M M Shoaib
Nearby public figures
Purana Paltan
1000
DHAKA1000
Noakhali Tower
1203
Purana Paltan
5001
Abdullah Pur
Maijdee, Chittagong
Modifier
Mentor, Influencer
Motivational Speaker
বহুমুখী সংকটের মধ্যেও এমন মজমা মানসিক ও আত্মিক উদ্দীপনা কিছুটা হলেও বাড়িয়ে দেয়। বরাতের রাতে রবীন্দ্র সরোবরে মজমা জমে উঠেছিল। নামাজ, জিকির আজগার, জিয়ারত, হালুয়া রুটি বিতরণের মধ্যে এই রাতে তরুণদের মধ্যে সফেদ অনুভূতি ও উৎসবীয় আমেজ ছিল লক্ষণীয়।
এখানকার তারুণ্যের এই মিছিলকে নেতৃত্ব দিতে পারলে সভ্যতার শুভ্রতা ফিরবেই ইনশা আল্লাহ। সাংস্কৃতিক রাজনীতির পাটাতন নির্মাণ ও ধারাবাহিক এক্টিভিজমে এগিয়ে আসুন, পরিবর্তন ধরা দিবেই ইনশা আল্লাহ।
মজমা শেষে তাবাররুহ !
মজমা আয়োজনকারীদের শুভ্র শুভেচ্ছা।
শবে বরাত উপলক্ষে এ জাতীয় মজমা গুলো ছড়িয়ে পড়ুক সর্বত্র। এছাড়াও এই রাতে ছেলেপেলেদের পাঞ্জাবি পড়ে গলিতে গলিতে বিচরণ, কবরস্থানগুলোতে জিয়ারত, হালুয়া রুটির মত বহুমুখী আয়োজন উৎসব পাগল বাঙালির মধ্যে এক ভিন্ন আমেজ তৈরি করে। এছাড়াও ইবাদত গাহে তাদের রোনাজারি স্রষ্টার প্রতি বিনয়াবচিত্তে নিজেকে সমর্পণ করে।
এছাড়াও দোকানিদের কেনাবেচার ধুম পড়ে যায়। তারা বাহারী পণ্যের পসরা সাজিয়ে মহল্লাগুলোতে আমেজ তৈরি করেন। সমাজের সামর্থ্যবানরা নিন্ম আয়ের মানুষজনকে দান করে থাকেন। এর একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব রয়েছে কৃষিপ্রধান এই অঞ্চলে।
এসব নিয়ে এই অঞ্চলে থিওলজিক্যাল কনটেক্সটে বহুধা বিভক্ত মত রয়েছে। আমি আসলে থিউলজি নিয়ে কোন আলাপ দিতে চাই না। আমি সাংস্কৃতিক রাজনীতির একজন ছোট পর্যবেক্ষক। সাংস্কৃতিক রাজনীতির কনটেক্সে দাঁড়িয়ে সমাজকে দেখি। সাংস্কৃতিক রাজনীতির পাটাতনে দাঁড়িয়ে এই বহুধা বিভক্ত সমাজকে পাঠ করলেই আপনি সমাজের চলমান ফাটলগুলো বুঝবেন। পশ্চিম এই পাটাতনে দাঁড়িয়েই মূলত তাদের থিউলজি পুশ করে এজেন্ডা বাস্তবায়ন করছে। আর আপনি সাংস্কৃতিক রাজনীতির পাটাতনকে না বুঝে শুধু থিওলজিকে আঁকড়ে ধরে ক্রমাগত থিওলজি থেকে পুল ব্যাক হচ্ছেন।
সো বিষয়টা এমন যে, একে অপরের পরিপূরক। সাংস্কৃতিক রাজনীতির ফিচারগুলো যত গভীর থেকে পড়া যাবে উম্মাহর মধ্যে চলমান ফাটল বা ক্র্যাকগুলো তত মজবুতভাবে রিকোভার করা যাবে।
পুরান ঢাকায় ইতোমধ্যেই জমে উঠেছে বরাতের রাত ।
এম এম শোয়াইব
মডিফায়ার, থট ফর প্রোগ্রেস
নেতৃত্বের সার্বজনীনতাই সমাজ পরিবর্তনের অন্যতম টোটকা। শুভকামনা জাতীয় যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ ভাই। এভাবেই সার্বজনীন নেতৃত্ব বিকাশে এগিয়ে যাক ইসলামী যুব আন্দোলন।
যেকোন এক্টিভিজমের চেয়ে আমার কাছে মার্কেটিং অপারেশনটা খুবই দারুন এবং উপভোগ্য। বিশেষ করে যখন নতুন অডিয়েন্সদের সামনে দাঁড়াই । ছাত্র রাজনীতিতেও এটা আমি ইনজয় করেছি।
মার্কেটিং অপারেশনে বহু নতুনত্বকে আলিঙ্গন করা যায়। বিশেষ করে ম্যান ডীলিং লাইক গোল্ড ডীলিং। সংগঠন বা কোন নতুন প্রোডাক্টকে যখন অপরিচিত, নতুনদের সামনে উপস্থাপন করা হয় তখন প্রতিটি মুহূর্তকে আপনাকে পাঠ করে এগুতে হবে। অডিয়েন্সের নার্ভকে পড়তে জানতে হবে, আপনার আলাপের পাইপলাইনকে পয়েন্টে ফোকাসড রাখতে হবে। তাহলেই আপনার অপারেশন সফল হবে। এজন্য আমার কাছে কাঠামোবদ্ধ যেকোন কাজের ক্ষেত্রে মার্কেটিং অপারেশনটাই বেশি থ্রিলিং, উপভোগ্য।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মার্কেটিং ফোর্টনাইট চলছে। শিখছি, পাঠ করছি, অপারেট করছি। সেদিন রাজধানীর সবুজবাগ থানার ৭৪ নং ওয়ার্ডে মার্কেটিং অপারেশনে।
গত ক'দিন যাবত শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যচ্ছি। এরই মধ্যে সম্ভাবনাময়ী উদ্যমী তরুণদের টিম, চিন্তানামা এর কারিগরদের আরেকটি তৎপরতা চিন্তানামার দ্বিতীয় সংখ্যা বের হয়েছে।
এই উপলক্ষ্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আয়োজিত হয়ে গেল চিন্তানামা এর পহেলা প্রদর্শনী। সম্পাদক সাঈদ আবরার এর দাওয়াতে এই মহৎ আয়োজনে অংশ করি। চমৎকার কিছু মানুষ এসেছিলেন এই দারুন আয়োজনে ।
আলাপ হয়েছে প্রাসঙ্গিক কটা বিষয়ে। বেশ চমৎকার কিছু লেখা দিয়ে সাজানো হয়েছে এই সংখ্যাটি। ইসলাম ও বাঙালিয়ানা নিয়ে একটা লেখা এসেছে এই সংখ্যায়। রিয়াদ ভাই এই প্রপঞ্চের উপর একটা আলাপ দিয়েছেন। আমি এই নিয়ে আপেক্ষিক কিছু আলাপ তোলার চেষ্টা করেছি।
একটি জ্ঞান ভিত্তিক সমাজের পাটাতন নির্মাণে এমন উদ্যোমী তরুণ চিন্তক সংগঠকদের তৎপরতাগুলো জারি থাকুক। ইনশাআল্লাহ এঁদের এমন তৎপরতা গুলোই একদিন জ্ঞান ভিত্তিক সমাজের ভিত গড়ে তুলবে।
চিন্তানামা পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্তরে। ৭৬ নং স্টলে।
ইসলামী ছাত্র আন্দোলন, নোয়াখালী উত্তর জেলা শাখার সম্মেলনে ছিলাম। চমৎকার আয়োজন করেছে উত্তর জেলা শাখা। লিডারশিপ তৈরিতে ধারাবাহিক পারফর্মার হিসেবে এ+ ক্যাটাগরিতে অবস্থান তাদের। রাজনৈতিক এক্টিভিজমেও তারা কুইক রেসপন্সিভ।
জেলা সম্মেলন ও সম্মেলনের দ্বিতীয়ার্ধে জলসায়ে আজাদ নয়া সংযোজন হিসেবে চমৎকার ছিল। বিশেষ সংযোজন ছিল লাইভ কুইজ প্রতিযোগিতা।
নয়া নেতৃত্বের প্রতি দোয়া ও শুভকামনা।
আগামীকাল নোয়াখালীতে অনুষ্ঠিতব্য জেলা উত্তর শাখার সম্মেলন এবং সম্মেলন পরবর্তী জলসায়ে আজাদে গাইবে ট্রিপলএস ইনশা আল্লাহ।
ট্রিপল এস পরিবারের আমি ছাড়া দু'জনেই প্রফেশনাল গায়ক। আমি স্কুল লাইফ থেকে গান, সংগীত এসবের সাথে আছি। টুংটাং করি মাঝে মধ্যে।
শিল্পীদের সাথে থেকে থেকে আমার মধ্যেও হালকা শিল্পীসত্তা জেগে ওঠার চেষ্টা অব্যাহত। তাই মাঝে-মাঝে গাই। বিশেষ করে আজাদ রহ. এর গানগুলো আমার খুব প্রিয়। আমি একজন আজাদ ভক্ত।
দেখা হবে নোয়াখালী বাসীর সাথে...
কথা হবে গানে-গানে ইনশাআল্লাহ।
ইসলামী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর পূর্বের নগর সম্মেলনে
বক্তব্য রাখেন এম এম শোয়াইব।
innoTimes.net এর আয়োজন এ আজকে থাকছে জনগুরুত্বপূর্ণ একটি টপিকের আলাপ। চোখ রাখুন আজ রাত ৯ টায়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পূর্বের নগর সম্মেলন থেকে ফিরে।
নগর পূর্বের নয়া দিকপালদের জন্য রইলো অসামান্য ভালোবাসা, দোয়া ও শুভকামনা।
innoTimes.net - innoTimes Table Talk-এর এপিসোড-৭ দেখুন আজ বৃহস্পতিবার ⏰ রাত ৯টায়-
লাইভ টক শো দেখতে পেইজটি ফলো করুন...
❇️ innoTimes Table Talk | Episode-7
❇️ বিষয় : ট্রান্সজেন্ডার বিতর্ক: মুখোমুখি আসিফ মাহতাব উৎস
🗓️ আজ ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ⏰ রাত ৯টা
➜ অতিথি: আসিফ মাহতাব উৎস, পলিটিক্যাল ফিলোসফার
➜ সঞ্চালনায়: এম এম শোয়াইব
🔹 Powered by The Study Doctor (মালয়েশিয়ায় উচ্চশিক্ষার নির্ভরযোগ্য মাধ্যম)
|
|
#ইনোটাইমস_টেবিল_টক | #টেবিল_টক
#ইনোটাইমস | ো
একটি ট্রান্স ভাবনা !
ট্রান্স শুধু জেন্ডারে কেন হবে ?
ট্রান্স ডিপার্টমেন্ট হোক যেখানে একই সাথে কয়েকটা ডিপার্টমেন্টের আইডেন্টিটি হোল্ড করা যায়। ধরেন আপনি পলিটিক্যাল সাইন্সের স্টুডেন্ট কিন্তু আপনার ক্রোমোজোম চাচ্ছে আপনি বায়ো ক্যামিস্ট্রি পড়বেন তখন আপনি ফিল করছেন আপনি তো পলিটিক্যাল সাইন্সের স্টুডেন্ট না । আপনার ডিপার্টমেন্ট তো ট্রান্স ডিপার্টমেন্ট ! একই ক্রোমোজোমীয় ফিলিংস শিক্ষকদের বেলায়ও। ট্রান্স টিচার।
আচ্ছা ট্রান্স এমপ্লয়ী হোক। যেমন আপনি জব করছেন ভূমি অফিসে কিন্তু একইসাথে আপনার ক্রোমোজোমীয় ফিলিংস বিদ্যুৎ বিভাগের এমপ্লয়ী। তো আপনি কি? হ্যা আপনি ট্রান্স এমপ্লয়ী হওয়ার অধিকার রাখেন।
ট্রান্স এম পি!
আপনি চট্টগ্রাম - ৩০ আসনের এমপি। কিন্তু আপনার ক্রোমোজোমীয় চাহিদা উঠছে আপনি পঞ্চগড় - ৩৩ আসনের এমপি। এমতাবস্থায় আপনার তো ট্রান্স এমপি হওয়া আপনার অধিকার! একইভাবে ট্রান্স মিনিস্টার!
এমনিভাবে ট্রান্স বিশ্ববিদ্যালয় যেখানে আপনি গ্রীন ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু আপনার ক্রোমোজোমীয় ফিলিংস আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়েছেন। সো ব্র্যাকের স্টুডেন্ট হওয়া আপনার অধিকার ।
ট্রান্স ন্যাশন, ট্রান্স ডাক্তার, ট্রান্স অর্থনীতি , ট্রান্স পলিটিক্স ব্লা ব্লা ! আপনারা চাইলে কমেন্টে আরো কি কি ট্রান্স হতে পারে যোগ করতে পারেন।
[ ট্রান্জেন্ডার মিনিং রূপান্তরিত লিঙ্গ। সো এখানে ট্রান্স রূপান্তরিত অর্থে ব্যবহৃত হয়েছে]
ইসলামী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সম্মেলন জলসায়ে আজাদে সংগীত পরিবেশন করেন এম এম শোয়াইব।
গান: ধন ধান্য পুষ্প ভরা
কন্ঠ: এম এম শোয়াইব
কথা ও সুর: দ্বিজেন্দ্রলাল রায়
Video : Maidul Islam Siam
ইসলামী ছাত্র আন্দোলনের এর কেন্দ্রীয় সম্মেলনে জলসায়ে আজাদে আমার পরিবেশন করা দেশাত্মবোধক সংগীতটি আজ বিকাল সাড়ে চারটায় উন্মুক্ত করা হচ্ছে। চোখ রাখুন আমার অফিসিয়াল পেইজে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী এর মুখোমুখি ইনোটাইমস টেবিল টক। নয়া কেন্দ্রীয় সভাপতি থেকে ছাত্র রাজনীতি নিয়ে বহু অজানা বিষয় জানতে চোখ রাখুন ইনোটাইমসের আগামীকালের টেবিল টক শোতে। চোখ রাখুন আগামীকাল রাত ৯ টায়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সম্মেলন এর দ্বিতীয়ার্ধের মূল আকর্ষণ জলসায়ে আজাদ। এই অনুষ্ঠানের মূর্ছনায় আজকে চেতনার আকাশ পুনরায় শানিত হয়েছে। অন্যতম ছিল শাহ ইফতার তারিখ ভাইয়ের দ্বরাজ কন্ঠের বিপ্লবী আবৃত্তি।
আমি এই মঞ্চের লোক না। কিন্তু রিয়াদ ভাই, বশর ভাই, মানসুর ভাইয়ের ধাক্কায় শরীয়াতুল্লাহ ভাই ঘোষণা দিয়ে দেন। কিঞ্চিত সময় চেষ্টা করেছি একটা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করার। বাকীটা ইতিহাস !
দারুন এই জলসায়ে আজাদ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।
ছবিয়াল: স্নেহাশিস Muhammad Maidul Hasan
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নবগঠিত কমিটির কেন্দ্রীয় সভাপতি বন্ধুবর সহযোদ্ধা নূরুল বশর আজিজী। আজিজী ভাই বাংলাদেশের প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান দারুল মা'আরিফ, পটিয়া মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছেন। তিনি সাগর পাড়ের মানুষ। ক্যাম্পাস থেকে তৃণমূল, তৃণমূল থেকে জাতীয় রাজনীতির টিউনিং টা দারুনভাবে ড্রাইভ দেয়ার একটা অন্তর্নিহিত শক্তি রয়েছে তাঁর। অনেকটা নিভৃতচারী সংগঠক হিসেবে তিনি কাজ করেছেন অনবদ্যভাবে।
কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ মানসুর দ্বীনি প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতায় সফলভাবে বিদায়ী সেশনের সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করেছেন। তিনি শাহজালালের পূণ্য ভূমি সিলেটের কৃতি সন্তান।
এদিকে সেক্রেটারি জেনারেল স্নেহাশিস প্রিয় মুনতাসির আহমাদ একজন পোড় খাওয়া সংগঠক। তিনি বাংলাদেশের সীমান্ত এলাকা দিনাজপুরের কৃতি সন্তান। দিনাজপুর থেকে সফলভাবে সংগঠন করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দান করেছেন। তিনি তিতুমীর কলেজের স্নাতকে অধ্যয়নরত। তিনি একজন কুরআনে হাফেজও। দিনাজপুরের পর তিনি ঢাকা মহানগরেও নেতৃত্ব করেছেন। ফলে জাতীয় রাজনীতির টিউনিং টা দারুনভাবে আত্বস্ত তাঁর। পাশাপাশি ক্যাম্পাস রাজনীতিতেও বিচরণ রয়েছে। নয়া সেক্রেটারি হিসেবে ওয়েল পারফর্মার হিসেবে আশাবাদী আমি।
তাদের তিনজনের মধ্যে একটি দারুন অন্তমিল রয়েছে। তিনজনই দেশের সীমান্ত অঞ্চলের মানুষ। কক্সবাজার - সিলেট - দিনাজপুর।
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই ত্রয়ী দেশের রাজনীতি, শিক্ষা, সাংস্কৃতিক সংকট গুলো চিহ্নিত করে সাধারণ শিক্ষার্থী, দেশের মানুষের প্রত্যাশা পূরণে পারফর্ম করে যাবেন এই প্রত্যাশা থাকবে। বিশেষ করে ক্যাম্পাসগুলোতে বিরাজনীতিকরণের যে চলমান সংকট এটিকে মোকাবেলা করে ক্যাম্পাস গুলোতে শক্তিশালী রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা জারি করবে এই প্রত্যাশাও থাকবে।
আবারো তাঁদের জন্য দোয়া ও শুভকামনা।
গুরুত্বপূর্ণ এ আলাপটি দেখুন এবং শেয়ার করুন।
আপনারা দেখছেন innoTimes.net
আপনারা দেখছেন innoTimes Table Talk
লাইভটি শেয়ার করার অনুরোধ রইলো।
আমার জীবনের সবচেয়ে দামী ও স্মরণীয় মুহূর্তগুলো কাটিয়েছি এই দামী প্লাটফর্মে । আমার জীবনের শ্রেষ্ঠ আঙিনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
চরমোনাই ময়দানে ছাত্র-গণজমায়েতের এই আঙিনায় আগামীর তরুণ তুর্কিদের উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করেছি।
চরমোনাই মাহফিল স্টেইজে ট্রিপলএস
ঐতিহাসিক চরমোনাই'র বার্ষিক মাহফিল ( অগ্রহায়ণ '২৩) স্টেইজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র-গণজমায়েতে ট্রিপলএস-এর অংশগ্রহণ।
(সাইফুল ভাই এ সময় অসুস্থ হয়ে মাহফিল হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন তিনি পুরোপুরি সুস্থ)
দেশীয় রাজনৈতিক সংকটাপন্ন পরিস্থিতিতে শুভ্রতা ফেরানোর নগরী চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাত্রা। এবারের মাহফিল পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন থেকে দেশীয় ও বিশ্ব মুসলিম উম্মাহর সংকট নিরসনে কি বার্তা আসছে এই নিয়ে নেটিজেনদের দৃষ্টি থাকবে এবারের মাহফিলে ।
শরীয়াতুল্লাহ ভাই ও সাইফুল ভাই শিডিউলড ব্যস্ততা থাকায় নেক্সট ট্রিপে আসবেন।
চরমোনাই মাহফিল শুরু ২২ নভেম্বরে
দেখা হবে ইজমা ক্যারাভ্যান চত্ত্বরে
আজকের আলাপটি লাইভ দেখতে চোখ রাখুন ইনোটাইমসের পেইজ ও ইউটিউব চ্যানেলে।
সময়: রাত সাড়ে ১০ টা।
লাইভ শোতে প্রাণনাশের হুমকি দেয়া হলো মাওলানা সগীর আহমাদকে!
❇️ Real Times | Episode-2
❇️ বিষয় : কী ঘটছে স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান পটিয়া মাদরাসায়?
➜ অতিথি: মাওলানা সগির আহমাদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, মাসিক আত-তাওহীদ
➜সঞ্চালনায়: এম এম শোয়াইব
|
|
কী ঘটছে স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান পটিয়া মাদরাসায়?
বিস্তারিত জানালেন মাওলানা সগির আহমাদ চৌধুরী
❇️ Real Times | Episode-2
❇️ বিষয় : কী ঘটছে স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান পটিয়া মাদরাসায়?
➜ অতিথি: মাওলানা সগির আহমাদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, মাসিক আত-তাওহীদ
➜ সঞ্চালনায়: এম এম শোয়াইব
|
|
জুম্মা মোবারক
ঐ দেখা যায়
ফোরেস ফোর্স
ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যে কেনো নেই ইসলামী ছাত্র আন্দোলন?- যা বললেন শরিফুল ইসলাম রিয়াদ
❇️ ইনোটাইমস টেবিল টক | এপিসোড-১
❇️ বিষয় : সংঘাতময় রাজনীতি - আন্দোলনরত ছাত্র সংগঠনসমূহের ভাবনা
➜ সঞ্চালনায়
🔹 এম এম শোয়াইব
|
|
❇️ ইনোটাইমস টেবিল টক | এপিসোড-১
❇️ বিষয় : সংঘাতময় রাজনীতি - আন্দোলনরত ছাত্র সংগঠনসমূহের ভাবনা
🗓️আজ ৯ নভেম্বর ২০২৩ বৃস্পতিবার, ⏰ রাত ৯টা
➜ অতিথিবৃন্দ
🔹 শরিফুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
🔹 মশিউর রহমান খান রিচার্ড, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন
🔹 আরিফুল ইসলাম আদীব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ
➜ সঞ্চালনায়
🔹 এম এম শোয়াইব
|
|
একটি নতুন ভোরের আলোর অপেক্ষায় গোটা জাতি, গোটা দেশের জনগণ। দিশেহারা এ জাতির ভাগ্যাকাশে শকুনের থাবা সেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মধ্য দিয়ে । ধারাবাহিকভাবে আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে সেই শকুনী থাবা থেকে ৫২ বছর পরে এসেও মুক্ত হয় নি জাতি, জনতা আর মানবতা। ভোটাধিকারের মত মৌলিক অধিকার নিয়ে সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিল মুক্তিকামী জনতা। ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর পরে এসেও এই জাতিকে ভোটাধিকারের জন্য প্রাণ দিতে হচ্ছে, র*ক্ত দিতে হচ্ছে। জাতি হিসেবে যা আমাদের নিকট চরম লজ্জার। বাংলাদেশের জনগণ আজ তাদের ভোটাধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ।
আগামীকাল তিন দফা দাবিতে পীরসাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে জাতীয় মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে গোটা দেশের সর্বমহলের চোখ থাকবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দেশের এই ক্রান্তিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পলিটিক্যাল ডিমান্ড তৈরি করতে সক্ষম হয়েছে আগামীকাল তা জাতির সামনে কতটুকু প্রতিফলন করতে পারে সেটাই দেখার বিষয়। ইতোমধ্যেই সমাবেশ বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক দলের সেকেন্ড ইন কমান্ড সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই প্রেস ব্রিফিংয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে অবগত করেছেন। কিছু অবস্টাকলের বিষয় উল্লেখ করে তিনি এক প্রশ্নের উত্তরে বলেন আগামী ৪ঠা নভেম্বর থেকে শুরু হওয়া নির্বাচন কমিশনের সংলাপে ইসলামী আন্দোলন যাচ্ছে না।
এদিকে বিএনপির মহাসমাবেশ থেকে ডাকা হরতালের পর টানা তিনদিনের অবরোধ কর্মসূচির আজকে ছিল শেষ দিন। বিএনপির হাইকমান্ডকে গ্রেফতার, হামলা, মামলার পরেও এই হরতাল , অবরোধের পক্ষে দেশবাসীর একটা নিরব সমর্থন লক্ষ্য করা গেছে। বিশেষ করে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় যা ছিল তাদের চোখে মুখে দৃশ্যমান। বিএনপি পুনরায় আগামী রবিবার থেকে ৪৮ ঘন্টার অবরোধ ডেকেছে। আমি মনে করি বিএনপি মহাসমাবেশে ভায়োলেন্স পরবর্তী কথিত মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করা আগন্তুককে দিয়ে যে প্রেস ব্রিফিং করিয়েছে এটা ছিল টোটালি বুলশিট একটা মুভ নেভারদ্যলেস ইটস্ অ্যা ইমমেচিউরড মুভ টু । যা ছিল কমপ্লিটলি হাস্যকর। অনেকটা অধিকারের ভিপি নুর মার্কা এক্টিভিজম! যেমনটা সে করেছিল ইসরাইলি নাগরিক সাফাদির সাথে মুভ করে! বিএনপির এই জো বাইডেনের উপদেষ্টা মিয়া আরেফিকে দিয়ে যে মুভ করেছে এরপর থেকেই দেশের সর্বমহলে বিএনপি অনেকটা ওভাররেটেড হিসেবে গণ্য হচ্ছে। আর আওয়ামী লীগ এই দিকে বগল বাজানো শুরু করেছে । নির্বাচনী হাওয়া চালুর প্রস্তুতিতে শান দিচ্ছে। বিএনপির উচিত এজাতীয় প্রশ্নবিদ্ধ এক্টিভিজম টোটালি এভোয়েড করা। জনগণের শক্তিতে ঐক্যবদ্ধ হওয়া।
এই অবস্থায় যে ঘনীভূত সংকট তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের আগামীকালের সমাবেশ থেকে কি বার্তা দেয় সেটা খুবই তাৎপর্যপূর্ণ। ইতোমধ্যেই নির্বাচনী বৈতরণীকে প্রত্যাখ্যান করে সরকার ও বিরোধী দলগুলোকে একটা বার্তা দিয়ে রেখেছে তাঁরা। তাহলে কি রাজপথের আন্দোলনে অংশ নিতে নতুন ছক কষছে পীরসাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই উত্তর মিলবে আগামীকালের সমাবেশ থেকে।
ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী বহর নিয়ে যাত্রা শুরু করেছে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ । ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ সফল হোক।
এমনি এক পরিস্থিতিতে প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় আছি। সকলের দোয়া প্রার্থী।
- এম এম শোয়াইব
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
#জাতীয়_মহাসমাবেশ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
37/2 Purana Paltan (Flat # 3-B), Fayenaz Tower, Culvert Road
Dhaka
1000
Nayapaltan
Dhaka
Regardless of Shaquie Ahmed's various contribution towards the music scenario of Bangladesh, he has brought before some amazing and soothing lyrics which has been instantly appreci...
Dhaka
The journey of being a RJ from 2007 to till 2016 will always amaze me. I will always cherish the mem
Dhaka
‘Hanif Sanket’ has been the popular name in every walk of life throughout the country
Dhaka
http://jobsdhaka.com [email protected] join JobsDhaka.com http://www.facebook.com/group.php?gid=105384333345