Osman Shakil
তুমিও জিতবে, যদি সাহসী হও! সাহস কি আছে তোমার?
কখনো সাহিত্যিক, কখনো সৈনিক, কখনো সফটয়্যার ইঞ্জিনিয়ার, কখনো সাইবার যোদ্ধা, কখনো বিজনেস ওনার, কখনো ফ্রিল্যান্সার, কখনো ৮ বছর সম্পন্ন করা প্রাক্তন সরকারি চাকরের পরিচয়ে পরিচিত একজন সাধারণ মানুষ আমি।
স্বপ্ন একটাই, এই পৃথিবীর মানুষের কল্যানে কাজ করা। আমার জন্মভূমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, দেশের মানুষের কল্যানে বড় পরিসরে কাজ করার চেষ্টা চলমান আছে।
অন্যায় মেনে নিতে পারিনা তাই সরাসরি প্রতিবাদের সাহস রা
I told my son, "You will marry the girl I choose."
He said, "NO!"
I told him, "She is Bill Gates' daughter."
He said, "OK."
I called Bill Gates and said, "I want your daughter to marry my son."
Bill Gates said, "NO."
I told Bill Gates, My son is the CEO of World Bank."
Bill Gates said, "OK."
I called the President of World Bank and asked him to make my son the CEO.
He said, "NO?"
I told him, "My son is Bill Gates' son-in-law."
He said, "OK."
This is exactly how politics works...
👉🏿 #ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালদের একে অপরকে ইন্সট্যান্ট পরামর্শ, টুলস দিয়ে, গাইডলাইন দিয়ে, মেটেরিয়াল দিয়ে সহযোগিতার উদ্দ্যেশ্যে একটি টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে।👩💻
শুধুমাত্র আইটি প্রফেশনালরাই জয়েন করবেন প্লিজ। সর্বোচ্চ ৩০০ জনকে জয়েন করানো হবে, লিংক কমেন্টে।
ভারত কি ২০১২ সালের ২০ হাজার ওয়েবসাইট হ্যাকের কথা ভুলে গেছে..?🥷🥷
পাল্টা আক্রমণে তারা হ্যাক করেছিল মাত্র ৩০০!!
তখনকার মতো এবারও পাকিস্তানি একাধিক হ্যাকার টিম আমাদের হয়ে ভারতের বিপক্ষে সাইবার এটাক করতে সম্মত আছে!
তখন বাংলাদেশের হয়ে লড়েছিল মাত্র ৩ টি প্রধান হ্যাকার গ্রুপ (বাংলাদেশ সাইবার আর্মি, বিডি ব্ল্যাকহেট হ্যাকারস, Expire Cyber Army)। সাপোর্ট দিয়েছিল হ্যাকার গ্রুপ Anonymous ও পাকিস্তানের কিছু হ্যাকার। এখন লড়বে বাংলাদেশ, পাকিস্তান ও উগান্ডার অন্তত ১৭ টি প্রধান হ্যাকার টিম!!
এবার আর ভারতের বিএসএফ আর আর্মির ওয়েবসাইটে এটাক দেওয়া হবেনা, সরাসরি তাদের অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত ৭২ হাজার ওয়েবসাইটে এটাক আনা হবে!
সামরিক দিক থেকে আমরা তোমাদের চেয়ে দূর্বল হতে পারি, কিন্তু সাইবার যুদ্ধে বিজয়ের মুকুট আমাদের কাছেই আছে এবং থাকবে!!
🥷🥷
লিংকডিনে কিভাবে নিজের মার্কেটিং করবেন?🤔
- নমুনা পোস্ট দিলাম, দেখে নিন!!👉
Last year, I set up powerful on for this store, and their was truly remarkable! 📈
But then, they decided to replace me with another professional. Fast forward a few months, and the from their emails plummeted to almost ZERO! 😬
Guess what? They’ve reached out to me again to bring back that lost and with my proven expertise. 💪
Consistency and strategy matter in ! Ready to take your brand to the next level? Let's connect! 🔗
___কেউ যদি আপনাকে শত্রু মনে না করে, তারমানে আপনি তেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি নন!
___কেউ যদি আপনাকে হুমকির কারণ বলে মনে না করে, তারমানে আপনি শক্তিশালী কেউ নন!
___আপনার অগোচরে যদি আপনাকে নিয়ে কেউ সমালোচনা না করে, তারমানে আপনি আউটস্টেন্ডিং কেউ নন!
___যদি কেউ আপনার থেকে বিশেষ সুবিধা নিয়ে থাকে, তারমানে আপনার যথেষ্ট ভ্যালু রয়েছে!
মানুষ কখনোই তার চেয়ে কম যোগ্যতাসম্পন্ন ব্যক্তির তোষামোদ করেনা! তাই কেউ যদি সর্বদা আপনার সমালোচনায় লিপ্ত থাকে, ক্ষতি করার চেস্টা করে, আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেস্টা করে তবে বুঝে নিবেন আপনি তার চেয়ে অধিক মর্যাদাবান মানুষ।
ড. মোঃ ইউনূস কেমন মাস্টারপিস...?
১) আন্দোলনে গণহত্যার তদন্ত করতে আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন। যেন তাদের তদন্তে হাসিনা দোষী হয় এবং আন্তর্জাতিক ভাবে হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চাপ দিতে পারেন!!
২) CNN কে দিয়ে বন্যার নিয়োজ করিয়ে সেখানে ভারতকে দোষী করা! যেন পরবর্তীতে আন্তর্জাতিক আদালাতে মামলা করলে এটি শক্ত ইভিডেন্স হিসেবে কাজ করে!!
পাক্কা খেলোয়াড়েরা এভাবেই খেলে! লাফায় কম, গুটি চাল দেয় কম, কিন্তু যে চাল টা দেয় সেটাই একদম পয়েন্টে একশন!!
স্বাগতম!!!
আপনি ঠিক লিংকেই এসেছেন। আজ থেকে আমার সকল পোস্ট আপডেট ও সাপোর্ট আমার প্রোফাইলের পরিবর্তে এই পেজ থেকে দেওয়া হবে।
পেজে লাইক/ফলো করে কানেক্টেড থাকার জন্য ধন্যবাদ 😉😉
#প্রেমিকার বণ্টনবৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী🙏🙏
ভারত!! 👹👹
ও
ভারতপ্রেমী দুটিই তোমাদের চরম শত্রু!! 🫵
আইটি প্রফেশনালদের দৃষ্টি আকর্ষণ👨💻👩💻
👉🏿 ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালদের প্রাণের দাবী পেমেন্ট গেটওয়ে আনার ব্যাপারে "Paypal International Market Expansion" টিমের একজন উর্ধতন কর্মকর্তার সাথে আগামী সপ্তাহে প্রাথমিক মিটিং (আন অফিসিয়াল) করতে যাচ্ছি।
তার সাথে মূলত আলোচনা করবো:
১) বাংলাদেশের ক্রমবর্ধমান আইটি প্রফেশনালদের ব্যাপকতা, মার্কেট সাইজ ও বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের চাহিদা নিয়ে।
২) ব্যাংকিং র্যাগুল্যাটরি চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা এবং এর সমাধানের বিষয়ে।
৩) বিগত ৫ বছরের ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন ইনসাইট, বাংলাদেশে প্যাপালের চ্যালেঞ্জ, এক্সপেকটেশন ও প্যাপাল আনার ব্যাপারে উল্লেখযোগ্য ধাপসমূহ নিয়ে।
এ ব্যাপারে আপনাদের সাহায্য ও পরামর্শ এখন আমার প্রয়োজন। দয়া করে আমাকে বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালের বর্তমান সংখ্যা, বাৎসরিক ইন্টারনেশনাল ট্রাঞ্জেকশনের পরিমাণ, ও আইটি খাতের সম্ভাবনা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে সাহায্য করুন।
আর কি কি বিষয় তুলে ধরা যায় সে আলোচনায়, সে বিষয়ে আপনাদের পরামর্শ কামনা করছি।
কোন দেশের মুদ্রা এগুলো, বলতে পারবেন কি..?
"If you wanna buy Rolls-Royce___
Don’t take advice from Toyota Owner."
৫৪ টি অভিন্ন নদীর পানিবণ্টন ও নদী শাসনের কোন আন্তর্জাতিক আইনকেই তোয়াক্কা করছে না এই নদী দস্যু ভারত!
এদের না আছে পররাষ্ট্রনীতি না আছে কোন নৈতিকতা। তাই এদের বিরুদ্ধে এখনই আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে হবে। যদিও সেখান থেকে অদৌ কোন বিচার পাবার আশা আছে কিনা আমার জানা নেই।
একটি কথাই বলতে চাই, ভারত যেমন আমাদের চিরশত্রু। ঠিক তেমনি বাংলাদেশে অবস্থানরত সকল বিবেকহীন ভারতের পা-চাটা গোলাম ও সাপোর্টাররাও আমাদের শত্রু।
ভারতের এহেন আচরণের সমাধান করতে বিশেষ পদক্ষেপ নেওয়া ও নিয়মিত এরকম অনাকাঙ্ক্ষিত বন্যা নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থা নেওয়া এখন অতীব জরুরি।
How can you expect proper behavior from ?
প্রতিবছর ভারতের পানিতে বন্যায় প্লাবিত হয় বাংলাদেশ!!
এর সমাধান কি..?
কোন #মেয়ে যদি তার পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করে করে,
তবে বুঝে নিও সে মূলত অশ্লীলতার লাইসেন্স চাচ্ছে!!🫵🏿
দক্ষিণ এশিয়ার অন্যতম জালিম রাষ্ট্র ভারত!!
ভারতের সাফাই গেয়ে, দালালী করে পোস্ট দিলে বা কমেন্ট যারা করবে, তাদের আইডি হ্যাক হয়ে যেতে পারে!!
🇧🇩🥷
Our Leader✊✊
বাংলাদেশে থেকে যারা #ভারতের দালালি করে তারা মানুষের বাচ্চা হতে পারে না 🫵
You can never be a listening to your Father's advice when he himself isn’t a Millionaire!🥷
সবকিছু দিয়েও গদিতে টিকে থাকতে না পারা আপা!
👉🏿 The people in the world:
=> 76% Entrepreneur
=> 12% Investors & Traders
=> 8% Athletes
=> 4% Artists
=> 0% Employees 🤷♀️
নব্য ডাকাতেরা যদি ডাকাত হতো তবে এসব সচিবদের বাসায় হানা দিত___
সাধারণ মানুষের বাসায় নয়!
আবু সায়েদ, আর মুগ্ধের বাড়ি ভ্রমণ করেই আপনাদের কাজ শেষ!
__বাকি শহীদের পরিবারের খবর নিয়েছেন?
__হাজার হাজার মানুষ হাসপাতালে পড়ে আছে, তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন?
__আন্দোলনের ডাক দিয়েছিল সম্ভবত বিভিন্ন ইউনিভার্সিটির ২৩ জন সমন্বয়ক, এখন শুধুমাত্র হাতে গোনা ঢাবিয়ান কয়েকজনকেই কেন ফোকাস করা হচ্ছে?
__রাফি নামের যে ছেলেটা সবচেয়ে বেশি জীবন রিস্কে ছিল, যে একাই পুরো চট্টগ্রাম সামলেছে তার কোন পাত্তাই নেই এখন! আমিতো ভেবেছিলাম সে আর বেচে নেই!
দেশ গড়ায় ব্যস্ত হয়েছেন ভাল কথা, কিন্তু এই জাগরণের কারনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই মুহুর্তে সাপোর্ট দেওয়াটা প্রথম কর্তব্য। অনেক গরিবের সন্তান আছেন যারা চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না!
আবার বইলেন না যে এত বুলি আওড়াচ্ছেন, আপনি কি করেছেন? আমি যা করেছি, তা জানলে সেকেন্ড টাইম এই প্রশ্ন করতে সাহসও করবেন না!
প্লিজ অসহায় মানুষগুলোর দায়িত্ব নিন, এটা রাষ্ট্রের দায়িত্ব এদের এখন সাহায্য করা।
আমার বয়স ২৮ আর আমার স্বামীর বয়স ৩০। আমাদের বিয়ে হয়েছে ২ বছর হলো । এখনও কোনো বাচ্চা নেই নি। বিয়ের আগে আমার স্বামী বলেছিল তোমাকে চাকরি করতে হবে না আমি এতে রাজি হয়ে যাই কিন্তু এত পড়াশোনা করে আমি শুধু ঘর সংসার করতে চাই নি।তাই স্বামীকে বলি যে আমি চাকরি করবো।সে প্রথম প্রথম রাজি ছিল না। পরে অনেক জোর করার পর রাজি হয়।সে বলছিলো চাকরি করলেও রান্নার আর ঘরের মেইন দায়িত্ব আমাকে করতে হবে।আমি এতে রাজি হয়ে যাই।
আলহামদুলিল্লাহ ৭ মাস আগে আমার একটি প্রাইভেট কোম্পানিতে জব হয়। প্রথম প্রথম ঘর আর চাকরি একসাথে সামলাতে পারলেও ২ মাস পর হাপিয়ে উঠি।তাই আমি হাসব্যান্ড কে বলি রান্নার দায়িত্ব অর্ধেক নিতে।সে এতে রাজি হয় এবং আমরা সপ্তাহে তিন দিন আমি এবং সপ্তাহে তিনদিন উনি আর শুক্র বার আমরা দুই জন এই রান্না করি। কিন্তু সে যেইদিন থেকে এই কাজটি করতে শুরু করে ওইদিন থেকেই আমার কাছ থেকে অর্ধেক বাসা ভাড়া আর অর্ধেক বাজারের খরচ চায়। আমি দেই সাথে আমাকে মাঝে মাঝে বাজারে পাঠায়।কিন্তু অর্ধেক খরচ করতে গিয়ে আমার আর তেমন টাকা বাকি থাকেনা।আজকেও কাচাবাজার করে এনেছি, যে দাম জিনিসের। উনি আমার থেকে অনেক টাকা কামাই করেন কিন্তু কোনো কম্প্রোমাইজ করেন না।আমাকে অর্ধেক খরচ এই দিতে হয়।এখন আমি কি করবো?
উনাকে যদি বলি ভরণ পোষণের দায়িত্ব আপনার তাহলে উনি বলেন তুমি ত চাকরি করই। এই সামান্য বেতনে আমার অর্ধেক খরচ চালানো অনেক দুর্বিসহ অবস্থা। আমার ক্রিম আর ফেস ওয়াশ সাবান শ্যাম্পু কেনার টাকাও দেয় না বলে যে ওগুলো তো আমি ব্যবহার করবো না তাহলে কিনে দেবো কেনো। ওনার থেকে সাবান শ্যাম্পু ব্যবহার করতে দেয় কিন্তু আমার পছন্দের shampoo আমি কিনতে পারি না । শুধু এই না আমার কসমেটিকস গুলাও আমার নিজের টাকা তেই কিনতে হয়।আমি কিভাবে আমার হাসব্যান্ড কি ঠিক করতে পারবো? বাজে মন্তব্য না করে ভালো উপদেশ দিন।
--- ইনবক্স থেকে
I hate people who use deep English just to make us feel intoxicated by exuberance of verbosity betaprutal contraption.
আপনি কি #ওয়েব_ডেভলপার?
পরিবার সহ #ইউরোপে পার্মানেন্টলি মাইগ্রেশন করতে চান?
___ওয়েব ডেভলপমেন্ট থেকে ৫ বছর আগে অবসরে গেছিলাম😬
এখনও নিজেকে "ওয়েব ডেভলপার" পরিচয় দেই ঠিকই, কিন্তু কাজে নামলে হাটু কাপে আরকি😄😄
আমার ওয়েব ডেভলপমেন্ট ছিল PHP বেইজড, আর এখন আমার সব কাজ করি Java বেইজড। তবে এর সাথে Spring শিখে নিলে কিন্তু আবার সেই ডেভলপার হয়ে যাব😉 যেহেতু অলরেডি Javascript (React) বেইজড ফ্রন্ট এন্ড এবং SQL বেইজড ডাটাবেজের কাজ জানা আছে।
যাক, নিজের মার্কেটিং বাদ দেই, কাজের কথায় আসি।😉
ইউরোপ, আমেরিকায় কিন্তু ওয়েব বেইজড সফটওয়্যার ডেভলপারের অসাধারণ ডিমান্ড রয়েছে। সাথে যদি আপনি CSE গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আর কথাই নেই।
"ওয়েব ডেভলপার" কেউ যদি জব এবং ব্লু কার্ড নিয়ে পরিবার সহ বিদেশে মুভ করতে চান তবে #জার্মানি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। নিজের সকল প্রজেক্ট গুলোকে Github এ আপলোড করে, Europass CV বানিয়ে Linkedin, Steptone, Xinc, Indeed etc. এর মাধ্যমে জার্মানিতে ফুল টাইম জবের জন্য আবেদন করুন।
কোন অর্থ ব্যয় ছাড়াই জব অফার ম্যানেজ করে, এম্বাসিতে এপয়েন্টমেন্ট নিয়ে ব্লু কার্ড সহ পুরো পরিবার নিয়ে চলে যান জার্মানি। আনুমানিক স্যালারি হবে মাসিক ৪ - ১০ লাখ বা তারও বেশি। এ পদ্ধতিতে প্রতিবছর ইন্ডিয়া ও মধ্যপ্রাচ্য থেকে প্রতিবছর প্রচুর স্কিল্ড ইমিগ্রেন্ট ইউরোপে যায়।
শুধু জার্মানিই নয়, ইউরোপের প্রায় সব দেশেই স্কিল্ড ইমিগ্রেন্ট হিসেবে এভাবে কোন অর্থ ব্যয় ছাড়াই আপনি যেতে পারবেন। তার মধ্যে আমার পছন্দের লিস্ট হল: ন্যাদারল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, ড্যানমার্ক, স্পেন, লুক্সেমবার্গ ইত্যাদি।
স্কিল্ড মাইগ্রেন্ট হিসেবে ইউরোপে গেলে আপনি ডাইরেক্ট "ব্লু কার্ড" বা পার্মানেন্ট রেসিডেন্স পার্মিট পাবেন। সাথে পরিবারকে নিয়ে যেতে পারবেন, গার্লফ্রেন্ড থাকলে পরে বউ বানিয়ে নিয়েন আরকি😉
এই পদ্ধতিতে শুধুমাত্র ওয়েব ডেভলপমেন্ট নয়, আইটি ব্যাকগ্রাউন্ডের যে কেউ যে কোন সেক্টর জব ম্যানেজ করে ইউরোপ যেতে পারবেন। এভাবে প্রতিবছর হাজার হাজার মানুষ ইউরোপে মাইগ্রেশন করছেন। আমাদের দেশে এসব নিয়ে তেমন প্রচারণা নেই বলে অনেকে জানেই না যে এত সুন্দর সিস্টেম আছে ইউরোপ যাওয়ার!
এখন অনেকেই আমাকে হয়তো আমাকে বলবেন কিভাবে কি করবো? ভাই, এই উত্তর এক পোস্টে আমার পক্ষে দেওয়া অসম্ভব! তবে মজার ব্যাপার হল ইউটিউবে এবং প্রতিটা এম্বাসির ওয়েবসাইটে আপনি এ সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। এতটুকু রিসার্স করার মতো মেধা এবং ধৈর্য্য আপনার আছে বলে মনে করি।
আমার এই পোস্ট করার উদ্দেশ্য হল এটার জানান দেওয়া যে ইউরোপে এই পদ্ধতিতে প্রতিবছর হাজার হাজার মানুষ আসে, যারা উন্নত জীবন পায়। ইনফরমেশনের অভাবে আমার দেশের মানুষ এসব সুযোগ কাজে লাগাতে পারেনা।
© দেখা হবে বিজয়ে.....🥷🥷
মেয়েরা যাদের কেয়ারিং "বয়ফ্রেন্ড" বা "হাজবেন্ড" বলে, আমরা তাদের "ভাদাইম্মা", "বাপের হোটেলের ম্যানেজার" বা "বেডি পাগল" বলি!🎃
কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সারাদিন গার্লফ্রেন্ড বা বউ নিয়ে ব্যস্ত থাকার সময় নেই!!🥷
"Job is a wrong idea, don’t ever look for a Job! Be a Job creator, not a Job seeker!"
___ড. মো. ইউনূস।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Dhaka
Dhaka, 1216
The more you travel around, the more knowledge achieved. I enjoying my life! Thanks to Allah.
H-&, R-4, 1st Floor, Kaderabad Housing
Dhaka, 1207
We are supplying PP woven bag machineries and all kinds of Spares. Our CAT Engineering Company maintain full stock spares in our store. So contact with us.
Dhaka
Jishu Tarafder - Leadership Coach, Corporate Trainer, Author, Painter and Video Maker
Old DOHS, Banani
Dhaka, 1213
”পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনও পথ নেই, সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও”
Dhaka
Dhaka, 1207
nEhAd CEO & Founder BD Event Management & Wedding Planners (R) www.bdeventmanagement.com
Dhaka
Name : Showrav Hello: +8801681400428 BASIC Level COURSE: GARAGE (DJ REPAIRING HOUSE, DHAKA) Sta
FLAT A4, ROSANA, 25 North Road
Dhaka, 1205
Branded clothing store who provides the best quality batik and other types of clothes.
Ta-119, Hasina Monjil (2nd Floor) , Bir Uttam AK Khandaker Sarak, Gulshan-1
Dhaka, 1212
Special Correspondent & Chief Reporter Daily Dhaka Press Joint General Secretary Journalist Unity Bangladesh (JUB) Group Creator & Chief Admin Media Watch★মিডিয়া ওয়াচ Chairman & ...