Nazrul Islam Liton Munshi

"শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতবাদ, তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা"

21/10/2023
21/10/2023

ছেলে হারা মায়ের ডাকা স্বৈরাচার নিপাত যাক!

দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও অবৈধ সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে আগামী ২৮ অক্টোবর, ২০২৩ ঢাকায় বিএনপি’র মহাসমাবেশ।

20/09/2023

ফি আমানিল্লাহ,
মহান আল্লাহ্ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন আমিন!

02/09/2023
02/09/2023
31/08/2023

ফিরে দেখা: বিএনপি'র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল।

30/08/2023

১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী
সফল হউক,স্বার্থক হোক।

Photos from Nazrul Islam Liton Munshi's post 19/08/2023

আজ ১৯ আগস্ট ২০২৩ প্রথম নারী মুক্তিযোদ্ধা, প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রে'র মাতা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে শরিয়তপুর জেলা বিএনপির পদযাত্রা।

Photos from Nazrul Islam Liton Munshi's post 18/08/2023

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা সফল করতে শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লিফলেট বিতরণ শরীয়তপুর প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৯ আগস্ট কেন্দ্র ঘোষিত পদযাত্রা সফল করার লক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপির নির্দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীদের উদ্যোগে লিফলেট বিতরণ করা করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট ২০২৩) বিকেলে শরীয়তপুর কোর্ট এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, যুবদল নেতা রাসেল সরদার, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা, সাধারণ সম্পাদক সুমন খান, স্বেচ্ছাসেবক দল নেতা মাস্টার শাহীন মাদবর, জেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী পারভেজ খান, পৌরসভা যুবদলের সহ-সভাপতি নাসির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন, যুবদল নেতা হোসেন মৃধা, আক্তার সরদার, সদর উপজেলা ছাত্রদল নেতা মাহাতাব মোর্শেদ মিহির, ছাত্রদল নেতা সাজন, নাঈম, সাজিদ, সজিব সহ শতাধিক দলীয় নেতা-কর্মী।

Photos from Nazrul Islam Liton Munshi's post 16/08/2023

শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, জননেতা শফিকুর রহমান কিরণ ভাই ।

14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, ভক্ত, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

12/08/2023

ক্রিকেটের কোকো, বাংলাদেশের ক্রিকেটে যার অবদান চির স্মরণীয়
---------------------------------------------
#বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে নিয়ে আসার পিছনে যে কয়জন নিভৃতচারী ক্রীড়া সংগঠক ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো তাদের অন্যতম, বাংলাদেশের ক্রিকেট কে ভালোবেসে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তরুণ ক্রিকেটারদের বের করে আনার #এইচপি ইউনিট, যে এইচপি ইউনিটের মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটার বের হয়ে এসেছেন। একজন আরাফাত রহমান #কোকো বুঝতে পেরেছিলেন ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ক্রিকেটার তৈরির পাইপলাইনকে অনেক মজবুত করতে হবে, তা না হলে এ দেশের ক্রিকেট কখনোই শক্ত জায়গায় দাঁড়াতে পারবেনা। সেই উপলব্ধি থেকেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন এইচপি বা হাই পারফরমেন্স ইউনিট। যে এইচপি ইউনিটের কল্যাণে আজও বের হয়ে আসছে হাজার হাজার তরুণ ক্রিকেটার। আরাফাত রহমান কোকোর সেই অবদান বাংলাদেশের ক্রিকেটে আজও অম্লান হয়ে আছে। #মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটকে নিয়ে আসার পিছনে মূল ব্যক্তি ছিলেন আরাফাত রহমান কোকো। আজকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম তার হাত ধরেই হোম অব ক্রিকেট হিসেবে প্রতিষ্ঠিত হয়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে রূপান্তর করার কারিগরও ছিলেন এই মানুষটি।

#রাজনীতির সাথে না থেকেও দেশের ক্রিকেটের পিছনে যে অবদান রাখা যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন একজন ক্রীড়া সংগঠক হিসেবে। ক্রিকেটকে অসম্ভব ভালোবেসে ক্রিকেটের উন্নতির জন্য দিনরাত কাজ করতেন এই ক্রিকেট অনুরাগী মানুষটি। অথচ এখন #ক্রিকেট বোর্ডের যারা নিয়ন্ত্রণে, তারা ক্রিকেটের থেকে বেশি ভালোবাসেন ক্ষমতাকে, নিজেদের স্বেচ্ছাচারিতা দিয়ে নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের ক্রিকেটকে।

রাজনীতি বিমুখ নিভৃতচারী এই #ক্রীড়া সংগঠকের ৫৪ তম জন্মদিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করুন, আমীন।

11/08/2023

এক দফা দাবী আদায়ে আজকের গন-মিছিলে রাজপথে শরীয়তপুর জেলা বি এন পি'র সভাপতি জনাব শফিকুর রহমান কিরন ভাই।

14/08/2021

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের ১৮ কোটি মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র ৭৬ তম জন্মদিন আজ। আমি জাতীয়তাবাদী যুবদল ও আমার পরিবারের পক্ষ থেকে দেশনেত্রীর জন্মদিনে জানাই শুভেচ্ছা ও শুভকামনা। শুভ জন্মদিন, প্রিয় নেত্রী!

১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভুত্থ্যানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মিদের আহ্বানে তিনি রাজনীতিতে আসেন। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার আপোসহীন সংগ্রামের পর এরশাদকে হটিয়ে ১৯৯১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট পাঁচটি আসনে অংশ নিয়ে পাঁচটিতেই জয়লাভ করেন। তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি কোনও দিন কোনও নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হননি।

বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে আপোষহীন নেতৃত্ব প্রদানের জন্য স্বৈরাচারী সরকার কর্তৃক ভিত্তিহীন ও সাজানো মামলায় দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন। যদিও এখন তিনি জামিনে মুক্ত আছেন, কিন্তু সে জামিন শর্তযুক্ত ও সাময়িক। আমরা দেশনেত্রীর শর্তহীন মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই!

দীর্ঘ রাজনৈতিক জীবনে হাজারো আন্দোলন সংগ্রাম, মামলা হামলা, বাঁধা বিপত্তি পেরিয়ে আসা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর শুভ জন্মদিনে তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ্‌ সহায় থাকলে তাঁর নেতৃত্বেই আবার বাংলাদেশের গুম হওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ইনশাআল্লাহ্‌!

11/08/2021

আজ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র কনিষ্ঠ সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠন, প্রয়াত আরাফাত রহমান কোকো ভাইয়ের ৫২তম জন্মদিন।

মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের ৫২তম শুভ জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন! আমিন।

28/07/2021

চোখ রাখুন আজ ২৮/০৭/২০২১ রাত ৯ টায় যমুনা টিভি তে থাক‌ছেন বিএন‌পির যু্গ্ম মহাস‌চিব‌ সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ভাই।

19/07/2021

শরিয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান(কিরন) ভাই এর পক্ষ থেকে দেশ-বিদেশের সকল কে জানাই পবিত্র ঈদুল আজাহারের শুভেচ্ছা ও অভিনন্দন...❤️❤️❤️

মহান আল্লাহ যেন ত্যাগের মহিমায় আমাদের সকলের গুনাকে ক্ষমা করে দেন,আমীন...🤲🤲🤲
ঈদ মোবারক...💗💗💗

17/07/2021

জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি #আলহাজ_জানাব_শফিকুর_রহমান (কিরন) ভাই মহান আল্লাহর অসীম রহমতে সুস্থ হয়ে উঠছেন।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন আমিন।

16/07/2021

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন.....( মৃত্যুর যাত্রা যেন আরো ঘনীভূত হচ্ছে)
বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য,সাবেক মন্ত্রী,প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স. ম হান্নান শাহ্'র সহ-ধর্মিণী ঢাকা সি.এম.এইচ হসপিটালে ইন্তেকাল করেছেন
মহান রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন,আমিন।!

15/07/2021

চোখ রাখুন আজ ১৫/০৭/২০২১ রাত ১০ টায়।
িভি তে থাক‌ছেন বিএন‌পির যু্গ্ম মহাস‌চিব‌ সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ভাই।

12/07/2021

আলহামদুলিল্লাহ্‌ আগের থেকে একটু ভালো আছেন কিরন ভাই !
দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করি !

Photos from Nazrul Islam Liton Munshi's post 09/07/2021
09/07/2021

মর্মান্তিক এই অগ্নিকাণ্ড ও মৃত্যু সংবাদে আমি গভীরভাবে ব্যথিত ও শোকাহত। হৃদয়বিদারক এই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সাথে সঠিক তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, নিহত ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং তাদের পূনর্বাসনে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানাচ্ছি।

কোভিড-১৯ মোকাবেলায় সরকার কঠোর বিধি-নিষেধ আরোপ করলেও গণপরিবহন বন্ধ রেখে মিল-ফ্যাক্টরী চালু রেখেছে। সরকারের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত ও বিপাকে পড়েছে শ্রমিক-কর্মচারী ও দিনমজুর মানুষ। হাসেম ফুডস ফ্যাক্টরীর শ্রমিক-কর্মচারীরা চাকুরী বাঁচাতে লকডাউনে গণপরিবহন না পেয়ে কষ্ট স্বীকার করে পায়ে হেঁটে কারখানায় কাজ করতে যেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অঙ্গার হলো। এই মর্মান্তিক মৃত্যু মেনে নেয়া কঠিন।

সরকারের চরম ব্যর্থতা এবং উদাসীনতায় কল-কারখানা সমূহে কাজের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নাই। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলেও শ্রমিক-কর্মচারীরা নিজ কর্মক্ষেত্রেও এখন নিরাপত্তাহীন। বিষয়গুলো দেখভালের জন্য সরকারের একাধিক দফতর থাকলেও কেবলমাত্র সরকারের উদাসীনতা ও সঠিক দিকনির্দেশনার অভাবে তারা নির্লিপ্ত। বিগত বছরগুলোতে এধরণের অনেক ঘটনা ঘটেছে, কিন্তু পুনরাবৃত্তি রোধে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ার ফলে বার বার দূর্ঘটনা ঘটছে ও নিরীহ মানুষকে নির্মমভাবে জীবন দিতে হচ্ছে।

আমি এ ধরণের অগ্নিকাণ্ড ও দূর্ঘটনা থেকে ফ্যাক্টরী ও শ্রমিক-কর্মচারীদের রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি। অগ্নিকান্ডে আহত শ্রমিকদের দ্রুত সুচিকিৎসা প্রদানেরও আহবান জানাচ্ছি।

09/07/2021

আজ (৯-৭-২০২১)দেশে ও প্রবাসে বোন-ভাই সময় টিভি রাত ১০টা চোখ রাখুন থাকবেন গনতন্ত্রের কন্ঠ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই (যুগ্ম-মহাসচিব,বিএনপি ও সাবেক এমপি) ।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ফিরে দেখা: বিএনপি'র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল।#BNP #MotherOfDemocracy #BegumKhaledaZia

Category

Website

Address

Dhaka

Other Politicians in Dhaka (show all)
জিয়াউর রহমান জিয়াউর রহমান
BNP Central Office
Dhaka, 1000

স্বাধীনতার ঘোষক।প্রথম প্রেসিডেন্ট। ?

Professor Dr. Abdul Mannan Choudhury Professor Dr. Abdul Mannan Choudhury
Street No :03
Dhaka, DHAKA-1230

Dr. Abdul Mannan Choudhury is an academic, media personality, politician, and freedom fighter,

Mondal Mithun Mondal Mithun
Gopalganj
Dhaka

Sheikh Enan Sheikh Enan
23, Bangabandhu Avenue
Dhaka, 1000

Official page of Sheikh Enan

Team Kazi Faridul Haque Happy Team Kazi Faridul Haque Happy
40/1A, West Tolarbag, Mirpur-1
Dhaka, 1216

#TeamHAPPY #ChangeForWell #ChangeForTommorow #Mirpur #Dhaka14 #কাজীহ্যাপী #ভ?

Jashore property's Jashore property's
Baridhara Bashundhara Residential Area
Dhaka

Sumon Fakir Sumon Fakir
Savar
Dhaka

সাবেক সভাপতি. মোচনা ইউনিয়ন ছাত্রলীগ. সদস্য. বাটিকামারী ইউনিয়ন আওয়ামীলীগ. মুকসুদপুর. গোপালগঞ্জ.

আহমেদ নাহিদ আহমেদ নাহিদ
Dhaka

Politics is not My Profession, It’s My Addiction !

Advocate Mohibullah Khokon Advocate Mohibullah Khokon
56-57 Shoreef Mension (3rd Floor) Motijeel
Dhaka

আলোচনা ও সমালোচনা

Marof Marof
Sreepur, Gazipur
Dhaka, 1740

Gentleman

Mohammed Amran Patwary Mohammed Amran Patwary
Dhaka

আহবায়ক ফেনী জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। Convener Feni District Bangabandhu Foundation.

Rashedul Hasan Rashedul Hasan
Dhaka, 1000

আমি জ্ঞান আহরণ করতে চাই। হে আরশের মালিক।