Educare With Sohan

Dreams are not what you see in your sleep, dreams. are those that don't let you sleep."- Dr. APJ A. K

12/03/2024

💥💥বাংলা ব্যাকরণ:ভাষা,ধ্বনি ও বর্ণ

1. বাংলা বর্ণমালার সংখ্যা = ১ টি।
2. বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা = ৫০ টি।
3. বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা = ৫০ টি।
4. বাংলা বর্ণমালায় মোট ধ্বনির সংখ্যা = ৩৭ (৭+৩০) টি।
5. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ = ১১ টি।
6. মৌলিক স্বরধ্বনি = ৭ টি (অ, আ, ই, উ, এ, এ্যা, ও)।
7. মৌলিক স্বরবর্ণ = ৬ টি (অ, আ, ই, উ, এ, ও)।
৪. কেন্দ্রীয় স্বরধ্বনি= ১ টি (আ)।
9. যৌগিক স্বরধ্বনি / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর ধ্বনি = ২৫ টি।
10. যৌগিক স্বরবর্ণ / যৌগিক স্বরজ্ঞাপক / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর বর্ণ = ২ টি (ঐ, ঔ)।
11. হ্রস্ব স্বর= ৪ টি (অ, ই, উ, ঋ)।
12. দীর্ঘ স্বর= ৭ টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)।
13. অর্ধ্বস্বর = ৪ টি (ও, ই, উ, এ)।
14. সংক্ষিপ্ত স্বর/ কার = ১০ টি ('অ' বাদে)।
15. নিলীন বর্ণ= ১ টি (অ)।
16. সংক্ষিপ্ত ব্যঞ্জন / ফলা= ৬ টি (ম, ন, য, র, ব, ল)।
17. মোট ব্যঞ্জনবর্ণ = ৩৯ টি।
18. মোট ব্যঞ্জনধ্বনি = ৩০ টি।
19. বর্গীয় বর্ণ = ২৫ টি (ক-ম)।
20. বর্গীয় ধ্বনি = ২৩ টি (ঞ, ণ বাদে ক-ম)।
21. নাসিক্য ব্যঞ্জন / নাসিক্য বর্ণ / অনুনাসিক বর্ণ = ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
22. নাসিক্য ধ্বনি / অনুনাসিক ধ্বনি = ৩ টি (ঙ, ন, ম)।
23. ঘৃষ্ট ধ্বনি / ঘৃষ্ট বর্ণ = ৪ টি (চ, ছ, জ, ঝ)।
24. স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট ধ্বনি
= ১৬(না থাকলে ২০ টি)
26. স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট বর্ণ (ক-ম)
= ২৫ টি
26. উষ্মবর্ণ = ৪ টি (শ, স, ষ, হ)।
27. উষ্মধ্বনি = ৩টি (শ, স, হ)।
28. শিস বর্ণ = ৩ টি (শ, স, ষ)।
29. শিস ধ্বনি = ২ টি (শ, স)।
30. তাড়িত ধ্বনি / তাড়নজাত বর্ণ = ২ টি (ড়, ঢ়)।
31. কম্পিত ধ্বনি / কম্পনজাত বর্ণ = ১ টি (র)।
32. অন্তঃস্থ বর্ণ = ৪ টি (য, র, ল, য়)।
34. অযোগবাহ বর্ণ = ২ টি ( ং, ঃ)।
35. পরাশ্রয়ী বর্ণ = ৩ টি ( ং, ঃ,ঁ)
36. পার্শ্বিক ধ্বনি - ল ১টি
37. মাত্রাহীন মোট বর্ণ - ১০
38.পূর্ণমাত্রা মোট বর্ণ- ৩২
39. অর্ধমাত্রা মোট বর্ণ- ৮
40.পূর্ণমাত্রা স্বরবর্ণ- ৬
41.অর্ধমাত্রা স্বরবর্ণ- ১
42. মাত্রাহীন স্বর বর্ণ - ৪
43. পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ- ২৬
41.অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ- ৭
42. মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ - ৬
43.অনুবর্ণ হয়-৩ ধরনের
44.কণ্ঠনালীয় ধ্বনি- ১ টি - হ.
45. দন্ত্যমূলীয় ধ্বনি- ৪ টা(ন,র,ল, স)

পড়া শেষে ডান লিখুন।

11/03/2024

#অস্কার_পুরস্কার_২০২৪ (৯৬তম একাডেমি এওয়ার্ড)

▪️ সেরা ছবি - ওপেনহেইমার
▪️ সেরা অভিনেতা - কিলিয়ান মারফি
▪️ সেরা অভিনেত্রী - এমা স্টোন
▪️ সেরা পরিচালক - ক্রিস্টোফার নোলান
▪️ সেরা পার্শ্ব অভিনেতা - রবার্ট ডাউনি জুনিয়র
▪️ সেরা পার্শ্ব অভিনেত্রী - ডাভাইন জয় র‍্যান্ডলফ

#অস্কার_সম্পর্কিত_তথ্যকনিকা :

▪️অস্কার পুরস্কারের অপর নাম: একাডেমি এওয়ার্ড।
▪️বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বা নোবেলখ্যাত পুরস্কার- অস্কার।
▪️অস্কার পুরস্কার প্রদান করা হয়- ২৪টি ক্যাটাগরিতে
▪️অস্কার পুরস্কার চালু হয়/দেওয়া হয়- ১৯২৯ সাল থেকে।
▪️অস্কার পুরস্কারের অনুষ্ঠানস্থল - লস অ্যাঞ্জেলস (ডলবি থিয়েটার হল, যুক্তরাষ্ট্র।)
▪️অস্কার পুরস্কারের প্রবর্তক-যুক্তরাষ্ট্রের হলিউড Academy of Motion Pictures Arts & Science
▪️প্রথম বাঙালী ও দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার বিজয়ী- সত্যজিৎ রায়; ১৯৯২ সালে।
▪️প্রথম অস্কার বিজয়ী ভারতীয়- বানু আথাইয়া; (১৯৮২ সালে গান্ধী চলচ্চিত্রের জন্য।)
▪️এককভাবে দুটি ক্যাটাগরিতে অস্কার বিজয়ী প্রথম ভারতীয়- এ. আর. রহমান।
▪️ প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী- নাফিস বিন জাফর; ২০০৭ ও ২০১৫ সালে।
▪️নাফিস বিন জাফর যে ক্যাটাগরিতে পুরস্কার পান- বিজ্ঞান ও প্রযুক্তি ।
▪️টাইটানিক অস্কার পুরস্কার লাভ করে কবে- ১৯৯৮ সালে। (মুক্তি পায় ১৯৯৭ সালে)
▪️টাইটানিক কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে- ১১টি বিভাগে।

>আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে👉 মোনাব্বের স্যার

[শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। সুবিধামত সময়ে পড়ুন]

02/11/2023

💥 কে কিসের জনক এ নিয়ে আমাদের মাঝে অনেক দ্বিধা কাজ করে। আবার বিভিন্ন ক্ষেত্রে সকল জনকের নাম একসাথে পেতেও আমাদের বেগ পেতে হয়। তাই এখানে বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক এর একটি দীর্ঘ সংগ্রহ প্রকাশ করা হল।

✅ কে কিসের জনক:

১। অর্থনীতির জনক কে?
➤ এডাম স্মিথ (Adam Smith)

২। অংকের জনক কে?
➤ আর্কিমিডিস

৩। অপরাধ বিজ্ঞানের জনক কে?
➤ ল্যামব্রাসো

৪। আধুনিক অর্থনীতির জনক কে?
➤ পল স্যমুয়েলসন

৫। আধুনিক কম্পিউটার এর জনক কে?
➤ চার্লস ব্যাবেজ

৬। আধুনিক কম্পিউটার বিজ্ঞান এর জনক কে?
➤ এলান ম্যাথাসন টুরিং

৭। আধুনিক পদার্থবিজ্ঞান এর জনক কে?
➤ আলবার্ট আইনস্টাইন (Albert Einstein)

৮। আধুনিক বিজ্ঞানের ও জ্যোতির্বিজ্ঞান এর জনক কে?
➤ গ্যালিলিও গ্যালিলি (Galileo Galilei)

৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?
➤ রাজার বেকন

১০। আধুনিক রসায়নের জনক কে?
➤ জন ডাল্টন (John Dalton)

১১। আধুনিক রসায়ন বিদ্যার জনক কে?
➤ অ্যান্টনি লরেন্ট ল্যাভয়সিয়ে

১২। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
➤ জর্জ বার্নাড শ

১৩। আধুনিক গনতন্ত্রের জনক কে?
➤ জন লক

১৪। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
➤ নিকোলার ম্যাকিয়াভ্যালী

১৫। ইংরেজি নাটকের জনক কে?
➤ উইলিয়াম শেক্সপিয়ার

১৬। ইংরেজী কবিতার জনক কে?
➤ জিওফ্রে চসার (Geoffrey Chaucer)

১৭। ইতিহাস এর জনক কে?
➤ হেরোডোটাস (Herodotus)

১৮। ইন্টারনেট এর জনক কে?
➤ ভিনটন জি কার্ফ (Vint Cerf)

১৯। ইন্টারনেট সার্চ ইঞ্জিন এর জনক কে?
➤ এলান এমটাজ (Elan Emtaz)

২০। ই-মেইল এর জনক কে?
➤ রে টমলি সন ( Ray Tomlinson )

২১। উইকিপিডিয়া এর জনক কে?
➤ জিমি ওয়েলস

২২। উদ্ভিদবিজ্ঞান এর জনক কে?
➤থিওফ্রাস্টাস ( Theophrastus )

২৩। এনাটমি এর জনক কে?
➤ আঁদ্রে ভেসালিয়াস ( Andreas Vesalius )

২৪। কম্পিউটার এর জনক কে?
➤ চার্লস ব্যাবেজ ( Charles Babbage )

২৫। কম্পিউটার বিজ্ঞান এর জনক কে?
➤ জর্জ বোল ও অ্যালান টুরিং

২৬। ক্যালকুলাস এর জনক কে?
➤ আইজ্যাক নিউটন ও গটফ্রিড উইলহেলম লিবনিৎজ (Gottfried Wilhelm Leibniz)

২৭। কমিউনিজম এর জনক কে?
➤ কার্ল মার্ক্স

২৮। গণতন্ত্রের জনক কে?
➤ জন লক ( John locke )

২৯। গণিতশাস্ত্রর জনক কে?
➤ আর্কিমিডিস ( Archimedes )

৩০। গাণিতিক অর্থনীতি এর জনক কে?
➤ ড্যানিয়েল বার্নুলি ( Daniel Bernoulli )

৩১। গুগলের জনক কে?
➤ সার্জেই বিন

৩২। চিকিৎসা বিজ্ঞানের এর জনক কে?
➤ ইবনে সিনা

৩৩। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জনক কে?
➤জেমস গসলিং

৩৪। জীব বিজ্ঞান এর জনক কে?
➤ এরিস্টটল ( Aristotle )

৩৫। জীবাণু বিদ্যা এর জনক কে?
➤ লুই পাস্তুর ( Louis Pasteur )

৩৬। জেনেটিক্স এর জনক কে?
➤ গ্রেগর মেন্ডেল ( Gregor Mendel )

৩৭। জৈব রসায়ন এর জনক কে?
➤ ফ্রেডারিক উইলার

৩৮। জোতির্বিজ্ঞান এর জনক কে?
➤ নিকোলাস কোপারনিকাস ( Nicolaus Copernicus )

৩৯। জ্যামিতির জনক কে?
➤ ইউক্লিড ( Euclid )

৪০। টুইটারের জনক কে?
➤ জ্যাক ডরসি

৪১। টেস্টটিউব বেবি পদ্ধতির জনক কে?
➤ আর জে এডওয়ার্ড

৪২। তেজস্ক্রিয়তার জনক কে?
➤ হেনরি বেকরেল

৪৩। তড়িৎ গতির জনক কে?
➤ মাইকেল ফ্যারাডে ( Michael Faraday )

৪৪। তাপগতিবিদ্যার জনক কে?
➤ সাদি কার্নো ( Sadi Carnot )

৪৫। ত্রিকোণমিতির জনক কে?
➤ হিপারছাস ( Hipparchus )

৪৬। দর্শন শাস্ত্র এর জনক কে?
➤ সক্রেটিস ( Socrates )

৪৭। দেহ তত্ত্বের জনক কে?
➤ ক্লদ বার্নার্ড ( Claude Bernard )

৪৮। পদার্থবিজ্ঞান এর জনক
➤ আইজ্যাক নিউটন ( Isaac Newton )

৪৯। পরমাণুবাদ এর জনক কে?
➤ ডেমোক্রিটাস

৫০। পর্যায় সারণি এর জনক কে?
➤ দিমিত্রি মেন্ডেলিফ

৫১। পারমাণবিক তত্ত্বের জনক কে?
➤ ডেমোক্রিটাস ( Democritus )

৫২। পার্সোনাল কম্পিউটার (পিসি) এর জনক কে?
➤ হেনরি এডওয়ার্ড রবার্ট

৫৩। প্রাণিবিজ্ঞান এর জনক কে?
➤ এরিস্টটল ( Aristotle )

৫৪। বংশগতি বিদ্যার জনক কে?
➤ গ্রেগর জোহান মেন্ডেল

৫৫। বাংলা উপন্যাস এর জনক কে?
➤ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

৫৬। বাংলা কবিতা এর জনক কে?
➤ মাইকেল মধুসূদন দত্ত

৫৭। বাংলা গদ্য এর জনক কে?
➤ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫৮। বাংলা গদ্য ছন্দ এর জনক কে?
➤ রবীন্দ্রনাথ ঠাকুর ( Rabindranath Tagore )

৫৯। বাংলা চলচিত্র এর জনক কে?
➤ হীরালাল সেন ( Hiralal Sen )

৬০। বাংলা নাটক এর জনক বলা হয় কাকে?
➤ দীনবন্ধু মিত্র ( Dinabandhu Mitra )

৬১। বাংলা মুক্তক ছন্দ এর জনক কে?
➤ কাজী নজরুল ইসলাম

৬২। বাংলা সনেট এর জনক কে?
➤ মাইকেল মধুসুদন দত্ত

৬৭। বায়ুগতিবিদ্যার জনক কে?
➤ নিকোলাই ( Nikolai Zhukovsky )

৬৮। বিজ্ঞানের জনক কে
➤ থেলিস

৬৯। বিদ্যুৎ এর জনক বলা হয় কাকে?
➤ নিকোলা টেসলা ( Nikola Tesla )

৭০। বিবর্তনবাদ তত্ত্ব এর জনক কে?
➤ চার্লস ডারউইন ( Charles Darwin )

৭১। বীজগণিত এর জনক বলা হয় কাকে?
➤ আল-খাওয়ারিজম ( Al-Khwarizmi )

৭২। ভাষাতত্ত্ব এর জনক কে?
➤ নোয়াম চমস্কি ( Noam Chomsky )

৭৩। ভিজুয়্যাল বেসিক (প্রোগ্রাম) এর জনক কে?
➤ এলান কুপার

৭৪। ভিডিও গেমস (কম্পিউটার) এর জনক কে?
➤ নোলেন বুশনেল

৭৫। ভূগোল এর জনক কে?
➤ ইরাটসথেনিস ( Eratosthenes )

৭৬। ভূ তত্ত্ব এর জনক কে?
➤ নিকোলাস স্টেনোর ( Nicholas Steno )

৭৭। মনোবিজ্ঞান এর জনক কে?
➤ উইলহেম উন্ড ( Wilhelm Wundt )

৭৮। মেডিসিন এর জনক কে?
➤ হিপোক্রেটিস ( Hippocrates )

৭৯। রসায়ন বিজ্ঞানের জনক কে?
➤ জাবির ইবনে হাইয়্যান ( Ibn Hayyan )

৮০। রাষ্ট্র বিজ্ঞান এর জনক কে?
➤ এরিস্টটল ( Aristotle )

৮১। রোগজীবাণুতত্ত্ব এর জনক কে?
➤ লুই পাস্তুর ( Louis Pasteur )

৮২। শরীর বিদ্যা এর জনক কে?
➤ উইলিয়াম হার্ভে ( William Harvey )

৮৩। শ্রেণিবিদ্যা এর জনক কে?
➤ ক্যারোলাস লিনিয়াস ( Carolus Linnaeus )

৮৪। সংখ্যা তত্ত্ব এর জনক কে?
➤ পিথাগোরাস ( Pythagoras )

৮৫। সনেটের জনক কে?
➤ পের্ত্রাক

৮৬। সমাজবিজ্ঞান এর জনক কে?
➤ অগাস্ট কোৎ ( Auguste Comte )

৮৭। সামাজিক বিবর্তনবাদ এর জনক কে?
➤ হার্বাট স্পেন্সর ( Herbert Spencer )

৮৮। সাম্যবাদ এর জনক কে?
➤ কার্ল মার্কস ( Karl Marx )

৮৯। স্নায়ুবিজ্ঞান এর জনক কে?
➤ সান্তিয়াগো রামোন ( Santiago Ramón y Cajal )

৯০। হিসাব বিজ্ঞান এর জনক কে?
➤ লুকাপ্যাসিওলি ( Luca Pacioli )

৯১। www (world wide web) এর জনক কে?
➤ টিম বার্নার্স লি

৯২। আধুনিক টেলিভিশন এর জনক কে?
➤ অ্যালেন বি ডুমেন্ট

৯৩। সেমি কন্ডাক্টর এর জনক কে?
➤ জ্যাক কিলবি

৯৪। আধুনিক যোগাযোগ প্রযুক্তি এর জনক কে?
➤ সাইরাস ফিল্ড

বিদ্র: কোনো তথ্যগত ভুল মনে হলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যাচাই করে সঠিক করার চেষ্টা করবো।

ধন্যবাদ , সাথেই থাকুন। 💙

Educare With Sohan Dreams are not what you see in your sleep, dreams. are those that don't let you sleep."- Dr. APJ A. K

27/10/2023

🔰সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপডেট: শেয়ার করুন

👉বাংলাদেশ বিষয়াবলি:

দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার= কাজী হাবিবুল আউয়াল।

দেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা=৪৪টি (মোট ৪৯টির মধ্যে ৫টির নিবন্ধন বাতিল হয়েছে)

সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল=বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)

দেশে সাবজনীন পেনশন কমসূচি উদ্বোধন করা হয়=১৭ আগষ্ট,২০২৩

বাংলাদেশে মোট নদ-নদীর সংখ্যা-১০০৮টি

বাংলাদেশের দীর্ঘতম নদী-পদ্মা (৩৪১ কিমি) (নদী রক্ষা কমিশন এর সূত্র মতে)

বাংলাদেশের ২য় দীর্ঘতম নদী-ইছামতি (৩৩৪ কিমি)
বাংলাদেশে ২৪ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন-ওবায়দুল হাসান
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে র নাম=ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়=২ সেপ্টেম্বর,২০২৩

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈঘ্য=১৯.৭৩ কি.মি

বতমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা=১৬৮টি

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?=তিস্তা সোলার লিমিটিড

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটিড কোথায়?=সুন্দরগঞ্জ, গাইবান্ধা

তিস্তা সোলার লিমিটিড ক্ষমতা=২০০ মেগাওয়াট (উদ্বোধন-২ আগষ্ট,২০২৩)

ব্রি উদ্ভাবিত মোট ধানের জাত=১১৩ টি (ইনব্রিড-১০৫টি, হাইব্রিড-৭টি)

১-২৬ নং জাতের আগে বিআর লিখা হয় (বিআর১, বিআর২৬) (১৩ নং জাত নেই)

২৭-১০৬ নং জাতের আগে ব্রি ধান লিখা হয় ( ব্রি ধান২৭, ব্রি ধান১০৬)

১০০ নং জাতের নাম ব্রি ধান১০০ না হয়ে নামকরণ করা হয়েছে=বঙ্গবন্ধু ধান১০০

ব্রি উদ্ভাবিত সবশেষ ধানের জাত=ব্রি ধান১০৬

কোন জাতের ধানকে ডায়াবেটিক ধান বলা হয়?=ব্রি ধান১০৫ (গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায়)

জিংক সমৃদ্ধ ধানের জাত=ব্রি ধান৬২, ব্রি ধান৬৪, ব্রি ধান৭২, ব্রি ধান৭৪, ব্রি ধান৮৪, বঙ্গবন্ধু ধান১০০, ব্রি ধান১০২

দেশে সরকারি বিশ্ববিদ্যালয়=৫৪টি

৫৪তম সরকারি বিশ্ববিদ্যালয়=বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়,নওগাঁ

দেশের ৫৪তম সরকারি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাযক্রম শুরু করে=৮জুন,২০২৩

দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়=১১৩টি

১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয়=লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় (অনুমোদন পায়-১৪জুন,২০২৩)

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ (১০০% সঠিক) =ভুটান (৬ ডিসেম্বর,১৯৭১)

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী ২য় দেশ=ভারত (৬ ডিসেম্বর,১৯৭১) (ভারতের ৬ ঘন্টা আগে ভুটান স্বীকৃতি দেয়। সূত্র-মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং)

আন্তজাতিক
ব্রিকস এর ১৫ তম শীষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় =২২-২৪ আগষ্ট,২০২৩

ব্রিকস এর ১৫ তম শীষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?=জোহান্সবাগ, দক্ষিন আফ্রিকা

ব্রিকস এর ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে=২০২৪সালে, রাশিয়ায়

ব্রিকস এর নতুন সদস্যদেশ=৬ টি (এশিয়া থেকে-ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত; আফ্রিকা থেকে-ইথিওপিয়া, মিশর; দক্ষিন আমেরিকা থেকে-আজেন্টিনা)

নতুন ৬টি দেশের সদস্যপদ কাযকর হবে=১ জানুয়ারি,২০২৪

বিশ্ব জনসংখ্যার কত % ব্রিকস এর অন্তভূক্ত?=৪৬%

জি-২০ এর ১৮ তম শীষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় =০৯-১০ সেপ্টেম্বর,২০২৩

জি-২০ এর ১৮ তম শীষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?= নয়াদিল্লী, ভারত

জি-২০ এর ১৯তম সম্মেলন হবে=২০২৪= ব্রাজিলে

জি-২০ এর ১৮-তম সম্মেলনে নতুন সদস্যপদ পায়=আফ্রিকান ইউনিয়ন

জি-২০ এর বতমান সদস্য-২১ (সদস্য রাষ্ট্র-১৯টি, সংস্থা-২টি:ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন )

রপ্তানিতে শীষ দেশ=চীন

আমদানিতে শীষ দেশ=যুক্তরাষ্ট্র

11/10/2023

#ছন্দে_ছন্দে_বাংলাদেশ_বিষয়াবলি
৪৬/৪৭ তম প্রিলি ও অন্যান্য জব প্রস্তুতি
বাংলাদেশ বিষয়গুলির গুরুত্বপূর্ণ #২০টি প্রশ্ন

১. বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে?
-সৌদি আরব
২. বাংলাদেশ কোন খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে?
-মূল্য সংযোজন কর বা ভ্যাট
৩. বাংলাদেশ কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে?
-২০৪১
৪. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কোনটি?
-২০২০-২০২৫
৫. দেশে প্রথম আদমশুমারি কত সালে হয়?
-১৯৭৪
৬. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির হার কত?
-৮.৫১%
৭. বাংলাদেশ এ পর্যন্ত কোন সংস্থা থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করেছে?
-বিশ্ব ব্যাংক
৮. ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
-প্রথম
৯. সংবিধানের কোন অনুচ্ছেদে সংযুক্ত তহবিলের কথা বলা হয়েছে?
-৮৪
১০. বাংলাদেশের কোন খাত থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়?
-তৈরি পোশাক শিল্প
১১. জরুরী অবস্থার মেয়াদ কতদিন?
-সর্বোচ্চ ১২০ দিন
১২. কোন সংশোধনীকে চতুর্থ সংশোধনী বিপরীত সংশোধনী বলা হয়?
-দ্বাদশ সংশোধনী
১৩. বাংলাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় কত সালে?
-৪ মার্চ ১৯৭৪
১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসির কততম সম্মেলনে যোগ দিয়েছিলেন?
-দ্বিতীয় সম্মেলন, ১৯৭৪
১৫. বাংলাদেশের একমাত্র ঔষধ পার্ক কোন জেলায় অবস্থিত?
-মুন্সিগঞ্জ
১৬. ঘাস চাষকে বলা হয়-
-সিলভিকালচার
১৭. বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
-১৯৯৭ সালে
১৮. সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের স্বীকৃতি দেয় কবে?
-২৪ জানুয়ারি ১৯৭২
১৯. বাংলাদেশ পরমাণু ক্লাবের কততম সদস্য দেশ?
-৩৩ তম
২০. বর্তমানে বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা কয়টি?
-৮ টি

04/10/2023

বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ:
দেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা=৪৪টি (মোট ৪৯টির মধ্যে ৫টির নিবন্ধন বাতিল হয়েছে)

সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল=বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)

দেশে সাবজনীন পেনশন কমসূচি উদ্বোধন করা হয়=১৭ আগষ্ট,২০২৩

বাংলাদেশে মোট নদ-নদীর সংখ্যা-১০০৮টি

বাংলাদেশের দীর্ঘতম নদী-পদ্মা (৩৪১ কিমি) (নদী রক্ষা কমিশন এর সূত্র মতে)

বাংলাদেশের ২য় দীর্ঘতম নদী-ইছামতি (৩৩৪ কিমি)
বাংলাদেশে ২৪ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন-ওবায়দুল হাসান
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে র নাম=ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়=২ সেপ্টেম্বর,২০২৩

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈঘ্য=১৯.৭৩ কি.মি

বতমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা=১৬৮টি

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?=তিস্তা সোলার লিমিটিড

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটিড কোথায়?=সুন্দরগঞ্জ, গাইবান্ধা

তিস্তা সোলার লিমিটিড ক্ষমতা=২০০ মেগাওয়াট (উদ্বোধন-২ আগষ্ট,২০২৩)

ব্রি উদ্ভাবিত মোট ধানের জাত=১১৩ টি (ইনব্রিড-১০৫টি, হাইব্রিড-৭টি)

১-২৬ নং জাতের আগে বিআর লিখা হয় (বিআর১, বিআর২৬) (১৩ নং জাত নেই)

২৭-১০৬ নং জাতের আগে ব্রি ধান লিখা হয় ( ব্রি ধান২৭, ব্রি ধান১০৬)

১০০ নং জাতের নাম ব্রি ধান১০০ না হয়ে নামকরণ করা হয়েছে=বঙ্গবন্ধু ধান১০০

ব্রি উদ্ভাবিত সবশেষ ধানের জাত=ব্রি ধান১০৬

কোন জাতের ধানকে ডায়াবেটিক ধান বলা হয়?=ব্রি ধান১০৫ (গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায়)

জিংক সমৃদ্ধ ধানের জাত=ব্রি ধান৬২, ব্রি ধান৬৪, ব্রি ধান৭২, ব্রি ধান৭৪, ব্রি ধান৮৪, বঙ্গবন্ধু ধান১০০, ব্রি ধান১০২

দেশে সরকারি বিশ্ববিদ্যালয়=৫৪টি

৫৪তম সরকারি বিশ্ববিদ্যালয়=বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়,নওগাঁ

দেশের ৫৪তম সরকারি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাযক্রম শুরু করে=৮জুন,২০২৩

দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়=১১৩টি

১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয়=লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় (অনুমোদন পায়-১৪জুন,২০২৩)

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ (১০০% সঠিক) =ভুটান (৬ ডিসেম্বর,১৯৭১)

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী ২য় দেশ=ভারত (৬ ডিসেম্বর,১৯৭১) (ভারতের ৬ ঘন্টা আগে ভুটান স্বীকৃতি দেয়। সূত্র-মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং)

আন্তজাতিক
ব্রিকস এর ১৫ তম শীষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় =২২-২৪ আগষ্ট,২০২৩

ব্রিকস এর ১৫ তম শীষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?=জোহান্সবাগ, দক্ষিন আফ্রিকা

ব্রিকস এর ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে=২০২৪সালে, রাশিয়ায়

ব্রিকস এর নতুন সদস্যদেশ=৬ টি (এশিয়া থেকে-ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত; আফ্রিকা থেকে-ইথিওপিয়া, মিশর; দক্ষিন আমেরিকা থেকে-আজেন্টিনা)

নতুন ৬টি দেশের সদস্যপদ কাযকর হবে=১ জানুয়ারি,২০২৪

বিশ্ব জনসংখ্যার কত % ব্রিকস এর অন্তভূক্ত?=৪৬%

জি-২০ এর ১৮ তম শীষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় =০৯-১০ সেপ্টেম্বর,২০২৩

জি-২০ এর ১৮ তম শীষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?= নয়াদিল্লী, ভারত

জি-২০ এর ১৯তম সম্মেলন হবে=২০২৪= ব্রাজিলে

জি-২০ এর ১৮-তম সম্মেলনে নতুন সদস্যপদ পায়=আফ্রিকান ইউনিয়ন

জি-২০ এর বতমান সদস্য-২১ (সদস্য রাষ্ট্র-১৯টি, সংস্থা-২টি:ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন )

রপ্তানিতে শীষ দেশ=চীন

আমদানিতে শীষ দেশ=যুক্তরাষ্ট্র...

Photos from Educare With Sohan 's post 02/10/2023

কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

02/10/2023

্রাইমারি_শিক্ষক_নিয়োগ_স্পেশাল
___সকল ধাপের সাধারণ জ্ঞান সাজেশন___
১. পারমাণবিক জ্বালানি ব্যবহারে বাংলাদেশের অবস্থান -৩৩তম
২. ঐতিহাসিক ভাসু বিহার টি কোথায় অবস্থিত?
-বগুড়া জেলায়
৩. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
-করতোয়া
৪. ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন কে?
-বল্লাল সেন
৫. পাল বংশের সর্বশেষ সফল রাজা কে ছিলেন?
-রাজা রামপাল
৬. হিউয়েন সাং কোন শাসকের সময়ে বাংলায় আগমন করেন?
-হর্ষবর্ধন
৭. বাংলাকে ধন-সম্পদ পূর্ণ নরক বলে আখ্যায়িত করেছেন কে?
-ইবনে বতুতা
৮. তাজমহলের স্থপতি কে?
-ওস্তাদ আহমেদ লাহৌরি
৯. কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেন?
-সম্রাট শাহজাহান
১০. মুক্তিবেটি নামে পরিচিত কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন? খাসিয়া
১১. ইউয়ান কোন দেশের মুদ্রার নাম?
-চীন
১২. বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে?
-ভুটানকে
১৩. ইউরোপ ও এশিয়া কে পৃথককারী প্রণালী টির নাম কি?
-বসফরাস প্রণালী
১৪. বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?
-৭ এপ্রিল
১৫. হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে?
-ফিনল্যান্ড
১৬. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
-ট্রিগভেলি
১৭. কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কত সালে?
-১৯৯৭
১৮. BARD প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯৫৯ সালে
১৯. কোন জেলার পূর্ব নাম ভুলুয়া?
-নোয়াখালী
২০. বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কে?
-সম্রাট হুমায়ুন.

02/10/2023

#বিভিন্ন_সংস্থার_বর্তমান_সদস্য_সংখ্যা

জাতিসংঘ(UN)-- 193
পর্যবেক্ষক দেশ-- ২টি

ইউনেস্কো(UNESCO)--194
সর্বশেষ ফিলিস্তিন
পুনরায় যোগদান করেছে USA

স্বাস্থ্য সংস্থা(WHO)--194
সর্বশেষ সদস্য --- দ: সুদান

ইন্টারপোল(interpol)-- 195
সর্বশেষ সদস্য মাইক্রোনেশিয়া

IAEA ----176 ( সর্বশেষ সদস্য গাম্বিয়া, ২০২৩ সালে)
WB ----189 ( সর্বশেষ সদস্য নাউরু)
IMF----190 ( সর্বশেষ -- এন্ডোরা)
NATO--- 31 (সর্বশেষ-- ফিনল্যান্ড, ২০২৩ সালে)

এন্ড্রয়েড অ্যাপ: নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ ও নিয়োগ প্রস্তুতির জন্য 29/09/2023

ছন্দের তালে তালে মাত্র ২ঘন্টায় মুখস্থ করে ফেলুন বাংলাদেশের সংবিধান!
সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক।

আজ আপনাদের জন্য থাকছে সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক । সংবিধান মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। সংবিধান থেকে সব ধরনের পরীক্ষায় প্রায় সবসময়য়ই প্রশ্ন আসতে দেখা যায়।কিছু শর্টকাট টেকনিক ফলো করলে সহজেই আপনি সংবিধান মনে রাখতে পারবেন।চলুন জেনে নেই সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক।
☼ অগ্রাধিকার ভিত্তিতে আপনার করনীয়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১। প্রথমেই সংবিধান প্রনয়ন সংক্রান্ত বেশ কিছু তথ্য মনে রাখুন যেমন-কবে সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়, কতজন সদস্য ছিলেন, একমাত্র মহিলা সদস্যের নাম, তখনকার আইনমন্ত্রী এবং সংবিধান প্রনয়ন কমিটির সভাপতি, কতটি মীটিং করেছিলেন তারা, কতদিন লেগেছিল সংবিধান প্রনয়ন করতে, কবে এটি কার্যকর হয়, কে এতে সাক্ষর করেন নি ইত্যাদি। এই তথ্য গুলো আপনি রচনামূলক বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারবেন।
২। এরপর জেনে নিন সংবিধানের ভাগ গুলো এবং এই ভাগের মধ্যকার অনুচ্ছেদ গুলো। যেমন-
প্রথম ভাগ- প্রজাতন্ত্র (অনুচ্ছেদ- ১ থেকে ৭)
দ্বিতীয় ভাগ- রাষ্ট্র পরিচালনার মূলনীতি (অনুচ্ছেদ- ৮ থেকে ২৫)
এইভাবে আপনি ১১টি ভাগের অনুচ্ছেদগুলো মনে রাখুন। এই তথ্য গুলো আপনাকে অনেক সাহায্য করবে। কোন কারনে যদি ভুলে যান, সংবিধানের কোন অনুচ্ছেদ এ কি আছে তখন কমপক্ষে ধারনা করতে পারবেন কোন ভাগে এটি পড়েছে।
৩। এরপর প্রত্যেক অনুচ্ছেদ এর শিরোনাম গুলো মুখস্ত করুন।
৪। এরপর অনুচ্ছেদ গুলো ভালভাবে পড়ুন। বার বার পড়ুন। কোন বন্ধুর সাথে আলাপ করুন “বলতো আইনের দৃষ্টিতে সমতা এটি কোন অনুচ্ছেদ এ আছে?” প্রথম বার না পারলেও সমস্যা নেই। আস্তে আস্তে দেখবেন আপনি ঠিকই বলতে পারছেন।
৫। নিজে নিজে একাকী মনে করার চেষ্টা করুন কোন অনুচ্ছেদ এ কি আছে। ভুলে গেলে ভাববেন না সব শেষ। বরং চিন্তা করবেন আরো ভালো ভাবে পড়তে হবে!! সব সময় হাতের কাছে পকেট এডিশনের সংবিধান সাথে রাখুন। গল্পের বই (!!!!!!) মনে করে পড়ুন।।
কী পড়তে হবে- এই বিষয়ে অনেক কিছু বললাম। এই বার আসি মূল আলোচনায়।
আমি হুবহু মুখস্ত করার জন্য প্রথমেই বলব প্রস্তাবনাটাকে। কারন এই প্রস্তাবনা অনেক বার সংশোধিত হয়েছে। আবার, সংবিধান নিয়ে প্রশ্ন আসলে চেষ্টা করবেন ভূমিকা হিসেবে কোটেশন আকারে এটি ব্যবহার করতে। যেহেতু মুখস্ত করেছেন সেহেতু কোটেশন হিসেবে দেয়ার সময় অবশ্যই নীল রঙের কালি ব্যবহার করবেন। পরীক্ষক কে বুঝান যে সংবিধান টা আপনি পড়েছেন বেশ ভালো (!!!) করে।
☼ তো চলুন মুখস্ত করে ফেলি-
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
“আমরা, বাংলাদেশের জনগন, ১৯৭১ খ্রীস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষনা করিয়া জাতীয় মুক্তির (স্বাধীনতা) জন্য ঐতিহাসিক সংগ্রামের (যুদ্ধের) মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি”
[আগ্রহী পাঠকগন হয়ত খেয়াল করবেন আমি বন্ধনীর মধ্যে ২টি শব্দ ব্যবহার করেছি। কারন সংবিধান সংশোধন করে এই শব্দ গুলো একবার যোগ হয়েছে ও একবার প্রতিস্থাপিত হয়েছে]
☼ আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগনকে জাতীয় মুক্তিসংগ্রামের (স্বাধীনতার) জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রানোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। [আমার কাছে এই মুহূর্তে ১৫তম সংশোধনীর পরের সংবিধান টা নাই বলে আগ্রহী পাঠকরা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে এটা ঠিক করে নিবেন। এই রকম হবার কথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা-সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।]
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
☼ প্র রা মৌ নি আ বি নি ম বাং জ সং বি
আসুন, মিলিয়ে নেই-
১। প্র- প্রজাতন্ত্র
২। রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩। মৌ- মৌলিক অধিকার
৪। নি- নির্বাহী বিভাগ
৫। আ- আইন সভা
৬। বি- বিচার বিভাগ
৭। নি- নির্বাচন
৮। ম- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯। বাং- বাংলাদেশের কর্মবিভাগ
৯ক। জ- জরুরী বিধানাবলী
১০। সং-সংবিধান সংশোধন
১১। বি- বিবিধ
চলুন, এইবার আলাদা ভাবে অনুচ্ছেদ গুলোর দিকে দৃষ্টি দেই।
☼ অনুচ্ছেদ ১-১২
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ১-১২ মোটামুটি এমনি মনে থাকে। এই অনুচ্ছেদ গুলোর মধ্যে গুরুত্তপূর্ন অনুচ্ছেদ গুলো হল-
২- প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক- রাষ্ট্রধর্ম ( মনে রাখবেন কোন সংশোধনীর মাধ্যমে এটি হয়েছে)
৪ক- প্রতিকৃতি (১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে)
৬- নাগরিকত্ব
৭- সংবিধানের প্রাধান্য
৮- মূলনীতিসমূহ ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
৯- স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
১০- জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহন
১১- গনতন্ত্র
১২- ধর্মনিরপেক্ষতা ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
☼ অনুচ্ছেদ ১৩-২৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ১৩ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মালি কৃষককে মৌ গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
১৩-মালি- মালিকানার নীতি
১৪-কৃষক- কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫- মৌ- মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬- গ্রাম- গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭- অবৈতনিক- অবৈতনিক ও বাধ্যতা মূলক শিক্ষা
১৮। জনস্বাস্থ্য- জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৯। সুযোগের সমতা- সুযোগের সমতা
২০- অধিকার ও কর্তব্য রূপে- অধিকার ও কর্তব্য রূপে কর্ম
২১- নাগরিক- নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
২২- নির্বাহী বিভাগ থেকে- নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরন
২৩- জাতীয় সংস্কৃতি- জাতীয় সংস্কৃতি
২৪- জাতীয় স্মৃতি নিদর্শন -জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি
২৫-আন্তর্জাতিক শান্তি- আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
এইখানে একটি কথা বলতেই হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলো সংবিধানের আলোকে আলোচনা করুন অনেকেই শুধু অনুচ্ছেদ-৮ এর “মূলনীতি সমূহ” দিয়ে আসে। মনে রাখতে হবে দ্বিতীয় ভাগে বর্নিত অনুচ্ছেদ- ৮ থেকে অনুচ্ছেদ-২৫ সব –ই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অনুচ্ছেদ ৮ এ বর্নিত “মূলনীতি সমূহ” আসলে সংবিধানের মূলনীতি যা প্রস্তাবনায় বলা আছে। আরেকটি কথা এখানে বলব ঝেহেতু এই প্রশ্নটির উত্তর অনেক বড় হবে সেহেতু, আপনি অনুচ্ছেদ ৮ এ বর্নিত মূলনীতি সমূহ একটু বেশী আলোচনা করে অন্য অনুচ্ছেদ গুলো শুধু নাম লিখে ১ /২ লাইনের মধ্যে লেখা শেষ করবেন। সময়ের দিকে খেয়াল রাখতে হবে। একটি ভালো পারেন দেখে শুধু সেই প্রশ্নের উত্তর অনেক বড় করে দিবেন, সেটা করলে দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর দেয়ার মতো পর্যাপ্ত সময় পাচ্ছেন না। আর যাদের হাতের লেখা একটু স্লো, তাদের তো এটা আরো ভাল করে মনে রাখতে হবে।
☼ অনুচ্ছেদ- ২৬ থেকে ৩১
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম , সরকারী নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহনে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
২৬-মৌলিক অধিকার- মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল
২৭-আইনের দৃষ্টিতে – আইনের দৃষ্টিতে সমতা
২৮- ধর্ম- ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯- সরকারী নিয়োগ- সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার
☼ অনুচ্ছেদ- ৩২ থেকে ৩৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয়
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩২-জীবনে- জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩-গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি- জবরদস্তি শ্রম নিষিদ্ধকরন
৩৫- বিচার- বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার
☼ অনুচ্ছেদ- ৩৬ থেকে ৩৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৩৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ চসমা সংবা(দ)ক
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩৬-চ-চলাফেরার স্বাধীনতা
৩৭-সমা – সমাবেশের স্বাধীনতা
৩৮- সং- সংগঠনের স্বাদহীনটা
৩৯- বাদ(ক)- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
☼ অনুচ্ছেদ- ৪০ থেকে ৪৩
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৪০ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ পেধসগৃ
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪০-পে-পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১-ধ – ধর্মীয় স্বাধীনতা
৪২- স- সম্পত্তির অধিকার
৪৩- গৃ- গৃহ ও যোগাযোগের রক্ষণ
☼ অনুচ্ছেদ- ৪৮ থেকে ৫৪
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪৮-রাষ্ট্রপতি -রাষ্ট্রপতি
৪৯-ক্ষমার –ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০- মেয়াদে- রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১- দায়মুক্তি- রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২-অভিসংশন –রাষ্ট্রপতির অভিসংশন
৫৩-অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪- স্পীকার- অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার
☼ অনুচ্ছেদ- ৫৫ থেকে ৫৮
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৫৫ থেকে অনুচ্ছেদ ৫৮ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মন্ত্রিসভায় মন্ত্রিগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৫৫-মন্ত্রিসভায়- মন্ত্রিসভা
৫৬-মন্ত্রিগণ- মন্ত্রিগণ
৫৭- প্রধানমন্ত্রী- প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮-অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ- অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
☼ অনুচ্ছেদ- ৬৫ থেকে ৭৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৬৫ থেকে অনুচ্ছেদ ৭৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ সংসদ সদস্যগন শুন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশেনে ভাষনের অধিকার স্পীকার কে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৬৫-সংসদ –সংসদ প্রতিষ্ঠা
৬৬-সদস্যগন –সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭- শুন্য- সদস্যদের আসন শুন্য হওয়া
৬৮- পারিশ্রমিকে- সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯-অর্থদন্ড– শপথ গ্রহনের পূর্বে আসন গ্রহন বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড
৭০-পদত্যাগের কারনে – পদত্যাগ ইত্যাদি কারনে আসন শূন্য হওয়া
৭১- দ্বৈত- দ্বৈত সদস্যতায় বাঁধা
৭২-অধিবেশেনে –সংসদের অধিবেশেন
৭৩-ভাষনের –সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক-অধিকার- সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪- স্পীকার- স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫-কোরাম– কার্যপ্রনালী বিধি, কোরাম প্রভৃতি
৭৬-স্থায়ী কমিটি – সংসদের স্থায়ী কমিটি সমূহ
৭৭- ন্যায়পাল- ন্যায়পাল
৭৮-সচিবালয়- সচিবালয়
এতক্ষন ধরে পড়ার পর যারা চিন্তা করছেন এই কবিতাই তো মনে থাকবে না, তাদের জন্য বলছি আর কোন কবিতা বা ছন্দ আমি তৈরি করি নি!!! কিন্তু তারপরেও আমি বলব, আরো বেশ কিছু অনুচ্ছেদ আপনাদের নিজেদের প্রয়োজনে পড়তেই হবে। সেগুলো হলঃ
§ অনুচ্ছেদ-৪৬- দায়মুক্তি বিধানের ক্ষমতা
§ অনুচ্ছেদ-৬৩- যুদ্ধ
§ অনুচ্ছেদ- ৬৪- অ্যাটনী জেনারেল
§ অনুচ্ছেদ- ৮১- টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ
§ অনুচ্ছেদ-৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
§ অনুচ্ছেদ- ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
§ অনুচ্ছেদ- ১২২-ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা
§ অনুচ্ছেদ-১৪১ ক, খ, গ- জরুরী অবস্থা
§ অনুচ্ছেদ- ১৪২-সংবিধান সংশোধন
§ ১৪৫ক- আন্তর্জাতিক চুক্তি
§ ১৪৮- পদের শপথ
তথ্যসূত্র: ইন্টারনেট
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন.

এন্ড্রয়েড অ্যাপ: নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ ও নিয়োগ প্রস্তুতির জন্য পত্রিকা ও অনলাইনে প্রকাশিত চাকরির খবর, পরীক্ষার নোটিশ এবং নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

17/06/2023

সকল গবেষণা কেন্দ্র:-

★পাট গবেষণা বোর্ড --- ঢাকা
★নদী গবেষণা কেন্দ্র --- ফরিদপুর
★রাবার গবেষণা বোর্ড --- কক্সবাজার
★তাঁত গবেষণা বোর্ড --- নরসিংদী
★চা গবেষণা কেন্দ্র --- শ্রীমঙ্গল, সিলেট
★ইক্ষু গবেষণা কেন্দ্র --- ঈশ্বরদী, পাবনা
★ডাল গবেষণা কেন্দ্র --- ঈশ্বরদী, পাবনা
★গম গবেষণা কেন্দ্র --- দিনাজপুর
★আম গবেষণা কেন্দ্র --- চাঁপাইনবাবগঞ্জ
★মসলা গবেষণা কেন্দ্র --- বগুড়া
★রেশম গবেষণা কেন্দ্র --- রাজশাহী
★বন গবেষণা কেন্দ্র --- চট্টগ্রাম
★পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র --- খাগড়াছড়ি
★ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র --- চাঁদপুর
★ধান গবেষণা ইনস্টিটিউট --- জয়দেবপুর,,গাজীপুর
★তুলা গবেষণা ইনস্টিটিউট --- যশোর
★আলু গবেষণা ইনস্টিটিউট --- রংপুর
★কলা গবেষণা ইনস্টিটিউট --- রামপাল,,বাগেরহাট
★চামড়া গবেষণা ইনস্টিটিউট --- হাজারীবাগ,,ঢাকা
★তামাক গবেষণা ইনস্টিটিউট --- রংপুর
★গরু গবেষণা ইনস্টিটিউট --- সাভার
★মহিষ গবেষণা ইনস্টিটিউট --- বাগেরহাট
★ছাগল গবেষণা ইনস্টিটিউট --- সিলেট
★হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট --- নারায়ণগঞ্জ
★হরিণ গবেষণা ইনস্টিটিউট --- শরণখোলা,, বাগেরহাট
★কুমির (মিঠা পানি) গবেষণা ইনস্টিটিউট -- ভালুকা,, ময়মনসিংহ
★কুমির (লোনা পানি) গবেষণা ইনস্টিটিউট -- দুলহাজারা, কক্সবাজার
★মৎস্য গবেষণা কেন্দ্র -- বাকৃবি,,ময়মনসিংহ
★পুষ্টি গবেষণা ইনস্টিটিউট --- ঢাকা বিশ্ববিদ্যালয়।

06/06/2023

❤️হট সাজেশন // (বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা)❤️
শেয়ার করতে ভুলবেন না

সকল আপডেট পেতে ফলো করুন Mohammad Abidur Rahman পেইজে ।।।

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পাবেন ১০০ জন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের বাছাই পরীক্ষা হয় সাধারণত তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। প্রথম ধাপে প্রিলিমিনারি (এমসিকিউ) ১০০ নম্বরের ওপর। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত আর সব শেষে ভাইভা (২৫)। প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার জ্ঞান ও তথ্য-প্রযুক্তির ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকে।

এ ক্ষেত্রে সাধারণ গণিতে ৩০, ইংরেজিতে ২৫, বাংলায় ২০, সাধারণ জ্ঞানে ১৫ ও কম্পিউটার/তথ্য-প্রযুক্তিতে ১০ নম্বর।


বিষয়ভিত্তিক সাজেশন //


♦ ইংরেজি : ইংরেজি অংশে মূলত দুই ধরনের প্রশ্ন থাকে। প্রথমত, Vocabulary Based; দ্বিতীয়ত, Grammar Based|Vocabulary Based Topics-গুলো হলো—Synonyms & Antonyms, One word Substitution, Replacing underlined word, Analogy, Odd man out, Spelling, Sentence Completion Group verb, Appropriate preposition, Idioms & Phrase. আর Grammar Based Topics-গুলো হলো—Error Finding, Sentence Correction, Correct Sentence Choice, Rearrange Sentence Parts, Grammar Based Fill in the blanks.

ভোকাবুলারি অংশের জন্য কোনো ভোকাবুলারি বই থেকে বিগত সালে আসা সব ব্যাংকের ভোকাবুলারি মুখস্থ করা যেতে পারে। ইংরেজি দৈনিক পত্রিকা নিয়মিত পড়ার অভ্যাস করুন।

ইংরেজি পত্রিকা পড়তে গিয়ে অজানা শব্দগুলো খাতায় নোট করে ডিকশনারি থেকে অর্থ জেনে নিন। তারপর সেগুলো প্রতিদিন পড়ুন। ধীরে ধীরে ইংরেজি পত্রিকা পড়ে আপনি বুঝতে পারবেন। ভোকাবুলারিতেও সমৃদ্ধ হবেন। আর অনুবাদ চর্চা করতে পারলে এই দক্ষতা লিখিত পরীক্ষায় ফোকাস রাইটিং, অনুবাদে কাজে দেবে।
গ্রামার অংশের জন্য Cliff’s toefl বইটি পড়তে পারেন। সহজ ও সাবলীল ভাষায় লেখা। এটা ভালো করে পড়তে পারলে গ্রামারের জন্য তেমন দুশ্চিন্তা করতে হবে না।
♦ গণিত : ব্যাংকের গণিতের প্রস্তুতির জন্য বর্তমানে অষ্টম, নবম-দশম শ্রেণির ইংরেজি ভার্সনের বইটি বেশ কাজে দিচ্ছে। অনেক প্রশ্নই হুবহু অষ্টম, নবম-দশম শ্রেণির বই থেকে আসতে দেখা যাচ্ছে। এ ছাড়া আগারওয়ালের বইটি দারুণ কাজে দেয়। বইটি থেকে শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো অনুশীলন করতে হবে। এ ছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে টপিকভিত্তিক প্রস্তুতি নেওয়া যেতে পারে। আর যাঁদের গণিতের বেসিক দুর্বল তাঁরা সপ্তম থেকে দশম শ্রেণির বোর্ডের গণিত বই প্রথমে অনুশীলন করে গণিতের বেসিক ঝালাই করে নিতে পারেন। গণিত অংশে প্রস্তুতির ক্ষেত্রে শতকরা, সুদকষা, সময় ও কাজ, সময় ও দূরত্ব (নৌকা, ট্রেন), লাভ-ক্ষতি, বয়স, নল ও চৌবাচ্চা, অনুপাত-সমানুপাত, পরিমাপ ও একক, গড়, অংশীদারি ও ভাজ্য, মিশ্র ও দ্রবণ, বিন্যাস-সমাবেশ প্রভৃতি অনুশীলন করতে হবে। বীজগণিতের রাশিমালা, সূচক, সমীকরণ, লগারিদম, সেট, সিরিজ প্রভৃতি থেকে প্রশ্ন বেশি থাকতে পারে। জ্যামিতির ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, স্থানাঙ্ক ও দূরত্ব প্রভৃতি থেকেও প্রশ্ন আসে। এ ছাড়া পরিমিতি ও ত্রিকোণমিতি থেকেও মাঝেমধ্যে প্রশ্ন আসে।

♦ বাংলা : বাংলার ক্ষেত্রে সাহিত্যের চেয়ে ব্যাংকরণ অংশ বেশি গুরুত্বপূর্ণ। ব্যাকরণ অংশে প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইটি বুঝে পড়তে হবে। ভাষা, ধ্বনি, বর্ণ, সমাস, কারক ও বিভক্তি, সন্ধিবিচ্ছেদ, বচন, শব্দের প্রকারভেদ, লিঙ্গান্তর, বাক্য, বাগধারা, এককথায় প্রকাশ ইত্যাদির ওপর প্রশ্ন থাকে বেশি। তাই এই বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে হবে। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধু নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের ওপর নির্ভর না করে বিস্তর প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে ড. হায়াৎ মামুদের লেখা ভাষা শিক্ষা বইটি পড়া যেতে পারে। ভাষা শিক্ষা বই থেকে পড়তে হবে—পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বানান শুদ্ধি, শব্দের প্রয়োগ-অপপ্রয়োগ, এককথায় প্রকাশ, প্রবাদ প্রবচন প্রভৃতি। সাহিত্য থেকে সাধারণত কম প্রশ্ন এসে থাকে। সাহিত্য অংশে প্রস্তুতির জন্য বাজারের ভালো মানের একটি গাইড বই অনুসরণ করলে হবে। সাহিত্য অংশে বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লে কমন পড়ার সম্ভাবনা রয়েছে।

♦ সাধারণ জ্ঞান : সাধারণ জ্ঞানে দুই ধরনের প্রশ্ন হয়। প্রথমত, স্থায়ী বিষয়গুলোকে নিয়ে; দ্বিতীয়ত, সাম্প্রতিক বিষয়গুলো থেকে। সাধারণ জ্ঞানের পরিধি বিশাল, তাই চোখ-কান খোলা রাখা ছাড়া বিকল্প নেই। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায়—বেশ কয়েকটি বিষয় থেকে নিয়মিত প্রশ্ন আসে, যেমন—সমসাময়িক রাজনীতি, নির্বাচন, নারীনীতি, সমাজনীতি, পরিবেশনীতি, খেলাধুলা, পুরস্কার প্রভৃতি। এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাবিষয়ক তথ্য, বিভিন্ন দেশের অর্থনীতিবিষয়ক তথ্য, জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রা, জাতীয় ব্যাংকের নাম, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ এদের সব অঙ্গসংগঠন, বিভিন্ন অর্থনৈতিক ও ব্যাবসায়িক চুক্তিসমূহ। এ ছাড়া বাংলাদেশের ইতিহাস (১৯৪৭-১৯৭১) সাল পর্যন্ত; সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য দৈনিক পত্রিকার বাণিজ্য ও অর্থনৈতিক পাতা, আন্তর্জাতিক পাতা, উপসম্পাদকীয় পাতা ও খেলাধুলার পাতা নিয়মিত পড়ার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত খাতায় নোট করে রাখা যেতে পারে। বিবিসি, সিএনএন, রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলো নিয়মিত দেখলে ভালো কাজে দেবে।

♦ কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি :

কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি অংশে প্রস্তুতির জন্য মাধ্যমিকের কম্পিউটার বইটি পড়া যেতে পারে। তা ছাড়া উচ্চ মাধ্যমিকের তথ্য-প্রযুক্তি বই থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারলে ভালো হয়। এ ছাড়া বাজারের ভালো মানের একটা গাইড বই পড়া যেতে পারে। কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, ক্রমবিবর্তন, সংগঠন, সিস্টেম ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি, স্টোরেড ডিভাইস, কম্পিউটার বাস, কম্পিউটার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ডাটাবেইস, ডিজিটাল লজিক, সেলুলার ফোন, কমিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট, ই-মেইল, ই-কমার্স, সামাজিক যোগাযোগ, ইউটিলিটি প্রগ্রাম, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল টপিক থেকে প্রায়ই প্রশ্ন আসে।

Want your school to be the top-listed School/college in Tejkunipara?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


All Over
Tejkunipara
DHAKA-1210, DHAKA-1216

Other Tejkunipara schools & colleges (show all)
NOTUN KURI NOTUN KURI
Tejkunipara, 1215

We enable our children to learn and discover, investigate ideas and possibilities,

Masud English Academy Masud English Academy
44 East Tejturi Bazar, Farmgate (Opposite Holy Cross College), Dhaka
Tejkunipara, 1215

MEA aims to help students overcome their fears and anxieties about the English language.

Digital Marketing & Graphic Design_DMGD Digital Marketing & Graphic Design_DMGD
UK: 80a Ashfield Street, Unit 4, London, England, E1 2BJ Bangladesh: RH Home Center, Road No: 74/B/1 Green Road, Farmgate Dhaka-1215
Tejkunipara

We are the partner of BCET (Brit College of Engineering & Technology).

EduCom.Bcet_UK EduCom.Bcet_UK
UK:80a Ashfield Street, Unit 4, London, England, E1 2BJ. Bangladesh: RH Home Center, Road No: 74/B/1 Green Road, Farmgate
Tejkunipara

EduComUK is a UK-based group of firms that contribute significantly to the country's socioeconomic

BCET IELTS_Programme BCET IELTS_Programme
UK: 80a Ashfield Street, Unit 4, London, England, E1 2BJ Bangladesh: RH Home Center, Road No: 74/B/1 Green Road, Farmgate Dhaka-1215
Tejkunipara

Our IELTS preparation classes include hands-on practice with real IELTS tasks and are led by skilled

BIHRM Supply Chain BIHRM Supply Chain
Farmagte: 71 Tejkunipara, Bijoy Sarani, End Of Honda Street, Uttara, Sector 4, Road 7 House 115
Tejkunipara, 1215

BIHRM Supply Chain is a department under Bangladesh Institute of Human Resource Management (BIHRM).

Momentum Global Momentum Global
82, Bijoyshoroni
Tejkunipara, 1215

Momentum Global is a Study Abroad, Student Visa Processing & Education Consultancy firm in Bangladesh