Hope Academy Ltd.
Nearby schools & colleges
Uk:80A Ashfield Street, Tejkunipara
Bti Central Plaza
Chowrangi Super Market No. 1 Indira Road
Farmgate
Farmgate Dhaka
Farmgate
Indira Road
Mahbub Plaza
All Over, Tejkunipara
DHAKA-1215
Indira Road
Biography of founder MD of Hope Academy Ltd. Md. Mijanur Rahaman was Ex-GM(Procurement & Logisti
Popular Prepositional Phrases - GrammarVocab Popular Prepositional Phrases!
Corrections
Phrases
Giving bad news formally in English
#সংগৃহীতঃ
তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি কেন তালাক হলো এর ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান। আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে। মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না। ০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে। ১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট। আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅। আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি। জারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমজতা করা যায় কিনা। সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে। ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি। অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ। অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা। আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশা করি বুঝতে পারছেন।।।
(কপি)
⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !
⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !
⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !
⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !
⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।
সংগৃহীত
Thank you Teachers 🙏🙏
The beauty of teaching 🙏🙏
সুখবর: RCIC মৌলি তাসনুভা এখন ক্যানাডার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট এজেন্ট (Recruitment Agent)।
আলহামদুলিল্লাহ, মৌলি জিয়া ইমিগ্রেশান কনসালটেন্সি ইনকরপোরেশান (MZIC) এর RCIC Mouli Tasnuva এখন CAPIC (the Canadian Association of Professional Immigration Consultant) এর Education Partner হিসেবে অথোরাইজড হয়েছে। যার ফলে সে এখন ক্যানাডার ২৩টি DLI (Designated Learning Institute) তে Recruitment Agent হিসেবে কোনরকম সার্ভিস চার্জ ছাড়া সরাসরি ভর্তি করাতে পারবে। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ভর্তি বাবদ যে প্রশাসনিক ফি কিংবা সেমিস্টার ফি সেগুলো যথারীতি স্টুডেন্টকে বহন করতে হবে। রিক্রুটমেন্ট এজেন্ট হিসেবে MZIC তার সেবামূল্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ থেকে পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, RCIC সমস্ত পরিশ্রম করে ভর্তি করানোর পর স্টুডেন্ট যদি স্টাডি পারমিট অ্যাপ্রুভাল না পায় তাহলে RCIC সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন সেবামূল্য পাবেন না। CAPIC এর এডুকেশন পার্টনার হতে পেরে, ক্যানাডার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট এজেন্ট হতে পেরে এবং সর্বোপরি বাংলাদেশের ছাত্রছাত্রীদের এই সেবাটুকু বিনামূল্যে দেয়ার সুযোগ পেয়ে MZIC আনন্দিত। এই ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশীদের কাছে জনপ্রিয় টরন্টোর Seneca College, পাশেই লন্ডন অন্টারিওতে অবস্থিত Fanshawe College এবং ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে অবস্থিত University Canada West রয়েছে। সংশ্লিষ্ট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে সংযুক্ত করা হলো। আগ্রহীরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন বিষয়ে, কোন সেমিস্টারে ভর্তি হতে চান, সেই পড়াশোনার ব্যয়ভার বহনের সক্ষমতা আছে কিনা সেটা জানিয়ে, পাশাপাশি এক পৃষ্ঠায় নিজের সিভি লিখে [email protected] ইমেইল করতে পারেন। পোটেনশিয়াল স্টুডেন্টদের MZIC এর পক্ষ থেকে যোগাযোগ করা হবে। মৌলি ১/২ দিনের মধ্যে ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলবে।
🙏♥️
ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
আমি বললাম হ্যা।
সে অত্যন্ত সুন্দর করে গ্লাস পরিস্কার করে দিলে আমি তার হাতে ২০ডলার গুজে দিলাম।
ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?
আমি বললাম হ্যা। কেন?
সে বলল, আমি কি এই ২০ ডলারের পরিবর্তে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?
আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।
আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন তুমি তো একজন মেধাবী ছাত্র?
উত্তরে সে বলল,
আমার দু বছর বয়সেই আমার আব্বু মারা যান। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।
কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।
আমি বললাম চল আগে আমরা একসাথে ডিনার করি।
সে বলল একটি শর্তে কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিস্কার করে দেব।
আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।
বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।
এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যাবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।
তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই।
এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাদতে পর্যন্ত ভুলে যায়।
এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন।
তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিস্কার করছে!
চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি এগুলো কি করছো?
সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম। এবং আপনি আমার জন্য কী করেছেন।
এই সেই ফিলিস্তিনি যুবক ফরিদ আব্দুল আলী। যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ তরুণ প্রফেসর।
(সংগৃহীত)
পাস নম্বর ৩৫ পাননি ঢাবি ‘খ’ ইউনিটের ৯০ শতাংশ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'খ' ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৩৫ পাননি ৯০ শতাংশ শিক্ষার্থী। ...
পাসের জন্য এমসিকিউ ও লিখিত—দুই অংশ মিলিয়ে ৪০ নম্বর পেতে হয়।
বিস্তারিত: https://cutt.ly/PKAQye7
Travel phrasal verbs
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
3, Indira Road, Flat-202(between Shezan Point & Mahabub Plaza)Farmgate
Dhaka
1215
Dhaka, 1216
Right place for Business student .... BBA/MBA .... Accounting, Finance and as well as Business Studies for O/A level student.
1st Floor, Dept. Of App. Physics, Electronics & Comm. Engg, University Of Dhaka
Dhaka
Professor, Dept. of Electrical and Electronic Engineering, University of Dhaka, Bangladesh
House #2B, Road #12, Mirpur Road, Dhanmondi, Dhaka/
Dhaka, 1209
As the country’s largest skills development center, BSDI has been working since 2003 to develop the necessary skills for the youth of Bangladesh.
House 9, Road 9, Sector 3
Dhaka, 1230
MHT is a reputed institution providing quality academic training since 1998.
Luxmibazar Campus: 3/1, Nobodip Bosak Lane, Luxmibazar, Dhaka-1100, Bangladesh. Addmission Hot Line :01191791067 Lalmatia Campus: 6/5, Lalmatia, Block#F, Kazi Nazrul Islam Road, ( Physical More, Behin
Dhaka
Our mission is to make skilful & educated manpower by giving world standard education. We provide each student a diverse education in a safe, supportive environment that promotes s...
Ramvadrapur, Bhedarganj, Shariatpur
Dhaka, 8030
Education is the backbone of a nation. Please help our school page to go ahead. Stay Connect & Stay Close.
Concord Royal Court (3rd Floor), House: 40, Road: 27 (old) 16 (new), Dhanmondi
Dhaka, 1209
Embark on your academic journey overseas with Executive Study Abroad.
Uttara
Dhaka, 1230
Md Ahsan Ul Alam (Born on August 26, 1957) is a Bangladeshi scholar, teacher and now working as Principal at the Amzad Ideal College.