Govt.Shamsul Haque College Student Of Inter 1st Year Group 2021-2022

সরকারি শামসুল হক কলেজ গ্রুপে আপনাদের সবাইকে স্বাগতম। এই গ্রুপটা অত্ত কলেজের সকল ছাত্র-ছাত্রীদের জন্য

17/11/2023

অনার্স তৃতীয় বর্ষ এর মডেল টেস্ট পরীক্ষা ২০২৩ এর রুটিন।

17/11/2023
10/11/2023

পরীক্ষার কেন্দ্র নিয়ে দ্বিমত প্রকাশ ছিলো আমাদের, অনেকেরই যে কোথায় সিট পড়বে।
সবাই দ্বিমত দূর করেন দেখে কোথায় আমাদের সিট পড়ছে।

09/11/2023

সরকারি শামসুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মডেল টেস্ট পরীক্ষা নিম্নোক্ত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকলে বা পরীক্ষা অংশগ্রহণ করে অকৃতকার্য হলে সে ফরম পূরণের আওতায় আসবে না। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।

06/11/2023

গণবিজ্ঞপ্তি

কমিশনার ঢাকা বিভাগ

06/11/2023

এতদ্বারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান শাখা ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী ০৭/১১/২৩ ইং রোজ মঙ্গলবারের মধ্যে রেজিষ্ট্রেশন তালিকায় স্বাক্ষর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হইলো।

অধ্যক্ষ
সরকারি শামসুল হক কলেজ, এলেংগা।

এইচএসসির ফল প্রকাশ ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে 31/10/2023

এইচএসসির ফল প্রকাশ ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

31/10/2023

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল নভেম্বরের শেষ সপ্তাহে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

Photos from Govt.Shamsul Haque College Student Of Inter  1st Year Group 2021-2022's post 31/10/2023

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রথম ও চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা এবং তৃতীয় বর্ষের মডেল টেস্ট পরীক্ষার সময় সূচী।

21/10/2023

শুভ জন্মদিন জাতীয় বিশ্ববিদ্যালয়!

৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন!🎂🎉🎂

21/10/2023

***ব্রেকিং নিউজ***
২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে!

20/10/2023

২০২২-’২৩ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি (eTC), বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র (BTC) কার্যক্রম প্রসঙ্গে।

15/10/2023

🎯অনার্স ১ম বর্ষের পরীক্ষায়, হাজিরা ( EMS) এর মাধ্যমে নেয়া হবে৷
অর্থাৎ , App এর মাধ্যমে স্ক্যান করে নেয়া হবে৷

⚠️সুতরাং এডমিট কার্ড ভাজ করবেন না। এডমিট কার্ড এর উপরে একটা QR Scan থাকবে৷

⚠️পরীক্ষার হলে অবশ্যই এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সাথে নিবেন।

15/10/2023

অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা, পরীক্ষার খাতা সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখুনঃ
✔️আপনাকে যে খাতা দেওয়া হবে সেটা আপনার পাবলিক পরীক্ষার মত হবে। তবে কিছুটা ব্যতিক্রম আছে। আপনাকে যে খাতা দেওয়া হবে তার প্রথম পাতায় বৃত্তভরাট করতে হবে।
◾শুরুতেই, ১ম অংশে একটা খালি ঘর থাকবে। সেখানে এডমিট কার্ড অনুযায়ী আপনার যে নাম আছে তা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। মনে রাখবেন সব বড় হাতের অক্ষরে।
◾এরপর রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর এডমিট কার্ড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।
◾এরপর পরীক্ষা কোড নামের একটি ঘর থাকবে। উক্ত ঘরে আপনাকে পরীক্ষা কোড লিখতে হবে। আপনার এডমিট কার্ডে Exam. Code - 2201 দেওয়া আছে।
◾ বিষয় কোড বা পত্র কোডের ঘরে এডমিট কার্ড দেখে যেদিন যে পরীক্ষা তার বিষয় কোড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।
বৃত্ত ভরাট সম্পন্ন হলে... কভার পেইজটি উল্টালে আবার একটা ঘর দেখতে পাবেন।
◾ যার প্রথম ঘরটাতে,
অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২২ লিখবেন। মনে রাখবেন আপনি ২০২২ সালের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এরপর ,
◾ বিষয়ঃ - এর ঘরে আপনার বিভাগের নাম লিখবেন। যেমনঃ রাষ্ট্রবিজ্ঞান/রসায়ন/ইংরেজি/অর্থনীতি। তারপর,
◾ বিষয়ের শিরোনামঃ এ ঘরে আপনি যে বিষয়ে পরীক্ষা দিবেন ওইটার শিরোনাম প্রশ্ন থেকে দেখে লিখতে পারবেন। এরপর
◾ তারিখের ঘরে যেদিন পরিক্ষা দিবেন সেই তারিখ লিখবেন। তারপর তারিখ দিয়ে মার্জিন শুরু করবেন।

⚠️ প্রায় সময় পরীক্ষার্থীরা উপস্থিতি পত্র পূরণ ও স্বাক্ষর করতে গিয়ে ভুল করে বসেন। আপনাকে খাতা দেওয়ার কিছুক্ষণ পরে উপস্থিতি পত্র দেওয়া হবে। সেখানে আগে থেকে আপনি কি কি পরীক্ষায় অংশগ্রহন করবেন তা উল্লেখ আছে! আপনার করণীয়, যেদিন যে পরীক্ষা দিবেন সে বিষয় ভালো করে দেখে, তারিখ লিখবেন,এরপর আপনার মূল খাতায় একটা সিরিয়াল নম্বর রয়েছে, সেটা দেখে উপস্থিত পত্রে পূরণ করবেন! এরপর আপনার পুরো নাম লিখে স্বাক্ষর করবেন।

আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবেন। আপনার পরীক্ষা সুন্দর হোক। শুভ কামনা রইল। 🥰
©

14/10/2023

সরকারি শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা।

11/10/2023

🔥ডিগ্রি(নিয়মিত) ভর্তির ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের করণীয়ঃ
👉 Nu admission (http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass) ওয়েবসাইটে লগইন করে Admission form পূরণ করবেন ১৮ অক্টোবরের মধ্যে। এরপর এডমিশন ফর্মের প্রিন্ট কপিসহ,প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি কলেজ নোটিশ অনুযায়ী জমা দিতে হবে। ২-১ দিনের মধ্যে কলেজ নোটিশ দিবে।
◾ Admission Form পূরণে যা লাগবেঃ
👉 অভিভাবকের নাম,অভিভাবকের মোবাইল নং,অভিভাবকের বাৎসরিক আয়, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা। Admission form পূরণের সময় অবশ্যই সকল তথ্য ইংরেজিতে লিখবেন। Admission form একবার পূরণ হয়ে গেলে তা সংশোধনের সুযোগ নেই।
এগুলো তথ্য ঠিকঠাক ভাবে অনলাইনে পূরন করে সাবমিট করে ভর্তি ফরম A-4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে। উক্ত প্রিন্টে ২টা কপি থাকবে। ১। স্টুডেন্ট কপি। ২। কলেজ কপি।

🔷কলেজে ভর্তি হতে অবশ্যই যেসব কাগজপত্র জমা দিতে হবেঃ
১/ এডমিশন ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্তফর্ম।(এডমিশন ওয়েবসাইটে লগইন করে নিতে হবে)
২/ কলেজের ভর্তির ফর্ম।
৩/ এসএসসি, এইচএসসি পরীক্ষা পাশের মূল মার্কসিট।
৪/ এসএসসি, এইচএসসি পরীক্ষা পাশের মূল মার্কসিট, রেজিষ্ট্রেশন কার্ড এবং প্রশংসাপত্রের ফটোকপি ০২ সেট।
৫/ ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৬/ ভর্তির ফি।(সরকারি কলেজে ৩৫০০ এর মধ্যে। বেসরকারি ৫০০০-৬০০০)।
(কপি পোস্ট)

10/10/2023

সরকারি শামসুল হক কলেজ নতুন ইন্টার দের মেসেজ গ্রুপ খোলা হয়েছে এখানে সকল ধরনের নোটিশ দেওয়া হবে সবাইকে এড হওয়ার জন্য অনুরোধ করা হলো।

ইনবক্সে কমেন্ট করো আমি এড দিব

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ NU Honours 3rd Year Result - All Result Notice 10/10/2023

অনার্স ৩য় বর্ষের ফলাফল আজ ১০ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
Result link

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৩ NU Honours 3rd Year Result - All Result Notice অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ।ওয়েবসাইটে ফল আপলোড শেষে অফিসিয়ালি রেজাল্ট দেখা যাবে।

10/10/2023

৩য় বর্ষ #রেজাল্ট ফ্যাক্ট!
রাত ৮ টার আগে অযথা SMS এ
বা অনলাইনে গুতাগুতি করিয়েন নাহ্।

রেজাল্ট পাওয়া যাবে রাত ৮ টার পর

Photos from Govt.Shamsul Haque College Student Of Inter  1st Year Group 2021-2022's post 10/10/2023

ব্রেকিং নিউজ...
🔥
ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তির আবেদনের রেজাল্ট প্রকাশিত হয়েছে...

10/10/2023

ব্রেকিং নিউজ...
🔥
ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তির আবেদনের রেজাল্ট প্রকাশিত হয়েছে...

09/10/2023

ব্রেকিং নিউজ...🔥

💥 ডিগ্রি ১ম বর্ষে ভর্তির আবেদনের রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল ১০ তারিখ বিকাল ৪টায়...

ডিগ্রির আবেদনের রেজাল্ট দেখতে টাইপ করতে হবে- NUATDGAdmissinRoll

উদাহরণঃ NU ATDG 1234567 (ডিগ্রির আবেদন ফরমে উল্লেখিত ভর্তির রোল নম্বর দেওয়া আছে)
এবং পাঠিয়ে দিবেন 16222 এই নম্বরে...

✅ অনলাইনেও দেখা যাবে ডিগ্রি আবেদনের রেজাল্টঃ
অনলাইনে ডিগ্রির রেজাল্ট দেখতে রোল ও পিন দিয়ে লগইন করুন নিচের লিংক এ-

http://app8.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass

ভর্তি শুরু হবে রেজাল্ট প্রকাশিত হবার পরের দিন থেকে ১৯ তারিখ পযর্ন্ত

আর যারা চান্স পাবে না, তাদের জন্য ২য় বার রেজাল্ট দিবে অক্টোবর মাসের একদম শেষের দিকে...

বি.দ্র: ডিগ্রির রেজাল্ট দেখার জন্য অবশ্যই ডিগ্রির আবেদন ফরমের রোল দিয়ে এসএমএস করে রেজাল্ট জানতে হবে। অনার্সের আবেদন ফরমের রোল বা এইচএসসি রোল দিয়ে ডিগ্রির রেজাল্ট আসবে না...

-ধন্যবাদ :-)

09/10/2023

সরকারি শামসুল হক কলেজ এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল। একাদশ শ্রেণীর ক্লাশ রুটিন (সাময়িক)

09/10/2023

আগামী ২০২৪ সালের মার্চ মাসের ১২ তারিখে প্রথম রোজা.!🥰

আলহামদুলিল্লাহ 🥰

07/06/2023

বিজ্ঞপ্তি,

২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে।

07/06/2023

#ভর্তি সহায়তা

মাধ্যমিক ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর ভর্তি সহায়তার জন্য নির্বাচিত শিক্ষার্থীর টাকা একাউন্ট এ প্রেরণ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীর লিস্ট ওয়েবসাইট প্রকাশ করা হবে না। ওয়েবসাইট প্রকাশ না করা নিয়ে এর কারণ উল্লেখ করেন।

উচ্চ মাধ্যমিক ১১শ শ্রেণী যারা ভর্তি সহায়তার জন্য আবেদন করেছেন তাদের ও লিস্ট ওয়েবসাইট এ প্রকাশ করা হবে না। তবে কিছু দিনের মধ্যে তাদের একাউন্ট এ টাকা প্রেরণ করা হবে।

তথ্য সূত্র: জনাব আনোয়ার হোসেন সোহাগ, সহকারী পরিচালক,উপবৃত্তি (সহযোগী অধ্যাপক)। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

#ধন্যবাদ

07/06/2023

সংশোধনী পরীক্ষার রুটিন

NU - Login 06/06/2023

# অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় মেধা তালিকা ও মাইগ্রেশান ফলাফল প্রকাশিত ।
# ✔️ফলাফল জানা যাবে মেসেজ পাঠিয়ে
# NU ATHN Roll Number and send it to 16222
# Exp. NU ATHN 12345
# ওয়েবসাইটে লগইন করে।
# http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin
# http://app1.nu.edu.bd/nu-web/applicantLogin

NU - Login

05/06/2023

২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

05/06/2023

🔥সদ্যপ্রাপ্ত🔥 অনার্স ১ম বর্ষ ভর্তির মাইগ্রেশান ফলাফল ও ২য় মেধা তালিকা আগামীকাল ০৬/০৬/২০২৩ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।
✔️ফলাফল জানা যাবে মেসেজ পাঠিয়ে বা ওয়েবসাইটে লগইন করে।
✅ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ০৬/০৬/২০২৩ থেকে ১৪/০৬/২০২৩ তারিখের মধ্য।

04/06/2023

ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট
সোর্সঃ বাংলাদেশ শিক্ষাবার্তা

Want your university to be the top-listed University in Elenga?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এইচএসসি ২০২৩। শুধুমাত্র আইসিটি পরীক্ষা ৭৫ থেকে কমিয়ে ৫০ নাম্বারের এক্সাম  নেওয়া হবে। ২০Mcq এবং ৩০ Cqতাছাড়া সকল বিষয়ে...

Address


Elenga

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:05

Other Colleges & Universities in Elenga (show all)
Govt. Shamsul Haque College & University Govt. Shamsul Haque College & University
R480 Tangail, Bhuapur Highway
Elenga, 1974

★⁂⁂⁂⁑⁑ শিক্ষাই জাতির মেরুদন্ড ⁑⁑⁂⁂⁂★