Arif Miyaji -আরিফ মিয়াজী

আরিফ মিয়াজী - সাধারণ সম্পাদক ১নং চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদল সোনাগাজী - ফেনী।

24/12/2023

নোয়াখালি সেনবাগ..
এভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে...

07/09/2023

শেখ হাসিনা ৯৬ এ বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে আমার হাতেই বিদেশিদের চিঠি পাঠিয়েছিলো: আব্দুল আউয়াল মিন্টু, ভাইস-চেয়ারম্যান, বিএনপি।

Vedio Copyright: #চ্যানেলআই

27/08/2023

আ'লীগ সরকারের কাছে এত টাকা হয় নাই যে বাংলাদেশের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথা কিনে নিতে পারে!

এদের এসব প্রোপা*গাণ্ডা তো মাত্র শুরু হলো।নির্বাচনের সময় যত কাছে আসবে তাদের প্রোপা*গাণ্ডা আর গু*জব তত বাড়তে থাকবে।
ভুয়া কল রেকর্ড,এডিটেড ছবি,মনগড়া নিউজ সামনে অহরহ আসবে।

তাই বাংলাদেশ পন্থী সবার কাছে অনুরোধ সজাগ থাকুন।
এবার তাদের সকল ধরনের চক্রান্ত ধংস করে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে।

আল্লাহ আমাদের সহায় হোন।

23/08/2023

'আওয়ামিলীগ এর একজন নেতা বলেছেন আমি মিথ্যা কথা বলি। আমি উনাদের নাম নিতে চাই না। কাউকে ব্যক্তিগত আ ক্র ম ণ আমি করতে চাই না।
আওয়ামিলীগ মানেই হচ্ছে শিষ্টাচার বহির্ভূত দল।
আমি প্রায় সময় বলি,গ্রামের চায়ের দোকানে গিয়ে দেখবেন যে লোকটা উচ্চস্বরে কথা বলছে, টেবিল চাপড়িয়ে কথা বলছে স ন্ত্রা সী দের মত করে।
ধরে নিবেন ঐ লোকটা আওয়ামিলীগ।'

__ বাংলাদেশের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

22/08/2023
Photos from Arif Miyaji -আরিফ মিয়াজী's post 18/07/2023

পদযাত্রার মধ্যখান থেকে এই ছবি গুলো নেয়া হয়েছে।
পদযাত্রার প্রথম অংশ যখন ট্রাংকরোড খেজুর চত্বর, শেষ অংশ তখনো দাউদপুল ছিলো।

১৮ জুলাই ২০২৩
মঙ্গলবার

18/07/2023

এই বেটা কি জীবিত আছে..??

17/07/2023

আজ ১৪ বছর ক্ষমতার বাহিরে,শত নির্যাতন নিপিড়ন সহ্য করে ও হাসি মুখে রাজপথ কেই আপন করে নিয়েছে জাতীয়তাবাদী দলের কর্মীরা....
স্যালুট জানাই..।

21/06/2023

শক্তি, অহংকার, ক্ষমতা, সৌন্দর্য কোনটাই চিরস্থায়ী নয় এই বাস্তবতা বর্তমান সময়ে মানুষ মানতে চায় না...

21/06/2023

ছেলের শশুর বাড়ি থেকে খয়রাতি গরু, সহ বিভিন্ন জিনিস না দিলে লোকে কি বলবে বলেন আপনি একদিন না খেয়ে থাকেন দেখবে কেউ জিজ্ঞেস ও করবে না খেয়েছেন কিনা। তাহলে এই ধরনের লোকের কথা চিন্তা করে এইসব কেন নিবেন, দিবেন??
লোক বাল পালাক নিজেরা ঠিক থাকলে দুনিয়ায় ঠিক। আর যারা জিজ্ঞেস করে ওমুকের শশুর বাড়ি থেকে কি দিছে তখন মুখের উপর উত্তর দিবেন ঝাড়ু দিছে দুই চার বাড়ি খাবেন নাকি ঝাড়ুর।
সমাজ আধুনিকতার নাকে দিন দিন অসভ্যতা কে উস্কে দিচ্ছে।

07/06/2023

ঝড়-তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলি 😜😜

28/05/2023

আলহামদুলিল্লাহ
টানা ৩য় বারের মত তুরষ্কের প্রসিডেন্ট হিসেবে নির্বাচিত। প্রেসিডেন্ট যদিও তুরষ্কের হয় তবে নেতা হিসেবে মুসলিম উম্মাহর অর্জন এটি।

24/05/2023

আজ, আমি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা 212(a)(3)(C) (“3C”) এর অধীনে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদান সীমিত করতে সক্ষম হবে। এর মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা, সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা পরিষেবার সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 3 মে, 2023 তারিখে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা জানায়।

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন কর্মের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার ব্যবহার জনগণকে তাদের সংগঠনের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখা এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ, বা প্রতিরোধ করার জন্য পরিকল্পিত ব্যবস্থার ব্যবহার। মিডিয়া তাদের মতামত প্রচার থেকে.

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সকলের— ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ এবং মিডিয়া। বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে যারা চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি।

Photos from Arif Miyaji -আরিফ মিয়াজী's post 13/05/2023

আগামীর রাষ্ট্রনায়কের সাথে প্রিয় দুইটা মানুষ..

07/04/2023

ফেনীজেলা সেচ্চাসেবকদলে ইফতার পাটি...

05/04/2023

কস্টের টাকা পুড়ে ছাই😭

04/04/2023

আলহামদুলিল্লাহ
আবারো হাফেজ তাকরিমের বিশ্বজয়।
দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে হাফেজ তাকরিম।

কিছুক্ষণ আগেই রেজাল্ট প্রকাশ করেছে দুবাই।

03/04/2023

এবার হাসিনার পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার হলেই হবে। ঠেলাও শুরু, খেলাও শুরু.....

01/04/2023

ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এখনো যাইনি তাই বলতে পারবো না, তবে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোর বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি--

বাংলাদেশ কম করে হলেও এসব দেশ থেকে ৩০০ শ বছর পিছিয়ে আছে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, আবাসন খাত, অবকাঠামো উন্নয়ন, নাগরিকদের জীবনযাত্রার মান, খাদের নিরাপত্তা, পরিবেশ নিরাপদ খাবার পানি, বজ্যকে আধুনিক পদ্ধতিতে রিসাইকল করে ৩০ টির বেশি নতুন পণ্য তৈরি করা, কার্বনডাই-অক্সাইডের পরিমাণ কমানো।

সব মিলে আমাদের উন্নয়নের গল্প আমার কাছে শুধু হাস্যকরই মনে হয় না, সেই সাথে নির্বোধের প্রলেপও মনে হয়।

©সৌদি প্রবাসি...

31/03/2023

যারা এই দারুন প্রতিবাদটি জানিয়েছেন তাদের ধন্যবাদ...

26/03/2023

যেদিন থেকে আপনি রবের ফায়সালাতে সন্তুুষ্ট হওয়া শিখে যাবেন,,
সে দিন থেকে আপনাকে কোনো কিছু কাবু করতে পারবে না।।

ইনশাআল্লাহ.....

24/03/2023

মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো; বন্ধ হোক এই অত্যাচার।

ছেলে বিয়ে করানোর সময় ভাব দেখাই বলে আমাদের কিছুই লাগবে না আমাদের যৌতুক লাগবেনা বিয়ের পর খয়রাতির মত এইসব কেন চান তাহলে?? এইসব কি যৌতুক এর চাইতে কম??

দেশের বিভিন্ন জনপদে নানা ঐতিহ্য ও প্রথার প্রচলন আছে। যুগ যুগ ধরে স্থানীয়রা এসব প্রথা টিকিয়ে রেখেছেন বংশ পরম্পরায়। এরমধ্যে কিছু আছে ঐতিহ্যের অংশ হয়ে। আবার কিছু প্রথা গলার কাঁটার মতোই বিঁধে আছে। মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো তেমনই একটি প্রথা। আর এ প্রথাটির কারণে নিরবে অনেকের চোখের পানি ঝরে।

প্রতি বছর রমজানের ২-৩ মাস আগে থেকেই অনেক বাবাকে চিন্তা করতে হয় কী করে মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর টাকা জোগাড় করা যাবে। অনেক বাবা ইফতারের এই আয়োজনের জন্য নিজের গরু ছাগল এমনকি হাস মুরগিও বিক্রি করেন। সুদে টাকা এনে তা মেটাতে বছর পার করেছেন অনেকেই।

ইফতার শুধু মেয়ের বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে না। ছেলের শ্বশুড়বাড়ি থেকে যেদিন ইফতার আসবে সেদিন বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনকে দাওয়াত দেয়া হয়। সেই সাথে একটি নীরব প্রতিযোগিতা চলে- কার শ্বশুরবাড়ি থেকে কত বেশি আইটেমের ইফতার এলো।

যার শ্বশুরবাড়ি থেকে যত বেশি ইফতার আসে তার তত সুনাম। তেমনি যে মেয়ের বাবার সে সক্ষমতা কম, তিনি ইফতারি দিয়ে খুশি করতে না পারলে- অনেক ক্ষেত্রে কথা শুনতে হয়।

যুগ যুগ ধরে চলে আসা এই প্রথার অবসান চায় নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম একে জুলুম হিসেবে দেখছে। এই ইফতার নিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বাবার বাড়ি থেকে মনমত ইফতার না আসলে শ্বশুড়বাড়ির মানুষের থেকে নানা কটু কথা শুনতে হয়। হয়তো মেয়ে জানে তার বাবার আর্থিক অবস্থা। হয়তো ইফতার দেয়ার মত সামর্থ্য তার বাবার নেই। কিন্তু নিজের বাবার সম্মানের কথা ভেবে, শ্বশুরবাড়িতে নিজের সম্মানজনক অবস্থান ধরে রাখতে অনেক সময় ভেতরে চাপা কষ্ট নিয়ে মেয়েও বাবাকে অনুরোধ করে। মেয়ের আবদার ফেলতে পারেন না বাবা। যেভাবেই হোক টাকা সংগ্রহ করেন।

এমন প্রথা ইসলামে নেই জানিয়েছেন আলেমরা। তারা জানান, ইসলামে এমন কোনো বিধান নেই। সংযমের মাসে কারো ওপর জোর করে ইফতারের আয়োজন চাপিয়ে দেয়া অন্যায়।
©

24/03/2023

এক কাপ চা দিয়ে কেউ নিজের তৃষ্ণা মেটায়,
আবার এক কাপ চা বিক্রি করে কেউ সংসারের সবার চাহিদা মেটায়!!

23/03/2023

আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার তারাবির প্রথম নামাজ অনুষ্ঠিত হবে।

শুক্রবার থেকে রোজা শুরু...❤️

22/03/2023

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে লেগেছে উন্নয়নের ছোয়া! প্রতিযোগিতা করে বাড়ছে জিনিসপত্রের দাম।

Want your public figure to be the top-listed Public Figure in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

নোয়াখালি সেনবাগ..এভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে...
শেখ হাসিনা ৯৬ এ বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে আমার হাতেই বিদেশিদের চিঠি পাঠিয়েছিলো: আব্দুল আউয়াল মিন্টু, ভাইস-চেয়ারম্যান, ...
আজ ১৪ বছর ক্ষমতার বাহিরে,শত নির্যাতন নিপিড়ন সহ্য করে ও হাসি মুখে রাজপথ কেই আপন করে নিয়েছে জাতীয়তাবাদী দলের কর্মীরা.... ...
ঝড়-তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলি 😜😜
ফেনীজেলা সেচ্চাসেবকদলে ইফতার পাটি...
যেদিন থেকে আপনি রবের ফায়সালাতে সন্তুুষ্ট হওয়া শিখে যাবেন,,সে দিন থেকে আপনাকে কোনো কিছু কাবু করতে পারবে না।। ইনশাআল্লাহ.....
শর্টপিজ ক্রিকেট....
জাতীয়তাবাদি ছাত্রদল ১ নং চরমজলিশপুর ইউনিয়ন সোনাগাজী -ফেনী ♥
সকল প্রতিকূলতা অপেক্ষা করে ইতিহাসের সাক্ষী হলাম...
ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রীদেরদ্বিতীয় সেমিস্টারের পরিক্ষা চলছে...

Category

Website

Address


Feni

Other Politicians in Feni (show all)
Mehedi Hasan Piyas Mehedi Hasan Piyas
Feni

যৌবনের প্রথম ভালোবাসা বাংলাদেশ ছাএদল জিয়াউর রহমান সৈনিক যুগ্ন সাধারণ সম্পাদক ৭ নং সদর ইউনিয়ন

Nazma Akther MP Nazma Akther MP
Dhaka
Feni

সংসদ সদস্য ( সংরক্ষিত আসন- ৪৬) ও প্রেসি

Ariyan Arif Ariyan Arif
Feni
Feni

পলিটিক্যাল আরিফ

Abdul Gafur Abdul Gafur
চেয়ারম্যান ৪ নং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ।
Feni, 3942

চেয়ারম্যান ৪ নং বক্সমাহমুদ ইউনিয়ন,তাদের জন্য কিছু করতে পারাই আমার জন্য গর্বের

Monjila Mimi Monjila Mimi
East Ukil Para
Feni, 3900

সাধারণ সম্পাদক- যুব মহিলা লীগ, ফেনী জেলা প্রতিষ্ঠাতা সভাপতি- সহায়, ফেনী।

Joynal Abedin Joynal Abedin
Feni

𓊈═►𝙬𝙚𝙡𝙘𝙤𝙢𝙚 𝙩𝙤 𝙢𝙮 𝙥𝙧𝙤𝙛𝙞𝙡𝙚❥︎𓊉 ✎﹏𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐦𝐞🥇🥈🥉🏅🎖️ ✅রাসূল আমাদের নেতা ♻️

MD Hasibul Islam MD Hasibul Islam
Chandla
Feni, CHANDLA

Allah protect us

Iqbal hossain Iqbal hossain
Feni

আমি সুস্থ গণতন্ত্র চাই।

Jakir Hossain Jakir Hossain
Feni

music..

Nizam Uddin  নিজাম উদ্দিন Nizam Uddin নিজাম উদ্দিন
Politicians
Feni

Member, Feni District ChhatraDal Joint-Convener, Feni Government College ChhatraDal Former President

Iqrom Iqrom
Feni

plz follow my page

Arafat Asif Arafat Asif
ছনুয়া
Feni

feni