকেই তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মাত্র কয়েকটি আসন বাকি আছে। তাই ছাড়ে ভর্তি হতে হলে এখনই যোগাযোগ করুন।

14/12/2023

আপনার কাছে IELTS এর কোন মডিউল সবথেকে কঠিন মনে হয়?

08/12/2023

Zero to Perfect IELTS এর পক্ষ থেকে মোট ৩ টি ফ্রি IELTS ক্লাস নেওয়া হবে।

প্রথম ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর, সোমবার, রাত ৮ ঘটিকা। এই ক্লাসে শুধু ছেলেরা অংশগ্রহণ করতে পারবেন।

দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, রোজ বুধবার, রাত ৮ ঘটিকা। এই ক্লাস শুধু মেয়েদের জন্য। এবং-

১৫ ডিসেম্বর, রোজ শুক্রবার, রাত ৮ টায় IELTS Q/A সেশন অনুষ্ঠিত হবে৷ উক্ত ক্লাসে ছেলে-মেয়ে উভয়েই যুক্ত হতে পারবেন৷

ফ্রি ক্লাসে এখনও ইনরোল করার সুযোগ রয়েছে। ইনরোল করে IELTS সম্পর্কিত সকল কনফিউশান ঝেড়ে ফেলুন। আর হ্যাঁ, ফ্রি ক্লাসে জয়েন হলেই পাচ্ছেন ১০০০ টাকা ছাড়ে কোর্সে ভর্তি হওয়ার সুযোগ৷

ফ্রি ক্লাস কিংবা অন্যান্য তথ্য সম্পর্কে জানতে পেইজের ইনবক্সে অথবা 01865-726828 নাম্বারে ওয়াটসাপে যোগাযোগ করুন।




আমাদের সাথে আপনার জার্নি হোক সাফল্য ও আমানতদারিতায় ভরপুর।

06/12/2023

তবে চিন্তার কারণ নাই। আমাদের কোর্স ঠিক এমনভাবে সাজানো হয়েছে যেখানে আপনার ব্যাসিক ও ইম্প্রুভ হবে আর IELTS-এ ও ভালো স্কোর করতে পারবেন।

আমাদের ফ্রি ক্লাসে জয়েন করে জিতে নিন ১০০০ টাকা ডিসকাউন্ট। বিস্তারিত কমেন্ট বক্সে।

03/12/2023

দুইটি ফ্রি ক্লাসে জয়েন করে IELTS সম্পর্কিত সকল কনফিউশান ঝেড়ে ফেলুন। থাকছে প্রশ্নোত্তর পর্ব এবং আলাদা আলাদা প্রত্যেকটি মডিউলের উপর অনেক অনেক ট্রিক্স। আর হ্যাঁ, ফ্রি ক্লাসে জয়েন হলেই পাচ্ছেন ১০০০ টাকা ছাড়ে কোর্সে ভর্তি হওয়ার সুযোগ৷

ফ্রি ক্লাস কিংবা অন্যান্য তথ্য সম্পর্কে জানতে ইনবক্সে অথবা 01865-726828 নাম্বারে ওয়াটসাপে যোগাযোগ করুন।




আমাদের সাথে আপনার জার্নি হোক সাফল্য ও আমানতদারিতায় ভরপুর।

02/12/2023

সুখবর!
Zero to Perfect IELTS এর দুই দিনের ফ্রি ক্লাসে জয়েন করলেই পাচ্ছেন মুল কোর্স ফি থেকে ১০০০ টাকা ছাড়। তাই আর দেরি না করে আজই জয়েন করুন। ইনশাআল্লাহ, ভালো কিছুই পাবেন৷

Zero to Perfect IELTS এর Online IELTS Course এর প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে শীঘ্রই। আমরা স্পেশাল কিছু ফিচার সহ আমাদের কোর্স সাজিয়েছি।

ঘরে বসে ঠিক অফলাইন ক্লাসের মতোই সুবিধা পেতে চান? তাহলে এই কোর্স আপনার জন্য৷ আমাদের ব্যাচে শিক্ষার্থী সংখ্যা লিমিটেড থাকবে এবং ক্লাসগুলো খুবই ইন্টারেক্টিভ হবে। প্রত্যেকেই শিখবে, শিখার মতোই পরিবেশ তৈরি করা হবে৷

👉🏻কোর্সের সময়কাল :- ১.৫ মাস।
👉🏻প্রতি সপ্তাহে ৫ টি ক্লাস এবং ৫ টি ক্লাব৷

🔵অনলাইন লাইভ ক্লাস ৩০ টি।
🔵অনলাইন লাইভ ল্যাংগুয়েজ ক্লাব (সব মডিউল) : পরিক্ষার আগ পর্যন্ত এক্সেস থাকবে।
🔵স্পিকিং মক টেস্ট: ১৫ টি৷
🔵রাইটিং মক টেস্ট : ৩০ টি।
🔵‘ওয়ান-অন-ওয়ান’ কাউন্সেলিং: আনলিমিটেড।
🔵ফ্রি ই-বুকস।
🔵প্রত্যেকটি মডিউলের জন্য বিশেষ কিছু মেটারিয়ালস প্রদান সহ আরো কিছু ইম্প্রেসিভ এডভান্টেজেস রয়েছে৷

Online IELTS Course এর ইন্সট্রাক্টর হিসেবে থাকছেন:-

৩+ বছর থেকে IELTS এবং English Language Trainer হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন
শেখ মুযযাম্মিল হুসাইন শুভ স্যার
ফুল ফান্ডেড স্কলারশিপসহ অনার্সে অধ্যায়নরত, আলবুখারী ইন্টারন্যানাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া।

এবং-
তাসওয়ার হোসেন রিফাত স্যার
বিএসসি (ফিজিক্স), শাবিপ্রবি, সিলেট।
আইএলটিএস স্কোর: ৭.৫।

ভর্তির জন্য যোগাযোগ করুন :
+880 1865726828 (ওয়াটসাপ কল/টেক্সট)
এবং-
ফেসবুক পেইজে ইনবক্স করুন।

কোর্সে জয়েন করার পর ক্লাস ভালো না লাগলে পরিপূর্ণ ফি ব্যাক করে দেওয়া হবে৷

আমাদের সাথে আপনার IELTS জার্নি সুন্দর হবে, ইনশাআল্লাহ

28/11/2023

IELTS এ ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি!!?

IELTS পরিক্ষায় ভালো করার জন্য মাত্র দুইটা জিনিসের প্রয়োজন। এক, চিকন বুদ্ধি। অপরটি ‘ল্যাংগুয়েজ লেভেল’। তবে কারো ল্যাংগুয়েজ লেভেল ভালো হলে চিকন বুদ্ধি কম থাকলেও IELTS এ ভালো করা পসিবল। পরিভাষা দুটি বুঝার জন্য নিচে একটু ব্যাখাসহ উল্লেখ করা হলো।

প্রথমে আসি ‘চিকন বুদ্ধি’ তে। আসলে IELTS এর পরিক্ষাটা একটা গেইমের মতোই। আর প্রত্যেকটা গেইমে উইন করার জন্য হার্ড ওয়ার্কের পাশাপাশি চিকন বুদ্ধিরও প্রয়োজন হয়৷ IELTS এর বেলায়ও এর ব্যতিক্রম নাই। বিশেষত রিডিং, লিসেনিং মডিউলে এমন কিছু প্রশ্ন করা হবে যা কম সময়ে সঠিক উত্তর করার জন্য বুদ্ধির খেলা খেলতে হয়। ঠিক কোন টাইপের প্রশ্নে এরকম হয় তা ডিরেক্টলি ম্যানশন করা কঠিন। বরঞ্চ, যিনি কুয়েশ্চন সলভ করবেন তিনি নিজেই ইজিলি বুঝতে পারবেন কোথায় বুদ্ধির খেলা খেলতে হচ্ছে। তবে— বুদ্ধির খেলায়ও জয়লাভ করতে প্রয়োজন ভালো ল্যাংগুয়েজ লেভেল। ভাষা দক্ষতার কমতি থাকলে চিকন বুদ্ধি আর আহামরি ট্রিক্স কোন কাজে আসেনা।
..

এখন আসি ‘ল্যাংগুয়েজ লেভেল’ এর বেলায়। আপনি ইংরেজিকে ভাষা হিসেবে যত বেশি ব্যবহার করবেন, আপনার ইংলিশ ল্যাংগুয়েজ লেভেল তত ভালো হবে। অনেক বেশি গ্রামারের রুলস মুখস্ত করা স্টুডেন্ট থেকে IELTS এর বেলায় সে বেশি এগিয়ে থাকে যে নিয়মিত ইংরেজি পড়ে, শুনে, লিখে ও বলে। আর আমরা যারা IELTS প্রিপারেশন নেওয়া শুরু করি তাদের অধিকাংশেরই ল্যাংগুয়েজ লেভেল থাকে শুন্যের কোঠায়। তাহলে উপায়!!? হ্যাঁ, উপায় আছে...
.

IELTS প্রিপারেশনের শুরুতেই আমরা মনে মনে একটা টাইম ফ্রেম ক্রিয়েট করি যে— ৩/৪ মাস পর পরিক্ষায় বসবো৷ এখন কথা হচ্ছে এই সময়ের মধ্যে আমার কি করা উচৎ! ক্যাম্ব্রিজ বেশি করে প্র‍্যাকটিস করা নাকি ল্যাংগুয়েজ লেভেল বাড়ানোর প্রতি মনোনিবেশ করা। আমার মতে, অবশ্যই লেভেল বাড়ানোর প্রতি সময় দেয়াই বেশি উপকারী।

মজার বিষয় হচ্ছে, একাডেমিক ক্লাসের ব্যাক বেঞ্চারও কিন্তু IELTS প্রিপারেশনের ক্ষেত্রে প্রতিদিন ৬/৭ ঘন্টা পড়ালেখা করে। তবে সমস্যা হচ্ছে বিশাল এই সময়ের প্রপার ইউটিলাইজ হয়না। শুধুমাত্র ক্যাম্ব্রিজ প্র‍্যাকটিসেই বিশাল এই সময় ব্যয় হয়৷ এটার কারণও আছে— টেস্ট সলভ করার মাধ্যমে খুব কম সময়ে ফলাফল পাওয়া যায়। আর মানুষের প্রকৃতি হচ্ছে— পরিশ্রম কম করে, রিজাল্ট তাড়াতাড়ি অর্জন করা। কিন্তু এই পদ্ধতি মুল প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা ভুলই বলা যায়।
..

একটা লিসেনিং টেস্ট সলভ করতে ৪০ মিনিট লাগে। আর একটা রিডিং এর বেলায় ১ ঘন্টা। এরকম প্রতিদিন দুইটা লিসেনিং ও দুইটা রিডিং সলভ করতে সময় ব্যয় হয় প্রায় ৪ ঘন্টা। অথচ, এরকম টানা ১ মাস ৪ ঘন্টা করে শুধু টেস্ট সলভ করলে রিডিং কিংবা লিসেনিং এ ১ স্কোরও বাড়ার সম্ভাবনা নাই। কারণ টেস্ট সলভ করলে ‘ইন্টেলেকচুয়াল লেভেল’ তথা ‘চিকন বুদ্ধি’ বাড়ে। অথচ, ল্যাংগুয়েজ লেভেল কম থাকলে চিকন বুদ্ধি দিয়ে কোন কাজ হয়না।

তাহলে—!

এই চার ঘন্টা কে ভাগ করা প্রয়োজন। অর্থাৎ, প্রতিদিন মাত্র এক থেকে দেড় ঘন্টা প্রশ্ন সলভ করবেন। প্রয়োজনে পুরো রিডিং টেস্ট সলভ না করে এক/দুইটা প্যাসেজ সলভ করা অথবা লিসেনিং এর জাস্ট ২০(৪০) টা প্রশ্ন সলভ করা। বাকি সময় ব্যয় করবেন ল্যাংগুয়েজ লেভেল ইনহেন্স করার ক্ষেত্রে!

-প্রতিদিন ১ ঘন্টা করে টানা ৩০ দিন ৩০ ঘন্টা যদি কেও ভালো মানের আর্টিকেল বুঝে পড়ে তাহলে তার রিডিং লেভেল অটোমেটিক বাড়বে।

-প্রতিদিন কোন পডকাস্ট সিরিজের ১ ঘন্টার এক পর্ব শুনে মোঠ ৩০ দিনে ৩০ ঘন্টা যদি কেও শুনে তাহলে লিসেনিং লেভেলও বৃদ্ধি পাবে।

এখন কি পড়া বা শুনা প্রয়োজন?

পড়ার ক্ষেত্রে ভালো মানের ম্যাগাজিন, ডেইল স্টার, বিবিসি অথবা ক্যাম্ব্রিজের প্যাসেজ পড়লেই হবে।

শুনার ক্ষেত্রে ভালো সিরিজ, ইসলামিক লেকচার, আল জাজিরার ডকুমেন্টারি দেখা যেতে পারে।

৪০ টা লিসেনিং টেস্ট সলভ না করে দুইটা ভালো লেকচার সিরিজ শুনায় উপকার বেশি। রিডিং-এর বেলায়ও একই কথা। আমি এরকম ক্যান্ডিডেট ও পেয়েছি, যিনি ক্যাম্ব্রিজ থেকে মাত্র ৬ টা টেস্ট সলভ করেছেন অথচ ওভারঅল স্কোর ৮.৫। কেননা, তাঁর ল্যাংগুয়েজ লেভেল আগে থেকেই ভালো। সামান্য টেস্ট সলভ করার মাধ্যমে এক্সাম সম্পর্কে জাস্ট আইডিয়া গেদার করেছেন।

এই পদ্ধতি অবলম্বন করে একমাস প্রস্তুতি নেওয়ার পর আপনি নিজেকে যাছাই করে আপনার অবস্থানের উন্নতি দেখতে পারবেন নিশ্চয়ই। তবে এরুপ প্রস্তুতির জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। আর ধৈর্যের সাথে কেও সময়দান করলে অবশ্যই তিনি ভালো কিছু করবেন।

______________________
লেখা:- শেখ মুযযাম্মিল হুসাইন শুভ
ইন্সট্রাক্টর, জিরো টু পার্ফেক্ট আইএলটিস।

25/11/2023

Here's a reading passage for IELTS with gap-fill questions:

Read and give your answers in comment box.

---

Title: Climate Change and Its Impact.

Climate change is a pressing global issue that has captured the attention of scientists, policymakers, and the public alike. The Earth's climate is experiencing unprecedented changes primarily due to human activities, such as the burning of fossil fuels and deforestation, which release greenhouse gases into the atmosphere. These gases trap heat, leading to a gradual increase in global temperatures.

The effects of climate change are already visible in various parts of the world. One of the most noticeable impacts is the melting of polar ice caps and glaciers. This phenomenon contributes to rising sea levels, posing a significant threat to low-lying coastal regions and island nations. Additionally, changing weather patterns have led to more frequent and severe natural disasters, including hurricanes, floods, and droughts, affecting millions of people each year.

Moreover, climate change has adverse effects on biodiversity. Many species are struggling to adapt to rapidly changing environments, leading to shifts in ecosystems and endangerment of various plants and animals. Coral reefs, for instance, are particularly vulnerable to rising sea temperatures, resulting in widespread coral bleaching and the loss of vital habitats for marine life.

Addressing climate change requires a multifaceted approach involving global cooperation, policy changes, technological advancements, and individual actions. Governments worldwide must implement measures to reduce carbon emissions and promote the use of renewable energy sources. Additionally, raising awareness and fostering a sense of responsibility among individuals to adopt sustainable practices in their daily lives is crucial in mitigating the effects of climate change.

The urgency to combat climate change cannot be overstated. Failure to take decisive action will lead to irreversible consequences, impacting not only the environment but also economies, societies, and future generations.

---

Gap-fill questions:

1. Climate change is primarily caused by human activities such as ________ and ___________.
2. Rising temperatures lead to the melting of ________ and ________.
3. Changing weather patterns result in more frequent and severe ________, ________, and ________.
4. Coral reefs are particularly vulnerable to rising ________ temperatures, leading to widespread ________.
5. Addressing climate change requires global cooperation, policy changes, technological advancements, and ________ actions from individuals.

Feel free to fill in the gaps in the passage by replacing the underscores with appropriate words!

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

IElTS Listening  এ ভালো করতে চান তা হলে ভিডিও টি আপনার জন্য!
মাত্র ৮ টি ক্লাসে সম্পন্ন করুন IELTS প্রস্তুতি। ভর্তি হতে মেসেজ করুন।
মাত্র ২ মিনিটে জানুন আপনার IELTS রাইটিং এর স্কোর কত!
Zero to Perfect IELTS. এর কোর্সের প্রথম থেকেই স্পিকার্স ক্লাবে অংশগ্রহণের সুযোগ থাকবে। যেখানে স্পিকিং প্র‍্যাকটিস করার ম...
দুই দিনের ফ্রি ক্লাসে জয়েন করলেই ১০০০ টাকা ডিসকাউন্ট।

Category

Telephone

Website

Address


Dhaka

Other Language schools in Dhaka (show all)
JLPT Guide, Learn Japanese JLPT Guide, Learn Japanese
Mirpur
Dhaka, 1216

ST. JOHN’S TUTORIAL ST. JOHN’S TUTORIAL
5/4, Block-D, Lalmatia
Dhaka, 1207

ST. JOHN’S TUTORIAL IS AN EDUCATIONAL INSTITUTION WHICH PROVIDES IELTS, TOEFL, SPOKEN & WRITTEN ENGLI

UKMC Global Bangladesh UKMC Global Bangladesh
25/2, Rowshan Plaza, Green Road, Dhanmondi
Dhaka, 1205

UKMC Global Bangladesh is the best student consultancy firm in Bangladesh for study abroad.

Ikebana Japanese Language School Ikebana Japanese Language School
75/5/C South Para, Mohakhali
Dhaka, 1212

We are processing Japanese student visa for any country.

English Ladder English Ladder
Banani
Dhaka, 1213

English Speaking

Confidence  English Academy Confidence English Academy
Mirpur-6, Block-B, Road-9, House/6
Dhaka, 1216

Welcome to Confidence English Academy. An ideal institution for teaching English. Here education is

Bigscores-Best IELTS Training Center Bigscores-Best IELTS Training Center
69/M, 1st Floor , Near Tech & Systems IT, Panthapath
Dhaka, 1205

#IELTS Preparation Center IDP IELTS Registration Point #Duolingo Exam Center PTE, TOEFL Course

Toefl, Ielts, Celpip Study Point Toefl, Ielts, Celpip Study Point
Plot # 18, Road # 4, Block # J, Banasree
Dhaka, 1219

Arabic Institute Bangladesh- المعهد العربي بنغلاديش Arabic Institute Bangladesh- المعهد العربي بنغلاديش
Utopia Symphony(6th Floor), House-08, Road-02, Block-J, Baridhara
Dhaka, 1212

Arabic Institute Bangladesh is a oral language training center.

Ai gogaku in Ai gogaku in
Ka-65 (2nd Floor) Shahjadpur, Gulshan
Dhaka, 1212

Learn Japanese Language N5, N4, N3 and spoken Japanese course.

Mool Korean Center Mool Korean Center
KA-132/4, Khilkhet
Dhaka, 1229

Mool Korean Center is a part of Mool Trade International .

Spoken English Course Spoken English Course
Mirpur DOHS Avenue #03
Dhaka, 1216

Helping people all across the country to learn communicating in English in simple & easy way