Sharthaq - Shrabon

=

13/05/2023

সর্বক্ষেত্রে বিনোদন খোঁজা রসিক বাঙালির জন্য এরকম ২/১ টি ঘূর্ণিঝড় কিংবা অন্যকোন প্রাকৃতিক দুর্যোগ কিছুইনা।
৩য় বিশ্ব যুদ্ধ হইলে এরা ডেইলি রাস্তায় নামবে সেল্ফি তুলার জন্য!!

ছবি দেখে যতটা বুঝছি, বাংলাদেশের থেকেও বেশ ভালোই বড় ঘূর্ণিঝড় "মোখা"।
সামান্য একটা জিনিস ভেবে তারপর বিনোদন কিংবা ঘূর্ণিঝড় উদযাপন করেন।

আপনার কাছে বিনোদন কিংবা উপভোগের বস্তু, কিছু মানুষের জন্য সর্বস্বান্ত হওয়ার কারণ, কারও জন্য মৃত্যু ঝংকার কিংবা কারও জন্য না খেতে পেয়ে আটকা পরে তিলে তিলে শেষ হওয়ার যন্ত্রণা।

বাধ্যতামূলক বিনোদনের বিকৃত চিন্তা থেকে হয়তো এবার বেরিয়ে আসা উচিত!

বিবেক কি বলে?

14/10/2022

১০২ টাকা = ১০০ টাকা ❗❗❗ এটা কিভাবে সম্ভব 🤔🤔
তবে ইহা কি কোন ধোঁকা?
তাহলে মেসি কি সত্যিই রোনালদো কে ধোঁকা দিল? নাকি নিজেই প্যাঁচমিশালী গণিতের ধাঁধায় আটকে গেল?

এই প্যাঁচমিশালী গণিতের Mathematricks নিয়ে বিস্তারিত থাকছে নিচের কমেন্টে দেয়া লিংকের ভিডিও তে।
ভিডিওটি দেখা যাবে ১৫ অক্টোবর দুপুর ১২ঃ৩০ মিনিটে।
এই ধাঁধার সমাধান সবার আগে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন।
Channel Link : "https://youtube.com/channel/UCJQBfH7ucfGh1_M5gQlDdnA"
আর কেও যদি আগে থেকেই জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর টি দিবেন।
শুভকামনা রইল সকলের প্রতি।

Graph of Linear Function 13/10/2022

আমাদের এই প্লে লিস্টে থাকবে মূলত Differential Calculus [ Part I ] এর সম্ভাব্য সকল আলোচনা। কারোও কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পার। আর সামনে কি কি টপিকের উপর বা কোন কোন কোর্সের উপর ভিডিও করা যেতে পারে সে ব্যাপারে সবাএ মতামত আশা করছি।

Graph of Linear Function Here we are going to make a discussion about Graph of Linear Function. Graph of Linear Function is more important to understand any kind of graph. So, if we ...

07/10/2022

অনেক দিনের ইচ্ছে থাকা সত্ত্বেও যাওয়া হয়ে ওঠেনি বাইতুল মোকাররম এ।
জানেন কি আল্লাহর হুকুম হলেযে কারোও সাধ্য নেই তা থেকে ব্যহত রাখার তার প্রমাণ আমি আজকে পাই। খুবই অনাকাঙ্ক্ষিত কারণে কাল রাতে হুট করেই আজ ৭ অক্টোবর, শুক্রবারের একসাথে জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পরিকল্পনা ভেস্তে যায়। বলতে গেলে বেশ আশাহতই হই আমি। কেননা অনেক দিনের ইচ্ছা ধরা দিয়েই দিলো না।
হুট করে রাতের ১টার সময় সমাধান পাওয়ার পরও আজকে যে যাবই তা খুব একটা নিশ্চিত হয়ে বলতে পারি না। তারপরও আল্লাহর হুকুমে পৌছাই।
একটা ব্যাপার আজকে বেশ আমাকে ছুঁয়ে যায়। যখন ছবি গুলো তুলছিলাম, স্বভাবতই আমার চোখের সমস্যার কারণে রোদ খুব একটা সহ্য হয় না। কিন্তু তারপর ও সূর্যের বিপরীতে দাঁড়িয়ে যখন ছবি গুলো খুব কষ্টে তুলি! তারপর একটাই কথা বারবার মনে হচ্ছিল! আমি মারা যাওয়ার পরে... তখন তো সূর্য থাকবে মাত্র ৩ হাত উপরে!
আল্লাহ মাফ করুক সবাইকে🙂
আমি শুধু আমার উপলব্ধিটুকু শেয়ার করলাম। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো🖤

28/09/2022

আমরা সবাই মোটামুটি (a+b)^2 এর সূত্র জানলেও খুব কম সংখ্যকই জানি যে কিভাবে এই সহজ এবং জীবনের প্রথম মুখস্ত কথা বীজগাণিতিক সূত্রটি প্রমাণ করতে হয়!
সম্পূর্ণ ভিডিওটি রয়েছে নিচের লিংকে!
লিংকঃ https://youtu.be/SeE6lV9wvZw

28/09/2022

এই একুশ বছরের জীবনে আমার সকল শখের সাথেই আর্থিক একটা সম্পর্ক ছিল যে পরবর্তী তা আমাকে কোন ধরণের ফলাফল দিবে বা আমার শখের প্রতি ইনভেস্টমেন্ট আসলেই কতটুকু যৌক্তিক।
তবে এই প্রথম সকল যৌক্তিকতার উর্ধ্বে যেয়ে একটা বাদ্যযন্ত্র নিই। তবে এই উকুলেলে কেনার কথা বলার পরও বাসায় যে আমাকে রাখা হয়েছে তাতে সত্যিই আমি অবাক খাইছি😐
সবমিলিয়ে কিনে ফেলছি আরকি😅
"আমি ছিলাম তোমাদেরই মাঝে!
হেসেছিলাম এক সাথে"
Specia thanks to Rabeya & Aurgha🖤

24/09/2022

কিভাবে খুব সহজে ও কম সময়ে পরীক্ষায় হৃদপিণ্ড আঁকা যায় তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে।
বিস্তারিত ভিডিওটি দেখত্র নিচের লিংকে ক্লিক করুন।
Link : https://youtu.be/wLROk-tu_UE

14/09/2022

সকল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ঠান্ডা মাথায় পরীক্ষায় অংশগ্রহণ করবে। যে কোন পরিস্থিতিতে নিজেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার জন্য প্রস্তুত রাখতে হবে। কোন অবস্থাতেই ভয় পাবেনা।
সকলে নিজ নিজ ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনা কর।
কোন কিছু জানতে চাইলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারো।

25/07/2022

Oitilia এর পেইজ দেখলাম!
বাংলাদেশে আসার আগে তার পেইজের এভারেজ রিয়্যাকশন ছিল ১৫-২০ হাজার প্রতি পোস্টে!
বাংলাদেশে আসার ভিডিও করলো! তারপর থেকে বাড়তে বাড়তে এখন ৮০হাজার+ প্রায় সবগুলাতেই!

সেইম জিনিস খেয়াল করা যায় আইপিএল এর সময়! যেই দলই বাংলাদেশের কোন খেলোয়াড় নেয়, সাথে সাথে তাদের ফলোয়ার, রিয়্যাকশন সব ৩/৪ গুণ বেড়ে যায়। অথচ খেয়াল করলে দেখা যায় আইপিএল কিংবা অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়দের প্রাপ্য সুযোগের থেকে খুব কমই দেয়া হয়।

আবার আমরা তো অসম্ভব কিউট জাতি! কোন ইউটিউব লাইভ বা ফেসবুক পোস্টে সব থেকে অপ্রাসঙ্গিক মন্তব্য করায় আমরা সেরা।

বাঙালিদের প্রতিনিয়ত ব্যাবহার করেই যায় চিকন মাথার মানুষেরা। কোনটা আসলে সবার মাঝে ছড়ানো দরকার বা কোনটা আসলে আমাদের তথাকথিত ভাইরাল করা দরকার, এ ব্যাপারে আমরা নেহাতই অজ্ঞ৷ আমার ধারণা এ সংক্রান্ত কোন বিদেশি কোচ বা বিদেশে যেয়ে কোন কোর্স করে আসলে ভালো হতো😊।
না মানে আমাদের তো এমন অবস্থা যে পানি সিদ্ধ করা শিখতেও বিদেশি মানুষের সাহায্য লাগে।

সারমর্ম হইলো আপনি বা আমি নিজেও বুঝতেছিনা যে আমাদেরকে আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে! কোথায় আমরা তাদের নিয়ন্ত্রণ করব! কিন্তু আজকে তারাই আমাদের মস্তিষ্ক খুব সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করছে।

আমরা উন্নত হচ্ছি ঠিকই কিন্তু আসলে উন্নতি যে মানসিকতায় দরকার তা আর কে মাথায় রাখে😅।

10/07/2022

🌙🌙
Hi People!!
ঈদ কেমন কাটলো তোমাদের?

09/07/2022

┏━━━━ ﷽ ━━━━┓
🖤𝐄𝐢𝐝 𝐌𝐮b𝐚𝐫a𝐤🕋
┗━━━━ ﷽ ━━━━┛

06/07/2022

ভর্তি পরীক্ষার ফল আশানুরূপ হচ্ছেনা!!!

19/06/2022

আলহামদুলিল্লাহ নতুনভাবে শুরু করতে আরও একধাপ অগ্রসর হওয়া...
ইনশাআল্লাহ সামনে ধাপে ধাপে বেশকিছু ভিডিও আসবে🤍
keep me in your prayer🤍

19/06/2022

লাইফ আমার ভাঙারি সাইকেল🙂

11/06/2022

আশাহত করে দেয়া ঢাবি এক্সাম!!
🙂

10/06/2022

পরীক্ষার হল থেকে কোন স্টুডেন্ট বের হওয়ার পর তাকে "কিরে পরীক্ষা কেমন দিছিস?" জিজ্ঞাস করা
আর
অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর রোগীকে "কিরে অপারেশন সাকসেসফুল হইছে?" জিজ্ঞাস করা একই জিনিস লাগে আমার কাছে!!!

এই ব্যাপারটা আমরা পরিহার করলে আমাদের পরীক্ষার্থীরা হয়তো অনেকটা মানসিক চাপ মুক্ত হবে।

09/06/2022

বাংলার ইতিহাস তৈরির রঙিন আতুর ঘরে স্বাগতম হে অনুজ!
নিজের বেস্ট টা দিয়ে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে পরীক্ষার হলে যেয়। আল্লাহ কাওকে নিরাশ করেন না। ধৈর্যহারা না হয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করর সবটুকু দিয়ে চেস্টা কর। সফলতা আসবেই।
best of luck for DU ADMISSION-2021🤍
Photo :নৈসর্গিকক

09/06/2022
08/06/2022

যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার হলে প্রশ্ন নির্বাচন কিংবা উত্তর করার পদ্ধতি কেমন হলে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের সমাধান করতে সক্ষম হবে, সে ব্যাপারে কিছু ধারণা দেয়ার চেস্টা করলাম।
আশা করি সকলে উপকৃত হবে।
for better video quality : https://youtu.be/S_l2Mcfq5ac

06/04/2022

কারাগার! কারাগার মানে হইলো ওই চাইর দেয়ওয়ালের একখানা ঘর, যার আবার একখান দেয়াল ওই চোইদ্দটা শিক দিয়া আটকানো।

সাধারণত নিজেরে কেও আবদ্ধ কইরা রাখলে আমরা তারে কারাগারের লগে তুল্য করি। তয় অনেক খানেই এই শব্দখান ব্যবহার করি; আর করতে যাইয়া নিজের যে নিজের চিন্তার কারাগারে বন্দি কইরা দেই, তা আমরা নিজেরাই কইবারও পারিনা। ওই চিন্তার কারাগারে বন্দি থাকনের থেইকা আমগোরে বোধহয় ওই ১৪ শিকের কারাগারে আইনা বন্দি কইরা রাখলেই ভালা হইতো। সরাসরি অভিযোগের একটা প্রমাণতো থাকতো।
এখন তো শুধু কইবার পারমু আর লোকে কইবো ওয়ে তো পাগল তাই ওমন কথা কয়। ওরে পাগলাগারদে দে। নয়তো সব থেইকে বড় শাস্তি অরে একলা কইরা দে মানে, ওরে কোনঠাসা কইরা দে, ওর চাইরপাশে কাওরে রাহিস না, অর আপন মানুষ গুলারে কাইরা নে! দিনের পর দিন চিন্তার এই কারাগারে কত আত্মার যে ফাঁসি হইতাছে তা মনে হয় ওই জেলার সাহেবের লাল ডাইরিতে লিখন নাই। থাকবই বা কেমনে? সবাই তো বাইরের টা দেহে। একখান পরিচিত লাইন এহ্ন মনে পইরা যায়, মেহেদী পাতা দ্যাখছো? বাহিরখান সবার মতোই সবুজ.. সতেজ..কিন্তু ভিতরে ক্ষতবিক্ষত! রক্তাত লাল!
ভিতরখান দেহনের ক্ষমতা কয়জনেরই বা থাকে কন?

- কথনে সার্থক ও শুভ্রতা

04/08/2021

মানুষ মাত্রই পরিবর্তনশীল। মানুষ পরিবর্তন হবেই। এখন কারও পরিবর্তন যদি আপনি মানতে না পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যর্থতা। আর সবসময় সবাই একইরকম থাকবে আশা করাটাও বোকামি😇

28/07/2021

Don't create any special memories with him/her!
This will definitely hurt you oneday.

27/07/2021

সব কিছু ছেড়ে নতুন পৃথিবীতে বিচরণের ইচ্ছা অনেকেরই।
শুধু উপায় নেই😅😅

23/07/2021

আমাদের চারপাশে কিছু মানুষ থাকে এদের আপনি কোন ভাবেই খুশি করতে পারবেননা। এদের এক্সপেকটেশন কি তা এই সব মানুষ নিজেও জানেনা।
এরা অনেকটা পাশের বাসার আন্টির মতো

20/07/2021

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা - এর শুভেচ্ছা।
ঈদ মুবারাক❣️

18/07/2021

ব্যাপার টা আসলে কি জানেন? আপনার আসলে আপিনার বিপরীতকে বোঝা উচিত। আপনি ছেলে বা মেয়ে যাই হন নআ কেন? আপনার উচিত সে কি চায় সেটা বুঝতে পারা। কেননা এই বুঝদার ব্যাপার টা না থাকার কারণেই অনেকগুলো হয়ত বিচ্ছেদের গল্প আমাদের পড়তে ও শুনতে হয়। ওই পাশের মানুষ যেটা চাচ্ছে একটু কষ্ট করে হলেও সেটা পূরণের চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ। তবে চাওয়া নেহাতই প্রাসঙ্গিক ও নৈতিক হওয়া চাই।
দেখা যাবে যে কারণে আপনি আপনার বিপরীতকে কিছুটা অবজ্ঞা আর অবহেলায় ঠেলে দিচ্ছেন সে কারণটিই হয়তো আপনার প্রতি আঘাত হয়ে আসতে পারে।
রিলেশনশিপের শুরুতে আমার মনে হয় নিজেদের ক্যারিয়ার নিয়ে আর ফ্যামিলি নিয়ে কথা বঅলা উচিত। কেননা ৬০ শতাংশ বিচ্ছেদের মূল এক্সকিউজ থাকে আমার বাসার মানবেনা নয়তো আমার ক্যারয়ার গড়তে সমস্যা হচ্ছে বা আমি যেই পেশায় যেতে চাই তা হয়তো বিপরীতের পছন্দ না।
আসলে আমাদের সময়ের অনেক অভস্ন জানেনতো? খুব বেশি মোহের ঘোরে কখন যে কোথাহ জড়য়ে যাই নিজেরাই টের পাইনা।

17/07/2021

আপনাকে কেও কখনই আপনার মতো ভালোবাসতে পারবেনা।
অন্যকে নিজের থেকেও বেশি ভালোবাসার দাবিদার হওয়া নেহাতই বোকামি😅

11/07/2021

Congratulations Argentina ❣️

08/07/2021

- এই এদিকে কোথায় যাচ্ছিস? দাড়া এখানে।
- উহু...
- দাড়া বাবা।
- কে তুমি?
- এদিকে আয়।
- কোথায়?
- আয় এদিকে মাচালে উঠে বস।
- হ্যাঁ।
- কি খবর? কেমন আছিস?
- ভালোই।
- অনেক দিন পর আসলি কেন?
- আব্বুর কবর জিয়ারত করতে আসছি।
- কখন আসছিস?
- এইতো এশার একটু পরে।
- এই বৃষ্টির মধ্যে?
- হ্যাঁ, টাঙ্গাইল পার হওয়ার পরই ভীষণ বৃষ্টি। কি - যে একটা অবস্থা!
- রাতে খাইছিস?
- হ্যাঁ।
- বাসায় যাবি কবে?
- কালকে সকালেই কবর জিয়ারত করে তারপর চলে যাব।
- হুম।
- তুমি কি কর?
- আচ্ছা তুই তোর বাবাকে অনেক ভালবাসিস?
- হ্যাঁ, অবশ্যই। কেন?
- এমনি।
- শুধু কবর জিয়ারত করেই চলে যাবি? একটু থাকবি না?
- ঠিক বুঝলাম না।
- নাহ, কিছুনা।
- ওহ জানো? একটা কাজ করব ভাবছি।
- কি করবি?
- ভাবছি....
- কি?
- না, তোমাকে বলব না। তোমাকে চিনিনা।
- বল সমস্যা নেই।
- আব্বু রাগ করবে।
- নাহ করবে না।
- করবে।
- আমি বললাম যে করবে না দেখিস।
- আচ্ছা।
- বল......
- ভাবছি আব্বুর কবর থেকে কিছু মাটি নিয়ে যাব।
- কেন?
- আব্বু সবসময় আমার সাথে থাকবে।
- তোর সাথেই থাকে সবসময়।
- হ্যাঁ জানি, তারপরও....
- কবরের মাটি কাছে রাখতে ভয় করবেনা?
- নিজের বাবার কবরের মাটি, ভয় করবে কেন?
- যদি উল্টাপাল্টা কিছু হয়?
- ভয় দেখাচ্ছো?
- না, বললাম।
- কিছু হবেনা বরং আব্বু থাকবে আমার সাথে।
- ঠিক আছে।
- কিন্ত এখানে একা আসাটা ঠিক হয়নি তোর।
- এখানে মানে? আমি কোথায় আছি?
- চারপাশে তাকিয়ে দেখ।
- হু, আরে পরিচিত লাগতেছে জায়গাটা!
- তুই এত্তো ডাল কেন?
- মানে?
- তোর সময় থাকতে আমি কত্তো ব্রেইনি ছিলাম জানিস? রংপুর ক্যাডেট কলেজে পড়তাম। আর তুই?
- হুহ্। আমিও কি কম যাই নাক? ঢাকা কলেজে পড়ি।
- জানি।
- তুমি জানো? কিভাবে? তোমাকে তো....
- কি?
- ওয়েট, এটা রহমতগঞ্জ কবরস্থান না?
- হ্যাঁ, এতক্ষণে?
- কিন্তু আমি না মসজিদে ছিলাম?
- আমিও তো তোকে তাই জিজ্ঞাসা করলাম।(পিঠে হাত দিয়ে...)
- কিন্তু তুমি তাহলে কে? এই তুমি..... তু..তু...তুমি? মানে? কি হচ্ছে?
- কি? (পিঠ থেকে হাত সরিয়ে)
- তোমার স্পর্শ খুব চেনা! খুউব!!!
- মাত্র ১৫ বছরেই ভুলে গেলি?
- আব্বু?
- আয় কোলে মাথা রেখে ঘুমা......
( মাথা রেখে ঘুমিয়ে গেলাম, তারপর....)
- মামা ওঠেন, ও মামা.... মামা..
- হু! কে?
-আপনে না রাইতে মরজিদে আইলেন? এহেনে ক্যা?
- মানে? কথায়?
- দ্যাহেন কোনে আছেন।
- কবরস্থান?
- হ, তয় আপনে রাইতে এহেনে আইছেন তাও একলা একলা? ভয় করেনাই? ক্যামনে আইছেন?
- কিছু বুঝছি না।
- ওঠেন। এহে আপনের শরীল তো জ্বরে পুইরা জাইতাছে।
- হ্যাঁ, অনেক দুর্বল লাগছে।
- নন দোতালায় আমগোর হুজুর আছে, হ্যার হাতে থাইকেন।
- আচ্ছা চলেন কাকা।
- আপনের জুতা?
- কই?
- আমিও তো তাই কই, কোনে র‍্যখছেন? আনেন নাইবানি।
- আচ্ছা বাদ দেন, চলেন।
- কিছু বুজলাম না, আপনের হইছেডা কি?
- কি জানি.....
(কবরস্থান থেকে বেরিয়ে ডান পাশেই মসজিদ ৩০ সেকেন্ডের মতো দুরত্বে। বের হতে যাব তখনই হঠাৎ নিচে চোখ পড়ল গেটের আগেই)
- আমার জুতা এখানে কি করে আসলো? আর ওই কবরের পাশে কার পায়ের ছাপ? তাও অল্পের জন্য কবরে পাড়া লাগে নাই?
- আমিও কিছু বুইঝত্যাছিনা, আমি সকালে পিছন গেট দিয়া ঢুকছি, ঝারু দিব্যার নিয়া দেহি আপনে মাচালে ঘুম পারতাছেন, তহনই ডাক দিছিলাম।
- কিন্তু কালকে না সন্ধ্যায় বৃষ্টি হলো? তার মানে এই পায়ের ছাপ রাতের!!! এজন্যই এতো স্পষ্ট?
- হ, তাই মনে হয়।
- আচ্ছা চলেন কাকা।
(জুতা জোড়া উঠিয়ে নিলাম কবরের পাশে থেকে তারপর মসজিদের দ্বোতলায় হুজুরের কাছে সব বললাম)
- দেখেন হয়তো স্বপ্ন দেখছিলেন আপনি তাই এমন মনে হচ্ছে।
- কিন্তু ওই কবরের পাশে জুতা থাকবে কেন? আর আমিই বা মাচালের উপর ওতো দূর কি করে গেলাম?
(হুজুর কোন উত্তর দিলেন না।)
তারপর প্রায় ঘণ্টা খানেক শুয়ে থাকলাম মসজিদের দ্বোতালার বেলকনিতে... ঘটনা গুলো ছাড়া ছাড়া মনে হচ্ছিল, কিন্তু কাল রাতে আমি কারোও সাথে খুবই ঘনিষ্ঠ ছিলাম, তার কোলে মাথা রেখে ঘুমিয়েছি এসব পরিষ্কার মনে আছে। তবে কি সবটাই স্বপ্ন ছিল? মানলাম আমার ঘুমের মাঝে হাটার স্বভাব আছে, হয়তো ভীষণ ক্লান্ত ছিলাম তাই ঘুমের মধ্যেই উঠে কবরস্থানে যাই। কিন্তু রাতে যে গেট বন্ধ থাকে? আর ওই কবরের পাশে আমার জুতা আর পায়ের ছাপ তাও ঠিক কবরে পাড়া দেয়ার দুই-তিন আঙুল ফাঁকে? হিসেব মিলছে না।
এই ভাবতে ভাবতেই উঠে পড়ি কিছুক্ষণ পর। কবর জিয়ারত করে কিছু মাটি সাথে নেই, তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেই....
বাসে হঠাৎ মনে হলো, নাহ কাল রাতের ওগুলো স্বপ্ন নয়। তাহলে কি এরকম কিছু? আমি হাটতে হাটতে কবরের উপর দিয়ে হয়তো যাচ্ছিলাম? এসময় আব্বু এসে আমাকে ওখান থেকে নিয়ে যায়, তারপর হয়তো তার সাথে বসিয়ে কিছুক্ষণ গল্প করে আর তাকে চিনতে পারলে আমার অবস্থা কি হবে তাই ভেবে হয়তো আবার হারিয়ে যায়!!!!! কিন্ত মাগরিবের পর গেট বন্ধ করে দেয়, জামাল চাচাও বলল কাল উনি নিজে গেট বন্ধ করছে তাহলে ঢুকলাম কি করে?
আজও অজানাই থেকে গেল......

02/07/2021

the words❣️

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আমরা সবাই মোটামুটি (a+b)^2 এর সূত্র জানলেও খুব কম সংখ্যকই জানি যে কিভাবে এই সহজ এবং জীবনের প্রথম মুখস্ত কথা বীজগাণিতিক স...
যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার হলে প্রশ্ন নির্বাচন কিংবা উত্তর করার পদ্ধতি কেমন হলে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের সমাধান...
the words🧡

Category

Telephone

Website

Address


Shukrabad
Dhaka
1216

Other Digital creator in Dhaka (show all)
Ðesign Phenomena Ðesign Phenomena
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212

Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.

Rj Raju Rj Raju
Gulshan 1
Dhaka, 1212

Official Page of Rj Raju. The Vocal Of band ONTOPUR ( Bangladesh)

Ghash Foring Ghash Foring
Dhaka, 1216

•♥•♥•♥ ☜ Most exclusive video channel ☞ ♥•♥•♥•

LIHAN LIHAN
Dhanmondi
Dhaka

HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....

Infoluent Infoluent
Dhaka, 1205

জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।

Funny World Funny World
All The Funny Turn
Dhaka

This is all about fun. We are gathering all the funny moments of life....

Abida's Design Abida's Design
Dhaka

গায়ে হলুদের ডেকোরেশন এর জন্য যোগাযোগ করতে পারেন - 01712636042

Syed Faiyaz Rabbi Syed Faiyaz Rabbi
Dhaka

+++ page is still under construction +++

Tiger Critics BD Tiger Critics BD
Cricket@BD24/7
Dhaka

This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)

দেশের হালচাল দেশের হালচাল
Dhaka, 1215

দেশের হালচাল নিয়ে আপনার পাশে আমরা

The Special LTD. The Special LTD.
Haragach, Rangpur. Bangladesh
Dhaka

ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️

Sobor-ধৈর্য Sobor-ধৈর্য
Dhaka

"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ