Builder Hall Ltd
Nearby computer & electronics services
Purana Paltan
Mirpur 1216
Purana Paltan
New Elephant Road
Zahed Plaza
Room No . 3007 Annex Supreme Court Bar Association
Topkhana Road
Paltan
Topkhana Road, Ramna
Bakalia, Chittagong
Dhaka, Bangladয়Esh
Simplified Your Business With Technology
Builder Hall | SMS Hall | eCom Smart Hall We pride ourselves on our creativity, flexibility, and affordability.
Builder Hall is a dynamic and innovative software, mobile app, web development, graphics design, and digital marketing company based in Bangladesh. With a focus on leveraging the latest technology, creative design, and optimized business strategies, we have established ourselves as a leading force in the industry, helping businesses elevate their brand and achieve sustainable growth. Our dedicated
Grow Your Online Business
বর্তমান প্রযুক্তির যুগে অনেকেই কম বেশি অনলাইন বিজনেস দাড় করানোর পরিকল্পনা করে। কেননা অনলাইন বিজনেসে ঝামেলা কম, ইনভেস্ট কম। সেই সাথে কষ্টও কম। এমনটাই ধারনা করে থাকে বিগিনাররা। আসলে আদৌ অনলাইন বিজনেস করা এতোটা সহজ? হ্যাঁ, একবার দাঁড় করিয়ে ফেলতে পারলে অনলাইন বিজনেস অনেক সহজ।
তবে একটা অনলাইন প্লাটফর্ম, একটা ব্রান্ড তৈরি করা কিন্তু খুব সহজ বিষয় নয়। এর জন্য প্রয়োজন ট্রিকস, সঠিক ডেডিকেশন ও প্রচুর ধৈর্য।
জেনে নিন অনলাইন বিজনেস গ্রো করার কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিকস।
আপনার বিজনেসের জন্য ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন এখনি
visit now: https://ecomshall.com/
১. পেইজ সেট-আপ
২. কনটেন্ট তৈরি
৩. ফটোগ্রাফি
Builder Hall Ltd. is excited to announce the launch of our new company logo! The new logo represents our continued commitment to innovation, collaboration, and building a brighter future.
The logo features a sleek and modern design, with sharp lines and interlocking shapes. The blue ribbon represents our commitment to quality and craftsmanship, while the white background represents our commitment to sustainability.
We believe that our new logo is a better reflection of our company values and mission. We are confident that it will help us to better connect with our customers and stakeholders, and to continue to build strong relationships for years to come.
We hope you love our new logo as much as we do!
অনলাইনে পন্য কেনার সময় ক্রেতার একমাত্র ভরসা প্রোডাক্ট এর ছবি। তাই অনলাইন বিক্রেতাকে ফটোগ্রাফির দিকে মনযোগ দিতে হবে। একটি পন্য বাস্তবে যতোটা সুন্দর, ঠিক তেমন সুন্দর লুক ছবিতে ফুটিয়ে তোলা মোটেই সহজ নয়। তাই এই দিকে অনেক কাঠখড় পোড়াতে হবে।
চাইলে একজন প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে প্রোডাক্ট এর ফটোগ্রাফি করিয়ে নিতে পারেন। আকর্ষণীয় ও অথেনটিক ছবি ক্রেতার বিশ্বস্ততা অর্জনের হাতিয়ার।
অনলাইনে কমন কিছু ছবি আছে যা মোটামুটি সব পেইজেই দেখতে পাওয়া যায়। এগুলো আকর্ষণীয় হলেও বিশ্বাসযোগ্য নয়। কেননা ক্রেতারা বুঝতে পারে আপনার কাছে থাকা প্রোডাক্ট এর ছবি এগুলো নয়। তাই নিজের স্টকে থাকা প্রোডাক্ট গুলো দিয়ে একটু ভিন্ন আঙ্গিকে ছবি তুলুন। একটু অন্যভাবে ডেকোরেশন করুন। এতে করে খুব সহযেই বিশ্বস্ততা অর্জন করা সম্ভব।
ফেসবুক বিজনেসের ক্ষেত্রে উদ্যোক্তাদের সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় ডেলিভারি নিয়ে। দেখা গেল খুব ভালোই অর্ডার পাচ্ছেন কিন্তু পণ্যটি যথাসময়ে ক্রেতার হাতে পৌঁছাতে পারেননি বলে বিক্রি হলো না। এতে লাভের বদলে ডেলিভারি চার্জ বাবদ উল্টো লসের বোঝা বইতে হবে।
তাই বিশ্বস্ত ডেলিভারি এজেন্সির সাথে সম্পর্ক রাখুন। যাদের টাইম ম্যানেজমেন্ট ভালো এবং পণ্যের কোনো ধরনের ড্যামেজ না ঘটিয়ে দায়িত্ব সহকারে পণ্য ডেলিভারি করতে পারবে। খেয়াল রাখবেন লেনদেন এর দিক থেকেও যাতে এজেন্সির শতভাগ স্বচ্ছতা থাকে। বেশিরভাগ সময় দেখা যায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানোর পরে সেই টাকা ডেলিভারি এজেন্সির কাছ থেকে তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়।
ফেসবুক বিজনেস শুরু করার জন্য আগে ভাবতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী। যদি নিজের কোনো বিশেষ গুন থাকে তাহলে সেই বিষয় নিয়ে আগাতে পারেন। আর যদি মনে হয় লোকাল কোনো পণ্য নিয়ে কাজ করবেন তাহলে পণ্য সংগ্রহ করার বিষয়ে যথাযথ ধারনা রাখতে হবে। সেই সাথে মাথায় রাখতে হবে ডেলিভারির বিষয়টিও। ভালো কোনো ডেলিভারি এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। যাতে সঠিক সময়ে পণ্য ডেলিভারি করতে পারেন।
আপনি যদি রান্না ভালো পারেন তবে হোম মেড ফুড নিয়ে বিজনেস করতে পারেন। যদি টেইলারিং ভালো পারেন তাহলে ফ্যাশন ও পোশাক নিয়ে কাজ করতে পারেন। যদি ড্রয়িং ভালো পারেন তাহলে হ্যান্ড পেইন্টিং নিয়ে কাজ করতে পারেন। বেকিং আইটেম নিয়ে ফেসবুক বিজনেস করেও উদ্যোক্তারা বর্তমানে ভালো সাড়া পাচ্ছে। আর যদি মনে করেন পণ্য পাইকারি কিনে বিজনেস করবেন তাহলে অবশ্যই পুঁজি থাকতে হবে। আপনার কোন দিকটি ভালো সেটা নিশ্চই আপনি জানেন। নিজের সুবিধা অসুবিধা বিবেচনা করে একটি বিজনেস শুরু করুন।
""Customer Review"" Thank you dear customer such valuable feedback
আমার eCom Smart Hall বিটা পরীক্ষক হওয়ার সুযোগ হয়েছিল, এবং আমি অবশ্যই বলব যে এটি আমার প্রত্যাশা অতিক্রম করেছে। প্ল্যাটফর্মটি অবিশ্বাস্য, ব্যবহারকারী-বান্ধব, এবং আমি কোনও কোডিং দক্ষতা ছাড়াই একটি পেশাদার ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হয়েছি।
Thanks for the review
eCom Smart Hall বিটা পরীক্ষক হওয়াই আমাকে প্ল্যাটফর্মের দ্বারা ওয়েবসাইট তৈরির রূপ দেওয়ার সুযোগ দিয়েছে। দলটি সক্রিয়ভাবে প্রতিক্রিয়া চেয়েছে এবং ব্যবহারকারীর পরামর্শের উপর ভিত্তি করে ওয়েবসাইট বাস্তবায়ন করেছে, এটি একটি সত্যিকারের সহযোগিতামূলক অভিজ্ঞতা তৈরি করেছে।
""Customer Review""
Thank you dear customer
eCom Smart Hall মোবাইল প্রতিক্রিয়াশীলতা শীর্ষস্থানীয়। আমার গ্রাহকদের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ এবং ব্যবহারকারী-বান্ধব অভিজ্ঞতা প্রদান করে আমার ওয়েবসাইটটি সমস্ত ডিভাইসে দুর্দান্ত লাগছিল।
Many thanks to Yasmin for providing such valuable feedback to keep us going as always.
আমার অনলাইন ই-কমার্স সাইটের ওয়েবসাইটে বিল্ডার হল লিমিটেডের কাজ দেখে আমি অত্যন্ত মুগ্ধ। তাদের দলটি ছিল খুবই পেশাদার, জ্ঞানী এবং সর্বোত্তম ফলাফল প্রদানে নিবেদিত। তারা যে ওয়েবসাইটটি তৈরি করেছে তা কেবল দৃশ্যত অত্যাশ্চর্য নয়, ব্যবহারকারী-বান্ধব এবং নেভিগেট করাও সহজ। তারা প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং ওয়েবসাইটের সমস্ত দিক সুচারুভাবে কাজ করছে তা নিশ্চিত করার জন্য উপরে এবং তার বাইরে চলে গেছে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন আছে এমন কাউকে আমি বিল্ডার হল লিমিটেডের সুপারিশ করছি। তারা সত্যিই আমার প্রত্যাশা অতিক্রম!
Many thanks to for providing such valuable feedback to keep us going as always.
eCom Smart Hall সহায়তা দলটি তাদের অসাধারণ দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। তারা প্রতিক্রিয়াশীল এবং সহায়ক ছিল, আমার যে কোনো সমস্যা বা প্রশ্ন তাৎক্ষণিকভাবে সমাধান করেছে। এটি সকল অভিজ্ঞতাকে মসৃণ এবং উপভোগ্য করে তুলেছে।
Many thanks to Anil Kumar for providing such valuable feedback to keep us going as always.
সীমিত খরচ সহ একজন উদ্যোক্তা হিসাবে eCom Smart Hall আমার জন্য একটি গেম-চেঞ্জার ছিল। টেমপ্লেট এবং কাস্টমাইজেশন বিকল্পগুলি আমাকে আমার পণ্যগুলিকে সম্ভাব্য সর্বোত্তম উপায়ে প্রদর্শন করার অনুমতি দিয়েছে, আরও গ্রাহকদের আকৃষ্ট করে এবং বিক্রয় বৃদ্ধি করে৷
ফেসবুক পেজ নাকি ইকমার্স ওয়েবসাইট: আপনার ব্যবসার জন্য কোনটা সঠিক?
ইকমার্স কী?
ইকমার্স বা ইলেকট্রনিক কমার্স হল ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও পরিষেবার ক্রয়-বিক্রয়ের পদ্ধতি। এটি ইলেকট্রনিক নেটওয়ার্ক, বিশেষভাবে ইন্টারনেট ব্যবহার করে হয়। ইকমার্স ব্যবহার করে ব্যবসাদের সাথে গ্রাহকের মধ্যে যোগাযোগ হয় এবং পণ্য ও পরিষেবা অনলাইনে অর্ডার করা হয়। এটি প্রস্তুতি, পরিবহন, প্রদান এবং অন্যান্য ব্যবসার কাজে ইউটিলাইজ হয়।
ইকমার্সের ধরণ
ইকমার্সে ছয়টি মৌলিক ধরণ রয়েছে:
১। বিজনেস-টু-বিজনেস (B2B): এখানে একটি কোম্পানি অন্য কোম্পানিতে পণ্য বা সেবা বিক্রয় করে।
২। বিজনেস-টু-কনস্যুমার (B2C): এখানে কোম্পানি গ্রাহকদেরকে সরাসরি পণ্য বা সেবা বিক্রয় করে।
৩। কনস্যুমার-টু-বিজনেস (C2B): এখানে গ্রাহকরা পণ্য বা সেবা প্রদান করে এবং কোম্পানির দিকে অফার দেয়।
৪। কনস্যুমার-টু-কনস্যুমার (C2C): এখানে একজন গ্রাহক অন্য একজন গ্রাহককে পণ্য বা সেবা বিক্রয় করে বা ক্রয় করে।
৫। বিজনেস-টু-গভর্নমেন্ট (B2G): এখানে কোম্পানির সাথে সরকার মধ্যে বিভিন্ন ধরণের লেনদেন হয়।
৬। কনস্যুমার-টু-গভর্নমেন্ট (C2G): এখানে গ্রাহকরা সরকারের দিকে সেবা অথবা তথ্য প্রদান করতে পারেন
ইকমার্স ওয়েবসাইট কী?
ইকমার্স ওয়েবসাইট হলো এমন একটি ওয়েবসাইট যেখানে ব্যবসায়িক লক্ষ্যে পণ্য ও সেবা অনলাইনে প্রদান হয়, এবং গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে একই সাথে পণ্য ক্রয় করতে এবং সেবা পাওয়ার জন্য অনুমতি পান।
ইকমার্স ওয়েবসাইটের সুবিধাঃ
ইকমার্স ওয়েবসাইট ব্যবহার করার সাথে সাথে অনেকগুলি সুবিধা সহজেই উল্লেখ করা হয়ঃ
১। অনলাইন শপিং: ইকমার্স ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করার একটি সুবিধা হলো গ্রাহকরা অনলাইনে পণ্য এবং সেবা কিনতে পারেন।
২। বিস্তারিত তথ্য: ইকমার্স ওয়েবসাইটে গ্রাহকরা পণ্য এবং সেবার বিস্তারিত তথ্য পাবে, যা সহজেই তাদের নির্ধারিত পণ্য বা সেবা বুঝতে সাহায্য করে।
৩। হোম ডেলিভারি: অনেক ইকমার্স ওয়েবসাইট পণ্য গ্রাহকের ঠিকানায় হোম ডেলিভারি সুবিধা দেয়, যা গ্রাহকদের জন্য সহজ এবং সময়সারণি হতে পারে।
৪। পোস্ট-সেলস সাপোর্ট: ইকমার্স ওয়েবসাইটে সাপোর্ট টীম একটি প্রদানকারী বৃদ্ধি হয় যার মাধ্যমে গ্রাহকরা পোস্ট-সেলস সময়ে সাহায্য পাতে পারেন।
সম্পূর্ণ নিয়ন্ত্রণঃ
সিআরএম (CRM) সিস্টেমের মাধ্যমে ব্যবসায়িক সংক্রান্ত তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণ সহজ হয়। এটি কোম্পানির সাথে গ্রাহকের ইতিহাস, লেনদেন, এবং যোগাযোগের সব ধরণের তথ্য সংরক্ষণ এবং অ্যাক্সেস করার সুযোগ সৃষ্টি করে।.
ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধিঃ
ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য একটি ভাল সিআরএম সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। এটি সম্ভাবনা তৈরি করে যে গ্রাহকরা কোম্পানির সাথে সম্পর্ক গড়ে এবং তাদের মধ্যে একটি পোজিটিভ অভিজ্ঞান তৈরি করে. প্রযুক্তিগত সহায়তা পেয়ে, কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো সহজ হয় এবং গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নত করা যায়।
বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছানোঃ
বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছানোর জন্য, সিআরএম ব্যবহার করে কোম্পানি গ্রাহকের সাথে বিশ্ববিদ্যালয় গুলি বা সামাজিক মাধ্যমে সম্পর্ক করতে পারে।
উন্নত সিআরএম (CRM) বাস্তবায়নে সহায়তাঃ
সংগ্রহ ও বিশ্লেষণের সুযোগ পাওয়া যায়। এটি কোম্পানির কর্মীদের জন্য প্রদান করে যাতে তারা গ্রাহকের সাথে ভাল সম্পর্ক প্রয়োজনীয় তথ্য পেতে সক্ষম হয়।
ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের সুযোগঃ
সিআরএম সিস্টেমের মাধ্যমে ব্যবসা করা কোম্পানিরা গ্রাহকের সাথে সংক্রান্ত ডেটা সংগ্রহ করতে পারে এবং এটি বিশ্লেষণ করতে সক্ষম, যা তাদের উন্নত সেবা প্রদানে সাহায্য করে। এটি একটি কোম্পানির কাছে গ্রাহকের প্রতি আদর্শ প্রদান করতে এবং প্রতিস্থানে উন্নত হতে সাহায্য করতে সাহায্য করতে সাহায্য করতে সাহায্য করে।
ফেসবুক পেজ কী?
ফেসবুক পেজ হল একটি অনলাইন প্রোফাইল বা পৃষ্ঠা, যা ব্যক্তি, বিশেষজ্ঞ, প্রতিষ্ঠান, বা ব্র্যান্ড তৈরি করতে ব্যবহৃত হয়। এই পেজে ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য, কাজ, সেবা, এবং আরও অনেক ধরনের বিষয়ে জানানো হয়। ফেসবুক পেজ তৈরির মাধ্যমে একজন ব্যক্তি তার স্বকীয় বা ব্যক্তিগত প্রতিষ্ঠান বা ব্র্যান্ড নিজেকে প্রকাশ করতে পারে এবং বিশেষজ্ঞ, কোম্পানি, অথবা সংগঠনগুলি তাদের কাজ এবং সেবা সম্পর্কে জনপ্রিয়া বা অবগত করতে ব্যবহার করে। এছাড়াও, ফেসবুক পেজ ব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অনুসন্ধানের ফলাফলে উত্কৃষ্ট ভাবে প্রদর্শন করতে পারে এবং আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
সহজেই সেটআপ:
ফেসবুক পেজ সেটআপ করা খুব সহজ এবং প্রযোজ্য। কোন প্রকারের পেশাদার অথবা ব্যক্তিগত প্রোফাইলের মতো, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেকে সাজানোর জন্য পেজ তৈরি করতে পারে এবং এর জন্য কোনও পেজ ডিজাইন বা কোডিং জ্ঞানের প্রয়োজন হয় না। এটি ব্যবহারকারীদের ফেসবুক প্রোফাইল থেকে আরও বড় একটি প্রতিষ্ঠান বা ব্র্যান্ড তৈরি করার সুযোগ দেয়। এছাড়াও, সাধারিত ফেসবুক ব্যবহারকারীরা সহজেই পেজ সংরক্ষণ করতে পারে এবং প্রোফাইলের মাধ্যমে সহজেই যোগাযোগ করতে পারে।
বিশাল দর্শকগোষ্ঠীঃ
ফেসবুক পেজের একটি মূল সুবিধা হল এটি বিশাল একটি দর্শকগোষ্ঠী উত্পন্ন করতে সাহায্য করতে পারে। এটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুসন্ধানকৃত হওয়ার সুযোগ উপার্জন করতে সাহায্য করতে পারে এবং এটির মাধ্যমে প্রচার করা এবং বৃদ্ধি করা হতে পারে। এটি পেজের জন্য যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে এবং এটির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের টার্গেট দর্শকগোষ্ঠী কে সীমাবদ্ধ করতে পারে।
কম খরচঃ
ফেসবুক পেজের তৈরি এবং পরিচালনার খরচ খুব কম। এটি ফ্রি হিসেবে তৈরি করা যায় এবং তার বৃদ্ধি ও প্রচারের জন্য প্রায়ই খুব কম খরচ হয়। এটি অন্যান্য বিজ্ঞাপন প্ল্যাটফর্মে তুলনামূলকভাবে কম খরচে দর্শকগণের সাথে যোগাযোগ করতে সাহায্য করতে পারে, যা ছোট বা শুরুমেই ব্যবসার জন্য উপযুক্ত হতে পারে।
লক্ষ্যবস্তুকরণ বিজ্ঞাপনঃ
ফেসবুক পেজ ব্যবহার করে লক্ষ্যবস্তুকরণ বিজ্ঞাপন করা হতে পারে, যা একটি ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য খুব কার্যকর হতে পারে। ফেসবুক পেজ মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে বিজ্ঞাপন স্থাপন করা যায়, যার ফলে একটি নির্দিষ্ট দর্শকগণ অথবা গ্রুপে পৌঁছাতে পারে। এটি ব্যবসা করার সম্ভাবনাগুলি বাড়াতে সাহায্য করতে পারে এবং বিজ্ঞাপন বাজারে উপস্থিতি অনুভব করতে পারে।
আপনার ব্যবসার প্রয়োজনীয়তা বিবেচনা করুন
ফেসবুক পেজঃ
ফেসবুক পেজ ব্যবহার করে আপনি সামাজিক যোগাযোগ করতে পারেন এবং লোকদের সাথে যোগাযোগ করতে পারেন।
এটি সহজে সেটআপ হয় এবং কম খরচে প্রচারিত হয়।
ইকমার্স ওয়েবসাইটঃ
একটি ইকমার্স ওয়েবসাইট আপনার পন্য এবং পরিষেবার জন্য একটি অনলাইন প্রদান করতে সাহায্য করে।
এটি বিশাল দর্শকগোষ্ঠী বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং একটি সুস্থিত ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করতে পারে।
সিদ্ধান্তঃ
ইকমার্স ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নিতে আপনার বিবেচনা করা উচিত।
ইকমার্স ব্যবসা খোলার জন্য সিদ্ধান্ত নিতে, নিম্নলিখিত ধরণের বিষয়গুলি বিবেচনা করা উচিত:
লক্ষ্যবস্তুক বাজার: আপনি কোন ধরণের পণ্য বা সেবা বিক্রয় করতে চান, তা পর্যালোচনা করুন।
বাজেট: আপনি কতটুকু টাকা বিনিয়োগ করতে পারেন, তা বিবেচনা করুন।
দক্ষতা: আপনি কি প্রযুক্তিগত দক্ষতা সহ থাকেন, সেটি পর্যালোচনা করুন।
#ইকমার্স #ইকমার্স #ইকমার্সওয়েবসাইট #ওয়েবসাইট
E-commerce site Design: The 10 key steps to follow to succeed on the Website
E-commerce website Design: The 10 key steps to follow succeed on the Website eCom Smart Hall: Empowering new entrepreneurs to launch e-commerce sites in 3 minutes, low cost, no coding. Get online in 30!
😍ডিসকাউন্ট😍
eCom Smart Hall থেকে আপনি মাত্র ৯৯ টাকায় আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।
https://ecomshall com
*সীমিত সময়ের অফার
🔥We are excited to announce a significant update to the eCom Smart Hall platform, rolling out on August 30, 2023, V1.2.0. 🔥
😍 Our team has been hard at work to enhance your experience and provide you with even more tools to build and manage your online stores efficiently.😍
We're committed to providing you with the best tools and features to succeed in your online business journey. This update is a reflection of our dedication to continuous improvement based on your valuable feedback.😊
Thank you for being a part of the eCom Smart Hall community. 🥰🙏 We're excited to see how these updates will empower you to create even more exceptional online stores.
👉 Read more: https://ecomshall.com/landlord-blog/update-notice-ecom-smart-hall-august-30-2023-v120
Update Notice: eCom Smart Hall - August 30, 2023 v1.2.0 We are excited to announce a significant update to the eCom Smart Hall platform, rolling out on August 30, 2023, V1.2.0. We are committed to providing you with the best tools and features to succeed in your online business journey.
eCom Smart Hall update successful. 🔥
Tomorrow we publish new features list.❤️
eCom Smart Hall under maintenance.
Something new is coming 🔥
Be ready
আজই তৈরি করে নিন আপনার প্ল্যাটফর্ম eCom Smart Hall থেকে।
https://ecomshall.com
https://www.facebook.com/reel/6456140737755340?mibextid=9drbnH
eCom Smart Hall update done.
eCom Smart Hall under updating.
বর্তমানে বাংলাদেশে ই-কমার্স উদ্যোগের বৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশে অনলাইন বাজারের সংখ্যা বা ই-কমার্স প্ল্যাটফর্মের সংখ্যা দ্রাস্তব্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রায় সবগুলি পণ্য ও পরিষেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। এছাড়াও স্মার্টফোন এবং ইন্টারনেটের বিস্তারের কারণে মানুষের ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এটি ই-কমার্সের উপর অন্যতম প্রভাব ফেলছে।
বাংলাদেশে ই-কমার্স ব্যবসার ভবিষ্যৎ কেমন হতে পারে? বাংলাদেশে ই-কমার্স ব্যবসা গড়ে তোলার একটি মধ্যম হিসেবে ই-কমার্স ব্যবসার ভবিষ্যত চর্চা নিয়ে আসা উচিত। সাম্প্রতিক ...
আপনার ই কমার্স ব্যবসা বাড়াতে এবং গুগলে প্রথম পেজে রাখতে চাইলে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার টেকনিকগুলি ফলো করতে পারেন। প্রোডাক্ট ডেসক্রিপশন একটি গুরুত্বপূর্ণ অংশ যা আপনার গ্রাহকদের আকর্ষণ করে এবং আপনার ই কমার্স ওয়েবসাইটের র্যান্কিংও উন্নত করে তুলতে পারে। প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার একটি প্রফেশনাল টেকনিক মাধ্যমে, আপনি আপনার কাস্টমারদের প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা দিতে পারেন, তাদের আকর্ষণ করতে পারেন এবং সেসব কিওয়ার্ড ব্যবহার করে সার্চ ইঞ্জিনে প্রথম পাতায় আপনার ওয়েবসাইটটি প্রদর্শন করতে পারেন
ই-কমার্স সেল বাড়ানোর জন্য প্রোডাক্ট ডেসক্রিপশনের গুরুত্ব ও টেকনিক আপনার ই কমার্স ব্যবসা বাড়াতে এবং গুগলে প্রথম পেজে রাখতে চাইলে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার টেকনিকগুলি ফলো করতে পা....
একটি স্টার্টআপ বিজনেস শুরু করতে একটি ওয়েবসাইট এর প্রয়োজন কেন?
একটি স্টার্টআপ বিজনেসের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে একটি ওয়েবসাইট প্রয়োজন :
অনলাইন উপস্থিতি: আজকের ডিজিটাল যুগে, যেকোনো ব্যবসার জন্য অনলাইনে উপস্থিতি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইট ভার্চুয়াল স্টোরফ্রন্ট এবং আপনার স্টার্টআপের জন্য একটি কেন্দ্রীয় হাব হিসাবে কাজ করে, সম্ভাব্য গ্রাহকদের আপনাকে খুঁজে পেতে, আপনার পণ্য বা সেবাগুলি সম্পর্কে জানতে এবং সহজেই আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পথ প্রশস্ত করে।
➡️ ব্র্যান্ডিং এবং বিশ্বাসযোগ্যতা: একটি ভাল-ডিজাইন করা ওয়েবসাইট আপনার স্টার্টআপের ব্র্যান্ড পরিচয় প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এটি আপনাকে আপনার শিল্পে / ব্যবসায়িক সেক্টরে আপনার ব্র্যান্ডিং করে, কোম্পানির কালচার এবং দক্ষতা প্রদর্শন করতে সহায়তা করে। একটি ব্যবসায়ীক- রুচিসম্মত সুন্দর ওয়েবসাইট আপনার ব্যবসায় বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বস্ততা যোগ করে, বিশেষ করে নতুন এবং অপরিচিত স্টার্টআপগুলির জন্য।
➡️ গ্রাহক সংযুক্তি: একটি ওয়েবসাইট আপনার টার্গেট করা গ্রাহকদের সাথে সংযুক্ত থাকার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। দর্শকদের আপনার স্টার্টআপের সাথে ইন্টারঅ্যাক্ট করতে উৎসাহিত করতে আপনি যোগাযোগের ফর্ম, লাইভ চ্যাট বা সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনের মতো বিভিন্ন টুল আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। আপনার প্রতিষ্টার এবং গ্রাহকের মাঝে এই পারস্পরিক মিলন মূল্যবান গ্রাহক অন্তর্দৃষ্টি, প্রতিক্রিয়া, এবং সম্ভাব্য বিক্রয় বা অংশীদারিত্বের দিকে আপনার প্রতিষ্ঠানকে পরিচালিত করতে পারে।
➡️ মার্কেটিং এবং প্রচার: আপনার ওয়েবসাইট একটি শক্তিশালী মার্কেটিং টুল হিসাবে কাজ করে। আপনি অনুসন্ধান ফলাফলে (সার্চ ইঞ্জিনে) আপনার অবস্থান উন্নত করতে এবং জৈব ট্র্যাফিক আকর্ষণ করতে সার্চ ইঞ্জিনের (SEO) জন্য এটি অপ্টিমাইজ করতে পারেন। উপরন্তু, আপনি আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং কৌশলগুলির সাথে একীভূত করতে পারেন যেমন :
1.Content marketing,
2.Email marketing,
3. Social media marketing. ইত্যাদি।
যা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আপনার ব্যবসাকে পৌঁছাতে এবং জড়িত করতে সহায়তা করে।
➡️ ই-কমার্স এবং বিক্রয়: আপনার স্টার্টআপ যদি অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করে, তাহলে একটি ওয়েবসাইট আরও প্রয়োজনীয় হয়ে ওঠে বা উঠতে পারে। এটি আপনাকে বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে আপনার পণ্য বা সেবা প্রদর্শন এবং বিক্রি করার জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম সেট আপ করার সুবর্ণ সুযোগ প্রদান করে । একটি ই-কমার্স ওয়েবসাইট নিরাপদ লেনদেন, অর্ডার ম্যানেজমেন্ট এবং ট্র্যাকিং সক্ষম করে, এভাবে আপনার ব্যবসার উন্নতি প্রসারিত করতে একটি ওয়েবসাইট সহায়তা করে।
➡️ পরিমাপযোগ্যতা এবং বৃদ্ধি: একটি ওয়েবসাইট আপনার স্টার্টআপের বৃদ্ধি এবং সময়ের সাথে মানিয়ে নেওয়ার জন্য একটি মাপযোগ্য প্ল্যাটফর্ম সরবরাহ করে। আপনার ব্যবসার প্রসারিত হওয়ার সাথে সাথে, আপনি সহজেই আপনার গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আপনার ওয়েবসাইটে নতুন বিষয়বস্তু, বৈশিষ্ট্য এবং কার্যকারিতা আপডেট করতে এবং যোগ করতে পারেন। এটি আপনাকে আপনার গ্রাহকদের সাথে সংযুক্ত থাকতে সহায়তা করবে।
সামগ্রিকভাবে, একটি ওয়েবসাইট একটি স্টার্টআপের ডিজিটাল উপস্থিতি এবং বিপণন কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আপনার ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে, গ্রাহকদের সাথে যুক্ত হতে, বিক্রয় বৃদ্ধি ও চালাতে এবং প্রতিযোগিতামূলক ব্যবসায়িক ল্যান্ডস্কেপ বৃদ্ধিতে সহায়তা করে।
খুব সহজে আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিন eCom Smart Hall থেকে।
eCom Smart Hall একটি নো কোডিং ওয়েবসাইট বিল্ডার CMS. যার মাধ্যমে আপনি কোনো রকম কোডিং দক্ষতা ছাড়াই নিজেই তৈরি করে নিতে পারবেন আপনার e-commerce website। নেই কোনো মেইনটেইনের ঝামেলা বা হোস্টিং এর।
৩০ মিনিটের মধ্যেই আপনার ওয়েবসাইট রেডি করে প্রোডাক্ট বিক্রি শুরু করতে পারবেন।
ড্র্যাগ-এন্ড-ড্রপ ফিচার, মর্ডান থিম লাইব্রেরি, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং টুলের মতো অ্যাডভান্স ফিচার সহ, eCom Smart Hall আপনাকে দিচ্ছে আপনার শপের ই কমার্স ওয়েবসাইট তৈরি এবং অপ্টিমাইজ করার সুবিধা। যা আপনার বিজনেসের সেলস বুস্ট করবে এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
🎁➡️ https://ecomshall.com
45% discount এ ১ বছরের scale up প্যাকেজ পাচ্ছেন।
ই-কমার্স এর অনেক রকম সুযোগ সুবিধা । আপনার অনলাইন স্টোরটিতে সঠিক ই-কমার্স বিজনেস মডেল নির্বাচন করা এবং প্রয়োগ করা আপনার ধারণার চেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষত যদি আপনি এই শিল্পে নতুন হন। আপনার সফলতার সর্বাধিক সম্ভাবনাটি নির্ভর করে কোন নীশ বা বিষয়কে টার্গেট করেছেন, পণ্যের সংস্থানসমূহ (Sourching) এবং মার্কেটিং দক্ষতা । আসুন 4 টি বড় ইকমার্স ধরণ এবং 6 টি প্রমাণিত ই-কমার্স বিজনেস মডেল একবার দেখে নেওয়া যাক।
৬টি ই-কমার্স বিজনেস মডেল ও ৫টি মার্কেট প্রকারভেদ অনলাইন ব্যবসার পরিকল্পনা তৈরির আগে বিভিন্ন ধরণের ই-কমার্স বিজনেস মডেল এবং প্রকারভেদ গুলো কয়টি তা জেনে অনলাইন ব্...
👉বুস্টিং না করেই ফেসবুকে সেল বাড়ানোর ৮ টি টিপস
প্রতিষ্ঠানের পরিচিতি, নিত্য নতুন অফার, পন্যের বর্ণনা, গুনাগুন, উপকারিতা, ব্যবহার করার উপায়, অর্ডারের নিয়ম সহ আরও অনেক তথ্য আমাদের গ্রাহকদের কাছে নিয়মিতভাবে প্রচার করতে হয়। আর ফেসবুকে প্রচারনা করার কথা মাথায় আসলেই, আমাদের সবার আগে মনে পরে বুস্টিং করার কথা। কিন্তু বুস্টিং মানেই প্রচুর খরচ। তাই, এর বিকল্প হিসেবে আমরা যেই কার্যাবলীগুলো সম্পাদন করতে পারি, আজকে কথা বলব সেই বিষয়গুলো নিয়েই।
ফেসবুক গ্রুপঃ বর্তমান সময়ে ফেসবুকের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের মাধ্যমে অনেকে প্রতিষ্ঠানের পণ্য বা ব্যাক্তিগত পণ্যের ব্যবসা করে আসছেন। ফেসবুকে, উদ্যোক্তা, ব্যবসা, পাইকারী, বাই, সেল ইত্যাদি কি-ওয়ার্ড দিয়ে এই ধরনের গ্রুপ গুলো খুজে পাওয়া সম্ভব। এই গ্রুপে জা করণীয়ঃ
🔵নিয়মিত একটিভ থাকা: প্রথমেই আপনাকে ব্যবসায়িক গ্রুপে যুক্ত হয়ে বেশি বেশি একটিভ থাকতে হবে। একই সাথে অন্যজনের পোস্টগুলোতে গঠনমূলক কমেন্ট করতে হবে। প্রতিদিন নিয়মিত গঠনমূলক কমেন্ট করা উচিৎ। তবে আপনি সেলার বা বায়ার তা বোঝানোর কোন দরকার নাই। আপনার যদি কোন পণ্য থাকে তাহলে আপনি বিক্রি করবেন আর আরেকজনের কাছ থেকে প্রয়োজনীয় পণ্যটি কিনবেন।
🔵গ্রুপের নিয়ম মেনে পোস্ট করা: প্রত্যেকটি গ্রুপেই কিছু নিয়ম রয়েছে। গ্রুপের এডমিন ও মডারেটররা আপনার আইডির ডিটেইল না পেলে বা ফেইক মনে করলে পোস্ট এপ্রুভ করবে না। আবার অনেক গ্রুপে পণ্যের বেশি ছবি দিলে এপ্রুভ করে না। সে হিসেবে গ্রুপের দেওয়া নিয়মগুলো মেনে পোস্ট করতে হবে। সব সময়ই চেষ্টা করবেন পণ্যের সঠিক বর্ণনা দিয়ে গ্রুপের নিয়ম মেনে পোস্ট করা। এতে সেল হওয়ার সম্ভবনা বেশি থাকে। একটা পোস্ট দিয়েই পরিচিতি বাড়লে তবে দুইদিন পর আবার গঠনমূলক পোস্ট করা।
🔵গ্রুপের কর্তৃপক্ষদের ফ্রেন্ডলিস্টে রাখা: আপনি যে গ্রুপে পোস্ট করেন সেই গ্রুপের এডমিন বা মডারেটরদের নিজের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে রাখা চেষ্টা করা। এতে তাদের সাথে আপনার পরিচিত থাকলে তারা সহজেই আপনার গঠনমূলক পোস্ট দেখে এপ্রুভ করবে। তবে তাদেরকে এ্যাড না করতে পারলে সেই গ্রুপে একটিভ মেম্বারদের যুক্ত করে রাখতে পারেন। এতে যদি বেশি পোস্ট করেন তবে আপনার পোস্ট রিচ বাড়বে।
🔵পণ্যের সুন্দর ছবি নির্বাচন: ফেসবুকে মার্কেটিং করতে হলে অবশ্যই আগে আপনার পণ্যের সুন্দর ছবি নির্বাচন করতে হবে। ছবিতে গ্রাহককে আকৃষ্ট করতে পারলে আপনার পণ্য সেল বাড়বে। সে জন্য ভালো মোবাইল দিয়ে ছবি উঠানোর চেষ্টা করবেন। গ্রুপের অন্যদের পোস্ট দেখেও শিখতে পারেন তারা কেমন ছবি ব্যবহার করে। সুন্দর ছবি দিয়ে পোস্ট করলে বেশি রিচ আসবে। যার ফলে বেশি মানুষ দেখার ফলে ক্রেতাও বাড়বে।
🔵পণ্য সম্পর্কে গঠনমূলক বর্ণনা: আপনি যে ধরনের পণ্য নিয়ে কাজ করবেন সে বিষয়ে সুন্দর করে বর্ণনা দিয়ে পোস্ট দিবেন। পণ্য কিভাবে আসল বা কোথায় বানানো হয়েছে এবং পণ্যের কি কি গুণ ও উপকারিতা রয়েছে। এমনভাবে সাজিয়ে বর্ণনা দিতে হবে যা কেউ পড়লে পণ্যটির কেনার আগ্রহ বাড়ে।
🔵গুরুত্বপূর্ণ সময়ে অফার দেওয়া: গ্রাহকদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন দিবস উপলক্ষে অফার দিতে পারেন। যেমন ঈদ বা পূজা বা বছরের প্রথম ও শেষ দিকে আপনি একটা প্যাকেজ তৈরি করতে পারেন। যেখানে প্যাকেজের মধ্যে নির্দিষ্ট মূল্যের জন্য ছাড়ের ব্যবস্থা করলে ক্রেতার আগ্রহ বাড়বে। একই সাথে অফারগুলো অবশ্যই লোভনীয় হতে হবে। তবে অফার অনুসারে ক্রেতাকে দেওয়ার সামর্থ্য থাকতে হবে।
🔵নিজের আইডি পাবলিক ও পণ্য সম্পর্কে পোস্ট রাখা: আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে ব্যবসা করবেন তবে সেক্ষেত্রে অবশ্যই নিজের ফেইবুক আইডিটা লক রাখা যাবে না। লক থাকলে ক্রেতা আপনাকে বিশ্বাস করতে চাইবে না। আইডিটাকে পাবলিক রাখা এবং নিজের ছবি যুক্ত করা(মেয়ে হলে ছবি না দেওয়ার ইচ্ছে থাকলে সঠিক তথ্য দিয়ে সুন্দর করে নিজের আইডির এবাউট গুছিয়ে রাখা) থাকলে তা আপনাকে বিশ্বস্ত করে তুলবে। একই সাথে আইডিতে নিজের পণ্যের ছবি দিয়ে পোস্ট রাখতে হবে। এতে ক্রেতারা আপনার আইডি ঘুরলে বুঝতে পারে আপনি ফেইক বিক্রেতা নয়। আইডির তথ্যগুলো সঠিকভাবে না থাকলে সাধারণত অনেকে আপনার সাথে সহজে কেউ লেনদেনে আসবে না।
🔵এছাড়াও, অন্যান্য করণীয় গুলো হলোঃ
👉ফেসবুক পেজ তৈরি করুন: সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করুন, যেমন আপনার ওয়েবসাইট, যোগাযোগের বিশদ বিবরণ এবং পন্য সম্পর্কে প্রয়োজনীয় পোস্ট করুন।
👉মূল্যবান কন্টেন্ট শেয়ার করুন: নিয়মিতভাবে আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ সামগ্রী পোস্ট করুন যা আপনার দর্শকদের এঙ্গেজ করতে সাহাজ্য করবে। ছবি, ভিডিও, লেখা ইনফগ্রাফিক্স ইত্যাদি শেয়ার করুন।
👉Facebook লাইভ ব্যবহার করুন: রিয়েল-টাইমে আপনার দর্শকদের সাথে যুক্ত হতে Facebook লাইভের সুবিধা নিন। আয়োজন করুন হোস্টের প্রশ্নোত্তর সেশন, পণ্য প্রদর্শন, পন্যের বর্ণনা, বা অন্য কোনো ইন্টারেক্টিভ ইভেন্ট যা আপনার ব্র্যান্ডকে আরো জনপ্রিয় করে তুলবে। চাইলে বন্ধুবান্ধব ও প্রিয়জনদের শেয়ার করতে বলতে পারেন।
ফেসবুক মার্কেটিং করতে অত্যন্ত ধৈর্যশীল ও কস্ট সহিষ্ণু হওয়া প্রয়োজন। পেজ এর পাশাপাশি আপনার সার্ভিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গ্রুপে যুক্ত হয়ে সেখানেও প্রচারণা চালাতে পারেন। আরো কিছু ফ্রি মার্কেটিং আইডিয়া:
- লাইভ ভিডিও এবং ইভেন্ট তৈরি করা।
- সার্ভিসের সাথে মানানসই ওয়েবিনার চালু।
- ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং ইভেন্টে যাওয়া।
- সোশ্যাল মিডিয়া কন্টেস্ট ও গিভ্যাওয়ের আয়োজন করা।
- কাস্টমার রেফারেল প্রোগ্রাম চালু করা।
©
Builder Hall Ltd
A leading IT Firm
eCom Smart Hall | SMS Hall | Business Development
শুনেছি কাঁচা মরিচের কেজি ১২০০ টাকা!🥵 না না বাপু আমরা দিচ্ছি মাত্র ২৫০ টাকায়। 😎
এছাড়া Scale-Up প্যাকেজে চলে ধামাকা ডিসকাউন্ট। ৯৯৯৯ টাকার প্যাকেজ পাচ্ছেন ৫৪৮৮ টাকায়। (Limited Time Offer)
eCom Smart Hall - Best No Coding SaaS eCommerce Website Builder eCom Smart Hall is a cutting-edge SaaS website builder that empowers individuals and businesses to create stunning websites without the need for coding expertise.
মাত্র ২৫০ টাকায় ওয়েবসাইট 😳🔥 ৩০ মিনিটের ও কম সময় নিজের শপের জন্য ওয়েবসাইট তৈরি করে নিন নিজেই। কোনো কোডিং বা টেকনিক্যাল দক্ষতা ছাড়াই।
আপনার একটি ওয়েবসাইট বর্তমান সময়ে কত গুরুত্বপূর্ণ ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে সেটা বলার অপেক্ষা রাখে না।
সেল বৃদ্ধি করতে এখন ফেইসবুক পেজের পাশাপাশি একটি ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমারকে ইনস্ট্যান্ট পার্সেজের দিকে ধাবিত করা হয় যেটা একটি ই কমার্স ওয়েবসাইট দিয়েই সম্ভব।
eCom Smart Hall একটি নো কোডিং ওয়েবসাইট বিল্ডার CMS. যার মাধ্যমে আপনি কোনো রকম কোডিং দক্ষতা ছাড়াই নিজেই তৈরি করে নিতে পারবেন আপনার e-commerce website। নেই কোনো মেইনটেইনের ঝামেলা বা হোস্টিং এর।
৩০ মিনিটের মধ্যেই আপনার ওয়েবসাইট রেডি করে প্রোডাক্ট বিক্রি শুরু করতে পারবেন।
ড্র্যাগ-এন্ড-ড্রপ ফিচার, মর্ডান থিম লাইব্রেরি, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং টুলের মতো অ্যাডভান্স ফিচার সহ, eCom Smart Hall আপনাকে দিচ্ছে আপনার শপের ই কমার্স ওয়েবসাইট তৈরি এবং অপ্টিমাইজ করার সুবিধা। যা আপনার বিজনেসের সেলস বুস্ট করবে এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
eCom Smart Hall থেকে পাচ্ছেন বিশেষ সব সুবিধাঃ
➡️ Free Website
➡️ Custom Domain
➡️ Pre-made Theme
➡️ Drag and Drop Builder
➡️ Inventory Management
➡️ Payment Gateway
➡️ Campaign
➡️ Coupon
➡️ Advance Order Management
➡️ Sales Report
➡️ Advance Attributes Management
➡️ Marketing Tool
➡️ SEO Setting
➡️ Pixel & Google Analytics
➡️ Order Tracking
➡️ 24/7 Support
এছাড়াও আছে শতাধিক ফিচার।
মাত্র ২৫০ টাকা থেকে শুরু। এছাড়া রয়েছে ফ্রি তে ওয়েবসাইট তৈরি করার সুবিধা।
🎁 Launching Offer: ১ম বছরের জন্য Scale-Up প্যাকেজ পাচ্ছেন মাত্র ৫৪৯৯৳ টাকায়। রেগুলার মূল্য ৯৯৯৯৳ দেরি না করে এখনি নিয়ে নিন। [Limited Time Offer]
আজই তৈরি করুন আপনার ই কমার্স ওয়েবসাইট মিনিটের মধ্যেই।
ভিজিট করুনঃ
https://ecomshall.com
+8801715938284
মাত্র ২৫০ টাকায় ওয়েবসাইট 😳🔥 ৩০ মিনিটের ও কম সময় নিজের শপের জন্য ওয়েবসাইট তৈরি করে নিন নিজেই। কোনো কোডিং বা টেকনিক্যাল দক্ষতা ছাড়াই।
আপনার একটি ওয়েবসাইট বর্তমান সময়ে কত গুরুত্বপূর্ণ ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে সেটা বলার অপেক্ষা রাখে না।
সেল বৃদ্ধি করতে এখন ফেইসবুক পেজের পাশাপাশি একটি ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমারকে ইনস্ট্যান্ট পার্সেজের দিকে ধাবিত করা হয় যেটা একটি ই কমার্স ওয়েবসাইট দিয়েই সম্ভব।
eCom Smart Hall একটি নো কোডিং ওয়েবসাইট বিল্ডার CMS. যার মাধ্যমে আপনি কোনো রকম কোডিং দক্ষতা ছাড়াই নিজেই তৈরি করে নিতে পারবেন আপনার e-commerce website। নেই কোনো মেইনটেইনের ঝামেলা বা হোস্টিং এর।
৩০ মিনিটের মধ্যেই আপনার ওয়েবসাইট রেডি করে প্রোডাক্ট বিক্রি শুরু করতে পারবেন।
ড্র্যাগ-এন্ড-ড্রপ ফিচার, মর্ডান থিম লাইব্রেরি, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং টুলের মতো অ্যাডভান্স ফিচার সহ, eCom Smart Hall আপনাকে দিচ্ছে আপনার শপের ই কমার্স ওয়েবসাইট তৈরি এবং অপ্টিমাইজ করার সুবিধা। যা আপনার বিজনেসের সেলস বুস্ট করবে এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
eCom Smart Hall থেকে পাচ্ছেন বিশেষ সব সুবিধাঃ
➡️ Free Website
➡️ Custom Domain
➡️ Pre-made Theme
➡️ Drag and Drop Builder
➡️ Inventory Management
➡️ Payment Gateway
➡️ Campaign
➡️ Coupon
➡️ Advance Order Management
➡️ Sales Report
➡️ Advance Attributes Management
➡️ Marketing Tool
➡️ SEO Setting
➡️ Pixel & Google Analytics
➡️ Order Tracking
➡️ 24/7 Support
এছাড়াও আছে শতাধিক ফিচার।
মাত্র ২৫০ টাকা থেকে শুরু। এছাড়া রয়েছে ফ্রি তে ওয়েবসাইট তৈরি করার সুবিধা।
🎁 Launching Offer: ১ম বছরের জন্য Scale-Up প্যাকেজ পাচ্ছেন মাত্র ৫৪৯৯৳ টাকায়। রেগুলার মূল্য ৯৯৯৯৳ দেরি না করে এখনি নিয়ে নিন। [Limited Time Offer]
আজই তৈরি করুন আপনার ই কমার্স ওয়েবসাইট মিনিটের মধ্যেই।
ভিজিট করুনঃ
https://ecomshall.com
+8801715938284
ফেসবুক পেইজের নিরাপত্তার জন্য যা করবেন
আনিকা খুব ব্যস্ত একজন উদ্যোক্তা। পণ্য সোর্স করা, ছবি তোলা, ম্যাসেজের উত্তর দেয়া এমনকি মাঝে মাঝে ডেলিভারি দেয়ার দায়িত্বটুকুও নিজের উপর নিয়ে নেয়, এভাবেই তিলে তিলে বড় হতে থাকে তার ব্যবসায়। প্রত্যেকদিনের মত সকালে ঘুম থেকে উঠেই নিজের পেইজে ঢুঁ দিতে গিয়ে আনিকা দেখতে পেল তার পেইজ সার্চ দিলে আসছে ঠিকই কিন্তু পেইজের ইনবক্স, ইন্সাইট কোন কিছুই সে দেখতে পারছে না। ধক করে উঠে আনিকার বুকের ভেতর। উঠে বসে বোঝার চেষ্টা করতে থাকে সে ঘটনাটা কি হচ্ছে। বিজনেস স্যুট অ্যাপে ঢুকেও পেইজটা পাচ্ছে না সে। কিন্তু পেইজ তো সার্চ করলে ঠিকই পাওয়া যাচ্ছে। ল্যাপটপ দিয়ে ঢুকেও একই ফলাফল। ঘাবড়ে যেতে থাকে আনিকা, এত কষ্ট করে গড়ে তোলা পেইজ! নিজের পেইজে কীভাবে সে নিজেই হারিয়ে ফেলল পেইজের এক্সেস। তার পেইজের অন্য অ্যাডমিন, এডিটর সবাইকে ফোন করে জানল তাদেরও একই অবস্থা। কিভাবে হল এটা? কেন সে তার পেইজে ঢুকতে পারছে না, পেইজ কি কেউ হ্যাক করল? কিভাবে করল? ভাবতে ভাবতে চিন্তায় হারিয়ে যায় সে। আনিকার মত এরকম ঘটনা ইদানিং অনেকের সাথেই হচ্ছে, আসুন সংক্ষেপে জেনে নেই আপনার ফেসবুক পেইজের নিরাপত্তার জন্য কি করা দরকার।
১। স্ক্যাম লিঙ্ক এ ক্লিক করবেন নাঃ ইদানিং সবচেয়ে কমন একটি কারণে পেইজ, অ্যাড অ্যাকাউন্ট এবং প্রোফাইলের অ্যাক্সেস হারিয়ে যাচ্ছে তা হল বিভিন্ন স্ক্যাম লিঙ্ক এ ক্লিক করা। এটার দুটি ধরণ আছে, প্রথমত হচ্ছে বিভিন্ন পেইজ থেকে আপনার পেইজসহ আরও অনেক পেইজ কে মেনশন করা থাকবে এবং যেখানে উল্লেখ থাকবে আপনার পেইজ রেস্ট্রিকট হয়েছে বা ইত্যাদি। এবং সেখানে একটা লিঙ্ক থাকবে যেটায় ক্লিক করার পর আপনাকে ফেসবুক আইডি এর ইমেইল এবং পাসওয়ার্ড দিতে বলবে। আপনি বুঝতে না পেরে যদি সেখানে তথ্য শেয়ার করে ফেলেন তাহলেই শেষ। খুব অল্প সময়ের মধ্যেই আপনার অ্যাড অ্যাকাউন্ট, পেইজ এবং প্রোফাইল চলে যেতে পারে হ্যাকারদের দখলে। এরকম কোন লিঙ্ক পেলে সেখানে কোনমতেই ক্লিক করবেন না, কোন তথ্য দিবেন না।
স্ক্যাম লিঙ্ক এর আরেকটি ধরণ আছে যা ইদানিং অনেক বেশী পরিমাণে দেখা যায়। “Meta Support” “Meta Ad” “Meta Business Ad” “Business Ad Support” ইত্যাদি পেইজ থেকে রীতিমত অ্যাড রান করা হয় ফেসবুকের লোগো এবং অ্যাসেট ব্যবহার করে। যেখানে বলা হয় পুরাতন অ্যাড ম্যানেজার আর কার্যকর থাকবে না, অ্যাড ম্যানেজার এর নতুন ভার্সন ডাউনলোড করতে হবে, এবং সেখানেও একটা ফিশিং লিঙ্ক থাকে যেখানে ক্লিক করলেই কাল। একজন কমন মানুষের জন্য আসলে পার্থক্য বোঝাটা কঠিন তাই এরকম হয়, তাই এরকম কোন অ্যাড বা পোস্ট দেখলে ক্লিক করবেন না, সম্পূর্ণ এড়িয়ে যাবেন।
২। শুধু পরিচিতজনদের অ্যাডমিন হিসেবে রাখুনঃ পেইজের অ্যাডমিন খুব ক্রিটিক্যাল একটি রোল। কখনই ব্যবস্যায়ের ভেতরের ব্যক্তি ছাড়া কাউকে পেইজের অ্যাডমিন হিসেবে রাখবেন না। যত ভাল বন্ধু হোক, সাপোর্টিভ বেস্ট ফ্রেন্ড বা টক্সিক বি এফ হোক, অন্য সব কিছুর অ্যাক্সেস দিলেও পেইজের অ্যাকেক্স সবাইকে দিবেন না। এমনকি যারা বিভিন্ন সার্ভিস প্রভাইড করে পেইজ চেক আপ এর, অ্যাড রানের সেটার জন্যেও অ্যাডমিন অ্যাক্সেস প্রয়োজন হয় না। এডিটর বা অ্যাড রানের অ্যাক্সেসই যথেষ্ট। টিম মেম্বারদের মধ্যেও সবাইকে অ্যাডমিন রাখার প্রয়োজন নেই। শুধু নিজে এবং ব্যবসায়ের সাথে ডিরেক্টলি যারা জড়িত তাদেরকে রাখবেন। হতে পারে তাদের আই ডি এর কারণে আপনার পেইজে সমস্যা হতে পারে বা ক্ষেত্র বিশেষে সম্পর্কের কারনেও অঘটন ঘটে যেতে পারে, তাই বেটার সেইফ দ্যান সরি।
৩। আজাইরা অ্যাপে ফেসবুক দিয়ে লগইন করবেন নাঃ প্রায় বিভিন্ন ট্রেন্ড আসে যে “What Nationality Your Face Look Like” “How will you be in 2030” “What is Your Toxic Trait” ইত্যাদি অ্যাপে ফান করেই আমরা ফেসবুক থেকে লগ ইন করে বসি। পারতপক্ষে এই সকল অ্যাপ থেকে সরাসরি পেইজের ক্ষতি হওয়ার সুযোগ না থাকলেও যদি তাদের ইন্টারনাল সিস্টেম হ্যাক হয় বা ডাটা ব্রিচ হয় তাহলে আপনার ফেসবুকের অনেক তথ্যই চলে যাবে অন্যদের হাতে, যা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নেয়া খুব কঠিন কিছু হবে না।
৪। আপনার লগ ইন লোকেশন চেক করুনঃ ফেসবুক প্রোফাইলের সেটিংস অপশনে গিয়ে, সেটিংস এন্ড প্রাইভেসি > পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি > Where you’re logged in এই অপশনে গিয়ে চেক করে নিবেন আপনার লোকেশন বা ডিভাইস ছাড়া অন্য কোথাও লগ ইন আছে কিনা, তাহলে সেটা লগ আউট করবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। এই রুটিন চেকটা মাঝে মাঝেই করবেন, যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কারও সাথে শেয়ার করে থাকেন, তার লগ ইন অ্যাক্টিভিটিও এখানে দেখাবে।
৫। পাসওয়ার্ড পরিবর্তনঃ বেশী লম্বা সময় এক পাসওয়ার্ড রাখবেন না, মাঝে মাঝে চেঞ্জ করবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী-স্ত্রী ইত্যাদির সাথে পাসওয়ার্ড শেয়ার করা থাকলে তাদেরকেও জানিয়ে দিবেন, না হলে তারা পুরানো পাসওয়ার্ড দিয়ে বার বার ঢোকার চেষ্টা করে অ্যাকাউন্ট লক ও করে দিতে পারে। পাসওয়ার্ড এবং অ্যাক্সেস খুব ই সেনসেটিভ, তাই সবার সাথে এটা শেয়ার না করাই উত্তম।
৬। সুড়সুড়ি দিলেও নড়বেন নাঃ অনেকেই ইনবক্সে বিভিন্ন সুড়সুড়িসহ লিঙ্ক শেয়ার করে যার থাম্বনেইল বা টপিক দেখে ক্লিক করে দেখতে ইচ্ছা করে। মনে রাখবেন, হয়ত লিঙ্কটা সে নিজে থেকে পাঠায়নি, সে হয়ত সুড়সুড়ি এর শিকার। তাই হঠাৎ এরকম কোন লিঙ্ক ইনবক্সে আসলেই ক্লিক করবেন না। যথা সম্ভব বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
সাধারণত এই কারণগুলোতে আমরা ফেসবুক প্রোফাইল, অ্যাড অ্যাকাউন্ট, পেইজ ইত্যাদির অ্যাক্সেস শেয়ার করে ফেলি ফেলি এবং তিলে তিলে গড়া পেইজগুলো হারিয়ে ফেলি। তাই সময় থাকতেই সাবধান হউন এবং বিষয়গুলো মেনে চলার কারণে আপনার প্রোফাইল, পেইজ এবং অ্যাসেট নিরাপর রাখুন।
Nafees Kausar
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
7-D, Meherba Plaza 33, Topkhana Road
Dhaka
1000
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
House 7/9 (4th Floor), Block B, Lalmatia
Dhaka, 1230
A team of developers creating unique web applications.
Suite 2A, House 231, Road 06, Mohammadi Housing Limited
Dhaka, 1207
An industry-leading complete web solution & online infrasturcture service provider with a human touch
Fatema Mohol, 2nd Floor, House#23 (Old-660), Road#11 (Old-32), Dhanmondi
Dhaka, 1209
Odhyyon ERP- a pioneer Learning Management Tool admired by 500+ institutions in Bangladesh, since 20
Level 1, House 1A, Road 16/A, Gulshan 1
Dhaka, 1213
The Creative Multiverse of Transforming Brands since 2008
H#41, R#09, PC Culture Housing Society, Adabor, Mohammadpur
Dhaka, 1207
We Develop eCommerce, Dynamic Website, Software, Android & iOS Apps also provide IT Support.
Eurosia, 144/5G, Matikata, N:B: (Near By ECB Circle)
Dhaka, 1206
Eurosia Technologies Limited is an ITES company in the worldwide , We are once kinds of Digital Mar
ECS Computer City, Multiplan Center, Shop #706-707, Level #7, 69-71, New Elephant Road
Dhaka, 1205
With our fundamentally strong and robust business model spread across Five business verticals. Component, Peripherals, Personal Computing, Mobile and other market verticals, like R...
Town Hall, Mohammadpur
Dhaka, 1207
WEGRAPPS is an IT company and its mission to help all types of companies from startups to Multinational companies with various kinds of services. WEGRAPPS makes apps, websites, sof...
Banani
Dhaka, 1230
We reduce carbon emission and waste of hundreds of gallons of water by extending the life cycle of p