Shahriar's
I am MD Al Shahariar.I am want to be a good learner and provide good knowledge among everyone.
সমাজ কিন্তু আপনার পিছু ছাড়বে না🤔😥🙄
সরকারি চাকুরি করলে সমাজ বলে, ''এই টাকায় মাস চলবে?'' বেসরকারি চাকুরি করলে সমাজ বলে, ''সরকারি চাকুরি পাও না?''😥
সরকারি চাকুরিতে সৎ থেকে খুব সাধারণ জীবন যাপন করলে সমাজ বলে, ''ছেলেটা চালু না, জানে না কীভাবে বাড়তি কামাতে হয়।''😺
সরকারি চাকুরিতে ঝলমলে জীবন যাপন করলে সমাজ বলে, ''সেই ঘুষখোর।''😡
বেসরকারি চাকুরিতে উন্নতি করলে সমাজ বলে, ''তাতে কী সরকারি জব তো আর পায়নি!''😅
বেসরকারি চাকুরি করে কোন রকমে জীবন চালিয়ে নিলে সমাজ বলে, ''কামলা খাটছে, কিছুই করতে পারল না লাইফে।''😊
আবার চাকুরি না করে ব্যবসা শুরু করলে সমাজ বলে, ''কিছু না পেরে এখন ধান্দাবাজি শুরু করছে!''😃😃
আবার কিছুই না করে বেকার থাকলেও সমাজ বলে, ''অচল মাল, জীবনে কিছু করতে পারলো না।😆😆😆
জ্বী, এটাই সমাজের বাস্তবতা।
আপনি আপনার জায়গায় ঠিক থাকলে কে কি বললো It's Noting..
তাই পারতপক্ষে সমাজের ধার না ধারাটাই উত্তম।
নিজের মত চেষ্টা করা এবং সত্য ও সৎ পথে ধৈর্য সহ চলতে থাকাটাই বড় কথা।
সৃষ্টিকর্তা যা ভাগ্যে রেখেছেন তা অবশ্যই উত্তম।
নিজের কাছে সেটা উত্তম মনে হোক বা না হোক তাতেই মঙ্গল নিহিত।
ছেঁড়া কাপড় গায়ে দিয়ে থাকলেও আপনাকে কেউ কাপড় কিনে দিবেনা। বেঁচে থাকার চেয়ে মরে গেলে মানুষের দাম বেড়ে যায়! নতুন একটা সাদা কাপড় কিনে দেওয়ার জন্য মারামারি। সে আমার ভাই, সে আমার চাচা। কাফনের কাপড় আমি কিনে দিব। অথচ বেঁচে থাকতে কেউ একটা সুতা পর্যন্ত কিনে দেয়নি। কেউ একবার দেখতেও আসেনি।
দুইদিন না খেয়ে থাকলে কেউ ফিরে তাকাবে না।
অসুস্থ হলে, যখন খেতে পারেনা। খেয়াল করলে দেখবেন, আত্মীয়স্বজন জুস,ফল,হাবিজাবি নিয়ে দেখতে আসবে।
যখন খেতে পারতো। না খেয়ে থাকতো। তখন কেউ এক কেজি চাল,আলু পর্যন্ত কিনে দেয়নি। কোনদিন দেখতে আসেনি। ভুল করেও তার বাড়ির পাশ দিয়ে গেলে ফিরে তাকাইনি। আমাদের সমাজের কি বিশ্রী নিয়ম এগুলো।
এ পজেটিভ রক্ত শূন্যতায় মৃত ব্যক্তির জানাজায়
এ পজেটিভ একশোত জন উপস্থিত। অথচ লোকটা রক্ত শূন্যতায় মারা গেলো। কেউ আসেনি রক্ত দিতে। সবাই অজুহাত দেখিয়েছে। কাজে ব্যস্ত ছিলাম। দূরে ছিলাম।
I
আমাদের যত আয়োজন মৃত মানুষকে নিয়ে। জীবিত মানুষের জন্য আমাদের কোন আয়োজন নেই। মনের ভিতর কোন দয়া মায়া নেই। সাহায্যের হাত বাড়ানো নেই।
এক হাত জমি যার ছিলো না বেঁচে থাকতে। সেই মানুষটা মারা গেলে সাড়ে তিনহাত জমি পেয়ে যায় বিনামূল্যে।
যারা ফেসবুক, লিংকডইন সহ বিভিন্ন মাধ্যমে চাকুরী গ্রূপ কিংবা নিজের প্রোফাইলে চাকুরী চেয়ে আকুতি জানিয়ে লিখেন তাদের জন্য বলি, ভাই/আপা কেউ সাহায্য করবে না। কেউ যদি করতে চায় তা আপনার মন মতো হবে না।
সবাই নিজেকে মহানুভব / সাহায্য পরাহয়ন ভাবে কিন্তু আসলে কেউ সাহায্য করেনা। শুধু শুধু সময় নষ্ট করে, নিজেকে ছোট না করে মেইল/বিডিজবস/বিভিন্ন চাকুরীর সাইট/বিশ্ববিদ্যালয়ের ক্যরিয়ার গ্রূপ /চাকুরীর গ্রূপ গুলো থেকে চাকুরীর বিজ্ঞাপন দেখে চেষ্টা চালিয়ে যান বাকিটা আল্লাহ এর উপর ছেড়ে দিন। মানুষের কাজ হলো চেষ্টা। ইন শা আল্লাহ ভালো কিছু হবেই। আল্লাহ সবার ভালো করুক। যারা চাকুরী খুঁজছেন তাদের জন্য দুআ ও শুভকামনা।
নিজেকে কখনো অন্য কারও সঙ্গে তুলনা করিনা, কারণ প্রত্যেকের পরিবেশ, পরিস্থিতি, সুযোগ, দুর্যোগ, প্রতিভা সব আলাদা আলাদা হয়। কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে প্রত্যেকে সেরা হয় নিজের নিজের জায়গায়। >>আমি আমার জায়গায় সেরা
পড়াশুনা শেষ করে বসে আছেন? চাকুরীর ট্রাই করছেন? কিভাবে স্কিল ডেভেলপ করবেন বুঝতে পারছেন না?
১. বাংলাদেশ লেবার ল এবং লেবার রুলস পড়ুন
২. পরিবেশ আইনসমূহ পড়ুন
৩. আন্তর্জাতিক বিজনেস নিয়ে পড়াশুনা করুন
৪. কম্পিউটার এর কাজ শিখতে পারেন
৫. ইংরেজিতে কথা বলা শিখতে পারেন
যেকোন ইন্টারভিউতে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বিশেষ দক্ষতা কি?
আপনি উপরোক্ত বিষয় গুলো বলতে পারবেন। অন্তত এ বিষয়ে আপনার পড়াশুনা আছে তারা বুঝে যাবেন। আপনি কিছুটা হলেও কম্পিটিটিভ এডভান্টেজ পাবেন।
গ্রামের ক্রিকেটের কিছু নিয়ম! 🏏
১- পিচ সোজা দাঁড়ালে নো বল।
২- আশেপাশে পুকুর থাকলে সেখানে উড়ে গেলে আউট।
৩- ব্যাটসম্যান আম্পায়ার দাঁড়াবে।
৪- যার ব্যাট সে আগে ব্যাট করবে।
৫- টসে জিতলেই ব্যাটিং।
৬- সিনিয়ররা আগে ব্যাট করবে।
৭- যারা জিতবে তারা পরের ম্যাচে আগে ব্যাটিং।
৮- ১ম বলটা হবে টেস্ট বল।
৯- মাঠে কোন স্থানে ছায়া পড়লে সেটা শীর্ষ নেতার স্থান।
১০- যার ব্যাট তার কথা কেউ না শুনলে ব্যাট নিয়ে সোজা বাড়ির দিকে হাটা শুরু।
১১- জুনিয়র প্লেয়াররা শুধু ফিল্ডিং করবে ব্যাট করবে সিনিয়ররা।
১২- যে বল ফাঁটাবে সেই নতুন বল কিনে আনবে।
১৩- মাগরিবের আজান দিলেই খেলা শেষ ম্যাচ ড্র।
১৪.লুঙ্গীতে লাগলেই চার।
১৫. কিপার চেইঞ্জ! আম্পায়ারকে না জানালে নো বল।
১৬.খেলায় ঝামেলা হলে রাতের আধারে এসে পিচ কুপিয়ে যাওয়া!
🏏❤️♥️❤️🏏
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
>>>>লেখাপড়া শিখে চাকরী করবেন?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
"একটু ভাবার জন্য পোস্টটা করা"
আমি আমার নিজের জন্য সম্মান
আমি আমার বাবার জন্য সম্মান
আমি আমার মায়ের জন্য সম্মান
আমি আমার ভাই,ভাবি,বোন,দুলাভাই এর জন্য সম্মান
আমি আমার পরিবারের জন্য সম্মান
আমি আমার দাদা দাদির জন্য সম্মান
আমি আমার নানা নানির জন্য সম্মান
আমি আমার চাচা চাচির জন্য সম্মান
আমি আমার মামা মামী,খালা খালু,ফুপু ফুপার জন্য সম্মান
আমি আমার শিক্ষকের ও আমার স্কুল কলেজর জন্য সম্মান
আমি আমার সমাজের জন্য সম্মান
আমি আমার গ্রামের জন্য সম্মান
আমি আমার জেলার জন্য সম্মান
আমি আমার থানা ও উপজেলার জন্য সম্মান
আমি আমার দেশের জন্য সম্মান
আমি আমার জাতি ও ধমের জন্য সম্মান।
এই গুলোর জন্যে হইলেও আমদের খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে
ইনশাহ্আল্লাহ
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
House No-8, Road No-15, Sector-6, Uttara
Dhaka
1230
Dhaka, 1216
The more you travel around, the more knowledge achieved. I enjoying my life! Thanks to Allah.
H-&, R-4, 1st Floor, Kaderabad Housing
Dhaka, 1207
We are supplying PP woven bag machineries and all kinds of Spares. Our CAT Engineering Company maintain full stock spares in our store. So contact with us.
Dhaka
Jishu Tarafder - Leadership Coach, Corporate Trainer, Author, Painter and Video Maker
Old DOHS, Banani
Dhaka, 1213
”পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনও পথ নেই, সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও”
Dhaka
Dhaka, 1207
nEhAd CEO & Founder BD Event Management & Wedding Planners (R) www.bdeventmanagement.com
Dhaka
Name : Showrav Hello: +8801681400428 BASIC Level COURSE: GARAGE (DJ REPAIRING HOUSE, DHAKA) Sta
FLAT A4, ROSANA, 25 North Road
Dhaka, 1205
Branded clothing store who provides the best quality batik and other types of clothes.
Ta-119, Hasina Monjil (2nd Floor) , Bir Uttam AK Khandaker Sarak, Gulshan-1
Dhaka, 1212
Special Correspondent & Chief Reporter Daily Dhaka Press Joint General Secretary Journalist Unity Bangladesh (JUB) Group Creator & Chief Admin Media Watch★মিডিয়া ওয়াচ Chairman & ...