Dreamland It Institute
Nearby computer & electronics services
Panthapath
Fattah Plaza, Kalabaga
Green Road
Panthapath
Green Road
Panthapath Signal Dhanmondi Dhaka, Kalabaga
Panthapath Signal
Panthapoth Signal
Dreamlandit.com'' is the best IT Company in Bangladesh, We provide IT enable services worldwide. Dreamland IT is one of the leading IT institute in Bangladesh.
Dreamland IT provides IT training. Dreamland IT fulfills your dream in the IT industry.
𝐇𝐚𝐩𝐩𝐲 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞𝐫 𝐃𝐚𝐲!
সঠিক দিক নির্দেশনা ও গাইডলাইনের মাধ্যমে অফলাইন এবং অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছি আমরা ।
ফ্রিল্যান্সিং ক্লাসের অংশ বিশেষ ।
তথ্য প্রযুক্তির যূগে অবশ্যই আইটি ও কম্পিউটার স্কীল থাকতে হবে ।
আপনি যদি ২০২৩ সালেও এসেও আপডেট না হউন, বা আইটি স্কীলে দক্ষতা অর্জন করতে পিছিয়ে যান , চতুর্থ শিল্প বিপ্লব আপনার জন্য না ।
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,আপডেট হচ্ছে আমাদের গ্রহ , তাই আপনিও আপডেট হয়ে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যান ।
ড্রিমল্যান্ড আইটি সফটওয়্যার
অফিসের ঠিকানাঃ ৬৮-৬৯ কনসেপ্ট টাওয়ার, ৬ষ্ঠ তলা (লিফটের ৫) পান্থপথ, ঢাকা, ১২০৫
(পান্থপাথ সিগন্যাল ,পান্থপাথ পুলিশে পুলিশ বক্সের সাথে ) )
Website:dreamlandit.com
Phone:01792-757826, 01943-190246
আইটি ফ্রিল্যান্সারদের বিদেশি আয় বা রেমিট্যান্সের বিপরীতে কোনও উৎসে কর কর্তন প্রযোজ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ এর ১২৪ ধারা এর (২)(আ) এবং ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২১ অনুযায়ী, আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে কোনও উৎসে কর কাটা যাবে না। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হলে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার জারি করে।
এর আগে ৩০ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকেও বলা হয় ফ্রিল্যান্সারদের বিদেশি আয় বা রেমিট্যান্সের বিপরীতে কোনও উৎসে কর কর্তন প্রযোজ্য নয়।
ফ্রিল্যান্সিং করে দেশের বাহিরে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করাই রেমিট্যান্স , যা দেশের অরথনীতিতে ভুমিকা রাখে ।
গত কয়েকদিন একটি সংবাদ সবাইকে কনফিউশনে রেখেছিল ।
ফাইনালি বাংলদেশ সরকার কে ধন্যবাদ ।
Let's start your journey with Dreamland IT
অরিয়েন্টেশন ক্লাস।
কোর্স টাইটেলঃ ডিজিটাল মার্কেটিং এ্যান্ড ফ্রিল্যান্সিং
ব্যাচ নং ১৪৪ (অফলাইন)।
ড্রিমল্যান্ড আইটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা।
সফলভাবে শেষ হয়েছে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ ১৭২ ।
এতদিন আপনাদের পদচারনা ছিল ক্লাসে ।
আশা করি যা কিছু শিখেছেন, কর্ম জীবনে কাজে লাগাবে।
সবার জন্য শুভ কামনা ।
ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ ১৭৫ শুরু ।
নতুন এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে জার্নি শুরু করছেন Fahim Shahriyar sir.
জ্ঞান পিপাসুরা এগিয়ে যাক ড্রিমল্যান্ড আইটির সাথে ।
মেন্টর হিসবে থাকছেন Fahim Shahriyar Sir , তিনি আমাদের সিনিয়র মেন্টর এবং একজন সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট ।
মেন্টর এবং ষ্টুডেন্টের জন্য শুভ কামনা ।
বাংলাদেশের ফ্রিলান্সাররা বিশ্বের বিভিন্ন দেশে তাদের মেধার স্বাক্ষর রেখেই চলছে । তাই বিশ্ববাজারে বাংলাদেশী ফ্রিলান্সারদের যেমন চাহিদা রয়েছে , ঠিক তেমনি এই সেক্টরে রয়েছে অপার সম্ভাবণা । সরকার ইতিমধ্যে এই খাত নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে । সরকারের যথাযথ বিনিয়োগ ও প্রয়োজনীয় উদ্দ্যোগ নেওয়ার মাধ্যমে এই খাত থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি বেকার সমস্যা দুরীকরণ সম্ভব ।
ফ্রিলান্সিং কে খাত হিসেবে আরো সফল করতে সরকারী উদ্দ্যোগেই বেশি প্রয়োজন । ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ রোডম্যাপ ঘোষনার দশ বছর পর সরকার কয়েকটি কর্মসুচি হাতে নেয় । তাতে ডিজিটাল বিপ্লবের বাস্তবায়ন আরো গতিশীল হচ্ছে । এই কর্মসুচীগুলোর মাধ্যমে বিনামুল্যে সরকারীভাবে প্রশিক্ষনের সুযোগ করে দেওয়া হচ্ছে ।
আইসিটি মন্ত্রনালয়ের অধীনে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে সারাদেশব্যপী চল্লিশ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সরকার পাঁচ লক্ষ ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছে। ইতিমধ্যে, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটি ফ্রিল্যান্সারদের ডাটাবেইজ তৈরি করেছে। এছাড়া সরকার তথ্য প্রযুক্তি সেবা নিশ্চিত করতে প্রতি জেলায় আইসিটি পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। দেশের ফ্রিল্যান্সারদের সরকারি কাজ করার সুযোগ দিতে একটি মার্কেটেপ্লেস তৈরির উদ্যোগ নেয়া হয়েছে । যুব উন্নয়ন অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরও এই কার্যক্রমে নানান প্রশিক্ষণ ও ভাতার ব্যবস্থা করছে। সরকারিভাবে বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুলোকেও নানা ভাবে সাহায্য করছে সরকার।
তবে বাংলাদেশে পেপাল সেবা এবং ইন্টারনেট এর মান ও দামে উন্নতি করতে পারলে ফ্রিলান্সিংয়ের এই সেক্টর আরো গতিশীল করা সম্ভব বলে মনে করেন অভিজ্ঞরা ।
ছবিঃ ইন্টারনেট
দিন দিন ফ্রিলান্সিং পেশার জনপ্রিয়তা বাড়ছে । একই সাথে মার্কেটপ্লেস গুলোও কম্পিটিটিভ হয়ে যাচ্ছে । তাই মার্কেটপ্লেসে ইউনিক নিশ নিয়ে কাজ না করলে দ্রুত সফলতা অর্জন করা মুশকিল ।
আজকে আপনাদের সামনে ইন্ট্রাগ্রাম মার্কেটিং অত্যন্ত জনপ্রিয় একটি শোস্যাল মিডিয়া । যার ব্যাবহারকারীর সংখ্যা প্রায় ৮ মিলিয়ন । তাই ইন্সটাগ্রাম মার্কেটিং শিখতে পারলে অনেক বিশাল সম্ভাবনা রয়েছে ।
আপনি চাইলে মাত্র অল্পকিছুদিনেই শিখে নিতে পারেন ইন্সটাগ্রাম মার্কেটিং । অর্গানিক ফলোয়ার , ইনস্টাগ্রাম এড রানিং , হ্যাশট্যাগ রিসার্চ , ইনফ্লুয়েন্সার মার্কেটিং সহ শত শত কাজ করে প্রতি মাসে একটা হ্যান্ডসাম এমাউন্ট ইনকাম করতে পারেন। ড্রিমল্যান্ড আইটি ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ইস্টাগ্রাম মার্কেটিং নিয়ে বিস্তর আলোচনা রয়েছে । আরো বিস্তারিত জানতে আমাদের ফ্রি একটা ক্লাস করে দেখতে পারেন ।
আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ- কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধি প’ড়বে মনে, উঠবে কাঁদি’! বুকের মালা ক’রবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে- বুঝবে সেদিন বুঝবে!
— কাজী নজরুল ইসলাম,
বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলামের জন্মদিবসে রইলো
শ্রদ্ধার্ঘ্য
বয়স যে বাধা হয়ে দাঁড়াতে পারেনা । তারা ২ জন প্রমান করলেন ।
যেকোনো বয়স থেকে শেখা যায় । মিনহাজ স্যারের ২ পাশে ২ জন ।
একজন এসেছে গাইবান্ধা থেকে আরেকজন কুমিল্লা থেকে ।অনলাইনে একই ব্যাচে ক্লাস করে ,বন্ধুত্ব হয়েছে তাদের মধ্যে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট গ্রহন ।
শুভকামনা আপনাদের জন্য ।
Dreamland IT
Concept Tower, Lift:5, Panthapath 1205, Near panthapath signal Dhaka, 1000
📞 01792-757826
LinkedIn ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে।
আপনি চাকরি অথবা ব্যবসা করছেন কিংবা করার যদি সম্ভাবনা/পরিকল্পনা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার LinkedIn প্রোফাইল থাকা উচিত। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার LinkedIn প্রোফাইল থাকা খুবই গুরুত্বপূর্ণ।
আপনার LinkedIn প্রোফাইল মূলত আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে। এখানে সিভি এর মত আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, এডুকেশনাল বেকগ্রাউন্ড, ফিল্ড অব ইন্টারেস্ট, এক্সপেরিয়েন্স সবই দেয়া যায়। পরবর্তীতে, LinkedIn এইসব ডাটা এনালাইসিস করে আপনার ডাটার সাথে সম্পর্কিত বা অনুরূপ বিভিন্ন প্রোফাইল আপনাকে এড করার জন্য সাজেস্ট করবে। একই ভাবে আপনার প্রোফাইলও অন্যদের সাজেশন লিস্টে দেখা যাবে। ফলস্রূতিতে, আপনি যদি একজন মার্চেন্টডাইজার হন, আপনি অন্য মার্চেন্টডাইজারদের সাথে কানেন্ট হতে পারবেন + রিলেশান বিল্ডআপ করতে পারবেন। এছাড়া এখন বেশিরভাগ International কোম্পানি LinkedIn থেকে রিক্রূট করে। যখন তারা কোনো জব সার্কুলার পোষ্ট করবে, তা আপনার ওয়াল থেকে আপনি জানতে পারবেন। এছাড়াও, যেহেতু এটা প্রফেশনালদের একটা প্লাটফর্ম, এখানে আপনি প্রচুর প্রফেশনাল সাজেসান পাবেন যা আপনার ক্যারিয়ারককে সমৃদ্ধ করতে সাহায্য করবে। আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারবেন যারা আপনাকে বিভিন্ন নিউজ+ইনফরমেশন পেতে সাহায্য করবে। আপনি বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে ফলো করতে পারবেন যারা তাদের বিভিন্ন জব সার্কুলার কেবল এখানেই দিয়ে থাকে।
এখন আপনি যদি স্টুডেন্টও হন, যার এখনই চাকরির প্রয়োজন নেই, তা সত্বেও আপনার LinkedIn প্রোফাইল এখনই বানানো প্রয়োজন। কেননা, যখন আপনার প্রোফাইল আপনি আগে থেকেই তৈরী করে রাখবেন + আপনার সেক্টরের বিভিন্ন মানুষ কিংবা প্রতিষ্ঠানের সাথে কানেক্ট থাকবেন, তখন জব মার্কেটে যুদ্ধ শুরু করার আগেই আপনি এর সম্পর্কে একটা ধারনা + বিভিন্ন নিউজ পেয়ে যাবেন। এখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের বড় পদের মানুষের সাথে খুব সহজেই কানেক্ট হতে পারবেন যাদের ফেসবুক ফ্রেন্ডলিস্টে আপনি কখনোই এড হতে পারবেন না।
সুত্রঃ ইন্টারনেট
সকাল দুপুর রাত্রী বেলা পাইছি সবার অবহেলা । সকল দুঃখ যেতাম ভুলে মায়ের কোলে মাথা তুলে! মা যে আমার শেষ্ট বন্ধু , মায়ের কোলে সুখের সিন্দু ।
মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল¤ মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল¤ তুই যতই পারস,মার যত্ন সেবা কর¤ মা তখন হবে আপন যখন সবাই হবে পর¤
প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা আমার জান্নাত তুমি মা
আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।
Dreamland IT পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সতর্কতামূলক নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।
আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা বলছেন, ঘূর্ণিঝড়ের প্রকৃতি ও এর বিপদ সম্পর্কে যথাযথ ধারণা রাখার পাশাপাশি ঝড় আঘাত আনার সময়ে করণীয় সম্পর্কে উপকূলের বাসিন্দাদের সতর্ক করা হতে পারে ক্ষয়ক্ষতি এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।
ঝড়-জ্বলোচ্ছ্বাস প্রবণ বাংলাদেশে মূলত এপ্রিল-মে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথমার্ধে ঘূর্ণিঝড় আঘাত হানে।
এ সময়ে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় ও প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল, জলোচ্ছ্বাস ও ভূমিধস ঘটতে পারে।
ঘূর্ণিঝড়ের শক্তি ও গতিপথ অনুযায়ী বন্দরগুলোতে জারি করা হয় বিপদ সংকেত। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।
ঘূর্ণিঝড় আঘাত হানার সময় উপকূলের নিচু এলাকা স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বসে প্লাবিত হতে পারে। সেক্ষেত্রে নিচু এলাকায় পাকা দালানে থেকেও বিপদ ঘটতে পারে। সুতরাং কর্তৃপক্ষের পরামর্শ মেনে দেরি না করে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়া উচিৎ।
উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু ও গর্ভবতী নারীদের আগে পাঠাতে হবে।
আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় টর্চ লাইট, দেশলাইসহ মোমবাতি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সঙ্গে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরে আশ্রয়কেন্দ্রে যেতে হবে। সেখানে রাখতে হবে স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা।
ঘূর্ণিঝড়ের ‘চোখ’ বা কেন্দ্র উপকূলীয় এলাকা দিয়ে অতিক্রমের সময় কিছুটা সময় সব শান্ত হয়ে আসে। তখন ঝড় শেষ ভেবে আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়া চলবে না, কারণ ‘চোখ’ পেরিয়ে গেলে আবারও আগের শক্তি নিয়ে তাণ্ডব চালায় ঝড়। সুতরাং ঝড় সরে যাওয়ার বা থেমে যাওয়ার আগ পর্যন্ত আশ্রয় কেন্দ্র ত্যাগ করা উচিৎ হবে না।
আদম্য ইচ্ছা আর সঠিক গাইডলাইন পেলে মানুষ যে কোন অসাধ্যকে সাধন করতে পারে । সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা বয়স কোন বাধা হতে পারে না । আমাদের মধ্যে অনেকেই আছেন যে নিজের উপর আত্ববিশ্বাস কম।
আসলে আপনি পারবেন কি না এ নিয়ে সংশয়ে ভুগেছেন । হয়ত মনে করেন যে আপনার কম্পিউটার বেসিক নলেজ একেবারে কম । আসলেই আমি পারব কি না?
আমাদের কোর্স গুলো একেবারে বেসিক থেকে শেখানো হয়, তাই আগে থেকে কোন কিছু জানা লাগবে এমন নয় ।
আপনার লেগে থাকার মানসিকতা আর আমাদের মেন্টরের গাইডলাইন ফলো করে আপনি ও কোর্স কমপ্লিট করে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারেন ।
👉 প্রত্যেকটি ক্লাস শেষে পেয়ে যাবেন রেকর্ডেড ভিডিও ।
👉 ল্যাবে প্যাকটিসের সুবিধা ।
👉 প্রয়োজনে অতিরিক্ত সাপোর্ট ক্লাস ।
👉 লাইফটাইম সাপোর্ট ক্লাস ।
👉 কোর্স শেষে ভেরিফাইড সার্টিফিকেট।
👉 জবপ্লেসমেন্টের মাধ্যমে স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ ।
ফ্রিলান্সিং নিয়ে কিছু ভ্রান্ত ধারণা, পুরো ভিডিও মনযোগ দিয়ে দেখুন ।
কথা বলছেন দেশসেরা বেসিস এওয়ার্ড প্রাপ্ত ফ্রিলান্সার নাজমুন নাহার ।
কন্টেন্ট কপিরাইটঃ Uddoktader Golpo
শ্রমিকদের যোগদান ছাড়া এই পৃথিবী গড়ে তোলা সম্ভব হত না। সেই সব শ্রমিককে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা। মহান মে দিবসের শুভেচ্ছা।
ড্রীমল্যান্ড আইটি পরিবারের পক্ষ থেকে প্রত্যেক এস. এস. সি. ও সমমান পরীক্ষার্থীর জন্য দোয়া এবং শুভকামনা রইল ।
শুভ হোক সকলের এসএসসি পরীক্ষা ।
আপনার নিজের উপর বিশ্বাস রাখুন কোন কিছুকেই ভয় করার দরকার নেই। পরীক্ষার সেন্টারে মন খুলে পরীক্ষা দিবেন।। ড্রীমল্যান্ড আইটি পরিবারের পক্ষ থেকে দোয়া রইল।
প্রিয় মুসলমান ভাইদের জন্য জানাই শবে কদরের শুভেচ্ছা। শবে কদর আর এই রাত্রি তে আমাদেরকে মহান রবের কাছে প্রার্থনা করে জীবনের সকল চাওয়া ও পাওয়া নিয়ে আরজি জানাতে হবে। সকলকে জানাই শবে কদরের শুভেচ্ছা।
পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও আমাদের শেকড়ের উদযাপন। আসুন গর্ব এবং আনন্দের সাথে আমাদের সংস্কৃতিকে আলিঙ্গন করি। শুভ নববর্ষ!
যে পদ্ধতিতে আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের (যেমন google, yahoo, bing) প্রথম পেজে আনার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কে SEO বলে।
SEO যার মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে আনা করা সম্ভব হয়। Search Engine Optimization এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট কে অপটিমাইজ (optimise) করি এর ফলে আমাদের ওয়েবসাইটের রাঙ্কিং বেড়ে যায়।
গুগলে কোন কিছু লিখে সার্চ করলেই সেই keyword সম্পর্কিত যে website বা ব্লগ গুলো প্রথম পেজে আসে এর একমাত্র কারণ হলো সেই ওয়েবসাইটগুলোতে ভালোভাবে SEO করা রয়েছে।
আপনার ওয়েবসাইট যদি গুগলের শীর্ষস্থানে থাকে বা rank করে তাহলে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আসে , আপনার ওয়েবসাইটটির জনপ্রিয় হয় এবং ইনকামও বেশি হয়।
এই SEO ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপুর্ণ অংশ । একটি উদাহরণ দিয়ে বলি। আপনি যদি কোনো কিবোর্ড/মাউস কিনতে চান আর গুগলে তার সম্পর্কে সার্চ করেন তবে প্রথমেই আপনি দেখবেন Startech নামের প্রতিষ্ঠানের পণ্য সবার উপরে দেখবেন কারণ সেগুলো এসইও করা।
এভাবে আপনার যদি কোনো ইকমার্স সাইট থাকে সেখানে স্বাভাবিকভাবেই সফলভাবে এসইও করা থাকলে আপনার ওয়েবসাইটে ভিউ বেশি হবে আর আপনার পণ্যের সেলও বাড়বে। আএ যদি ইকমার্স সাইট না থেকে আপনার ব্যাক্তিগত ব্লগ সাইট বা নিউজপেপার থাকে তাহলেও আপনি আয় করতে পারবেন।
আপনার সাইটে ভিউ ভালো হলে আপনি গুগল এডসেন্স এপ্রুভাল পেলে আপনার সাইটে বিভিন্ন এড বা বিজ্ঞাপন প্রদর্শিত হবে। ভিজিটররা সেগুলা যত বেশি দেখবে আপনি তার জন্য গুগল থেকে টাকাও বেশি পাবেন। আবার অনেক বেশি ভিউ থাকলে অন্যান্য প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করে আপনার সাইটে বিজ্ঞপ্তি দিতে চাইবে। আবার এফিলিয়েট মার্কেটিং করেও আয় করতে পারবেন।
আবার বিভিন্ন মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং করার সাইট যেমন-ফাইবার,আপওয়ার্ক ইত্যাদিতে ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইট এসইও করার জন্য লোক দরকার হয়। আপনি যদি এসইওর কাজটা ভালোভাবে পারেন তবে মার্কেটপ্লেসেও রয়েছে কাজের সুযোগ!
দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম পর্ব শেষ হয়েছে। ইরান, লিবিয়া ও সৌদি আরবের পর এবারও আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছে বাংলাদেশের সালেহ আহমেদ তাকরীম। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে-মাকতুম।
বাংলাদেশের এই বিজয়ে ড্রিমল্যান্ড আইটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইল ।।
ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে?
ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং প্রথম স্থানে আছে ভারত। এরপরে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র,পাকিস্তান, ফিলিপাইন!
এর থেকে বোঝা যায় স্বাভাবিকভাবেই যে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ অনেক অগ্রগতি সাধন করেছে। আশা করি সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে একসময় ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে নেবে। এবং বাংলাদেশের মানুষের ভিতরে ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।
তবে এই আগ্রহ ধরে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা একান্ত কাম্য। কারণ বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন পেমেন্ট গেটওয়ে। ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ দেশে আনতে প্রচুর পরিমাণে ঝামেলার সম্মুখীন হতে হয়।
এছাড়া বাংলাদেশের সাধারন জনগণের এ বিষয়ে ধারণা খুবই সীমিত। তাই যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে নিয়োজিত তারা সমাজে তার সঠিক মর্যাদা পায় না। ইন্টারনেট থেকে ইনকাম করা বিষয়টি অনেকেই গাঁজাখুরি বলে উড়িয়ে দেয়। এবং এ বিষয়ে অনেকে অনেক কটূক্তিও করে থাকে। তবে এসকল বিষয়ে একজন নতুন ফ্রিল্যান্সার এর ক্ষেত্রে অনেক নেতিবাচক ভূমিকা পালন করতে পারে। কারণ এটি একটি ধৈর্য এবং অধ্যাবসায়ের পরীক্ষা দেওয়ার মত কাজ।তাই অবশ্যই তাকে সফল হতে মানসিক সাপোর্ট দরকার!
ফ্রিলান্সিং দুনিয়ার সবচেয়ে বড় মার্কেট প্লেসের নাম হচ্ছে আপওয়ার্ক । প্রথম এই ওয়েবসাইটের মান ওডেস্ক থাকলে ও পরবর্তীতে ইলান্সার মার্কেটপ্লেসের সাথে একত্রিত হয়ে নাম দেওয়া হয় আপওয়ার্ক । যারা অনলাইনে ফ্রিলান্সিং পেশায় জড়িত আছেন তাদের কাছে এক সপ্নের নাম হচ্ছে আপওয়ার্ক ।
বর্তমানে এই মার্কেটপ্লেসের ব্যাপ্তি ও প্রভাব অনেক বেশি । বড় বড় টেক জায়ান্ট কোম্পানী যেমনঃ মাইক্রোসফট, অটোম্যাটিক, ইত্যাদি এরাও কোনো কোনো ক্ষেত্রে আপওয়ার্ক এর ক্লায়েন্ট। তাই অনেক ফ্রিলান্সারের সপ্নই হচ্ছে আপওয়ার্কে কাজ করা ।
একজন ফ্রিলান্সারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কায়েন্ট খুজে বের করা। কায়েন্ট ও ফ্রিলান্সার উভয়ের জন্য এ বিষয়টিকে সহজ করে দিয়েছে আপওয়ার্কের মত মার্কেটপ্লেস । অনেক ফ্রিলান্সার ই বাড়তি আয় বা জীবিকা নির্বাহের জন্য আপওয়ার্কে কাজ করে যাচ্ছেন।
চলে এসেছে ChatGPT 4
ChatGPT 4-এ অন্যান্য ওয়েব টুল এবং প্ল্যাটফর্মের সাথে উন্নত ইন্টিগ্রেশনও রয়েছে। যা দিয়ে শুধু কমান্ড করেই অন্য যেকোনো থার্ড পার্টি টুলের কাজ করে ফেলা যাবে বাস্তবিক সেখানে না যেয়েই। এছাড়াও বলা হচ্ছে – বেটা ভার্সনে এটিকে অডিও, ভিডিও এবং ইমেজ ফাইল নিয়ে কাজ করার ক্ষমতা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার একটি কমান্ড থেকেই ভিডিও তৈরি করা- বা মিউজিক কম্পোজ করার মত ক্ষমতা পেতে যাচ্ছে। বিস্ময়কর! তাই না?
এমনকি এটি এখন আইওটি নিয়েও কাজ করতে পারবে। অর্থাৎ আপনার বাড়ির কাজে সাহায্য করা থেকে শুরু করে, আপনাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, বা জীবনের জটিল কোন সমস্যায় পরামর্শ দেওয়া পর্যন্ত, সব কাজই এটি করতে পারবে।
তথ্যঃ ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে...
অনেক রক্ত ও জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
মুসলমানদের জন্য রমজান মাস অনেক বরকতপূর্ণ একটি মাস। এটি আমাদের নিজেদের জীবনের গুনাহ গুলো মাফ করে দেওয়ার মাস। আর এই রমজান শুরু হলে আমরা খুশি হয়ে একে অপরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই।
Adobe সফটওয়্যারের আরেকটি জনপ্রিয় অ্যাপলিকেশন সফটওয়্যার হল- Adobe illustrator. গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে আপনাকে ইলাস্ট্রেটর দিয়ে কি কি করতে পারবেন তা সম্পর্কে জানতে হবে।
Adobe illustrator এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কার্ড যেমন- ভিজিটিং কার্ড, ইনভাইটেশন কার্ড, বিজনেস কার্ড সহ পোস্টার, লিফলেট, বইয়ের কাভার পেজ, ব্যানার ইত্যাদি ডিজাইন করতে পারবেন। এছাড়াও আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট বা ভিডিও তে ক্যারেকটার বা কার্টুন দেখে থাকি। এ সকল ক্যারেকটার ডিজাইন এবং সকল ধরনের ডিজাইনের বিভিন্ন শেইপও আপনি Adobe illustrator(Ai) দিয়ে খুব সহজেই করতে পারেন।
ফ্রিল্যান্সিং শিখুন ফ্রি ক্লাস করে , অনলাইন ফ্রি ক্লাস ।ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের জানার আগ্রহ খুব বেশি ।
কিন্ত ভাল গাইডলাইন না পাওয়ার ফলে শুরু করতে পারছেন না ।
ড্রিমল্যান্ড আইটি দেশের শীর্ষ স্থানীয় আইটি প্রতিষ্ঠান , প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে দীর্ঘ ৬ বছর যাবত ।
ডিজিটাল যূগে , ডিজিটাল বিষয়ের উপরে স্কীল অর্জন করার বিকল্প কিছু নেই ।
তাই দেরি না করে আজই শুরু করুন । আমাদের অনলাইন ফ্রি সেমিনার করতে এখুনি Apply করুন ।
বিস্তারিত জানতে কল করুন : 01792-757826
ক্লাস করার পর সেই ক্লাস বাসায় প্রাকটিস করে একজন অভিজ্ঞ মেন্টরের পরামর্শ নিয়ে ভুল ত্রুটি সংশোধন করে বার বার প্র্যাকটিস করা প্রয়োজন ।
শুধুমাত্র এই একটি কারণেই হাজার হাজার শিক্ষার্থীর ফ্রিলান্সিং হওয়ার সপ্ন সপ্নই থেকে যায় । Dreamland It Software এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় ।
তাই তো সপ্তাহে দুই দিন মেইন ক্লাসের পাশাপাশি প্রত্যেক ব্যাচের জন্য আলাদা আলাদা করে সপ্তাহে ৬ (ছয়) দিন আনিলিমিটেড সাপোর্ট ক্লাস পাবেন ।
তাছাড়া কোর্স শেষে ও যদি কোন কাজ করতে গিয়ে কোন ধরণের সমস্যার সম্মুখীণ হয় ,তবে আপনাদের জন্য আমাদের দরজা সারাজীবন খোলা থাকবে । কারণ আমাদের আছে লাইফটাইম সাপোর্টের বিশেষ টিম ।
সুতরাং সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন। একটি সিদ্ধান্ত ই আপনার লাইফের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক শুভকামনা রইল আপনাদের জন্য ।
আমরা কন্যাসন্তান হিসাবে মিষ্টি..
আমরা বোন্ হিসাবে যত্নবান..
আমরা প্রেমিকা হিসাবে সুন্দরী..
আমরা স্ত্রী হিসাবে প্রিয়তমা..
আমরা মা হিসাবে পরম মমতাময়ী..
আমরা শক্তির উত্স..
আমরা নারী…
হ্যাপি ওমেনস ডে..
অতীতের সকল গুনাহ মাফ করে আল্লাহ যেন সামনের দিনে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করে। সবাইকে পবিত্র লাইলাতুল বরাতের শুভেচ্ছা...
যখন শুনি সেই বজ্রকণ্ঠের ভাষণ,রক্তে জাগে শিহরণ,
গর্জে উঠেছিল বাঙালি,যুদ্ধ জয়ে সঁপে দিয়েছিল জীবনমরণ।
সাতই মার্চের ভাষণে ছিল স্বাধীনতার ডাক,
জনসমুদ্রের মিছিল দেখে,শত্রুসেনারা হয়ে ছিল নির্বাক।
যুদ্ধের দামামা বেজে উঠে আকাশে বাতাসে,
রক্ত দিয়েছি আরো রক্ত দিবো,,,,,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,ধ্বনি প্রতিধ্বনি হতে থাকে মস্তকে।
**ফাইবার কি? **
ফাইবার হলো একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস৷ মার্কেটপ্লেস বলতে বুঝায় ক্রয় বিক্রয় করার স্থান। ফাইবার মার্কেটপ্লেস-এ যেকোনো সেবা বা সার্ভিস ক্রয়-বিক্রয় করা যায়। আমরা সাধারনত ক্রয় করা বলতে কোনো পণ্য ক্রয় করাকে বুঝে থাকি। কিন্তু, সেবা বা সার্ভিসও যে ক্রয়-বিক্রয় করা যায় তা আমরা অনেকেই জানি না৷ অনলাইনে গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট , ডিজিটাল মার্কেটিং সহ লক্ষ লক্ষ ধরনের সার্ভিস দিয়ে আপনি ও ঘরে বসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন ।
কেন ফাইবার?
ফাইবার মার্কেটপ্লেসে ফ্রিলান্সার বা আপওয়ার্কের এর মতো কনটেস্ট ও বিড করতে হয় না। সেলাররা এখানে তাদের সার্ভিস স্বমন্ধে উল্লেখ করে সাজিয়ে রাখে। যাকে ফাইবারের ভাষায় বলা হয় Gig. এবং কোনো বায়ার কোনো সার্ভিসের জন্য অনুসন্ধান করলে সেই গিগগুলো প্রদর্শিত হয়৷ এবং গিগ পছন্দ হলে বায়ার ঐ সেলারের সার্ভিসটি ক্রয় করে নেয়৷ তাছাড়া এখানে বায়ার রিকোয়েস্টের মাধ্যমেও কাজ পাওয়া যায়। বায়ার রিকোয়েস্ট বলতে বুঝায়, আপনার যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাহলে লিখে পোস্ট করতে পারবেন এবং সেখানে যারা সার্ভিস সেল করে তারা আপনাকে অফার করতে পারবে। সেখান থেকে যার অফার আপনার বেশি পছন্দ হয় তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারবেন।
ইন্টারনেটের জগতে ইউটিউব এখন এক অপরিহার্য নাম। ২০০৫ সালে পথচলা শুরু হলেও বর্তমানে ইউটিউব সবার ভার্চুয়্যাল জগতে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শুধুমাত্র বিনোদনের জন্য নয়, অর্থ উপার্জনের জন্য অনন্য এবং জনপ্রিয় মাধ্যম হচ্ছে এই ইউটিউব।
যে কেউ তার পছন্দ, দক্ষতা এবং অভিজ্ঞতার জায়গা থেকে ইউটিউব ভিডিও তৈরি করে আপলোডের মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে।
যে যে বিষয়ে ইউটিউবে ভিডিও বানালে ভালো করা যাবে, এরকম ১৫ টি আইডিয়া নিচে দেওয়া হলঃ
১. টেকনোলজি সম্পর্কিত ভিডিও
২. ভ্রমন বা ট্রাভেল গাইড ভিডিও
৩. শিক্ষামূলক বা সচেতনতামূলক ভিডিও
৪. স্বাস্থ্য ও লাইফস্টাইল সক্রান্ত ভিডিও
৫. আর্ট ও ক্রাফট ওয়ার্ক
৬. ক্যারিয়ার পরামর্শ ও দিকনির্দেশনা
৭. ফুড রেসেপি ও রান্নাবান্না সক্রান্ত ভিডিও
৮. তথ্য ও প্রতিবেদনমূলক ভিডিও
৯. সংস্কৃতি ও বিনোদনমূলক ভিডিও
১০. গেমিং ও খেলাধুলা সংক্রান্ত ভিডিও
১১. মুভি রিভিও ভিডিও
১২. কার্টুন ও এনিমেটেড ভিডিও
১৩. ব্যবসা,মার্কেটি ও উদ্যেক্তা সক্রান্ত ভিডিও
১৪. জ্ঞান-বিজ্ঞান সম্পর্কিত ভিডিও
১৫. মোটিভেশনাল ভিডিও
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
68-69 Concept Tower, Lift: 5, Panthapath Signal
Dhaka
1205
Dhaka
Dhaka
Empowering you with Excel tips & tricks to supercharge your data skills! #ExcelMastery #ExcelJourney
Khalpar, Galimpur, Nawabgonj
Dhaka, 1324
Hi, Welcome to my page. Are you looking for a learning & Earning page. Here it is. You can learn here English, Basic Computer, Freelancing, Outsourcing, how to online income and ...
Sreebardi Sadar, Sreebardi, Sherpur
Dhaka, 2130
This is a Govt Educational Institution. Here the Govt Certificate is awarded at the end of Course.
44/F/8 Panthapath, Sher-e-Bangla Nagar
Dhaka, 1215
We provide IT training in Dhaka such as Data Center, Cisco, Microsoft, CompTIA, MikroTik, Juniper, Red Hat Linux, Cyber Security, AWS, CEH, Graphics Design, PMP, Python, C#, ASP. N...
Candel IT Bangladesh , (Opposite Of IBN Sina Hospital), Shonkhor Bus Stand
Dhaka, 1209
We are providing various IT service like website development ,web hosting, digital marketing thanks.
Mirpur
Dhaka, 1216
Computer Training School You can post any solution here OR You can want any solution here ;-)