EG Training Institute
Nearby computer & electronics services
Panthapath
Panthapath
Panthpath
Dhaka
Panthapath
Panthapath
1205
1205
1205
Fattah Plaza
Shop
West Panthopath
19/1, West Panthopath, Kolabagan
Guangdong, China
Khilgaon
Education is the process of facilitating learning, or the acquisition of knowledge, skills, values, beliefs, and habits.
EG Training Institute
মোবাইল অফ না করে কল আসা বন্ধ করুন।
কোন একটা জরুরি মিটিং এ আছেন,মোবাইল চালু রাখতে চাচ্ছেন কারণ সময় দেখা লাগতে পারে আবার প্রয়োজনে কলও করা লাগতে পারে।
কিন্তু আপনি চাচ্ছেন কোন কলতখন না আসুক এবং কোন এসএমএস না আসুক এরকম একটা ব্যবস্থা করে রাখতে।
এটা খুবই সহজ একটা ব্যাপার।
ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন *35*0000 #
ইনকামিং কল চালু করতে ডায়াল করুন #35*0000 #
এসএমএস বন্ধ রাখতে:- *35*0000*16 #
এসএমএস চালু করতে #35*0000*16 #
এখানে 0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা গ্রামীণফোনের কমন একটা পাসওয়ার্ড।
অন্য অপারেটরদের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জেনে নিতে হবে।
একইভাবে আউটগোয়িং কলও বন্ধ রাখা যায়:- বন্ধ করতে *33*0000 #
চালু করতে # 33*0000 #
আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন যেকোন সময়। আর উপরের সবকিছুই করতে পারবেন টাকা খরচ না করেই .।
**ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার
পারেন।**
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
https://www.facebook.com/EgTrainingInstitute
Admin: https://www.facebook.com/md.kamruzzaman557071
Timeline Photos
**ফেসবুক সম্পর্কে কিছু আশ্চর্য তথ্যঃ**
1/ ফেসবুক চালু হয় ৪ ফেব্রুয়ারী , ২০০৪
এ।
2/ বিশ্বের প্রায় ১১ শতাংশ লোকের
ফেসবুক এ্যকাউন্ট আছে।
3/ গড়ে প্রতি ফেসবুক ইউজার মাসে ৭০০
মিনিট ফেসবুকে কাটান.
4/ প্রতি মিনিটে ফেসবুকে ৫১০০০০
কমেন্ট , ২৯৩০০ স্ট্যাটাস ও ১৩৬০০০
ফটো আপলোড
হয়।
5/ বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর
সংখ্যা ১০০ কোটিরও বেশি।
6/ ২০০৪ সালে ফেসবুকে কোন ছবি, ওয়াল,
নিউজ ফিড , ইভেন্ট বা পেইজ ছিল না।
7/ জন্মলগ্নে ফেসবুক এড্রেস ছিল দিফেসবুক
ডট কম।
8/ বাংলাদেশে ফেসবুক ইউজার প্রায়
৩২৩৩০০ জন।
9/ ফেসবুক ব্যবহারকারীদের দিক
থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৯
তম।
**ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার
পারেন।**
**ফেসবুক সম্পর্কে কিছু আশ্চর্য তথ্যঃ**
1/ ফেসবুক চালু হয় ৪ ফেব্রুয়ারী , ২০০৪
এ।
2/ বিশ্বের প্রায় ১১ শতাংশ লোকের
ফেসবুক এ্যকাউন্ট আছে।
3/ গড়ে প্রতি ফেসবুক ইউজার মাসে ৭০০
মিনিট ফেসবুকে কাটান.
4/ প্রতি মিনিটে ফেসবুকে ৫১০০০০
কমেন্ট , ২৯৩০০ স্ট্যাটাস ও ১৩৬০০০
ফটো আপলোড
হয়।
5/ বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর
সংখ্যা ১০০ কোটিরও বেশি।
6/ ২০০৪ সালে ফেসবুকে কোন ছবি, ওয়াল,
নিউজ ফিড , ইভেন্ট বা পেইজ ছিল না।
7/ জন্মলগ্নে ফেসবুক এড্রেস ছিল দিফেসবুক
ডট কম।
8/ বাংলাদেশে ফেসবুক ইউজার প্রায়
৩২৩৩০০ জন।
9/ ফেসবুক ব্যবহারকারীদের দিক
থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৯
তম।
**ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার
পারেন।**
EG Training Institute
প্রশ্ন-. ইন্টারনেট কী?
উত্তর: দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে
আন্ত-সংর্যুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে।
প্রশ্ন-. ই-মেইল কী?
উত্তর: ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ ই-মেইল। ই-মেইল এর সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করা যায়। যেখানে সাধারণ ডাকযোগে চিঠি প্রেরণে কয়েকদিন সময় লাগে; সেখানে ই-মেইল এর সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যেকোন প্রান্তে তথ্য আদান-প্রদান করা যায়।
প্রশ্ন-. কম্পিউটার ভাইরাস কী?
উত্তর: VIRUS এর পূর্ণনাম Vital Information Resource Under Seize । কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের অনিষ্টকারী প্রোগ্রাম। ইহা কম্পিউটারের স্বাভাবিক প্রোগ্রামগুলোর কাজে বিঘœ ঘটায়। ১৯৮৮ সালে ফ্রাইড কোহেন কম্পিউটার ভাইরাস শনাক্ত করেন
প্রশ্ন-. মাল্টিমিডিয়া কাকে বলে?
উত্তর: কোন বিষয়কে উপস্থাপনের জন্য টেক্সট, অ্যানিমেশন, অডিও এবং ভিডিও এর সমন্বিত রূপকে মাল্টিমিডিয়া বলে।
প্রশ্ন-. কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর: ডাটা বা রিসোর্স শেয়ার করার উদ্দেশ্যে দুই বা ততোধিক কম্পিউটারের সংযুক্তিকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
প্রশ্ন- বাংলাদেশে কত সালে এবং কোথায় প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়?
উ: ১৯৬৪ সালে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে।
প্রশ্ন-. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা কবে চালু হয়?
উত্তর: বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয় ১৯৯৬ সালের ৪ জুন।
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
https://www.facebook.com/EgTrainingInstitute
Admin: https://www.facebook.com/md.kamruzzaman557071
EG Training Institute
মাইক্রোসফট উইন্ডোজে অনেক কাজই করা যায় কি-বোর্ডের কয়েকটি বোতাম টিপেই। এ রকম কিছু শর্টকাট কি ও সেগুলোর কাজের বর্ণনা নিচে দেওয়া হলো—
Alt + Tab টাস্কবারে মিনিমাইজ করা ফাইল খোলা।
Alt + Shift + Tab একই সময়ে মিনিমাইজ করা অন্য আরেকটি ফাইলখোলা।
Ctrl + Tab বিভিন্ন আইকন বা খোলা থাকা ফাইলেকারসর নিয়ে যাওয়া।
Ctrl + Shift + Tab মাই ডকুমেন্টসে কারসর নিয়ে যাওয়া।
Alt + Print Screen স্ক্রিনশট তৈরি করা।
Ctrl + Alt + Del শাটডাউন, রিস্টার্ট, লগ-অফ ইত্যাদি করার জন্য ডায়ালগ বক্স খোলা।
Ctrl + Shift + Esc উইন্ডোজ টাস্কবার খোলা।
Ctrl + Esc স্টার্ট মেনুতে প্রবেশ।
Alt + Esc টাস্কবারে মিনিমাইজ করা ফাইল নির্বাচন করা।
Alt + Spacebar ফাইল খোলা অবস্থায় রিস্টোর, মিনিমাইজ ও ক্লোজ সক্রিয় করা
Alt + Enter নির্বাচিত আইকনের প্রপার্টিজ দেখা।
Shift + Del নির্বাচিত ফাইল বা ফোল্ডারকে হার্ডডিস্ক থেকে একেবারে মুছে ফেলা।
F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
F2 নির্বাচিত ফাইল বা আইকনের নাম পরিবর্তন করা (রিনেম)।
F3 ফাইল খোঁজা।
F4 অ্যাড্রেসবার থেকে ড্রাইভ বা ফাইলখোঁজা।
Alt + F4 চলতি প্রোগ্রাম বন্ধ করা বা উইন্ডোজ শাটডাউন করা।
Ctrl + F4 খোলা ফাইল বন্ধ করা।
F6 অ্যাড্রেসবার নির্বাচিত ও অন্যান্য ড্রাইভ বা অপশন নির্বাচন করা।
F8 চালু হওয়ার সময় উইন্ডোজ সেফ মুডে থাকবে।
F10 মাই কম্পিউটারের ফাইল মেনুবার নির্বাচন ও অন্যান্য মেনুবারের প্রথমঅক্ষরে আন্ডারলাইন তৈরি।
WINKEY স্টার্ট মেনু খুলবে।
WINKEY + F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
WINKEY + Pause/Break সিস্টেম প্রপার্টিজ ডায়ালগ বক্সে প্রবেশ করা।
WINKEY + D ডেস্কটপ রিফ্রেশ করা এবংঅন্যান্য মেসেজ বক্স বন্ধ করা।
WINKEY + E মাই কম্পিউটার ফোল্ডার খোলা।
WINKEY + F সার্চ রেজাল্ট বক্স খোলা।
WINKEY + Ctrl + F সার্চ রেজাল্ট বক্সে নাম দিয়ে কম্পিউটার খোঁজা (নেটওয়ার্কের ক্ষেত্রে)।
WINKEY + L কম্পিউটার চালু হওয়ার সময়ের পাসওয়ার্ড বক্স খোলা ও পাসওয়ার্ড দেওয়া।
WINKEY + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি উইন্ডো মিনিমাইজ করা।
WINKEY + Shift + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি মিনিমাইজ করা উইন্ডো খোলা।
WINKEY + R রান বক্স খোলা।
WINKEY + U ইউটিলিটি ম্যানেজার খোলা।
WINKEY + Tab মিনিমাইজ করা ডকুমেন্ট বা উইন্ডো নির্বাচন করা।
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
https://www.facebook.com/EgTrainingInstitute
Admin: https://www.facebook.com/md.kamruzzaman557071
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আকাশে উড়লো প্রথম সৌরশক্তিচালিত হেলিকপ্টার ‘সোলারোকপ্টার’। সেই অনবদ্য কাজটি করে আবার বিশ্ব মেধার দরবারে বাংলাদেশের স্বীকৃতি ছিনিয়ে আনলেন বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী ড. হাসান শহীদ। তিনিই বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার তৈরি করেছেন । তার তত্ত্বাবধানে কুইনমেরি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এমন হেলিকপ্টার উদ্ভাবন করেছেন যা শুধু সৌরশক্তি দিয়ে চলবে। এই সোলার হেলিকপ্টারের বিশেষত্ব হলো, এটি কোনো ধরনের ব্যাটারির সাহায্য ছাড়াই শুধু সৌর শক্তির সাহায্যে চলবে। কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডনের মাস্টার্সে অধ্যায়নরত ৭ জন শিক্ষার্থীর সমন্বয়ে উদ্ভাবিত সোলার হেলিকপ্টারটি প্রুফ অব কনসেপ্ট পেয়ে এখন চূড়ান্ত অনুমোদনের দ্বারপ্রান্তে। হেলিকপ্টারটির উদ্ভাবনী দলে রয়েছেন আরেক ব্রিটিশ বাংলাদেশী শাকির আহমেদ। নতুন এই হেলিকপ্টারের নাম দেয়া হয়েছে ‘সোলারোকপ্টার’। বিজ্ঞানী হিসেবে ড. শহীদের বেশ কিছু গবেষণা-প্রবন্ধ রয়েছে। তিনি তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। ড. হাসান শহীদ যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অটোমেটিক কন্ট্রোল ও সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর পরপরই তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে প্রভাষক হিসেবে যোগদান করেন। সেখানে শিক্ষকতার পাশাপাশি তিনি রোবোটিকস, মেডিকেল রোবোটিকস, মেডিকেল/সার্জিক্যাল ডিভাইস, হাইব্রিড এনার্জি সিস্টেম, সোলার হেলিকপ্টার নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য নতুন এই সোলারোকপ্টারের খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে গুরুত্বের সঙ্গে।
স্বদেশ টোয়েন্টিফোর ডটকম/লিমন/২৭ আগস্ট’১৩/১৯৩৯বিএসটি - See more at: http://www.swadesh24.com/details.php?id=6835 .utxpgM3r.jCLOWLhp.dpuf
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
https://www.facebook.com/EgTrainingInstitute
Admin: https://www.facebook.com/md.kamruzzaman557071
কিভাবে ল্যাপটপ পরিষ্কার রাখবেন?
==================
ল্যাপটপের সাধারণ যন্ত্রাংশ ৫টি-
(১) কেসিং,
(২) এল.সি.ডি স্ক্রীন,
(৩) কীবোর্ড ও টাচ প্যাড,
(৪) পোর্টস এবং
(৫) কুলিং ভেন্টস।
ল্যাপটপ পরিস্কার রাখা খুব সহজ। শুধুমাত্র কিছু সাধারণ ক্লিনিং ম্যাটারিয়াল আর আপনার মনোযোগ থাকলেই আপনি আপনার ল্যাপটপটি নিজেই পরিস্কার রাখতে পারবেন।
এই কাজটি বছরে অন্তত ১ বার অথবা প্রয়োজন হলেই করা উচিত। আর যদি আপনি আপনার ল্যাপটপটি নিয়মিত পরিস্কার রাখতে না পারেন তাহলে ল্যাপটপের পরফরমেন্স কমে যাবে, কাজ করতে করতে হ্যাং করবে, রিস্টার্ট নিবে এবং ল্যাপটপটি শাট ডাউনও হয়ে যেতে পারে। এছাড়া খুব তাড়াতাড়িই ল্যাপটপের ডিসপ্রে, র্যা ম, কীবোর্ড, টাচপ্যাড, ডিভিডি র্যামম নষ্ট হয়ে যেতে পরে।
ল্যাপটপের সাধারণ যন্ত্রাংশ ৫টি-
(১) কেসিং,
(২) এল.সি.ডি স্ক্রীন,
(৩) কীবোর্ড ও টাচ প্যাড,
(৪) পোর্টস এবং
(৫) কুলিং ভেন্টস।
ল্যাপটপ ক্লিনিং করতে আপনার – (১) কটন ক্লথ, (২) ডিসটিল ওয়াটার, (৩) ১ ক্যান কমপ্রেস্ড এয়ার, (৩) আইসো প্রোপাইল এ্যালকোহোল প্রয়োজন হবে।
তবে মনে রাখবেন- পেপার টাওয়েল, ফেসিয়াল টিস্যু ও ট্যাপের পানি ব্যবহার করা যাবে না। ক্লিনিং শুরু করার পূর্বে অবশ্যই ল্যাপটপের পাওয়ার খুলে রাখূন এবং ব্যাটারীটিও খুলে ফেলুন। পানি এবং এ্যালকোহোল ১:১ অনুপাতে মিশিয়ে একটি সলুশন তৈরি করুন।
(১) কেসিং-
কটন কাপড়টি আপনার তৈরিকৃত সলুশনে ভিজিয়ে নিয়ে ল্যাপটপের বাইরের সাইডটি মুছে ফেলুন। দেখুন ল্যাপটপটি দেখতে একেবারে ব্রান্ড নিউ লাগছে। এবার ল্যাপটপের লিডটি তুলূন এবং কীবোর্ড এর চার পাশ ভারেঅ করে খুব সাবধানে মুছে ফেলুন।
(২) এল.সি.ডি স্ক্রীন-
স্ক্রীনে কখনো সরাসরি কোন স্প্রে করবেন না। একটি নতুন ও শুকনা কটন কাপড় পূর্বের সলুশনে ভিজিয়ে কাপড়টি দিয়ে স্ক্রীনটি বাম থেকে ডানে এবং উপর থেকে নিচের দিকে খুব সফটলী মুছুন।
(৩) কীবোর্ড ও টাচ প্যাড
কীবোর্ডের উপর কমপ্রেস্ড এয়ার স্প্রে করুন এবং খুব সাবধানে আ্ঙ্গুল দিয়ে পরিস্কার করুন। আর বেশি নোংরা হলে প্রত্যেক কী খুলে পরিস্কার করুন। তবে পরিস্কার করা পর অবশ্যই ঠিক ঠিক জায় গায় ঠিক ঠিক কী লাগান। যদি আপনার কীবোরাডটি ওয়াটারপ্রুফ হয়, তাহলে ডিসটিল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলে শুকিয়ে ফেলুন। শেষে একটি পরিস্কার কটন কাপড় দিয়ে কীবোর্ড ও টাচ প্যাডটি ভালোভাবে মুছে ফেলুন।
(৪) পোর্টস
পোর্টস ক্লিন করার জন্য কমপ্রেস্ড এয়ারের ক্যানিটি ব্যবহার করুন।
(৫) কুলিং ভেন্টস
কুলিং ভেন্টস ক্লিন করার জন্য ও কমপ্রেস্ড এয়ারের ক্যানিটি ব্যবহার করুন। সরাসরি স্প্রে না করে একটু কৌনিক ভাবে স্প্রে করুন। টুথ পিক ব্যবহার করে খুব সাবধানে ফানের ব্লেডগুলো পরিস্কার করুন।
ল্যাপটপটির পাওয়ার অন করার পূর্বে নিশ্চিত হন যে, ল্যাপটপটি খুব ভারেঅ ভাবে শুকানো হয়েছে।
==============================
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
Admin: https://www.facebook.com/md.kamruzzaman557071
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
Admin: https://www.facebook.com/md.kamruzzaman557071
EG Training Institute
বতর্মানে facebook এ অনেকের
এ্যাকাউন্ট
কোন
কারণ ছাড়াই block হচ্ছে।
এতে lock
খুলতে photo verification
করতে হয়। যা ৯৯% ক্ষেত্রে হয়না।
যদি আপনার
এ্যাকাউন্টে এ রকম জটিল
পরিস্তিতি থেকে রক্ষা করতে চান
তাহলে।
নিচে ধাপ অনুসারন করুন::: ১. Settings&
privacy এ যান
২. Security এ যা
ন Secure Browsing টা disable a
clickকরেন।
৪. এখানে বেশ কিছু question আছে।
আপনার পছন্দ মত কোন প্রশ্ন বাছাই
করে তার
উত্তর ঠিক
করেন। এবার password দিয়ে সেভ
করেন।
ব্যাস আপনার কাজ শেষ।
*তবে আরেকটি উপায়ও
কাজটি করাযায়:::
১. Settings & privacy এ যান
২. Security এ যান
৩. Trusted Contects এ যান
৪. এখানে আপনার ৩-৫ টি বন্ধুকে add
করুন (যারা Trusted friend )
৫. এবার Password দিয়ে সেভ
করেন।
আপনার Account a কোন
সমস্যা হলে ঐ বন্ধুদের সাহায্য
নিয়ে আবার Account
ফিরে পাবেন।...
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
Admin: https://www.facebook.com/md.kamruzzaman557071
EG Training Institute
*** হেড ফোন ছাডা মোবাইলে রেডিও শুনুন খুব সহজে ***অনেকে জানেন আবার মনে করিয়ে দিলাম ।
ধরুন আপনার হেড ফোনটা হারিয়ে গেছে এখন রেডিও শুনতে পারছেন
না??? চিন্তার
কোন কারন নাই,
আমি আছি না। একটা কাজ করেন,
সিগারেটের
প্যাকেটের ভিতর সিলভারের
যে কাগজটা থাকে তা সংগ্রহ করে হেড ফোনের মাথার মত চিকন
করে মোবাইলের ইয়ার ফোনের সকেটে ঢুকিয়ে দিন, এবার
দেখুন আপনার
মোবাইলে ইয়ার ফোনের চিহ্ন আসবে,
ব্যাস কাজ শেষ এবার আরামচে রেডিও শুনুন।
চোরের মত লাইক না দিয়ে পালাবেন না।
::একটু উপকার হলে অবশ্যই লাইক দিবেন।::
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
Admin: https://www.facebook.com/md.kamruzzaman557071
EG Training Institute
LDR :
আমরা রেজিস্টার সম্পর্কে সবাই কম বেশি জানি (পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় পরিবাহী পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে তা বাধাগ্রস্থ হয় তাকে রেজিস্ট্যান্স বলে।রেজিস্ট্যান্স এর প্রতীক Rএকক Ohm)
এখন জানাবো Light Dependent Resister সম্পর্কে, এটি একটি বিশেষ ধরনের রেজিস্টার।
LDR (Light Dependent Resister):
LDR হলো বিশেষ এক ধরনের আলোক সংবেদী রেজিস্টর যার উপর আপতিত আলোর হ্রাস বৃদ্ধিতে এর আভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের হ্রাস বৃদ্ধি ঘটে।
এর উপরের পৃষ্টে পতিত আলোর পরিমান যত কমতে থাকে এর রোধ সেই সাথে তত বাড়তে থাকে। আবার আলোর বৃদ্ধিতে রোধ কমতে থাকে।
(ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না)
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
Admin: ▂ ▃ ▅ ▆ █ > █ ▆ ▅ ▃
EG Training Institute
ভাইরাসমুক্ত পেন ড্রাইভের দাওয়াই
সময়মেতা প্রয়োজনী তথ্য হাতের নাগালে রাখতে আমাদের সবার পকেটেই একটা পেনড্রাইভ পাওয়া যায়। তথ্য আদান-প্রদানে এটি নানা জনের পিসি-তে ব্যবহার করা হয়। এদের মধ্যে অনেকেই কার্যকর এন্টিভাইরাস ব্যাবহার করেন না। তারপরও তার কাছ থেকে ফাইল শেয়ার করতে হয়। তাই আসুন জেনে নিই, এক্ষেত্রে নিজের পেনড্রাইভ ভাইরাসমুক্ত রাখার দাওয়াই।
ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনও সরাসরি Open অথবা Explore করে না খুলে my computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে (যেমন E হলে E) পেনড্রাইভ খুলুন।
পাশাপাশি Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনও সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন।
এরপর পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না।
LDR :
আমরা রেজিস্টার সম্পর্কে সবাই কম বেশি জানি (পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় পরিবাহী পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে তা বাধাগ্রস্থ হয় তাকে রেজিস্ট্যান্স বলে।রেজিস্ট্যান্স এর প্রতীক Rএকক Ohm)
এখন জানাবো Light Dependent Resister সম্পর্কে, এটি একটি বিশেষ ধরনের রেজিস্টার।
LDR (Light Dependent Resister):
LDR হলো বিশেষ এক ধরনের আলোক সংবেদী রেজিস্টর যার উপর আপতিত আলোর হ্রাস বৃদ্ধিতে এর আভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের হ্রাস বৃদ্ধি ঘটে।
এর উপরের পৃষ্টে পতিত আলোর পরিমান যত কমতে থাকে এর রোধ সেই সাথে তত বাড়তে থাকে। আবার আলোর বৃদ্ধিতে রোধ কমতে থাকে।
(ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না)
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
Admin: ▂ ▃ ▅ ▆ █ > █ ▆ ▅ ▃
ভাইরাসমুক্ত পেন ড্রাইভের দাওয়াই
সময়মেতা প্রয়োজনী তথ্য হাতের নাগালে রাখতে আমাদের সবার পকেটেই একটা পেনড্রাইভ পাওয়া যায়। তথ্য আদান-প্রদানে এটি নানা জনের পিসি-তে ব্যবহার করা হয়। এদের মধ্যে অনেকেই কার্যকর এন্টিভাইরাস ব্যাবহার করেন না। তারপরও তার কাছ থেকে ফাইল শেয়ার করতে হয়। তাই আসুন জেনে নিই, এক্ষেত্রে নিজের পেনড্রাইভ ভাইরাসমুক্ত রাখার দাওয়াই।
ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনও সরাসরি Open অথবা Explore করে না খুলে my computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে (যেমন E হলে E) পেনড্রাইভ খুলুন।
পাশাপাশি Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনও সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন।
এরপর পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না।
সাবাস বাংলাদেশ! সাবাস বাংলাদেশ! সাবাস বাংলাদেশ!
নাসা লুনাবটিকস মাইনিং ২০১৩ প্রতিযোগীতায় সারা পৃথিবীকে তাক লাগিয়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে নিয়েছে MIST Lunabotics Club এবং BUET Lunabotics Team 2013
শুনুন এমআইএসটি টিমের মুখ থেকেইঃ
"১ম রাউন্ডে ১০.৪ কেজি lunar regolith সংগ্রহ করে বুয়েট এবং ২য় রাউন্দে ২২.৬ কেজি lunar regolith সংগ্রহ করে এম আই এস টি qualifying team হিসেবে জায়গা করে নিল প্রতিযোগিতায়...টানা ১দিন করে সেরা দশ এ জায়গা করে নিল বুয়েট এবং এম আই এস টি...সফলতার মুখ দেখল বাংলাদেশ....কিন্তু প্রতিযোগিতার শেষে "AWARD CEREMONY" তে যা ঘটল তার জন্য আর যাই হোক, কমপক্ষে আমরা মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না...
"MIST Lunabotics Ekush" team of Bangladesh is
1st in Outreach
1st in Luna World wide award
2nd in Sysstem Engineering Paper
3rd in Team Spirit Award
&&& BUET Lunabotics Team 2013 of Bangladesh is
3rd in Luna World wide award
প্রচন্ড করতালির মাঝে পুরস্কার গ্রহনের সময় আমরা কেউ ই চোখের পানি ধরে রাখতে পারিনি!!
আমরা দেশের জন্য কতটুকু সাফল্য বয়ে আনতে পেরেছি জানি না,, তবে আমাদের কারই চেষ্টার কোন কমতি ছিল না । "
আচ্ছা,,,এই মুহূর্তে আমরা যদি এরকম একটা স্বপ্ন দেখি যে, আগামী বছর বাংলাদেশী team গুলোই সবগুলো category তে সেরা হবে,, স্বপ্ন>>>>
(ভালো লাগলে শেয়ার করে সকলকে জানান)
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
Admin: ▂ ▃ ▅ ▆ █ > █ ▆ ▅ ▃
এক দফা এক দাবী ৫০ টাকায় ১ জিবি ইন্টারনেট চাই ।
আমাদের মাঝে অনেকে বলে এত বড় দাবি মেনে নিব না কম করে দাবী কর তাহলে মেনে নিবে ।
আরে ভাই রাখেন এটা বাংলাদেশ এখানে নিজের নিরাপত্তার জন্য কামান চাইলে পিস্তল দেয়,আর পিস্তল চাইলে ব্লেড দেয় । অতএব বেশি কিছু চাইলে কম পাওয়ার সম্বাবনা থাকে, আর কম চাইলে না পাওয়ার সম্বাবনা থাকে অতএব চালিয়ে যান...............
▂ ▃ ▅ ▆ █ > █ ▆ ▅ ▃
UPS Mening:Uninterruptible power supply
ইউ.পি.এস (UPS) বেশি দিন ভালো রাখার জন্য কিছু টিপসঃ
আমাদের দেশে কম্পিউটার চালতে ইউপিএস ব্যাবহার করাটা অনেক বেশি জরুরী। কিন্তু এই ইউপিএস ও অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই UPS বেশি দিন ভালো রাখার জন্য আজ কিছু টিপস দিচ্ছি -
১. কখনো ইউপিএস এর মেইন পাওয়ার অফ করবেন না।
২. প্রতি এক মাস পর পর ইউপিএস পুরপুরি ডিসচার্জ করবেন এবং পুরোপুরি ফুল চার্জ করবেন।
৩. সি.আর.টি মনিটরের ক্ষেত্রে কখনো বিদ্যুৎ চলে গেলে বন্ধ থাকা মনিটর চালু করবেন না এতে ব্যটারির উপর চাপ পড়ে।
৪. ইউ পি এস এ কখনই অনুমোদিত লোড এর অতিরিক্ত কোন লোড দিবেন না।
৫. মাঝে মধ্য ইউপিএস এর ব্যটারির কানেক্টর গুলো পরিষ্কার করে দিবেন (যদি সম্ভব হয়)
UPS এ সাধারনত বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারি নষ্ট হয় তাই ব্যাটারি নষ্ট হয়ে গেলে একটি নতুন ব্যাটারি লাগিয়ে নিলেই ইউপিএস একদম আগের মত সার্ভিস দিবে।
(ভালো লাগলে শেয়ার করে সকলকে জানান)
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
Admin: ▂ ▃ ▅ ▆ █ > █ ▆ ▅ ▃
থ্রি-পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে কেন :
থ্রি-পিন প্লাগে (কম্পিউটার, ইউপিএস ইত্যাদির পাওয়ার প্লাগ) সাধারণত আর্থ বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের চে লম্বা থাকে। এর কারণ হলো প্লাগটি যেনো সকেটে লাগানোর স...ময় আর্থ পিনটি সবার আগে কানেক্টেড হয় এবং খোলার সময় সবার শেষে ডিসকানেক্টেড হয়।
এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোন স্ট্যাটিক চার্জ জমা হয় তা মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে।
Admin: ▂ ▃ ▅ ▆ █ > █ ▆ ▅ ▃
জেনে নিন মোবাইলের কোড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন কোডঃ
আপনি যদি গ্রামীনফোন ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে *১১১*৮*২ #
নিজের নাম্বার জানতে *২ #.. ব্যালেন্স জানতে *৫৬৬ #
রিচার্জ করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
অন্য অপারেটর থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার ০১৭১১-৫৯৪৫৯৪
আপনি যদি বাংলালিংক ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে *৫১১ #
নিজের নাম্বার জানতে *৬৬৬ #
ব্যালেন্স জানতে *১২৪ #
রিচার্জ করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ অথবা ২১২
যে কোনো অপারেটর থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার ০১৯১১-৩০৪১২১
আপনি যদি এয়ারটেল ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে *১২১*৬*৩ #
ব্যালেন্স জানতে *৭৭৮ #
রিচার্জ করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ৭৮৬
অন্য অপারেটর থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার ০১৬৭৮৬০০৭৮৬
আপনি যদি রবি ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে *১৪০*২*৪ #
ব্যালেন্স জানতে *২২২ #
রিচার্জ করতে *১১১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : কাস্টমার কেয়ার : ১২৩ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
যেকোনো অপারেটর থেকে রবি কাস্টমার কেয়ার ০১৮১৯৪০০৪০০
আপনি যদি টেলিটক ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন ২২২ নাম্বারে
ব্যালেন্স জানতে *১৫২ #
রিচার্জ করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো অপারেটর থেকে টেলিটক কাস্টমার কেয়ার ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০
জিএসএম প্রযুক্তি সম্বলিত না হওয়ায় সিটিসেল এ ইউএসএসডি সার্ভিস নেই, তবুও কিঞ্চিত তথ্য জেনে নিতে পারেন সিটিসেল সম্পর্কে ।
আপনি যদি সিটিসেল ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে কিংবা যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মেসেজ অপশনে লিখুন Help পাঠিয়ে দিন ২২৫৫ নাম্বারে, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনাকে ফোন করবে তাকেই জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে একটি কার্ড রিচার্জ করেও জেনে নিতে পারেন, অথবা আপনার রিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এর নিকট জানাতে পারলে তারা আপনাকে আপনার নাম্বারটি বলতে পারবে, এছাড়া সিটিসেল এর আর কোনো নির্ভরযোগ্য পদ্ধতি নেই নিজের নাম্বার জানার বা দেখার ।
ব্যালেন্স জানতে বা দেখতে *৮৮৭ ডায়াল
ব্যালেন্স শুনতে *৮১১ ডায়াল
রিচার্জ করতে *৮৮৮ ডায়াল
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো অপারেটর থেকে সিটিসেল কাস্টমার কেয়ার ০১১৯৯-১২১১২১
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে
http://www.facebook.com/EgTrainingInstitute
EG Training Institute
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
সাবধান হন এখনি। আপনিও
হতে পারেন সিম ক্লোনের শিকার।
হাঁ ভয়ানক এই
তথ্যটি জানতে পারি একুশে টিভির
এক
বন্ধুর মাধ্যমে।
পরে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট
ধারনা পেতে একুশে টি ভির নিউজ
দেখে শিওর হলাম মাত্র।
১- সিম ক্লোন কি?
একটি সিম যেটি আপনি ব্যবহার
করছেন সেই সিম টি যদি অন্য কেউ
ব্যবহার করে কিংবা এক নাম্বার
যদি দেখেন এক সাথে দুইজন
ব্যবহার
করে কিংবা হঠাৎ
করে যদি দেখেন
আপনার সেল ফোনের কানেকশন
নাম্বার থেকে ব্যালান্স কোন
কারন
ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম
ক্লোনের শিকার। ২-
কিভাবে শিকার
হবেন সিম
ক্লোনের?
আপনি যদি অপরিচিত কোন
নাম্বার
থেকে মিসড কল পান
এবং সেটাতে যদি কল ব্যাক করেন
তবে আপনি সিম ক্লোনিং এর
শিকারে পরিনত হতে পারেন।
দুষ্কৃতকারীরা বিশেষ
একটি সফটওয়্যার এর
মাধ্যমে আপনার
নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ
আপনি যখন মিসড কল
নাম্বারে কল
ব্যাক করবেন তখন
একটি সফটওয়্যার
এর মাধ্যমে আপনার নাম্বার
টি ক্লোন
হতে পারে। সিম
ক্লোনিং হলে আপনার
সিমে রাখা ডাটা ক্লোন
নাম্বারে চলে যাবে। এবং আপনার
প্রাইভেসি ক্ষুণ্ণ হবে। ৩-
যে সমস্যায়
আপনি পড়তে পারেন
সিম ক্লোনিং হয়ে গেলে?
সাধারনত
জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার
নাম্বার টি ব্যবহার করে আপনার
জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ
ওই
নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর
হুমকি,
চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন
করলে আপাত দায়ভার আপনার
উপর
বর্তাবে। কাজেই আপনি আইন
শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন।
পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায়
পড়তে পারেন। লক্ষ্য
করুন-----------
* ভারতে সম্প্রতি এক লাখ সিম ও
রিম
কার্ড ক্লোনিং হয়েছে।
সেখানকার
গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায়
রয়েছে। ভারতের
গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই
ক্লোনিং সিম বা রিমের
মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত
হচ্ছে।
* বাংলাদেশে এখনও সিম
ক্লোনিং হয়েছে বলে ৬
টি মোবাইল
অপারেটরের হাতে এমন কোন তথ্য
নেই।
তবে বাংলাদেশের
গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন
সময় এমন অনাকাংখিত
ঘটনা ঘটতে পারে। সতর্ক হবেন
যেভাবে-
* অপরিচিত নাম্বার থেকে মিসড
কল
এলে আপনি কল ব্যাক করার
পূর্বে ভালো করে চিহ্নিত করবার
চেষ্টা করুন যে এটি কার নাম্বার।
অথবা কল ব্যাক করা বন্ধ করুন। *
মনে রাখবেন সিম
ক্লোনিং হতে হলে মিসড কল
আসবে।
ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ
করলে আপনি সিম ক্লোনিং এর
শিকার
হবেন না। মিসড কল এলেই সতর্ক
হন।
* যদি দেখেন আপনার সেল
ফোনের
ব্যালান্স
অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল
সেন্টারে ফোন করে জানান।
* আপনার সেল ফোন
টি এখনি বন্ধ
করে অন্য একটি নাম্বার
থেকে আপনার
নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয়
কিনা। রিং হলে আপনি সিম
ক্লোনিং এর
শিকার। ............... ............... ............... ............... ......
সকলে সতর্ক হন।
অন্যকে বিষয়টি জানান।
পারলে কথা গুলো শেয়ার করুন।
ভালো থাকুন। নিরাপদে থাকুন
collected …
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে:http://www.facebook.com/EgTrainingInstitute?ref=hl
সম্রাট আকবরের শাসন আমলে প্রবর্তিত হয় ফসলি সন,যার নাম রাখা হয় বঙ্গাদ । পরবর্তীতে বঙ্গাদই বাংলা নববর্ষে রুপ পায় । নববর্ষের প্রথম মাস বৈশাখ আর বৈশাখের প্রথম দিন ১লা বৈশাখ । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙ্গালীর ঐতিহ্যে পরিণত হয়েছে ১লা বৈশাখ উৎযাপন । বাঙ্গালীরা নানা আয়োজনের মধ্যে দিয়ে বৈশাখের প্রথম দিনে নববর্ষকে বরণ করে পুরোনো দিনের সব দুঃখ স্মৃতিকে ভুলে গিয়ে নতুন স্বপ্ন আর আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় । বৈশাখ তাই জীবনের উৎসাহ,উদ্যম,অনুপ্রেরণা হয়ে থাক ।
কঠিন শর্তে গুগল চশমা পাচ্ছেন ৮ হাজার ভাগ্যবান!
পৃথিবীর সব থেকে বড় অনুসন্ধানী জায়ান্ট গুগল চশমা নিয়ে আসছে তা পুরানা খবর। তবে নতুন খবর হচ্ছে কঠিন কিছু শর্তে বিক্রির জন্য বাজারে ছাড়ার আগেই ইন্টারনেট নির্ভর চশমা 'গুগল গ্লাস' ব্যবহারের সুযোগ পাবে ৮ হাজার ভাগ্যবান।
কিন্তু এই চশমা বিনা মূল্যে পাওয়া যাবে না। এ জন্য প্রত্যেককে গুনতে হবে ১ লাখ ২০ হাজার টাকা। শুধু টাকা দিলেই কি হবে? না। যারা গুগল চশমা চান তাদেরকে 'কেন গুগল গ্লাস চাই'- এই বিষয়ের ওপর ৫০ শব্দের একটি রচনা প্রতিযোগিতায় অংশ নিতে হয়।
কয়েক হাজার লোক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এসব আবেদন থেকে যাচাই-বাছাই করেই ৮ হাজার জনকে নির্বাচন করেছে গুগল।
দেখতে সাধারণ চশমার মতো হলেও এর ডান দিকে বসানো হবে বিশেষ ধরনের কাচ। ইন্টারনেট ব্যবহারের সময় এ কাচ স্ক্রিন হিসেবে কাজ করবে।
থাকছে ছবি ধারণ, ভিডিও করা, স্থানীয় আবহাওয়ার তথ্য, গুগল ম্যাপে পথের গন্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ। এসব সুবিধা আবার নিয়ন্ত্রণ করা যাবে কণ্ঠস্বর (ভয়েস রিকগনিশন) দিয়ে।
উল্লেখ্য, আগামী ২০১৪ সালে আনুষ্ঠানিক ভাবে 'গুগল গ্লাস' বাজারে আসবে।
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে:http://www.facebook.com/EgTrainingInstitute?ref=hl
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে:http://www.facebook.com/EgTrainingInstitute?ref=hl
Tranperent Digital Clock>>>
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে:http://www.facebook.com/EgTrainingInstitute?ref=hl
স্যার টিম বার্নার্স লি, লুই পুজিন, মার্ক অ্যান্ড্রেসেন, রবার্ট কান, ভিনসেন্ট সার্ফ
বর্তমান বিশ্বে দ্রুত যোগযোগব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তির বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। আর এবার এ ইন্টারনেটের প্রবর্তকেরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন রানি এলিজাবেথ প্রৌকশল পুরস্কার। ‘কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং (কিউইপ্রাইজ)’ শীর্ষক এ পুরস্কার সম্প্রতি প্রথমবারের মতো দেওয়া হয়। আর শুরুতে এ পুরস্কার পেলেন ইন্টারনেট প্রবর্তকদের মধ্যে অন্যতম স্যার টিম বার্নার্স লি, রবার্ট কান, ভিনসেন্ট সার্ফ, লুই পুজিন ও মার্ক অ্যান্ড্রেসেন। বিজয়ীরা প্রত্যেকে ১০ লাখ পাউন্ড মূল্যমানের পুরস্কার পাবেন। এ পুরস্কারটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডনের রয়্যাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং থেকে ঘোষণা করা হয়। পুরস্কার বিষয়ে তৈরি ট্রাস্টের দায়িত্বে আছেন ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) সাবেক প্রধান নির্বাহী লর্ড ব্রাউন।
ইন্টারনেট উদ্ভাবনের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় নাম স্যার টিম বার্নার্স লি। আশির দশকে যাঁর নেতৃত্বে একটি দল উদ্ভাবন করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ)। পুরস্কার প্রাপ্তিতে খুশি হয়ে তিনি জানালেন, ‘আন্তর্জাতিক মৈত্রীকেই স্বীকৃতি দিল এ পুরস্কার।’ পুরস্কারের বিষয়ে বলা হয়, এবারের পুরস্কারের জন্য নির্বাচিত ব্যক্তিদের কাজে শুধু যোগাযোগব্যবস্থাই নয়, বরং বদলে গেছে সারা বিশ্ব। এর ফলে নতুন ধারার শিল্পেরও বিকাশ ঘটেছে। তাঁরা তাঁদের কাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। তাঁদের এ উদার মানসিকতার কারণেই ইন্টারনেট আজ সারা বিশ্বে এত জনপ্রিয়।
টিম বার্নার্স লির পাশাপাশি পুরস্কার বিজয়ী রবার্ট কান ও ভিনসেন্ট সার্ফ টিসিপি বা আইপি পদ্ধতি বিভিন্ন যন্ত্রে এবং ইন্টারনেটে তথ্যপ্রবাহ নিশ্চিত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ ছাড়া তথ্য কীভাবে সঠিক ঠিকানায় যাবে, সে বিষয়টি আবিষ্কার করেছেন লুই পুজিন। এ ছাড়া ওয়েবসাইট দেখার প্রথম সফটওয়্যার (ব্রাউজার) মোজাইক তৈরি করে পুরস্কার জিতেছেন মার্ক অ্যান্ড্রেসেন। —কুইন এলিজাবেথ প্রাইজ ডট অর্গ ও এমএনএন অবলম্বনে .
প্রযুক্তির শীর্ষ তথ্য জানতে:http://www.facebook.com/EgTrainingInstitute?ref=hl
ফেইসবুকে চ্যাট করুন
রঙিন বর্ণ দিয়
আমরা অনেক সময়
ফেইসবুকে চ্যাট করার
সময়
বিভিন্ন ধরনের
কোডিংয়ের
মাধ্যমে বিভিন্ন
ধরনের
লেখা লিখে থাকি কিন্তু
আজকে আমি আপনাদের
একটি নতুন জিনিস
দেখাব
যা দিয়ে আপনি আপনার
বন্ধুর
সাথে চ্যাট
করে তাকে চমকে দিতে পারবেন।
উপরের
ইমেজটি দেখে নিশ্চয়
বুঝতে পেরেছেন।
[[f9.chh]]
[[f9.che]]
[[f9.chl]]
[[f9.chl]]
[[f9.cho]]
= এই
কোডটুকু
লিখলে আপনি HELLO
বর্ণটি বিভিন্ন
রঙ্গে দেখতে পাবেন।
নিচে সব
ইংরেজী বর্ণের
কোডিং গুলো দেওয়া হল।
[[f9.cha]] =a
[[f9.chb]] =b
[[f9.chc]] =c
[[f9.chd]] =d
[[f9.che]] =e
[[f9.chf]] =f
[[f9.chg]] =g
[[f9.chh]] =h
[[f9.chi]] =i
[[f9.chj]] =j
[[f9.chk]] =k
[[f9.chl]] =l
[[f9.chm]] =m
[[f9.chn]] =n
[[f9.cho]] =o
[[f9.chp]] =p
[[f9.chq]] =q
[[f9.chr]] =r
[[f9.chs]] =s
[[f9.cht]] =t
[[f9.chu]] =u
[[f9.chv]] =v
[[f9.chw]] =w
[[f9.chx]] =x
[[f9.chy]] =y
[[f9.chz]] =z আপনাদের
অনুভূতি আশাকরি
কমেন্টে
জানাবেন।
লাইক না দিয়া কোথায়
যান ... একটা লাইক
দিয়া যান প্লিজ....
Pls Donate the blood to safe the life.........................................
pls like this page to stay connect.....
Technological news update this page:http://www.facebook.com/EgTrainingInstitute?ref=hl
EG Training Institute
আমাদের কমবেশি প্রায় সবারই একের অধিক সিমরয়েছে।
কিন্তু যখন নম্বরটি ভুলে যাই তখনপড়ি বিড়ম্বনায়।
এখন থেকে আশা করি আর ভুলবেন না।.....................................................................................
১। জিপি: - *২ #
২। রবি: - *১৪০*২*৪ #
৩। বাংলালিংক: - *৫১১ #
৪। এয়ারটেল: - *১২১*৬*৩ #
5l টেলিটক: - টাইপ করুন tar ও পাঠিয়ে দিন ২২২
নম্বরে (চার্জ ০.৫৮টাকা)
6l citycell- call:121,011 99 121 121
সবাই শেয়ার করে আপনার প্রোফাইল এ সেভ করে রাখুন :)
pls like this page to stay connect.....
Technological news update this page:http://www.facebook.com/EgTrainingInstitute?ref=hl
•।•। যে সকল কারনে আপনার ফেইসবুক একাউন্ট ব্যান হতে পারে ।•।•
আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী ফেইসবুক ব্যবহার করছেন প্রতিদিন। শত শত বন্ধুর সাথে যোগাযোগ করে চলেছেন প্রতিনিয়ত। একদিন ফেইসবুকে না ঢুকলে ভালো লাগে না। তবে আশংকার বিষয় হলো ফেইসবুক যেকোন সময় বিনা নোটিশে আপনার এই সখের একাউন্টটি বন্ধ করে দিতে পারে।
আর তাই আমাদের সবারই সতর্ক থাকা উচিত এবং জানা থাকা উচিত যে সকল কারনে একটি ফেইসবুক একাউন্ট ব্যান হতে পারে। এই পোস্টে ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার অন্যতম কিছু কারন নিয়ে লিখছি।
পর্নগ্রাফীঃ
এটি ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার একটি অন্যতম প্রধান কারন। আপনার ফেইসবুক প্রোফাইল বা অন্য কোথাও আপনি যদি এই ধরনের কোন ছবি বা ভিডিও ব্যবহার করেন, তাহলে ফেইসবুক আপনার একাউন্ট ব্যান করবে কোন এবিউজ রিপোর্ট অথবা নোটিশ ছাড়া।
ভাষার অপব্যবহারঃ
স্টাটাস আপডেট অথবা ম্যাসেজ আদান-প্রদান এর সময় আপনার ভাষার প্রতি খেয়াল রাখতে হবে। বাজে ভাষা ব্যবহার করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ আপনার নামে রিপোর্ট করতে পারে এবং ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
ভূয়া প্রোফাইলঃ
আপনি যদি আপনার নিজের নামের বদলে কোন সেলিব্রেটি অথবা অন্য কারও নাম ব্যবহার করেন, তাহলে আপনার একাউন্ট বন্ধ করা হবে খুব তাড়াতাড়ি।
হুমকি দেয়াঃ
কাউকে হুমকি দেয়ার জন্য কখনোই আপনার ফেইসবুক একাউন্ট ব্যবহার করবেন না। এমনকি মজা করার জন্য হলেও না। ফেইসবুক এই বিষয়টি খুব গুরুত্বের সাথে নেয় এবং খুব দ্রুত একাউন্ট সাসপেন্ড করে দেয়।
স্প্যামিং করাঃ
শুধু ফেইসবুক না, পুরা ইন্টারনেট জগত এটিকে ঘৃনা করে। আপনার পন্য বা ওয়েব সাইট প্রোমোট করার জন্য ফেইসবুক একাউন্ট ব্যবহার না করাই ভালো। তবে একটি নির্দিস্ট সীমা পর্যন্ত এটি করা যেতে পারে যেটি স্প্যামিং এর পর্যায়ে পড়ে না।
অতিরিক্ত বন্ধু রিকোয়েস্টঃ
প্রতিদিন ২০টির বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। যত কম হয় ততই ভালো। ফেইসবুক একাউন্ট বন্ধ হবার এটি আরেকটি অন্যতম কারন।
অনেক গ্রুপে জয়েন করাঃ
খুব বেশি গ্রুপে জয়েন না করাই ভালো। ফেইসবুক এটি ভাল চোখে দেখে না। আর গ্রুপগুলো থেকে ম্যাসেজ এসে আপনার ইনবক্স ভর্তি হয়ে যাবে প্রতিদিন।
অতিরিক্ত ম্যাসেজঃ
আপনি যদি আপনার বন্ধুদের ওয়াল অথবা ইনবক্সে প্রতিদিন অনেক বেশি ম্যাসেজ পোস্ট করেন, তাহলে আপনার ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আর একই ম্যাসেজ বার বার দিতে চাইলে সেখানে কিছুটা পরিবর্তন করে দিন। নাহলে ফেইসবুক এটি স্প্যাম হিসেবে ধরবে।
মূলত ফেইসবুক ব্যবহারের সময় এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখলে আপনার ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার কোন আশাংকা থাকবে না। আর ফেইসবুক ব্যবহারও হয়ে উঠবে মজার ও সাচ্ছন্দময়।
→ তথ্যটি ভাল লাগলে 'Like' দিন এবং সবখানে ছড়িয়ে দেয়ার জন্য পোস্টটি 'Share' করুন... ধন্যবাদ
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Tridara Tower, 67, West Panthapath, Kalabagan
Dhaka
DHAKA-1205
Dhaka
Dhaka
Empowering you with Excel tips & tricks to supercharge your data skills! #ExcelMastery #ExcelJourney
Khalpar, Galimpur, Nawabgonj
Dhaka, 1324
Hi, Welcome to my page. Are you looking for a learning & Earning page. Here it is. You can learn here English, Basic Computer, Freelancing, Outsourcing, how to online income and ...
Sreebardi Sadar, Sreebardi, Sherpur
Dhaka, 2130
This is a Govt Educational Institution. Here the Govt Certificate is awarded at the end of Course.
44/F/8 Panthapath, Sher-e-Bangla Nagar
Dhaka, 1215
We provide IT training in Dhaka such as Data Center, Cisco, Microsoft, CompTIA, MikroTik, Juniper, Red Hat Linux, Cyber Security, AWS, CEH, Graphics Design, PMP, Python, C#, ASP. N...
Candel IT Bangladesh , (Opposite Of IBN Sina Hospital), Shonkhor Bus Stand
Dhaka, 1209
We are providing various IT service like website development ,web hosting, digital marketing thanks.
Mirpur
Dhaka, 1216
Computer Training School You can post any solution here OR You can want any solution here ;-)