Positive Bangladesh

Think positive, Be positive, keep positive

Photos from Positive Bangladesh's post 24/08/2024

যিনি ত্রান নিচ্ছেন ক্লোজ করে তার ছবি উঠাবেননা, অফিসিয়াল প্রয়োজন হলে শুধু সামগ্রীর ছবি তুলুন, পরিবেশের ছবি তুলুন।

পজেটিভ বাংলাদেশ বিগত কয়েক বছর যাবত দান গ্রহীতার সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে ছবি না তোলার প্রচারনা করে যাচ্ছে, ইদানীং জনগন বিষয়টিকে গ্রহন করছেন।
সাইলেন্ট হেল্প প্রজেক্ট, যে দানের ছবি তোলা হয়না।

20/05/2024

গোপন দান পৃথিবীর সবছে বেশি
শক্তিশালী!!

23/03/2024

লোক লজ্জায় কারো কাছে চাইতে পারছেনা, অথচ খুব অভাবে আছে, তাছাড়া কিছু লোক চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, অসহায় বিধবা ও ইয়াতিম আছেন যাদের উপার্জনের কেউই নেই, এমন বাছাই করা বেশ কিছু ব্যক্তি ও পরিবারকে তাদের সম্মান বজায় রেখে বিগত কয়েক বছরের মত গোপনে সহায়তার প্লান করেছি। রমজানে দানের উত্তম সময়ে আপনার দান অনুদান বা যাকাতের বাজেট থেকে সামান্য অংশগ্রহন এই সম্মানী লোকদের পরিবারে ঈদের খুশি বয়ে আনবে। **সামান্য হলেও আপনার অংশগ্রহন প্রত্যাশা করছি।

সালামান্তে--
এডভোকেট নিজাম মাহমুদ,
চেয়ারম্যান, #পজেটিভ_বাংলাদেশ,
সাইলেন্ট হেল্প প্রজেক্ট,
(দান গ্রহনের ছবি উঠানো হয়না)।

17/12/2023

সন্তানকে যেভাবে আভিজাত্য শেখাবেন...

সন্তানকে অবশ্যই আভিজাত্য শিখাবেন। Aristocracy শেখাবেন; কিন্তু কখনো অভাব শেখাবেন না।

অভাব আসলে শেখানোর কোনো বিষয় না। 'অভাব শেখানো' কথাটার ভেতরেই দেখবেন কেমন যেন একটা কৃত্রিমতার গন্ধ পাওয়া যায়। আর কৃত্রিমভাবে সাসটেইন্যাবল কোনো জিনিস শেখানো যায় না।

আপনি যদি সত্যিই অভাবী হন, তবে তা আপনার সন্তান এমনিতেই অনুভব করবে। পরিবেশই তাকে অনুভব করাবে। আর অভাবী না হয়েও যদি সন্তানকে অভাব শেখাতে যান, তবে আপনি তাকে যা শেখাবেন, তা হচ্ছে কার্পণ্য; যা খুবই বাজে জিনিস।

আভিজাত্য আর অভাব দুটো ভিন্ন ভিন্ন জিনিস এবং একটা আরেকটার সাথে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। একজন অভাবী মানুষেরও আভিজাত্য থাকতে পারে। আবার একজন টাকা পয়সাওয়ালা ধনী মানুষেরও থাকে সীমাহীন ক্ষুধা-দৈনতা-হীনতা ও কার্পণ্যতা। বাহ্যিক চাকচিক্যের নাম আভিজাত্য নয়। যেখানটায় আমরা মূলত ভুল করি—শান-শাওকাত, ভাব-সাব, অহংকার, দাম্ভিকতা ইত্যাদিকে আভিজাত্য মনে করি। এই ভুল ধারনা থেকেই সবাই ক্ষেপে উঠি আভিজাত্যের বিরুদ্ধে।

অথচ আভিজাত্য সেটি নয়। বরং আভিজাত্য হচ্ছে অন্তরকে অভাবমুক্ত রাখার নাম। Nobility বা আভিজাত্যের (Aristocracy) সংজ্ঞাটাই এমন- The quality of being noble in character & mind. এটি আমার আপনার চরিত্র ও মনের সাথে সম্পৃক্ত, অবশ্যই পয়সাপাতির সাথে নয়।

গোপনে দান করে স্থির থাকতে পারা, প্রতিশোধ ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দেওয়া, কঠোরতার যৌক্তিক কারণ থাকার পরেও ছাড় দিয়ে দেওয়া, শত্রুর জন্যও দোয়া করতে পারা, ভালো কাজ করেও স্বীকৃতির অমুখাপেক্ষী হওয়া, অন্যের দোষকে গোপন রাখতে পারা, নিজের সুযোগ থাকার পরেও অন্যকে অগ্রাধিকার দেওয়া, মানুষের গোপন বিষয় তালাশ না করা, পরচর্চা না করে মানুষের ইতিবাচক বিষয় চর্চা করা, ভুল স্বীকার করতে পারা, সুন্দর রুচিশীলতা, পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকা—এসবই আভিজাত্য, অন্তরের প্রাচুর্য। এসব আভিজাত্যের জন্য পয়সা লাগে না। ধনী-গরীব, ছোট -বড়, অভাবী-স্বাবলম্বী সবাই এই আভিজাত্য গ্রহন করতে পারেন।

আভিজাত্য বিষয়টা টাকা পয়সা দিয়ে তৈরি হয় না। এটি তৈরি হয় সুশিক্ষা, জ্ঞান, ব্যক্তিত্ব, উদারতা, পরিপক্কতা, অল্পে তুষ্টতা আর নির্লোভতা দিয়ে; যা অবশ্যই আপনি আপনার সন্তানকে শেখাবেন, অনুশীলন করাবেন।

কিন্তু সন্তানকে কখনো অভাব শেখাবেন না। পাশাপাশি কোনো কিছু চাইলেই পাওয়া যায়, এই শিক্ষাও দেবেন না। আপনি তাকে 'কাজের বিনিময়ে প্রাপ্তি' এই ফর্মুলা শেখাবেন। কাজ বা কষ্ট ছাড়া কোনো কিছু এমনিতেই অর্জন করা যায় না, এই শিক্ষা দিবেন। এর বাস্তব প্রয়োগের জন্য ভালো কাজের রিএওয়ার্ডের পাশাপাশি তাকে ছোট ছোট গোল (Goal) সেট করে দেন। আর গোল এচিভ করলে পুরস্কৃত করেন।

আপনার সন্তান আপনার কাছে একটা সাইকেল চাইতেই পারে। আপনি এটি পাওয়ার জন্য তাকে একটা গোল ঠিক করে দিন। হতে পারে তা পরীক্ষায় ভালো রেজাল্ট অথবা তার সাধ্যের মধ্যে অন্যকিছু। তাকে প্রতিদিনের কিছু ভালো কাজ নির্ধারন করে দিন আর তার বিনিময় কী পাবে, সেটাও ঘোষণা দিয়ে রাখুন। হতে পারে—৫ ওয়াক্ত নামাজের বিনিময়ে সপ্তাহান্তে পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাওয়া, নিজের ঘর নিজে গোছানোর বিনিময়ে মাসিক কিছু হাত খরচের টাকা দেওয়া, কোনো আত্মীয়কে ফোন করে খোঁজখবর নেওয়ার বিনিময়ে পছন্দের কোনো খাবার কিনে আনা, কোনো অভাবীকে দান করলে দানকৃত টাকার ডাবল সন্তানকে দিয়ে দেওয়া, প্রতিদিন খাবারের পর নিজের প্লেট ধুয়ে রাখলে মাস শেষে ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া ইত্যাদি ইত্যাদি। তখন আপনার সন্তান অভাব শিখবে না, বরং গোল ওরিয়েন্টেড হতে শিখবে। আর যারা একবার গোল ওরিয়েন্টেড হওয়া শিখে যায়, সফলতা তাদের পায়ে এসে চুমু খায়।

25/11/2023

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

Copy

24/10/2023

রাজনৈতিক ভেদাভেদ চিন্তা চেতনা মানসিকতা মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু দেশের সংবিধানের মহত্ত্ব উচ্চকিত করা, গনতন্ত্র রক্ষা করা, জনগনের কল্যানের জন্য কাজ করায় কোন ভেদাভেদ থাকতে পারেনা। সবার উপরে দেশ।।

23/08/2023

সূর্য্যের সাথে প্রতিযোগীতা করে ঘুম থেকে উঠুন

22/06/2023

অকৃতজ্ঞ

22/06/2023

টিক্সট পারসন, ৭টি বৈশিষ্ট্য।
এই বৈশিষ্ট্য থেকে বিরত থাকি

12/06/2023

★ সকলেই অবগত আছেন, এবারের ঈদে টিকেট ব্যবস্থাপনায় একটি পরিবর্তন এসেছে। আর সেটা হলো: পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮.০০ ঘটিকা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ১২.০০ ঘটিকা হতে ইস্যু করা হবে।(১০০% অনলাইন)

★ কোন ট্রেন কোন অঞ্চলের সেটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। অনেকে ভাবেন 'পশ্চিমাঞ্চলের ট্রেন কিন্তু ঢাকা থেকে ছাড়ে বিধায় এটি মনে হয় পূর্বাঞ্চলের ট্রেন'।

★ আপনাদের এই কনফিউশান দূর করতেই এই পোস্ট........ 😌

√ যেসকল ট্রেনের টিকেট সকাল ৮.০০ ঘটিকা হতে দেয়া হবে তার নাম ও নম্বরঃ

১. ৭০৫/৭০৬ একতা এক্সপ্রেস।
২. ৭১৩/৭১৪ করতোয়া এক্সপ্রেস।
৩. ৭১৫/৭১৬ কপোতাক্ষ এক্সপ্রেস।
৪. ৭২৫/৭২৬ সুন্দরবন এক্সপ্রেস।
৫. ৭২৭/৭২৮ রুপসা এক্সপ্রেস।
৬. ৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস।
৭. ৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস।
৮. ৭৪৭/৭৪৮ সীমান্ত এক্সপ্রেস।
৯. ৭৫১/৭৫২ লালমনি এক্সপ্রেস।
১০. ৭৫৩/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস।
১১. ৭৫৫/৭৫৬ মধুমতী এক্সপ্রেস।
১২. ৭৫৭/৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস।
১৩. ৭৫৯/৭৬০ পদ্মা এক্সপ্রেস।
১৪. ৭৬১/৭৬২ সাগড়দাড়ি এক্সপ্রেস।
১৫. ৭৬৩/৭৬৪ চিত্রা এক্সপ্রেস।
১৬. ৭৬৫/৭৬৬ নীলসাগর এক্সপ্রেস।
১৭. ৭৬৭/৭৬৮ দোলনচাঁপা এক্সপ্রেস।
১৮. ৭৬৯/৭৭০ ধুমকেতু এক্সপ্রেস।
১৯. ৭৭১/৭৭২ রংপুর এক্সপ্রেস।
২০. ৭৭৫/৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস।
২১. ৭৭৯/৭৮০ ঢালারচর এক্সপ্রেস।
২২. ৭৮৩/৭৮৪ টুঙ্গিপাড়া এক্সপ্রেস।
২৩. ৭৯১/৭৯২ বনলতা এক্সপ্রেস।
২৪. ৭৯৩/৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস।
২৫. ৭৯৫/৭৯৬ বেনাপোল এক্সপ্রেস।
২৬. ৭৯৭/৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস।
২৭. ৮০৩/৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস।
২৮. ৮০৫/৮০৬ চিলাহাটি এক্সপ্রেস।

√ যেসকল ট্রেনের টিকেট দুপুর ১২.০০ ঘটিকা হতে দেয়া হবে তাঁর নাম ও নম্বরঃ

১. ৭০১/৭০২ সুবর্ণ এক্সপ্রেস।
২. ৭০৩/৭০৪ গোধূলি/প্রভাতী এক্সপ্রেস৷
৩. ৭০৭/৭০৮ তিস্তা এক্সপ্রেস।
৪. ৭০৯/৭১০ পারাবত এক্সপ্রেস।
৫. ৭১১/৭১২ উপকূল এক্সপ্রেস।
৬. ৭১৭/৭১৮ জয়ন্তীকা এক্সপ্রেস।
৭. ৭১৯/৭২০ পাহাড়িকা এক্সপ্রেস।
৮. ৭২১/৭২২ মহানগর এক্সপ্রেস।
৯. ৭২৩/৭২৪ উদয়ন এক্সপ্রেস।
১০. ৭২৯/৭৩০ মেঘনা এক্সপ্রেস।
১১. ৭৩৫/৭৩৬ অগ্নিবীণা এক্সপ্রেস।
১২. ৭৩৭/৭৩৮ এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস।
১৩. ৭৩৯/৭৪০ উপবন এক্সপ্রেস।
১৪. ৭৪১/৭৪২ তূর্ণা এক্সপ্রেস।
১৫. ৭৪৩/৭৪৪ ব্রহ্মপুত্র এক্সপ্রেস।
১৬. ৭৪৫/৭৪৬ যমুনা এক্সপ্রেস।
১৭. ৭৪৯/৭৫০ এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেস।
১৮. ৭৭৩/৭৭৪ কালনী এক্সপ্রেস।
১৯. ৭৭৭/৭৭৮ হাওড় এক্সপ্রেস।
২০. ৭৮১/৭৮২ কিশোরগঞ্জ এক্সপ্রেস।
২১. ৭৮৫/৭৮৬ বিজয় এক্সপ্রেস।
২২. ৭৮৭/৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস।
২৩. ৭৮৯/৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস।
২৪. ৭৯৯/৮০০ জামালপুর এক্সপ্রেস।
২৫. ৮০১/৮০২ চট্টলা এক্সপ্রেস।

ধন্যবাদ সকলকে৷ 😊

©️ আহমেদ ফয়সাল

21/04/2023

পাশের অভাবী মানুষটির খবর নিন, নিজ সমাজের ইমাম মুয়াজ্জিন, আপনার সমযকার স্কুলের দপ্তরির একটু খোঁজ নিতে পারেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। দানের টাকা বা উপহার বাচ্চার হাত দিয়ে দিন, বাচ্চা উদ্ভুদ্ধ হবে। গ্রামে গিয়ে বাচ্চাদের সাঁতার শিখানো ও জুতা ছাড়া মাটিতে হাঁটানোর সুযোগ কাজে লাগান।
ঈদ হোক ভাতৃত্বের, আনন্দের। ঈদ মোবারক।
Positive Bangladesh

17/04/2023
Photos from Zubair's GK's post 15/01/2023

Think Positive

16/12/2022

মহান বিজয় দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রিয় বাংলাদেশ হোক সকলের সুখ শান্তি আর নিরাপত্তার অভয়ারণ্য।

এডভোকেট নিজাম মাহমুদ
চেয়ারম্যান
পজেটিভ বাংলাদেশ

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka
1000

Other Social Services in Dhaka (show all)
Rotaract Club of Dhaka East West , Dhaka,Bangladesh, Rid-3281 Rotaract Club of Dhaka East West , Dhaka,Bangladesh, Rid-3281
Rotary Center, Kawran Bazaar
Dhaka, 1215

We meet every 2nd and 4th Friday at Rotary Center,Near FDC, Karownbazar ,Dhaka Bangladesh Call us: 01682793988 ,01913288180

Best Social Service Best Social Service
::▬☺☻ Hacked By Pr1nc3 T1pu ☻☺▬::
Dhaka

সবচেয়ে কম দামে বেস্ট সার্ভিস আমরা দিয়ে থাকি। আমাদের থেকে কেউ প্রতারিত হয় নাই গেরান্টি

Reliance High Tech Ltd Reliance High Tech Ltd
1012/1, Jamtola More, Shewrapara
Dhaka, 1216

SDG 360 SDG 360
House 22, Road 19/A, Banani
Dhaka, 1213

SDG 360 is an organisation situated in Bangladesh that is dedicated to implementing the 17 SDG goals around the country.

MD. Anisur Rahman Rifat MD. Anisur Rahman Rifat
Dhaka, 1214

I will be your social media manager, SEO, and digital marketing expert

BAHAR UDDIN BAHAR UDDIN
Vatara
Dhaka, DHAKA,BANGLADESH,

Gulshan, Dhaka

Verde-A Journey to Eco-life Verde-A Journey to Eco-life
Dhaka, 1206

It's actually a mission to convert our planet to a whole new eco-world.It inspires and motivates people through a path of green living. Mission statement: "THINK ECO, GO ECO, HERE ...

কেআইবি ব্লাড ডোনার গ্রুপ কেআইবি ব্লাড ডোনার গ্রুপ
Krishibid Institution
Dhaka, 1207

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর সামাজিক উদ্যোগ

Azad Jamal Azad Jamal
Savar
Dhaka, 1340

Dhaka City College Blood Donors Association Dhaka City College Blood Donors Association
Road No/2, Dhanmondi R/A
Dhaka, 1211

The paramount purpose of this page is to help the people who are in need of help. We try our best to

Bondhu Mela 85 Bangladesh, Bondhu Mela 85 Bangladesh,
23 Shahid Captain Monsur Ali Sharani , 2nd Floor, Ramna , Dhaka. , Bnagladesh
Dhaka, 1217

WE ARE 85,BANGLADESH .WE HAVE FUN. WE ARE HELPFUL. WE STAY POSITIVE .WE ARE RESPECTFUL.