Faisal Hossan

Visualizer & Digital Marketer

11/02/2024

লড়াই আর জীবনের মধ্যে এক অদৃশ্য চুক্তি থাকে। সেই চুক্তিপত্রের দায়ই তাড়িয়ে বেড়ায় যোদ্ধা কে...

07/02/2024

ইগোওয়ালা মানুষ রাগী মানুষের চেয়ে বেশী অসুখী,
সুখীর তালিকায় আছে যে রাগ কন্ট্রোল করতে পারে।
সবচেয়ে সুখী- যে ক্ষমা করার পরেও মনে রাখে তাকে,
এরা সংখ্যায় কম হয় তবে বেশি সফল (Sigma) ❤️

31/01/2024

ভাই-বন্ধুও মজার ছলে, কথার ছলে অসুস্থ কম্পিটিশনে যোগ দেয় প্রায়শই। দরকার নেই অসুস্থ কম্পিটিশনের। হয়তো ইগোওয়ালা মেন্টালিটির মানুষ বাদ দেন নয়তো ভাই-বন্ধুর পরিচয়টাই বাদ দেন।

অসুস্থ মেন্টালিটির মানুষ এড়িয়ে চলাই ভালো। নেগেটিভ পিপল'রা জীবনে কখনও ভালো কাজে কন্ট্রিবিউট করতে পারেনা খারাপ ছাড়া। সামনা সামনি হয়তো দেখা যায় ভালো কিছু কিন্তু Ultimate Goal এ ক্ষতিই থাকে।

দিনশেষে পাওয়া না পাওয়ার হিসাব এক পাশে রেখে দিলে সামনে কিছুই থাকেনা। দিন, মাস, বছরের চেনা জানা মানুষের হিংসা, অহংকার, ইগো আর লোভে খসে পড়ে শতাব্দীর বন্ধুত্বের দেয়াল।

তাই ভাই-বন্ধু নির্বাচনেও সতর্ক থাকা জরুরী। কারন এদের সাথে জীবনের অনেক সময় কেটে যায়। রিটার্ন এর আশা নাহয় বাদ কিন্তু যদি মনে হয় সম্পর্কটা ক্ষতির কারন তাহলে সেখানে জেনে শুনে থাকাটা নিতান্তই একরোখা আর মূর্খতার পরিচয়।

পুনশ্চঃ
১. Aimless মানুষ কখনও বন্ধু হতে পারেনা।
২. মূর্খ ভাই-বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু অনেক উত্তম।
৩. লোভী গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।

Photos from Faisal Hossan's post 26/01/2024

MMP Team 🥰
Good Team - Positive Mindset - Maximum Strength
Be Positive for Happiness

31/12/2023

Last Day Office 🥰

28/12/2023

Let's Close This Year 🥰

18/11/2023

মসজিদ ও মন্দির ধর্মানুযায়ী অপূর্ব জায়গা। যেখানে গরীবরা বাইরে আর ধনীরা ভিতরে ভিক্ষা চায় !

মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় !

সারাটা জীবন বোঝা বইলো দেয়ালের পেরেকটা, আর মানুষ সুনাম করল পেরেকে টাঙ্গানো ছবিটার!

আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল মেশাননিতো? আর মদে নিজ হাতে জল মিশিয়ে খাই !

যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সেই আসল বন্ধু হয়, মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধির ভয়!
কারন, নুনে কখনোই পোকা ধরেনি, আর মিষ্টি তো পিপড়াও ছাড়ে না!

আজ পর্যন্ত মানুষকে এইটুকুই বুঝলাম... তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়, আর সিংহ বললে খুশি হয় !!!

অদ্ভুত পৃথিবী! বড়ই অদ্ভুত!!

31/10/2023

তোমার মায়ার শহর ছেড়ে, যাচ্ছি দূরে বহুদূর;
নতুন নিয়ে স্বপ্ন সাজাও, মনে আকো মহীশুর।

তবু জীবন কেটে যাবে, স্মৃতি হবে ছায়াহীন;
বেদনারা দিশেহারা, স্বপ্ন ছোয়ায় মায়াহীন...

04/10/2023

চিন্তাহীন জীবন পেতে অভিযোগহীন সঙ্গীর বিকল্প নেই।

09/09/2023
08/09/2023

এই পৃথিবীতে হঠাৎ করে কিছুই হয়না।
হঠাৎ এর প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়।

04/11/2022

Birthday Gift at My Desk.
Thank You Sister ❤️

Photos from Faisal Hossan's post 31/10/2022

Birthday Celebration ❤️
Thank You Priyo Manush Gulo ❤️

20/10/2022

একেই বলে পারিবারিক শিক্ষা। বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।

বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,
১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত। তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য। পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না। নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে। একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে, দ্যাখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে। তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি। আগের ডাকগুলো ('আমার শ্বশুর, আমার শাশুড়ি') কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে। তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না।

এটাই নিয়ম।

আল্লাহতালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।
........সংগৃহীত

20/10/2022

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
* নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

* ৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিয়নার বনে গিয়েছিলেন।

* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!

----- তাই, হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন! হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন। 💞💞💞
©

17/10/2022

If you want to try something new. Well, choose a vivid colour first is represent your mental conditions ❤️

21/09/2022

Fresh Morning With Special Tea ❤️

27/08/2022

Thank You Mama For your Treat 😊

25/08/2022

Light Camera Action 😊

03/08/2022

Alhamdulillah ❤️

26/07/2022

Under Pressure 😊

Photos from Faisal Hossan's post 11/07/2022

Eid Ul Adha 2022

10/07/2022

EID Ul Adha ❤️

17/06/2022

বাংলাদেশ থেকে ধন্যবাদ পেতে চাই বারবার ❤️

06/06/2022

আমরা এখান প্রায় সবাই উদ্যোক্তা হতে চাই, কিন্তু দূৃৃঃখের বিষয় হলেও সত্য মার্কেটিং এ আমরা ততটা দক্ষ না, মার্কটিং এর অনেকগুলো শাখা প্রশাখা আছে। তার মধ্যে একটি হল “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)”

“Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এই শব্দটি কি ?

বর্তমানে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, মানুষ এখন টেলিভিশন দেখা বাদ দিয়ে সময় কাটাচ্ছে বিভিন্ন সামাজিক সাইটে বা YouTube, vimeo, TikTok, এ। এক পরিসংখ্যায় দেখা গেছে শুধু মাত্র বাংলাদেশেই ২০১৯ সালে ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা ৯১.৬ মিলিয়ন। সক্রিয় মোবাইল সামাজিক সাইট ব্যাবহার কারীর সংখ্যা ৩৪ মিলিয়ন, এর মোবাইলে সামাজিক সাইট ব্যাবহার কারীর সংখ্যা ৩২ মিলিয়ন। সংখ্যা টা নিশ্চয় অবাক করার মতো তাই না, হ্যাঁ পরিসংখ্যান তাই বলছে, তাহলে ভাবুন ২০২২ এসে এর সংখ্যা কত এসে দাড়ায়, আর সামনে বা নাই গেলাম।

“Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এখানে ২টি শব্দ আছে, আগে জানি আমরা Marketing কি ?

Marketing কি ?
সংক্ষেপে বলতে গেলে কোন পন্য/সেবা ভোক্তা বা গ্রাহকের কাছে পৌঁছানোর জন্যে যা যা করা হয় তার সবকিছুই হল মার্কেটিং। যেমন আপনার পন্যের বিজ্ঞাপণ দিতে পারেন, মাইকিং করতে পারেন, সারা দেশে পোস্টার লাগিয়ে ভরে ফেলতে পারবেন, এগুলোই হল মার্কেটিং।

মার্কেটিং কেন করতে হয় ?
ধরে নিলাম আপনি ব্যাবসা করতে চান? অনেক ব্যাবসার মাঝে বেছে নিলেন আপনি টি-শার্টের ব্যাবসা করবেন, যেই ভাবা সেই কাজ বাজারে একটা খুব সুন্দর দোকান খুলে বসলেন। এখন আপনি চান আপনার দোকানে প্রচুর গ্রাহক আসুক, কিন্তু মানুষজন তো জানে না আপনার দোকান আছে? এবার আপনার দোকান সর্ম্পকে মানুষ জানবে কিভাবে ? শুরু করে দিলেন মাইকিং, পোস্টার দিয়ে সারা পাড়া মহাল্লা ভরিয়ে ফেললেন, এটাই হল মার্কেটিং। আর এই যে মাইকিং/পোস্টার এই গুলো গতানুগতিক বা সাধারণ মার্কেটিং।

এবার আসা যাক “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” কি ?
খুব সহজ কথায় বলতে গেলে ইন্টারনেটের মাধ্যমে কোন পন্য বা সেবার বিজ্ঞাপণ দেওয়াকে “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” বলে।

মার্কেটিং ২ প্রকার
১। গতানুগতিক বা সাধারণ মার্কেটিং। যেমন : মাইকিং করা, পোস্টারিং করা, টিভিতে বিজ্ঞাপণ দেওয়া।
২। “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)”। যেমন : ফেসবুকে বুস্ট করা, ইমেইলের মাধ্যমে বিজ্ঞাপণ দেওয়া।

মূলত ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দিন দিন গতানুগতিক বা সাধারণ মার্কেটিং এর চাইতে “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” জনপ্রিয়তা বেড়েই চলেছে।

“Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” করার বিভিন্ন মাধ্যম রয়েছে, সেগুলো হল :
১। সোস্যাল মিডিয়া মার্কেটিং।
২। কন্টেন্ট মার্কেটিং।
৩। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৪। সার্চ ইঞ্জিন মার্কেটিং।
৫। ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং।
৬। পুনঃলক্ষ্য স্থির এবং পুনঃমার্কেটিং।
৭। মোবাইল মার্কেটিং।
৮। ইন্টারেক্টিভ মার্কেটিং।
৯। ভাইরাল মার্কেটিং।
১০। ইমেইল মার্কেটিং।
১১। এ্যাফিলিয়েট মার্কেটিং।
১২। ডিজিটাল মিডিয়া প্ল্যানিং এন্ড বায়িং।
১৩। ওয়েব এনালেটিক্স।

বর্তমান এই Digital যুগের সাতে তাল মিলিয়ে চলতে হলে আপনার পন্যের বিজ্ঞাপণ “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এর মাধ্যমেই করতে হবে।

“Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এর সুবিধা :
আপনি খুব অল্প খরচে বিজ্ঞাপণ দিতে পারবেন, বিজ্ঞাপণ দেওয়ার সাথে সাথে গ্রাহক পাবেন, গ্রাহক বা ভোক্তার প্রকাভেদ অনুযায়ী বিজ্ঞাপণ দিতে পারবেন, কমে সময়ে লাখ লাখ গ্রাহকের কাছে বিজ্ঞাপণ দিতে পারবেন, “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এর মাধ্যমে সঠিক গ্রাহক নির্ণয় করা যায় বা পূর্ণাঙ্গ ডাটা পাওয়া যায়, যেমন গ্রাহকের বয়স বা লিঙ্গ নিদ্ধারণ করা যায়।

আজ মার্কেটিং নিয়ে কথা এই পর্যন্ত। ভাল থাকবেন সবাই।

24/05/2022

Have a Break with Kitkat.

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

https://pideas.net/

Address


Panthapath
Dhaka
1205

Other Digital creator in Dhaka (show all)
Ðesign Phenomena Ðesign Phenomena
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212

Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.

Rj Raju Rj Raju
Gulshan 1
Dhaka, 1212

Official Page of Rj Raju. The Vocal Of band ONTOPUR ( Bangladesh)

Ghash Foring Ghash Foring
Dhaka, 1216

•♥•♥•♥ ☜ Most exclusive video channel ☞ ♥•♥•♥•

LIHAN LIHAN
Dhanmondi
Dhaka

HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....

Infoluent Infoluent
Dhaka, 1205

জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।

Funny World Funny World
All The Funny Turn
Dhaka

This is all about fun. We are gathering all the funny moments of life....

Abida's Design Abida's Design
Dhaka

গায়ে হলুদের ডেকোরেশন এর জন্য যোগাযোগ করতে পারেন - 01712636042

Syed Faiyaz Rabbi Syed Faiyaz Rabbi
Dhaka

+++ page is still under construction +++

Tiger Critics BD Tiger Critics BD
Cricket@BD24/7
Dhaka

This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)

দেশের হালচাল দেশের হালচাল
Dhaka, 1215

দেশের হালচাল নিয়ে আপনার পাশে আমরা

The Special LTD. The Special LTD.
Haragach, Rangpur. Bangladesh
Dhaka

ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️

Sobor-ধৈর্য Sobor-ধৈর্য
Dhaka

"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ