Food View
Nearby home improvement businesses
1217
Khilgaon
Khilgaon Taltola City Corporation Super Market
Khilgoan
"Food View" promises you delicious, yummy and clean food. Just check our cooking once. Everyone expects delicious, healthy and fresh food! I am a home cook.
"Food View" is for food lovers. Our food is prepared in a fresh and healthy way. We assure you that once our food touches your tongue, you will never forget the taste of food. We provide you healthy and delicious home cooked food at low prices. I try to make healthy and delicious food for my family. I want to do the same for others. So if you want to taste my food, order now. You need to order 2 days before the required time.
আলহামদুলিল্লাহ সকাল বেলা একটা খাবারের ডালা গেল পুরানাপল্টন। কাস্টমারদের পছন্দ মত আমাদের প্রতিটা ডালা সাজানো হয়
আগামী শুক্রবারের জন্য অর্ডার নেওয়া হচ্ছে
( চিকেন রোস্ট , চিকেন শামি কাবাব, বিফ জালি কাবাব, ডিম চপ, বুটের হালুয়া, ডিমের পুডিং,) এই খাবারগুলো নিতে চাইলে ইনবক্সে নক করুন
পিঠা-পুলির দেশ বাংলাদেশ l
এই পিঠার স্বাদ পৃথিবীর অন্য কোথাও মেলা ভার l
আর শীতকাল আসলেই পিঠা-পুলি খাওয়ার ধুম পড়ে যায়
আর এই পিঠার স্বাদ নিতেই, হরেক রকম
পিঠার পসরা সাজিয়ে বসে আছি শুধু আপনাদের জন্য আপনাদের যেকোনো পছন্দের পিঠা অর্ডার করতে পারেনl
আমি ছনিয়া
মালিবাগ থেকে
কাজ করছি হোম মেইড খাবার নিয়ে l
আমার পেইজ "Food View"
আলহামদুলিল্লাহ আজকে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য ডালাগুলো যাত্রাবাড়ী চলে গেলো।
আলহামদুলিল্লাহ
আজকের খাবর গুলো কুমিল্লা চলে গেল ।
আজকের অর্ডার ছিল
১ টা পুডিংকেক
১০ পিছ ডিম চপ
১৫ পিস বুটের হালুয়া
১৫ পিস পাটিসাপটা পিঠা
১৫ পিস ফ্রোজেন বিফ জালি কাবাব
যারা কেকে ক্রিম খেতে পছন্দ করেন না।
তারা জন্মদিন, বিবাহ বার্ষিক, গায়ে হলুদের অনুষ্ঠান হতে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে এই পুডিং কেকটি অর্ডার করে নিতে পারেন ।
এই পুডিং কেকটি বিভিন্ন ব্র্যান্ডের কেকের চাইতে কোন অংশে স্বাদের দিক থেকে কম হবে না ইনশাল্লাহ একবার টেস্ট করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আমার কথা কতটুকু সত্যি 👌❤️❤️🌹
কাস্টমার যখন টাকা দিয়ে খাবার কিনে নিয়ে খাবার খেয়ে অনেক বেশি খুশি হয়ে তার বাসায় খাবারের ছবি তুলে আমার ফোনে পাঠিয়ে দেয় এবং এতো সুন্দর করে পেইজে এসে রিভিউ দেয় তখন মনে হয়
এই
"ফুড বিজনেস করতে পেরে আমার জীবনটা সার্থক"
আলহামদুলিল্লাহ আজকে এই প্রথম তরমুজ পুডিং সেল করেছি তরমুজ পুডিং টা তরমুজের রস দিয়ে তৈরি করি এটা কোন আর্টিফিশিয়াল কালার না 🍉আর ৪০ পিস🧇 বুটের হালুয়া অর্ডার ছিল
আলহামদুলিল্লাহ ,আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
,
সন্ধ্যায় পৌঁছে গেলো পিঠা দিয়ে সাজানো গায়ে হলুদের জন্য পিঠার ডালা।
প্রতিবার চেষ্টা করি পিঠার ডালাগুলো নতুন নতুন ডিজাইন করে সাজিয়ে দেয়ার কিন্তু তারপরেও প্রতিটা কাস্টমারের তাদের নিজস্ব কিছু পছন্দ থাকে তাই কাস্টমারদের কে জিজ্ঞেস করি তাদের পছন্দের কথা। তারপর তাদের পছন্দের কথা মাথায় রেখে ডালাগুলো ডিজাইন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমার নিজেরও কিছু পছন্দ থাকে তাই দুইটা পছন্দ মিলিয়ে একটি পিঠা ডালা সাজানো হয় ।
পিঠা দিয়ে একটি ডালা শুধু সাজানো হয় না এর
মধ্যে থাকে আমার ভালোবাসা আদর কারণ আমি প্রতিটা কাজ অনেক যত্ন করে করি এবং আমি চেষ্টা করি গায়ে হলুদের ডালাগুলো একটু বেশি যত্ন নিয়ে সাজানোর জন্য।
কারণ একটি গায়ে হলুদের অনুষ্ঠান একজন মানুষের জীবনে প্রতিদিন আসে না একটা গায়ে হলুদের অনুষ্ঠান একজন মানুষের জীবনে একবারই আসে তাই আমি চাই আমার সাজানো ডালা গুলো একটা অনুষ্ঠানের আনন্দ যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে।
শুক্রবারের জন্য বুটের হালুয়ার অর্ডার নেওয়া হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি কেজি হিসেবে দিচ্ছি এবং আপনারা চাইলে পিস হিসেব করে ও নিতে পারবেন।
আপনারা যারা বুটের হালুয়া নিতে চান আমাকে বৃহস্পতিবার রাতের মধ্যে জানাতে হবে।
😋😋😋🤤🤤🤤🤤
আলহামদুলিল্লাহ 🥰
একটা পিঠা ডালা তৈরি করা মোটেও সহজ কাজ না অনেক যত্ন নিয়ে পিঠাগুলো তৈরি করতে হয় তারপর যত্ন নিয়ে পিঠাগুলো সাজাতে হয় ।
আজ সারা রাত সজাগ থেকে এই পিঠা গুলো তৈরি করেছি
আজকের এই পিঠাগুলো চলে যাচ্ছে নরসিংদী আলহামদুলিল্লাহ 🥰
আপনারা সবাই এভাবে আমাকে ভালোবাসবেন আর আমার জন্য দোয়া করবেন ।
এই ডালাগুলো কাস্টমারের পছন্দমত তৈরি করেছি উনারা যেভাবে তৈরি করতে বলেছে আমি ওইভাবে তৈরি করার চেষ্টা করেছি কারণ কাস্টমার খুশি মানে আমার খুশি।
আলহামদুলিল্লাহ
💠১০ পিস ডিম চপ
💠১কেজি জর্দা
💠৩০ পিস তালের পিঠা
আলহামদুলিল্লাহ পাটিসাপটা অর্ডারের মধ্য দিয়ে শুরু হলো শীতের আয়োজন।
আলহামদুলিল্লাহ এই শীতের প্রথম আয়োজন ছিল ।
♦️৩০ পিস পাটিসাপটা পিঠা
♦️১০ পিস চিকেন ভেজিটেবল পুলি
♦️৩০ পিস ফ্রোজেন মোম।
♦️ ২০ পিস ফ্রজেন জালি কাবাব।
♦️২০ পিস চিকেন ভেজিটেবল পুলি
হঠাৎ করে মিষ্টি বনডোনাট খেতে ইচ্ছে হলো আলহামদুলিল্লাহ নিজের হাতে বানিয়েছি ।
পাটিসাপটা পিঠা মানেই রাজকীয় পিঠা তাই একটু চেষ্টা করেছি পাটিসাপটা পিঠার আশেপাশটা একটু রাজকীয় ভাবে সাজানোর জন্য ।
আর এই সাজানোটা দেখেই আমার চোখ জুড়িয়ে গেছে আর মনে হচ্ছে এতো টা সুন্দর কেনো
কিছু কিছু সময় ছবিগুলো এত সুন্দর হয় যে নিজের তোলা ছবির প্রশংসা নিজেই করা শুরু করি অনেকটা নিজের ডোল নিজে পেটানোর মত😄🙈🙈🙈
কোন কিছুই তৈরি করার পর দেখতে যদি খুব বেশি সুন্দর হয় তখন খেতে ইচ্ছে করে না মায়া লাগে মনে চায় সাজিয়ে রাখি ,আবার কোন কিছু তৈরি করার পর দেখতে যদি খারাপ হয় তখন মনটা খারাপ হয়ে যায় সারাদিন চিন্তা করতে থাকি আজকে এই রান্নাটা ভালো হলো না কেনো ।
মনটাকে নিয়ে আর পারিনা
❤️❤️❤️❤️😋😋😋🤤🤤🤤😋😋😋 পুডিং আমার পছন্দের আর তরমুজ 🍉 ওআমার খুব পছন্দের তাই তরমুজ কালারের পুডিং বানানো চেষ্টা করেছি মাশাআল্লাহ চেষ্টায় সফল হয়েছি।
একের ভিতর দুই পইডইং দেখে তো আজ আমার মন খুশিতে গুদুগুদু হয়ে গেছে 😄 পুডিং টা কেন যেনো আমার কাছে একটু কালারফুল হলেই বেশি ভালো লাগে👌
কি ভাবছেন কেক দেখে অবাক হয়ে যাচ্ছেন 😳😯ভাবছেন কেক পাওয়া যাবে Food View পেইজে
ব্যাপারটা এরকম কিছু না কারন আমি যে খুব ভালো কেক বানাতে পারি ব্যাপারটা এমন না।
আমার ছেলের চাহিদা আমি যেন ওকে কেক তৈরি করেদি ওর ধারণা আমার হাতের বানানো কেক খেতে খুব মজা হবে।তাই ছেলের ইচ্ছে পূরণ করার জন্য আমার এই চেষ্টা করা ।
আলহামদুলিল্লাহ আমার ছেলে কেক খেয়েছে খুব তৃপ্তি নিয়ে আর খুব পছন্দ করেছে
তাই কেকের ছবি গুলো আমার পেইজে শেয়ার করতে বলেছে তাই ওর ইচ্ছে পূরণ করার জন্য আপনাদের সাথে ছবি গুলো শেয়ার করেছি।
উদ্যোক্তা ,,,
আমরা কি আসলেই বুঝি এর মানে ?
তবে আমিও বুঝিনা বুজতে চেষ্টা করছি একজন উদ্যোক্তা হওয়া যে কত কঠিন,কত যে কষ্টের ,কতটা বিষম্ন চিত্তের ,কখনো হাসির কখোনো কান্নার, তবুও চলতে হয়,ফিরতে হয় বন্ধুদের সময় দিতে হয়,সংসারে সময় দিতে হয় , বাচ্চাকে সময় দিতে হয়,
তারপর আসে বিশ্রামের পালা ,চিন্তা চেতনা নিয়ে আবার একটি নতুন দিনের সুচনায় শুরু হয়–সপ্নে বিভোর হয়ে প্রতিষ্ঠানের উন্নতির কামনায় রাত্রি যাপন শুরু হয়।
কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো অনেকে জিজ্ঞেস করে এতো পরিশ্রম কিভাবে পারেন কিন্তু আমাদেরকে পারতে হয় —কারণ আমি একজন মেয়ে, আমি একজন স্ত্রী ,আমি একজন মা , আমি একজন উদ্যোক্তা ,
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে
"আমরা নারী তাই আমরা অনেক কিছু পারি "
বেশ কিছুদিন খাবারের অর্ডার নিতে পারিনি কারণ আমার ছেলের পরীক্ষা ছিল ।
আলহামদুলিল্লাহ ছেলের পরীক্ষা শেষ তাই আবার খাবারের অর্ডার নেয়ার শুরু করেছি 😊
😋😋😋😋😋😋
আলহামদুলিল্লাহ
ভাদ্র মাস শেষ এখন আর তেমন কোথাও পাকা তাল দেখা যায় না ,তাই বলে কি আমরা তালের পিঠা খাবো না অবশ্যই খাবো ইনশাল্লাহ।
আমি তালের পিঠা খেতে পছন্দ করি আর আমার মতো আপনারা যারা তালের পিঠা খেতে পছন্দ করেন আপনারা সারা বছর তালে পিঠা খেতে পারবেন
Food View পেইজ থেকে।
👉আজকে অর্ডার ছিলো–
♻️৩০ পিছ তালের বড়া
♻️৪০ পিছ চিকেন ফ্রোজেন মোমো
আলহামদুলিল্লাহ আজকে ৩টা অর্ডার ছিল
🥟মালিবাগ চৌধুরীপাড়া গিয়েছে ১৫ পিস চিকেন মোম।
,🍞শাহজাহানপুর গিয়েছে হাফ কেজি সবজি, চারটা নাম রুটি, ফ্রোজেন চিকেন সমুচা ৫ পিছ।
🍱বাড্ডা গিয়েছে তিন বাটি সবজি, ২০ পিস চিকেন মোমো।
কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে 🥲আজকে মিরপুর তেহারি অর্ডার ছিল আর পল্টন তালের পিঠার অর্ডার ছিল কিন্তু আজকে হরতাল থাকার কারণে এতদুর খাবার ডেলিভারি দিতে পারিনি 🙏 তার জন্য আমি আন্তরিক দুঃখিত কিন্তু আগামী কাল পল্টন তালের পিঠা যাবে ইনশাল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান
চিকেন মুন,
চিকেন পুরি ,
চিকেন মোমো,
চিকেন পকেটে বক্স,
অর্ডার নেয়া হচ্ছে কেউ অর্ডার দিতে চাইলে ইনবক্সে মেসেজ করবেন প্লিজ। এই পাঁচটা আইটেম অসাধারণ মজা ।এই সব মজার আইটেম গুলো একসাথে পাবেন এই সপ্তাহে। আপনারা তাই নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন।
😋😋😋😋❤️❤️❤️❤️👌
দুপুরের জন্য খাবার রেডি আজকে খাবার যাবে শান্তিনগর ।
আলহামদুলিল্লাহ 🥰🥰🥰
😋😋😋😋😋👌👌👌
আলহামদুলিল্লাহ 🥰
🐓ফ্রোজেন চিকেন সমুচা ৩০ পিছ।
🏔️চিকেন ফ্রোজেন মোমো ২০ পিছ,
🔥চিকেন ভেজিটেবল মোম ২০ পিছ।
জাযাকাল্লাহ
চিকেন মোমো ,চিকেন ভেজিটেবল ডোনাট, চিকেন সমুচা অর্ডার নেয়া হচ্ছে । যারা অর্ডার করতে চান তারা ইনবক্সে মেসেজ করবেন প্লিজ।
আলহামদুলিল্লাহ আজকে ছোট ছোট ৩টা অর্ডার ছিল সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
আলহামদুলিল্লাহ 🥰🥰🥰
ইলিশ পোলাও 🦈 ভেজিটেবল 🍱 মাছপিঠা🐟
ইলিশ পোলাও অর্ডার নেয়া হচ্ছে যারা অর্ডার দিতে চান তারা ইনবক্সে মেসেজ করুন 😊
আলহামদুলিল্লাহ আজ অর্ডার ছিলো গরুর কলিজার সিঙ্গারা ১০পিছ এবং খাস্তা নোনতা নিমকি ১০ পিস
আলহামদুলিল্লাহ 🥰
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Khilgaon Chowdhury Para
Dhaka
1219
New Market
Dhaka
Hey guys, Welcome to the world of BD Kitchen Items. This page is all about Kitchen Items Cooking Set, kitchen tools, Cooking Gadgets and other awesome Kitchen necessary things that...
Narayanganj, Debok
Dhaka, 1410
All kinds of food recipe.... like bangoli dishes & chinese both��
Wari
Dhaka
Assalamualaikum, "Runa's Cooking Kingdom" page has been created to share cooking tips & tricks. Tnx
Matikata-Dhaka Cantonment
Dhaka
My name is Sonia. This page is about cooking and kitchen intersection follow me also youtube
Dhaka, 1216
This page is all about the lifestyle of a simple homemaker.