Atikur Rahman Mujahid। আতিকুর রহমান মুজাহিদ
Nearby public figures
Purana Paltan
1000
Maijdee, Chittagong
New Palton
Purana Paltan
Culvert Road
1203
5001
Dhaka
DHAKA1000
The Official page of Central Vice-President of ISLAMI JUBO ANDOLAN I'm Atikur Rahman Mujahid, Secretary General of ISLAMI JUBO ANDOLAN. (www.ijabd.org).
I've started my political carrier in 2000 as a Publication Secretary of ISLAMI SHASHANTANTRA CHHATRA ANDOLAN (www.iscabd.org), Nilphamari District. During student life i led several position in this organization. last in 2011 I got relief from student organization. Currently I led ISLAMI JUBO ANDOLAN as a Secretary General. My Official twitter channel (https://twitter.com/armuzahid)
My Official In
স্মরণকালের ভয়াবহতম বর্বরোচিত হামলার ৬৬-তম দিনে, আমি মাজলুমের পক্ষে সাধ্যমতো অবস্থান নিচ্ছি তো? জালেমের বিরুদ্ধে আমার অবস্থান পরিষ্কার তো?
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে "ভূলুণ্ঠিত মানবাধিকার; প্রেক্ষিত বাংলাদেশ" শীর্ষক সেমিনার
সময়ঃ বিকেল ৩টা, ১০ ডিসেম্বর, রবিবার, ২০২৩ ঈ.
স্থানঃ আইএবি মিলনায়তন, ৫৫/বি পুরানা পল্টন, ঢাকা।
প্রধান অতিথিঃ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিশেষ অতিথিঃ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
বিশেষ অতিথিঃ অ্যাডভোকেট এম মোছাদ্দেক বিল্লাহ, ইন্টারন্যাশনাল ইয়ুথ এক্টিভিস্ট, একাডেমিশিয়ান ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
সভাপতিঃ বায়েজীদ হোসাইন
কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
আয়োজনে
কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিভাগ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আজকে কতটুকু বিনয় প্রদর্শন করেছেন। আপনার আচরণে বিনয়কে বাধ্যতামূলক হিসেবে বিবেচনা করুন এবং নিয়মিতভাবে এর চর্চা করতে চেষ্টা করুন। বিশ্বকে পরিবর্তন করার জন্য আপনার এই ব্যাক্তিগত উদ্যোগটি খুবই জরুরি।
— অ্যানি লিনক্স।
ছোট্ট ছোট্ট উদ্যোগ বা আন্দোলন যে বিশাল প্রতিবাদে রুপ ধারন করতে পারে তা সম্প্রতি স্টারবাক্সের ব্যবসায়িক ধস জ্বলন্ত প্রমাণ।
ইসরাইলে ১.৭ বিলিয়ন বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানটি আজ বিশ্বময় মানবতাবাদীদের বয়কট আন্দোলনের জেরে সবশেষ ১১বিলিয়ন ক্ষতির স্বীকার হয়েছে।
খবর কমেন্টে
কেমন হয় যদি ভবিতব্য নতুন মারকাজে ইসলামী যুব আন্দোলনের মাসিক বৈঠকের পরিবেশ এমন হয়
শোকবার্তা
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক এম এ হাসিব গোলদারের সহধর্মিনী গতরাতে (৫ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তিনি তিন মাসের একটি সন্তান রেখে যান।
আমরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতের সুউচ্চ মাকাম নছিব করুন। আমীন।
ক্যাপশন কি হতে পারে, তা নিজ দায়িত্বে লিখতে পারেন
সংগঠনের সিদ্ধান্ত ভঙ্গ করায় চট্টগ্রাম দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা শফকত হোসেন চাটগামী ও কক্সবাজার যুব আন্দোলন সাবেক সভাপতি মাওলানা ওসমান গণীকে অব্যাহতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নীতি-আদর্শ পরিপন্থি এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করে একতরফা পাতানো নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা শফকত হোসেন চাটগামী ও ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা ওসমান গণীকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পাশাপাশি সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এজন্য ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এই ৭ দিনের মধ্যে কারণ দর্শানো না হলে বহিস্কারাদেশ কার্যকর হবে।
আজ শুক্রবার আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এ সিদ্ধান্ত প্রদান করেন।
নিশ্চয়ই প্রত্যেক জালেমকে কোন একদিন মজলুম হতে হয়
মহানবী (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর অন্যতম। ... সুতরাং সেদিন তোমরা আমার ওপর বেশি বেশি দরূদ পড়।
ডিগবাজীর রাজনীতি
নাকি রাজনীতির ডিগবাজী
দুনিয়া একটা ঘোর, নেশা কেটে গেলেই মানুষ নিজেকে গোরস্থানে আবিষ্কার করে।
অবৈধ নির্বাচনে সহযোগীদেরও জনগণ ক্ষমা করবে না
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বাংলাদেশের সমস্যা ভারতে সমাধান করার জন্য আমরা দেশকে স্বাধীন করিনি। তলে তলে আপোষের বার্তা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। দেশকে ভারতের হাতে তুলে দিয়ে অঙ্গরাজ্য বানানোর পায়তারা করছে আওয়ামী সরকার। বর্তমান আজ্ঞাবহ নির্বাচন কমিশন আওয়ামী সরকারের দলদাসে পরিণত হয়েছে। শিক্ষিত হয়েও জালেমের পক্ষে ও মজলুমদের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের নৈতিক অধিকার হারিয়েছে। এদেশের জনগণ হাবিবুল আউয়াল কমিশনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বর্তমান আওয়ামী সরকারের পাতানো অবৈধ নির্বাচনে যারাই সহযোগী হবে দেশবাসী তাদের কাউকে ক্ষমা করবে না।
ব্যর্থ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তামাশার তফসিল বাতিল এবং সকল রাজবন্দীদের মুক্তি দিয়ে অবাধ- সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আজ ২৯ নভেম্বর’২৩, বুধবার দুপুর ২:৩০ এ জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ'র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন এর সঞ্চালনায় ঢাকা মহানগর পশ্চিম'র সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নির্বাচনে দেশের মানুষকে এই আশা দিয়েছিলেন যে, আমি বঙ্গবন্ধু কন্যা নির্বাচন সুষ্ঠু হবে আমার উপর আস্থা রাখুন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। বাংলার মানুষ বারবার ফাঁদে পা দিবে না। উন্নয়নের ফাঁকা বুলি স্বৈরাচারের টিকে থাকার প্রধান হাতিয়ার। আজকে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ায় অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। দেশের মানুষ উন্নয়নের ফাঁকা বুলি শুনতে চায়না তারা ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে চায়।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ এর নেতাকর্মীরা নব্য রাজাকারের রূপ ধারণ করেছে। দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার পায়তারা করছে তারা। বিরোধী দলীয় নেতাকর্মীদের বাসা চিহ্নিত করে আওয়ামী প্রশাসন দিয়ে গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বিরোধী দলীয় নেতাকর্মীদের পিটিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশি পাহারায় এই ধরনের জঘন্য ফৌজদারি অপরাধ করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে না। আইন হাতে তুলে নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। রাজনীতি করা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। শুধুমাত্র বিরোধী মত লালন করায় দমন পীড়ন দেশকে একটি সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাবে।
খেলোয়াড়, নায়ক, গায়কদের নমিনেশন দেওয়া প্রমাণ করে যে আওয়ামী লীগ একটি জনবিচ্ছিন্ন সংগঠনের পরিণত হয়েছে। আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনে কোন সচেতন নাগরিক ভোট কেন্দ্র যাবে না বরং ভোটের অধিকার আদায়ের সংগ্রামে দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটাবে।
তাই অনতিবিলম্বে ব্যর্থ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তামাশার তফসিল বাতিল এবং সকল রাজবন্দীদের মুক্তি দিয়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন।
এসময় আরো উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইবরাহীম হুসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার, কওমি মাদ্রাসা সম্পাদক হোসাইন আহমেদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খলিল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাব্বির আহমাদ, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইউসুফ পিয়াস, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি
এইচ এম কাওসার মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এম. মাইদুল হাসান সিয়াম প্রমুখ।
বার্তা প্রেরক
শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
[email protected]
01517-140964
ফেসবুকে সব সফলতা বলতে নেই
মানুষকে সব কষ্ট জানাতে নেই।
সফলতায় বদনজর দিবে
কষ্ট জানলে লবন লাগাবে।
চলনে প্রকাশ পায় ভদ্রতা,
বলনে পারিবারিক শিক্ষা।
লিখলে প্রকাশ পায় জ্ঞান,
চাহনীতে চরিত্রের পরীক্ষা।
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলে এরকম বিশেষ প্রজাতির আবির্ভাব ঘটে।
এই প্রজাতির আসল রুপ জানতে হলে ভিডিওর শেষ অব্দি আপনাকে দেখতেই হবে।
ঐতিহাসিক চরমোনাই বাৎসরিক মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা-সুধী সমাবেশে বক্তব্য পেশ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
দ্বীনের জন্য অক্লান্ত মেহনত, পরিশ্রম আর তাকওয়া যেন (পজিশন বুঝে) একটা ছবি অথবা অহেতুক সেলফী তুলতে গিয়ে নিঃশেষ হয়ে না যায়।
সতর্কতা কাম্য
চরমোনাই মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে বক্তব্য
মানুষের দিলের অবস্থা পরিবর্তন করে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে-
চরমোনাই’র ১০০তম বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই
আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, দুনিয়া হলো মাকাল ফলের মত। এই ক্ষণস্থায়ী দুনিয়ার পাগল হয়ে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করা যাবেনা। দুনিয়ার সকল মানুষই পাগল। কেউ পদ-পদবীর জন্য পাগল, কেউ এমপি-মন্ত্রী হওয়ার পাগল, কিন্তু একদল আছে মাওলা পাকের পাগল। চরমোনাই মাহফিল মূলত মানুষকে মাওলা পাকের পাগল বানিয়ে ছেড়ে দেয়। এতে মানুষ দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে দ্বীনের পাবন্দ হয়ে যায়। এজন্য আমাদের সবাইকে দুনিয়ার হাকিকত সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। সবাইকে চিন্তা করতে হবে। মুরাকাবা করতে হবে। দুনিয়ার সকল মানুষ এমনকি রাজা-বাদশা এবং রাস্তার ফকীর সবাই বিবস্ত্র অবস্থায় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। আবার দুনিয়ার সফর শেষে কবর পথেও একই অবস্থা তথা ৩টুকরা সাদা কাপড় নিয়েই বিদায় নিতে হবে। দুনিয়ায় ভাগ্যক্রমে কেউ ধনবান হয়ে চিরস্থায়ী জগতে জান্নাতের নাজ নিয়ামত থেকে বঞ্চিত হওয়া যাবেনা। দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে চিরস্থায়ী জগতের সামান জোগাড় করতে হবে।
পীর সাহেব চরমোনাই মাহফিলে আগত নতুনদের উদ্দেশ্যে বলেন, চরমোনাইতে এসে নিয়তকে পরিবর্তন করে ৩দিন বয়ান শুনে মনের অবস্থা পরিবর্তন করতে হবে। দিলের মধ্য থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে যায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আলস্নাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আলস্নাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আলস্নাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্ততি নিতে হবে। এক মূহুর্তও যেন নেক আমলের বাহিরে না কাটে। মনে রাখতে হবে, চরমোনাই মাহফিল প্রতিষ্ঠাই করা হয়েছে মানুষের দিলের অবস্থা পরিবর্তন করে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। সুতরাং সে উদ্দেশ্য সাধনের জন্যই এই বিশাল আয়োজন।
তিনি আরো বলেন, চরমোনাইতে লোক ভারি করার দরকার নেই। যারা চরমোনাইর লেবেল ব্যবহার করে দুনিয়াবী উদ্দেশ্য হাসিল করতে চায় তারা মূলত চরমোনাইর মুরীদ নয়, বরং এরা ধান্দাবাজ। কেউ নির্বাচন এলে দুনিয়াবী নেতা-নেত্রীদের খুশী করার জন্য বলে যে, এই দুইমাস আমি চরমোনাইর মুরিদ না। এরা মূলত এই দরবারকে হাসি-তামাশার খোড়াক বানাতে চায়। এদের চরমোনাইর মুরিদ হওয়ার কোন প্রয়োজন নেই। পীর সাহেব চরমোনাই এসব নামধারী মুরীদদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আজ ২২ নভেম্বর’২৩ বুধবার বাদ জোহর ঐতিহাসিক চরমোনাই ময়দানে ১০০তম বার্ষিক অগ্রহায়ণ মাহফিলের উদ্বোধনী বয়ানে উপরোক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই।
পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেন। মাহফিলের দোকান-পাট ব্যবাসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। অনৈতিক কোনপ্রকার দ্রব্য কেনা-বেচা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সাথে মাহফিলের উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়া প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।
মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে সহস্রাধিক সেচ্ছাসেবকদের নিয়ে গঠিত এক বিশাল বাহিনী চলতি মাসের মাঝামাঝি সময়ে চরমোনাইতে এসে পৌঁছেছে। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্বে আলাদাভাবে দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে।
মাহফিলে আগত মুসল্লীদের চিকিৎসার জন্য ৪০ জন অভিজ্ঞ চিকিৎসক টীমের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক ৫টি এ্যাম্বুলেন্স রাখা হয়েছে। মাহফিলের ২য় দিন সকাল ১০টায় স্টেজে জাতীয় ওলামা সম্মেলন এবং ৩য় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর’২৩ শনিবার আনুমানিক সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। ওলামা সম্মেলনে দেশের গুরম্নত্বপূর্ণ ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও দারুল উলুম দেওবন্দ (ভারত) এর দুইজন সিনিয়র মুহাদ্দিস ওলামা সম্মেলনে যোগ দেয়ার সম্মতি জ্ঞাপন করেছেন।
মাহফিলে মূল ৭টি বয়ান করবেন যথাক্রমে আমীরুল মুজাহদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
চলো যাই...
অন্তর শীতল করা তিলাওয়াত।
মনোযোগ দিয়ে একাকী শুনবেন, আমি নিশ্চিত চোখের পানি ধরে রাখতে পারবেন না।
গ্রেট ওয়াল আরোহন করার আগে এ-ই খাবারের দৃশ্য এখনো চোখে ভাসে
অবৈধ একতরফা ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সরকারের প্রহসনের একতরফা নির্বাচনের নীল নকশা বাংলার জনগণ রুঁখে দেবে
- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
প্রহসনের একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন করে সরকার দেশকে অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দিতে চাচ্ছে। গণদাবির বিরুদ্ধে তফসিল ঘোষণার মাধ্যমে সরকার দেশপ্রেমী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের জনসম্পৃক্ত দলগুলোর সাথে সংলাপ না করে সরকার একতরফা যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, তা স্বৈরাচারের নামান্তর। পাশাপাশি হাবিবুল আউয়ালের অথর্ব নির্বাচন কমিশন সেই স্বৈরাচারের সহযোগী। এই ভোটচোর সরকার অচিরেই দৃষ্টান্তমূলক পরিণতি বরণ করবে।
আজ শনিবার (১৮ নভেম্বর ২০২৩) বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত অবৈধ একতরফা ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ আল আমিন সোহাগের সভাপতিত্বে এবং নগর দক্ষিণ সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়ালিউল্লাহ তালুকদার ও নগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা হাম্মাদ বিশ মোশাররফ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, দেশের মুক্তিকামী মানুষের নেতা পীর সাহেব চরমোনাই সরকারকে এই সংকট উত্তরণের জন্য জাতীয় সরকার গঠনের যে পরামর্শ দিয়েছিলেন, তা মেনে নিলে আজ দেশ এই জ্বালাও-পোড়াও অবস্থায় নিপতিত হতো না। কিন্তু সরকার সেই পরামর্শ গ্রহণ করেনি। এখনও সুযোগ আছে, অনতিবিলম্বে বিরোধী দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে সমূহ সমস্যা সমাধানের। যদি সরকারের এখনো শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আওয়ামীলীগ এই দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে।
এসময় নেতৃবৃন্দ আরও বলেন, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে জাতীয় সংলাপের মাধ্যমে সরকার পতনের যে কর্মসূচি আসবে, তাতে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী হোসাইন মোহাম্মদ কাওছার বাঙ্গালী, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, দফতর সম্পাদক এম এ হাসিব গোলদার, শিল্প ও বাণিজ্য সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইউনুস তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতী শেখ মুহাম্মাদ নূর-উন-নাবী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, নগর উত্তর সভাপতি মুফতী হাফিজুল হক ফাইয়াজ, ঢাকা জেলা দক্ষিণ মিরাজ হোসেন মইন, নগর উত্তর সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, নগর দক্ষিণ সহ-সভাপতি মুফতি শওকত ওসমান প্রমুখ।
অবৈধ একতরফা ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে সরাসরি...
অবৈধ একতরফা ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল...
- আজ ১৮ নভেম্বর ২০২৩ শনিবার, বিকাল ৩টা
- বায়তুল মোকাররম উত্তর গেইট
দলে দলে যোগ দিন...
দেখা হচ্ছেতো?
বৃষ্টিস্নাত এই জুমআর দিনে সবাই কি করছেন?
ঘরবন্দী নাকি আমার মতোই রাজপথের সঙ্গী
ফেইসবুক লাইভ লিংক:
https://www.facebook.com/innotimes/videos/614839307321723
দ্বীনের দা'য়ীর সমীপে নিবেদন
আজ ⏰ রাত ৯টা-
innoTimes Table Talk এর আজকের লাইভ টক শো দেখতে পেইজটি ফলো করুন
❇️ innoTimes Table Talk | Episode-2
❇️ বিষয় : ঘোষিত তফসিল - নির্বাচনী প্রস্তুতি - হরতাল অবরোধ
🗓️ আজ ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ⏰ রাত ৯টা
➜ অতিথিবৃন্দ
🔹 আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সহ-সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
🔹 কাজী চন্দন, সিইও, চ্যানেল ঢাকা
🔹 দিদারুল ভূঁইয়া, অর্থনৈতিক সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন
➜ সঞ্চালনায়: এম এম শোয়াইব
🔹 Powered by Akhtar International
লাইভ লিংক কমেন্টে
|
|
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
55/B, Noakhali Tower
Dhaka
1000
Nayapaltan
Dhaka
Regardless of Shaquie Ahmed's various contribution towards the music scenario of Bangladesh, he has brought before some amazing and soothing lyrics which has been instantly appreci...
Dhaka
The journey of being a RJ from 2007 to till 2016 will always amaze me. I will always cherish the mem
Dhaka
‘Hanif Sanket’ has been the popular name in every walk of life throughout the country
Dhaka
http://jobsdhaka.com [email protected] join JobsDhaka.com http://www.facebook.com/group.php?gid=105384333345