Sonia & Sujon

Hello Friends" Wellcome To My Pege, Don't Forget To Follow Me❤️
বাংলাদেশ আমার অহংকার।

09/05/2024

বাহিরের ফুল দেখতে ব্যস্ত গাড়িতে বসা আরেক ফুল 😍

08/05/2024

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথের রচিত গানের মধ্যে আপনার পছন্দের গান কোনটি?

30/03/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

30/03/2024

কাঁটা চামচ ব্যবহারের টেবল ম্যানার্স।
Sonia Hossain

17/03/2024

এবার ফিতরার অ্যামাউন্ট শুনলাম

মিনিমাম ১১৫ টাকা
ম্যাক্সিমাম ২৬৪০ টাকা

মাত্র ১১৫ টাকা?

ঠিক আছে!

১১৫ তো?

ঈদ গাহে যাওয়ার সময় একটা ফকির কে দিয়ে দিলাম!

এ হচ্ছে আমাদের ফিতরার আন্ডারস্ট্যান্ডিং।

আমরা আসলে ফিতরার মূল অব্জেকটিভটাই ভুলতে বসেছি!

ফিতরার ফুল ফর্ম হলো

"সাদাকাতুল ফিতর"
যা এসেছে ফ-ত-র রুট থেকে

ফ-ত-র মানে হলো ন্যাচারাল বিহেভিয়ার বা প্রবৃত্তি

অর্থাৎ

খিদে লাগলে খাবার খাওয়া কিংবা
ললনা হেঁটে গেলে বুকে চাপ অনুভব করা

এ হলো প্রবৃত্তি

এই মাসে আমরা আমাদের ফিতরা বা প্রবৃত্তি কে বশে আনার চেষ্টা করেছি

ফ-ত-র এর আরেকটি অর্থ হলো "সমাপ্ত করা"

তাইতো সিয়াম ভাঙার বিষয়টাকে আমরা
ই-ফ-ত-র বলে থাকি
অর্থাৎ
সিয়ামকে সমাপ্ত করা

এবং

আমরা যে সারা মাস নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করলাম
এই বিষয়টার সমাপ্তি জন্য আমাদের কে যে রিওয়ার্ড দেয়া হবে

সেই রিওয়ার্ড নেয়ার খুশীর দিনটাই হলো

"ঈদ উল ফিতর"

এই খুশির দিনে কাউকে যেন কারো কাছে হাত পাততে না হয়

সবাই যেন আমরা একসাথে সেলিব্রেট করতে পারি

এই জন্যই কিন্তু এই সাদাকাতুল ফিতরের ইন্ট্রোডাকশন

এখন বলেন,

আজকের দিনে এই ১১৫ টাকা দিয়ে কি কেউ চলতে পারে?

রাসূলুল্লাহ বলেছিলেন:

"তোমরা এক সা পরিমাণ খাদ্য সাদাকাতুল ফিতরে দাও"

এক সা হলো ৪ মাদ
এবং এক মাদ হলো
দু হাত গোল করে যতটুকু খাদ্য ধারণ করা যায় তা

সেই হিসেবে এক মাদ হলো প্রায় ৬৫০ গ্রাম
এবং এক সা হলো প্রায় ২৬০০ গ্রাম

তখনকার দিনে খাদ্য বলতে ছিল
জব, কিশমিশ, পনির ও খেজুর
পরবর্তীতে যোগ হয় আটা

একটা সময় গিয়ে দেখা যায়
আটার উৎপাদন কমে গিয়েছে
তাই আটার মূল্যস্ফীতি দেখা দেয়
বাজার ঘেটে দেখা যায়
পৌনে দুই কেজি আটার দামই
এক সা পরিমাণ খেজুরের সমান

তবে এখন চিত্র ভিন্ন
আটার উৎপাদন প্রচুর
তাইতো পৌনে দুই কেজি আটার মূল্য হলো
এখন মাত্র ১১৫ টাকা

আর আমরা সুবিধাবাদীরা
সেই ১১৫ টাকার অফার লুফে
ফেতরার এই চমৎকার আইডিয়াটা নষ্ট করছি

ফিতরা যদি দেন তাহলে বলবো

বাজারের সব থেকে ভালো খেজুরের দাম অনুপাতে
ফিতরা দিন

আপনার পরিবার সদস্য ৩ জন হলে
১০ জনকে না দিয়ে
একজনকে ডেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দেয়ার চেষ্টা করুন

যা প্রায় ৮ হাজার টাকার মতো

দিয়ে বলুন

"চাচা! আপনি এইবারের ঈদের দিনটা ভালো ভাবে কাটাবেন

আপনাকে যেন কারো কাছে হাত পাততে না দেখি"!

তবেই না ফিতরার অবজেক্টিভ খানা ফুলফিল হলো!

কতই না সুন্দর হতো

যদি আমরা এভাবে ফিতরা দেয়াটা স্টার্ট করতাম!

ঈদের দিন আর কেউ তাহলে

মানুষের কাছে হাত পাতত না

পাতত কেবল স্রষ্টার কাছেই!

নোট:
লিখাটা সামর্থবানদের উদ্দেশ্যে লিখা

কারো যদি অসুবিধে থাকে

সেটার সাথে তো আর কোনো কম্প্রোমাইজ হয় না

আপনাদের হনেস্ট এবিলিটি অনুপাতে দিবেন

আলেমগণ বলেন যে

আপনার সেইদিনের প্রয়োজনের বেশি সারপ্লাস থাকলে সেই সাপেক্ষে দিবেন

আল্লাহ ইনটেনশন দেখেন

লিখার অবজেকটিভ হলো

যাদের আছে বাট আইনের ফাক ফোকর বের করার পায়তারা করছে তাদের জন্য। Sonia Hossain

13/03/2024

আমি বুঝলাম না বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেটকে যখন একজন মুনাফালোভী অধিক দামে জিনিস বিক্রি করা অসাধু ব্যবসায়ী বলছে- হোল্ড অন, তখন পাল্টা চিৎকার করায় আপনার কেন ম্যাজিস্ট্রেটকে বেয়াদব মনে হচ্ছে? সে কি ভুল করেছে?

কেউ বয়সে বেশী বড় বলে সে সম্মান ডিজার্ভ করেনা, সম্মান অর্জনের বিষয়। আইন্সটাইনকে মানুষ সম্মান করে তার কাজের জন্য।
দুনিয়ার অসংখ্য অপরাধী আমার বয়সে বড়ো- এখন কি আমার তাদের গিয়ে সালাম করা লাগবে?
কেউ যখন অনেক বেশী দামে জিনিসপত্র বিক্রি করে- তখন প্রশ্ন করাটা যৌক্তিক। ছেলের বয়সী একজন এসে আপনাকে ধমক দেয়ার রাইট রাখে, কারণ আপনি তার কাছে একজন মুনাফালোভী অসাধু ব্যবসায়ী। বাবা না, চাচা না, খালু না, মামা না- 'অসাধু ব্যবসায়ী'। আপনি তাকে সালাম করবেন কেন?

আপনি চান জিনিসপত্রের দাম কমুক, আপনি সেই সাথে চান একজন অসাধু ব্যবসায়ীকে সম্মান করে গদগদ বচনে বলা হোক- জনাব, আপনার ভুল হয়েছে? কেবল সে বয়সে বড় বলে?

ভাই, আপনি নিশ্চিত থাকেন আপনার দেশের জিনিসপত্রর দাম কমবেনা। কারণ বয়সে বড় বলে আপনি শেমিং করেছেন সেই লোককে যে এটা ঠ্যাকাতে পারতো! সে সরকারি চাকরি করে, তার বেতন হয় আপনার টাকায়, সে জানে তার জবাবদিহিতা আপনার সাথে। আপনি তাকে ঠেকাচ্ছেন কেন?

আপনি চান জিনিসপত্রর দাম কমুক, আপনি আরো চান বাপের বয়সী বলে একজন ধুরন্ধর মিথ্যাশ্রয়ী লোককে বিগলিত বদনে মিনমিন করে বলা হোক সে লোকের রক্ত পানি করা টাকা চুষে নিচ্ছে!
আপনি আসলে চান কি- একটু বলবেন?
Sonia Hossain

12/03/2024

😄😄

11/03/2024

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসের পূর্ণ ফায়েজ ও বরকত লাভ করার তৌফিক দান করুন।
Sonia & Sujon

08/03/2024

একটা কথা মনে রাখবেন তাহলে দেখবেন জীবনে কোনো আফ'সোস থাকবেনা। সেটা হলো-

“আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনার জীবনে যা হয়, সেটা আপনার জন্য কল্যাণকর ছিলো বলেই আপনি পেয়েছেন। আর যা আপনি পাননি হয়তো কোনোভাবে সেটা আপনার জন্য কল্যাণকর ছিলোনা বলেই আপনার কপালে আসেনি।”

ব্যাস! এইটুকু যদি নিজের মনকে বুঝাতে পারেন; জীবনে শান্তিতে থাকতে পারবেন, ইনশাআল্লাহ। ❤️ Sonia Hossain

06/03/2024

এক ঘণ্টা বন্ধ থাকার কারণ জানালো ফেসবুক:


মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং মেসেঞ্জার হঠাৎ এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। একই সঙ্গে ইনস্টাগ্রাম- থ্রেডও কাজ করছিল না। তবে রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা। এবার ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানিয়েছে মেটা।

মেটার প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি।

তবে মেটার এ কর্মকর্তা কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটি স্পষ্ট করেননি।
এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন।তারা বলছেন, এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা। ফেসবুক অ্যাপ আনইন্সটল করা যাবে না। এছাড়া বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন। Sonia Hossain

25/02/2024

একদিকে কত আশা, আকাঙ্খা, পরিকল্পনা আর অন্যদিকে 'কুল্লু নাফসিন জাইকাতুল মাউত'!

21/02/2024

ঢাকা শহরের কিছু এলাকার কয়েকটা বাড়ির মানবতার প্রাচীরের দৃশ্য!

এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে যাক।।

21/02/2024

এই ভাষা দিবসে তোমাদের কাছে আমার একটাই চাওয়া-

মানুষের সাথে এমন কোন আচরণ কইরোনা, যাতে তোমার আচরণে সে ভাষা হারিয়ে ফেলে"! Sonia Hossain

18/02/2024

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী অংশে নামার আইডিয়া যে প্রকৌশলী করেছেন, তিনি সাধারণ মানুষ নন।
সাক্ষাত শূন্য দশকের কবি।

কী দুর্বোধ্য কবিতা তার।
মহাখালী নেমে মহাখালী দিয়ে বের হবার কোনো উপায় নেই, ঘুরে আসতে হয় বনানী দিয়ে।

বাস, ট্রাক নয় এ যেনো শব্দের জ্যাম ঠেলে পুনরায় মহাখালী ফেরার চেষ্টা...🤔 Sonia Hossain

04/02/2024

অসাধারণ ফটোগ্রাফি,যেন গাছের ডালে মেঘ বসে আছে❤️ Sonia Hossain

04/02/2024

মোড়ের সিঙ্গারার দোকানে আগে সিঙ্গারার সাথে বাটিতে পেয়াজ দিত এক পিস

এখন আর দেয় না… কারণ পেয়াজের দাম ঊর্ধ্বগতি

আজকে যেয়ে বললাম, 'মামা কুইক সিঙ্গারা লাগাও'

বাটিতে পেয়াজ তো নাইই, সিঙ্গারাও নাই… শুধু সস দিয়েছে কয়েক ফোটা

আমি লজ্জায় জিজ্ঞেস করতে পারছি না, “ভাই সিঙ্গারাটা কই? জানি বাজারে আলুর দামেরও ঊর্ধ্বগতি … কিন্তু তাই বলে এরকম রসিকতা করবেন?”

নাকি... নাকি তাড়াহুড়ায় আনতে যেয়ে সিঙ্গারা নিচে পড়ে গেছে? আমি উপুত হয়ে সিঙ্গারা খুঁজছি"! Sonia Hossain

03/02/2024

যার ভিতরে আল্লাহর ভয় নাই। তার বিবেক বলতে কিছুই নাই।

03/02/2024

জীবনেন প্রথম দেখলাম কলা গাছেও নাকি রস হয়😄
Sonia Hossain

19/01/2024

রাত ২ টার কিছু সময় পর…

তোমাদের এই শহরে,
পায়ে পায়ে এঁকে দিলাম রক্ত আলতা আ*গুন।
Sonia Hossain

16/01/2024

আরেকটু ঠান্ডা পড়লে সব কিছুর দাম ডলারে হিসাব করা শুরু করব।

সকালে দেখি এক আটি পালং শাকের দাম কোয়ার্টার ডলার.. মোহাম্মদপুর থেকে উত্তরা সিএনজি ভাড়া হাফ পাস্ট নাইন ডলার… ইন্সেইন ব্যাপার স্যাপার।

আবহাওয়া পেয়েছি কানাডার কিন্তু অর্থনীতি দেখি সেই আগেরটাই আছে😏

14/01/2024

পৌষের শীতে কাঁপছে দেশ, রয়েছে বৃষ্টিপাতের সম্ভবনা।

14/01/2024

তুমি আসনা বলে
শীতের বিকালের সুগন্ধ নাকে লাগে না।

14/01/2024

পৌষের শেষে শীতে কাঁপছে দেশ।

13/01/2024

ফুল গুলো পৃথিবীর হাসিমুখ.....!

Sonia Hossain

13/01/2024

একটা সম্পর্কে থাকা অবস্থায় অন্য একটা মানুষকে ভাল লাগতে পারে। তার কথা ভেবে দু একটা নির্ঘুম রাত কাটিয়ে দেওয়ার মতন তীব্র এক ঢেউ আছড়ে পড়তে পারে বুকে। শিতল একটা অনুভূতির হাওয়া লাগতে পারে মন ও শরীরে।
এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। কখনো কখনো কারো প্রতি দূর্বলতা সৃষ্টির পেছনে আমাদের নিয়ন্ত্রন থাকেনা।

একটা সম্পর্কে থাকার পরও যখন আরেকটা মানুষের প্রতি সাময়িক মোহ কাজ করে, তখন নিজের সাথে নিজের একটা তুমুল যুদ্ধ করতে হয়। এই আভ্যন্তরিন যুদ্ধে নৈতিকতার বিজয় হওয়া জরুরী।

একটা মানুষের সাথে আপনি যখন একটা কমিটমেন্টে থাকবেন, তখন নতুন মোহ, মুগ্ধতা, প্রেম, ভালোবাসা, আগ্রহ ও আকর্ষনকে উপেক্ষা করে আপনাকে আপনার নৈতিকতা ও সততার মুখোমুখি দাঁড়াতে হবে। আপনি চাইলেই নিজের সাময়িক আগ্রহকে প্রশ্রয় দিতে পারেন, তবে তার আগে যেটা সবচেয়ে বেশি জরুরী, তা হলো- আপনার সাথে সম্পর্কে থাকা ওপাশের মানুষটার কথা ভাবতে হবে।

একটা মানুষ আপনাকে বিশ্বাস করে পৃথিবীর কোন এক কোণে আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে গভীর ভাবে ভালোবাসছে, আপনার সাথে তার সমস্ত জীবন খরচ করবার মতন সিদ্ধান্ত নিয়ে বসে আছে; তার প্রতি আপনার সামান্য বিশ্বস্ততার চর্চা করা উচিত। সম্পর্কের কিছু দায়বদ্ধতা আছে, তাকে এড়িয়ে যাওয়া যায়না।

যখন একটি সম্পর্কে থাকা অবস্থায় নতুন কারো জন্য হাসফাস লাগবে, তখন নিজের সাথে নিজেই একটি যুদ্ধে নামুন। এই যুদ্ধ মূলত আবেগের সাথে দায়িত্ববোধ ও নৈতিকতার যুদ্ধ। এই যুদ্ধ, সততার যুদ্ধ। এই যুদ্ধ, বিশ্বাসের বিনিময়ে বিশ্বস্ততা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ। এখানে হেরে গেলেন মানে, সামান্য মোহের কাছে আপনার নৈতিকতা ও সততা হেরে গেলো। একটা বিশ্বাসের সম্পর্ক হেরে গেলো।

মানুষটা দূরে থাকুক বা কাছে; দেখুক বা না দেখুক- যখন একটি সম্পর্কে থাকবেন, তখন কমিটমেন্ট রক্ষা করা ও সৎ থাকার চেষ্টা করবেন। লয়্যালিটি মেইনটেইন করবেন।
জীবন সুন্দর হবে।
Sonia Hossain

07/01/2024

বউয়া ভাত এর সাথে বিভিন্ন ধরনের ভর্তা ও মাছ ভাজা। জয়া'স কিচেন। #বউয়া #ভাত #
Sonia Hossain

07/01/2024

স্পেশাল ঝাল হাঁসের মাংস, জয়া'স কিচেন। #হাঁসের #মাংস #রান্না।
Sonia Hossain

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আমি বুঝলাম না বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেটকে যখন একজন মুনাফালোভী অধিক দামে জিনিস বিক্রি করা অসাধু ব্যবসায়ী বলছে- হোল্ড অ...
😄😄
বউয়া ভাত এর সাথে বিভিন্ন ধরনের ভর্তা ও মাছ ভাজা। জয়া'স কিচেন। #বউয়া #ভাত # #everyone #foodSonia Hossain
স্পেশাল ঝাল হাঁসের মাংস, জয়া'স কিচেন।  #হাঁসের #মাংস #রান্না।Sonia Hossain
মামার বাসায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন। #happynewyear #everyone Sonia Hossain
আমাদের কন্যা তানফা'র হলুদ সন্ধ্যায়। ২
প্রবল যুদ্ধ বিদ্রোহে আগলে রেখে জয় করে নেয়া এক গল্প এখানে। ভালবাসার ভাগ্য সম্ভবত নিজের চাওয়া দিয়েই লিখিয়ে নিতে হয় সৃষ...
সকল বিষাদ জয় করে আসা প্রেম। সিয়াম & তানফা।❤️🌹❤️Mrs Sonia & Mr Sujon
ভালোবাসা কি যে সুন্দর, যদি মানুষটা হয় মনের মতন। প্রতিটা ফ্রেমে একেকটি গল্প আর আর পূর্নতা গাথা। #mrssonia& #Mrsujon
তানফা'র হলুদ সন্ধ্যা। ❤️🌹
তানফা'র হলুদ সন্ধ্যা। ❤️🌹

Category

Telephone

Website

Address


Dhanmondi Dhaka
Dhaka
1207

Other Digital creator in Dhaka (show all)
Ðesign Phenomena Ðesign Phenomena
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212

Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.

Rj Raju Rj Raju
Gulshan 1
Dhaka, 1212

Official Page of Rj Raju. The Vocal Of band ONTOPUR ( Bangladesh)

Ghash Foring Ghash Foring
Dhaka, 1216

•♥•♥•♥ ☜ Most exclusive video channel ☞ ♥•♥•♥•

LIHAN LIHAN
Dhanmondi
Dhaka

HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....

Infoluent Infoluent
Dhaka, 1205

জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।

Funny World Funny World
All The Funny Turn
Dhaka

This is all about fun. We are gathering all the funny moments of life....

Abida's Design Abida's Design
Dhaka

গায়ে হলুদের ডেকোরেশন এর জন্য যোগাযোগ করতে পারেন - 01712636042

Syed Faiyaz Rabbi Syed Faiyaz Rabbi
Dhaka

+++ page is still under construction +++

Tiger Critics BD Tiger Critics BD
Cricket@BD24/7
Dhaka

This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)

দেশের হালচাল দেশের হালচাল
Dhaka, 1215

দেশের হালচাল নিয়ে আপনার পাশে আমরা

The Special LTD. The Special LTD.
Haragach, Rangpur. Bangladesh
Dhaka

ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️

Sobor-ধৈর্য Sobor-ধৈর্য
Dhaka

"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ