Dr. SR Faruquee's Hand, Trauma, Plastic & Reconstructive Surgery Center
we share our experience regarding Trauma, Casualty cases in private hospital Professor Dr. Shareef Hasan
MBBS, MS
Consultant, Al Manar Burn Care Center
�2. Md.
� We Deeply Mourn Our Late Team Leader: �
Dr. Sajedur Reza Faruquee, MBBS, MS
Assoc. Professor, Hand and Microsurgery
Chief Consultant,
Trauma, Plastic & Reconstructive Surgery Unit
Our Team Members are
�1. Prof. Dr. Md. Alauddin,
Retd. Assoc. Consultant, Anesthestist,
Trauma, Burn, Plastic & Reconstructive Surgery Center
�3. Dr. Mostafa Kamrul Islam
Consultant, Anesthestist,
Trauma, Burn, Pl
মিস্টার এক্স, সৌদি আরবে থাকেন, বৃদ্ধাঙ্গুলি মেশিনারী ইনজুরি হয়েছে। সৌদি আরবে রিপ্লান্টেশন করা হয়েছে, অতঃপর বৃদ্ধাঙ্গুল কালো হয়ে গেছে। তাদের নেক্সট প্লান ছিল কেটে ফেলে দেয়া।
উনি এসেছেন ভালো কিছুর আশায়। আলহামদুলিল্লাহ, রুগি খুশি। 🥰।
পা থেকে রক্তনালী সহকারে ফ্লাপ করা হয়েছে।
২য় ছবিটি ৩ মাসের ফলোআপ।
১ম ছবির প্রথম টি যখন হাসপাতালে আসেন তখনকার, ২য় টি অপারেশন করার সময়কার।
Procecure:
Debridment with Coverage by Great Toe Pulp Free tissue Transplant under Brachial Block and SAB.
Vascuar Anastomosis Done Under Zeiss TIVATO700 Microscope.
ডা: রাকিব মোহাম্মাদ মঞ্জুর
হ্যান্ড এন্ড মাইক্রোসার্জন
চেম্বার:
ডা: এস আর ফারুকী হ্যান্ড সার্জারী সেন্টার
আল মানার হাসপাতাল।
মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭.
16th National Conference of Bangldesh Society for the Surgery Of the Hand 2023
We remember you sir, always, in every steps of surgery. May Allah Grants Jannatul Ferdous to You.
16th National Conference of Bangladesh Society of surgery of the hand
16th BDSSHCON2023
16th National conference BDSSH.
BDSSHCON2023
আলহামদুলিল্লাহ, অপারেশন সম্পুর্ন হল, এখন ফলো আপ এর অপেক্ষা!
ফুট নোট: স'মিলের করাতে কেটে যায় কবজি, বেলা ২ টায়, আর রুগি হাসপাতালে আসেন রাত ১১ টায়, অপারেশন শুরু রাত ১২ টায় এবং শেষ সকাল ৮.৩৯!
আলহামদুলিল্লাহ রুগি সুস্থ আছেন, সবাই দোয়া করবেন।
ডায়বেটিস সম্পরকে জানুন, এবং নিয়ন্ত্রনে রাখুন।
বিশ্ব ডায়বেটিস দিবস
১৪ নভেম্বর ২০২৩
যেকোন এক্সিডেন্টে অংগহানী হলে, যদি রিপ্লান্টেশন(কাটা অংগ পুনস্থাপন) করতে চান তাহলে কি করনীয়?
➡️করনীয়:
> কাটা অংগের সঠিক প্রিজারভেশন খুবই জরুরি।
> দ্রুত সময়ের মধ্যে হাসপাতলে আসতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে ডিসিশন নিতে হবে, এতে এম্পুটেট অংগের ইশকেমিক সময় টা কম হয়, ভাল রেজাল্ট আশা করা যায়।
> সময় সাপেক্ষ প্রসিডিউর যেহেতু, সেহেতু রুগী, রুগীর আত্মীয় সবার ধৈর্য ধারন করাটা বাধ্যতামুলক।
➡️প্রিজারভেশন মেথড
১। কেটেপড়ে যাওয়া অংশ ধুয়ে শুকনো কাপড়ে আলতো চাপে শুকিয়ে পরিস্কার পলিথিন প্যাকেটে রেখে প্যকেটমুখ ভালোভাবে বন্ধ করুন। যাতে পানি ঢুকতে না পারে। এই প্যাকেট টি আবার আরেকটি প্যাকেট এ রেখে মুখটি বন্ধ করে রাখতে হবে।
২। প্যাকেট টি বরফ ভর্তি কন্টেইনারে বহন করতে হবে। এবং দ্রুত রিপ্লান্টেশন সেন্টারে যেতে হবে।
৩। কাটা যাওয়া প্রতঙ্গ হালকা ভাবে পরিষ্কার করে পরিষ্কার কাপড় বা জীবাণু মুক্ত গজ দিয়ে চেপে ব্যান্ডজ করে রাখতে হবে এবং রক্তক্ষরন কমানোর জন্য উচু করে রাখতে হবে।
৪। কটারী বা ডায়াথারমি ব্যবহার করা যাবে না মূল কার্যকরন এর পূর্বে।
মনে রাখবেন সঠিক প্রিজারভেশন, সাকসেসফুল রিপ্লান্টেশনের পুর্বশর্ত।
👌👌👌
ডা: এস.আর. ফারুকী হ্যান্ড, ট্রমা, প্লাস্টিক, বার্ন কেয়ার সেন্টারে সম্মানিত এই কন্সাল্টেন্টগন নিয়মিত চেম্বার করছেন এবং রুগী দেখেছেন, সেবা দিচ্ছেন সার্বক্ষণিক।
➡️অধ্যাপক ডা: শরীফ হাসান
প্লাস্টিক সার্জন
🏨রুম- ২০৮
➡️ ডা: রাকিব মোহাম্মাদ মঞ্জুর,
সহকারী অধ্যাপক
হ্যান্ড এবং ট্রমা সার্জন
🏨রুম- ২০৮
➡️ডা: হাসান নাজির উদ্দীন (সুমন)
সহকারী অধ্যাপক
প্লাস্টিক এবং ট্রমা রিকন্সট্রাক্টিভ সার্জন
🏨রুম- ২০৮
➡️ ডা: মোহাম্মাদ হোসাইন রাসেল
সহকারী অধ্যাপক
পেডিয়াট্রিক অর্থপেডিক্স সার্জন
🏨রুম- ৪০২-এ
➡️ডা: মো: ময়েন উল্ল্যাহ পিন্টু
কনসাল্টেন্ট
🏨প্লাস্টিক এবং ট্রমা রিকন্সট্রাক্টিভ সার্জন
রুম- ৪০২-এ
➡️ডা: আনহুরা নাসরীন
কনসাল্টেন্ট
প্লাস্টিক এবং ট্রমা রিকন্সট্রাক্টিভ সার্জন
🏨রুম- ৪০২-এ
➡️ডা: ফাহমিদা রশিদ (পাপিয়া)
কনসাল্টেন্ট
প্লাস্টিক এবং ট্রমা রিকন্সট্রাক্টিভ সার্জন
🏨রুম- ৪০২-এ
💫💫সার্বক্ষণিক রুগীদের সেবায় নিয়োজিত।
🛑সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন।
০১৫৫০০২০৮৭১
০১৫৫০০২০৮৮৫
অথবা
ডা: মো: বাহা উদ্দিন, কো-অর্ডিনেটর,
০১৯১৮০০৪২১৮
সবাই সুস্থ থাকুন।
মাসিক মতবিনিময় সভা!!
TIVATO700 এর মজা এখানেই। ৪৩.৫ গুন পর্যন্ত জুম করা যায়। রয়েছে ২ টা এসিস্ট্যান্ট আইপিস।
এই মুহুর্তে বাংলাদেশের একমাত্র হায়ার ম্যাগ্নিফিকেশন এবং হায়ার ফাংশনভিত্তিক মাইক্রোস্কোপ একমাত্র Al-Manar Hospital Ltd. Al - Manar Hospital Ltd. এই আছে।
আলহামদুলিল্লাহ। সাকসেসফুল অপারেশন শেষ হল।
new ZEISS TIVATO 700 microscope
কিছু কিছু শুন্যতা কখনো পুরন হয় না!
Sajedur Reza Faruquee স্যার অক্লান্ত পরিশ্রম করে কাস্টমাইজড ZEISS TIVATO 700 মাইক্রোস্কোপ (সার্জন এবং ২ জন এসিস্ট্যান্ট আইপিস সহ) কেনার উদ্যোগ নিয়েছিলেন ১ বছর আগে। মাইক্রো সার্জারি এবং সুপার মাইক্রো সার্জারি ছিল স্যার এর স্বপ্ন, সম্ভবত: এই কনফিগারেশন এর মাইক্রোস্কোপ বাংলাদেশে এটাই প্রথম। এর ভেতরে দিয়ে Al - Manar Hospital Ltd. এ সুপার মাইক্রো সার্জারি চালু হয়ে গেল। আলহামদুলিল্লাহ।
আজকে মাইক্রোস্কোপ চলে এসেছে, আমরা প্রথম সার্জারি করলাম, আলহামদুলিল্লাহ, কিন্ত স্যার নেই, ভাবতে পারছি না। এতটা খুশি হতেন স্যার আজকে, যেটা আমরা ভাবতেও পারি না। অথচ...
বার বার মনে হচ্ছে মাইক্রোস্কোপ থেকে মাথা সরিয়ে সামনে তাকালেই স্যার কে পাওয়া যাবে। মাইক্রোস্কোপ এর একটা আইপিস ফাকাই রয়ে গেল। ☹️
পরপারে স্যার আপনি ভালো থাকুন, জান্নাতবাসী করুন আল্লাহ!
ডা: এস আর ফারুকী হ্যান্ড সার্জারী সেন্টার হবার পরে প্রথম রিপ্লান্টেশন, (অঙ্গ প্রতিস্থাপন).
মোটরসাইকেলের চেইনে বুড়া আঙ্গুল কেটে পড়ে গিয়েছিল সেটাকে আবার প্রতিস্থাপন করা হয়েছে।
সময় ২-৭-২০২৩, রাত ১০ টা
আজকে এক মাস হল Sajedur Reza Faruquee স্যার আমাদের মাঝে নেই। ভাবতেও কস্ট হয়। স্যার থাকলে আজকে অনেক অনেক খুশি হতেন।
আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানোর পুর্ব প্রস্তুতি...
https://maps.app.goo.gl/b353TYM4vpBXepYt6
আল-মানার বার্ন কেয়ার সেন্টার · 4 Satmasjid Road, Dhaka 1205, Bangladesh ★★★★★ · Plastic surgery clinic
'অ্যাড পপুলাম' নামে একটা জনপ্রিয় ফ্যালাসি আছে। এটার মানে হলো জনগণ খুব পছন্দ করে এরকম কোনো কথা প্রচার করা যা আদতে মিথ্যা। এরকম 'পাবলিকে খায়' থিওরি সবচেয়ে বেশি কাজে লাগানো হয় ডাক্তারদের বিরুদ্ধে। দেখে নেয়া যাক ডাক্তারদের বিরুদ্ধে বাজারে চালু এরকম কিছু 'অ্যাড পপুলাম ফ্যালাসি'।
১/ ডাক্তাররা জনগণের টাকায় পড়াশোনা করে:
আসল তথ্য হলো সরকারি মেডিকেল কলেজগুলোতে লাখ লাখ পরিক্ষার্থীদের সাথে ভর্তিযুদ্ধে জয়ী হয়ে মাত্র চার হাজারের মতো ছাত্রছাত্রী প্রতিবছর সরকারের টাকায় ডাক্তারী পড়ার সুযোগ পায়। বাদবাকি সিংহভাগ যারা ডাক্তারী পড়ে, তারা নিজের বাপের টাকাতেই পড়ে, জনগণের টাকায় না।
আবার সরকারি টাকায় শুধু মেডিকেলে না, একইরকম সরকারি টাকায় সরকারি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায় ইঞ্জিনিয়ারিং, কৃষি, মৎস্য, পশুসহ বিভিন্ন পাবলিক ভার্সিটির হাজার হাজার ছাত্রছাত্রী। সমাজের প্রতি এদের সবার দায়বদ্ধতা ডাক্তারদের চেয়ে কোনো অংশেই কম নয়।
২/ পাশ করার পরেই ডাক্তাররা কাঁড়ি কাঁড়ি টাকা কামায়:
প্রকৃতপক্ষে একজন ডাক্তার পাশ করে বের হতে হতে ২৫ বছর বয়স হয়ে যায়। এরপর পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় প্রায় ৩৫ বছর বা আরো বেশি। তারপর চেম্বার প্র্যাকটিস শুরু থেকে মোটামুটি জমতে বয়স হয়ে যায় ৪০। এ ২৫-৪০ বছর পর্যন্ত এই পনের বছর এভারেজ ডাক্তারদের ইনকাম থাকে অত্যন্ত নগন্য যা দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হয় প্রতিনিয়ত।
আবার মোটামুটি ভালো প্র্যাকটিশনার লেভেল পর্যন্ত আসতে পারে শতকরা দশজনের মতো। অথচ এই বয়সে অন্য প্রফেশনালরা আয় রোজগার করে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে যায়।
৩/ সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না:
প্রতিটা উপজেলা থেকে শুরু করে জেলা, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে প্রতিদিন বহিঃবিভাগে হাজার হাজার রোগী মাত্র দশটাকার বিনিময়ে সেবা পায়, বিশেষজ্ঞের পরামর্শ পায়, ঔষধ পায়, ভর্তি থেকে চিকিৎসা পায়, খাবার পায়। প্রতিটা হাসপাতালের ওটিতে প্রতিদিন হাজার হাজার বিভিন্ন জটিল রোগের অপারেশন হয় সম্পূর্ণ বিনামূল্যে।
৪/ ডাক্তাররা অফিস করেন না, অফিস সময়ে বাইরে রোগী দেখেন:
গুটিকয়েক অসাধু ডাক্তার এটা করে থাকলেও বেশিরভাগ ডাক্তারই নিয়মিত অফিস করেন, রোগী দেখেন, ছাত্র পড়ান, অপারেশন করেন, হাসপাতাল পরিচালনা করেন।
অন্যান্য অফিসের মত হাসপাতাল চলেনা। এখানে একজন ডাক্তারের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব থাকে, তাঁকে রোস্টার বা নির্ধারিত সময়ে নির্ধারিত দায়িত্ব পালন করতে হয়। তাই একজন ডাক্তারকে অন্যান্য অফিসের মতো সবসময় একটা নির্ধারিত জায়গায় বা ডেস্কে পাওয়া যায় না।
৫/ ডাক্তাররা অপ্রয়োজনীয় টেস্ট দেন:
বিভিন্ন প্যাথলজিকাল, বায়োকেমিক্যাল ও রেডিওলজিকাল টেস্ট কোনো রোগ নির্ণয়ের পূর্বশর্ত। একেক রোগে একেক রকম টেস্ট প্রয়োজন হয়। যেমন শুধু জ্বরের কারণ নির্ধারণ করতেও বহু ধরনের টেস্ট করা লাগতে পারে। কোন টেস্ট প্রয়োজনীয় বা কোনটা অপ্রয়োজনীয় এটা নির্ধারণ করতে পারবেন শুধুমাত্র সংশ্লিষ্ট ডাক্তার। তাই ঢালাওভাবে 'ডাক্তাররা অপ্রয়োজনীয় টেস্ট করান' এই কথা বলাটা হাস্যকর, খুবই হাস্যকর।
৬/ ডাক্তাররা হাসপাতাল থেকে কমিশন খান:
রোগীদের টেস্ট বাবদ হাসপাতাল বিল থেকে কমিশন দেয়া হয় এটা সত্য। কিন্তু এই কমিশন খেয়ে থাকে মূলত কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া আত্মীয় বা বন্ধুবেশী দালালরা। তাদের সাথে হাসপাতালের যোগসাজশ থাকে। রোগির বিলের সাথে সাথে এদের পকেটে নির্ধারিত টাকা ঢুকে যায়। আবার রোগীকে সময় দেয়ার নাম করে রোগীদের কাছ থেকেও এরা হাতিয়ে নেয় প্রচুর টাকা।
কমিশনের সাথে খুবই অল্পসংখ্যক কিছু ডাক্তারও হয়তো জড়িত, কিন্তু সে দায় গণহারে সব ডাক্তারের উপর চাপিয়ে দেয়া চরম বোকামী।
৭/ হাসপাতালের যেকোনো অব্যবস্থাপনার দায় ডাক্তারদের:
সম্পূর্ণরুপে ভুল ধারণার একটা হাস্যকর ফ্যালাসি। হাসপাতালে ডাক্তারদের কাজ শুধু চিকিৎসা দেয়া। বাকি দায়িত্ব পালনের জন্য, প্রশাসনিক বডি, নার্স, মেডিকেল এসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, স্টোর কিপার, এমএলএসএস আনসারসহ বিভিন্ন লোকজন আছে। হাসপাতালে কোনো অব্যবস্থাপনা হলেই সব আঙুল ডাক্তারদের দিকে তোলাটা মূর্খতা ছাড়া আর কিছু না।
অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো সরকারি হাসপাতালে কর্মরত সব ডাক্তারই বিসিএস নামক চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা পাশ করেই চাকরিতে জয়েন করে। কিন্তু একই বিসিএসে জয়েন করার পরেও অন্যান্য ক্যাডারের কতো ডাক্তারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা সরকারি প্রটোকল না থাকায় ডাক্তাররা সহজেই সবার টার্গেটে পরিণত হয়।
কিছু কিছু ডাক্তার যে কাজে ফাঁকি দেন না বা দায়িত্বে অবহেলা করেন না, তা না। সেটা দেখার, দোষী প্রমাণিত হলে শাস্তি দেয়ার জন্য তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে, বিএমডিসি আছে। সাথে সমাজের সচেতন মহলও অথেন্টিক কোনো ইভেন্ট নিয়ে মানুষজনকে সচেতন করতে পারেন। গুরুতর কোনো ঘটনার জন্য আইনের আশ্রয় নেয়ার ব্যবস্থা ও আছে।
কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে এখানে বলা 'অ্যাড পপুলাম' নামক প্রপাগাণ্ডাগুলো কাজে লাগায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট, তথাকথিত মানবতার ফেরিওয়ালা বা কিছু কিছু হলুদ সাংবাদিক। এদেশের মানুষের আবেগকে পুজি করে সস্তা জনপ্রিয়তার লোভে এরা ডাক্তারদের বিরুদ্ধে একধরনের শ্রেণি ঘৃণা তৈরিতে, মব জাস্টিসের মতো ঘৃণ্য অপরাধকে উস্কে দিতে সদা সচেষ্ট।
মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার স্বাস্থ্যের যেকোনো ধরনের সমস্যায় ডাক্তাররাই আপনাদের পাশে থাকবে; এসব স্বস্তা জনপ্রিয়তালোভী সুবিধাবাদী মহল না।
এদেরকে বয়কট করুন।
------------------------------------------------------------------------------------
ডা. রায়হান-উল আরেফীন
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নোয়াখালী।
আলহামদুলিল্লাহ
ডা: এস আর ফারুকী হ্যান্ড সার্জারি সেন্টার
A farewell to Dr. Sajedur Reza faruquee from Ganga Hospital.
Today is Sunday too, but....
We missed you sir, 😭😭😭
সুখবর! সুখবর!!
সম্পুর্ন নতুন ভাবে Al-Manar Hospital Ltd. এ চালু হয়েছে " আল মানার বার্ন কেয়ার সেন্টার "।
আমাদের প্রয়াত Dr. Sajedur Reza Faruquee স্যার নিজ উদ্যোগে এবং সম্পুর্ন আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত বার্ন কেয়ার সেন্টার চালু করে গেছেন।
এ থেকে প্রাইভেট হাসপাতালে পোড়া রুগিদের সেবার জন্য নতুন মাত্রা যুক্ত হল।
আপনাদের সেবায় ২৪ ঘন্টা চালু রয়েছে।
বিস্তারিত জানতে কল করুন, ০১৫৫০০২০৮৭১
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
1207
House: 1, Road: 8, Bosilla Garden City, Mohammadpur
Dhaka, 1207
Digito, the trusted name in the health and digital gadget sector of Bangladesh. We are ready to serv
Mirpur Road
Dhaka
Living a healthy life is the ultimate choice.Knowledge is a must. So for ensuring the utmost thing and to aware people about different health problems and solutions is my passiona...
Gulshan Grace, CWS (C), 8 South Avenue, Apt-5B, Bir Uttam Ak Khandakar Rd
Dhaka, 1212
Our Audiologist Specializes In Hearing Loss and Tennitus Treatments. Our Aim Is To Make Our Patients
Dhaka, 1341
আমাদের এইখানে সব রোগের ডক্টর আছে। এবং সব রকম এর টেস্ট করানো হয়।
Dhaka
এখানে উপন্যাস,গল্প, ইসলামিক, রাজনৈতিক সহ সকল প্রকার 📖 বই খুচরা ও পাইকারি বিক্রি করা হয়।