কুরআন ও ইসলামিক জীবন

✬✬ কোরআন হোক বাংলাদেশের সংবিধান * পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হল পবিত্র আল কোরআন । *

27/12/2022
26/12/2022

কিছু আরবি শব্দের বাংলা অর্থ :

১. #বিসমিল্লাহ (بِسْمِ اللّهِ)
বিসমিল্লাহ অর্থ: আল্লাহর নামে শুরু।
তাৎপর্য: আল্লাহর বারাকাহ ও নিরাপত্তা অর্জন।

২. #আলহামদুলিল্লাহ (الْحَمْدُ لِلّٰهِ)
আলহামদুলিল্লাহ অর্থ: সকল প্রশংসা আল্লাহর।
তাৎপর্য: আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা।

৩. #সুবহানাল্লাহ (سُبْحَانَ اللّٰهِ)
সুবহানাল্লাহ অর্থ: আল্লাহ পবিত্র।
তাৎপর্য: মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা।

৪. #আল্লাহু_আকবার (اللّٰهُ أَكْبَرُ)
আল্লাহু আকবার অর্থ: আল্লাহ সবচেয়ে বড়।
তাৎপর্য: আল্লাহর বড়ত্ব ঘোষণা ও সবকিছুর উপরে আল্লাহকে স্থান দেয়া।

৫. #লা_ইলাহা_ইল্লাল্লাহ (لاَ إِلَهَ إِلاَّ اللّٰه)
লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ: আল্লাহ ছাড়া কোন ইলাহ (মাবুদ) নেই।
তাৎপর্য: আল্লাহর এককত্ব ঘোষণা করা এবং তার সাথে অন্য কাউকে শরীক না করা।

৬. #জাজাকাল্লাহু_খাইরান
(ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ)
জাযাকাল্লাহু খাইরান অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
তাৎপর্য: অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

৭. #মাশাআল্লাহ (ما شاء الله)
মাশাআল্লাহ অর্থ: আল্লাহ যেমন চেয়েছেন।
তাৎপর্য: আল্লাহর প্রশংসা করা।

৮. #ইনশাআল্লাহ (ان شاء الله)
ইনশাআল্লাহ অর্থ: যদি আল্লাহ চান।
তাৎপর্য: আল্লাহর উপর ভরসা কর।

৯. #আস্তাগফিরুল্লাহ (ﺃﺳﺘﻐﻔﺮ ﺍﻟﻠﻪ)
আস্তাগফিরুল্লাহ অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
তাৎপর্য: আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও তাওবাহ করা।

১০. #ফি_আমানিল্লাহ্ (في أمان الله)
ফি আমানিল্লাহ অর্থ: আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করলাম।
তাৎপর্য: আল্লাহর নিকট নিরাপত্তা চাওয়া, ভরসা করা।

১১. #নাউযুবিল্লাহ (نعوذ بالله)
নাউজুবিল্লাহ অর্থ: আল্লাহর কাছে এথেকে আশ্রয় চাই।
তাৎপর্য: মন্দ কিছু শুনলে কিংবা দেখলে এথেকে আশ্রয় প্রার্থনা করা।

১২. #লা_হাওলা_ওয়ালা_কুওয়াতা_ইল্লা_বিল্লাহ
(لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ)
অর্থ: আল্লাহর সাহায্য ও সহায়তা ব্যতীত আর কোন আশ্রয় ও সাহায্য নেই।
তাৎপর্য: আল্লাহর এককত্ব ও বড়ত্ব প্রকাশ।

১৩. #ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_র_জিউন
(إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ)
অর্থ: নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো।
তাৎপর্য: মৃত্যু ও পরকালের স্মরণ।

১৪. #সুবহানাল্লাহি_ওয়া_বিহামদিহি
(سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِه)

26/12/2022

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

-সূরা আলাম নাশরাহ - ৯৪:৫

26/12/2022

★❛❛অল্প বয়সে বিয়ে করার উপকারিতা. ♡

এবং বিয়ের মাধ্যমে ধনী হওয়া যায়,

এই আয়াতে আল্লাহ বলেন :
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ
তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।

২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।

৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু
সময় পাওয়া যায়। কেন এতো বিয়ে করতে দেরি
করছেন,আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন।

শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুন। যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফার টাকে গ্রহণ করুন।

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো,

১. লজ্জা স্থানের হেফাজত হয়

২. বিবাহ চক্ষু নিচু করে

৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।

৪. ইমান পরিপূর্ণ হয়

৫. অসুস্থতা দূর হয়।

৬. ইবাদতে মজা পাওয়া যায়।

৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন
যিনা করতে গিয়েও তা পাবেন না।

৯. মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো হট হবে না।

১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।

আরো অংসখ্য উপকারিতা আছে,

বিয়েকে সহজ করুন,দেখবেন সমাজ থেকে
যিনা ব্যভিচার কমে যাবে।

ছেলেমেয়েদের অভিবাবকদের বলি অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করান। ✯সরকারি চাকরি বাদ দেন,আগে দেখুন ছেলে মানুষ কিনা এবং তার দ্বীনদারিত্ব দেখুন✯তার সাথে বিয়ে দিন।ইনশাআল্লাহ ফায়দাবান হবেন।
❛❛হে আল্লাহ তুমি আমাদের সকল কে উত্তম জীবনসঙ্গীনি দান করিও ❛❛

🥀 🥀🥀🥀 আমিন 💙🥀🥀🥀🥀🥀

02/06/2022

পৃথিবীতে যদি এত সুন্দর জায়গা থাকে, না জানি আল্লাহর জান্নাত কত সুন্দর....!!!

18/05/2022

* আল্লাহ *

শ্রেষ্ঠ কথা চারটি :

ক) সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র,

খ) আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর,

গ) লা–ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই,

ঘ) আল্লাহু আকবর – আল্লাহ মহান। (সহীহ মুসলিম)
"

16/05/2022

* মহানবীর বাণী (বিদায় হজ্জ্ব) *

9. মহানবীর বাণী (বিদায় হজ্জ্ব)

রাসূল সা: এর বিদায় হজ্বের ভাষণ

এই ভাষণটি প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি।

দশম হিজরি। জিলহজ মাস। ২৩ বছর আগে হেরাগুহায় জ্বলে উঠেছিল সত্যের আলো। আজ তা পূর্ণতায় উপনীত। এক কঠিন দায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন এ পৃথিবীতে। ২৩ বছর কঠিন পরিশ্রম, সংগ্রাম, অপরিসীম কুরবানি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল তাঁকে। তা আজ সমাপ্তির পথে। যে উদ্দেশ্য নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন মানুষের কাছে দূত হিসেবে তা আজ পূর্ণতার পথে। দীর্ঘ ২৩ বছর তিনি সাধনা করে একটি রাষ্ট্র গঠন করলেন। গঠন করলেন শোষণমুক্ত জুলুমহীন ন্যায়বিচারের সমাজ। গড়ে তুললেন তাওহিদভিত্তিক নব সভ্যতার এক নতুন জাতি মুসলিম উম্মাহ। তাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীসাথীসহ হজ্বের উদ্দেশ্যে মক্কা নগরীতে গমন করেন এবং হজ্ব সম্পাদন করেন। আজ লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে কাবার প্রাচীর নির্মাণ করেছিলেন সেখানে দাঁড়িয়ে এক মুসলিম উম্মাহ গঠনের জন্য মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করেছিলেন। সেই মুসলিম উম্মাহ আজ আরাফাতের ময়দানে সমবেত। আরাফাতের ময়দানে ৯ জিলহজ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের সামনে দাঁড়ালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহ্ তা’আলার প্রশংসা করলেন। এরপর তিনি তাঁর ঐতিহাসিক ভাষণ পেশ করলেন-



তিনি বললেন,

১. হে লোকসকল! আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। আমার মনে হচ্ছে এর পরে হজ্বে যোগ দেয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। [মাদনুল উম্মাল-তাবরী]

২. মূর্খ যুগের সমস্ত কুসংস্কার, সমস্ত অন্ধ বিশ্বাস এবং সকল প্রকারের অনাচার আজ আমার পায়ে দলিত মথিত হয়ে গেল। [বুখারী, মুসলিম, আবু দাউদ]

৩. মূর্খ যুগের সমস্ত রক্ত-প্রতিশোধ আজ থেকে রহিত। আমি সর্বপ্রথম ঘোষণা করছি, আমার গোত্রের প্রাপ্য সকল সুদ ও সকল প্রকার রক্তের দাবী আজ থেকে রহিত হয়ে গেল। [বুখারী, মুসলিম, আবু দাউদ]

৪. একজনের অপরাধের জন্য অন্যকে দন্ড দেয়া যাবে না। অতএব, পিতার অপরাধের কারণে সন্তান আর সন্তানের অপরাধের কারণে পিতাকে দায়ী করা চলবে না। [ইবনে মাজাহ, তিরমিযী]

৫. যদি কোনো হাবশী কৃতদাসকেও তোমাদের আমীর নিযুক্ত করা হয়, আর সে যদি আল্লাহর বিধান অনুযায়ী ত

19/03/2022

"দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা"---...(হযরত আলী রা:)

19/03/2022

সবাইকে একদিন মরনের স্বাদ গ্রহন করতে হবে

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Gaibandha, Rongpur
Dhaka

Other Public Services in Dhaka (show all)
Help zone BD Help zone BD
Gulbagh, 430, Dhaka. 1217
Dhaka, 1217

আপনার আমার অতিরিক্ত খরছের এক তৃতীয়াং টাকায় ফুটে উঠবে এক অসহায় ও প্রথচারী শিশুদের মুখের হাসি।

Nijhum Raat Vlog Nijhum Raat Vlog
Dhaka

Nijhum Raat Vlog

Quran tune stdio official Quran tune stdio official
Lakshmipur
Dhaka

মানিক এক্সপোর্ট কালেকশন মানিক এক্সপোর্ট কালেকশন
Dhaka

এক্সপোর্ট, টি শার্ট, গেন্জি,পেন্ট, জগা?

Abdullah al mamun Abdullah al mamun
Sirajganj Khaga
Dhaka, KHAGAPRIMARYSCHOOL

Arifmirdha Arifmirdha
Dhaka

তোমার যা ভাল লাগে তাই জগৎকে দান কর, বিন?

Free.Fire TopUp Free.Fire TopUp
X77M+2HJ
Dhaka, 12345666

Pablic

Sssi Sssi
Dhaka

Md Sojib Hasan Md Sojib Hasan
Hai Rud
Dhaka, 776655QWERTY

SNK SNK
6244
Dhaka, 6244

সততাই সর্বোৎকৃষ্ট পন্থা

Mohammad Ronny Mohammad Ronny
Dhaka

The aim of this page is to spread the true message of Islam to all the people, and encourage the bea

Female Bike and scooty training centre Female Bike and scooty training centre
Dhaka

অভিজ্ঞ মহিলা ট্রেইনারের মাধ্যমে স্কু