Nisfiyya - نصفي - নিসফিইয়্যা

Nisfiyya stands for medium. So, our high-quality products will be at medium prices.

13/06/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mohammad Rithan, Mamduh Te Loy Haye, Raj Tareq, Jubayed Hasan Jumon, Rahat Hossain

12/06/2024

Big shout out to my newest top fans! 💎

Rahat Hossain, Sazzadur Rahman, Saira Binte Alom

11/06/2024

ঈদুল আজহার পূর্বে আজকেই আমাদের শেষ অর্ডার কালেকশন।
ঈদের পরে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ।

09/06/2024

আমাদের শেষ ডেলিভারি
সারাদেশে ১৩/০৬/২০২৪
ঢাকা টু ঢাকা ১৪/০৬/২০২৪

Photos from ‎Nisfiyya - نصفي - নিসফিইয়্যা‎'s post 05/06/2024

শুরু হচ্ছে ক্রাউডেড দিনগুলো।
কোরবানীর হাট,
ঈদুল আজহার নামাজ,
গরু জবাই,
পরের দিন বাইরে ঘুরতে যাওয়া।
প্রতিটা সময়েই কড়া রোদ প্রায় মাথার উপরে থাকবেই। এসময়ে নিজের বডি স্মেল কন্ট্রোলে না থাকলে এতো মানুষের ভিড়ে নিজেকে স্ট্যান্ড আউট করাতে পারবেনই না। তাই নিসফিয়্যা থেকে শুরু হলো কোরবানী ক্যাম্পেইন।

গরুর হাটে যাওয়ার সময় উপোযুক্ত পারফিউমঃ

পারফিউম দে এস্পেসিয়া।

নোটসঃ টপ নোটসঃ সী ওয়াটার, লেভেন্ডার, মিন্ট, গ্রীন নোটস, রোজ মেরী, ক্যালোন, কোরিয়ান্ডার
মিড নোটসঃ স্যান্ডালউড, নেরোলী, জেরোনিয়াম, জেসমিন,
বেজ নোটঃ মাস্ক, ওকমোস, টোবাকো, সিডার, এম্বারগিস
লংজেভিটি: ৫-১২ ঘন্টা (টেস্টেড বাই কাস্টমার)

এই পারফিউমের ঘ্রাণটা কেমন হবে?
মাঝারী ঘ্রাণ। রিফ্রেশিং। প্রচুর ছড়ায়। স্পোর্টি একটা ফিল দেয়। রিচ স্মেল । এনার্জেটিক এন্ড রিচ ভাইব ক্রিয়েট করে। কামলা খাটতে হয় এমন যে কোন জায়গায় ইউজ করার মতন স্মেল।

প্রাইজঃ ৫০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা

ঈদের নামাজে যাওয়ার জন্য উপোযুক্ত পারফিউমঃ

উডি ব্লাস্ট
নোটস টপ: টমেটো লিফ, ফ্রেসিয়া, রোজ

নোটস মিডল: রোজ, সান্ডালউড, সিডার, জেসমিন

নোটস বটম: লেদার, আগরঊড, মাস্ক, ওকমোস, এম্বারগিজ।

একচুয়াল ঘ্রান: সুইট-উডি মিক্সড ( মিষ্টি + কাঠ + টোবাকো টাইপের মারাত্মক সুন্দর মেনলি স্মেল)।

লংজিভিটি: মাশাল্লাহ ২৪ ঘন্টা +। একবার ব্যবহারে অন্য ওই জামায় আগামী ৩/৪ দিন অন্য পারফিউম ইউজ করার সুযোগ নেই।

সাইলেজ (ছড়ায় কেমন): বডি হিটে পাগলের মতন ছড়াতে থাকে। এক ভাইয়া টেস্টার ইউজ করে জুম্মায় শেষের কাতারে গিয়ে নামাজ পড়েছেন। ঘরে ফেরার পরে তার সামনের কাতারে নামাজ পড়া চাচা জিজ্ঞেস করছেন " কিরে ভাইস্তা কি মারসোস? এই ঘ্রাণ তো আমি সামনের কাতার থেকে পাইসি"।
আরেক ভাইয়া এইটা ইউজ করে ৮০ স্পিডে বাইক চালিয়ে গিয়েছে। আমি নিজে সে রাস্তায় হাটার সময় সে যে এই রাস্তা দিয়ে গিয়েছে তা বুঝেছি শুধু মাত্র তার ঘ্রাণে। আরো কিছু বলা উচিত হবে বলে মনে করছি না।

হার্ডকোর মেনলি ঘ্রাণ। সবার পছন্দ হওয়ার মতন। একথা এইজন্য বলতেছি কারণ নোটসে ফুলের ছড়াছড়ি দেখে যে কেউ এটাকে ইউনিসেক্স পারফিম ভেবে ভুল করতে পারেন।

যাদের জীবনে পার্টি শার্টি বা লোক সমাগম কম। যারা চান না আসলে তাদেকে কেউ নোটিস করুক তাদের উচিত না এই পারফিউম ব্যবহার করা।

কারণ এই পারফিউম ব্যবহারে এক হাত দূর থেকে মানুষ তাকিয়ে থাকবে শুধু ঘ্রাণ পেয়ে।
হাইলি এংগেজড কমপ্লমেন্ট গেটার পারফিউম মনে হয় না সব সময় ইউজ করা ঠিক হবে। মাঝে মাঝে ইউজ করাই ভালো।

প্রাইজঃ ৫০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা

গফ/বউ নিয়ে আউটিংয়ের পারফিউমঃ

পারফিউম দে জোভেনঃ

টপ নোটস: লেমন, গ্রীন নোটস, বার্গামট, পাইনাপেল, মেন্ডারিন অরেঞ্জ, কার্ডামোম, পাপায়া।
এস্পেশাল এডিশনে টপ নোট বুস্টেড থাকবে। ফলে ছড়াবে ভবের ছড়ানো।
লংজেভিটি কিছুটা কমতে পারে।

মিড নোটস: লিলি অফ দা ভ্যালী, জেসমিন, ভায়োলেট, নাটমেগ, রোজ, অরিস রুট, ফ্রেসিয়া।
বেজ নোটস: গ্রীন একোর্ড, মাস্ক, ক্যাডার, স্যান্ডালউড, ওকমোস, গ্রীন টি, এম্বার।
মেইন একোর্ডসঃ সিরটাস, গ্রীন, উডি, পাউডারী, হোয়াইট ফ্লোরাল, ফ্রেশ, এরোমেটিক, ফ্রেশ স্পাইসি, ফ্লোরাল, মাস্কি।
লংজেভিটি: ৫-১২ ঘন্টা (টেস্টেড বাই কাস্টমার)
এই পারফিউমের ঘ্রাণটা কেমন হবে?
চিকন হালকা মিষ্টি টাইপের একটা ঘ্রাণ। ঘ্রাণে মন ভালো হয়ে যাওয়ার একটা আবেশ আছে। ফুল রিফ্রেশিং একটা ঘ্রাণ। মেয়েরা তার সঙ্গীর শরীরে এমন একটি ঘ্রাণ আশা করে। কোথায় ব্যাবহার করার জন্যে বেস্ট? যে কোন গ্যাদারিং এরিয়া, পার্টি, বিয়ে, বার্থডেতে যেতে পারেন। ডেটে অথবা পাত্রী দেখতে অবশ্যই এই পারফিউম দিয়ে যাওয়া উচিত। একটি কাস্টমার এক্সপেরিয়েন্স? আমাদের থেকে একজন সম্মানিত ভদ্রলোক এই পারফিউম কিনে, বন্ধু মহলে যান। তার বন্ধুরা তার কাছে জিজ্ঞেস করে সে কি পারফিউম ব্যাবহার করেছে? তিনি আমাদের এই পারফিউমের কথা বলেন। তার মধ্যবয়স্ক বন্ধু বান্ধব তার কাছ থেকে এক রকম জোর করে পারফিউমটি নিয়ে যায় এবং তাকে আরো ১০ টা অর্ডার করে নিয়ে আসতে বলে।

এটা একটা ইউনিসেক্স পারফিউম।

প্রাইজঃ ৫০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা

ঘরোয়া পার্টিতে ব্যবহারের পারফিউমঃ
ভ্যানিলা পাইনাপেলঃ
টপ নোটসঃ লেমন, পাইনাপেল, বারগামোট, এপল

মিডল নোটসঃ ব্রিচ, জেসমিন, রোজ

বেইজ নোটসঃ
মাস্ক, এম্বারগীজ, পাচুলী, ভ্যানিলা।

লংজেভিটি: ৫-১২ ঘন্টা (টেস্টেড বাই কাস্টমার)

পারফিউমের ঘ্রাণটা কেমন হবে?
ঘ্রানের কথা চিন্তা করলে এর চেয়ে বেস্ট স্মার্ট মডার্ণ স্মেল আর হয় না। পুরো ঘর মাতোয়ারা করতে এর চেয়ে ভালো স্মেল হয় না। এটা মডার্ণ এন্ড ডিসেন্ট স্মেলের পারফিউম। নিয়ম করে এই পারফিউম ব্যবহার না করলে এর বেস্ট টা আপনি পাবেন না। গোসলের পরে ১০/১৫ পাফ মারবেন তারপরে বের হবেন। এটা আপনার মন মস্তিষ্ক ভালো রাখবে।
খুব কড়া রোদে অথবা দিনের বেলায় এই পারফিউম খুব ভালো কাজ করে না। রাতের বেলা ঠান্ডায় এই পারফিউম বেস্ট।
প্রাইজঃ ৫০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা

অফিসে যাওয়ার পারফিউমঃ
পারফিউম দেল জেফ
টপ নোটস: এপল, পাল্ম, লেমন, বার্গামট, ওকমোস, জেরেনিয়াম।
এস্পেশাল এডিশনে টপ নোট বুস্টেড থাকবে। আরো থাকবে এক্সট্রা এডেড সুইট বোম্ব। এলাকা জুড়ে থাকবে মিষ্টি ও মোহনীয় একটা ঘ্রাণ।
লংজেভিটি কিছুটা কমতে পারে।

মিড নোটস: সিনামোন, মেহেগনী, কারনাশন।

বেজ নোটস: ভ্যানিলা, স্যান্ডালউড, ক্যাডার, ভ্যাটিভার, অলিভ ট্রী।

লংজেভিটি: ৫-১২ ঘন্টা (টেস্টেড বাই কাস্টমার)
এই পারফিউমের ঘ্রাণটা কেমন হবে?
বস টাইপের একটা ঘ্রাণ, কর্পোরেট অফিসের বসেরা যে রকমের একটা ঘ্রাণ ব্যাবহার করে থাকেন। ঠিক সেই রকমের ঘ্রাণ। জেফ ব্যাবহারে কিং কিং একটা ভাব আসে। মনে হয় যেন আমিই বস। কোথায় ব্যাবহার করার জন্যে বেস্ট? কর্পোরেট পার্টি, অফিস, বিজনেস সেন্টারে অথবা কোন মিটিংয়ে।
প্রাইজঃ ৫০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা

03/06/2024

চলেন আজকে পারফিউম নিয়ে আলাপ আলোচনা করি।
পারফিউম হলো একটা সিম্বল অব এলিগেন্স। আগের যুগের রাজা বাদশাগণ শুধুমাত্র পারফিউম ব্যবহার করতো। আর এই যুগে স্টাইলিশ লুকের সাথে যদি একটা সুইট্যাবল পারফিউম আপনি ব্যবহার না করতে পারেন তাহলে আপনার লুকটা পানসে হয়ে যাওয়ার জন্য যথেষ্ঠ।
আবার সুইটেবল পারফিউম যদি সিলেক্ট করতে না পারেন তাহলে তো আপনার স্টাইলিশ লুক আর ইজ্জত সব মাটি করার জন্য একটা কাচ্চি বেলীই যথেষ্ঠ।
তাই আপনাকে জানতে হবে, কোন পারফিউম চুজ করতে হবে।
ঘ্রাণের দিক থেকে যদি পারফিউমকে ক্যাটাগরাইজ করি তাহলে দেশের বাজারে দুই ধরণের পারফিউম আপনি পাবেন। এরাবিক পারফিউম এবং ওয়েস্টার্ণ পারফিউম।
এরাবিক মানে হচ্ছে যেগুলো থেকে আতর টাইপের একটা ঘ্রাণ আসে। যেগুলো ব্যবহার করলে পবিত্র পবিত্র একটা ভাব আসে। মনে হয় যেন মাত্রই পূন্যের সমুদ্র থেকে ডুব দিয়ে এসেছেন।
ভালো মানের উদ, কস্তরী, অথবা ভালো ভালো ব্র্যান্ড যেমনঃ লাতাফা, হিন্দ আল উদ, আল হারামাইন, সুইস এরাবিয়ান ইত্যাদী এরা সবাই এরাবিয়ান পারফিউমের জন্যে বিখ্যাত।
ওয়েস্টার্ণ, মানে হচ্ছে যেগুলোকে আমরা বলি সেন্ট। অবচেতন মনেই আমরা ফ্রেঞ্চ পারফিউমগুলোকে মেনশন করি যে ঘ্রাণের কারণে সেটাই হলো ওয়েস্টার্ণ পারফিউম। সব পারফিউম যে ফ্রান্সেই তৈরী হয় বিষয়টা এমন ও না। তবে ওয়েস্টার্ণ পারফিউমের বিপ্লব টা ফ্রান্সের লোকজনই করেছিলো। তাই তাদের নাম সর্বাগ্রে চলে আসে। থাইল্যান্ড থেকে শুরু করে ইউরোপ আমেরিকা জাপান চীন এখন সবাই ওয়েস্টার্ণ বানায়। আজকে আমাদের আলোচনার মূল বিষয়ই হচ্ছে এই ওয়েস্টার্ণ পারফিউম নিয়ে।
তাই, যারা এরাবিক স্মেলের পারফিউম পছন্দ করেন তাদের সাথে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে।
আপনি যদি পারফিউম নিয়ে কিছুটা ঘাটাঘাটি করে থাকেন তাহলে হয়তো আপনি জানবেন বিশ্বজুড়ে ওয়েস্টার্ণ পারফিউমের ডিমান্ড এখন কি পরিমান! সেই সাথে ওয়েস্টার্ণ পারফিউমের প্রাইসিং টাও বেশ এক্সপেন্সিভ। আর ঘ্রাণগুলো তো যাস্ট কাপিয়ে দেওয়ার মতন।
সেই কাপিয়ে দেওয়া ঘ্রাণগুলো নিয়েই নিসফিয়্যার পথ চলা।
চলুন তাহলে জানা যাক আমরা নিসফিয়্যা থেকে ওয়েস্টার্ণ স্মেলের কি কি সিম্বলিক পারফিউম অফার করছি?

১. পারফিউম দে জোভেন
টপ নোটস: লেমন, গ্রীন নোটস, বার্গামট, পাইনাপেল, মেন্ডারিন অরেঞ্জ, কার্ডামোম, পাপায়া।
এস্পেশাল এডিশনে টপ নোট বুস্টেড থাকবে। ফলে ছড়াবে ভবের ছড়ানো।
লংজেভিটি কিছুটা কমতে পারে।

মিড নোটস: লিলি অফ দা ভ্যালী, জেসমিন, ভায়োলেট, নাটমেগ, রোজ, অরিস রুট, ফ্রেসিয়া।
বেজ নোটস: গ্রীন একোর্ড, মাস্ক, ক্যাডার, স্যান্ডালউড, ওকমোস, গ্রীন টি, এম্বার।
মেইন একোর্ডসঃ সিরটাস, গ্রীন, উডি, পাউডারী, হোয়াইট ফ্লোরাল, ফ্রেশ, এরোমেটিক, ফ্রেশ স্পাইসি, ফ্লোরাল, মাস্কি।
প্রোজেকশন: ৯০% একুরেট।
লংজেভিটি: ৫-১২ ঘন্টা (টেস্টেড বাই কাস্টমার)
এই পারফিউমের ঘ্রাণটা কেমন হবে?
চিকন হালকা মিষ্টি টাইপের একটা ঘ্রাণ। ঘ্রাণে মন ভালো হয়ে যাওয়ার একটা আবেশ আছে। ফুল রিফ্রেশিং একটা ঘ্রাণ। মেয়েরা তার সঙ্গীর শরীরে এমন একটি ঘ্রাণ আশা করে। কোথায় ব্যাবহার করার জন্যে বেস্ট? যে কোন গ্যাদারিং এরিয়া, পার্টি, বিয়ে, বার্থডেতে যেতে পারেন। ডেটে অথবা পাত্রী দেখতে অবশ্যই এই পারফিউম দিয়ে যাওয়া উচিত। একটি কাস্টমার এক্সপেরিয়েন্স? আমাদের থেকে একজন সম্মানিত ভদ্রলোক এই পারফিউম কিনে, বন্ধু মহলে যান। তার বন্ধুরা তার কাছে জিজ্ঞেস করে সে কি পারফিউম ব্যাবহার করেছে? তিনি আমাদের এই পারফিউমের কথা বলেন। তার মধ্যবয়স্ক বন্ধু বান্ধব তার কাছ থেকে এক রকম জোর করে পারফিউমটি নিয়ে যায় এবং তাকে আরো ১০ টা অর্ডার করে নিয়ে আসতে বলে।
প্রাইজঃ ৫০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা

২. পারফিউম দেল জেফ
টপ নোটস: এপল, পাল্ম, লেমন, বার্গামট, ওকমোস, জেরেনিয়াম।
এস্পেশাল এডিশনে টপ নোট বুস্টেড থাকবে। আরো থাকবে এক্সট্রা এডেড সুইট বোম্ব। এলাকা জুড়ে থাকবে মিষ্টি ও মোহনীয় একটা ঘ্রাণ।
লংজেভিটি কিছুটা কমতে পারে।

মিড নোটস: সিনামোন, মেহেগনী, কারনাশন।

বেজ নোটস: ভ্যানিলা, স্যান্ডালউড, ক্যাডার, ভ্যাটিভার, অলিভ ট্রী।

লংজেভিটি: ৫-১২ ঘন্টা (টেস্টেড বাই কাস্টমার)
এই পারফিউমের ঘ্রাণটা কেমন হবে?
বস টাইপের একটা ঘ্রাণ, কর্পোরেট অফিসের বসেরা যে রকমের একটা ঘ্রাণ ব্যাবহার করে থাকেন। ঠিক সেই রকমের ঘ্রাণ। জেফ ব্যাবহারে কিং কিং একটা ভাব আসে। মনে হয় যেন আমিই বস। কোথায় ব্যাবহার করার জন্যে বেস্ট? কর্পোরেট পার্টি, অফিস, বিজনেস সেন্টারে অথবা কোন মিটিংয়ে।
প্রাইজঃ ৫০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা

৩. পারফিউম দে এস্পেসিয়া
টপ নোটসঃ সী ওয়াটার, লেভেন্ডার, মিন্ট, গ্রীন নোটস, রোজ মেরী, ক্যালোন, কোরিয়ান্ডার
মিড নোটসঃ স্যান্ডালউড, নেরোলী, জেরোনিয়াম, জেসমিন,
বেজ নোটঃ মাস্ক, ওকমোস, টোবাকো, সিডার, এম্বারগিস
লংজেভিটি: ৫-১২ ঘন্টা (টেস্টেড বাই কাস্টমার)
এই পারফিউমের ঘ্রাণটা কেমন হবে? মঝারী ধরনের কড়া ঘ্রাণ। রিফ্রেশিং। প্রচুর ছড়ায়। প্রথমে খারাপ লাগলেও আস্তে আস্তে ঘ্রাণ কোমল হয়ে আসে। স্পোর্টি একটা ফিল দেয়। কোথায় ব্যাবহার করার জন্যে বেস্ট? কামলা খাটতে হয় এমন যে কোন জায়গায়। যেমনঃ বেবী টেক্সি ডাকা। খেলা ধুলা করা (ফিজিক্যাল)। জিমে যাওয়ার সময়, নাচার সময় ইত্যাদী।
প্রাইজঃ ৫০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা

৪. লা সামিয়্যা দেলামোরঃ
টপ নোটসঃ গ্রেপফ্রুট, লেমন, মিন্ট, পিংক পেপার, বার্গামোট, এলদেহাইডস, কোরিয়েন্ডার।
মিডল নোটসঃ জিঞ্জার, নাট মেগ, জেসমিন, মেলোন।
বেজ নোটঃ ইন্সেন্স, এম্বার, সীডার, স্যান্ডালউড, পাচুলী, এম্বারউড, ল্যাবডানাম।
লংজেভিটি: ৫-১২ ঘন্টা (টেস্টেড বাই কাস্টমার)
এই পারফিউমের ঘ্রাণটা কেমন হবে?
চাপা ঘ্রাণ। খুবই সুন্দর। খুব কড়া বা খুব হালকা ও না। ফ্রেশ সেন্ট। রুম টেম্পারেচারে খুব সুন্দর ছড়ায়। এসি রুম থাকলে বেশী ছড়ায়। মন ভালো করে দেওয়ার মতন বড়লোকি ঘ্রাণ। কোথায় ব্যাবহার করার জন্যে বেস্ট? কাউকে কনভিন্স করতে গেলে ব্যাবহার করে যেতে পারেন। আর আপনি যদি চুপ চাপ লেভেলের মানুষ হয়ে থাকেন তবে আমি বলবো এটা মাস্ট ভালো লাগবেই।
প্রাইজঃ ৭০০ টাকা
ডেলিভারী চার্জঃ ১০০ টাকা
যেহেতু, অনলাইন থেকে ব্লাইন্ড বাই করা একটু কঠিন তাই আমরা যতভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। ওয়েব সাইটে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। পারফিউম কালেক্টর হলে সেখান থেকে দেখে নিতে পারেন। নীচের শপ নাউ বাটনে ক্লিক করলে সরাসরি ওয়েব সাইটে আপনাকে রিডিরেক্ট করবে।
ফেছবুকে “Nisfiyya” লিখে পোস্ট ঘাটা ঘাটি করলে আমাদের সম্মন্ধে আরো জানতে পারবেন। আমাদের পেইজের রিভিউ ট্যাব টাও চাইলে ঘুরে দেখতে পারেন।
আরো কিছু যদি জানার থাকে তাহলে সরাসরি আমাদের পেইজে মেসেজ দিন অথবা কল করুন আমাদের পেইজে দেওয়া নাম্বারে।

বিঃ দ্রঃ আমাদের ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারী ছাড়া অন্য কোন অপশন এভেইলেবল নেই।

01/06/2024
28/05/2024

সারাদেশে ব্যাপক ঝড় বৃষ্টির কারণে ডেলিভারী দিতে দেরী হচ্ছে সেজন্য আমরা অত্যন্ত দু:খিত।

আজ কালকের মধ্যে ইনশাআল্লাহ ইন্সাইড ঢাকা ডেলিভারী পেয়ে যাবেন এবং আউটসাইড ঢাকা ৩-৫ দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

26/05/2024

সেকেন্ড টাইম স্টক আউটের পথে...

Photos from ‎Nisfiyya - نصفي - নিসফিইয়্যা‎'s post 26/05/2024

Update: Restocked

আপডেট: আমাদের পারফিউম ফ্যামিলির নতুন সদস্য Woody Blast (inspired by Rasasi Shuhrah).

নোটস টপ: টমেটো লিফ, ফ্রেসিয়া, রোজ
নোটস মিডল: রোজ, সান্ডালউড, সিডার, জেসমিন
নোটস বটম: লেদার, আগরঊড, মাস্ক, ওকমোস, এম্বারগিজ।

একচুয়াল ঘ্রান: সুইট-উডি মিক্সড ( মিষ্টি + কাঠ + টোবাকো টাইপের মারাত্মক সুন্দর মেনলি স্মেল)।

লংজিভিটি: মাশাল্লাহ ২৪ ঘন্টা +। একবার ব্যবহারে অন্য ওই জামায় আগামী ৩/৪ দিন অন্য পারফিউম ইউজ করার সুযোগ নেই।

সাইলেজ (ছড়ায় কেমন): বডি হিটে পাগলের মতন ছড়াতে থাকে। এক ভাইয়া টেস্টার ইউজ করে জুম্মায় শেষের কাতারে গিয়ে নামাজ পড়েছেন। ঘরে ফেরার পরে তার সামনের কাতারে নামাজ পড়া চাচা জিজ্ঞেস করছেন " কিরে ভাইস্তা কি মারসোস? এই ঘ্রাণ তো আমি সামনের কাতার থেকে পাইসি"।
আরেক ভাইয়া এইটা ইউজ করে ৮০ স্পিডে বাইক চালিয়ে গিয়েছে। আমি নিজে সে রাস্তায় হাটার সময় সে যে এই রাস্তা দিয়ে গিয়েছে তা বুঝেছি শুধু মাত্র তার ঘ্রাণে। আরো কিছু বলা উচিত হবে বলে মনে করছি না।

হার্ডকোর মেনলি ঘ্রাণ। সবার পছন্দ হওয়ার মতন। একথা এইজন্য বলতেছি কারণ নোটসে ফুলের ছড়াছড়ি দেখে যে কেউ এটাকে ইউনিসেক্স পারফিম ভেবে ভুল করতে পারেন।
যাদের জীবনে পার্টি শার্টি বা লোক সমাগম কম। যারা চান না আসলে তাদেকে কেউ নোটিস করুক তাদের উচিত না এই পারফিউম ব্যবহার করা।
কারণ এই পারফিউম ব্যবহারে এক হাত দূর থেকে মানুষ তাকিয়ে থাকবে শুধু ঘ্রাণ পেয়ে।

হাইলি এংগেজড কমপ্লমেন্ট গেটার পারফিউম মনে হয় না সব সময় ইউজ করা ঠিক হবে। মাঝে মাঝে ইউজ করাই ভালো।

Photos from ‎Nisfiyya - نصفي - নিসফিইয়্যা‎'s post 22/05/2024

Update: Woody Blast Out of stock

21/05/2024

আপডেট: আমাদের পারফিউম ফ্যামিলির নতুন সদস্য Woody Blast (inspired by Rasasi Shuhrah).

নোটস টপ: টমেটো লিফ, ফ্রেসিয়া, রোজ
নোটস মিডল: রোজ, সান্ডালউড, সিডার, জেসমিন
নোটস বটম: লেদার, আগরঊড, মাস্ক, ওকমোস, এম্বারগিজ।

একচুয়াল ঘ্রান: সুইট-উডি মিক্সড ( মিষ্টি + কাঠ + টোবাকো টাইপের মারাত্মক সুন্দর মেনলি স্মেল)।

লংজিভিটি: মাশাল্লাহ ২৪ ঘন্টা +। একবার ব্যবহারে অন্য ওই জামায় আগামী ৩/৪ দিন অন্য পারফিউম ইউজ করার সুযোগ নেই।

সাইলেজ (ছড়ায় কেমন): বডি হিটে পাগলের মতন ছড়াতে থাকে। এক ভাইয়া টেস্টার ইউজ করে জুম্মায় শেষের কাতারে গিয়ে নামাজ পড়েছেন। ঘরে ফেরার পরে তার সামনের কাতারে নামাজ পড়া চাচা জিজ্ঞেস করছেন " কিরে ভাইস্তা কি মারসোস? এই ঘ্রাণ তো আমি সামনের কাতার থেকে পাইসি"।
আরেক ভাইয়া এইটা ইউজ করে ৮০ স্পিডে বাইক চালিয়ে গিয়েছে। আমি নিজে সে রাস্তায় হাটার সময় সে যে এই রাস্তা দিয়ে গিয়েছে তা বুঝেছি শুধু মাত্র তার ঘ্রাণে। আরো কিছু বলা উচিত হবে বলে মনে করছি না।

হার্ডকোর মেনলি ঘ্রাণ। সবার পছন্দ হওয়ার মতন। একথা এইজন্য বলতেছি কারণ নোটসে ফুলের ছড়াছড়ি দেখে যে কেউ এটাকে ইউনিসেক্স পারফিম ভেবে ভুল করতে পারেন।
যাদের জীবনে পার্টি শার্টি বা লোক সমাগম কম। যারা চান না আসলে তাদেকে কেউ নোটিস করুক তাদের উচিত না এই পারফিউম ব্যবহার করা।
কারণ এই পারফিউম ব্যবহারে এক হাত দূর থেকে মানুষ তাকিয়ে থাকবে শুধু ঘ্রাণ পেয়ে।

হাইলি এংগেজড কমপ্লমেন্ট গেটার পারফিউম মনে হয় না সব সময় ইউজ করা ঠিক হবে। মাঝে মাঝে ইউজ করাই ভালো।

17/05/2024

আমরা অত্যন্ত দুঃখিত। এতোদিন পর পর প্রোডাক্ট সোর্স করি যে, আপনাদের ধৈর্যের বাধ ভেঙে চৌচির হয়ে যায়।

অন্যদিকে আপনাদের বিশ্বাস ভালোবাসা নিসফিইয়্যার প্রতি এতোটুকু যে এতোকিছুর পরও নিসফিইয়্যা আপনাদের নিসফিইয়্যার সাথেই পায়।

আজকে আমি একটু এক্সপ্লেইন করতে চাই নিসফিইয়্যা এতো সময় কেন নেয় প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে।

আপনাদের বিশ্বাস ও আস্থা রাখতে নিসফিইয়্যা প্রিমিয়াম কোয়ালিটির কাচামাল ছাড়া অন্য কিছু সোর্স করে না। তাতে যত সময়ই লাগুক না কেন। অনেক সময় দেখা যায় মাসের পর মাস প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেশে আসছেই না। সেক্ষেত্রে আমরা অপেক্ষা করি এবং বাজারের বেস্ট কোয়ালিটির কাচামাল পেলে তবেই আপনাদের জন্য নিয়ে আসা হয়।

15/05/2024

Starting Tomorrow.

13/05/2024

আগামী বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ...

06/10/2023

এই সময়ের সবচেয়ে ট্রেন্ডে থাকা পারফিউম।

04/10/2023

Truly!!!

04/10/2023

সারাদেশে অনবরত বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় ডেলিভারির কাজ বিঘ্নিত হচ্ছে।
আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

03/10/2023

অনেকেরই প্রশ্ন হচ্ছে, ভাইয়া! নরমাল আতরের ৫ মিলির দাম ১৫০-৩৫০ টাকা পর্যন্ত হয়। তাহলে আপনারা কোয়ালিটিফুল পারফিউমস এতো কমে কীভাবে সেল করছেন?

হ্যা, ভাইয়া আমাদের টা কোয়ালিটিফুল পারফিউম। শুধু পারফিউমটাই কোয়ালিটিফুল।
আমাদের বোতল লো কোয়ালিটির, আমাদের লেবেল লো কোয়ালিটির, ফোন দিয়ে ফটোগ্রাফী করি। এডসে তেমন খরচা পাতি করি না। কোন সেলিব্রেটি দিয়ে প্রোমোশন করাই না।
এখানে একটা বড় ধরণের কস্ট কাটিং আমরা করে ফেলি। সেজন্যে মোটামুটি একটা রেজোনেবল প্রাইসে আপনাদের কাছে পৌছে দিতে পারি।
অনেকেই বলেন, ভাইয়া! আগে দর্শনধারী তারপর গুন বিচারী। এতো হাই লেভেলের পারফিউমে এমন লো কোয়ালিটির বোতল আসলে মানায় না। আপনি দামী বোতল দেন। দাম বাড়লে বাড়ুক। যারা রিয়েল পারফিউম লাভার তারা ঠিকই নেবে।

একবার ভাবী হ্যা, কথা তো সত্য! তাহলে শুরু করে দেই নতুন ব্রান্ডিং। আবার ভাবি না থাকুক, এতো সুন্দর দিয়ে লাভ নাই। আপাতত আপনাদের ভালোবাসাটাই আমার লাভ।
তবে অবশ্যই, ডিস্টিউবিউশনে যখন যাবো তখন ইনশাআল্লাহ বোতল লেবেল দুইটাই খুব সুন্দর হবে। সাথে ইনশাআল্লাহ সুন্দর প্যাকেজিং হবে। কথা দিচ্ছি।

Photos from ‎Nisfiyya - نصفي - নিসফিইয়্যা‎'s post 18/09/2023

কখনো ঝড়ো হাওয়া কখনো বৃষ্টি অবার কখনোবা প্রচন্ড গরম এখনকার আবহাওয়া। এই আবহাওয়ার সাথে ম্যাচ করে পারফিউম ব্যবহার করা একটু ঝামেলাই অবশ্য।
তাই এই আবহাওয়ার সাথে ম্যাচ করে নিসফিয়্যা নিয়ে এলো টপ নোট ব্লাস্ট ভার্সন পারফিউমস।
মানে, এই ভার্সনের পারফিউমের লংজিভিটি তুলনামুলক কম হলেও ছড়াবে প্রচন্ড লেভেলের। বাতাসে দাড়ালে অথবা শরীর গরম হলে আশ পাশ মাতাল করে ছাড়বে।
এই টপ নোট ব্লাস্টিং ফ্যাসিলিটি শুধু পারফিউম দে জোভেন এবং পারফিউম দেল জেফ এই দুটি ফ্লেভারের জন্যে প্রযোজ্য হবে।
আগে যারা আমাদের থেকে উপরোক্ত দুটি ফ্লেভার নিয়েছেন তারাও চাইলে এই এস্পেশাল এডিশন দুটি নিতে পারেন।কারণ এই দুটি ফ্লেভার সম্পূর্ণ ডিফ্রেন্ট ।
এবারো দাম বাড়ছে না। দুটি নিলে থাকছে না কোন এক্সট্রা ডেলিভারী চার্জ। কিন্তু,

কিন্তু এবার জুস সীমিত, প্রোডাক্ট ও সীমিত। প্রোডাক্ট স্টক আউটের পরে আমরা আবার রেগুলার নিসফিয়্যার জোভেন এবং জেফে ফেরত যাবো ইনশাআল্লাহ।

বাকী সমস্ত ইনফরমেশন নীচের ছবির ডেস্ক্রিপশনে।

07/09/2023

Created with AI

05/09/2023

আমাদের লা সেমিয়্যা দেলামোর পারফিউম টি ব্লু ডি শ্যানেলের সাথে ৯০-৯৫% সিমিলার।
এক কাস্টমার জিজ্ঞেস করলো ভাই এটা ইউজ করলে কি মানুষ বুঝবে যে আমি ব্লু ডি শ্যানেল ব্যাবহার করেছি?

আমি বললাম, যদি আপনার সক্ষমতা থাকে ২০০০০ টাকা দিয়ে একটা পারফিউম ব্যাবহার করার, তাহলে মানুষ অবশ্যই ভাববে।
না থাকলে ব্লু ডি শ্যানেল ২০০০০ টাকা দিয়ে কিনে ব্যাবহার করলেও বুঝবে না। 😑😑😑😑

03/09/2023

নিসফিয়্যার পারফিউমগুলোর মান উন্নয়নে আমরা ইদানিং বুস্টার ব্যবহার শুরু করেছি। পারফিউমে বিভিন্ন ধরণের বুস্টার হয়ে থাকে। বুস্টার কি জিনিস একটু পরে বলছি। আগে ঘটনাটা বলি।
অনেকদিন ধরেই পারফিউম দে জোভেন ব্যবহার করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম লা সামিয়্যা দেলামোর টা কয়েকদিন ইউজ করে দেখি, ভালো লাগবে।
বলে রাখা ভালো, আমাদের কালেকশনের সবচাইতে দামী পারফিউম হলো লা সামিয়্যা দেলামোর। ব্লু ডি শ্যানেল টাইপের ঘ্রাণ।
আর আমরা আজকে বহুদূর থেকে একটা সেই দামী একটা বুস্টার এনেছি। তো ভাবলাম বুস্টার গুলো ট্রাই ও হয়ে যাবে আবার আমার একটা ভালো পারফিউম ও বানানো হয়ে যাবে।
বুস্টারের কাজ হলো, পারফিউম কে বুস্ট করা। পারফিউমে যখন এলকোহল এড হয় তখন আপনি শরীরে দেওয়ার পর এলকোহল ডিফিউশান বা বাতাসে উড়তে শুরু করে, ঘ্রাণ চারপাশে ছড়িয়ে যায়। এবং পরবর্তী ১/২ ঘন্টার মধ্যে ঘ্রাণ ছড়ানো বন্ধ হয়ে যায়।কারণ এলকোহল সব উড়ে শেষ। বাকী যে ঘ্রাণ টা থাকে সেটা নিজে ছাড়া অন্য কারো নাকে যায় না। এই যে একটা সমস্যা এই সমস্যার সমাধানের জন্যে সলিউশন হলো বুস্টার। বুস্টার এলকোহলের বাতাসে ভেসে যাওয়া বন্ধ করে দেয়। একেবারে দেয় না মানে কমিয়ে দেয় আরকি। যখন বডি হিট হয় বা গরম হয় তখন বুস্টারে থাকা কার্বন নিঃস্বরণ হতে থাকে। কার্বনের সাথে সাথে এলকোহল ও ডিফুউশান শুরু করে। ঘ্রাণ টা ছড়াতে থাকে। ইন্টারেস্টিং তাই না? ধরেন আপনি বসদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছেন, ভয়ে ঘামিয়ে যাচ্ছেন কিন্তু বডি থেকে সেই একটা স্মেল বের হয়ে অডিয়েন্স ঠান্ডা করছে। অথবা প্রিয় মানুষের সামনে গেছেন, বডিতে হালকা একটা হিট আসছে...।

আগের কথায় ফেরত আসি, যেহেতু নিজের জন্যে পারফিউম বানাচ্ছিলাম আর টেস্টিং পারপাসে ও ভাবলাম ইচ্ছা মতন সব বেশী বেশী দিয়ে দেখি। দিলাম ইচ্ছা মতন সব ইলিমেন্ট একসাথে যোগ করে।

রেজাল্টঃ
১. পারফিউমের ঘ্রাণ বন্ধ। কোন ঘ্রাণ ছড়াচ্ছেই না।
২. বডি হিট হলে যে ঘ্রাণটা বের হচ্ছে সেটা বুস্টারেরই ঘ্রাণ, বুস্টার বেশী হওয়ায় পারফিউমের ঘ্রাণ খেয়ে দিছে।
৩. মিডল নোট হিসেবে কাগজ টাইপের একটা ঘ্রাণ বের হচ্ছে।

অবশেষে সাক্সেস্ফুল্লি আমার ১২০০ টাকার ইলিমেন্ট নষ্ট হলো।

পারফিউম মেকিং আসলে খুব সহজ কাজ না। ১৯/২০ হলেই অনেক পারফিউম মুখের ভাষা পালটে ফেলে। তাই যারা মেকিংস এ আছেন বুঝে শুনে মেক কইরেন। ধরা খায়েন না।

বিঃ দ্রঃ নিসফিয়্যা কখনোই তাদের কাস্টমারদের কাছে টেস্টিংয়ে আছে এমন পন্য পাঠায় না। একেবারে পারফেক্ট করে বাজার উপযুক্ত করে তারপরই কাস্টমারদের হাতে যায়।

30/08/2023

এরা আজকে যাচ্ছে সিলেট, চট্টগ্রাম, ঢাকা।
সাথে আমরাও যাচ্ছি দু তিনদিনের জন্যে ডুব দিতে।
স্টকের খালি বোতল শেষ। বোতল সোর্সিং করতে ২/৪ দিন সময় লাগবে। আর সেই সময়ে আমরা থাকবো ডুব দিয়ে। মানে নতুন কোন অর্ডার আর নেওয়া হবে না এর মধ্যে।
সেই দু চারদিনের জন্যে শুভ কামনা রইলো।
আমাদের সাপোর্ট ২৪/৭ দিন থাকবে। পার্সেল রিলেটেড যেকোন সমস্যা পেইজে জানিয়ে দেবেন। অথবা সরাসরি কল করবেন।

29/08/2023

They are ready to go to Chittagong, Mymensingh, Jhenaidah, Dhaka

Photos from ‎Nisfiyya - نصفي - নিসফিইয়্যা‎'s post 28/08/2023

ব্লাইন্ড বায়িং পারফিউম মানে ঘ্রাণ না শুকে পারফিউম কেনা! এটা একটা ব্যাপক টপিক।
চলুন আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স বলি যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন পারফিউমটার ঘ্রাণ কেমন।

১। নোটসের মাধ্যমে

নোটস গুলো খেয়াল করুন। সাধারণত প্রথমে স্প্রে করলে যে ঘ্রাণটা বের হবে সেটা টপ নোটের ঘ্রাণ হবে। টপনোট গুলো সাধারণত ফুলের ফ্লেভার অথবা ফল টাইপের ফ্লেভার হয়ে থাকে।
আর অর্জিনাল ঘ্রাণটা মানে যেটা বডিতে লেগে থাকবে সেটা হলো বেজ নোট বা সবার নীচের লেয়ারের ঘ্রাণ। তাই পারফিউম কেনার ক্ষেত্রে সর্ব প্রথম নোটস গুলো খেয়াল করুন।

২। একোর্ডসের মাধ্যমে
একর্ডসে পারফিউমের মেইন মেইন ঘ্রানগুলো একসাথে উল্লেখ করা হয়। সেগুলো দেখে ধারণা করতে পারেন যে ঘ্রাণ কেমন হতে পারে। বা এই টাইপের ঘ্রাণ আপনার পছন্দের কিনা?

৩। পারফিউমের ভালো দিক এবং খারাপ দিকের মাধ্যমে
একটি পারফিউমে ভালো দিক ও থাকে খারাপ দিক ও থাকে যেমন ঘ্রাণটা সবার পছন্দ হয় না। অথবা ঘ্রাণটা বেশী কড়া বা হালকা। এসব দেখেও বোঝা যায় পারফিউমটা নিজের জন্যে সুইট্যাবল হবে কিনা?

৪। রিভিউ দেখে বা জেনে
রিভিউ দেখে পারফিউম কেনাটা যদিও তেমন ঠিক না। তবে নিসফিয়্যার রিভিউ গুলা একদম পিওর। তাই আমাদের কাস্টমার দের থেকে রিভিউ জেনে ক্রয় করতে পারেন।

প্রতিটা পারফিউমের ছবির সাথে নোটস, একোর্ডস, রিভিউ, ভালো এবং খারাপ দিক, রিভিউ এবং দাম ও ডেলিভারী চার্জ উল্লেখ করা আছে।

17/08/2023

ক্লাইন্ট ওপিনিয়ন জানতে চাই।

পারফিউম দে জোভেন এরকম কালারে আপনাদের হাতে গেলে কেমন লাগবে?

কাপড়ে দাগ লাগার কোন চান্স নাই। এই রঙ কাপড়ে লাগবে না।

লংজেভিটি আগের মতনই পাওয়া যাবে ইনশাআল্লাহ।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

চলেন আজকে পারফিউম নিয়ে আলাপ আলোচনা করি। পারফিউম হলো একটা সিম্বল অব এলিগেন্স। আগের যুগের রাজা বাদশাগণ শুধুমাত্র পারফিউম ব...
Nisfiyya Perfumes
Video(376122481069251)
Nisfiyya Panjabi
Nisfiyya The Gentleman

Telephone

Address


Hazi Abdul Awal High School, Ashrafabad, Kamrangirchar
Dhaka
1211

Other Spa, Beauty & Personal Care in Dhaka (show all)
The ordinary The ordinary
2/4 Brobag Mirpur/2
Dhaka, 1216

The Ordinary Skincare Products

Begum Bazar Begum Bazar
South Banasree
Dhaka, 1219

Authentic Beauty and Skin Care products.

Thomas All Likhon Thomas All Likhon
Thomas All Likhon
Dhaka

Morin.com.bd Morin.com.bd
Lalmatia, Dhaka
Dhaka, 1207

পাকা চুল কলপ করার দিন শেষ শুধু একটি শ্?

Eight Pack চর্বিনাশক -2 Eight Pack চর্বিনাশক -2
Banani
Dhaka

Eight Pack চর্বিনাশক

Beauty hub's Beauty hub's
Dhaka

Be gorgeous

PARUL - পারুল PARUL - পারুল
Dhaka, 1000

Welcome to "PARUL" .Don't forget to like or follow us so you can stay up to date on shop happenings.Thanks for visiting "PARUL" and we hope to see you soon!

Nazib NTB Nazib NTB
Dhaka

BEAUTY AND COSMETICS

Ahona beauty product Ahona beauty product
Dhaka Uttara
Dhaka

Ahona beautiful

তমার রং - Toma'r Rong তমার রং - Toma'r Rong
Tangail
Dhaka

নিজ হাতে তৈরী শিল্পের ছোট্ট প্রয়াস

Nijhum sajghor Nijhum sajghor
New Market, Azimpur
Dhaka, 1205

Katha's world Katha's world
Dhaka, 1230

Hello..I am Fowzia Kalam Katha.This is my official page.Please like and follow my page.