Suque Al Arbaah

সুস্বাদু ও উন্নতমানে গ্রাহকের কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। ❤️

25/04/2024

পৃথিবীতে আপন বলতে কিছুই নেই। এমনকি নিজের ছায়াটা পর্যন্ত অন্ধকারে হারিয়ে যায়।

26/02/2024

Suque Al Arbaah

26/02/2024

আগে বড়দের ভয় পেতাম। ভয়ের কারন হলো সম্মান ও শ্রদ্ধা। আর এখন ছোটদের ভয় পাই। ভয়ের কারণ হলো বেয়াদবি আর অভদ্রতা।

26/02/2024

হে পুষ্প! তুমি কি তোমার জীবন অনুভব করতে পারো?
শত শত মন তোমাকে ভালোবেসে যায়, তুমি কি তাদের ভালোবাসতে জানো?
সহস্র প্রাণ তোমার প্রতি বিসর্জিত হয়, তুমি কি তাদের আস্থা অর্জন করতে পারো?
আসলে তুমি তো অসাড়, নিষ্প্রাণ। তোমাকে কেউ ভালোবাসলেও তুমি ফুল। কেউ তোমার প্রতি অভিমান করলেও তুমি ফুল। তুমি চলো তোমার নিজের গতিতে। কারো প্রতি তোমার কোনো ভ্রূক্ষেপই নেই। তবুও শত মনের ভালোবাসা ও সহস্র প্রাণের মান-অভিমান কেবল তোমারই প্রতি।
কেন হে পুষ্প-নন্দন! তুমি কেন এতোটা গুরুত্বপূর্ণ? কী-বা আছে তোমার ভেতর, যা অন্য কোনো কিছুর মধ্যে নেই? যদি বলো, "আকর্ষণ"। আমি বলবো, তুমি মিথ্যে বলছো। যদি বলো, "দেখতে সুন্দর"। আমি বলব, তোমার ধারণা ভুল। তবে আদৌ কি তোমার ভেতর আলাদা কিছু রয়েছে, যে কারণে তুমি এতটাই গুরুত্বপূর্ণ? হয়তোবা!!!!!!!

25/02/2024

২৫/০২/২৪ইং রোজ রবিবার দিবাগত-রাত। এবছর শবে-বারাআ’ত হচ্ছে এই রাতে। এ রাতে মুসলিমদের কর্তব্য হচ্ছে, সিংহভাগ রাত জাগ্রত থাকবে। এবং যতটুকু সময় জাগ্রত থাকবে, ততটুকু সময় মসজিদে বা বাসায় জায়নামাজে নফল ইবাদতে কাটিয়ে দিবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, রাত্রি জাগরণ ঠিকই হচ্ছে; কিন্তু সেই জাগরণটা কাটছে রাস্তায় ঘুরাঘুরিতে, চা য়ের দোকানে আড্ডাবাজিতে। একটি টুপি ও পাঞ্জাবি পরিধান করে রাস্তায় ঘুরাঘুরি, চা য়ের দোকানে আড্ডা, এবং আরো অনেক কিছুই.........।
এরাতে ২ শ্রেণীর লোকের দুনিয়াবি বিবেচনায় অনেক লাভ হয়। ১) যারা সাধারণ ব্যবসায়ী, যেমন, টি-স্টল, খাবার হোটেল, ফুটপাতের ভাজা-পোড়া বিক্রেতা, ফাস্ট-ফুড বিক্রেতা, মুদি দোকানী ইত্যাদি। ২) ভিক্ষুক।
এদুই শ্রেণীর লোকেরা এসকল রাতে মাথায় একটি টুপি লাগিয়ে ব্যবসা শুরু করে দেয়। যে দোকানীকে সারা বছর জুমু'আ ব্যতিত মসজিদের আশেপাশেই দেখা যেত না, সেও এরাতে একটি টুপি ও পাঞ্জাবি লাগিয়ে ব্যবসা শুরু করে দেয়। ভিক্ষুকদের তো এরাতটি একটি লাভজনক রাত। পুরুষ ভিক্ষুকরা টুপি, পাঞ্জাবি লাগিয়ে আর মহিলা ভিক্ষুকরা বোরকা থাকলে বোরকা নয়তো শাড়ীর আঁচল অথবা ওড়না দিয়ে চেহারা পেঁচিয়ে ভিক্ষা শুরু করে দেয়।
আরে ভাই, আপনি টুপি-পাঞ্জাবি পরিধান করে ব্যবসা করবেন, ভিক্ষা করবেন, এটা তো অনেক ভালো কথা। কিন্তু শুধুমাত্র এরাতে টুপি পাঞ্জাবি পরে ব্যবসা করার মানে কি!! সারা বছরের বাকি দিনগুলোতে তো আপনার মাথায় টুপি থাকে না, শরীরে পাঞ্জাবি থাকে না।
আপনি যদি সারাবছরই টুপি-পাঞ্জাবী পরে ব্যবসা করেন, তাহলে তো আপনি আপনার ব্যবসায় অনেক লাভবান হবেন। মানুষ আপনাকে বিশ্বাস করবে। টুপি ওয়ালা, পাঞ্জাবিওয়ালা হিসেবে আপনার প্রতি অনেক শ্রদ্ধা থাকবে।

আল্লাহ তা'আলা আমাদেরকে এই রাতসহ সারা জিন্দেগি বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। এবং এধরণের প্রচলিত তালে তাল মিলিয়ে চলা থেকে আমাদেরকে বিরত রাখুন। (আমীন।)

💖 প্রিয় ভাই ও বোনেরা!! সর্বশেষ কথা হচ্ছে, একটু ভাবুন! নির্জনে বসে একটু চিন্তা করুন!! এবং সর্বদা আল্লাহকে স্মরণ করুন!!!.......
জাযাকুমুল্লাহ খাইরান 💖

21/02/2024

রাসুলুল্লাহ সা. বলেছেনঃ- "যে ব্যক্তি আল্লাহ তায়ালার ৯৯ টি নাম মুখস্ত রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে"। 💖💖

Photos from Suque Al Arbaah's post 19/02/2024

আলহামদুলিল্লাহ,, 💖💖
স্টক ভরপুর রয়েছে ৫/৭ আইটেম খেজুর দ্বারা। তার মধ্যে অন্যতম হচ্ছে, আজওয়া, সুক্কারি, মরিয়ম, মাশরুক মাবরুম।
এবছর খেজুরের বাজার খুবই রমরমা। মূল্যও একেবারে তুঙ্গে। এ-সব কিছু সত্যেও আমরা কাস্টমারদের কাছে সামান্য লাভেই সেল দিয়ে যাচ্ছি। অন্যান্য শপ বা দোকান অপেক্ষা আমাদের কাছে পাবেন ১০০ থেকে ২০০ টাকা বা তার চেয়েও অধিক কমে অত্যন্ত ভালো মানের এই খেজুরের আইটেমগুলো।
তাছাড়া যদি আবার হয় কুরিয়ার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রী অথবা ৫০% কমিশন!!
তাই আর দেরী না করে অর্ডার করুন দ্রুত।
মেসেজ করুন আমাদের পেইজে.....
অথবা সরাসরি কল করুন....
01600-725288 (WhatsApp).........
বি.দ্র.:- যেকোনো খেজুর ৩ কেজির ২ বক্স অর্থাৎ, মোট ৬ কেজি অর্ডার করলে পাচ্ছেন কুরিয়ার সার্ভিস চার্জ ৫০% Off। আর ৫ কেজির ২ বক্স অর্থাৎ, মোট ১০ কেজি অর্ডার করলে পাচ্ছেন কুরিয়ার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রী।
of "Suque Al Arbaah." 💖💖

18/02/2024

মদিনার বিখ্যাত সুক্কারি এবং সুক্কারি রুতাপ খেজুর এবং সৌদি আরবের বহুল প্রচলিত মরিয়ম, মাশরুক, মাবরুম ও আজওয়া খেজুর : আজকের জন্য ৫ কেজির ২ বক্স অর্ডার করলেই পাচ্ছেন সারাদেশে হোম ডেলিভারী চার্জ একদম ফ্রি!

অন্যান্য বছর থেকে এই বছর খেজুরের দাম লাগামহীন। গতবছর যে দামে আমরা খেজুর সেল করেছি, এইবছর সেই দামে আমরা খেজুর কিনতে হিমশিম খাচ্ছি। তবুও যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে রিজেনেবল প্রাইজে ভালো কিছু প্রোভাইট করার।

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিজেনেবল প্রাইজে টশটশে মাবরুম খেজুর।
সৌদি আরব থেকে আমদানিকৃত এই সিজনের সুক্কারি খেজুর।
দেখতে যেমন আকর্ষণীয়,তেমনি সুস্বাদু।
খেজুরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং মিস্স্টি খেজুর!! দেখলেই যেন স্বাদ নিতে ইচ্ছে করে।

খেজুরগুলো অনেক রসালো ও চাবানোর সময় অনেকটা চুইংগামের মত হয়ে যায়।
এই খেজুরগুলো পৃথিবীর প্রাচীন খেজুরগুলোর অন্যতম কয়েকটি খেজুর,অনেক মিষ্টি ও রসালো,টশটশে পাকা।

সুক্কারি খেজুর প্রাকৃতিকভাবে ফাইবার সমৃদ্ধ,
অ‍্যালার্জি দূর করে,
রক্তশূন‍্যতা দূর করে,
হাড় শক্ত করে,
এছাড়াও আরো অনেক উপকার রয়েছে।

বি:দ্র: যেকোনো খেজুর ৩ কেজির ২ বক্স একসঙ্গে অর্ডার করলেই পাচ্ছেন সারাদেশে কুরিয়ার চার্জ ৫০% off। আর ৫ কেজির ২ বক্স অর্ডার করলে পাচ্ছেন কুরিয়ার চার্জ একদম ফ্রি! যারা রমজান উপলক্ষে খেজুর নিয়ে ভাবছেন তারা এখন ই সংগ্রহ করে রাখুন।

🛑 আমরা এ প্রোডাক্টগুলো সারাদেশ ব্যাপী কুরিয়ারের মাধ্যমে পাইকারি ও খুচরা ডেলিভারি দিচ্ছি।

🔰 অর্ডার করার জন্য
ইনবক্সে করুন
১. আপনার নাম
২. পূর্ণ ঠিকানা
৩. মোবাইল নাম্বারসহ আমাদের পেইজে মেসেজ করুন।

অথবা- ⁨সরাসরি কল করুন ⁨01600725288 (হোয়াটসঅ্যাপ)

আর সর্বনিম্ন ১ কেজি অর্ডার করতে হবে 🎗
আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি।
ঢাকার ভিতর প্রতি কেজি ৬০ টাকা।
আর ঢাকার বাইরে যেকোনো জেলায় প্রতি কেজি ১২০ টাকা।
১ কেজির উপরে প্রতি কেজিতে ২০ টাকা করে যোগ হবে।

আমরা সম্পূর্ণ ভাল মানের খেজুর সরবরাহে বদ্ধপরিকর। আমাদের খেজুরে আপনি সন্তুষ্ট হবেন ও বারে বারে অর্ডার করবেন ইন শা আল্লাহ।

মহান আল্লাহর দয়ায় সব সময় আমরা ভেজালবিহীন হালাল পণ্য বিক্রয়/সরবরাহ করি।কোন পণ্যে আমাদের পক্ষ থেকে একচুল পরিমানও ভেজাল দেয়া হয় না।

of "Suque Al Arbaah"💖💖

02/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ibrahim Khan, Bull Bull, صیف.الله محمحدی

19/01/2024

সেরা স্বাদে ।
উন্নত মানে........

Photos from Suque Al Arbaah's post 05/01/2024

অতিসত্বর আপনাদের কাছে আপনাদের পছন্দের "মাবরুম মরিয়ম" খেজুর পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
কয়েকদিনের ব্যবধানেই শুরু হতে যাচ্ছে এ দীর্ঘ পথচলাটি.....

18/12/2023

💗💗মা পাগল💗💗
মা এখনো অংক বুঝেনা ।
১ টা রুটি চাইলে ২ টা নিয়ে আসে ।
স্কুল যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা দেয়।
মা ইংরেজিও বুঝেনা ।
I hate u বললে I love u বলে ।
মা মিথ্যেবাদী ।
না খেয়ে বলে খেয়েছি। পেটে ক্ষুধা থাকা সত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা সন্তানের জন্য যত্ন করে তুলে রাখে ।
মা বোকা ।
সারাজীবন রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয় ।
মা চোর ।
পিকনিকে যাবো বলে রাতেই আব্বুর পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় ।
মা নির্লজ্জ ।
আম্মুকে কতবার বলি আমার জিনিসে যেনো হাত না দেয়। তবুও আম্মু নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজহাতে গুছিয়ে রাখে ।
মার কোন কমনসেন্স নেই ।
আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। বলে এতো কম কেন? এই বলে প্লেট টা ভর্তি করে দেয় ।
মা কেয়ারলেস ।
নিজের কোমরের ব্যাথা, পিঠের ব্যাথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলেনা। অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেনো উলটপালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈধ্য সব এক করে বসে ।
মা আনস্মার্ট ।
দামী দামী শাড়ি পরেনা, ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় প্রিমিটিভ হয়ে জীবনটা কাটিয়ে দেয় ।
মা স্বার্থপর ।
নিজের সন্তান ও স্বামীর জন্য আম্মু দুনিয়ার সব স্যাক্রিফাইজ করতে পারে ।
মায়েরা পৃথিবীর সবচেয়ে খারাপ। তাই আমরা সন্তানেরা তাদের এতো কষ্ট দেই তবুও তারা পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার রিপিট করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের ঝারির উপর রাখি। তবুও তারা বোকার মতো নামাজে বসে আমাদের জন্য দোয়া করে। সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে ' মা ' ডাক শুনতে চায়। সেই মমতাময়ী মাকে বৃদ্ধাশ্রমে রেখে নামায, রোজা, হজ্জ, যাকাত আরো যত ইবাদত আছে করলেও কোনো লাভ হবে না ।
আসুন আমরা মাকে ভালবাসি ।
মায়েরা তো আমাদের কাছে দামি কিছু চায়না। তাদের সামান্য যত্ন আর ভালবাসা পেলেই হল। যেই মা সারাটি জীবন এতকিছু দিয়ে গেল তাকে একটু ভালবাসা যদি আমরা দিতে না পারি তবে আমাদের মত হতভাগা সন্তানের ইহ এবং পর উভয় জীবনই বৃথা ।
----------------❤️❤️I Love ma❤️❤️--------------------
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

15/12/2023

Want your restaurant to be the top-listed Restaurant in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#followers Suque Al Arbaah
Suque Al Arbaah
রাসুলুল্লাহ সা. বলেছেনঃ- "যে ব্যক্তি আল্লাহ তায়ালার ৯৯ টি নাম মুখস্ত রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে"। 💖💖
মদিনার বিখ্যাত সুক্কারি এবং সুক্কারি রুতাপ খেজুর এবং সৌদি আরবের বহুল প্রচলিত মরিয়ম, মাশরুক, মাবরুম ও আজওয়া খেজুর : আজকের...
বৃষ্টি ভেজা এক আবছা প্রভাত......
@followers
## আপনার পছন্দের আতরটি সংগ্রহ করুন এখুনি।  প্রয়োজনে মেসেজ করুন।

Telephone

Website

Address


Mirpur 1
Dhaka

Other Food Delivery Services in Dhaka (show all)
Tazia's FooD CreatioN Tazia's FooD CreatioN
Dhaka

আসসালামু আলাইকুম ,আপনার পছন্দের খাবা?

Alhulwaa Alhulwaa
Mohakhali DOHS
Dhaka, 1206

Alhulwaa is an Arabic word means "Dessert" in English.We are specialised in homemade dessert items.

The Kacchi's The Kacchi's
DIT Project, South Baridhara, Merul Badda, Badda
Dhaka, 1212

✦ We delivered all kinds of most craved Traditional Wedding Biriyani and Kacchi in Dhaka, Narayan

খানা - পিনা খানা - পিনা
Malibag
Dhaka

Homemade Food Delivery Service available in Dhaka. Minimum Order for 4 persons. Please Place Order before the day you want to eat.

Aleena's Pantry Aleena's Pantry
Lalmatia
Dhaka

সাধ্যের মধ্যে সবকিছু ।

Nahars Kitchen Nahars Kitchen
467, West Shewrapara, Mirpur
Dhaka, 0774

Our page is about homemade food.Everyone in Bangladesh can buy food from our page.

Rumu's cake house Rumu's cake house
Abul Khayrat Road, Armanitola
Dhaka, 1100

বাড়িতে তৈরি স্বাস্থ্যকর কেক পাওয়া যায়, সুলভ মুল্যে....

First-Track Courier First-Track Courier
Badda
Dhaka, 1212

First-Track Courier is an Online Delivery Service which provides Fastest Delivery Service by Delivering all Your Precious Products at your Customer's Doorstep in less than 24 hours...

Lorin's Dessert Lorin's Dessert
Dhaka

Sweet Dessert food items .

SHEBA 100 SHEBA 100
Khilgon
Dhaka, 1219

Rafia's Kitchen Rafia's Kitchen
Uttara Sector 4
Dhaka

Assalamualaikum Everyone!! I would love to serve you Homemade Traditional, Frozen,Cheesiness,Pastry food from my Home Kitchen. Hoping your support!!

Steam and Bake Steam and Bake
Mohammadpur
Dhaka, DHAKA

Eat Fresh