Caketime By Shahnaz Chaudhury Rupa

I love to bake and decorate a cake for pleasure. Let's make it together.

19/01/2024

সাধারণভাবে মাছ ভুনা করার রেসিপি।

10/01/2024
Photos from Caketime By Shahnaz Chaudhury Rupa's post 07/01/2024

আস সালামু আলাইকুম সিস্টার্স,
ইন শা আল্লাহ ১১ ই জানুয়ারি, বৃ্হস্পতিবার চিজকেক স্পেশাল অনলাইন ক্লাস নিয়ে আসছি।
ক্লাসে থাকবে ১ টি নো বেক চিজ কেক এবং আরেকটি বেকড চিজকেক।
**বিসকফ নো বেক চিজ কেক।
**নিউইয়র্ক স্টাইল চিজ কেক।
ক্লাস শুরু হবে বিকাল ৩ টায়।
শেষ হবে ৬.৩০ /৭ টায়।
নামাজের বিরতি থাকবে ইন শা আল্লাহ।
কোর্স ফি ৩৫৫/-
দয়া করে বিকাশ নাম্বারের জন্য অবশ্যই আমাকে অথবা পেইজে ইনবক্স করুন।

03/01/2024

ব্রয়লার মুরগী আর রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে সহজ চিকেন বিরিয়ানি।
উপকরণ :-
ব্রয়লার মুরগী ১ কেজি (৬ পিস)
টক দই ১/২ কাপ
মরিচ গুড়া ১ চা চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১/২ টেবিল চামচ
লবন ১ টেবিল চামচ (স্বাদমতো)
রাধুনি / শান বিরিয়ানির মশলা
২ টেবিল চামচ।
বাসমতী চাল ৬০০ গ্রাম
পেয়াজ কুচি ১/২ কাপ
তেল ১/২ কাপ
এলাচ ৫/৬ টি
দারচিনি ১ টুকরো
তেজপাতা ৩/৪ টি
লং ১০/১২ টি
গোল মরিচ ১/২ চা চামচ
স্টার আনিস ১ টা
ঘি ২-৩ টেবিল চামচ
লবন ১ টেবিল চামচ
টেস্টিং সল্ট সামান্য
কাচামরিচ ৪/৫ টি।
প্রণালী :-
**চিকেন পিস ধুয়ে পানি ঝরিয়ে মরিচ গুড়া, টকদই, লবণ, আদা রসুন বাটা, বিরিয়ানির মশলা ২ টেবিল চামচ দিয়ে মেখে ২০ মিনিট রেখে দিন। বেশিক্ষণ রাখলে মুরগী পিস ভেংগে যাবে।
**হাড়িতে ১/২ কাপ তেল গরম করে পেয়াঁজ কুচি বাদামী করে ভেজে আস্ত গরম মশলা ও ম্যারিনেট করা মুরগী দিয়ে নেড়ে ঢেকে দিন।
চিকেন সেদ্ধ হলে তুলে রাখুন। ৩/৪ টি আলু বড় টুকরো করে কেটে দিয়ে দিন।নাড়ুন। ঢেকে রাখুন।
**আলু কিছুটা সেদ্ধ হয়ে আসলে চাল, ১/২ চা চামচ আস্ত জিরা, কাঁচামরিচ দিয়ে নেড়ে চালের প্রায় দ্বিগুণ
গরম পানি দিন।
ঘি ও মুরগী দিয়ে ঢেকে রাখুন।
টেস্টিং সল্ট দিন।
লবন চেক করুন।
**চালের পানি শুকিয়ে আসলে হাড়ির নীচে তাওয়া দিয়ে দমে রাখুন।
**গরম গরম সার্ভ করুন।
**লেবু, সেদ্ধ ডিম, সালাদ যা পছন্দ করেন তাই দিয়েই ইনজয় করুন দারুন স্বাদের সহজ চিকেন বিরিয়ানি।

28/12/2023

শীতকালের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে মাছের ঝোল এক অসাধারণ জুটি।
মাছে-ভাতে বাঙালি' এই প্রবাদটি সেই হাজারো বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। 'মাছে-ভাতে বাঙালি' এটা বর্তমান সময়ের কোনো কথা নয়। বর্তমানে আমাদের সংস্কৃতি অনেকটাই পরিবর্তন হয়েছে। আগেকার দিনে যখন এত বিদেশি খাবারের প্রচলন ছিল না সেসময় বাঙালির সংস্কৃতি ছিল কিছুটা হলেও ভিন্ন। প্রাচীনকাল থেকেই বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত।
সেসময় এই গোটা উপমহাদেশে নদী-নালাও ছিল প্রচুর। প্রকৃতির দানে এ দেশে, একদিকে যেমন নদী বিধৌত উর্বর ভূমিতে প্রচুর ফসল জন্মাতো। বিশেষ করে ধান যেমন- পাইজাম, নাজিরশাইল, কাটারিভোগ, বালাম, বিন্নি ইত্যাদি। অন্যদিকে, নদীমাতৃক দেশ হওয়ায়, এ দেশের সাগর, নদী, খাল-বিলে প্রচুর পরিমাণে মাছ জন্মাতো।
কাজেই তারা ধান চাষ করে ও মাছ ধরে জীবিকা উপার্জনের পথ বেছে নেয়। এ সহজলভ্য মাছ আর ভাত আমাদের প্রিয় খাবার, স্বল্প শ্রম ও ব্যয়ে অতি সহজে এগুলো পাওয়া যায় বলে জীবন ও জীবিকার জন্য এর ওপর নির্ভরশীলতা আমাদের অনেক বেশি। তাছাড়া আমরা সারাদিন যা খাই না কেন, ভাত না খেলে যেন আমাদের দিন কাটে না, ভাত চাই-ই চাই।
সাথে মাছের ঝোল হলে তো কথাই নেই।

25/12/2023

ডিমের মেয়োনিজ স্যান্ডউইচ একটি পেটভরা লাঞ্চ রেসিপি যা কয়েক মিনিটে তৈরি করা যায়। এটি সকালের নাস্তা বা টিফিন হিসাবেও দেয়া যেতে পারে🥪
ডিম, মেয়োনিজ, ব্রেড স্লাইস, গোল মরিচ গুড়া, লবন, চিলি ফ্লেক্স এগুলো থাকলেই হবে। সবজি আপনার ইচ্ছামত দিতে পারেন। পছন্দ না করলে না দিলেও হবে।

22/12/2023

যেকোনও রান্নার ক্ষেত্রেই আসল হল প্রস্তুতি। প্রস্তুতি ঠিকঠাক থাকলে রান্না অনেক সহজেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রস্তুতি ঠিক না রাখেন তাহলেই সমস্যা। প্রস্তুতি ঠিক রাখতে আপনাকে মূলত আগে থেকে জেনে নিতে হবে যে আপনি ঠিক কেমন চাইছেন আপনার রেসিপিকে। আপনার রেসিপি সুস্বাদু চাইছেন তো অবশ্যই কিন্তু সেটা ঠিক কেমন হলে আপনার মনের মতো হবে তা আগে থেকে বুঝে সব গুছিয়ে নিন।
আমার এই সাধারণভাবে রান্না করা নুডুলস খুবই জনপ্রিয় আলহামদুলিল্লাহ। অনেকেই বিভিন্ন সময়ে আমার কাছে রেসিপি চান কিন্তু ডিটেইলসে দেয়া হয়নি।
তাই আজকে নুডুলস রান্নার সময় একটা ভিডিও নিয়ে ফেললাম। আর রেসিপি আমি লিখে দিচ্ছি।

নুডুলস কিংবা পাস্তা রান্না করার সহজ, মজাদার একটা রেসিপি ঃ
১)পাস্তা / নুডুলস সেদ্ধ করুন অল্প লবন আর তেল দিয়ে। তাহলে পাস্তার মধ্যে একটু লবন ঢুকবে খাওয়ার সময় পাস্তা লবণহীন মনে হবে না। আর কত মিনিট সেদ্ধ করবেন সেটা অবশ্যই প্যাকেটের ইন্সট্রাকশন
ফলো করবেন।
২)কিছু ভেজিটেবিল যেমন গাজার, টমেটো, ব্রকলি, মটরশুঁটি, কাপ্সিকাম দিতে পারেন। ভেজে নিতে পারেন / চাইলে সেইগুলা আলাদা পানিতে সিদ্ধ করে নিতে পারেন। আমি বেশিরভাগ নুডুলসের সাথেই সেদ্ধ করে ফেলি। সব্জি নির্বাচনে অবশ্যই কালারফুল সবজি রাখবেন, দেখতে আকর্ষণীয় হবে।
পেয়াজকলি দিলে ফ্লেভারটা বেশ ভাল আসবে।

৩) চিকেন, সসেজ কিংবা চিংড়ি যাই দিতে চান, একটু সয়া সস, লেবুর রস আর মরিচ গুড়ার মধ্যে ৫/১০ মিনিট মেরিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেলের মধ্যে ফ্রাই করে নিন। বেশ খানিকটা রসুন কুচি, এবং বেশি পরিমানে পেয়াজ কুচি দিন। হালকা ব্রাউন হলে কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে একটা চিকেন কিউব ভেংগে দিন। চাইলে চিকেন পাউডার ও দিতে পারেন। লবন ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। কারণ নুডুলস সিদ্ধ করার সময় ও কিন্তু লবন দিয়েছেন।
৪) সিদ্ধ করা নুডুলস এবং ভেজিটেবিল মিক্স করে ভেজে রাখা সসেজ, ভেজে রাখা ডিমের ঝুড়ি এবং ভেজে রাখা আলু ভাল ভাবে মিক্স করুন।
আলু দিলে আমি একটু ভেজেই দেই। টেস্ট টা ভাল আসে।
৫) এবার সবকিছু মিক্স করার ফাঁকে ফাঁকে একটু ব্লাক পেপার পাউডার অথবা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন।
আমি ব্লাক পেপার পাউডারটাই বেশি প্রিফার করি।
কিন্তু আপনি চাইলে এর সাথে আরো কিছু যোগ করতে পারেন। চাইলে পুরো রান্নাটাই বাটার দিয়ে করতে পারেন। নামানোর আগে গ্রেটেড মোজারেল্লা চিজ ছড়িয়ে দিয়ে মেল্ট হলে নামিয়ে পরিবেশন করতে পারেন। এভাবে করলেই অবশ্যই সামান্য অরিগেনো এবং রোজমেরি দিতে ভুলবেন না।
কিংবা নামানোর আগে সয়াসস + টমেটো সস মিক্স করে দিতে পারেন।
বেশ অন্যরকম স্বাদের একটা পাস্তা হবে।
Chaudhury

14/12/2023

হাঁস ভুনা রেসিপি
উপকরণ:-
*হাসেঁর মাংস ২ কেজি ( প্রসেস করার পরে)
*টক দই ১/২ কাপ
*তেল ১ কাপ
*পেঁয়াজ কুচি ২ কাপ
*আস্ত জিরা ১ চা চামচ
*পাঁচ ফোড়ন ১ চা চামচ
*হলুদ গুড়া ১ টেবিল চামচ
*মরিচ গুড়া ২ টেবিল চামচ
*জিরা গুড়া ১/২ টেবিল চামচ
*ধনে গুড়া ১/২ টেবিল চামচ
* শান কারি পাউডার ১ চা চামচ
*লবণ ২ টেবিল চামচ
*আদা বাটা ১ টেবিল চামচ
*রসুনবাটা ১.৫ টেবিল চামচ
*দারচিনি ৪ টুকরো
*এলাচি ৮/১০ টি
*লং ৮টি
*গোল মরিচ ১/২ চা চামচ
*তেজপাতা ৪ টি
*আস্ত কাঁচা মরিচ ৪ টি
প্রনালী:-
# হাঁসের মাংস ধুয়ে পানি ঝরিয়ে টকদই মেখে রাখুন।
# হাড়িতে তেল গরম করে জিরা ফোড়ন দিন। নেড়ে
পেয়াজ কুচি দিন। লবন দিয়ে ৪/৫ মিনিট ভাজুন। আস্ত পাঁচ ফোড়ন এবং আস্ত গরম মশলা দিন। আদা রসুন বাটা দিয়ে ভাল করে নাড়ুন। একে একে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, কারি পাউডার দিয়ে নেড়ে ১/২ কাপ গরম পানি দিন। মশলা ভুনে হাঁসের মাংস ছেড়ে দিন। ভাল করে নেড়ে মৃদু আচে ঢেকে রাখুন।
সময় নিয়ে কষান। কষানো হলে তেল উঠলে প্রয়োজন
মত গরম পানি দিন। ভাল করে সেদ্ধ হয়ে মাখা মাখা ঝোল হলে আস্ত কাঁচামরিচ দিয়ে ৫/৬ মিনিট দমের আগুনে রাখুন।
গরম গরম সার্ভ করুন।

10/12/2023

My husband's Special Duck Curry recipe!
I asked him to cook it for the Holiday Lunch.
Recipe will up soon In Shaa Allah ❤️

Photos from Caketime By Shahnaz Chaudhury Rupa's post 29/11/2023

# Berlin Snow Walk # Walking Tour Germany.

24/10/2023

একটা ছুটির দিনে আম্মার বাসায়....

Photos from Caketime By Shahnaz Chaudhury Rupa's post 20/10/2023

জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক।
সেনাবাহিনীর হাত ধরে ঢাকার একটু দূরে, নারায়ণগঞ্জ এর কাছে রুপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি ক্যান্টনমেন্ট।
এটা মূলত একটি আবাসন প্রকল্প। আর এই আবাসন প্রকল্পের ২১ নম্বর সেক্টরে অবস্থিত জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক।
মাইন্ড রিফ্রেশিং সুন্দর নৈসর্গিক পরিবেশ, পরিষ্কার, পরিপাটি, সুব্যবস্থা, পার্কিং সুবিধা সহ পার্ক। বিনোদন বা পরিবারের সাথে সময় কাটানোর জন্য ভাল। ব্রু স্প্ল্যাশ রেস্টুরেন্ট আছে, খাবার ভাল। পারহেড গড়ে ৬০০/- (ড্রিংকস সহ)।পার্কিং প্লট থেকে প্রবেশ গেট বেশ দূরে, হেঁটে যেতে হবে। এন্ট্রি ফি ২০০/-
ফ্যামিলি নিয়ে ঘুরে আসার জন্য বেস্ট প্লেইস। কিডস জোন আছে, বোট রাইডিং করা যায় লেকের চারদিকে।
এটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন পার্ক। সাধারণ মানুষের জন্য শুক্রবার বাদে সপ্তাহের ৬ দিন খোলা। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
ঢুকতেই রোদের তীব্রতায় একটু খারাপ লাগে কিন্তু বসার অনেক সুন্দর সুন্দর কটেজ আছে। চারিদিকের সবুজ দেখে চক্ষু শীতল হয়ে যায়। রোদের তীব্রতা কমলে ওয়াক ওয়ে দিয়ে হাঁটতে বেশ ভাল লাগবে। চারিদিকে সবুজ খোলামেলা আবহে প্রিয়জনদের সাথে ছবি তুলে চমৎকার দিনটি ফ্রেমবন্দী করে রাখতে রাখতে সময় যে কখন চলে যায় টেরই পাবেন না।
ওখানে অনেকেই আলাপ করছিল এই পার্কের রেস্টুরেন্টের খাবারের দাম বেশি। ৩০০ ফিট/ মঈজউদ্দিন চত্বরে নানা রকম ভর্তা, হাঁসের মাংস, ছিটা রুটি খাবে। কিন্তু আমাদের সাথে যেহেতু বয়স্ক মানুষ এবং বাচ্চারা ছিল তাই আমরা ওইদিকে যাইনি। সময় ও কম ছিল।
সবশেষে বলতে চাই, এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক/ সবচেয়ে বড় পার্ক / সবচেয়ে পরিচ্ছন্ন পার্ক এরকম অনেক ক্যাপশনে দেখেছি।
কিন্তু আমার কাছে মনে হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট, নির্ঝর, মিরপুর ডি ও এইচ এস, ভাটিয়ারীর হিলভিউ পার্ক এন্ড ক্যাফে এগুলোর সাথে কোথায় যেন একটা মিল আছে। হয়ত সবগুলোই সেনাবাহিনীর হাতে তৈরি সেজন্য। কিন্তু সব জায়গায় তো আর সিভিলিয়ানরা যেতে পারে না। তাই ২০০/- টিকেট দিয়ে জলসিড়ি ঘুরে আসা মন্দ না।

05/10/2023

বৃষ্টি নিয়ে আমার কোনো রোমান্টিকতা কাজ করে না বরং বেশি বৃষ্টি হলে মন খারাপ হয়। কেমন যেন অলসতা কাজ করে। ঘুম ঘুম লাগে। বৃষ্টির দিনে মূলত শর্টকাট করার জন্যই খিচুড়ি রান্না করতে যাই। তারপর কিভাবে কিভাবে যেন কাজ বেড়েই যায়। কম আর করা হয়না। লাল আমন চালের হাতে মাখা খিচুড়ি মুগ আর মসুর ডাল দিয়ে, চিংড়ি আর লইট্টা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, রুপচাঁদা মাছ ভাজা, আলু-পটল ভাজা।
রান্না ঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখি আর রান্না করি। ছোটবেলায় মনে হতো বড় হলে অনেক বৃষ্টিতে ভিজব তখন কেউ মানা করতে পারবেনা।
কিন্তু এখন বৃষ্টি দেখতেই ভাল লাগে ভিজতে আর ইচ্ছা করেনা।
বাদলা হাওয়ায় চুপচাপ দাঁড়িয়ে থাকি.....
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান।

29/09/2023

আপনাদের আগামীকালের বোনাস ম্যাশড পটেটো।
কি খুশী তো এবার?

22/09/2023

ইন শা আল্লাহ ৩০ শে সেপ্টেম্বর, শনিবার
এই প্ল্যাটারের অনলাইন ক্লাস।
কোর্স ফি ৩৫০/-
# চিকেন ফ্রান্সাইস
# ইজি হোয়াইট সস পাস্তা
# চিজি গার্লিক ব্রেড (ব্রেড বানানো হবেনা ক্লাসে)
# মাশরুম ক্যাপ্সিকাম
# এগ ড্রপ চিকেন স্যুপ (স্যুপটি তৈরি করতে আমাদের রেসিপিতে প্যাকেটের নর স্যুপ ব্যাবহার করা হয়েছে)
# আইসড টি
*** ক্লাস সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।

Photos from Caketime By Shahnaz Chaudhury Rupa's post 20/09/2023

ইলিশ মাছ মনেহয় যারা মাছ খায় তাদের সবারই প্রিয়।
বিশেষ করে বর্ষার ইলিশ ❤️
আর আমাদের পরিবারে ইলিশ মাছ একটা আবেগের নাম, একটা সুখকর অনুভূতি।
ইলিশ মাছ আমি নিজে মিরপুর ৬ নম্বর বাজার থেকে কিনি অথবা আব্বা আমাদের সব বোনদের জন্য একসাথে কিনে। এবার ইলিশের সিজনে আব্বাকে বলা হয় নাই ইলিশের কথা, কিংবা আমাদের ফ্যামিলি গ্রুপেও কার ও সাথে আলোচনা হয়নি। কিন্তু হঠাৎ করে জুলাইয়ের শেষে একদিন দুপুরে আব্বা হাজির ইলিশ মাছ নিয়ে। আমার রান্না শেষ। এমন সময় হাউজ এসিস্ট্যান্ট এর চিৎকার, " ও ভাবী... খালুজান দেখেন ইলিশ মাছ নিয়া আইসে"। আমি তো অবাক। আব্বা বলতেছে মাছ রাখো, আমি যাই। রিকশা দাড় করানো।
তাড়াতাড়ি লাঞ্চ দিলাম। বললাম মাছ নেয়ার কথা তো শুনিনি। আববা বললো বাসার জন্য নিছি, তোমাদের সব বোনকে ৩ টা করে দিছি। আর তোমার মা গাছের কলা পাঠাইছে।
আগস্টে আম্মার বাসায় দাওয়াতে গিয়েছিলাম।
আম্মা বললো, "তোর আব্বা ইলিশ মাছ এনে রাখছে। যাওয়ার সময় মনে করে নিয়ে যাইস।"
এবার ছোট ভাইয়ের বউ বিশাল ডালাতে করে বিছানায় মাছ নিয়ে আসছে। তুমি দেখো কোনটা কোনটা নিবা....আমি তো চিল্লাইতেছি....আরে বিছানা থেকে মাছ সরাও, দেখতে হবেনা... তুমি নিজের পছন্দমতো দাও।
সেই মাছ এখনো চলতেছে আলহামদুলিল্লাহ।
আজকেও মাছ কাটার সময় হাউজ এসিস্ট্যান্ট বলছিল, খালু যতদিন আছে আপনার ইলিশ মাছ খাওয়া কম হবেনা।
মাছ তো আমরা সব বোনরা নিজের বাসায় ও কিনি কিন্তু আব্বার পাঠানো ইলিশ মাছের স্বাদ অনেক অনেক বেশী মনেহয়।
আব্বা আম্মাকে যদি আমরা এসব করতে মানা করি তখন বলে, এখন তো বুঝবানা, যখন থাকবোনা তখন বুঝবা!
মা - বাবার সাপোর্ট আর ভালবাসা যার আছে, পৃথিবীর সব সুখই তার আছে।

Photos from Caketime By Shahnaz Chaudhury Rupa's post 20/09/2023

ইলিশ মাছ মনেহয় যারা মাছ খায় তাদের সবারই প্রিয়।
বিশেষ করে বর্ষার ইলিশ ❤️
আর আমাদের পরিবারে ইলিশ মাছ একটা আবেগের নাম, একটা সুখকর অনুভূতি।
ইলিশ মাছ আমি নিজে মিরপুর ৬ নম্বর বাজার থেকে কিনি অথবা আব্বা আমাদের সব বোনদের জন্য একসাথে কিনে। এবার ইলিশের সিজনে আব্বাকে বলা হয় নাই ইলিশের কথা, কিংবা আমাদের ফ্যামিলি গ্রুপেও কার ও সাথে আলোচনা হয়নি। কিন্তু হঠাৎ করে জুলাইয়ের শেষে একদিন দুপুরে আব্বা হাজির ইলিশ মাছ নিয়ে। আমার রান্না শেষ। এমন সময় হাউজ এসিস্ট্যান্ট এর চিৎকার, " ও ভাবী... খালুজান দেখেন ইলিশ মাছ নিয়া আইসে"। আমি তো অবাক। আব্বা বলতেছে মাছ রাখো, আমি যাই। রিকশা দাড় করানো।
তাড়াতাড়ি লাঞ্চ দিলাম। বললাম মাছ নেয়ার কথা তো শুনিনি। আববা বললো বাসার জন্য নিছি, তোমাদের সব বোনকে ৩ টা করে দিছি। আর তোমার মা গাছের কলা পাঠাইছে।
আগস্টে আম্মার বাসায় দাওয়াতে গিয়েছিলাম।
আম্মা বললো, "তোর আব্বা ইলিশ মাছ এনে রাখছে। যাওয়ার সময় মনে করে নিয়ে যাইস।"
এবার ছোট ভাইয়ের বউ বিশাল ডালাতে করে বিছানায় মাছ নিয়ে আসছে। তুমি দেখো কোনটা কোনটা নিবা....আমি তো চিল্লাইতেছি....আরে বিছানা থেকে মাছ সরাও, দেখতে হবেনা... তুমি নিজের পছন্দমতো দাও।
সেই মাছ এখনো চলতেছে আলহামদুলিল্লাহ।
আজকেও মাছ কাটার সময় হাউজ এসিস্ট্যান্ট বলছিল, খালুজান যতদিন আছে আপনার ইলিশ মাছ খাওয়া কম হবেনা।
মাছ তো আমরা সব বোনরা নিজের বাসায় ও কিনি কিন্তু আব্বার পাঠানো ইলিশ মাছের স্বাদ অনেক অনেক বেশী মনেহয়।
আব্বা আম্মাকে যদি আমরা এসব করতে মানা করি তখন বলে, এখন তো বুঝবানা, যখন থাকবোনা তখন বুঝবা!
মা - বাবার সাপোর্ট আর ভালবাসা যার আছে, পৃথিবীর সব সুখই তার আছে।

Photos from Caketime By Shahnaz Chaudhury Rupa's post 05/08/2023

নি:সর্গ শোভা আমাদের কক্সবাজার।
ঊষা লগ্নে সূর্যের প্রথম আলো ফোঁটা মাধূর্যে যোগ হয়ে যাওয়া সমূদ্রে প্রভাত ফেরি কল্লোল শিহরণ বয়ে আনে এর পাহাড় সমুদ্রের মাঝে সপেঁ দেয়া প্রতিটি ভ্রমণ পিপাসী মানুষের হৃদয়ের অন্তরালে।
সাধারণত আমি কোন টুরিস্ট প্লেসেই দুইবার যাইনা।
কিন্তু কক্সবাজার আমাকে দশমবারের ট্রিপেও নিরাশ করেনি। বিমোহিত করেছে প্রতিটিবার।
এবার আমরা এসেছি শুধুই রিল্যাক্স করার জন্য।
রুম থেকে সুইমিংপুল, সুইমিংপুল থেকে বিচ।
সী পার্ল এর বীচে বসে বসে উত্তাল সমুদ্র দেখা।
এর বাইরে আর কিছু করার নাই।
বাচ্চারা অবশ্য গিয়েছে সী পার্ল এর ওয়াটার পার্কে।

23/06/2023

লেফট ওভের বীফ ভুনা ছিল।
পরোটার ডো + লাচ্ছা পরোটার মত বানিয়েছি + মাংসের ফিলিং+ যেহেতু অনেক মোটা তাই একটু বেশি তেলে ভেজেছি। পুরীর মত। পরোটার মত ভাজলে ভেতরে কাঁচা থাকতো।

14/06/2023

Mango cake cutting

14/06/2023

আলহামদুলিল্লাহ আজকের আয়োজন মেয়ের বান্ধবী আর মেয়েদের জন্য।
হঠাৎ করেই ঠিক হয় আজকে ওদের বলব। ভাবছিলাম কি ভাবে কি করব! ছোট ভাইয়ের বৌকে ফোন দিলাম এসে আমাকে একটু হেল্প করতে পারবে কি না। ও তাড়াতাড়ি চলে আসে। দুপুর হতে হতে ছোট বোন ও এসে হাজির। টেবিলে খাবার দেয়া, সবাইকে বেড়ে খানো, ছবি তোলা সব করে।
আলহামদুলিল্লাহ আয়্যাম ব্লেসড।
সবচেয়ে বড় কথা মেয়ের বান্ধবী, ওর আম্মু, আমার মেয়েরা ভীষণ খুশী।
Nupur Zaffri

Want your business to be the top-listed Bakery in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সাধারণভাবে মাছ ভুনা করার রেসিপি।
ব্রয়লার মুরগী আর রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে সহজ চিকেন বিরিয়ানি।উপকরণ :-ব্রয়লার মুরগী ১ কেজি (৬ পিস)টক দই ১/২ কাপমরিচ গু...
ডিমের মেয়োনিজ স্যান্ডউইচ একটি পেটভরা  লাঞ্চ রেসিপি যা কয়েক মিনিটে তৈরি করা যায়। এটি সকালের নাস্তা বা টিফিন হিসাবেও দে...
যেকোনও রান্নার ক্ষেত্রেই আসল হল প্রস্তুতি। প্রস্তুতি ঠিকঠাক থাকলে রান্না অনেক সহজেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রস্তুতি ...
হাঁস ভুনা রেসিপি উপকরণ:-*হাসেঁর মাংস ২ কেজি ( প্রসেস করার পরে)*টক দই ১/২ কাপ*তেল ১ কাপ*পেঁয়াজ কুচি ২ কাপ*আস্ত জিরা ১ চা ...

Telephone

Website

Address


Dhaka

Other Dhaka bakeries (show all)
bIRTHDAY cAKE bIRTHDAY cAKE
Dhaka, 1229

Cakes u love

Poly Bread & Biscuit Factory Poly Bread & Biscuit Factory
Law 32/7, Merul Badda
Dhaka, 1217

'Good food,healthy life'

ZF CAKE WORLD ZF CAKE WORLD
ANANDA BAZAR, WEST SHEWRAPARA, MIRPURE
Dhaka, 1216

I AM ZINNAT FERDAUS.ALWAYS TRY TO SHARE ZF CAKE WORLD.HERE YOU CAN SEE , VARIETY DESIGN OF CAKES ONL

Caker's BD- কেকারস্ বিডি Caker's BD- কেকারস্ বিডি
Mohammadpur
Dhaka

This is our mini cake page, we have delivery home made cake.

Cake Celebration Cake Celebration
Mohammadpur
Dhaka

Customized cake designer

The Cake Castle by Saadmani The Cake Castle by Saadmani
Mohakhali
Dhaka

Paris gallery cake shop Paris gallery cake shop
Rampura
Dhaka, 1340

Online cake shop

Fiadone Fiadone
Dhaka
Dhaka, 1216

“Life is too short to say no to cake.”

Arizona Online Shop Arizona Online Shop
Dhaka, 1100

All Baking & Agro Item.

Shimun Bake Zone Shimun Bake Zone
Khilgaon
Dhaka

Sugar Box. Sugar Box.
Gandaria
Dhaka

Assalamualaikum! Welcome to " Sugar Box". Sugar box will provide you fresh homemade cakes, brownies..

Creamy.Creation Creamy.Creation
Mirpur
Dhaka

you can customise any type of cake