Dr Md Moin Uddin
Nearby health & beauty businesses
R. I. Tower (, Chittagong
Circal Mehedibagh, Chittagong
O R Nizam Road, Chittagong
Floor, Chittagong
Old Mfc, Chittagong
Chittagong 4000
Pain management services:
Sports injury
Arthritis, back pain
Nerve block
Botox
Shock wave Advance Pain Management and Cure.
Diagnostic Musculoskeletal Ultrasound and Ultrasound Guided Interventional Pain Management.
পি.এল.আই.ডি ও কোমরের বাতে লক্ষণের অনেক মিল আছে। তাই যেসব ডাক্তারদের বাত বিষয়ে অভিজ্ঞতা কম, তারাও বুঝতে পারেন না। ফলে কোমরের বাত রোগ অনেক সময় বছর বছর ধরে ডায়াগনোসিস না হয়ে পড়ে থাকে। রোগি খেতেই থাকেন পেইন কিলার। অনেকে পি.এল.আই.ডি ভেবে অপারেশন ও করাতে দেখেছি। সঠিক ডায়াগনসিসই সুস্থ হওয়ার চাবিকাঠি।
থাই পেইনের জন্য নার্ভ ব্লক।
ডায়াগনোসিস ও চিকিৎসা একই ব্লকে।
হাঁটুর পিছনে ব্যথা ও ফুলা'র কারণ নির্ণয়ে আল্ট্রাসাউন্ড। ফ্লুইড বের করা হল।
হিপ জয়েন্টের বাইরের দিকে ব্যথা। ভাল হচ্ছিলনা অনেক ডাক্তার দেখানোর পরও। মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড দিয়ে রোগ নির্ণয় করা হল। এরপর, আলট্রাসাউন্ড গাইডেড ইন্টারভেনশন দিয়ে সুস্থ হল।
Long pain on the outer hip. Many specialist doctors failed to diagnose. Finally, diagnosed with the help of musculoskeletal ultrasound. Managed with ultrasound guided pain intervention.
Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Jerin Sultana Akhi, Mohammad Shahin, Saiful Eslam, Md Lokman Showdagor, Md Ripon Shorkar, Md Hasan, MD Hasan, Md Momin Ahamed, Afrina Akter, Manzur E Ilahi
সকল হাঁটু ব্যথা অস্টিওআর্থ্রাইটিস থেকে নয়।
হাঁটুর লিগামেন্টে ফ্লুইড জমেছে। মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড এর সাহায্যে ডায়াগনসিস কনফার্ম করা গেল।
😇
চট্টগ্রামে দুবাই-ব্যাংকক মানের কসমেটিক ডারমাটোলজিস্ট ও লেজার এর চিকিৎসা।
Hi everyone! 🌟 You can support me by sending Stars – to keep making content that you love.
Whenever you see the Stars icon, you can send me Stars.
I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!
Aria
আমাদের দেহে ভিটামিন-ডি
কেন দরকার??
*******************
কারণ ভিটামিন-ডি ক্যালসিয়াম এর বাহক। ভিটামিন ডি না থাকলে খাদ্যের ক্যালসিয়াম অন্ত্র থেকে রক্তে আসতে পারবে না। মলের সাথে দেহের বাইরে চলে যাবে।
তাই ভিটামিন ডি'র অভাব হলে ক্যালসিয়াম এর ঘাটতি দেখা দিবে। হাড়া ও দাতের গঠন নরম হবে, সহজে ভেংগে যাবে।
ভিটামিন ডি আনাদের শরীরে কোথা থেকে আসে, কিভাবে আসে? কিভাবে কার্যকরী হয়?
প্লান্টার ফাসাইটিস বা পায়ের তালুতে ব্যথার কারণ ও প্রতিকার কি?
বলছেন:
-----------
ডা. মো. মঈন উদ্দীন মনজু।
এম.বি.বি.এস, এফ.সি.পি.এস।
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পেইন (লন্ডন)।
আর.এম.এস.কে (আমেরিকা)।
ফেলোশিপ (ওয়ার্ল্ড ইন্সটিটিউট অব পেইন, আমেরিকা)।
ইন্টারভেনশনাল পেইন, স্পাইন ও স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট।
কনসালটেন্ট, এপোলো ইম্পেরিয়াল হসপিটাল, চট্টগ্রাম (বর্তমানে বাংলাদেশের একমাত্র এপোলো)।
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ কি?
ড. মো. মঈন উদ্দীন মনজু।
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ।
ইন্টারভেনশনাল পেইন স্পেশালিষ্ট।
FCPS, PG-Dip (Pain, UK), RMSK (USA).
CMC 39.
কারপাল টানেল সিনড্রোম বা হাতে ঝিন ঝিন রোগ।
অপারেশন ছাড়া চিকিৎসা হাইড্রো ডিসেকশন।
এই কেয়ার গিভার ট্রেনিং নিয়ে বিভিন্ন দেশে এমনকি আমেরিকায় ও ভিসা পাওয়া যেতে পারে।
চট্টগ্রামের নিউরোসেন্স দিচ্ছে সেই কেয়ার গিভার ট্রেনিং।
তাড়াতাড়ি করে রাখুন ৬ মাসের এই কোর্স।
০১৮৮৬৮১৩৬১০
https://fb.watch/riJI4RQubz/?mibextid=Nif5oz
Hi everyone! 🌟 "স্টার" পাঠিয়ে আমাকে সাপোর্ট করুন প্লিজ।
Whenever you see the Stars icon, you can send me Stars.
মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড স্পোর্টস ইঞ্জুরি নির্ণয়ে অনন্য ভূমিকা পালন করছে। সারা বিশ্বে এটা নতুন।
শুধু ডায়াগনসিস নয়। আলট্রাসাউন্ড গাইডেড পি.আর.পি ইঞ্জেকশন ও অন্যান্য ইন্টারভেনশন করা যায়।
কাফ মাসল পেইনের অনেক কারণ আছে। সবগুলো কারণের চিকিৎসা ভিন্ন। তাই সঠিক ডায়াগনসিস না হলে সঠিক চিকিৎসা হবে না। কাফ মাসল পেইনের কমন কারণগুলো মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড এর সাহায্যে ডায়াগনসিস করা যায়। আমাদের চট্টগ্রাম ও ঢাকা সেন্টারে করা হচ্ছে এর পরীক্ষা।
ওজোন ডিস্কেকটমি। এটা অপারেশন থিয়েটারে করা হলেও কোন কাটাছেঁড়া নাই। ফ্লুরোস্কোপি বা সি-আরম মেশিনের সাহায্যে স্পাইন বা মেরুদন্ডের ডিস্কে সূক্ষ্ম নিডেলের সাহায্যে ওজোন গ্যাস প্রবেশ করিয়ে বের হয়ে যাওয়া ডিস্ককে পুনরায় আগের জায়গার ঢুকিয়ে দেয়ার চেষ্টা করা হয়। করতে ৩০ মিনিট মত লাগে। করার ১০ মিনিট পরই রোগি বাড়ি ফিরতে পারেবেন।
ঢাকা চেম্বার:
-----------------
হোল্ডিং ২৩, গরীবে নেওয়াজ এভিনিউ, সেক্টর ১৩, উত্তরা (ল্যাব এইড-২ এর পাশে)। মাসের ১ম ও ৩য় শনিবার (এপয়েন্টমেন্ট নিতে হবে)।
(সকাল ১০টা- দুপুর ২টা): 01755-585295
#কোমরব্যথা #পিএলআইডি #সায়াটিকা #অপারেশন #ওজোন #ডিস্কেকটমি
#পিএলআইডি বা #সায়াটিকায় আশার আলো #ওজোন #ডিস্কেকটমি। এতে কোন #কাটাছেঁড়া বা #অপারেশন নাই। #ব্যথাবিহীন পদ্ধতি। করার পর হাসপাতালে থাকতে হয় না। বাসায় চলে যেতে পারবেন।
যারা অপারেশন এর সিদ্ধান্ত নিয়েছেন, #ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছেন, তার আগে একবার ট্রাই করতে পারেন ওজোন ডিস্কেকটমি।
অনেক রোগি এই চিকিৎসার মাধ্যমে অপারেশন থেকে রক্ষা পেয়েছেন।
মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড অন্য আলট্রা থেকে একটু ভিন্ন। এটার জন্য আলাদা ট্রেনিং লাগে। এটা তারাই ভাল করতে পারেন, যারা বাত-ব্যথা বিশেষজ্ঞ। রেডিওলজিস্ট বা নরমাল সনোলজিস্ট এটা করতে পারে না।
সারা পৃথিবীতে এটার এক্সপার্ট হাতে গোনা। বাংলাদেশে এটার আমেরিকান লাইসেন্স প্রাপ্ত ২/১ জনের মধ্যে ডা. মো. মঈন উদ্দীন মনজু একজন।
এই আল্ট্রাসাউন্ড দিয়ে মাসল, জয়েন্ট, টেন্ডন/ লিগামেন্ট, নার্ভ ও সফট টিস্যু প্যাথলজি ডায়াগনোসিস করা যায়।
পেইনের কারণ নিরণয়ে এর ভূমিকা জরুরি। ঢাকায় করছেন প্রতিমাসে।
হাতে #ঝিনঝিনের অনেক কারণ থাকলেও একটা কারণ অনেক দেখা যায়, যাকে বলি #কারপেল #টানেল #সিনড্রোম বা #সি.টি.এস ( ).
এটা #মেয়েদের বেশি হয়। ছেলেদের একটু কম। তবে হয়।
#ডায়াবেটিস আছে?
#হরমোন ( #থাইরয়েড) এর সমস্যা?
হাতে পুরাতন কোন #ফ্রাকচার?
কোন গিরায় #গিয়ার #বাত?
শরীরে #পানিএসেছে/ #ফুলে যাচ্ছে?
#ওজন বেড়ে যাচ্ছে?
এসব থাকলে এই রোগ বেশি হয়।
নার্ভ কন্ডাকশান স্টাডি দিয়ে কনফার্ম করা হয়। তবে এখন হাই ফ্রিকোয়েন্সি
আলট্রাসাউন্ড দিয়ে সহজেই ডায়াগনোসিস করা যায়।
মেডিসিন এ কাজ না হলে ফিজিওথেরাপি। তাতে কাজ না হলে আলট্রাসাউন্ড গাইডেড হাইড্রো-ডিসেকশন এখন আধুনিক চিকিৎসা।
শেষ চিকিৎসা সার্জারী। তবে অপারেশন করার পরও অনেকের আবার রোগ ফিরে আসে।
তাই হাইড্রো-ডিসেকশন আগে ট্রাই করা জরুরি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Dhaka
Opening Hours
Monday | 20:00 - 22:00 |
Tuesday | 20:00 - 22:00 |
Wednesday | 20:00 - 22:00 |
Thursday | 20:30 - 22:00 |
Saturday | 20:00 - 22:00 |
Sunday | 20:30 - 22:00 |
Modhubag, Mogbazar
Dhaka, 1217
Reiki, Homoeopathy, Ayurveda, Acutherapy, Yog, Magnet Therapy, Naturopathy, Unani, Siddha & Sowa-Rigpa.
LEVEL-6, SHOP-21, CENTER POINT SHOPING MALL
Dhaka, 1217
আমরা আপনার স্বাস্থ্যসেবায় প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ করে রুক্বইয়াহ, হিজামা, বদনজর-জিন- যাদু ঘটিত সমস্যায়।
Uttara
Dhaka, 1230
Builds and maintains bones and teeth, Regulates heart rhythm. Reduse body fat, Growing of hairs. Regain hair color, Boost sexuality. Thickening of the skin, reduction of wrinkles.