Saba- house of fashion
আপনার ভরসা আমাদের সততা, এই দুইয়ে মিলে পথ চলা
অফার অফার অফার।
কিছু ব্যাগে নভেম্বর মাস জুড়ে থাকছে অফার।
অফার কৃত ব্যাগের মধ্য থেকে যে কোন ৪ টা ব্যাগ নিলে পাচ্ছেন হোলসেল রেটের উপর ডিস্কাউন্ট।
*ছবিতে প্রাইস মেনশন করা হয়েছে।
Snake plant, Brasil and monstera adansonii🌿
Snake plant- 100 tk
Brasil- 150 tk
Monstera adansonii- 150 tk
N:B: without soil and pot
Boycott Isra*eli products. List of Isra*eli products
অনেক যাচাই বাছাই করে ৪৬ পণ্য বের করতে পেরেছি।
List of products-
1. Coca cola
2. Maggi
3. Nestle
4. Sprite
5. Fanta
7. Nokia
8. Origins
9. Vittel
10. Calvin Klein
11. McDonalds
12. Intel
13. IBM
14. Starbucks Coffee
15. Boss
16. Danone
17. KitKat
18. Auchan
19. The Times
20. Bb
21. Time
22. CNN
23. HEMA
24. GAP
25. New York Post
26. L'Oréal
27. National Geographic Channel
28. Champion
29. Star
30. News of the world
31. perrier
34. Timberland
35. Sunkist
36. Villager's
37. Biotherm
38. Marks & Spencer
39. HR
40. Johnson & Johnson
41. Nestle Shreddies
42. Giorgio Armani
43. Gossard
44. Dr Peppel
45. Plamtex
46 .Kiwi
" শব্দের জাদুকর হুমায়ুন আহমেদ
এর জন্মদিন আজ "
আমার সৌভাগ্য হয়েছিল তাঁর সাথে অল্প সময়ের জন্য ফোনে কথা বলার।
কাথা বলার সময় আমার মনে হয়েছিল সময় থমকে গেছে আর আমি বাকরুদ্ধ হয়ে গেছি।
খুব একটা গুছিয়ে কথা বলার পর্যায়ে ছিলাম না, তিনি অপর পক্ষ থেকে আমার উচ্ছ্বাস মনে হয় ঠিকই বুঝতে পেরেছিলেন, বলে ছিলেন আচ্ছা ভালো থেকো, ভালো থেকো।
#প্রতিবাদ
এ আর রহমান তিনি নিশ্চিত একজন কিংবদন্তী কিন্তু তার মানে এই নয় যে তিনি সেচ্ছাচার করতে পারেন। এমন একটি গানের বিকৃতি আমাদের বাঙ্গালী স্বত্বার প্রতি এক মারাত্মক আঘাত। এ. আর. রহমানের এমন ধৃষ্টতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমি মনে করি জাতীয়ভাবে বাংলাদেশ সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটির বিকৃত সংস্করণটি বর্জন ও নিষিদ্ধ ঘোষনা করা অত্যন্ত জরুরী।
একজন অস্কারপ্রাপ্ত শিল্পীর কাছ থেকে এহেন কাজ লজ্জাজনক।
গানটাকে পুরো শেষ করে দিয়েছে, একটা অনন্যসাধারণ দ্রোহের গানকে মিউ মিউ টাইপের গান বানিয়ে দিলো। দুঃখজনক!
সাবা গতকাল ছবি আকাঁর সময় তুলির খোঁচা লেগে চোখে মারাত্মক ভাবে ব্যাথা পেয়েছে। চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।।
চোখে পেইন আছে, বাচ্চাটা কষ্ট পাচ্ছে।
ওর এক্সাম চলছে, আগামি কাল পরীক্ষা আছে, সবাই ওর জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ সাবার আকাঁ কিছু ছবি
সাবা ক্লাস থ্রি তে পড়ে, আকঁতে খুব পছন্দ করে
সবাই ওর জন্য দোয়া করবেন
১টা মুরগী
১কেজি মাছ(কার্প)
১কেজি আলু
২০টাকার ধনেপাতা 😔
🥴🥴
NASA Recommended Air Purifying Plants 🌿
সত্য বচন
মনস্টেরা
আমি একটা স্ক্যামের শিকার হয়েছি। তাই ভাবলাম ব্যাপারটা শেয়ার করা দরকার।
আমার যেহেতু অনলাইন বিজনেস আছে ওরা আমার পেইজকে টার্গেট করে পেইজের মাধ্যমে আইডি সহ হ্যাক করে নেয়ার চেষ্টা করে।
ওরা আমাকে কিছু ফেইক ক্লেইম দেখায় তারপর একটা লিংক দেয় রিকভারি করার জন্য আমি ভুলটা সেখানেই করেছিলাম তার কিছুক্ষণ পরই আমি আমার পেইজ আর আইডিতে আর নিয়ন্ত্রন করতে পারছিলাম না।
তারপর আই টি প্রফেশনালের মাধ্যমে পেইজ এবং আই ডি উদ্ধার করি
এই রকম ফেইক কোন নোটিফিকেশন আসলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন।বিশেষ করে যাদের পেইজ আছে। সবার সচেতনতার জন্য আমার এ পোস্ট করা।
Memories together 11 new items · Memory by samreen saba
তোমরার কার পুলাপাইন বড় হইয়া কি হতে চায় ? আমার কইন্যা বড় হইয়া মাছ, পাখি, হতে চায়,🥰🤣🤣
গাছ পরিচিতি: ০৩
চাইনিজ ভায়োলেট
অ্যাসিস্টাসিয়া গাঙ্গেটিকা, সাধারণত চাইনিজ ভায়োলেট নামে পরিচিত, একটি দ্রুত বর্ধনশীল বহুবর্ষজীবী ভেষজ। এটির সরল, গাঢ়-সবুজ পাতা, ডালপালা যা সহজেই নোডগুলিতে শিকড় দেয় এবং করলার নীচের পাপড়িগুলিতে আধা-স্বচ্ছ বেগুনি চিহ্ন সহ ক্রিম রঙের ফুল রয়েছে যা বসন্ত এবং গ্রীষ্মে ফোটে, তারপরে একটি বিস্ফোরক সবুজ ক্যাপসুল রয়েছে। এই আকর্ষণীয়, দ্রুত ছড়িয়ে পড়া, ভেষজ উদ্ভিদটির উচ্চতা 12 থেকে 20 ইঞ্চি। নোডগুলিতে, ডালপালা দ্রুত শিকড় নেয়। সরল এবং গাঢ় সবুজ পাতা বিদ্যমান। বসন্ত এবং গ্রীষ্মে, এটি তালুতে (করলার নীচের পাপড়ি) বেগুনি টেসেলেশন সহ একটি ক্রিম রঙের ফুল তৈরি করে।
চাইনিজ ভায়োলেট
🎆
গাছ পরিচিতি : রুশেলিয়া।
রুশেলিয়া আমার খুব পছন্দের একটা গাছ।
প্রথম যেদিন এই ফুলের ছবি দেখেছিলাম, সেদিনই এই গাছের প্রেমে পড়েছিলাম।
সুবহানআল্লাহ, চমৎকার এই ফুলটা আমার কাছে ঝর্ণা ধারার মতো মনে হয়।
আর লাল সবুজের একটা অসাধারণ কম্বিনেশনতো আছেই।
পরিবেশবিদ Alexander Russell এই গাছটি আবিষ্কার করেন।
তার নাম অনুসারে এই গাছের নাম রাখা হয় "রুসেলিয়া"।
ফুলের সিজন মার্চ- এপ্রিল থেকে সেপ্টেম্বর - অক্টোবর পর্যন্ত।
Long bloom season
বৈজ্ঞানিক নাম
Russelia equisetiformis
এছাড়া Fountainbush, Firecracker plant, Coral plant, Coral fountain
এসব নামেও পরিচিত।
Ear ring Available
item
Item:Stainless Steel Zircon Anklet
color guarantee
Trash to treasure
কোনো কিছুই ফেলনা না,
আরেক অভিনব জিনিস নিয়ে এলাম।
মিষ্টির দোকানের মিষ্টি ট্রে রাখার স্ট্যান্ড 😁😁
ক্লে দিয়ে খেলা
অর্কিড গাছের জন্য ক্লে বল বানাচ্ছে বাচ্চারা।
এটেল মাটি দিয়ে ক্লে বল বানানো।
বাচ্চাদের খেলায় খেলায় আমার কাজ হয়ে যাচ্ছে।
এগুলোকে রোদে শুকিয়ে, আগুনে পুড়িয়ে নিলেই তৈরী হয়ে যাবে ক্লে বল।
মনের নদীতে নৌকা ভাসে
ডাঙায় কুমিরের বাস,
ওপাড়ে কিভাবে পৌঁছবো আমি
সেই দূর্দশায় জীবন সর্বনাশ।
--------
নার্সারি থেকে টাকা দিয়ে ইঞ্চি প্লান্ট কিনে এনেছেন কে কে?
আর আমি ইঞ্চি প্লান্ট দিয়ে কি করি দেখেন🤣🤣
দাবি
পাইনি যেসব জীবনেতে,
তা নিয়ে আজ ভাবি।
অনেক কিছুই পাওয়ার ছিলো,
করিনি তো দাবী।
করলে দাবী, পেতাম কিনা,
তাও ছিলনা জানা।
হয়তো পেলে, উসুল করে,
নিতাম ষোলোআনা।
ভাগ্যে যদি থাকে,
তবে করতে হয়না দাবী।
পাওয়ার হলে, এমনিই পেতাম
এটাও আবার ভাবি।
কপালে যা আছে লেখা,
সেটুক পাবো জানি,
যে যাই বলুক কপাল টাকে.
আমি ভীষণ মানি।।
মাশাআল্লাহ বৃষ্টিস্নাত পদ্ম 🥰
শুধু গোবরে পদ্ম ফুল ফোটেনা, ছাদবাগানেও ফোটে!!!!
অনেক প্রতিক্ষার পর পদ্ম ফুটেছে।🥰
আলাহামদুলিল্লাহ, সুবহানআল্লাহ
কিছু দিন আগে জল গোলাপের একটা পোষ্ট করেছিলাম, অনেকে গাছ চেয়েছেন।
তার মধ্যে ৪/৫ জনকে দিতে পেরেছি। মোবাইল চুরী হয়ে গেছে তাই এখন কিছু দিন পার্সেল বা হোম ডেলিভারিতে দিতে পারছি না।
সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
ফুলের নাম ব্লিডিং হার্ট :
আকৃতিটাও হয় এমন, যেন হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। চমৎকার দর্শন ফুলটা দেখলে মনে হয় কোন এক কোমল হৃদয় কিসের আঘাতে যেন রক্তাক্ত। কিসের আঘাতে হৃদয় রক্তাক্ত হয়?এই ব্যাপারটাই ফুলের নামে ফুটে উঠেছে।
ব্লিডিং হার্ট ( Bleeding heart ), বৈজ্ঞানিক নামঃ Clerodendrum thomsonae । অন্যান্য নামের মধ্যে Bleeding Glory Bower, Bag Flower উল্লেখ যোগ্য। এর আদি নিবাস পশ্চিম আফ্রিকা।
এই ফুল দেখতে অলংকার এর মত ও হার্টের আকৃতির। এর রঙ লাল, গোলাপী ও সাদা হয়ে থাকে।সারা বছর ফুটলেও, এটি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে বেশি ফোটে। গাছগুলো যেন ফুলের ভারে নুয়ে পড়ে ।
রঙের বাহারে বৈচিত্রে চোখে মায়া লাগিয়ে দেয়।
সাধারণত সবাই কারো বাসায় বেড়াতে গেলে দই,মিষ্টি,কোমল পানিয়, ফ্রুটস আইটেম সহ নানাধরণের খাবার জিনিস নিয়ে যান।
আর আমি ওগুলো তো নিয়ে যায়ই,
তারসাথে সবুজ উপহার নিতে ভুল করিনা কখনো।
নোট টুঃ আমার বাসায় যারা আসবেন ভাবছেন,তারা হুদাই খাওন-দাওন নিয়ে আসবেন না পিলিজ
আরে ভাই,মিষ্টির প্যাকেটে করে নানারকম লতাপাতা নিয়ে হাজির হয়ে যাবেন।🤣🤣
শুভ সকাল
আমার ছোট্র বাগান
আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারি ডান। অর্ডার ছিল জল গোলাপ, স্পাইডার, ব্লু আইরিশ।
গিফট দিয়েছি রেইন লিলি, সোর্ড লিলি, পার্পেল হার্ট, অরিগেনো,
গত বছরের ছবি এগুলো।
এবছর ফুল ফোটে নাই।
দক্ষিণ দিকে আটতলা একটা বিল্ডিং হয়েছে, যার কারণে আমার ছাদে আর রোদ আসে না।
পদ্ম, শাপলা ও ড্রাগন এদের হারিয়ে ফেলার ভয়ে আছি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
East Monipur
Dhaka
1216
Dhaka, 1216
The more you travel around, the more knowledge achieved. I enjoying my life! Thanks to Allah.
H-&, R-4, 1st Floor, Kaderabad Housing
Dhaka, 1207
We are supplying PP woven bag machineries and all kinds of Spares. Our CAT Engineering Company maintain full stock spares in our store. So contact with us.
Dhaka
Jishu Tarafder - Leadership Coach, Corporate Trainer, Author, Painter and Video Maker
Old DOHS, Banani
Dhaka, 1213
”পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনও পথ নেই, সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও”
Dhaka
Dhaka, 1207
nEhAd CEO & Founder BD Event Management & Wedding Planners (R) www.bdeventmanagement.com
Dhaka
Name : Showrav Hello: +8801681400428 BASIC Level COURSE: GARAGE (DJ REPAIRING HOUSE, DHAKA) Sta
FLAT A4, ROSANA, 25 North Road
Dhaka, 1205
Branded clothing store who provides the best quality batik and other types of clothes.
Ta-119, Hasina Monjil (2nd Floor) , Bir Uttam AK Khandaker Sarak, Gulshan-1
Dhaka, 1212
Special Correspondent & Chief Reporter Daily Dhaka Press Joint General Secretary Journalist Unity Bangladesh (JUB) Group Creator & Chief Admin Media Watch★মিডিয়া ওয়াচ Chairman & ...