Sabuj Hasan
Sabuj Hasan - পেইজ এ আপনাকে স্বাগতম, দয়া করে লাইক/ ফলো দিয়ে পাশে থাকুন, ধন্যবাদ।
আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন গান নাচ হিন্দি গান ভারতি বাংলা গান স্টেজ গান অনুষ্ঠানের গান কলেজের গান স্কুলের অনুষ্ঠানের গান স্কুলের অনুষ্ঠানের ডান্স কলেজের অনুষ্ঠানের ডান্স আধুনিক গান ভাওয়াইয়া গান লোকগীতি রবীন্দ্র সংগীত নজরুল সংগীত শর্ট ভিডিও ফানি ভিডিও কমেডি ভিডিও পার্সোনাল ব্লগ টিক টক ভিডিও স্নেক ভিডিও রিলস ভিডিও শর্ট ভিডিও যে সকল নিউজ তুলে ধরবো আপনার সামনে রাজনৈতিক খবর খেলার খবর সাংস্কৃতিক খবর
তুমি আমার বেলায় বড্ড বেখেয়ালি!
অন্যের বেলায় যত্নশীল, দায়িত্ববান..!
যে জানালা আপনাকে কষ্ট দেয়,
সে জানালা বন্ধ করতে শিখুন,
হোক বাহিরের দৃশ্য অনেক সুন্দর।
- লেখা: সবুজ হাসান
- হঠাৎ করে একদিন সব দোয়া কবুল হয়ে
যাবে।😊
- সেদিন দুনিয়ার সুখী মানুষের তালিকা'তে
সবচেয়ে উপরে থাকবো। 🤲
- ইন"শা"আল্লাহ ❤️🌼
এটা খিচুড়ি বিলাস করার বৃষ্টি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক পোস্ট দেওয়ার বৃষ্টি ও না। কোনটা সাইক্লোন/দুর্যোগ আর কোনটা মৌসুমি বৃষ্টি এটা বোঝার জ্ঞান অন্তত সৃষ্টিকর্তা আমাদেরকে দিক।
মহান সৃষ্টিকর্তা সহায় হোক নদী ও উপকূল এলাকার সমস্ত পশু পাখি আর মানুষের প্রতি।
পবিত্র হজ পালন করতে সৌদি আরব যেতে অনিশ্চয়তায় পড়েছেন ৬৮২ হজযাত্রী। এখন পর্যন্ত এই হজযাত্রীদের বিপরীতে উড়োজাহাজের টিকিট কাটা হয়নি। টিকিটের ১৩ কোটি টাকা একটি বেসরকারি ব্যাংকে জমা থাকলেও তা ছাড় করছে না তারা।
টাকা ছাড় করতে ওই ব্যাংককে দুবার চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়। গতকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিলেও টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই সব হজযাত্রী। টিকিট না কাটায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের দক্ষিণের জেলাগুলোতে গতকাল রোববার থেকে বৃষ্টি শুরু হয়ে আজ সোমবার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঝরছিল। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বেশ কয়েকটি জেলা বিদ্যুৎহীন আছে। এ পর্যন্ত সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' বাংলাদেশের স্থলভাগের দিকে ধেয়ে আসায় আজ রবিবার সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।রবিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'লঞ্চ-স্টিমার চলাচল বন্ধ থাকবে। এমনকি বঙ্গবন্ধু টানেল আজকে সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
শাকিবের কয় টাকা আছে, দুবাইয়ের শেখরা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে।
- মিষ্টি জান্নাত
হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।
হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।
দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।
হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-
আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।
আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-
- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।
হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।
সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।
নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।
একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।
হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?
আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।
চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...
হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।
আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।
অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।
আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মুসলিম বিশ্বে একজন সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানব। আল্লাহ তাকে জান্নাত দান করুন।আমিন।
ভালোবাসা শব্দটা শুধু ভালোবাসি বললেই হয়ে যায়না। ভালোবাসার মানুষকে যত্ন করতে হয়, সময় দিতে হয়, গুরুত্ব দিতে হয়, বিশ্বাস করতে হয় আবার বিশ্বাস রাখতেও হয়।
সবচেয়ে বড় কথা তাকে সম্মান করতে হয়। কখনো তার অসম্মান হয় এমন কোন কাজ করা উচিত না। এতে শুধু আপনার সঙ্গীকে না, নিজেকেও ছোট করা হয়।
ভালোবাসতে হলে সবরকম ভাবেই ভালোবাসতে হয়, শুধু মুখে বললেই ভালোবাসা হয়ে যায় না।
মধুপুর, টাংগাইল ❤️
সবুজে ঘেরা সুন্দর মনোরম পরিবেশ🍀🇧🇩
নবীগনের পেশা!
-
আদম আ. ছিলেন কৃষিজীবী।
জমিতে চাষ করতেন। ফসল বুনতেন।
ইদরীস আ. ছিলেন খাইয়াত।
প্রচলিত ভাষায় খলীফা। পোষাক সেলাই করতেন।
নূহ আ. ছিলেন কাঠমিস্ত্রি।
জাহাজ বানিয়েছেন।
ইবরাহীম আ. ছিলেন রাজমিস্ত্রি।
কা‘বাঘর বানিয়েছেন।
ইলয়াস আ. ছিলেন তাঁতী।
সুতো-কাপড় বুনতেন।
দাউদ আ. ছিলেন কামার।
লৌহবর্ম বানাতেন।
মুসা আ. ছিলেন রাখাল।
শ্বশুরবাড়ির মেষ চরাতেন।
ঈসা আ. ছিলেন ডাক্তার।
দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতেন।
মুহাম্মাদ সা. ছিলেন রাখাল।
মক্কায় মেষ চরাতেন।
কোনও পেশাই ফেলনা নয়।
সব হালাল পেশাই সম্মানের।
আয়-উপার্জনের জন্য কায়িক শ্রমের পেশাকে ছোট করে দেখা গুনাহ।
মানুষকে পেশা দিয়ে মাপাও গুনাহ।
| কুরআনি ভাবনা |
রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন হঠাৎ করে তীব্র আকার ধারণ করেছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তার তীরবর্তী গ্রামের বাসিন্দাদের। ইতোমধ্যে ভাঙনে কাউনিয়া বালাপাড়া ইউনিয়নের পাঞ্জনভাঙ্গা ও গদাই গ্রামের কয়েকটি বসতভিটা, চলাচলের রাস্তা, ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
✅ Sabuj Hasan - পেইজ এ সবাই কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
✅ আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব।
যেমন- বিনোদন ভিডিও, সামাজিক ভিডিও, শিক্ষামুলক ভিডিও, ফানি ভিডিও, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইভ ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও শেয়ার করব আশা করি আমার পেজটি আপনাদের ভালো লাগবে।
✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
House-05, Road-01, Sector-07, Uttara
Dhaka
1212
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212
Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.
Dhanmondi
Dhaka
HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....
All The Funny Turn
Dhaka
This is all about fun. We are gathering all the funny moments of life....
Cricket@BD24/7
Dhaka
This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)
Haragach, Rangpur. Bangladesh
Dhaka
ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️
Dhaka
"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ